৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 211

দেশের বিভিন্ন স্থানে ইকো পার্ক গড়ে তোলা হবে-নৌ মন্ত্রী শাজাহান খান

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বানিজ্যিক পার্ক ও ইকো পার্কের মধ্যে কোন পার্থক্য নেই। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র জায়গায় যে পার্ক স্থাপন করা হয়েছে সেটিও ইকো পার্ক। তিনি বলেন, যারা এর বিরুদ্ধে কথা বলছেন তারা ভুল বলছেন। দেশের বিভিন্ন স্থানে এ ধরনের পার্ক গড়ে তোলা হবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় চৌরঙ্গী ফ্যান্টাসি ইকো পার্ক এর উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-মন্ত্রী এ কথা বলেন।

তবে পার্কটির বিষয়ে স্থানীয় পরিবেশবাদিদের অভিযোগ, চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক কোনো ইকো পার্ক নয়, এটি একটি বানিজ্যিক পার্ক । নদীর জায়গা দখল করে এ পার্ক অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।

এদিকে মন্ত্রীর অনুষ্ঠানের সময় বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র মালিকানাধীন বরফকল মাঠে বহুতল ভবন নির্মান না করে জনসাধারনের জন্য উন্মুক্ত রাখার দাবীতে এলাকাবাসি ও খেলোয়াড়রা মানববন্ধন করলে নৌ-মন্ত্রী বলেন, বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে বলেছেন, এটি আমাদের বাঙালী সংস্কৃতির ঐতিহ্য এবং সংহতির প্রকাশ। এর মাধ্যমে সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এক সাথে সমবেত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যারা এর বিরোধিতা করছে তারা বাঙালী নয়।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার(প্রশাসন) মোস্তাফিজুর রহমান, ক- সার্কেল এএসপি শরফুউদ্দিন, পার্কের সত্ত্বাধিকারী আব্দুস সাত্তার, চেম্বার অব কমার্স এর  সভাপতি শেখ হায়দার কাজল, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ যুগ্ন পরিচালক আরিফ উদ্দিন, শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জিতু প্রমূখ।

আগামী ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালনের দাবী

জাহাঙ্গীর হোসেন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ আগামী ১ মে থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালনের দাবি জানিয়েছেন।
জানা যায়, জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালনের লক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আগামী ১ মে জেলা ও উপজেলা পর্যায়ে মহান মে দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালনের লক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী, ২ মে পাঠ্য বইয়ে গণমাধ্যম বিষয়ক একটি অধ্যায় চালুর দাবীতে স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থী কর্তৃক মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরন, ৩ মে বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী এবং স্বাধীনতার ৪৬ বছর ও আমাদের গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা, ৪ মে জেলা ও উপজেলা পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রনয়নের দাবীতে স্মারকলিপি প্রেরন, ৫ মে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদ লেখা প্রতিযোগিতা, ৬ মে সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রনয়নের জন্য মাননীয় তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরন এবং ৭ মে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও বাংলাদেশ প্রেস কাউন্সিল বরাবর স্মারকলিপি প্রেরন করার মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠান পালন করবে।
এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সপ্তাহব্যাপী জাতীয় গণমাধ্যম দিবস পালনকে মফস্বলের সাংবাদিকরা স্বাগত জানিয়েছেন বলে জানা গেছে। এব্যাপারে নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ও নতুনবাজার৭১.কম’র বার্তা সম্পাদক মোঃ মনির হোসেন বলেন, মফস্বলের সাংবাদিকরা নানা ঝুঁকির মধ্যে বাস করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে নানাভাবে হামলা-মামলার শিকার হলেও তাদের পক্ষে জোরালো আন্দোলন করা হয়না। তবে বিএমএসএফ সংগঠনের নেতৃবৃন্দরা নির্যাতিত সাংবাদিকের পাশাপাশি দাঁড়ানোর পাশাপাশি তাদের সুখে-দুঃখে পাশে থাকার জন্য ১-৭ মে জাতীয় গণমাধ্যম দিবস পালনের যে প্রস্তুতি নিয়েছে তার বাস্তবায়ন করা সকলের দায়িত্ব। জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ প্রতিদিন ডট নেট এর নির্বাহী সম্পাদক ও ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বলেন, সাংবাদিকতা হচ্ছে ঝুঁকিপূর্ন পেশা। এই পেশাকে সুরক্ষিত করতেই সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। এর জন্য ঐক্যমত্যের কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন জরুরী বলে আমি মনে করি।
অন্যদিকে সাংবাদিক মোঃ মিজানুর রহমান বলেন, আমাদের সকলের উচিৎ ১-৭ মে বিএমএসএফ’র জাতীয় গণমাধ্যম দিবস পালন করা। এতে মফস্বল সাংবাদিকদের অনেক উপকার হবে বলে তিনি মন্তব্য করেন।

শাকিব-অপুর ‘সংসারে’ ‘বুবলি কাঁটা’

সিনেমার নায়িকা অপুকে বাস্তবের নায়িকা করে ঘরে তুলেছিলেন শাকিব নয় বছর আগে। মাস সাতেক আগে ঘর আলো করে আসে সন্তানও। কিন্তু সংসারে শান্তি নেই। সন্দেহ-অবিশ্বাসের কাঁটা কুঁড়ে কুঁড়ে খায় দুই জনকেই। অপু তার পুরো কাহিনি প্রকাশ করেছেন টেলিভিশনে এসে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারে। জানালেন, শাকিব তাদের সন্তানকে দেখতে আসেন, কিন্তু তার সঙ্গে ভাব-ভালোবাসা নেই আর। এই সাক্ষাৎকারেই অপু জানান, তাদের সংসারে কাঁটা হয়ে এসেছেন আলোচিত নতুন নায়িকা বুবলি।

বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে অপু জানালেন, ২০১৬ সালে সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে আসা শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে তার সঙ্গে শাকিবের ঝগড়া হয়েছে অনেক। তিনি জানান, টেলিভিশনে এসে সব কিছু প্রকাশ করে দেয়ার পেছনেও বুবলির ভূমিকা আছে।

বুবলির সঙ্গে শাকিবের বর্তমান চলচ্চিত্র ও ঘরোয়া মেলামেশা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কিছুদিন আগেই বুবলি ও শাকিবের একটি অনুষ্ঠানের ছবি প্রকাশ হলে অপু বুবলিকে ফোন করে গালাগালিও করেন। এ নিয়ে বিভিন্ন প্রত্রিকায় তখন নিউজও বের হয়।

বুবলি সম্পর্কে অনুষ্ঠানে অপু বলেন, শাকিব আমাকে বলেছিলো বুবলির সঙ্গে আর কোন চলচ্চিত্রে অভিনয় করবে না সে। কিন্তু আজই একটি পত্রিকায় আমি নিউজ দেখি যে, এবারের ঈদে শাকিব খান ও বুবলির একটি চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে। তাই আমি আজকে লাইভে এসেছি। আমি আর সহ্য করতে পারছি না।

অপু বিশ্বাসের এসব বক্তব্যের পর বুবলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করলে সেটি বাজতে বাজতে কল কেটে গেলেও বুবলি তা রিসিভ করেননি।

অপু জানান, ২০০৮ সালে শাকিবের গুলশানের বাসায় বিয়ে হয় তাদের দুই জনের। ফরিদপুর থেকে আনা কাজী তাদেরকে বিয়ে পড়ান ওই বছরের ১৮ এপ্রিল। গত সেপ্টেম্বরে কলকাতায় তাদের সন্তানের জন্ম হয়।

বুবলির প্রথম দুই সিনেমার নায়ক ছিলেন শাকিব। এই দুই জনের মধ্যে ভালোবাসার সম্পর্কের গুঞ্জন এখন সিনেপাড়ায় এক আলোচিত খবর। এ নিয়ে গণমাধ্যমে নানা খবর প্রকাশ হয়েছে। অপু বিশ্বাস বুবলিকে ফোন করে এ নিয়ে কথাও শোনান। পরে বুবলি একটি গণমাধ্যমকে বলেন, একজন শিল্পীর কাছে এমন আচরণ তিনি আশা করেননি।

বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। প্রথমে অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।

এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছবির শুটিং চলাকালে তিনি শুটার চলচ্চিত্রেও অভিনয়ের প্রস্তাব পান। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান। চলচ্চিত্র দুটি ঈদুল আযহায় সারাদেশে মুক্তি পায়।

বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্ম নেন। তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক পাস করেন। পরে দুই বছর এলএলবি পড়েন, কিন্তু তা শেষ করেননি। মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এমবিএতে ভর্তি হন এবং তার কাজের ফাঁকে ফাঁকে ক্লাস করেন।

শাকিব বললেন এটি একটি ফাঁদ

চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সোমবার দুপুরে জানিয়েছেন শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে ২০০৮ সালের ১৮ই এপ্রিল। এমনকি তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। তার নাম আব্রহাম খান জয়। এই সন্তানকেও সেই চ্যানেলে নিয়ে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস।

শাকিবের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এই সাক্ষাকারে করেন অপু। তবে এ বিষয়ে শাকিব কি বলছেন? সোমবার বিকাল সাড়ে ৪টায় মোবাইলফোনে একটি গণমাধ্যমকে শাকিব বলেন, অপু কে কাবিনের কাগজ দেখাতে বলেন। প্রমাণ করতে হবে।

গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয় তাহলে কি অপুর অভিযোগ মিথ্যা? শাকিব বলেন, আমি বলতে চাই যে আমার প্রতিপক্ষ এটি করাচ্ছে। এটি একটি ফাঁদ। আমি যখন আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রে কাজ করছি, ঠিক তখন টেনেহিচড়ে নামানোর চেষ্টা চলছে। কোনো একটি মহল এটি করাচ্ছে। আমি শাকিব বললাম, যে নোংরামি করা হচ্ছে এর কারণে বাংলা চলচ্চিত্র কোনদিনও মাথা তুলে দাড়াবে না।

বিয়ের কথা স্বীকার = সন্তানের দায়িত্ব নেব, অপুর নয় : শাকিব

চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করার কথা স্বীকার করলেন চিত্রনায়ক শাকিব খান। স্বীকার করলেন ছেলে আব্রাহাম খান জয়ের কথাও। তবে বেসরকারি টেলিভিশন চ্যানেলে অপু বিশ্বাস হাজির হয়ে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে আর সন্তানের কথা বলায় নাখোশ হয়েছেন তিনি।

অপু বিশ্বাস যখন সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে শাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা জানাচ্ছিলেন, তখন রাজধানীর একটি হোটেলে শরীরচর্চায় ব্যস্ত ছিলেন শাকিব খান। সেখান থেকে তিনি কথা বলেন। অপুর আচরণে ক্ষুব্ধ শাকিব জানালেন, ‘সন্তানের দায়িত্ব নেব। অপুর দায়িত্ব নেব না।’ অপু বিশ্বাস তাকে অসম্মান করেছেন বলে দাবি করেন তিনি।

শাকিবের দাবি, এটি তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটি চক্রান্ত। বিয়ের কথা এত দিন গোপন রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবন সামনে আনতে চাইনি। এখন সে (অপু বিশ্বাস) এনেছে। তার সব চাহিদা পূরণ করেছি। যখন বলেছে টাকা দিয়েছি।’

শাকিব খান বলেন, ‘আব্রাহামের দায়িত্ব আমি নিয়ে যাব। সে আমার সন্তান। সারা জীবন তার দায়িত্ব আমি নিয়ে যাব।’

এর আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অপু বলেন, চিত্রনায়ক শাকিবের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে। তাদের একটি ছেলেও রয়েছে। তিনি বলেন, ২০০৮ সালে ১৮ এপ্রিল তাদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এই বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের সময় তার নাম হয় অপু ইসলাম খান। শাকিবের ইচ্ছাতেই এত দিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে।

হঠাৎ উধাও হয়ে যাওয়ার ১০ মাস পর ফেরেন অপু বিশ্বাস। তিনি বলেন, এই দীর্ঘ সময়টায় তিনি ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন। কলকাতার একটি হাসপাতালে তার ছেলের জন্ম হয়, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। ছেলের নাম আব্রাহাম খান জয়। তিনি এসব কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন। বলেন, শাকিবের ভালো চিন্তা করে তিনি সব করেছেন। অনেক ছাড় দিয়েছেন। ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছেন তিনি। তাই এবার সব বলছেন।

শাকিব সম্মান করেননি, বরং বারবার ছোট করেছেন বলে অপু বিশ্বাস বলেন। তার ভাষায়, ‘সম্মান চেয়েছি। পাইনি। বারবার ছোট হয়েছি।’

একপর্যায়ে অপু বিশ্বাস বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর শাকিব তাকে বলেছেন নিজেকে লুকিয়ে রাখতে। তাই তিনি তেমনটা করেছেন। সন্তান হওয়ার সময় শাকিব তার পাশে ছিলেন না। তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে যান। সন্তানের সব খরচও দেন।

অপুর এসব বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে শাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নানা বিষয়ে কথা বলেন।

বক্তাবলীতে ইয়াবাসহ রতন ও বাবু গ্রেফতার

১৫০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।  শনিবার (৯ এপ্রিল) রাতে থানার বক্তাবলী ইউনিয়নের খাজা মার্কেটের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-রতন (২৮) ও বাবু (২৫)।

পুলিশ জানায়, এসআই মিজানুর রহমান-২ এর নেতৃত্বে তাদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায়।

রতন ইউনিয়নের রাধানগরের আঃ ছোবহানের ও  বাবু প্রসন্ননগরের জয়নাল মাদবরের বাড়ির আবু তাহেরের ছেলে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মিশরে গির্জায় হামলা : ৩ মাসের জরুরি অবস্থা জারি

মিসরে দুটি গির্জায় বোমা হামলার জের ধরে দেশটিতে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জন।

দেশটির প্রেসিডেন্ট ভবনে দেওয়া এক বক্তৃতায় জরুরি অবস্থার ঘোষণা দেন সিসি। তিনি বলেন, চরমপন্থীদের বিরুদ্ধে ওই যুদ্ধ দীর্ঘ ও বেদনাদায়ক হবে। সংবিধান ও আইন মেনেই দেশে জরুরি অবস্থা জারি করা হলো।

জরুরি অবস্থা চলাকালীন কোনো পরোয়ানা ছাড়াই কাউকে গ্রেপ্তার করতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া বাড়িতেও তল্লাশি চালানো যাবে। প্রেসিডেন্টের ওই প্রস্তাব দেশটির পার্লামেন্টে অনুমোদনের পরই বাস্তবায়ন করা হবে। মিসর পার্লামেন্টে সরকারদলীয় সদস্যদের সংখ্যাগরিষ্ঠ রয়েছে।

গতকাল ক্যাথলিক খ্রিস্টানদের পবিত্র দিন পাম সানডেতে মিসরের দুটি কপটিক গির্জায় বোমা বিস্ফোরণ হয়। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের সফরের মাত্র এক সপ্তাহ আগে ওই বোমা হামলা চালানো হয়।

রবিবার রাজধানী কায়রো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে নিল উপত্যকার শহর তান্তার একটি গির্জায় প্রথম হামলাটি হয়। ওই হামলার কয়েক ঘণ্টা পর আলেকজান্দ্রিয়ার আরেকটি গির্জায় বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী এক হামলাকারী। দুটি হামলায় কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আক্রান্ত একটি গির্জা ভবনে ছিলেন পোপ তাওয়াদ্রোস। তবে হামলায় তাঁর কোনো ক্ষতি হয়নি। এদিকে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তাদের মুখপত্র বার্তা সংস্থা আমাকের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে।

না’গঞ্জে ৫শ কেজি জাটকা উদ্ধার এবং বিক্রেতাকে জরিমানা

জিয়াউল হোসেন জুয়েলঃ নারায়গঞ্জে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্ত হলেন মুন্সিগঞ্জের মিজিরকান্দির মোসলেম উদ্দিনের ছেলে রাকিব হোসেন। রোববার (৯ এপ্রিল) সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্র্রেট তাহমিনা তারিনের ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান করা হয়।

এর আগে একই দিন ভোরে শীতলক্ষ্যার পশ্চিম পাড়ে ৩ নম্বর মাছ ঘাটের কাছ থেকে প্রায় ৫‘শ কেজি জাটকাসহ তাকে আটক করে নৌ-পুলিশ ।

নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম আহম্মেদ জানান, বৈশাখ উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের প্রকাশ্যে জাটকা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় রোববার ৩ নম্বর মাছ ঘাটে অভিযান চালানো হয়।

বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিনের ভ্রাম্যমাণ আদালতে রাকিবকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়।

বাবলার বিরুদ্ধে মামলা-ঢাকা হেডলাইন্স এর প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সদস্য, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও দৈনিক যুগের চিন্তার প্রকাশক ও সম্পাদক মোরছালীন বাবলার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্টে) ৫৭ ধারায় মামলা দায়েরে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা হেডলাইন্স পরিবার। ঢাকা হেডলাইন্স পরিবারের পক্ষে সম্পাদক এ আর জাকির হোসেন ও চীফ রিপোর্টার মোঃ খোকন প্রধান উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের নামে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়েরের মাধ্যমে আইনটির অপপ্রয়োগ হচ্ছে। মামলা দায়েরের পূর্বে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করার বিধান রয়েছে। ফতুল্লা থানা আওয়ামী যুবলীগ সভাপতি মীর সোহেল আলী প্রকাশিত সংবাদটির কোনো প্রতিবাদ না দিয়ে ফতুল্লা মডেল থানায় সরাসরি মামলা দায়ের করেন,  যেটি সাংবাদিক সমাজের কাছে গ্রহনযোগ্য নয়। আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় এ ধরনের মামলা দায়ের রাজনীতিবিদ ও সাংবাদিকদের মধ্যে আস্হার সংকট তৈরী করবে, যেটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ক্ষতিকর। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য মীর সোহেল আলীকে অনুরোধ জ্ঞাপন এবং সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে এ ধরনের মামলা গ্রহন করার আগে তদন্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করা হলো। আমরা মনে করি, সংবাদ পরিবেশনের কারনে ক্ষুব্দ হয়ে ফতুল্লা থানা আওয়ামী যুবলীগ সভাপতি মীর সোহেল আলী একজন পেশাদার সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে যেভাবে হয়রানি করছেন তা স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থী। নারায়নগঞ্জের সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের নাজেহাল করার জন্য একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা করছে যা নিন্দনীয় অপরাধ। আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা বাতিলের দাবী জানাই এবং এ বিষয়ে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রসঙ্গতঃ গত ২২ মার্চ নারায়নগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তা পত্রিকায় ফতুল্লা থানা  যুবলীগ সভাপতি মীর সোহেল আলীর দূর্নীতি নিয়ে “সরকারী চাল যুবলীগ নেতার গরুর পেটে ‘শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপর গত ২৫ মার্চ ওই রাজনৈতিক নেতা বাদী হয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোরছালীন বাবলার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন ফতুল্লা মডেল থানায়,  যার নম্বর (৮৫)।

দাপা আদর্শ স্কুলে ঝাড়দারের হাতে শিক্ষার্থী লাঞ্ছিত-ক্লাশ বর্জণ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
ফতুল্লার দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষকের উপস্থিতিতে শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ঝাড়–দার মরিয়মের বিরুদ্ধে। এদিকে এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝাড়–দারের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে। এদিকে, ঘটনাটি ধামাচাপা দিতে বিদ্যালয়ের সংশ্লিষ্ট একটি মহল তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। ঘটনার পর ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ঝাড়–দার মরিয়মকে সাময়িক বহিস্কার করা হয়েছে এবং ঘটনা তদন্তে তিন সদদ্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শ্রেণীর ছাত্রী মারজান ইসলাম সিপা জানায়, ক্লাশ রুমে ডাস্টার দিয়ে বø্যাকবোর্ড পরিস্কার করার সময় হঠাৎ করে দারুদার মরিয়ম বেগম আমার উপর ক্ষিপ্ত হয় চুলের মুঠি ধরে আমাকে মারধর করে। ছাত্রীর অভিযোগ, বø্যাক বোর্ডের চকের গুড়া মরিয়ম বেগমের গাঁয়ে উড়ে যাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। এদিকে, ক্লাশ চলাকালীন সময়ের বিদ্যালয়ের ঝাড়–দারের হাতে ছাত্রী লাঞ্ছিত হওয়ার খবর ছড়িয়ে পরলে শিক্ষার্থীরা ঝাড়–দারের বিচারের দাবিতে ক্লাশ বর্জণ করে বিক্ষোভ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একই ক্লাশের এক ছাত্রী জানায়, ঘটনার সময় জাফর স্যার ক্লাশ নিচ্ছিলেন। অপরদিকে, লাঞ্ছিত শিক্ষার্থীর মা ও ভাই বিদ্যালয়ে উপস্থিত হয়ে ঝাড়–দারের বিচার দাবি করেছে।
ছাত্রীদের অভিযোগ, ঝাড়–দার মরিয়ম বেগম প্রায় সময়ই ছাত্রীদের সাথে দূর্ব্যবহার করে থাকে। একই অভিযোগ বিদ্যালয়ের বেশ ক’জন শিক্ষকেরও। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মোস্তাহিন বিল্লাহ্ জানান, এ ঘটনায় ঝাড়–দার মরিয়ম বেগমকে সাময়িক বহিস্কার করাসহ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।