৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 140

বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি

নিজস প্রতিবেদকঃ বনানী সিনেমা হলের ব্লাকে টিকেট বিক্রেতা থেকে কোটিপতি বনে যাওয়া বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে আবারো ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী হয়েছে। সোমবার দুপুরে তার আপন ছোট ভাই আওলাদ হোসেন লাক্কু বাদী ফতুল্লা মডেল থানা এই ডায়েরী দায়ের করেন। সাধারন ডায়েরী নং ৭৮০।

জিডি সূত্রে জানাযায়, ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন দিপ্তি ডাইংয়ে ব্যবহৃত পরিত্যাক্ত বিষাক্ত রঙ্গিন পানিতে দীর্ঘদিন ধরে আশপাশের এলাকার রাস্তাসহ বিভিন্ন গলি পথ ডুবে থাকে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এসব বিষাক্ত বজ্যের কারণে স্থানীয় মহিলা-শিশুসহ বাসিন্দারা চর্ম রোগসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। ডাইং পরিচালনার ক্ষেত্রে সরকারের ইটিপি প্লান্টের সরকারী নিদের্শনা মোতাবেক ব্যবহারের নিয়ম থাকলেও কোন প্রকার নিয়ম নিতীর তোয়াক্কা না করে দিপ্তি ডাইংয়ের মালিক রফিকুল ইসলাম টিপু(৫৮) ওরফে বরিশাইল্যা টিপু দিপ্তি ডাইংটি পরিচালনা করে আসছে। এর ফলে দিপ্তি ডাইংয়ের বিষাক্ত পানি নি:ষ্কানের ব্যবস্থা না থাকায় এই এলাকার গলিপথ এবং বিভিন্ন বাড়িতে প্রবেশ করে স্বাভাবিক জীবন যাপন ব্যাহত করছে। একই সাথে ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত অর্ধশত বছরের পুরনো একটি রাস্তাটি বন্ধ করে দিয়ে দিপ্তি ডাইংয়ে কাজে করে আসছে। স্থানীয় সূত্রে জানাগেছে, এই রাস্তাটি বন্ধ করে তিতাস গ্যাসের অবৈধ গ্যাস ব্যবহার করে আসছে। ইতোমধ্যে তিতাস কর্তৃপক্ষ অভিযানে আসলে তাদের মোটা অংকের টাকার মাধ্যমে ম্যানেজ করে বলে স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে।

টিপুর ভাই লাক্কু জানায়, আমিসহ এলাকাবাসী এর প্রতিবাদ জানালে রফিকুল টিপুসহ অজ্ঞাত ৪/৫জন আমাদের অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে উক্ত বিবাদী আমাকে মারার জন্য তেড়ে আসে এবং এই বলে হুমকী দেয় যে, এই নিয়ে বাড়াবাড়ি করলে আমাকে প্রাণ নাশের হুমকী দেয়াসহ শারীর ভাবে ক্ষতি সাধন করা ও মিথ্যা মামলায় জড়িয়ে এলাকা ছাড়া করে দেব।
স্থানীয় বাসিন্দারা জানায়, পোষ্ট অফিস রোডের পাশের জয়নগর ষ্টীল মিল ও সালাসা টেক্সটাইল মিলের মাধ্য দিয়ে বয়ে যাওয়া রোড দীর্ঘ অর্ধশত বছরেরও বেশী সময় স্থানীয়রা ব্যবহার করে আসছে। চলতি বছরের শুরুর দিকে সরকারী এই রাস্তাাটি রাতের অন্ধকারে গেইট সাটিয়ে বন্ধ করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করে আসছে। এই রাস্তা দখলের সময় এলাকাবাসী প্রতিবাদ জানালেও বরিশাইল্যা টিপু কারো কথা না শুনে নিজের মতো করে রাস্তা দখলে নিয়ে নেয়। এ ঘটনায় গত ৮ জানুয়ারী বন্ধ রাস্তা খুলে দেয়ার দাবিতে এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যানের বরাবর লিখিত অভিযোগ দেয়। কিন্তু রহস্যজনক কারনে চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন এর কোন সুরাহা করেনি। এতে করে টিপু আরো বেপরোয়া হয়ে ওঠে। রাস্তা বন্ধের ঘটনায় প্রতিবাদ করায় একই দিনে দেলোয়ার হোসেন দেলুকে বরিশাইল্যা টিপু তার ভাই সাপ্পু, ভাগ্নে রায়হান,রাজিবসহ বেশ কিছু ভাড়াটে সন্ত্রাসী দেলোয়ারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় আহত দেলোয়ারের স্ত্রী আমেনা বেগম টিপুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে, বরিশাইল্যা টিপু কর্মজীবনের শুরুতে ফেরী বাদাম বিক্রি করতেন, এছাড়া ফতুল্লা বালুঘাটে বালু টানার শ্রমিক হিসেবে কাজ করতেন। অত:পর ৮০ দশকের শুরুতে পঞ্চবটি বনানী সিনেমা হলে ব্লাকে টিকেট বিক্রি করেই তার জীবনের গতি পাল্টে যায়। এরপর থেকে ভূমি জালিয়াতি চক্রের সাথে জড়িয়ে জাল দলিলের মাধ্যমে সরকারী বেসরকারী,ব্যাক্তি মালিকানাধীন সম্পত্তি জবর দখল ও আত্মসাতের মাধ্যমে কোটিপতি বনে যায়। এব্যাপারে টিপুর মোবাইল ফোন ০১৭১৮৭৯৮৯০১ যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

নারায়ণগঞ্জে আবারো হত্যাকান্ড

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় শাকিল মিয়া (১৪) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে নয়ামাটি এলাকার আলম মার্কেটের তৃতীয় তলায় হাসনেয়ারা হোসিয়ারিতে হত্যার এই ঘটনা ঘটে।
নিহত শাকিল বন্দরের চর ইসলামপুর এলাকার জোহা মিয়ার ছেলে ও হোসিয়ারি শ্রমিক ছিলো। আটকরা হলেন- হোসিয়ারির মালিক সুমন ও নৈশ প্রহরী আমিন উদ্দিন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শাকিল হোসিয়ারিতেই থাকতেন। রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে ঘুমিয়ে পড়ে। ওখানেই সরোয়ার নামে আরেক শ্রমিক থাকতো। এ দিকে ভোরে সরোয়ারকে হোসিয়ারি বন্ধ করে চলে যেতে দেখেছেন নৈশ প্রহরী। পরে সকালে দোকান খুলতে গেলে ভেতরে শাকিলের কাঁচি দিয়ে কোপানো মরদেহ দেখতে পায় সবাই।

হত্যাকারীকে সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের কারণ জানারও চেষ্টা চলছে বলেও জানান ওসি কামরুল ইসলাম।

বালুরচর ইউ: শীর্ষ মাদক ব্যবসায়ী আফজালসহ গ্রেফতার-৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মাইক্রোবাসে করে অভিনব কায়দায় চালানকালে ৩৮ হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলার ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।

আটককৃতরা হলো- আফজাল হোসেন ( ৩৫), আলমগীর শেখ ( ৪০) ও জাকির হোসেন ( ২৬)।

মীরসরাই থানার ওসি সাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মীরসরাই থানার সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ঢাকা মেট্রো চ-১৩-২১৫৯ নম্বরের একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাসটিতে থাকা তিন ব্যক্তির পকেটে অল্পকিছু ইয়াবা পাওয়া যায়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী, গাড়ির সিটের নিচে গ্যাস সিলিন্ডারের ভেতর সুকৌশলে রাখা প্যাকেটে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) রমিজ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আটককৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এদের সঙ্গে সম্পৃক্ত আরও ৮ ব্যক্তির নামও জানিয়েছে তারা।

আটককৃতদের মধ্যে আফজাল একাধিক মাদক মামলার আাসামী। আফজাল ও আলমগীরের বাড়ি মুন্সিগঞ্জ জেলার বালুরচর ইউনিয়নের কালীনগর গ্রামের এবং জাকির হোসেনের বাড়ি নারায়ণগঞ্জে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা রমিজ উদ্দিন।

শহরে লেডী সন্ত্রাসী পলিনের আর্ভিভাব

নিজস্ব প্রতিবেদকঃ তুচ্ছ ঘটনার জের ধরে শহরের ফ্যাশন হউজ আড়ংয়ের এক নারী কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ফতুল্লার লেডী সন্ত্রাসী পলিন(২২) এর বিরুদ্ধে। প্রাণ নাশেরও হুমকী দেয়া হয়েছে বলেও অভিযোগ ওই লেডী সন্ত্রাসীর বিরুদ্ধে। এসময় লাঞ্ছিত নারী কর্মীকে উদ্ধারে আড়ংয়ের অন্যান্য কর্মীরা এগিয়ে আসলে তাদেরও দেখে নেয়ার হুমকী দেয় লেডী সন্ত্রাসী পলিন। ওসমান পরিবারের নাম ব্যবহার করায় আড়ংয়ের কর্মীরা আতঙ্কিত হয়ে পরে বলে তাদের অভিযোগ।

রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

বিশ্বকাপের ফাইনাল কত উত্তেজনা! জ্বরে যেনো থরথর করে কাঁপছিলো পুরো লুঝনিকি স্টেডিয়াম। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধের কিছুক্ষণ পার হতেই ঘাম ছুটে জ্বরটা যেনো চলে গেলো। ৬৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল ম্যাচ থেকে ছিটকে দিলো ক্রোয়েশিয়াকে। বক্সের বেশ খানিক বাইরে থেকে এমবাপ্পের আত্মবিশ্বাসী শট ঠেকানোর সাধ্য ছিলো না গোলরক্ষক ড্যানিজেল সুবাসিচের।

এমবাপ্পের গোলে ৪-১ এ পিছিয়ে পড়ার আগে বেশ ভালোই লড়াই করছিলো ক্রোয়েশিয়া। ম্যাচ শেষের ৪-২ গোলের ফলাফলটাও পুরোপুরি সুবিচার করছে না ক্রোয়েশিয়ার সঙ্গে। মাঠের খেলায় আধিপত্যও দেখিয়েছে তারাই।

মাঠে খেললো ক্রোয়েশিয়া কিন্তু ফলটা পেলো ফ্রান্স। প্রথমার্ধে পুরো মাঠে ছিলো ক্রোটদের আধিপত্য। বলের দখল রেখেছিলো প্রায় দ্বিগুণ। তবে নিজেদের পক্ষে যতটুকু খেলেছে তার চেয়ে যেনো বেশি খেলেছে ফ্রান্সের পক্ষে। প্রথমার্ধে গোল হয়েছে মোট ৩টি। ২টি গোল করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্ট করেছে ক্রোটরা। তবে ফ্রান্সের জালে বল জড়িয়েছে ১ বার। ১টি গোল দিয়েছে নিজেদের জালে এবং ফ্রান্সকে একটি পেনাল্টি উপহার দিয়েছে। এভাবেই ২-১ গোলে পিছিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ।

তবে দ্বিতীয়ার্ধের গল্পটা নিজেদের মতো করে লিখলো ফ্রান্স। ম্যাচের ৫৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান বাড়ান পল পগবা। আর বোঝার উপর শাকের আঁটি হয়ে দেখা দিলো এমবাপ্পের গোল। ৫৯ মিনিটে গোলরক্ষক হুগো ল্যরিসের অপরিপক্ব সিদ্ধান্তে ব্যবধান কমান মারিও মানজুকিচ। শেষ পর্যন্ত ৪-২ গোলের হার ভেঙে দিলো ক্রোয়েশিয়ার প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাবো-তামিম বিল্লাহ

হেফাজত ইসলামের নেতা মাওলানা রহমত উল্লাহ বোখারীর করা দুই কোটি টাকার মানহানি মামলায় জামিন পেয়েছেন ইসলামী ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তামিম বিল্লাহ ও ইসলামী ছাত্র সেনা জেলা কমিটির সভাপতি রাহাত হাসান রাব্বী। রবিবার সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবউজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী এড. এ.এম.এম একরামুল হক জানান, হেফাজত ইসলামের নেতা মাওলানা রহমত উল্লাহ বোখারীর করা দুই কোটি টাকার মানহানি মামলায় মাওলানা তামিম বিল্লাহ ও রাহাত হোসেন রাব্বী নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আফতাবউজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত পাঁচ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন ।
এ সময় মাওলানা তামিম বিল্লাহ বলেন, মামলা হামলা দিয়ে আমাকে ন্যায়ের পথ থেকে সরানো যাবে না। হক কথা বলা বন্ধ করা যাবে না। যতদিন আমার এই দেহে আছে প্রাণ, ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাবো।

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি না’গঞ্জের মঈনুল হক

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক, বিপিএম, পিপিএম। এ নিয়ে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন তিনি।
রবিবার (১৫ জুলাই) ঢাকা রেঞ্জ অফিসে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মঈনুল হকের হাতে সম্মাননা পত্র ও ক্রেস্ট প্রদান করেছেন ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পিপিএম। এ সময় অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ এপ্রিল ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সম্মাননা পেয়েছিলেন পুলিশ সুপার মঈনুল হক, বিপিএম, পিপিএম।

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে মনি আক্তার(২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টায় মিজমিজি বাতেনপাড়া এলাকার রুহুল আমিনের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ এ তথ্য জানান।

পুলিশের ধারনা, তিন থেকে চারদিন আগে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী সিএনজি চালক রিপন মিয়া পালিয়ে গেছে। একই সাথে ঘরের সকল ছবি ও পরিচয়পত্রও নিয়ে গেছেন তিনি।

পরিদর্শক আব্দুল আজিজ বলেন, নিহত মনি আক্তার সিদ্ধিরগঞ্জ ইপিজেটে ফ্যাশন সিটি গার্মেন্ট নামের একটি পোশাক করাখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া ছিল।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে। বাসায় কোনো পরিচয়পত্র ও ছবি নেই। ধারনা করছি, পারিবারিক সকল পরিচয়পত্র ও ঘরের ছবি নিয়ে পালিয়ে গেছে স্বামী। পারিবারিক কোন কারণে দ্বন্দ্বেই হয়তো হত্যাকাণ্ড ঘটেছে। তবে এ হত্যার পেছনে অন্য কিছু আছে কিনা স্বামীকে আটকের পর জানা যাবে।

না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার

আবদুর রহিমঃ স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবাব বন্দি দিয়েছে পিন্টু দেবনাথ। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে প্রবীর চন্দ্র ঘোষ হত্যার মূল আসামি পিন্টু দেবনাথের স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম পিন্টু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

পিন্টু দেবনাথ আদালতকে বলেন, অর্থ, বন্ধকি স্বর্ণালঙ্কার ও দোকান আত্মসাতের পরিকল্পনায় বন্ধু প্রবীরকে হত্যা করি। নারীর প্রলোভন দেখিয়ে বন্ধু প্রবীরকে বাসায় ডেকে হত্যার পর লাশ ৭ টুকরা করে সেপটিক ট্যাংকে ফেলে দিই।

যে বাড়িতে ব্যবসায়ী প্রবীরকে হত্যা করা হয় পিন্টু ওই বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে থাকত। গত ১৮ জুন রাত থেকে প্রবীর নিখোঁজ ছিল। তার সন্ধান দাবিতে দফায় দফায় আন্দোলন চালিয়ে আসছিল স্বর্ণ ব্যবসায়ী ও কর্মচারীরা। স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ কালিরবাজার স্বর্ণপট্টির ভোলানাথ জুয়েলার্সের মালিক ভোলানাথ ঘোষের ছেলে।

প্রসঙ্গত, নিখোঁজের ২১ দিন পর গত ৯ জুলাই রাত ১১টায় শহরের আমলপাড়া এলাকার রাশেদুল ইসলাম ঠান্ডু মিয়ার চারতলা ভবনের সেপটিক ট্যাংক থেকে প্রবীরের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে প্রবীর ঘোষের সন্ধান দাবিতে কালিবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের আন্দোলনের অগ্রভাগে ছিল ঘাতক পিন্টু।

সিরাজদিখান বালুরচরে টেটা যুদ্ধের শেষ কোথায়?

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে আদিযুগ থেকে চলে আসা আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেটা বল্লমের সংঘর্ষের শেষ কোথায়? কোন দিন কি, শেষ হবে এই টেটা বল্লমের সংঘর্ষ? এমনটাই প্রশ্ন তুলেছেন ওই এলাকার হাজার হাজার নিরহ মানুষ।

সরেজমিনে গিয়ে ওই এলাকার সাধারন মানুষের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই চর দখল নিয়ে শুরু হয়েছিল উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামের মোঃ সেরাজুল, জালাল মাস্টার, বনী আমি চেয়ারম্যান গং এবং মোল্লা কান্দি গ্রামের আলী হোসেন সরকার, গেদা মেম্বার, লেচু বকসা, গোলাম হোসেন চেয়ারম্যান পানিয়ারচর গ্রামের আয়ান প্রেসিডেন্ট গং এই টেটা বল্লম সংঘর্ষের শুরু করেছিল। তারই ধারাবাহিকতায় অদ্যাবধি ক্রমশই চলছে এই টেটা বল্লম সংর্ঘষ।

বর্তমানে মোল্লাকান্দি বালুচর গ্রামের নুরুবাউল, নাছির মেম্বার, কামাল মেম্বার, আমজাদ সরকার, আমীর হোসেন ও আলেক চাঁন মুন্সী, খাসমহল বালুচর গ্রামের শুক্কুর আলী মাদবর, রাজনগর গ্রামের আফজাল মেম্বার, ফিরোজ মেম্বার, আকবর নগর গ্রামের মুক্তার হোসেন, হাজী মমতাজ উদ্দিন, দক্ষিন কেরানীগঞ্জ জাজীরা এলাকার কাশেম নেতা, নারয়ানগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর গ্রামের হাজী সামেদ আলী গড়ে তুলেছে টেটা বল্লম বাহীনি। এছাড়াও লতব্দী ইউনিয়নের ভাসানচর, দোসরপড়া, কংশপুরা, রামকৃষ্ণদী, গোডাউন বাজার, বালুচর ইউনিয়নের চান্দেরচর, পানিয়ারচর গ্রামের লোকজনও এ টেটা বল্লম সঘর্ষের মূল হোতাদের সাথে সম্পূক্ত রয়েছে।

বিষয়টি নিয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে প্রশাসনের লোকজন স্থানীয় ভাবে বহুবার মিমাংসা করে দেওয়া হলেও এখন পর্যন্ত কেউ কোন সুরাহা দিতে পারেন নি। এমনকি কয়েকদিন আগে বর্তমান টেটা বল্লম সংঘর্ষের মূল হোতাদের সিরাজদিখান থানায় ডেকে এনে সুরাহা করার চেষ্টা করলে তারা মন থেকে মেনে নেন নি। তলে তলে তারা সংঘর্ষের পায়তারা চালিয়েই যাচ্ছে। এমনকি তারা তাদের লোকজন দিয়ে দেশীয় অস্ত্র মজুদ এবং সংগ্রহ করছেন।

এব্যপারে ওই এলাকার একাধীক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বালুচর বাজারের ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে প্রতিনিয়তই সংঙ্কায় দিন কাটাচ্ছেন। কখন যেন আবার শুরু হয়ে যায় এই টেটা বল্লম সংঘর্ষ। তারা মনে করছেন বাজারের ইজারা এবং ইট ভাটাকে নিয়েই এই সংঘর্ষ ঘটে।

নুরু বাউল জানান, আমাদের পূর্ব পুরুষ থেকেই চলে আসছে টেটা বল্লম সংঘর্ষ। আমরাও নিজেদের সম্পদ এবং নিজের বংশের লোকদের রক্ষা করতে টেটা সংঘর্ষে জড়িত হতে হয়েছে। তবে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি এই টেটা বল্লম সংঘর্ষ যেন আর না হয়।

আলেক মুন্সী জানান, টেটা বল্লম সংঘর্ষ করার আমাদের কোন ইচ্ছাই নাই। তারপরও টেটা বল্লম সংঘর্ষে জড়িত হতে হয় নিজের বাপ দাদার সম্পদ রক্ষার্থে। আপনারা জানেন বিগত দিনে আমার ও আমার বংশের জমি এবং ইট ভাটা জোর করে দখল করে নিয়ে গেছে আমাদের প্রতিপক্ষ।

আমার বংশের ২৮টি বসত ঘর আগুন দিয়ে পুড়ে ফেলেছিল প্রতিপক্ষের লোকজন। প্রতিনিয়তই আমাদের ভয়ের ভিতরে থাকতে হয় কখন জানি আবার সেগুলো ধংশ করে দেয় তারা। আমি বর্তমানের বালুচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হয়েও এ নির্যাতনের স্বীকার। আমি প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিদের অনুরোধ করবো যেন এই টেটা বল্লম সংঘর্ষের ইতি টানার জন্য।

কাশেম নেতা জানান, টেটা বল্লম সংঘর্ষের কোন প্রয়োজন আমাদের নেই। ফতুল্লা থানাধীন আকবরনগর গ্রামের সামেদ আলী বাহীনি আমাদের জাজিরা ও সিরাজদিখানে জোর করে ঢুকে মানুষের কাছ থেকে চাঁদা আদায় এবং জোর দখলকে প্রতিহত করতেই আমাদের এই পন্থা ব্যবহার করতে হচ্ছে। আমাদের এমন কেউ যদি আসতো এই টেটা বল্লম সংঘর্ষ বন্ধ করার জন্য তাহলে আমরা তার কাছে আজিবন কৃতজ্ঞ থাকতাম।

এ ব্যাপারে সিরাজদিখান পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হেলালউদ্দিন জানান, আমি সিরাজদিখান থানায় যোগদানের পর টেটা বল্লম সংঘর্ষ এবং টেটা বল্লম সংঘর্ষের প্রস্তুতি যা ঘটেছে সিরাজদিখান থানার ওসি মোঃ আবুল কালাম এবং উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে দু-পক্ষের দ্বন্দ্ব মীমাংসা করে দিয়েছি।