১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2

নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ প্রতিদিন ডটনেট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) ও নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দুই প্রার্থী।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে নিজ নিজ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন মাওলানা মইনুদ্দিন আহমাদ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, আইনজীবী নেতা অ্যাডভোকেট মাঈনুদ্দিন মিয়া, আইবিডব্লিউএফ ঢাকা অঞ্চল সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তারেক রহমানের গণসংবর্ধনায় অংশ নেবেন নারায়ণগঞ্জের কয়েক লক্ষ নেতাকর্মী

নিউজ প্রতিদিন ডটনেট : দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে কয়েক লক্ষ নেতাকর্মী যোগ দেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

বিএনপি সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। পরদিন বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেবেন তিনি।

তারেক রহমানকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংবর্ধনায় অংশগ্রহণ করাই তাদের লক্ষ্য।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরছেন। এই ঐতিহাসিক মুহূর্তে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কোনো কমতি রাখবে না। কয়েক লক্ষ নেতাকর্মী নিয়ে আমরা গণসংবর্ধনায় অংশ নেবো।”

তিনি জানান, বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে পূর্বাচলের উদ্দেশ্যে রওনা হবেন। এর পাশাপাশি মঙ্গলবার বিকেলে চিটাগাং রোড এলাকা থেকেও নেতাকর্মীদের একটি অংশ পায়ে হেঁটে যাত্রা শুরু করবে।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে মহানগর বিএনপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। কয়েক লক্ষ নেতাকর্মী নিয়ে আমরা গণসংবর্ধনায় অংশ নেবো।”

এদিকে গণসংবর্ধনায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। একইসঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীও নিজ নিজ নেতাকর্মীদের নিয়ে গণসংবর্ধনায় যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

দলীয় নেতারা জানান, বিপুল জনসমাগমের কারণে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বক্তাবলী ফেরি দুর্ঘটনায় নিহত মাসুদের পরিবারের খোঁজ ও কবর জিয়ারতে আবদুল জব্বার

নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলী ফেরি দুর্ঘটনায় নিহত মাসুদের পরিবারের খোঁজ ও কবর জিয়ারতে মাওলানা আবদুল জব্বার।

২০ ডিসেম্বর শনিবার রাত ৯টায় বক্তাবলী ফেরি দুর্ঘটনায় নিহত হন বক্তাবলীর গোপালনগর গ্রামের আতাবর সরদারের একমাত্র ছেলে মাসুদসহ তিন জন।

২১ ডিসেম্বর বাদ আছর তাদের কবর জিয়ারত করেন ও ‍নিহত মাইয়্যেতের পরিবারের পরিবারের কাছে যান মাওলানা আবদুল জব্বার।

এসময় নিহতের মা, বাবা, স্ত্রী সহ তার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। নিহতের পরিবারকে সমবেদনা জানান এবং তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হারানোর মাধ্যমে যে ক্ষতি হলো তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সুষ্ঠু তদন্তের আহ্বান করেন। পরে গোপালনগর কবরস্থানে নিহতের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য গতকালের বক্তাবলী ধলেশ্বরীতে ফেরি থেকে ট্রাক সহ ৫ টি যান পানিতে পরে গেলে এই দূর্ঘটনা সংগঠিত হয়।

ঘটনার বিবরণে জানা যায় নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় বক্তাবলী ফেরি ঘাটে মাঝ নদীতে ফেরি থেকে পানিতে পড়ে গেছে ট্রাক সহ পাঁচটি যানবাহন। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধলেশ্বরী মাঝনদীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- মোটরসাইকেল চালক রফিক, ভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ। স্থানীয়রা জানান, বক্তাবলী ফেরি ঘাটের পুর্ব পাশ এলাকা থেকে ফেরিটি ছেড়ে মাঝ নদীতে আসে। এসময় হঠাৎ করেই ফেরীতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায়। সেই সাথে সামনের দিকে যেতে থাকে।

এসময় সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি সহ পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলো।

এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতের পক্ষ থেকে নিহতদের জন্য মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস কামনার পাশাপাশি পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে।

বিপ্লবী ওসমান হাদি মারা গেছেন

নিউজ প্রতিদিন ডটনেট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

পোস্টে লিখা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’

গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন হাদি।

এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর ২টা ২০ মিনিটের দিকে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার পাঠানো হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান।

নারায়ণগঞ্জে মনোনয়নপত্র কিনলেন যারা

নিউজ প্রতিদিন ডটনেট : তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত দশজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ১৫ ডিসেম্বর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রটি কিনেছেন। এই আসনে বিএনপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে মনোনীত করেছে। তিনি দলটির নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম ও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ মমিনুল হক ও মো. জহিরুল হকও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আসনটিতে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ইলিয়াস আহম্মেদও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রস্তুতি নিয়েছেন জাতীয় পার্টির বহিষ্কৃত এ নেতা।

তিনি ছাড়াও মুক্তিজোটের প্রার্থী এইচ এম আমজাদ হোসেন মোল্লা, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তবে, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসন থেকে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এমন কোনো তথ্য দিতে পারেন জেলা নির্বাচন অফিস।

জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজয় দিবস উপলক্ষে বক্তাবলী সমাজ কল্যাণ পরিষদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : মহান বিজয় দিবস উপলক্ষে বক্তাবলী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বক্তাবলী সমাজ কল্যাণ পরিষদ ২শত পঞ্চাশ জনকে বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে।

ফ্রি চিকিৎসা সেবার মধ্যে ছিল রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা নির্ণয় এবং শিশুদের সুন্নাতে খৎনা।

বক্তাবলী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারী নাছির উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন, মাওলানা নূরুল হক, মাওলানা আবু হানিফ ভূঁইয়া, নুরুল আমীন,

এসময় উপস্থিত ছিলেন, আবু সাইদ সাইদুর রহমান বাচ্চু, আবু সাইদ, সাইফুল ইসলাম শাহিন, রবিউল ইসলাম, আব্দুল হালিম, আবুল কাশেম, মুসলিম খাঁন, নুরুল আমিন, রাসেল মাহমুদ, সালেহ আহমেদ, আনিসুর রহমান, সাব্বির আলম, রবিউল ইসলাম, দেলোয়ার হোসেন, ইউনুছ আলী, আনিছুর রহমান, মো: মোখলেছিন, আব্দুল কুদ্দুস, নাঈম হাসান, আব্দুল আজিজ, আক্তার হোসেন, নূর ইসলাম, আল মামুন, আলমগীর হোসেন, নুর মোহাম্মদ, মিজানুর রহমান ও মিছির আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে মোহাম্মদ শাহ আলমের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা বাসীসহ সবাইকে আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম।

১৫ ডিসেম্বর (সোমবার) গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ শাহ আলম বলেন, আজকের এ দিনে আমি স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অন্যতম নেতৃত্বদানকারি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং বীরাঙ্গনা মা-বোনদের। তাদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয় আমাদের বাংলাদেশ। আমরা যেন তাদেরকে কখনও ভুলে না যাই। প্রজন্ম থেকে প্রজন্ম যেন এ মুক্তিযুদ্ধের চেতনাই বেড়ে উঠে এ কামনা করি।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে আরো বলেন, আজকে এই দিনে সবার প্রতি আমার আহ্বান থাকবে, আসুন বিজয়ের এ দিনে সকল অপশক্তিকে রুখে দিয়ে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে নতুন একটি সন্ত্রাসমুক্ত সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলি। মহান বিজয় দিবস উপলক্ষে আমি নারায়ণগঞ্জ-৪ ফতুল্লাবাসীসহ গোটা দেশবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা।

 

মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে ফতুল্লায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আলীরটকে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে মনোনীত প্রত্যাশী, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে ৪ডিসেম্বর (বৃহস্পতিবার) বাদ আছর ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফতুল্লা ইউনিয়নে অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন নানা বয়সের মুসল্লি, স্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় অংশগ্রহণকারীরা বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামের প্রতীক; তাঁর সুস্থতা কামনা করা সকলের দায়িত্ব ও কর্তব্য।

এই দোয়া মাহফিলে আগত নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করে আন্তরিকভাবে দোয়া করে।

 

মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে ফতুল্লার বিভিন্ন ইউনিয়নে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ফতুল্লায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে মনোনীত প্রত্যাশী, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে ফতুল্লার বিভিন্ন ইউনিয়নে এ দোয়ার আয়োজন করা হয়।

ফতুল্লার ৩টি ইউনিয়ন ও জেলা ছাত্রদলের অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিল গুলোতে অংশ নেন নানা বয়সের মুসল্লি, স্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। প্রতিটি স্থানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় অংশগ্রহণকারীরা বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামের প্রতীক; তাঁর সুস্থতা কামনা করা সকলের দায়িত্ব ও কর্তব্য।

এই দোয়া মাহফিলে আগত নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করে আন্তরিকভাবে দোয়া করেন।

মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে আলীরটেকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আলীরটকে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে মনোনীত প্রত্যাশী, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে ৪ডিসেম্বর (বৃহস্পতিবার) বাদ মাগরিব আলীরটেক ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলীরটেক ইউনিয়নে অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন নানা বয়সের মুসল্লি, স্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় অংশগ্রহণকারীরা বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামের প্রতীক; তাঁর সুস্থতা কামনা করা সকলের দায়িত্ব ও কর্তব্য।

এই দোয়া মাহফিলে আগত নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করে আন্তরিকভাবে দোয়া করে।