জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী, ৩০ টি দেশের সৈন্যরা দুর্নীতির উচ্চ ঝুঁকিতে

152

আন্তর্জাতিক ডেস্ক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল(টিআই) এর এক সমীক্ষায় দেখা গেছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যে সব দেশ সবচেয়ে বেশি সৈন্য পাঠায় তাদের মধ্যে ৩০টি দেশের সামরিক বাহিনী দুর্নীতির উচ্চ ঝুঁকিতে রয়েছে।সোমবার সংস্থাটি তাদের এই সমীক্ষা প্রকাশ করে। সমীক্ষায় আরো জানা যায়, সৈন্য এবং অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে সংস্থাটির ‘এ’ থেকে ‘এফ’ গ্রেডিং পদ্ধতির মধ্যে শুধুমাত্র ইতালিই ‘ডি’ এর বেশি পেয়েছে।সংস্থাটি আরো জানায়, বুরকিনা ফাসো, ক্যামেরুন, চাদ, মিশর, মরক্কো এবং টোগো এই ছয়টি দেশ ‘এফ’ পেয়েছে। অর্থাৎ সংস্থাটির গ্রেডিং পদ্ধতিতে অকৃতকার্য হয়েছে দেশগুলো।জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মোট সৈন্যের এক-তৃতীয়াংশ (প্রায় ২৫ হাজার) সরবরাহকারী তিনটি দেশ বাংলাদেশ, ইথিওপিয়া এবং ভারতের অবস্থান র‌্যাংকিংয়ে খুবই দুর্বল। বাংলাদেশ এবং ভারত উভয় দেশই ‘ডি’ এবং ইথিওপিয়া ‘ই’ গ্রেড পেয়েছে। টিআই তাদের সমীক্ষায় স্থান নির্ধারণের ক্ষেত্রে দুর্বল দুর্নীতি বিরোধী চর্চা এবং অপর্যাপ্ত প্রশিক্ষণ ব্যবস্থাকে নিয়ামক হিসেবে উল্লেখ করেছে। তবে সংস্থাটি শান্তিরক্ষী বাহিনীর দুর্নীতির কোন রকম উদাহরণ দেয়নি।টিআই-এর এই অভিযোগ এমন সময় প্রকাশিত হলো যখন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই বাহিনীর বিরুদ্ধে এর আগে যে অভিযোগ করা হয়েছে তা হলো মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নারীদের উপর যৌন নির্যাতন চালানো। এসব নারীদের মধ্যে শিশুও রয়েছে।

তবে জাতিসংঘের কমকর্তারা এই সমীক্ষার ব্যাপারে কোনরকম অভিযোগ করেননি। কর্মকর্তারা শুধু জানিয়েছেন, শান্তিরক্ষী বাহিনী দুর্নীতি প্রতিরোধে যে সকল পদক্ষেপ নিয়েছে সেগুলো এই সমীক্ষায় প্রতিফলিত হয়নি।