৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 202

“মা” বলতো অামি কে?

তোমার গর্ভে রাতের অাঁধারে লুকিয়ে জন্ম নেয়া অামি সেই হতভাগা সন্তান। অামি ই সেই যাকে লোক লজ্জার ভয়ে নর্দমায় একটা বাক্স বন্দি করে জ্যান্ত ফেলে এসেছিলে।

জানো মা, তুমি চলে অাসার পর অামার সাথে কি হয়েছিল? তুমি যখন বাক্স বন্দি করে অামায় ফেলে অাসলে, অামি চোখ খুলে দেখি তুমি নেই। এদিক ওদিক সবদিক তোমায় খুঁজলাম। চারিদিকে অন্ধকার অার অন্ধকার।বুঝে নিলাম তুমি কাছে নেই। অামি তো তোমায় মা বলে ডাকতি শিখিনি তখনো। কিন্তু অামি জানতাম অামার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে অাসবে। তাই চিৎকার করে কাঁদতে লাগলাম।

জানো মা, অামার চিৎকার তুমি এলেনা ঠিকই। কিন্তু রাস্তার কুকুরগুলো অামার কান্না শুনে ঠিকই অামায় খুঁজে নিল। অামি ভাবলাম কুকুরগুলো বুঝি অামায় মায়ের কাছে নিয়ে যাবে। কিন্তু না মা। ওরা তো অামায় খাওয়ার জন্য ছুটে এসেছিল।

একটা দুইটা কুকুর না মা। প্রায় ৫/৬ টা কুকুর।কি ধারালো দাঁত ওদের। অামায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল।

প্রথমে একটা কুকুর এসে অামায় নখ দিয়ে পাঁজরগুলো ছিড়লো।তারপর অারও দুইটা কুকুর অামার মাথাটা নিয়ে কি টানাটানিই না করছিল। কি যন্ত্রনা হচ্ছিল মা তুমি বুঝবেনা।বুঝলে কি অার অামায় ফেলে যেতে?

জানো মা,ওরা অামায় নিয়ে যখন টানাটানি করছিল একটা সময় অামার যন্ত্রনাটাও কমে গেল।কমবে না কেন বলো?প্রাণটা তো তখন অার ছিল না মা?

জানি না কে তোমায় ভালবাসি বলে অামায় জন্ম দিয়ে গেল।ও না হয় অমানুষ ছিল।তুমি তো মা।তবে তুমি কেন অামায় ফেলে দিলে?যদি নিজের কথা এতোই ভাবতে,তবে জন্ম দিলেই বা কেন?কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছু উজার করে দিলে?ভালবাসার অর্থই কি মা এক বিছানায় রাত্রি যাপন করা?ভালবাসার অর্থ কি অামার মতো সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো?তবে শোন মা,এমন ভালবাসা পাওয়ার অাগেই অামি দুনিয়া ছেড়ে চলে গিয়েছি সেটাই ভাল হয়েছে।

অামি হাশরের দিন অাল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করবো মা।তোমায় যাতে ক্ষমা করে।কি করবো বলো?তুমি অামার কথা না ভাবলেও অামি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি।

শুধু একটা অনুরোধ মা,যদি সন্তানকে লোকের সম্মুখে অানতে এতোই লজ্জা করে তোমার, তবে অার কখনো অামার মত অবৈধ সন্তানের জন্ম দিও না।অামি তোমায় ক্ষমা করে দিলেও সব সন্তান তোমায় ক্ষমা করবে এমনটা ভেবো না।

ভাল থাকো “অামার স্বার্থপর মা”। সংগৃহীত

 

ফতুল্লার বক্তাবলীতে অস্ত্রসহ জেএমবির ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির (তামিম-সারোয়ার) তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি, ২টি চাকু, বিস্ফোরক দ্রব্যাদি ও জঙ্গি বই লিফলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত ওই অভিযান সম্পর্কে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তথ্য জানান ক্যাম্প অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার মুরাদনগর থানার ওয়ালিউল্লাহ চিশতি জনি ওরফে আবু ওমর (২৭), বাগেরহাট জেলার মোল্লারহাটের আল আমিন শেখ রাজিব (২৫) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কামরুল হাসান হৃদয় (৩৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বক্তাবলীতে চরবয়রাগাদি এলাকাতে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। সেখানে জেএমবির সংঘবদ্ধরা একটি গোপন সভা করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায় ও ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা জেএমবির সারোয়ার তামিম গ্রুপের সক্রিয় সদস্য। নাশকতার পরিকল্পনার জন্য তাদের এজজন শীর্ষ নেতার নেতৃত্বে এ গোপন সভায় মিলিত হয়েছিল। গ্রেফতারকৃতদে রমধ্যে ওয়ালিউল্লাহ চিশতির বিরুদ্ধে এর আগেও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার বিকেলে  ফতুল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ আলমের বাসায় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।  কর্মীসভার সভাপতিত্ব করেন মেহেদী হাসান দোলন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ বিশ্বাস।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক সেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক রিয়াদ মোঃ চৌধুরী , জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবির মামুন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার,  নাদিম হাসান টিপু, ছাত্রদল নেতা জুয়েল, আরমান, সাগর সিদ্দিকী, শাহাজজাহান প্রমুখ।

ফতুল্লায় স্বেচ্ছা সেবক লীগের প্রতিষ্ঠা বাষির্কী পালিত

স্টাফ রিপোর্টারঃ  ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন বলেছেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মকান্ডে অংশ নিতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বৃহস্পতিবার বিকেলে পাইলট স্কুল রোড এলাকায় তার ব্যবসা ও স্বেচ্ছা সেবক লীগের কার্যালয়ে কেক কেটে বাংলাদেশ স্বেচ্ছা সেবক লীগের ২৩ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরিদ আহমেদ লিটন আরো বলেন, যারা জঙ্গীবাদ, সন্ত্রাসকে প্রশ্রয় দেয় তারা দেশের ও জাতীর শত্রæ। তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে আরো কঠোর হওয়ারও আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছা সেবক লীগ নেতা মিন্টু পাল, ফরহাদ, বাদশা, ছাত্রলীগ নেতা আফান মাহমুদ, আলামিন, উপলক্ষ্যে পালিত হয়েছে।

 

আলোচিত ৭ খুনের রায় ১৩ আগষ্ট

ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। আগামী ১৩ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

বুধবার বিচারপতি ভবানী প্রসাদসিংহ ও বিচারপতি মোস্তফাজামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ দিন ধার্য করেন।

তথ্যটি  নিশ্চিত করেছেন ওই আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

তিনি বলেন, বুধবার মামলায় ৩৩ কার্যদিবসের শুনানি শেষে রায় ঘোষণার জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ২০১৪ সালের ২৭ এপ্রিল ফতুল্লার লামাপাড়া থেকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

নিহত নজরুলের স্ত্রী বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল মামলা করেন। একসঙ্গে দুই মামলার বিচার শেষে ১৬ জানুয়ারি রায় দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন।

সেনাবাহিনীর বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় রায়ে। বাকি ৯ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

মোঃ আলীর সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ জেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার শিল্পপতি মোহাম্মদ আলী। সোমবার দুপুরে ফতুল্লার পোষ্ট অফিসস্থ ফতুল্লা রি- রোলিং মিলে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্বা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ মঞ্জরুল হক, মিজানুর রহমান বাচ্চু, মো. আবদুল সাওার, আমিনুর রহমান, নুরে আলম মিয়া, মনির হোসেন, সোনারগাঁও থানার মো. ওসমান গনি, আড়াই হাজার থানার ওয়াজ উদ্দিন আহমেদ, রুপগঞ্জ থানার আল-আমিন দুলাল, মো. আমানউল্লাহ, বন্দর থানার মোঃ লতিফ, মোঃ নাছির, নারায়ণগঞ্জ সদর থানার জুলহাস ভুইয়া, নুরু হোসেন মোল্লা, মোঃ আবদুল লতিফ প্রমুখ।

কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্লাবিত

এ.আর. কুতুবে আলমঃ গত দুইদিনের মুষল ধারায় বৃষ্টিতে পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের অতিবৃষ্টির ফলে নদীর পানিতে প্লাবিত হয়েছে । বৃষ্টির পানির চাপে বড়বড় বেড়ীবাঁধ টপকিয়ে সমভ‚মিতে পানি প্রবেশ করছে বলে এলকা সূত্রে জানাযায়।
এলাকাবাসী জানান, কলাপাড়ার আন্ধার মানিক নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়ে বেড়ীবাঁধ ভেঙ্গে পানি নীলগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বেড়ীবাঁধ ভেঙ্গে কালবাটসহ জোয়ারের ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম।তার মধ্রে দৌলতপর,তাহেরপুর, মোহনপুর, লস্করপুর,এবং আমিরাবাদ গ্রাম পানিতে প্লাবিত হয়ে পড়েছে ।কয়েকদিনের টানা বৃষ্টিতে বঙ্গোব সাগরের পানিও উত্তাল রয়েছে ।
সাথনিীয় সূত্রে জানাযায়, দুই বছর আগে দৌলতপুর গ্রামের ¯সুইসটিসহ বাঁধ নিন্মে দেবে গেছে। তখন তারা নিজেদের উদ্যোগে মাটিভরাট করা হয়েছিলো। জোয়ারের প্রবলচাপে ¯সুইস বাঁধসহ বিধ্বস্ত হয়।
আরো জানাযায়, রোববার (২৩জুলাই) দুপুরে সাগর হতে মেহনসায় ঢুকার সময় ¯স্রোত ও ঢেউয়ের চাপে একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এই ট্রলরে ১৮জন জেলে ছিলে বলে মহিপুরের মালিক সমিতির নেতারা জানান। এর মধ্যে ১৭জন সাঁতরিয়ে কিনারে আসতে পারলেও ভুট্রো নামের এক জেলে নিখোঁজ রয়েছে।
নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. নাসির মাহমুদ জানান, সোমবার(২৪জুলাই) স্বাভাবিক জোয়ারের প্রবল চাপে ¯øুইসটি বাঁধসহ ভেঙ্গে যায়। গৈয়াতলা, নিজকাটা গ্রামেও পানিতে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
এছাড়া টিয়াখালী, ধানখালী, চম্পাপুর, ত্যাগাছিয়া, বালিয়াতলী ,লালুয়াসহ কয়েকটি ইউনিয়নের কয়েকটি গ্রামে বৃষ্টির পানিতে ডুবে আছে। আবার অনেক জায়গায় স্বাভাবিক রয়েছে বলে জানাযায়। কলাপাড়ার উপজেলার পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো.আবুল খায়ের ৪৬ পোল্টারের ¯সুইসটি মেরামত করার পদক্ষেপ নেয়া হচ্ছে। আবহাওয়া অফিস জানান,সোমবার সকাল থেকে ৩টা পর্যন্ত ২৫মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে-শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কেউ রাখে না, কেবলমাত্র আওয়ামী লীগই রাখে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আসতে হবে আওয়ামী লীগের জন্য নয়, এদেশের মানুষ ও দেশকে বাঁচাতে। নয়তো আবারও দেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে, দেশের প্রাকৃতিক সম্পদ লুটপাট হবে এবং দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।

২১ আগস্টের গ্রেনেড হামলা ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সোমবার বিকেলে শহরের ইসদাইরের বাংলা ভবন কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।

তিনি বলেন, শেখ হাসিনা যদি এবার ক্ষমতায় না আসে তাহলে একশ্রেণির লোক বাড়িতে এসে আমাদের মা-বোনদের ইজ্জত লুটে নেবে। ’৭১ সালে যারা ৩০ লাখ লোককে হত্যা করেছে এবং আমাদের মা-বোনের ইজ্জত লুটে নিয়েছে তারাই আবার ক্ষততায় আসতে চায়। তাই আমাদের এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে তারা কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে।

নির্বাচন কমিশন হচ্ছে মসজিদের মুয়াজ্জিনের মতো উল্লেখ করে শামীম ওসমান বলেন, মুয়াজ্জিন যখন আজানের সময় হয় তখন আজান দেন। তখন নামাজিদের ওপড় নির্ভর করে কে নামাজ পড়তে যাবে কে যাবে না। নির্বাচন কমিশন নির্বাচনের সময় হলে সবাইকে ডাকবেন। সেখানে কে আসবে কে আসবে না সেটা নির্বাচন কমিশন বুঝবে।

নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, যুদ্ধাপরাধীদের দোসর আর আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকারী কোনো দলকে নির্বাচনে দাওয়াত দেয়ার কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না। নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না অথবা তাদের নির্বাচনে নিয়ে আসার দায়িত্ব আওয়ামী লীগের নয়।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য চন্দন শীল, যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ ও সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

সিদ্ধিরগঞ্জে তীব্র গ্যাস সংকটে ভোগান্তি বাড়ছে

নিজস্ব প্রতিবেদকঃ সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া, সাহেবপাড়া, দক্ষিণপাড়া ও বাতেনপাড়ায় তীব্র গ্যাস সংকটে হাজার হাজার পরিবার সমস্যায় পড়েছে। আবার জলাবদ্ধতার কারণে মানুষ মাটির চুলায়ও রান্না করতে পারছে না। ফলে অনেককে হোটেলের খাবারের উপর নির্ভর করতে হচ্ছে। এসব এলাকায় সারাদিন গ্যাস থাকে না। রাত ১১টার পর গ্যাস একটু আসলেও তা দিয়ে রান্না করা যায় না।
সরেজমিন সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া ও সাহেবপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, গ্যাস সংকটে কারো বাড়িতে রান্নার উপায় নেই। গ্যাসের এ সংকট নিয়ে কথা হয় কান্দাপাড়া এলাকার বাসিন্দা কহিনূর, পারুল আক্তার, রোকসানা, সানজিদা, মনোয়ারা, মরিয়াম, আয়শা নামে কয়েকজন গৃহীনির সাথে। তাদের সকলের অভিযোগ, সকাল ৬টা থেকে রাত ১১টার পর্যন্ত গ্যাস থাকে না তাদের এলাকাতে। রাতে সামান্য গ্যাস দেখা গেলেও এতে রান্না করা সম্ভব হচ্ছে না। কান্দাপাড়ার পাপ্পু মাহবুব বলেন, আমাদের এখানে দীর্ঘদিন ধরে গ্যাসের সংকট। গ্যাস না থাকায় সিলিন্ডারের গ্যাস দিয়েই কাজ চালাতে হচ্ছে। সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে অথচ গ্যাস পাওয়া যাচ্ছে না। তাই বর্ধিত হারে গ্যাসের বিলও দিতে হচ্ছে পাশাপাশি সিলিন্ডারও নিতে হচ্ছে। অনেকে সিলিন্ডারের খরচ ও দুর্ঘটনার ভয়ে মাটির চুলায় রান্না করছেন। তবে এখন বাড়িতে বাড়িতে পানি জমে থাকায় মাটির চুলায় রান্না করাও সমস্যা হয়ে গেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কাপোরেশনের দুই নং ওয়ার্ড এলাকার সাহেবপাড়া, কান্দাপাড়া, দক্ষিণপাড়া, রঘুনাথপুর এলাকায় দীর্ঘদিন যাবত তীব্র গ্যাস সংকট চলছে। অন্তত এক বছর ধরে এ এলাকার বাসা-বাড়িতে দিনের বেলায় গ্যাস থাকে না। তাই এসব এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।  রান্না করতে না পারায় খাবার নিয়ে কাজে যেতে পারছেন না চাকরিজীবীরা। এনিয়ে একাধিকবার এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জরুরি ভিত্তিতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

বিষয়টি নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুর রহমানের সাথে কথা বলার জন্য একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের পরিচালক (অপারেশন) প্রকৌশলী এইচ এম আলী আশরাফের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখানে সিস্টেমে কিছু সমস্যা রয়েছে। তাই কোনো কোনো জায়গায় গ্যাস পেতে সমস্যা হতে পারে। তবে ওই এলাকার বিষয় আমার আওতার মধ্যে না।

সিদ্ধিরগঞ্জে ৮কোটি টাকার তিনটি প্রকল্পের  উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জে ৬ ও ৭ নং ওয়ার্ডে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করেন মেয়র ডা.সেলিনা হায়াত আইভি। প্রকল্প তিনটির মোট ব্যায় নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৩৬ লাখ টাকা।

সোমবার বেলা ১১টায় প্রথমে নাসিক ৬ নং ওয়ার্ডে ১ কোটি ৪২ লাখ টাকা ব্যায়ে ৪৫০ ফুট দীর্ঘ একটি ড্রেন নির্মাণ কাজের উদ্ধোধন করেন মেয়র। পরে নাসিক ৭ নং ওয়ার্ডের কদমতলী ভান্ডারি পুল ও লাল বিল্ডিং এলাকায়  ৬ কোটি ৯৪ লাখ টাকার ড্রেনসহ দুটি রাস্তার নির্মাণ কাজের উদ্ধোধন করেন। এসময় মেয়র বলেন উন্নয়নের গতিকে ত্বরান্বিত রাখতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। অতিতে যে ভাবে উন্নয়ন কাজ হয়েছে ভবিষ্যতে সেই ধারা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, যুগ্ম-সম্পাদক বাবু কালিপদ মল্লিক, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলি হোসেন আলা, ৭,৮,৯ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনা, ৪,৫,৬ নংওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, ১০,১১,১২নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগম, ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, ৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানিক মাষ্টার,  বিশিষ্ট ব্যবসায়ি আল-মামুনুর রশিদ, আব্দুল্লা আল জোবায়েদ সহ আরো অনেকে।