৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 181

দেশের জলসীমায় নজরদারি বাড়ছে -প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ দেশের জলসীমায় নজরদারি বাড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও উন্নয়নে নেতৃত্বের জন্য বাংলাদেশকে বহির্বিশ্বে এখন পথিকৃৎ ধরা হয়। রোববার চট্টগ্রামে বিএনএ ফ্লোটিলায় রাষ্ট্রপতি কুচকাওয়াজ মিডশিপম্যান-২০১৫ পরিদর্শন শেষে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক নিউজঃ সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে তাই স্বাগতিক দেশ হিসেবে শিরোপা ছাড়া অন্য কিছু ভাবনা ছিল না মেয়েদের। রোববার টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে সেই কাঙ্খিত শিরোপা নিশ্চিত করলো বাংলাদেশ।  অন্য দলগুলো থেকে ফেভারিটের মর্যাদা আদায় করে নিয়ে টুর্নামেন্টে শুরু করেছিল বাংলাদেশ। বয়সভিত্তিক ফুটবলে দক্ষিণ এশিয়া অঞ্চলে লাল-সবুজের মেয়েদের উন্নতি যে চোখে পড়ার মতো। এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবলে টানা দুইবারের শিরোপাধারী বাংলাদেশ।

চার দলের আসরে লিগ পর্বে ভারতকে একরাব হারিয়ে লিগ সেরা বা গ্রুপ সেরা হয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ৩-০ গোলে সেই ম্যাচ নিজেদের করেছিল বাংলাদেশের মেয়েরা। এদিনও দাপুটে ফুটবলই খেলেছে বাংলাদেশ। ঠিক পরিকল্পিত ফুটবল বলতে যা বোঝায় সেটিই ছিল মারিয়া, তহুরা, আনুচিং, শামছুন্নাহারদের খেলায়। প্রতিপক্ষের খেলোয়াড়দের ম্যান টু ম্যান মার্কিং করে অল আউট ফুটবল খেলে এদিন স্বাগতিকরা। যেমনটা আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন কোচ ছোটন।

তবে ব্যবধান এদিন আরো বড় হওয়াই উচিত ছিল। ১-০ গোলের ফল যে বাংলাদেশের মেয়েদের মাঠের প্রাধান্যটা ঠিক বোঝাতে পারে না। মেয়েদের ফাইনাল ম্যাচটি দেখতে প্রচুর দর্শক এলেন এদিন কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। সারাক্ষণ মেয়েদের উজ্জীবিত করে গেলেন।

মেয়েরাও যেন তেতে উঠলো আরো। বেশ কিছু সুযোগ হাতছাড়া হতে হতে ৪১ মিনিটে এগিয়ে যাওয়া বাংলাদেশের। গোলদাতা শামসুন্নাহার। তার বানিয়ে দেওয়া বল থেকে আনুচিংয়ের কিক ভারত গোলকিপার প্রতিহত করলেন প্রথমে। ফিরতি বল থেকে শামসুন্নাহার ভুল করলেন না জালে জড়াতে। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশের। বিরতি থেকে ফিরে বাংলাদেশ আর কোন গোল আদায় করে নিতে পারেনি ঠিক। তবে ভারতীয় রক্ষনকে তটস্থ রেখেছে আক্রমণের পর আক্রমণে।

নেপালকে ৬-০ গোলে হারিয়ে মেয়েদের বয়সভিত্তিক সাফের এই প্রথম আসরটিতে নিজেদের মিশন শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় লাল-সবুজের মেয়েরা। এরপর ভারতের বিপক্ষেই জয় ৩-০ গোলে। অর্থাৎ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ২০১৬ সালে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলেও ভারতকে দুই বার হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এই টুর্নামন্টে জিতে আরেকবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো মারিয়া-তহুরারা।

নারায়ণগঞ্জ ক্লাবে বিপুল ভোটে তানভির টিটুর বিজয়

নিজস্ব প্রতিবেদকঃ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে এবং বিপুল ভোট পেয়ে আবারো “নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছে বর্তমান সভাপতি তানভীর টিটু, টিটু পয়েছেন ৬৮৯ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি মাহাবুবুর রহমান মাসুম পেয়েছেন মাত্র ২৯৮ ভোট পেয়ে পরাজিত হয়েছে।নারায়ণগঞ্জ ক্লাব এলিট শ্রেণির ক্লাব হিসেবে পরিচিত।  

ক্লাব সূত্রে জানা গেছে, বিগত ৫ বছর ধরে ক্লাবে কোন নির্বাচন তথা ভোট হয় না। এবার ৫ বছর পর ভোট হয়। এটা নিয়ে ক্লাবের সদস্যদের মধ্যে বিরাজ করে এক ভিন্নমাত্র।

শনিবার বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। ক্লাবে ১৪শ সদস্য থাকলেও ভোটার ছিল ১২১১। তার মধ্যে ৯৯৮ জন ভোট প্রদান করেন। তার মধ্যে ভোট বাতিল হয় ১১টি। রাত ৮ টায় বেসরকারীভাবে ফলাফল ঘোষণার পর ক্লাবের ভেতরে ও বাইরে টিটু সমর্থকেরা উল্লাস শুরু করতে থাকে।

সভাপতি পদে বর্তমান সভাপতি তানভীর আহমেদ টিটু ও প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ দুইজনের নেতৃত্বে ছিলো দুটি প্যানেল। সিনিয়র সহ-সভাপতি পদে হারুন অর রশিদ, ইকবাল হাবিব ও ডা. একেএম শফিউল আলম ফেরদৌস মনোনয়ন পত্র জমা দিলেও হারুন অর রশিদ মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। সহ সভাপতি পদে সরকার হুমায়ূন কবির, সেলিম আহমেদ হেনা, শেখ হাফিজুর রহমান ও মাহফুজুর রহমান খান মাহফুজ প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সদস্য পদে ৮ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন সামসুদ্দিন আহমেদ, সজল কুমার রায়, সিরাজুল ইসলাম, মঈনুল হাসান, জাহাঙ্গীর আলম, এস এম শাহীন, আনোয়ার হোসেন, হোসাইন মো. তানিম তৌহিদ, সেলিম রেজা সিরাজী, আশিক উজ জামান, বিপ্লব কুমার সাহা, আবদুল খালেক, সোহেল আক্তার ও ইদী আমীন ইব্রাহিম খলিল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে খালেদ হায়দার খান কাজল ও নির্বাচন কমিশনার হিসেবে এম সোলায়মান, অ্যাডভোকেট মাসুদ উর রউফ, জিএম ফারুক ও রাশেদ সারোয়ার রয়েছেন।

জমি দখলের প্রতিবাদে রূপগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন

রূপগঞ্জ প্রতিনিধিঃ দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী ,রঘুরামপুর, বাঘবাড়ি এলাকার নিরীহ কৃষকের জমিতে জোর পূর্বক জমি দখল ও সাইনবোর্ড লাগানোর প্রতিবাদে ভুমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার দুপুরে রূপগঞ্জের দাউদ হটাৎ মার্কেট রূপগঞ্জ-কালিগঞ্জ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, দাউদপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার, দাউপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া,আনোয়ার হোসেন, সালাউদ্দিন মেম্বার, লিটন প্রধান, আব্দুল হাই, জোসনা বেগম, শুক্কুরী বেগম, হোসনেআরা, নুরজাহান, মাহমুদা বেগম, সামসুন নাহার, নিলুফা বেগম, নজরুর ইসলামব প্রমুখ।

র‌্যাবের অভিযানে পাইরেসি চক্রের ২৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদকঃ  র‌্যাব-১১ এবং চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসি বিরোধী টাস্কফোর্স এর সদস্যদের সমš^য়ে গঠিত আভিযানিক দল নারায়ণগঞ্জের রুপগঞ্জে অভিযান চালিয়ে একটি চক্রকে আটক করেছে । এসময় বিপুল পরিমান পাইরেটেড সিডি, কম্পিউটার, ল্যাপটপ উদ্ধারসহ চক্রের ২৩ সদস্যকে আটক করা হয়। শুক্রবার নারায়ণগঞ্জের রুপগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর সদর দপ্তরে শনিবার দুপুর দুইটায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তক্কার মাঠে কথিত ছাত্রলীগ ক্যাডার শামীমের তান্ডব

নিজস্ব প্রতিবেদকঃ বেপরোয়া হয়ে উঠেছে ফতুল্লার তক্কারমাঠ এলাকার কথিত ছাত্রলীগ ক্যাডার শামীম। একের পর এক সন্ত্রাসী কর্ম কান্ডে জড়িয়ে পরেছে এই সন্ত্রাসী। সন্ত্রাসী শামিম বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা, নারীদেহ ব্যবসা, লুট, ছিনতাই ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এমন দাবি স্থানীয়দের।

প্রতিনিয়ত নিজস্ব বাহিনী নিয়ে এলাকায় সশস্ত্র মহড়া দেয়া, তুচ্ছ ঘটনার জের ধরে নিরিহ মানুষকে মার ধর করা এবং এলঅকায় ত্রাস সৃষ্টি করা তার নিয়মিত রুটিনে পরিনত হয়েছে। শামীমের ধারাবাহিক অপরাধের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে ইস্যু করে অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম এর সম্পাদক মোঃ মনির হোসেনের ভাগিনা প্রাইভেট বিশ্ববিদ্যালয় (ইউডা) পড়ুয়া ছাত্র মোঃ নাজিম-উল-ইসলাম (পরান) কে শামিম, মুন্না গং রা ধারালো চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে।

ঘটনাস্থল উপস্থিত থাকা স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বে থেকেই উতপেতে বসে থাকা অস্ত্রসজ্জে সজ্জিত শামিম, মুন্না ও তার বিশাল বড় সন্ত্রাস বাহিনী গত কয়েকদিন যাবত শেয়াচর তক্কার মাঠ এলাকা সংলগ্ন অরবিট স্কুলের একটি ব্যাডমিন্টন মাঠের অবৈধভাবে দখলে নেয়ার পায়তারা করছিল।

এ ঘটনা মোঃ শামীম (২৪), পিতা- এমান আলী, মোঃ মুন্না (২৩), মোঃ বাপ্পি (২০), মোঃ সাফিন (১৯),  মোঃ আসিফ (২০),  মোঃ স্মরনের (২২) বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে-শরফুদ্দিন

প্রেস বিজ্ঞপ্তিঃ মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস নতুন প্রজন্মের তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। আমরা যারা স্বাধীনতা পরবর্তী সময়ের প্রজন্ম আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার রাতে ক্লাবে প্রাঙ্গনে ফতুল্লা প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার(ক অঞ্চল) শরফুদ্দিন এসব কথা বলেন।
মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার তুলে ধরে শরফুদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের শুরুতে পুলিশ বাহিনী প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। সেই থেকে পুলিশ বাহিনী দেশ গড়ার কাজে নিয়োজিত রয়েছে। মাদক প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, মাদক নিমূর্লে সমাজের সবাইকে কাজ করতে হবে। নিজের ঘর থেকে মাদক নিমূলে কাজ শুরু করতে হবে। তা হলে মাদক নির্মূল করাটা সহজ হবে।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিত মোদক, সঙ্গীত শিল্পী কবি এস এ শামীম, রুহুল আমিন প্রধান। উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ আর মিলন, যুগ্ম সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, দপ্তর সম্পাদক রফিক হাসান, অর্থ সম্পাদ শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক জিএ রাজু,সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,আলামিন প্রধান, আমিনুল ইসলাম মিশু, সহিদুল ইসলাম, মাহাবুবুর রহমান খোকা,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এ আর কুতুবে আলম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন,স্বজন সমাবেরে সভাপতি কবি জাহাঙ্গীর ডালিম প্রমুখ। এসময় সঙ্গীত পরিবেশন করেন আক্তার প্রধান,জহিরুল ইসলাম সুমন, রিয়া খান, সুবর্ণা আক্তার, সুলতানা পারভীন।

 

উকিল নোটিশ প্রত্যাহার না করলে ব্যবস্থা

ডেস্ক নিউজঃ উকিল নোটিশ প্রত্যাহার না করা হলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে আওয়ামী লীগ। আজ বুধবার বিকালে ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ এ হুমকি দেয়। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী  বলেন,খালেদা জিয়া আইনি নোটিশ দিয়েছে। আমরা আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করব।

এরআগে আজ বুধবার বিদেশে সম্পদ থাকার বিষয়ে বক্তব্যে দেয়ার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই আইনি নোটিশের জবাব দিতেই বিকালে ধানমন্ডিতে ওই সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে মতিয়া চৌধুরী ছাড়াও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  ড. হাছান মাহমুদ বক্তব্য রাখেন।

হাছান মাহমুদ বলেন, যে সময় খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি দেশে-বিদেশে ফলাও করে প্রচার হচ্ছে, দুর্নীতির মামলায় তাদের শুনানি চলছে, ঠিক এই সময়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই খালেদা জিয়া আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। খালেদা জিয়াকে আমরা বলতে চাই, অবিলম্বে এই আইনি নোটিশ প্রত্যাহার করতে হবে। তা না হলে, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ জানান, ১২টি দেশে খালেদা জিয়া ও তার পরিবারের এক হাজার দুইশ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ এসেছে। এসময় তিনি ২০০১ সাল পরবর্তী বিভিন্ন সময়ে খালেদা জিয়া ও তার পরিবারের দুর্নীতি ও অর্থ পাচারের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

খালেদা জিয়া জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের অর্থ বিনিয়োগের যে অভিযোগ উঠেছে, এ বিষয়ে আওয়ামী লীগের কাছে কোনও তথ্যপ্রমাণ আছে কিনা এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আমাদের কাছে অবশ্যই তথ্যপ্রমাণ আছে। তাছাড়া বিভিন্ন অনলাইনে এই বিষয়টি প্রকাশিত হয়েছে।

এসময় মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ তথ্যপ্রমাণ ছাড়া ভিত্তিহীন কোনও তথ্য প্রচার করে না। আওয়ামী লীগ কোনোদিন কোনও বানোয়াট কথা বলে না, ভিত্তিহীন তথ্য দেয় না।

অপর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, উকিল নোটিশ এখনও আমাদের কাছে আসেনি। গণমাধ্যম থেকে আমরা নোটিশের বিষয়টি জেনেছি। নোটিশ পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ইন্সিপেক্টর সেলিম মিয়ার কবিতা

সূর্য-স্নান

——মোঃ সেলিম মিয়া

ঢেউ সাগরের, নীলিমার,রঙ্গের নৃত্যে-তালে,
শন-শনানী, মিষ্টি-মধুর হাওয়ার পালে
ছন্দময় জোয়ার-ভাটার সৃষ্ট জালে,
শব্দ-ভেসে নুপুর বাজে, মন দেয়ালে।

কেশবতী রানীর কপল মাঝে,দুরন্ত স্বরে,
এলোমেলো কেশমেলে, রুপের ঝলক বৃদ্ধি করে।
অবাক বিস্ময়-চমক নিশ্চয়, জীবন গানে,
সূর্য-স্নানে, উড়ে গেলো আকাশ পানে।

আমি সাগরের ঢেউ মিষ্টি হাওয়ার শন-শনানী,
দুরন্ত স্বর, অবাক বিস্ময় হয়েছি বলে।
তুমি ঝিক-মিক বেলাভূমির খাটি মুক্তার ন্যায়,
নীলিমার নিখুঁত নীলয়া হয়ে প্রতিদান দিলে।

যেই আমি পাখি হয়ে পাখা মেলে,
হাওয়ায় দুলে মিশে যাই উড়ে-উড়ে।
বারে-বারে,ফীরে-ফীরে,ধীরে-ধীরে যাই ছুটে,
তোমার বাহারি কপল চুমি, দিব জেনে।

সেই তুমি অপকন্ঠিত শরীরের চঞ্চলা হাওয়া,
রিদয়ের স্পন্দনে মহুয়ার আঁচলে তুলে নাও আমাকে।
রুপালি শরীর কনায়-কনায় নিঝুম রাত্রির নির্ঘুম সময়
শতদল মেলে ভালোবাসার পরশ আমায় দাও মধুক্ষনে!

রূপগঞ্জে সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবীকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সন্ত্রাসীরা দিনেদুপুরে এলাকায় অস্ত্রের মহড়া দিয়েছে। এসময় তারা এক ব্যবসায়ীর বাড়ীর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের অস্ত্রের মহড়ায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার নাথপাড়া এলাকার ।