সূর্য-স্নান
——মোঃ সেলিম মিয়া
ঢেউ সাগরের, নীলিমার,রঙ্গের নৃত্যে-তালে,
শন-শনানী, মিষ্টি-মধুর হাওয়ার পালে
ছন্দময় জোয়ার-ভাটার সৃষ্ট জালে,
শব্দ-ভেসে নুপুর বাজে, মন দেয়ালে।
কেশবতী রানীর কপল মাঝে,দুরন্ত স্বরে,
এলোমেলো কেশমেলে, রুপের ঝলক বৃদ্ধি করে।
অবাক বিস্ময়-চমক নিশ্চয়, জীবন গানে,
সূর্য-স্নানে, উড়ে গেলো আকাশ পানে।
আমি সাগরের ঢেউ মিষ্টি হাওয়ার শন-শনানী,
দুরন্ত স্বর, অবাক বিস্ময় হয়েছি বলে।
তুমি ঝিক-মিক বেলাভূমির খাটি মুক্তার ন্যায়,
নীলিমার নিখুঁত নীলয়া হয়ে প্রতিদান দিলে।
যেই আমি পাখি হয়ে পাখা মেলে,
হাওয়ায় দুলে মিশে যাই উড়ে-উড়ে।
বারে-বারে,ফীরে-ফীরে,ধীরে-ধীরে যাই ছুটে,
তোমার বাহারি কপল চুমি, দিব জেনে।
সেই তুমি অপকন্ঠিত শরীরের চঞ্চলা হাওয়া,
রিদয়ের স্পন্দনে মহুয়ার আঁচলে তুলে নাও আমাকে।
রুপালি শরীর কনায়-কনায় নিঝুম রাত্রির নির্ঘুম সময়
শতদল মেলে ভালোবাসার পরশ আমায় দাও মধুক্ষনে!





অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার(ক) শরফুদ্দিন, ওসি তদন্ত শাহ জালাল,ওসি অপরারেশন মজিবুর রহমান, গোলাম মোস্তফা, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন, সাধারন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক এ আর কুতুবে আলম,সাংবাদিক এ আর মিলন, পিয়ার চাঁন, রুহুল আমিন প্রধান, মনির হোসেন, জি এ রাজু,শাকিল আহমেদ ডিয়েল, নিয়াজ মো: মাসুম, এনায়েত নগর ইউনিয়ন পিরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, কুতুবপুরের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ।



