প্রবাসী শ্রমিকদের টাকা আত্মসাৎ করে কোটিপতি বনে যাওয়া বক্তাবলীর আল-আমিন ইকবালের প্রকৃত নাম কী?

603

প্রবাসী শ্রমিকদের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে কোটিপতি বনে যাওয়া বক্তাবলী এলাকার রামনগর গ্রামের আল-আমিন ইকবালের প্রকৃত নাম কী? অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে দেখা যায় তার নাম “মান্নু মিয়া ইকবাল”। তার ছাপানো সাউথ এশিয়া গ্রুপ প্রাইভেট লিমিটেডের দুইটি ভিজিটিং কার্ড পাওয়া গেছে। একটিতে পদবী ব্যবহার করা হয়েছে “ম্যানেজিং ডাইরেক্টর” এবং অপরটিতে “ডাইরেক্টর”। উভয় ভিজিটিং কার্ডেই সে তার নাম লিখেছে “মান্নু মিয়া ইকবাল (Mannu Miah Iqbal)”। তাহেরা ক্যাটারিংয়ে ম্যানেজিং ডািইরেক্টর পদবী ব্যবহার করে ছাপানো ভিজিটিং কার্ডে তার নাম লিখেছে মান্নু মিয়া ইকবাল। এছাড়া, এভারশাইন প্রপার্টিজ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান পদবী ব্যবহার করে তার ছাপানো ভিজিটিং কার্ডেও আজকের আল-আমিন ইকবাল তার নাম লিখেছে “মান্নু মিয়া ইকবাল (Mannu Miah Iqbal)”। বিস্তারিত আসছে শ্রীঘ্রই। চোখ রাখুন (নিউজ প্রতিদিন ডট নেট এ)