৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 141

কেউ খাবারের জন্য কষ্ট করছে না- শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন আর কারও কাছে মাথা নত করতে হয় না। বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কেউ না খেয়ে থাকছে না। প্রতিটি ঘরে ঘরে খাবার আছে, মানুষের মুখে হাসি ফুটেছে। কেউ খাবারের জন্য কষ্ট করছে না। শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রতিটি ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগর এতিমখানায় প্রায় ৬০ জন অসহায় এতিমের সঙ্গে মধ্যহ্নভোজে প্রথান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমরা যারা একটু সবল রয়েছি, ভালো অবস্থানে আছি তারা যেন সরকারের দিকে না তাকিয়ে এতিম শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এই শিশু বাচ্চাদের যদি আমরা একটু আদর-ভালোবাসা দেই তাহলে তারা স্বচ্ছন্দে থাকতে পারবে।

তিনি আরও বলেন, মিয়ানমার সরকারের নির্যাতন সহ্য করতে না পেরে নিজেদের জীবন রক্ষায় রোহিঙ্গারা যখন বাাংলাদেশে প্রবেশ করতে শুরু করে ঠিক তখনই বিশ্বের অনেক মোড়লরা বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে যুদ্ধ লাগিয়ে দেয়ার চেষ্টা করেছিল। তারা রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সুবিধা নিতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা তাদের সেই ইচ্ছায় জল ঢেলে দিয়ে অসহায় রোহিঙ্গাদের বাংলাদেশে জায়গা দিয়ে নতুন নজীর স্থাপন করেছেন।

শামীম ওসমান বলেন, বিশ্বের অন্য দেশের তুলনায় আমাদের সমস্যা হচ্ছে জনসংখ্যা, আমাদের দুর্বলতা হচ্ছে জনসংখ্যা এবং সফলতাই হচ্ছে জনসংখ্যা। দেশের আয়তন হিসেবে অন্য দেশের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা বেশি হলেও কেউ না খেয়ে থাকছে না। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের পক্ষে এটাই সম্ভব হয়েছে। বাংলাদেশ আজ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। আগামী ২০৩১ সাল নাগাদ বাংলাদেশ অস্ট্রেলিয়ার মত উন্নত দেশের দিকে অগ্রসর হবে।

শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমানের আয়োজনে এতিমদের সঙ্গে মধ্যহ্নভোজ ও কেক কেটে উৎসব আয়োজনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদু, যুগ্ম সম্পাদক বিএম শফি প্রমুখ।

বক্তাবলীর আকবরনগরের সামেদ আলী ও রহিমের নাটকীয় সমঝোতা

ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের আকবর নগর এলাকার বিবাদমান দুই গ্রুপের নেতা সামেদ আলী হাজি ও রহিম হাজি সংঘর্ষ ও সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ত না থাকার অঙ্গিকার করে পুলিশের কাছে লিখিত দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদেরের কাছে ওই অঙ্গিকারনামা প্রদান করেন তাঁরা। এসময় তাঁদের সাথে ছিলেন বক্তাবলী ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী।

সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরেই আকবর নগরের সামেদ আলী হাজি ও রহিম হাজি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এর জের ধরে প্রায় সময় উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষের জড়িয়ে পড়ে। চলে হামলা পাল্টা হামলাসহ অগ্নিসংযোগের ঘটনা। এসব ঘটনায় আকবর নগরের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়।

উভয় গ্রুপের মধ্যে সম্প্রতি উত্তেজনা দেখা দিলে ফতুল্লা মডেল থানা পুলিশ প্রায় ১৪ ঘণ্টা অভিযান চালিয়ে বিপুল পরিমাণের টেঁটা, বল্লম, রামদাসহ ১২জনকে আটক করে।

ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ্ মোহাম্মদ মঞ্জুর কাদের(পিপিএম)বলেন, “এভাবে তাঁরা এর আগেও লিখিত দিয়েছিলো। বুকে বুকও মিলিয়েছিলো উভয় গ্রুপ। বেশ কয়েকবার বলেছিলো তাঁরা আর এমন কর্মকা- করবেন না। কিন্তু সেসব কথা আর রাখেনি। এবার রাখবেন বলেও মনে হয় না। তারপরও আমরা দেখবো। এরপর যদি আবারও সন্ত্রাসী কর্মকা- করে তাহলে কঠোর অ্যাকশনে যাবে পুলিশ। কোনো ধরণের সন্ত্রাসী কর্মকা- বরদাস্ত করা হবে না।”

এ প্রসঙ্গে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান শওকত আলী বলেন, এর আগে তাঁরা কথা রাখেনি। এবার আমরা এর সাথে সম্পৃক্ত। এবার যদি কথা না রাখে তাহলে কঠিন অ্যাকশনে যাবো প্রশাসনের মাধ্যমে। কাউকে কোনো ছাড় দেয়া হবে না। এই সুযোগই তাঁদের জন্য শেষ।

ফিফা প্রেসিডেন্টকে পাশে পেলেন মেসি

ডেস্ক নিউজঃ বিশ্বকাপে তেমন আহামরি কোন পারফরম করতে পারেননি আর্জেন্টিনা সেরা তারকা লিওনেল মেসি। পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার দ্বিতীয় রাউন্ড থেকেই ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেন। ৪টি বিশ্বকাপে খেললেও এখনো অধরা ট্রফি ছোঁয়া হয়নি মেসির।

নিজের এমন হতাশাগ্রস্থ সময়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে পাশে পেলেন তিনি। শুক্রবার জিয়ান্নি ইনফান্তিকোকে মেসি বিষয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘মেসি কিংবদন্তী খেলোয়াড় এবং সবসময়েই সে থাকবে। সে অসাধারণ সব গোল করে থাকে। মাঝে মাঝে এটা দেখা যায় না তার মধ্যে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আর্জেন্টিনা ফ্রান্সের সাথে ২-১ ব্যবধানে জিততো তাহলে হয়তো বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে সে তার স্কিল দেখানোর সুযোগ পেতো।’

তবে, মেসির খেলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। এমনকি মেসি আরো দশ বছর খেলা চালিয়ে যাবে, এমনটাই স্বপ্ন দেখেন ফিফা প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটা নিয়ে আলোচনা হতে পারে কারণ আমরা চাই সে আরো দশ বছর খেলা চালিয়ে যাবে এবং স্বপ্ন দেখিয়ে যাবে এবং এটা সে করে যাবে।’

তবে বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সে হতাশ ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘আর্জন্টিনা জাতীয় দলের কাছে সে দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। শুধু তাই নয়, পুরো বিশ্বই দলটির দিকে তাকিয়েছিল। কিন্তু তারা দারুণ এক ম্যাচে হেরে গেছে ফ্রান্সে কাছে যে দলটি এখন ফাইনালে। আশা করবো পরবর্তী বিশ্বকাপে আমরা শক্তিশালী একটি আর্জেন্টিনা দল পাবো।’

জাতীয় নির্বাচনে ভোটে ও জনসমর্থনে এগিয়ে আ.লীগ: বিএমআই রিসার্চ

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনের সময় জনসমর্থনে এগিয়ে থাকবে বলে মনে করছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বিএমআই রিসার্চ।

দুইশর বেশি দেশে রাজনৈতিক ঝুঁকি নিরূপণে কাজ করা প্রতিষ্ঠানটি বলছে, বিএনপি নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে অনশন, মানববন্ধনের মত যেসব রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন, তাতে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ওপর তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না।

শুক্রবার প্রকাশিত বিএমআই রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ফেব্রুয়ারিতে দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় কারাগারে যাওয়ার পর দলটির শক্তি অনেকাংশে হ্রাস পেয়েছে।

ফলে ‘দুর্বল নেতৃত্বের’ বিএনপি আগামী নির্বাচনে আওয়ামী লীগের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে না বলেই এ গবেষণা সংস্থার বিশ্লেষকদের ধারণা।

“ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে এবং দেশে বহু নেতা গ্রেপ্তার থাকায় বিএনপির নেতৃত্বে ‘শক্তিশালী’ নেতার সঙ্কট তৈরি হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের অবস্থা এর উল্টো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে দলটির নেতৃত্ব দিয়ে আসছেন, কয়েক মেয়াদে তিনি সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন।”

আর গত মে ও জুন মাসে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বড় জয়ের মধ্যেও বিএনপির সমর্থন কমার আভাস দেখতে পাচ্ছে বিএমআই রিসার্চ।

তাদের স্বল্পমেয়াদী রাজনৈতিক সূচকে বাংলাদেশের স্কোর এবার একশর ভেতরে ৫৮.১। তবে নির্বাচন ঘিরে আগের মত সহিংসতার সম্ভাবনা বিএমআই রিসার্চ উড়িয়ে দিচ্ছে না।

নির্দলীয় সরকারের অধীনে ভোট করার দাবি জানিয়ে আসা বিএনপি খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে না যাওয়ার ইংগিত দিয়ে রেখেছে। অন্যদিকে তাদের নির্দলীয় সরকারের দাবি বরাবরই নাকচ করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

“ফলে ২০১৪ সালের মত এবারও বিএনপির নির্বাচন বর্জনের সম্ভাবনা থেকেই যাচ্ছে। নির্বাচনের আগে-পরে তাদের সহিংস আন্দোলনের সম্ভবনাও আমরা নাকচ করতে পারছি না।”

বিএনপির বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অর্ধেকের বেশি আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ব্যাপক সহিংসতার মধ্যে ওই নির্বাচনে জয় পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।

নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালের জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা তিন মাসের অবরোধ-হরতালে শতাধিক মানুষের প্রাণ যায়। ওই রাজনৈতিক অস্থিরতার মধ্যে গ্রেপ্তার হয় সাত হাজারের বেশি নেতাকর্মী।

বিএমআই রিসার্চ বলছে, রাজনৈতিক বাস্তবতার পাশাপাশি ভোটের বছরের বাজেটে গ্রামের কৃষিজীবী মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য যেসব সুবিধা দেওয়া হয়েছে, তার ফলও আওয়ামী লীগ নির্বাচনে পাবে।

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ভর্তুকি, কৃষি ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ আগের বছরের তুলতায় যথাক্রমে ২৭.৯, ২৪.৮ ও ৮.৯ শতাংশ বাড়িয়েছে। এটা ভোটারদের সমর্থন আদায়ে ভূমিকা রাখবে বলে গবেষণা সংস্থাটি মনে করছে।

ফতুল্লায় মাদকসহ গ্রেফতার-৩

ফতুল্লার নন্দলালপুর এলাকার শীর্ষ মাদক সম্রাট রনি ওরফে পেচাঁ রনি,স্ত্রী পপি ও শাকিল মাদকসহ ৩ জন গ্রেফতার।বৃহস্পতিবার(১২ জুলাই) রাত সাড়ে ১০ টায় নন্দলালপুর এলাকায় ফতুল্লা মডেল থানার এস.আই কাজি এনামুল হক ও এ এস আই তারেক আজিজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পশ্চিম নন্দলালপুর থেকে ৪০০ পিস ইয়াবাসহ তাদের কে গ্রেফতার করেছে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল হক জানান আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

নেতাকর্মদের প্রতি খোরশেদের কৃতজ্ঞতা প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তিঃ সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক ও তিনবারের নির্বাচিত কাঊন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ মহান আল্লাহর দরবারে শোকরিয়া এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

গতকাল বুধবার বিকালে তিনবার জেলগেটে শ্যোন এরেষ্ট শেষে ৮ মামলায় উচ্চ আদালতের জামিন ও জেলগেটে পুনরায় গ্রেফতার করা যাবে না মর্মে মহামান্য উচ্চ আদালতের নির্দ্দেশে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। এসময় তাকে জেলগেটে শতশত নেতাকর্মীর স্বাগত জানান।উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,আমি মহানগর যুবদল ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই।আমি ধন্যবাদ জানাই আইনজীবি ও সংবাদকর্মীদের প্রতি।এসময় তিনি দেশনেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,ঈদুল ফিতরের দিন আমার পরিবারের সাথে টেলিফোনে যোগাযোগ করে তিনি সমবেদনা জানিয়েছেন ও সাহস জুগিয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক ও তিনবারের নির্বাচিত কাঊন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন হামলা মামলা ও খুন গুম করে জেলে দিয়ে আমাকে গনতন্ত্র পুনুরুদ্ধারের আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও গনতন্ত্র পুনুরুদ্ধারের সংগ্রাম অব্যাহত ও আরো জোড়দার করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।তিনি আরো বলেন, খুন-গুমের ভয় থাকলেও আল্লাহ ছাড়া কোন রক্ত চক্ষুকে পরোয়া করি না।রাজপথে ছিলাম,আছি ও আগামী দিনেও রাজপথে থাকবো। আমার জন্ম রাজপথে,মৃত্যুও হবে জপথে,ইনশাল্লাহ।তিনি আরো বলেন,পদ পদবীর জন্য রাজনীতি করি না,তাই পদের লোভে চুপ করে থাকবো না, রাজপথের সক্রিয় নেতাকর্মীদের অধিকার আদায়েও সক্রিয় থাকবো ইনশাল্লাহ।

অবশেষে মুক্তি পেলেন কাউন্সিলর খোরশেদ

নিজস্ব প্রতিবেদকঃ গ্রেপ্তারের পর জামিন পেলেও একাধিকবার কারাগারের গেটের সামনে তাদের গ্রেপ্তার করে আবারো অন্য মামলায় শ্যোন এরেস্ট করেছে পুলিশ। রিমান্ডেও ছিলেন । অবশেষে কারামুক্ত হলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিন মাস ২৪ দিন কারাভোগ শেষে তিনি জামিনে মুক্তিহন। বুধবার বিকাল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্ত হয়ে বেরিয়ে আসেন।

কয়েকবার জামিন পেলেও তাকে বারবার শ্যোন এরেস্ট দেখানোর বিষয়ে গত সোমবার উচ্চ আদালত খোরশেদকে কেন বারবার গ্রেপ্তার করা হচ্ছে- তা জানতে চেয়ে পুলিশ বাহিনী ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে কারণদর্শানোর আদেশ দেয়। সেই সঙ্গে কোন ধরনের শ্যোন এরেস্ট না দেখাতেও নির্দেশ দেয় আদালত। পরে বুধবার বিকালে খোরশেদ জামিনে মুক্তি পান। এদিন তাকে স্বাগত জানাতে কারাগারের বাইরে প্রচুর নেতাকর্মী জড়ো হন। কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড থেকে টানা দুইবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত কাউন্সিলর।

এর আগেও নারায়ণগঞ্জ পৌরসভা থাকাকালীন সময়ে একই ওয়ার্ডে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের আপন ছোট ভাই তিনি। খোরশেদ নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে হেভিওয়েট প্রার্থী। এ আসনে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

গত ১৯ মার্চ তার ওয়ার্ডবাসীর মাঝে স্মার্টকার্ড বিতরণে সিরিয়ালে দাঁড়ানো নিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ক্ষুব্ধ হন। ওই সময় ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের তখন জানিয়েছিলেন, খোরশেদ জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছেন- তাই তাকে আটক করা হয়। তবে পরবর্তীতে তাকে নাশকতার মামলায় আদালতে রিমান্ড চেয়ে পাঠানো হয়। ওই মামলায় তাকে রিমান্ডে নেয় দুই দিন। তারপর আরও দুইবার তাকে কারাগারের সামনে থেকে গ্রেপ্তার করে অপর দুটি মামলায় রিমান্ডে নেয় পুলিশ। গত ২৩ মে ও গত ১৩ জুন খোরশেদকে শ্যোন এরেস্ট দেখানো হয়।

সাফল্যের দ্বারা ধরে রাখলেন ফতুল্লা মডেল থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ জয়ের দ্বারা ধরে রাখলেন ফতুল্লা মডেল থানা পুলিশ। ”বরাবরের মত এবারও জেলার শ্রেষ্ঠ অফিসার অফিসার ইনচার্জ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব শাহ মোঃ মঞ্জুর কাদের পিপিএম, ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল হক ও শ্রেষ্ঠ এএসআই হিসাবে এএসআই মোঃ তারেক আজিজ।

বুধবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস এ অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ  শাহ মোঃ মঞ্জুর কাদের পিপিএম,ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল হক ও শ্রেষ্ঠ এএসআই হিসাবে এএসআই মোঃ তারেক আজিজ পুলিশ সুপার মঈনুল হকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। তিনি ইতিপূর্বেও তিন বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার গ্রহণ করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ  শাহ মোঃ মঞ্জুর কাদের পিপিএম। এছাড়া এসআই কাজী এনামুল হক ও শ্রেষ্ঠ এএসআই হিসাবে এএসআই মোঃ তারেক আজিজও একাধিক বার পুরস্কার নিয়েছেন।

বক্তাবলীর লক্ষ্মীনগরে ইয়াবাসহ রহিম গ্রেফতার

প্রেসবিজ্ঞপ্তিঃ ফতুল্লার বক্তাবলীতে অভিযান চালিয়ে রহিম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সাথে ইয়াবা পরিবহণের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ জুলাই) রাতে ইউনিয়নের লক্ষ্মীনগরে র‌্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রহিম লক্ষ্মীনগর পূর্বপাড়ার মাহমুদ আলীর ছেলে।

র‌্যাবের এএসপি বাবুল আখতার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, রহিম দীর্ঘদিন যাবৎ বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে বিভিন্ন এলাকায় ইজি-বাইক যোগে ইয়াবা বিক্রি করে আসছিল। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে

ফতুল্লা ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুলাই) সকাল ১১ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ মিছির আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগ সভাপতি এম সাইফুল্লাহ বাদল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি বাবু চন্দন শীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, মহানগর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল হোসেন, ফতুল্লা থানা যুবলীগ সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফরিদ আহমেদ লিটন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সভাপতি আজিজুর রহমান আজিজ প্রমুখ ।