৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 9

সাংবাদিক তোফাজ্জল ও সেলিমের রুহের মাগফেরাত কামনায় সহকর্মীদের দোয়া

## সাংবাদিকদের স্মৃতিচারণে কাঁদলেন টিপু
## ওনারা অত্যান্ত মোহাব্বতের মানুষ ছিলেন: মাও. ফেরদাউসুর রহমান

নিউজ প্রতিদিন ডটনেট :
দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন ও ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমসহ প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জানুয়ারী) বাদ জোহর শহরের মহিলা কলেজ সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়াত সাংবাদিকদের সহকর্মীরা এ দোয়ার আয়োজন করে।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ্, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সাবেক সভাপতি তাপস সাহা, হাবিবুর রহমান শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল্লাহ্ রাসেল ও সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক লিটন।
দোয়া মাহফিলে প্রয়াত সাংবাদিকদের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, আমি মহানগর বিএনপির সদস্য সচিব হওয়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন তোফাজ্জল ভাই। তিনি আমার প্রতিটি কাজে পরামর্শ দিতেন। প্রতিদিন আমার সাথে একবেলা করে দেখা না করলে তার পেটের ভাত হজম হতো না। সেদিন সকালে যখন শুনলাম সাথে সাথে আমি সবুজকে (তোফাজ্জলের বড় ছেলে) কল করলাম, ও বললো ‘আব্বু কথা বলতে পারছেনা।’ যতদিন হসপিটালে ছিলো আমি প্রতিদিন সবুজের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তার জবান ছিলো না। ভাবতে পারিনি, তিনি এভাবে চলে যাবেন।
তিনি বলেন, তোফাজ্জল ভাই স্পষ্টবাদী ছিলেন। যেখানেই কোন সংবাদ পেতেন সাথে সাথে চলে যেতেন। এবং তিনি একজন ইসলামের সেবক ছিলেন। তিনি সত্যের পক্ষে ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। তিনি যাকে যাই বলতেন স্পষ্টভাষায় বলে দিতেন। তিনি একদম স্বাভাবিক জীবন যাপন করতেন। তিনি সাংবাদিক জগতে যে অবদান রেখে গেছেন, তা বলে প্রকাশ করা যাবে না। ওনার লেখনি খুবই বস্তুনিষ্ঠ ছিলো এবং ন্যায়ের পক্ষে ছিলো। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
সেলিমের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, সেলিম ছিলো একদম নরম মনের মানুষ। একটা ঠান্ডা প্রকৃতির সাংবাদিক ছিলো। দেখা হলেই সালাম দিতো। কখনো অভিমান করতো না। নয়ন, সুলতান চলে গেছে। আসলে ওরা আমাদের জন্য অনেক অবদান রেখেছে। কিন্তু আমরা ওদের জন্য কিছুই করতে পারেনি। কারণ, আপনারা জানেন বিগত আওয়ামী লীগের ষোলটি বছরে আমাদের জীবনটা রক্ষা করাটাই অনেক কঠিন ছিলো। ষোল বছরে ষোল ঘন্টাও বাড়ীতে ঘুমাতে পারেনি। শহরে চলাচল ঠিকই ছিলো কিন্তু বাড়ীতে থাকতে পারেনি। যাইহোক, আপনারা দোয়া করবেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো।
দোয়া মাহফিলে সাংবাদিকদের উদ্দেশ্যে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আপনারা যে পেশায় নিয়োজিত এর চাইতে উত্তম পেশা এ পৃথিবীতে কিছুই হতে পারেনা। সত্যকে মানুষের সামনে উপস্থাপন করা। এটা সবচাইতে বড় জিহাদ। একজন মানুষ ষড়যন্ত্রের শিকার, আপনারা ইচ্ছে করলে সেই মিথ্যে ষড়যন্ত্র থেকে তাকে উদ্ধার করে সত্যটাকে মুখোমুখি দাঁড় করাতে পারেন। এই যে বিষয় এটা অনেক বড় ইবাদত। এই ইবাদতে জড়িত ছিলেন আমাদের তোফাজ্জাল ভাই, আমাদের সেলিম ভাই। ওনারা অত্যান্ত মোহাব্বতের মানুষ ছিলেন। ওনারা দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ বলে ‘তারা ভালো মানুষ ছিলো।’ আমি এদের প্রত্যেকের জন্য দোয়া করি। আমাদের তরফ থেকে তাদের জন্য যতটুকু করার দরকার আমরা করবো।
মুফতি মাসুম বিল্লাহ্ বলেন, মৃত্যুর পর মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। একমাত্র পথ থাকে নেক দোয়া। যদি কোন নেক সন্তান তার জন্য দোয়া করে, ওটাই তার জন্য পৌছায়। আলহামদুল্লিাহ্ আমরা তাদের জন্য দোয়া করেছি। তোফাজ্জল ভাই, সেলিম, সুলতান যারাই ছিলো তাদের সবারই সমাজে একটা গ্রহণযোগ্যতা ছিলো। হাসি-খুশি ছিলো, মিশুক ছিলো। কখনও কারো সাথে খারাপ ব্যবহার করেনি। তাই আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি।
বক্তব্য শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিরতণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আমির হুসাইন স্মিথ, সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মিলন বিশ^াস হৃদয়, খবর নারায়ণগঞ্জের প্রকাশক জাহিদ হাসান, নির্বাহী সম্পাদক মশিউর রহমান, রিপোর্ট নারায়ণগঞ্জের সম্পাদক শরিফুল ইসলাম সুমন, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউটির সাধারন সম্পাদক ও দ্যা বাংলা এক্সপ্রেসের সম্পাদক উজ্জল হোসাইন, সিটি নিউজের বার্তা সম্পাদক জুয়েল রানা, ফটো সাংবাদিক মো: কাইয়ূম, দৈনিক যুগের চিন্তার ফটো সাংবাদিক মেহেদী হাসান, দৈনিক রূদ্রবার্তার আলী হোসেন টিটু, দৈনিক অগ্রবানী পত্রিকার ফটো সাংবাদিক রিপন মাহমুদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশের হাবিব খন্দকার, সোলাইমান হোসেন ও প্রয়াত সাংবাদিক তোফাজ্জাল হোসেনের ছেলে মাহমুদুল হাসান সৌরভ, ফটো সাংবাদিক সেলিমের ছোট ভাই হৃদয় ও ছেলে মাহফুজসহ আরও অনেকে।

অনৈতিক কর্মকাণ্ডে: নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত 

নিউজ প্রতিদিন ডটনেট :

নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধসহ এলাকায় অনৈতিক কর্মকাণ্ডের কারণে এই কমিটি বিলুপ্ত করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর দলের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে।ম

মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান।

রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির প্রাপ্ত ফলাফল ইতিবাচক নয়। সে জন্য কমিটি বাতিল করার সুপারিশ করা হয়েছে।

২০২৩ সালের ১৭ জুন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই সদস্যের কমিটি করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটিতে আলোচনায় যারা

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দেয়ার পর দ্রুত এ কমিটি গঠনের কাজ শুরু করেছে কেন্দ্র। ইতোমধ্যে পদ প্রত্যাশী একাধিক নেতার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। নতুন বছরের শুরুতেই আসতে পারে জেলা বিএনপির নতুন কমিটি।

ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্র। সুনির্দিষ্ট অভিযোগের ব্যাপারে তদন্ত শেষে এ সংক্রান্ত কমিটি কেন্দ্রের কাছে কমিটি বাতিলের সুপারিশ করলে কেন্দ্র কমিটি বাতিল করেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কমিটি বাতিল করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে দলের কেন্দ্র। এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই বিজ্ঞপ্তিতে দ্রুততম সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এদিকে দলের একাধিক সূত্র নতুন কমিটির বিষয়ে কেন্দ্রের কাজ শুরু করার ইঙ্গিত দিয়েছে। এর মধ্যে দুটি ফরম্যাট প্রস্তুত করেছে বলে জানা গেছে। এর মধ্যে একটি ফরম্যাটের কমিটি দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা করার কাজ চলমান আছে।

দলীয় সূত্রমতে, ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে সভাপতি, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলকে সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি কাজি মনিরকে সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীবকে সাধারণ সম্পাদক, সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে সভাপতি, জেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীবকে সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুকে সাংগঠনিক সম্পাদক করে একটি ফরম্যাট আছে। আরেকটি ফরম্যাটে আছে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মামুন মাহমুদকে সভাপতি, জেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীবকে সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুকে সাংগঠনিক সম্পাদক করে আরেকটি ফরম্যাট আছে। দুটি ফরম্যাটের যেকোন একটি যেকোন সময় ঘোষণা করা হতে পারে।

এদিকে জেলা বিএনপির নতুন কমিটি দ্রুততম সময়ের মধ্যে নতুন বছরের শুরুতেই ঘোষণা করা হবে বলে জানা গেছে। জেলা বিএনপির সর্বশেষ সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে নিয়েও আলোচনা রয়েছে। তাকে নিয়েও কমিটি সংক্রান্ত গঠিত কমিটি চিন্তা ভাবনা করছে। তবে যেহেতু সর্বশেষ কমিটিতে তিনি থাকা অবস্থায় তদন্ত হয়েছে এবং কমিটি বাতিলের সুপারিশ এসেছিল তাই তাকে নতুন কমিটিতে হয়তো রাখা হবেনা এটাই ধারণা করা হচ্ছে।

 

 

সাংবাদিককে মারধরের অভিযোগে বিএনপি নেতা ইকবাল বহিষ্কার

নিউজ প্রতিদিন ডটনেট: আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি শুক্রবার (১৩ ডিসেম্বর) মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত ছিলেন অভিযোগ উঠেছে।

এ অপরাধে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শহীদুল ইসলাম টিটুর মায়ের মৃত্যুতে ছলিম প্রধানের শোক প্রকাশ

নিউজ প্রতিদিন: ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বক্তাবলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ছলিম প্রধাণ জুয়েল।

জানাগেছে, ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭টায় শহীদুল ইসলাম টিটুর মা নারায়ণগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মো. ছলিম প্রধাণ জুয়েল মরহুমার শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সকলের প্রতি সহমর্মিতা জানিয়েছেন এবং মহান আল্লাহতালার কাছে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।

ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুরের ঘটনায় বাদল গ্রেফতার

নিউজ প্রতিদিন ডটনেট:  ফতুল্লার বক্তাবলী ঘাটে সিটি ওয়েল সেন্টার পাম্প নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে লুটপাট ও ভাংচুরের ঘটনার মামলার প্রধান আসামী বাদলকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুকান্ত দত্ত।

গ্রেফতারকৃত আসামী বাদল ফতুল্লার মুসলিমনগর এলাকার মৃত হাকিম বেপারীর ছেলে।

এর আগে গত শনিবার (৫ অক্টোবর) বাদল ও তার বাহিনীর লোকজন ফতুল্লার বক্তাবলী ঘাটে সিটি ওয়েল সেন্টার পাম্পে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে লুটপাট ও ভাংচুর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় সিটি ওয়েল সেন্টার পাম্পের মালিক মোঃ সাইদুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা থানা একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩০, ২৩ অক্টোবর ২০২৪ইং তারিখ।

উল্লেখ্য, এর আগে ফতুল্লায় ইউপি সদস্যসহ ৩জনকে কুপিয়ে জখমের ঘটনার ৭দিন কারা ভোগ করে জামিনে আসেন বাদল। তাছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলার আসামী তিনি।

বক্তাবলীতে বিএনপির মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট :বক্তাবলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর বাদ যোহর বক্তাবলীর চর গড়কূল উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক আকবর আলী সুমন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র-যুগ্ম আহবায়ক ও বক্তাবলী ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম প্রধাণ, বক্তাবলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মীর আলমগীর, দিদার হোসেন বক্তাবলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ছলিম প্রধাণ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাদশা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসেম ঢালী, সাধারণ সম্পাদক শাহ দ্বীন ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দীল মোহাম্মদ, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মতিউর রহমান, আফজাল, মোশারফ হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

লক্ষীনগর ফুটবল প্রিমিয়ার লীগ ৬ষ্ঠ আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট :নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ফুটবল প্রিমিয়ার লীগ (এল,পি,এল) ৬ষ্ঠ আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় লক্ষীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লক্ষীনগর একতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জয়নুল আবেদীন ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক মাহবুব আলম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান ফকির, উদ্বোধন করেন সহকারী পিপি এড. নুরুল আমীন মাসুম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নারায়নগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাইনউদ্দিন,আব্দুল খালেক মোল্লা, মুজাহিদুল ইসলাম সেলিম, আব্দুল আজিজ মীর, মোহাম্মদ আলম ফকির, মোঃ ওমর ফারুক ফকির, মোঃ শাহ আলম, মোঃ মোশারফ ফকির, মোঃ জাকির সরদার, মোঃ মনির খান, মোঃ দেলোয়ার হোসেন ফকির প্রমুখ।

আতাউর রহমান ফকির ও মোহাম্মদ হিমেল হোসাইন নিলয় এর সঞ্চালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,মোঃ নবী হোসেন, মোঃ সোহেল ফকির,মোঃ মামুন,মোঃ কাশেম ফকির,মোঃ মাসুদ রানা,মোঃ তানভীর হাসান,মোঃ সাবিকুল হাসান,মোঃ তুষার খান,মোঃ বিল্লাল প্রমুখ।

আয়োজনে ছিলেন,মোঃ নাজমুল হোসেন, মোঃ সিয়াম ফকির, মোঃ শামীম,মোঃ মিদুল,মোঃ মুজাহিদ,মোঃ সুমন,মোঃ রিসন,মোঃ রাহিম,মোঃ মিরাজ প্রমুখ।
সার্বিক সহযোগিতায় লক্ষীনগর প্রবাসী ও যুব সমাজ।
জেএসআর স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ফ্রেন্ডস সার্কেল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে অতিথি বৃন্দ পুরস্কার বিতরন করেন।চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ১৭০০০/ টাকা,রানারআপ দলকে ট্রফি ও নগদ ১০,০০০ টাকা প্রদান করা

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফতুল্লায় প্রতিবাদ সমাবেশ

নিউজ প্রতিদিন ডটনেট : দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মোঃ মুন্না খান ও দৈনিক সংবাদচর্চার নির্বাহী সম্পাদক, দৈনিক শেয়ার বিজের নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুর রহিম এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিক সমাজ।

বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন,  ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিৎ মোদক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, সাংবাদিক পম আজিজ, মাসুদ আলী, মোঃ সেলিম হোসেন, জসিম উদ্দিন, মুন্না, সাব্বির, রাকিব চৌধুরী শিশির,এম এ সুমন, সোহেল রানা, দুলাল আহমেদ, বাহারুল হক বাহু প্রমুখ।

উল্লেখ্য, কাশিপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল বেপারী ওরুফে গোয়াইল্লা কামালের লুটপাট, দখলের বিরুদ্ধে দৈনিক সংবাদচর্চা তথ্যবহুল সংবাদ প্রকাশ করলে পত্রিকার সম্পাদক মোঃ মুন্না খান ও নির্বাহী সম্পাদক আবদুর রহিমের বিরুদ্ধে আদালতে ৫কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, ৫ আগষ্টের পর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন সাংবাদিকদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। ক’দিন পূর্বে ফতুল্লার ধর্মগঞ্জে বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্যে জেলা বিএনপি’র সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, বিএনপি’র কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের  তিনি ‘বাপ ডাকিয়ে দেবেন’ এবং ফতুল্লা সাংবাদিকদের সংগঠন ফতুল্লা প্রেসক্লাবকে ‘সোজা হয়ে যাও’ বলে হুমকি দেন। তার এই বক্তব্যের ভিডিও ফুটেজ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাতীয় পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জেলার সাংবাদিকরা।

বক্তাবলীতে খালেদা জিয়া ও জাকির খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন লক্ষীনগর ৫নং ওয়ার্ড বিএনপির নেতা মোশারফ ফকিরের বাসভবনে, বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার এবং জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের রোগমু্ক্তি কামনায় দোয়া ও আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর (মঙ্গলবার) বক্তাবলীর লক্ষীনগর মোশারফ ফকিরেরব বাসভবনে বাদ যোহর দোয়া মাহফিল ও আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সেলিম ওরফে দাদা ভাই জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক, জেলা মৎস্যজীবি দলের সভাপতি এমএইচ হোসেন, থানা সভাপতি সলিমুল্লাহ্ রিদয়, থানা সেক্রেটারী শুভ, বক্তাবলী ইউনিয়ন বিএনপি আহবায়ক আকবর আলী সুমন, সিনিয়র আহবায়ক নজরুল ইসলাম প্রধান,যুগ্ম আহবায়ক নুর হোসেন, প্রফেসর মাহবুব, বিএনপি নেতা এড নুরুল আমিন মাসুম, দুলাল হোসেন,৫নং ওয়ার্ড সভাপতি জাকির সরদার, ৬ং ওয়ার্ড সভাপতি বাদশা, ৩নং ওয়ার্ড সভাপতি ছলিমুল্লাহ প্রধান,সাধারন সম্পাদক মীর আলমগীর হোসেন,৮নং ওয়ার্ড সভাপতি হাশেম ঢালী, যুবদল নেতা মোকলেছ সহ অন্যান্য নেতা কর্মীরা।