৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 130

ফতুল্লার বক্তাবলীর জয়নাল মন্ডল হত্যা মামলায় ৯ আসামীর জামিন না মঞ্জুর

ফতুল্লার বক্তাবলীর আকবর নগরে সন্ত্রাসী সামেদ আলী বাহিনীর হাতে নির্মম ভাবে নিহত ব্যবসায়ী জয়নাল মন্ডল হত্যা মামলার ৯ আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ মোঃ আনিসুর রহমান ৯ আসামীকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরনে জানা যায়, বক্তাবলীর আকবর নগরে মাটি ব্যবসায়ী জয়নাল মন্ডলের নিকট ১০ লাখ টাকার চাদাঁ দাবী করে আসছিল সামেদ আলী। ৯ আগস্ট চাদাঁ না দেয়ায় সামেদ আলীসহ মামলার আসামীরা জয়নাল মন্ডলকে টেটাবিদ্ধ করে খুন করে।

জয়নাল মন্ডলের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে সামেদ আলীকে প্রধান আসামী করে ১৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।

মামলার আসামী রাজিব, আরিফ, গনি, সজীব, হৃদয়, দেলু, সুজন, আতিক, জুয়েলসহ সকল আসামীরা হাইকোর্ট থেকে ৩ সপ্তাহের জামিন নিয়ে আসে।মঙ্গলবার ছিল জামিনের মেয়াদের শেষ দিন।

এ দিন ১৪ আসামীর মধ্যে ৯ আসামী রাজিব, আরিফ, গনি, সজীব, হৃদয়, দেলু, সুজন, আতিক, জুয়েল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে উভয় পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আনিসুর রহমান আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবি ছিলেন এড. আনিসুর রহমান দীপু ও এড খোকন সাহা। আসামী পক্ষের আইনজীবি ছিলেন এড. ফেরদৌস হাসান জুয়েল ও এড মোহসিন মিয়া।

ফতুল্লায় র‌্যাব-১১ ভেজাল বিরোধী অভিযানে গ্রেফতার-২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর ভেজাল বিরোধি অভিযান পরিচালিত হয়েছে। এসময় ভেজাল খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে দুই সহোদরকে আটক করে র‌্যাব। পরে ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের সাজা প্রদান   করেন। সাজাপ্রাপ্তরা হলো বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানাধিন ভদ্রপাড়া এলাকার মৃত সুলতান আলী মোল্লার ছেলে আঃ ছাত্তার মোল্লা (৪০) এবং আঃ আজিজ মোল্লা (৩৫)। পরে তাদেরকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। শনিবার দুপুরে ফতুল্লার শিবু মাকের্ট এলাকায় এসএস এগ্রো ফুড কোম্পানিতে অভিযান চালানো হয়।

এ বিষয়ে র‌্যাব-১১ এর এএসপি নাজমুল হাসান ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ফতুল্লা শিবু মার্কেট কুতুব আইল এলাকায় এসএস এগ্রো ফুড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘ দিন যাবৎ ভেজাল খাদ্য সামগ্রী বানিয়ে আসছিলো। আজ (শনিবার) আমরা প্রতিষ্ঠানটিতে উপস্থিত হয়ে দেখতে পাই নোংরা পরিবেশে ভেজাল টমেটো ছস, আমের আচার, সয়াছসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন করা হয় এখানে। এখানে যেসব পণ্য উৎপাদন করা হয় সেগুলোর একটিও মানসম্মত নয়। তাছাড়া প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের কোন ছাড়পত্রও নেই। কোন ধরনের অনুমোতি ছাড়াই তারা এখানে প্রায় তেরো বছর যাবৎ এসব পণ্য উৎপাদন করে আসছিলো। যা কিনা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। পরবর্তীতে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক দ্ইু সহোদরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট তাসলিমুন নেছা জানায়, ফতুল্লার কুতুবআইল এলাকার এসএসএগ্রো ফুড কোম্পানি নামে প্রতিষ্ঠানটি ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদন করে আসছিলো দীর্ঘ দিন যাবৎ। র‌্যাবের অভিযানে আটকের পর আমরা প্রতিষ্ঠানের মালিক দুই সহোদর আঃ ছাত্তার মোল্লা এবং আঃ আজিজ মোল্লাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছি।

শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তিঃ বেসরকারী টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদী হত্যাকান্ডের বিচারের দাবিতে শনিবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলার সকল স্তরের সাংবাদিক ও সচেতন মহলের উপস্থিতি কামনা করছি।

মাদকের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে-ওসি ফতুল্লা

স্টাফ রিপোর্টারঃ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঞ্জুর কাদের বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। যুব সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে। তা হলেই যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে।

মাদকের বিরুদ্ধে নিজ ঘর থেকে আন্দোলন শুরু করতে হবে-ওসি মঞ্জুর কাদের

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঞ্জুর কাদের বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। যুব সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে। তা হলেই যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে।
শুক্রবার বিকেলে ফতুল্লা পোষ্ট অফিস খেলার মাঠে সূর্যমুখী স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী ডিগবল টূর্নামেন্টের ফাইল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সমাজকে এবং নিজ সন্তান ও নিজ পরিবারকে মাদক মুক্ত রাখতে হলে নিজ ঘর থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ এবং সমাজের সচেতন মহল ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ থেকে মাদক নিমূর্ল করা কোন কঠিন কিছু নয়।

ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এমসামাদ মতিন, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এ আর মিলন, ফতুল্লা থানা প্রেস ক্লাবের সদস্য সচিব শেখ মোঃ সেলিম, বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান, রবিন হোসেন, হারুন অর রশিদ, নুরুল আমীন, কবির হোসেন, জাহাঙ্গীর আলম, ফজলুর রহমান, হেলাল উদ্দিন, সোনা মিয়া, মোঃ খলিল, নাজির হোসেন, ওমর ফারুক, মহিউদ্দিন, জিয়া, শাহিন, সাইফুল ইসলাম সুজন, রিয়াজ, সাজমুল, ইমন, রাজিব প্রমুখ। এসময় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সাংবাদিকের উপর হামলা চালিয়েছে ভূয়া ডাক্তার কামাল ও তার সহযোগিরা।

ফতুল্লা প্রতিনিধিঃ ডাক্তারি সার্টিফিকেট নাই তবুও তিনি ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন। অনুসন্ধান করতে গিয়ে ভূয়া ডাক্তার কামল উদ্দিন ও তার বাড়িওয়ালার শেখ ওবায়েদুল্লাহ’র রোষানলের শিকার হয়েছে বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান। কেড়ে নেয়া হয়েছে ভিডিও ক্যামেরা ও মোবাইল সেট। গত সোমবার বিকেলে ফতুল্লা পোষ্ট অফিস রোডের ইরান টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, ইরান টেক্সটাইল এলাকায় কামাল উদ্দিন নামে একজন দীর্ঘদিন মা হোমিও সেন্টার নামে একটি চেম্বার খুলে স্থানীয়দের চিকিৎসা সেবা দিয়ে আসছে। তিনি ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবা দিলেও তার কোন ডাক্তারী সার্টিফিকেট নাই। এমনকি ড্রাগ লাইসেন্সও নাই। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি ও ফতুল্লা থানা প্রেস ক্লাবের সদস্য বদিউজ্জামান এ বিষয়ে অনুসন্ধানী সংবাদের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে ডাক্তার পরিচয়দানকারী কামাল উদ্দিন তার বাড়ি ওয়ালা ওবায়দুল্লাহসহ ৩/৪জন সহযোগীকে নিয়ে সাংবাদিক বদিউজ্জামান ও তার সহযোগী এম এ রশিদের উপর হামলা চালায় এবং কর্তব্য পালনে বাঁধা প্রদান করে। এ সময় হামলাকারীরা বিজয় টিভির ক্যামেরা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাংবাদিক বদিউজ্জামান ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

শতাধিক যাত্রী নিয়ে যমুনায় ডুবল ট্রলার

পাবনার কাজিরহাট থেকে আরিচা ঘাটে আসার পথে মানিকগঞ্জের চরশিবালয় এলাকায় যমুনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিবালয় থানা পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গেছে। তবে এ ঘটনায় বিস্তারিত এখনও জানা যায়নি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

যাত্রীবাহী ট্রলারটিতে শতাধিক যাত্রী ছিলো বলে জানা গেছে। তবে নিখোঁজের সংখ্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নারায়ণগঞ্জে পুলিশ-জনতার সংর্ঘষে আহত-১০

ফাস্ট ফুডে বিল দেয়াকে কেন্দ্র করে ডিবি পুলিশের সাথে স্থানীয় জনতার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ডিবি পুলিশের সদস্য  ও নারীসহ অন্তত ১০ জন। (২৬ আগষ্ট) রবিবার রাতে  নারায়ণগঞ্জ শহরের খানপুর চৌরঙ্গি পার্ক সংলগ্ন মাই লাইফ কেয়ার নামক ফাস্ট ফুডে এ ঘটনা ঘটে। সংঘর্ষকালে গুরুতর আহত হয়েছে ডিবি পুলিশের এস.আই মিজান, এস.আই সায়েম, এ.এস.আই আমিনুল ও এ.এস.আই বকুল। তাদেরকে নারায়ণগঞ্জ জেনারেল ১শ শয্যা বিশিষ্ট (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

এছাড়াও মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়েছে শেখ রাসেল শিশু কিশোর নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি জালাল উদ্দিন (৪৮)। স্থানিয়রা তাকে খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে গুরুতর আহত তার স্ত্রী রীনা ইয়াসমীন মর্জিনা (৪৫) ও বড় ছেলে আল আমিন (২৬) ও ছোট ছেলে রবিন (২৬) কে খানপুর হাপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহতদের বিষয়ে খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাহমিনা নাজমিন জানায়, জালাল উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। তার মাথায় ও ঠোটে আঘাত রয়েছে। এছাড়াও বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ভেঙ্গে গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে। আর বাকিরা আঘাত প্রাপ্ত হলেও আমরা চিকিৎসা দিয়েছি। তারা শংকা মুক্ত রয়েছে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় উপর্যপুরি আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় আহত রীনা ইয়াসমীন মর্জিনা অভিয়োগ করে বলেন, রাত সাড়ে ৭টায় ডিবি পুলিশ বরফকল চৌরঙ্গি পার্ক সংলগ্ন আমাদের মাই লাইফ কেয়ার ফাস্ট ফুডে লাচ্ছি খায়। এসময় খাওয়া শেষে বিল চাইলে আমাদের মাথায় বন্ধুক ঠেকিয়ে বলে পুলিশের কাছে বিল চাস। তার পরে তাকে বিল দেয়ার জন্য পুণরায় বললে আমাদের গায়ে হাত দেয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন জরো হলে। ডিবি পুলিশের এস.আই মিজান, এস.আই সায়েম, এ.এস.আই আমিনুল ও এ.এস.আই বকুল আরো ফোর্সকে আসার জন্য খবর দেয়। তারপর ডিবির আরো ২-৩ টি গাড়িতে করে ডিবি পুলিশ এসে আমাদেরকে তাদের হাতে থাকা বন্ধুক ও রুলার দিয়ে মারধর করতে থাকে।

এসময় চৌরঙ্গি পার্কের মালিক কাজি আব্দুস সাত্তার এর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি আরও বলেন, আমাদের দোকানটি চৌরঙ্গি পার্ক সংলগ্ন হওয়ায় পার্কের মালিক কাজি আব্দুস সাত্তার অনেক আগে থেকেই ষড়যন্ত্র করছে। ডিবি পুলিশের সাথে সাত্তারের খুব ভালো সম্পর্ক আছে। সাত্তার হেগো টাকা দেয়। এই পার্কে বিভিন্ন সময়ই ডিবি পুলিশ আইসা তার (সাত্তারের) সাথে দেখা সাক্ষাত করে যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাই লাইফ কেয়ার ফাস্ট ফুডে পরিবার পরিজন নিয়ে খেতে যান এএসআই আমিনুল ও এএসআই বকুল। এ সময় মিল্ক সেইকটি ভাল হয়নি দাবি করে বিল দিতে রাজী হয়নি এ.এস.আই আমিনুল ও এ.এস.আই বকুল। এসময় তাদের সঙ্গে ফাস্টফুডটির মালিক আল আমিন ও রবিন বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আল আমিনের পিতা যুবলীগ নেতা জালাল ও তার স্ত্রী রিনা ইয়াসমিন ঘটনাস্থলে আসলে ডিবির দুই এ এস আই মিলে তাদেরকে মারধর করে। পরে আশে পাশের লোকজন এগিয়ে এসে ওই দুই এ.এস.আইকেও বেধড়ক পিটুনী দেয়। এরপর ডিবি পুলিশের আরো সদস্যরা এলে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়।

এ ব্যপারে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম জানায়, আইনের উর্ধে কেউ নয়। আমরা কঠোর ব্যবস্থা নিবো। অন্যায়কারীকে পালতে যাবো কেন। ঘটনাটি তদন্তের জন্য একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিয়ম ব‌র্হিভূতভা‌বে অ‌বৈধ ক‌মি‌টি ঘোষণার মাধ্য‌মে আ‌লো‌কিত বক্তাবলীর বিরু‌দ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আব্দুল আজিজ।

ফতুল্লার বক্তাবলীতে সামাজিক সংগঠন ‘আলোকিত বক্তাবলী’ আহবায়ক কমিটির অনুমোদনবিহীন কমিটি গঠনের ঘোষনা দেয়ায় অবৈধ কমিটি হিসাবে আখ্যায়িত করলেন সংগঠনের আহবায়ক কমিটি। সংগঠনের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আজিজের একক সিদ্ধান্তে মন গড়া কমিটি গঠন করে সাদা কাগজে লেখা কমিটির তালিকা তৈরি করে বিভিন্ন গনমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে সংগঠনের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। কে বা কাহার মাধ্যমে কমিটির অনুমোদন দিয়েছে তা কারো কাছে বোধগম্য নয় বলে আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা জানিয়েছে। তবে গনতান্ত্রিক ভাবে অচিরেই সংগঠনের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করে একটি গ্রহন যোগ্য কমিটি উপহার দিবে বলে জানিয়েছেন সংগঠনের আহবায়ক কমিটির আহবায়ক।

জানা গেছে, বিগত ৪/৫ বছর আগে সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলী নামক একটি সংগঠন গঠিত হয়। ঐ সময় এলাকার সর্বস্তরের জনগনের সম্মতিক্রমে সংগঠনের অগ্রযাত্রা শুরু হয়। আর সকলের সম্মতিক্রমে এড. আল আমীন সিদ্দিকীকে সভাপতি ও আব্দুল আজিজকে সাধারন সম্পাদক করে আলোকিত বক্তাবলীর কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন তাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে চলতি মাসের ১১ তারিখে একটি আহবায়ক কমিটি গঠিত হয়। আর সেই আহবায়ক কমিটির অনুমোদন দেয় সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক এবং আলোকিত বক্তাবলীর উপদেষ্টা বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী। আর আহবায়ক কমিটি নেতৃবৃন্দরা সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে আহবায়ক কমিটির অনুমোদন ছাড়াই একটি কমিটি ঘোষনা করে গনমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে দেয়া হয় এবং সংবাদ প্রকাশও হয়। আর সংবাদ প্রকাশের পর সংগঠনের আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা কমিটি গঠন নিয়ে ভিন্নমত পোষন করে এবং অবৈধ কমিটি হিসাবে ঘোষনা করেছেন। আর মনগড়া কমিটি গঠনে করায় দুই পক্ষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে এবং সংগঠনটি ভাঙ্গনের উপক্রম হয়ে পড়েছে।

আলোকিত বক্তাবলীর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ জানান, কে বা কাহারা আলোকিত বক্তাবলীর কমিটি গঠন করেছে তা বোধগম্য নয়। যদি কেউ কমিটি ঘোষনা করে থাকে তাহলে সেই কমিটি হবে সস্পন্ন অবৈধ কমিটি। আলোকিত বক্তাবলীর আহবায়ক কমিটি গনতন্ত্র প্রক্রিয়ায় নতুন কমিটি ঘোষনা করা হবে।

আলোকিত বক্তাবলীর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন জানান, সংগঠনের আহবায়ক কমিটিকে না জানিয়ে কে বা কাহারা কমিটি গঠন করে গনমাধ্যমে প্রকাশ করেছে তা যুক্তিসম্মত নয়। একটি সংগঠনের কমিটি গঠন করা নিয়ে যে ধরনের তামাশা সৃষ্টি করেছে তা হাস্যকর ব্যাপার। সংগঠনের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আজিজ আহবায়ক কমিটি কেউ না হওয়া সত্বেও একক সিদ্ধান্তে তার পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করেছে যা পুরোপুরি অবৈধ। তাই ঐ কমিটির কার্যক্রম করতে পারবে না। আমরা খুব শিগ্রই আলোকিত বক্তাবলীর কমিটি গঠন করে সবার গ্রহন যোগ্য একটি কমিটি উপহার দিবো।

আলোকিত বক্তাবলীর আহবায়ক কমিটির আহবায়ক মাশফীকুর রহমান শিশির জানান,
গনমাধ্যমে জানতে পেরেছি আলোকিত বক্তাবলীর কমিটি গঠন করা হয়েছে। কিন্তু
আমি সংগঠনের আহবায়ক হিসাবে কমিটির বিষয়ে কিছুই জানি না। এ কমিটি কিভাবে গঠন করলো আর কমিটির কে অনুমোদন দিয়েছে আমার বোধগম্য নয়। তাই আলোকিত বক্তাবলী কমিটি গঠন করা হয়েছে তা সস্পন্ন অবৈধ।
আহবায়ক কমিটির লোকজন বুজে শুনে গনতান্ত্রিক প্রক্রিয়ায় শিগ্রই পূর্নাঙ্গ কমিটি গঠন করে দায়িত্বপ্রাপ্তদের কাছে দায়িত্ব বুজিয়ে দেয়া হবে।

তিনি আরও জানান, আব্দুল আজিজ সংগঠনের সাবেক সাধারন সম্পাদক হওয়া সত্বেও আহবায়ক কমিটিকে কোন কিছুর তোয়াক্বা না করে পকেট কমিটি গঠন করে সংগঠনের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। আর বতর্মানে সংগঠনের আহবায়ক কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম চলছে এবং চলবে। আমরা খুব শিগ্রই আইনগত ভাবে সংগঠনের কমিটি গঠন করা হবে।

 

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে র‌্যাবের ‍গুলিতে মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান বলেন, শুক্রবার ভোরে টেকনাফ সদরের পল্লী বিদ্যুৎ অফিস সড়কে গোলাগুলির ওই ঘটনা ঘটে।র‌্যাব জানায়, টেকনাফ থেকে মাইক্রোবাসে ইয়াবার একটি চালান ঢাকা নেয়া হচ্ছিল। সংবাদ পেয়ে টেকনাফে অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে র‌্যাব।

একপর্যায়ে একটি মাইক্রোবাস থামানোর নির্দেশ দেয় র‌্যাব। কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে চালক র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় র‌্যাবও গুলি ছুড়লে ওই গাড়িতে থাকা এক ব্যক্তি নিহত হন।নিহতের পকেটে একটি কাগজ পাওয়া গেছে, তাতে তার নাম আজিজুর রহমান আজাদ বলে জানা গেছে।র‌্যাব আরও জানায়, ঘটনাস্থল থেকে ৬৮ হাজার ইয়াবা, একটি অগ্নিদগ্ধ গাড়ি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।