৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 136

জাতীয় শোক দিবসে সকল শহীদদের প্রতি আতাউর প্রধাণের গভীর শ্রদ্ধাঞ্জলী

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন  বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধাণ।

 

জাতীয় শোক দিবসে সকল শহিদদের প্রতি আফাজউদ্দিন ভূইয়ার শ্রদ্ধাজলী

১৫ আগস্ট  জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আফাজউদ্দিন ভূইয়া।

ভূয়া দুদক কর্মকর্তা গ্রেফতার

ডেস্ক নিউজ: চট্টগ্রাম জেলা সদর ভূমি রেজিষ্ট্রি অফিসে দীর্ঘদিন যাবত দুদক কর্মকর্তা পরিচয়ে সুযোগ নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা ভূমি রেজিষ্ট্রি কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রেজাউল ইসলাম চৌধুরী, তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম উপজেলার আলকরা গ্রাম বলে নিশ্চিত করেন দুদক অফিস।
এই ভুয়া দুদক কর্মকর্তা দীর্ঘদিন সদর সাব রেজিস্ট্রি অফিসে নিজেকে দুদকের অফিসার পরিচয়ে মানুষকে বিভ্রান্ত করতো এবং চাঁদাবাজি করত বলে জানান দুদকের এক উপ-পরিচালক।
এছাড়াও জেড,এম ইমরান আলী নামে এক ব্যক্তির কাছ থেকে এক লক্ষ টাকার চাঁদা দাবি করেন তিনি। পরে ওই ভূয়া দুদক কর্মকর্তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। এবং দুদকের পক্ষ থেকে এ নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
এ বিষয়ে চট্টগ্রাম দুদক সহকারি পরিচালক মোঃ নুরুল ইসলাম জানান, “এভাবে দুদকের ভূয়া পরিচয় দিয়ে দালাল/ ভূয়া অফিসার/ একটি চক্র চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সক্রিয় থেকে দুদকের সুনাম নষ্ট করছেন। অনুরূপ কোন অভিযোগ থাকলে দুদকের হটলাইন ১০৬ নাম্বারে জানানোর অনুরোধ জানান তিনি”।

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও তার পরিবারসহ সকল শহীদদের প্রতি শওকতের শ্রদ্ধাঞ্জলী

১৫ আগষ্ঠ  জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত  চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত আলী।

না ফেরার দেশে চলে গেলেন সমকালের সম্পাদক গোলাম সারওয়ার

সাংবাদিকদের অন্যতম দিকপাল, সাংবাদিকতার অন্যতম পথিকৃত সমকাল সম্পাদক গোলাম সারওয়ার আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার বিকেল ৫টায় সমকাল সম্পাদকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল। কিন্তু রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় সোমবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

নারায়ণগঞ্জে টেন্ডারবাজী নিয়ে সংঘর্ষ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি কোরবানির পশুর হাটের সিডিউল কেনা নিয়ে নূর হোসেন ও মুন্না নামে দুই জনপ্রতিনিধির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্নার সমর্থক ইসমাইল হোসেন বলেন, মুন্না ভাই আমাদের পাঠিয়েছেন সিডিউল কেনার জন্য।

আমরা উপজেলা কার্যালয়ে প্রবেশের সময়ই গোগনগর ইউনিয়ন পরিষদের সদস্য নূর হোসেন মেম্বারের লোকজন আমাদের বাধা দেয়। এ সময় প্রতিবাদ করলে তারা আমাকে ও আমার সঙ্গে আসা সাইদ, জনি, শাহ জাহানসহ ৫-৬ জনকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে এবং মুন্নাকে গালাগাল করতে থাকে। এ সময় এলাকাবাসী এসে আমাদের রক্ষা করে। তাদের বাধার মুখে সিডিউল কিনতে পারিনি।

নূর হোসেন মেম্বারের ছোট ভাই মকবুল সওদাগর জানান, গোপগনগর ইউনিয়ন পরিষদের ১২ জন মেম্বার মিলে সৈয়দপুর মাতবর বাড়ি এলাকার হাটটি ইজারা নেয়ার জন্য সিডিউল কেনে।

বিষয়টি জানতে পেরে মুন্না সমর্থক ইসমাইল লোকজন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে উপজেলায় এসেছিল। তারা হাটের সিডিউল কিনতে আসেনি। তারা আমাদের লোকজন দেখে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এতে আমরা প্রতিবাদ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বিনার সহকারী মনির হোসেন জানান, ইউএনও অফিসিয়াল কাজে বাইরে আছেন। বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন হাটের সিডিউল বিক্রি করেছি। আমাদের কার্যালয়ে কোনো মারধরের ঘটনা ঘটেনি। বাইরে কিছু ঘটলে এর জন্য পুলিশ আছে তারাই ব্যবস্থা নেবে। ফতুল্লা মডেল থানার এসআই আরিফুর রহমান জানান, উপজেলার উত্তর গেটের কাছে কিছু লোকজনের মধ্যে হাতাহাতি ও কিলঘুষির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ফতুল্লার এনায়েতনগর ইউপির ভিজিএফ কার্ডের চাল বিতরণ শুরু

মাননীয় প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব দুঃস্থ অসহায় জনসাধারনের মাঝে  ১৩ আগষ্ট সোমবার সকালে এনায়েতনগর ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ডের চাল বিতরণ শুরু।  এবার  ৩ হাজার ৫শ ৩৮ কার্ডের বিপরীতে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

এনায়েতনগর ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলার সভাপতি সালমা ওসমান লিপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউপির সচিব মোঃ দিদার সোহেন, প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন,২নং ওয়ার্ডের সদস্য আক্তার হোসেন,৪ং ওয়ার্ড সদস্য আঃ বাতেন, ৮নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান প্রধাণ, ৯নং ওয়ার্ড সদস্য কামরুল হাসান, সংরক্ষিত মহিলা সদস্য আসমা আক্তার,সাজেদা বেগম ও রোজিনা আক্তার প্রমূখ।

বক্তাবলীর শীর্ষ মাদক ব্যবসায়ী রহিম বাদশা,স্ত্রী ও শালিকাসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর শীর্ষ মাদক ব্যবসায়ী রহিম বাদশাকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবাও উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে তার দেয়া তথ্যে রহিম বাদশার স্ত্রী জয়নব ও শালিকাকে আটক করা হয়।

শনিবার (১১ আগস্ট) রাতে বক্তাবলীর রামনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

রহিম বাদশাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: মঞ্জুর কাদের।

তিনি জানান, রহিম বাদশার কাছ থেকে প্রায় হাজার দু’য়েক ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওর (রহিম বাদশা) দেয়া তথ্য অনুযায়ী ওর স্ত্রীর কাছেও ইয়াবা রয়েছে। এজন্য ওর স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে।

ইয়াবা উদ্ধারের অভিযান অব্যাহত আছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

বক্তাবলীর ইউপিতে বিজিএফ কার্ডের চাল বিতরণ শুরু

নিউজ প্রতিদিন ডটনেট :১২ই আগষ্ট রবিবার সকাল থেকে শুরু হয়েছে বক্তাবলী ইউনিয়ন পরিষদের বিজিএফ কার্ডের চাল বিতরণ।

এবার ২ হাজার কার্ডের বিপরীতে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

টেটাঁ যুদ্ধে উত্তাল বক্তাবলীর আকবর নগর, থানায় দুই মামলা

নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকার  আকবর নগর গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সামেদ আলী বাহিনীর সাথে রহিম হাজীর বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ফতুল্লা মডেল থানায় সামেদ আলীর বাহিনীর বিরুদ্ধে মামলা রুজু হলো ২ টি । আর অপর দিকে, সামেদ আলীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করেছে স্ত্রী রহিম হাজী বাহিনীর বিরুদ্ধে। এই দুই পরিবারের মারামারি ও বিবাদের নেপথ্যে রয়েছে ঢাকা জেলা দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন জাজিরার ভূমিদস্যু আবুল কাশেম ওরফে নেতা কাশেম এমনটাই বলছে আকবর নগর ও জাজিরার জন সাধারন।

মামলা সূত্রে জানাযায়, ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ পূর্ব জাজিরা এলাকার ফাতেমার স্বামী জয়নাল আবেদীন মন্ডল । সে মাটি কাটার কন্টেক্টরী করে আসছে। তার কাছে ফতুল্লা থানাধীন বক্তাবলী আকবর নগর এলাকার প্রভাবশালী ভূমিদস্যু সমেদ আলী ও তার পরিবার ১০ লক্ষ টাকা চাঁদাদাবী করে আসছে। দাবীকৃত চাঁদা না পেয়ে গত ৯ আগষ্ট সন্ধ্যায় জয়নাল ও তার লোকজন নিয়ে রহিম হাজী ইট খোলায় টলার যোগে যায়। এসময় সমেদ আলী ও তার ছেলে রাজিব(২৬), সজীব (২২), গনি (৩৬০ সহ ২০/২৫জন মিলে জয়নালসহ তার লোকজনকে মারপিট করে। এসময় এরাও ধাওয়া পাল্টা ধাওয়া দেয়। একপর্যায় সামেদ আলীর লোকজন জয়নালের কপালে টেটা বিদ্ধ করে । এরপর সে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে নিয়ে সে আহত গত ১০ আগষ্ট ভোর সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা দেয়। এপর মরহুম জয়নাল আবেদীন মন্ডলের স্ত্রী বাদী হয়ে গত ১১ আগষ্ট ফতুল্লা মডেল থানায় সামেদ আলীসহ তার বাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং- ৪৯(৮)১৮।

অপর মামলাটি করেছে সেলিনা বেগম বাদী হয়ে। তার মামলা বিবরনীতে জানাযায়, ফতুল্লার বক্তাবলী আকবর নগর এলাকার আবুল হোসেন (৫৫)। তার স্ত্রী সেলিনা বেগম (৪৫)। তিনি জানান, তার গ্রামের সমেদ আলী ও রহিম হাজীর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। পূর্ব শত্রতার বিরোধের জের ধরে গত ৯ আগষ্ট বিকেল সাড়ে টায় তারা উভয়ইর সন্তান ও ভাই ভাতিজা নিয়ে কথা কাটিকাটি ও মারা মারি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে ফুলু মাদবরের বাড়িতে টুকে সামেদ আলীর ছেলে রাজিব ও তার সাঙ্গ পাঙ্গরা মিলে মাদবরের ছেলে নবীসহ ৭/৮ জনকে তারা টেটা বিদ্ধ করে। একপর্যায় রাত সাড়ে আটটায় আবুল হোসেনের স্ত্রী তার ছোট ছেলে শামীম কে ঘুম পড়িয়ে সে নামাজে দাড়ায়। এমন সময় সে দেখতে পায় তার বাঁশের মুলি বেড়াতে আগুন জ্বলছে। এরপর সে চিৎকার দিয়ে তার ছোট ছেলেকে নিয়ে ঘর থেকে বের হয়। এসময় ঘরে থাকা টাকা স্বর্ণালংকারসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনাও ফতুল্লা মডেল থানায় ফাতেমা বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এলাকাবাসীর দাবী সামেদ আলী ও রহিম হাজীর সাথে বিরোধের নেপথ্যে রয়েছে কেরানীগঞ্জ জাজিরার আবুল কাশেম তিনিই নাটের গুরু। এই গুরুই বিরোধ সৃষ্টি করে দুই পক্ষকেই লাগিয়ে রেখে সে তার নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করে আসছে বলে এমনটাই জানিয়েছে আকবর নগর ও জাজিরার বাসিন্দারা । আকবর নগরবাসীর দাবী এই মোষ্ট ভিলেন আবুল কাশেমকেও আইনী আওতায় আনা হোক।