৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 182

চালার দেয়ালের স্যাঁতস্যাতে ঘরে রাখা হয়েছিল সাংবাদিক উৎপলকে

ডেস্ক নিউজঃ দুমাস দশদিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার রাতে পূর্বপশ্চিমবিডিডটনিউজের রিপোর্টার উৎপল দাস মায়ের কোলে ফিরে এসেছেন। ফিরে আসার পর বুধবার দিনটি পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে কাটাচ্ছেন।  গণমাধ্যমকে দিচ্ছেন স্বাক্ষাৎকার।পূর্বপশ্চিমকে উৎপল শোনালেন কেমন ভয়ংকর ছিল টানা দুইমাস দশদিনের সেই বন্দী জীবন।

সেই দুপুরে ধানমন্ডি স্টার কাবাবের সামনে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলাম। পেছন থেকে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়। এর আগে একটি ফোনে আমি কিছু টাকার বিষয়ে কথা বলেছিলাম।  সেখান থেকে প্রায় ৩ ঘণ্টার মতো সময় আমাকে গাড়িতে করে একটি ঘরে নিয়ে রাখা হয়। টিনের চালার দেয়ালে ঘেরা স্যাঁতস্যাতে ঘরটিতে রাখা হয়েছিল। পরে মুখোশধারী একজন আমার কাছে এসে বলেছিল, তুই তো ফোনে টাকা চেয়েছিস, আমাদের কিছু টাকা দিয়ে দে, তোকে ছেড়ে দিবো। তখন আমি ধারণা করেছিলাম ধামনণ্ডি এলাকায় সেই ফোনের রেফারেন্স ধরেই অপহরণ করা হয়েছে।

রাতের বেলায় সেখানে শেয়ালের হাঁক শোনা যেত। মনে হতো কোনো একটি জঙ্গলের ভেতরে এই ঘরে রাখা হয়েছে। আমার কাছে প্রথম থেকে শুধু কয়েকবার টাকার বিষয়ে কথা হয়েছে। তারা আর কোনো বিষয়ে কোনো কথাই বলেনি। যেখানে রাখা হয়েছিল সেখানে নিয়মিত ঘরের দরজা বাইরে থেকে লক করা থাকতো। খাবার দেয়া হতো দরজার নিচের দিকে খালি জায়গা দিয়ে। এভাবেই কেটেছে ২ মাস ১০ দিন।

অবশেষে মঙ্গলবার রাতে রূপগঞ্জের ভুলতা এলাকার একটি সিএনজি স্টেশনের পাশে ফেলে রেখে যায়। তখনো প্রায় ৪ ঘন্টা চোখবাঁধা অবস্থায় গাড়িতে থাকতে হয়েছে।আমার নিখোঁজের পর থেকে ফিরে আসা পর্যন্ত সাংবাদিকমহল থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরের যারা কাজ করেছেন তাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি মায়ের কোলে ফিরে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

উৎপল মায়ের কোলে ফিরেছে, বুক থেকে পাহাড় নেমেছে

পীর হাবিবুর রহমানঃ উৎপল মায়ের কোলে ফিরেছে।  আমার বুকের উপর থেকে ভারি পাহাড় সরে গেছে।  মঙ্গলবার রাত বারোটার দিকে নারায়ণগঞ্জের ভুলতায় উৎপলকে যারা তুলে নিয়ে গিয়েছিল তারা ফেলে গেছে।  তারপর ভুলতা পুলিশ ফাঁড়িতে।  এদিকে গণমাধ্যমে আনন্দ চলছে।  টানা দুইমাস দশ দিনের শ্বাসরুদ্ধকর উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে খবর প্রচার হচ্ছে উৎপল ফিরেছে।  উৎপল সেখান থেকে তার মাকে ফোন করে।  তার বন্ধু রাজিবের সঙ্গে কথা হয়।  আমার সঙ্গে কথা বলতে গেলে তার স্বভাবসুলভ চঞ্চল ও প্রাণবন্ত চেহারাটি ফুটিয়ে তোলে।  উৎফুল্ল চিত্তে বলতে থাকে, ভাই আমি ভালো আছি, বাড়ি যাবো, বৃহস্পতিবার অফিস করবো।  ভুলতা থানা পুলিশ ফাঁড়িতে রাতে দীর্ঘ অপেক্ষায় থাকা তৃষ্ণার্ত ব্যাকুল হৃদয়ে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া উৎপলের মা ছুটে গেলে সে মায়ের বুকে ঠাই নেয়।  সন্তান যত বড় হোক পৃথিবীতে মায়ের চেয়ে পরম আশ্রয় আর কোথাও তার হয় না।  অজানা অন্ধকার সময় থেকে দুইমাস দশদিন পর ফিরে এসে উৎপল যেন আরেকবার সেই সত্যকে উপলব্ধি করলো।

উৎপলের ভাষ্য অনুযায়ী ১০ অক্টোবর ধানমন্ডির একটি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বের হলে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে দূরের কোথাও জঙ্গলের মধ্যে একটি ঘরে বন্দী করে রাখে।  তার কাছে অর্থ দাবি করেছে।  কখনো সখনো বলেছে, টাকা না দিলে মেরে ফেলবে।  শেষপর্যন্ত চোখ বেধে যেভাবে নিয়ে গিয়েছিল তেমনি চোখ বেধেই তাকে ভুলতা ফেলে যায়। বলে দেয়, পেছনে না তাকাতে।  পঁঞ্চাশ গজ দূরে পেট্রোল পাম্পের কথাও শুনিয়ে দেয়।  সেখান থেকেই উৎপল তার মায়ের সঙ্গে আগে কথা বলে।  তারপর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।  এই দুই মাস দশদিন আলাভোলা বোহেমিয়ান ধরনের সংবাদকর্মীদের প্রিয়মুখ উৎপল নিখোঁজ থাকায় তার মা দরজা খুলে পথ চেয়ে বসে থাকতেন।  বিষন্ন চেহারায় স্কুল শিক্ষক গরীব পিতা নির্বাক দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকাতেন।  তার স্নেহময়ী দিদিরা অশ্রুজলে বুক ভাসাতেন।  গণমাধ্যমকর্মীরা প্রতিদিন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।  উৎপলের সন্ধানে যতখানি যাওয়া যায় ততখানি ছুটে গেছি।  যদি কেউ তাকে ফিরিয়ে আনতে পারেন সন্ধান বের করতে পারেন এই আশায়।  দুদিন পরপর উৎপলের বাবা যখন ফোন করতেন পৃথিবীতে আমার নিজেকে সবচেয়ে অসহায় মানুষ মনে হতো।  আমি আশাবাদী কাকা, ধৈর্য্য ধরেন, অপেক্ষা করেন উৎপল ফিরে আসবে, এর বাইরে কিছু বলতে পারতাম না।

উৎপলের জন্য তার বন্ধুরা গণমাধ্যমকর্মীরা যা করেছে তাতে আমরা সবাই মুগ্ধ হয়েছি।  অভিভূত হয়েছি।  উৎপলকে নিয়ে সমাজের দেশ বিদেশের নানা পাঠকেরা গভীর উদ্বেগ ও আকুতি জানিয়েছেন।  মানবিক দৃষ্টিকোণে তাদের মমত্ববোধ আমাদের আপ্লুত করেছে।  উৎপলের জন্য গণমাধ্যমে অনেকে লেখালেখি করেছেন।  অগণিত সাধারণ মানুষ কায়মনোবাক্যে প্রার্থনা করেছেন উৎপল যেন সুহালে ফিরে আসে।  আমাদের উৎপল সুহালে মায়ের কোলে ফিরেছে বুকের উপর থেকেও যেন ভারি পাহাড় সরে গেছে।  আমরা চাই না উৎপলের মায়ের  মতো আর কোনো মা এতোদিন সন্তানের জন্য পথ চেয়ে বসে থাকুক।  উৎপল তার জীবনে ঘটে যাওয়া ঝড় থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আত্মউপলব্ধি করুক।  পরিবার সমাজ পেশার প্রতি দায়িত্বশীল হয়ে উঠুক।  পেশাদারিত্বের জায়গায় সৃজনশীলতা মেধা ও পরিশ্রমের বিনিময়ে জ্বলে উঠুক।  উৎপলের জন্য আমাদের শুভকামনা।  সূত্র-পূর্বপশ্চিম বিডি

ফতুল্লা মডেল থানার সৌন্দর্য বর্ধনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা মডেল থানার সৌন্দর্য বর্ধনের উদ্বোধন করলেন পুলিশ সুপার মঈনুল হক পিপিএম। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা। ফতুল্লা মডেল থানাকে ডিজিটালে রূপ দিতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপাত কর্মকর্তা অন্যান্য অফিসারদের নিয়ে দীর্ঘদিন ধরে নিরলস ভাবে কাজ করেছে।

কামাল উদ্দিন ফতুল্লা মডেল থানায় যোগদানের পর ভবনের পাশে দৃষ্টি নন্দন একটি মিটি পার্ক গড়ে তোলেন। সেখানে বিভিন্ন ফুলের গাছের পাশাপাশি ছোট পরিসরে একটি ঝর্নাও স্থাপন করে। এছাড়া থানায় আগতদের পানির পিপাশা মিটাতে একটি কলেও ব্যবস্থা করেন। গত দুই মাস ধরে থানার ভেতরের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করে পুরো থানার চিত্র পাল্টে দিয়েছেন ওসি কামাল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার(ক) শরফুদ্দিন, ওসি তদন্ত শাহ জালাল,ওসি অপরারেশন মজিবুর রহমান, গোলাম মোস্তফা, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন, সাধারন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক এ আর কুতুবে আলম,সাংবাদিক এ আর মিলন, পিয়ার চাঁন, রুহুল আমিন প্রধান, মনির হোসেন, জি এ রাজু,শাকিল আহমেদ ডিয়েল, নিয়াজ মো: মাসুম, এনায়েত নগর ইউনিয়ন পিরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, কুতুবপুরের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ।

আড়াইহাজারে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং জঙ্গিবাদী লিফলেট জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো. শাকিল আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকার জাহিদুল ইসলাম কাওসার (৩২) ও গাইবান্ধা সদর উপজেলার মো. মশিউর রহমান জীবন (২৮)।

র‌্যাব জানায়, সোমবার রাত সোয়া ৯টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ইবারদী স্ট্যান্ড এলাকায় গোপন বৈঠকের জন্য একত্রিত হওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব আরো জানায়, জাহিদুল ইসলাম কাওছার ২০০৪ সালে রাজধানীর একটি স্কুল থেকে এসএসসি পাশ করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত। তিনি ২০০৪ সালে জনৈক জুয়েল এর মাধ্যমে জেএমবিতে যোগদান করে এবং জেএমবির শীর্ষ স্থানীয় জঙ্গি নেতা আরাফাত রহমান সানির মাধ্যমে জেএমবির সামরিক শাখার জন্য প্রশিক্ষণ গ্রহণ করে আত্মঘাতী গ্রুপে নাম লেখায়। র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতারকৃত সৈয়দ রায়হান কবির রায়হান বাবুর মাধ্যমে সে ২০১৫ সালে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এ যোগদান করে এবং আনসার আল ইসলামের হয়ে কাজ করতে থাকে।

র‌্যাব জানায়, মো. মশিউর রহমান জীবন ২০১১ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে এসএসসি পাশ করে ফার্নিচারের দোকানে কাজ শুরু করে এবং ২০১৩ সালে জনৈক লিটন এর সাথে পরিচয় এবং ঘনিষ্ঠতার মধ্যদিয়ে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়। তার বাসায় জঙ্গি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত একাধিক মিটিং হয়েছে বলে সে স্বীকার করেছে এবং তার বাসায় সাজিদ নামের এক জঙ্গি নেতা স্ত্রীসহ অনেক দিন আত্মগোপনে ছিল বলেও স্বীকার করে। ২০১৬ সালের শেষের দিকে তিনি জনৈক শিপন এর মাধ্যমে আনসার আল ইসলামে (আনসারুল্লাহ বাংলা টিম) যোগদান করে কাজ করতে থাকে।

নারায়ণগঞ্জে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে চাষাড়া বিজয়স্তম্ভে দিনের শুরুতেই জেলার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে পালিত হচ্ছে বিজয় দিবস।

শনিবার সকাল ৬.৩৪ মিনিটে চাষাড়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়। এরপর একে একে সবাই চাষাড়া বিজয় স্তম্ভে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।

বিজয়স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রসাশক রাব্বী মিয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা সিভিল সার্জন এহসানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, সদর উপজেলা ইউএনও তাসনীন জেবিন বিনতে শেখ ও প্রফেসর শিরীন বেগমসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাগণ।

এছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ, তোলারাম সরকারি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায়, আনন্দ র‌্যালী ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ৪৬ তম বিজয় দিবস উদযাপন করলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ।

শনিবার ( ১৬ ডিসেম্বর ) সকাল ১১ টার দিকে শহরের প্রেসক্লাবের সামনে থেকে হাজারোও নেতা কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে শহরে বিজয় রেলী বের করা হয় । রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বরে বিজয় স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সহ সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, রবিউল ইসলাম রবি, পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, সদস্য আতাউর রহমান আঙ্গুর, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী, বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকবর আলী সুমন,সাধারণ সম্পাদক এডভোকেট আল আমীন সিদ্দিকী,জেলা  বিএনপির মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রহিমা শরীফ মায়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, মশিউর রহমান রনি,প্রমূখ ।

জেলা বিএন‌পি আ‌য়ো‌জিত এই অনুষ্ঠা‌নে ফতুল্লা থানা এলাক‌ার নেতাকর্মী‌দের অংশগ্রহণই ছিল বে‌শি এবং তারা ফতুল্লা থানা বিএন‌পির সভাপ‌তি আলহাজ্ব মো. শাহ আল‌মের সম‌র্থিত নেতাকর্মী। তা‌দের হা‌তে হা‌তে ছিল শাহ আল‌মের ছ‌বিসহ ব্যান‌ার ফেস্টুন। জেলা বিএন‌পির অনুষ্ঠা‌নে গিয়াস উ‌দ্দিন সম‌র্থিত কোন কর্মী‌কে দেখা যায় নি।

শহীদ নগরে শেখ রাসেল ছাত্র ও ক্রীড়া সংঘের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে শেখ রাসেল ছাত্র ও ক্রীড়া সংঘের উদ্যোগে মহানগর ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার এর সৌজন্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় (পরিক্ষা) করা হয়।  শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জের শহীদ নগরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা এম আঃ ছালাম খাঁন। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিটি উদ্বোধন করেন মহানগর ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক এম এম হাসান। এ সময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মিজানুর শহীদ নগর পঞ্চায়াত কমিটির সভাপতি আবু তাহের খাঁন,সাধারণ সম্পাদক,রহমান,সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন সানি,সাধারণ সম্পাদক মোঃ শাকিল হোসেনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

নারায়নগঞ্জ চাষাড়ার বিজয়স্তম্ভে বক্তাবলী ইউনিয়ন বিএনপির শ্রদ্ধাঞ্জলী

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়নগঞ্জ চাষাড়ার বিজয়স্তম্ভে শহীদের বেদীতে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পন করেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি।

পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড.আবুল কালাম আজাদ বিশ্বাস, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আকবর আলী সুমন ,সাধারন সম্পাদক অ্যাড.আল আমিন সিদ্দিকী,দপ্তর সম্পদক মো.আবুল কালাম আজাদ,পিয়ার হোসেন ‍পিন্টু,সাইফুল ইসলাম খাঁন, মো: শামীম প্রধান,বরকতুল্লাহ,মো: শাহ আলীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

ফতুল্লা প্রেস ক্লাবের নতুন কমিটিকে ওসি ফতুল্লার ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টারঃ ফতুল্লা প্রেস ক্লাবের নতুন কমিটির সাথে মত বিনিময় করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন ও ওসি(অপারেশন) মজিবুর রহমান। এসময় প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি এম সামাদ মতিন ও সাধারন সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যদের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান।এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্,যুগ্ম সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন,সাবেক সহ-সভাপতি রুহুল আমিন প্রধান,ক্রীড়া সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, প্রচার সম্পাদক জি এ রাজু, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল,মনির হোসেন, সেলিম মুন্সি, এ আর মিলন, সাংবাদিক এমদাদ হোসেন প্রমুখ।

আগামী নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে-মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে। শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এ লক্ষ্যে তিনি ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

.
বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে হানাদার মুক্ত দিবসের আলোচনায় সভায় চতুর্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইভি বলেন, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ হয়েছে বলেই আজকে আমরা লাল সবুজের পতাকা নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াতে পারছি। শেখ হাসিনা এখন মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন। এমনকি তিনি প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করে দিচ্ছেন।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য হাজেরা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব প্রমুখ।