৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 163

নয়াপল্টনে পুলিশি হামলায় দুই সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদকঃ প্রথম জন কিরণ সেখ। বাংলাদেশ জার্নালের স্টাফ রিপোর্টার। বিএনপি বীটের পরিচিত মুখ। সাংবাদিক পরিচয় দেয়ার পরও আজ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে তাকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। আরেকজন কামরুল হাসান। দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার। তাকেও পুলিশ দীর্ঘক্ষণ আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে। সাংবাদিক পরিচয় পাওয়ার পরও পুলিশ তাদের নির্যাতন ও অকথ্য ভাষায় গালাগালি করেছেেএমন অভিযোগ আহত দুই সাংবাদিকের। তারা দুজনই ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

সাংবাদিক কিরণ সেখ জানান, বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচির সংবাদ সংগ্রহে সকালে নয়াপল্টনে আসি।বিএনপির কার্যালয়ের সামনে আসামাত্রই পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুবায়েরের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে, পরিচয় জানতে চান।তিনি বলেন, আমি পেশাগত পরিচয়পত্র দেখাতেই গালাগাল করতে থাকেন। প্রতিবাদ করলে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরে শার্টের কলার ধরে টেনে তুলে আবারও পেটান।কিরণ শেখ আরও বলেন, কেন মারছে, জানতে চাইলে নির্যাতন আরও বেড়ে যায়। গাল ধরে থাপ্পড় মেরে বলা হয়- একদম চুপ কর, কোনো কথা বলবি তো শেষ করে দেব।

’ঘটনার খবর পেয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে কর্তব্যরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা গেলে কিরণ সেখকে ছেড়ে দেয়া হয়।পরে এ বিষয়ে মতিঝিল জোনের সহকারি কমিশনার আরিফুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, এটা অপ্রত্যাশিত। আমরা দুঃখ প্রকাশ করছি। এডিসি স্যারও সরি বলেছেন। এরপরতো আর কিছু বলার থাকে না।

এদিকে পুলিশি হামলায় সাংবাদিক আহতের ঘটনা সাংবাদিক মহলে ছড়িয়ে পরলে সর্বত্র ক্ষোভ দেখা দিয়েছে। দাবি উঠেছে ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেব্যবস্থা নেয়ার। অপরদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টর্স ইউনিটি এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে রোববার দুপুরে পৃথক পৃথক কর্মসূচি দিয়েছে সংগঠন দু’টি।

বক্তাবলী ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি ইকবালকে আটক করল পাওনাদার

মাশফীকুর রহমান শিশির:

বক্তাবলী ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি মোঃ আল-আমিন ইকবালকে আটক করল তার এক পাওনাদার। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ২০১৮) বাদ আসর বক্তাবলী এলাকার মধ্যনগর গ্রামে।

মধ্যনগর বাজারস্থ জামির উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিল সে। অনুষ্ঠান চলাকালে পাওনাদার সিরাজুল ইসলাম অনুষ্ঠানস্থলে তার লোকজন পাঠায় ইকবালকে আটক করার জন্য। পাওনাদারের লোকজন ইকবালকে অনুষ্ঠানের মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ তাদেরকে নিবৃত করেন।

পরে অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ পাওনাদার ও ইকবালের মধ্যে সমঝোতা স্বরূপ পাওনাদারের টাকা পরিশোধের জন্য দিন-তারিখ নির্ধারণ করে দেন। ঘটনার পরে সে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করে বলে জানা গেছে।
পাওনাদার সিরাজুল ইসলাম বলেন, “এভারশাইন বহুমূখী সমবায় সমিতি নামে সিঙ্গাপুরে ইকবাল একটি সমিতি করেছিল। সেই সমিতিতে আমার মত বহু লোককে বিভিন্ন চটকদার প্রলোভন দেখিয়ে সদস্য বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমি তার সেই সমিতিতে পাঁচ লাখ টাকা পাওনা আছি। সে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমার পাওনা টাকা দিচ্ছে না।”
এ ব্যাপারে মোঃ আল-আমিন ইকবালের বক্তব্য জানতে তার ফোন নাম্বারে কল করে তাকে পাওয়া যায় নি।

নাঃগঞ্জে ৪ হাজার হকারের পূণর্বাসন নিশ্চিত করেই উচ্ছেদ করতে হবে-মুজাহিদুল ইসলাম

বাংলাদেশ কমিউনিস্ট পাটির্র (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সরকারি কর্মচারীদের মজুরী বৃদ্ধি হলেও কেনো শ্রমিকদের মজুরী বৃদ্ধি করা হচ্ছে না? সিপিবি শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে স্বাধীনতার পর থেকে জোর গলায় কথা বলেছে এবং শ্রমিকের পাশে ছিলো। আগামী দিনেও শ্রমিকের সংকট উত্তরণে তাদের পাশে থাকবে।

জাতীয় নিন্মতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা করার দাবিতে শুক্রবার শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন ও পাঠাগারের সামনে সিপিবি আয়োজিত জেলার সকল স্তরের শ্রমিকদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে আগামী নির্বাচনে শুধুমাত্র বিএনপি এবং আওয়ামীলীগই প্রতিদ্বন্দ্বিতা করবে না। শ্রমিকের পক্ষে শ্রমিক নেতারাও তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী বেশে সংসদে শ্রমিদের পক্ষে আইন পাশ করবে।

গার্মেন্ট শ্রমিকদের সম্পর্কে তিনি বলেন, গার্মেন্ট শ্রমিকদের কষ্টে অর্জিত আয়ে ধনী হচ্ছে সমাজের গুটিকয়েক পুজিঁবাদী মানুষ। সরকাররি কর্মচারীদের বেতন ভাতা বাড়লেও ভাগ্য ফেরেনি গার্মেন্ট শ্রমিকদের। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অমানবিক পরিশ্রম করে মিলে মাত্র ৫ হাজার ৩’শ টাকা। যেটা জীবনধারণের জন্যে যৎসামান্য। তাই সব বিবেচনায় এনে শ্রমিকের বেতন ১৬ হাজার টাকা করতে হবে।

সরকারকে দোষারপ করে তিনি বলেন, সরকার দলীয় লোকেরা শুধুমাত্র ভোটের সময় শ্রমিকের কথা বলে, ভোট পাওয়ার জন্যে। কিন্তু সিপিবি শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে স্বাধীনতার পর থেকে জোর গলায় কথা বলেছে এবং শ্রমিকের পাশে ছিলো। আগামী দিনেও শ্রমিকের সংকট উত্তরণে তাদের পাশে থাকবে।

নারায়ণগঞ্জের হকার ইস্যু নিয়ে মুজাহিদুল ইসলাম বলেন, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার এবং অন্যান্য দিন সন্ধ্যার পর থেকে হকারদের বসতে দেয়া হবে বলে নগর মাতা সেলিনা হায়াৎ আইভীর পক্ষে থেকে আশ্বাস দেয়া হলেও হকারদের পিটিয়ে ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়। যা একটি অমানবিক ও পাষন্ড আচরণ।

তিনি বলেন, পৃথিবীর বড় বড় সকল দেশেই হকার রয়েছে। নারায়ণগঞ্জের হকারদের যদি উচ্ছেদ করতেই হয় তা হলে এই ৪ হাজার হকারের পূণর্বাসন নিশ্চিত করেই তাদের উচ্ছেদ করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য শ্রমিক নেতা কমরেড এড. মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শিবনাথ চক্রবর্তী, সিপিবি শহর কমিটির সভাপতি কমরেড আব্দুল হাই শরীফ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ণ কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম. এ. শাহীন, শ্রমিক নেতা কমরেড দুলাল সাহা, নারী নেত্রী শাহানারা বেগম, শ্রমিক নেতা ইকবাল হোসেন প্রমুখ।

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ছাত্রলীগকে বাঁধা দিলো (চবি) প্রশাসন!

সারাবিশ্বে যখন ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্ববাসী নিজ নিজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণে ব্যস্ত তখন ‘ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’ এর প্রশাসন পুষ্পমাল্যে ছাত্রলীগের নাম ব্যবহার করায় একদল ছাত্রদের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণে বাধা দেয়।

গত ২১ ফেব্রুয়ারি ঘটে যাওয়া এই লজ্জাজনক ঘটনার পরিপেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভিসি মহোদয় ও প্রোক্টরের সাথে বৈঠক করে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাকিব হাসান সুইম, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাসেল হোসাইন, সদস্য আশিকুর রহমান অণু।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাকিব হাসান সুইম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি)এ আমরা একটি প্রতিনিধি দল গিয়েছিলাম । বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় ও প্রোক্টরের সাথে বৈঠক করি।

এসময় বৈঠকের সুইম বলেন, বাংলাদেশের এক খন্ড জমিন বাদ থাকবে না যেখানে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের চর্চা করা যাবে না। এই ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধুর চর্চা হবেই। জীবনবৃত্তান্ত সংগ্রহ করে অতি দ্রুত এই ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি দেওয়ার সুপারিশ করবো কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে।

বৈঠকে উপস্থিত থাকা একজন বলেন, মাননীয় ভাইস চ্যান্সেলর ছাত্রলীগের প্রতিনিধি সাথে বৈঠকের ছবি তুলতে নিষেধ করে বলে তোমরা জাতীয় দিবসে এসো, সরকারি প্রোগ্রাম ছাড়া তোমাদের সাথে ছবি তুলা যাবে না।

উল্লেখ্য, মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিতে বাধা দেয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কর্তৃপক্ষ। শ্রদ্ধা নিবেদনের ফুলের তোড়ায় ছাত্রলীগ লেখা থাকায় ফুল দিতে বাধা প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
এসময় সাকিব হাসান সুইম উপাচার্যকে বলেন, আমরা(ছাত্রলীগ) অতি শীঘ্রই কেন্দ্রের তত্ত্বাবধায়নে জীবন বৃত্তান্ত সংগ্রহ করে সাংগঠনিক দক্ষতা ও মেধার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করে এই ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি প্রদান করবো।

শাহজালালে বিমান আটকে দিল মশা!

পাখির আঘাতের কারণে বিমান আটকে যাওয়ার ঘটনা আছে অনেক কিন্তু মশার কারণে ফ্লাইট বিলম্ব- বিশ্বে হয়তো প্রথম ঘটনা এটি। অবিশ্বাস্য মনে হলেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার রাতে এমন ঘটনার সাক্ষী হয়েছেন মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীরা।

বৃহস্পতিবার মধ্যরাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অসংখ্য মশা ঢুকে পড়ায় যাত্রীরা চেঁচামেচি ও হট্টগোল শুরু করেন। মশার উৎপাতে রাত দেড়টায় চলন্ত ফ্লাইটটিকে রানওয়ের মুখে থামিয়ে দিতে বাধ্য হন পাইলট। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের সহায়তায় প্রায় এক ঘণ্টা চলে মশক নিধন অভিযান।

এ সময় যাত্রীদের সবাইকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ফ্লাইটের যাত্রী সোহেল। সোহেল জানান, শাহজালালের রানওয়ে থেকে উড্ডয়নের ঠিক পূর্ব মুহূর্তে এই ঘটনা ঘটে। বিমানের ভেতরে অসংখ্য মশা ঢুকে পড়ায় যাত্রীরা চেঁচামেচি ও হট্টগোল শুরু করেন। এক ঘণ্টার মধ্যে বিমানের ভেতর ও রানওয়েতে মশা তাড়ানোর ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। পরে রাত আড়াইটায় ফ্লাইটটি আকাশে ওড়ে।

বিমানবন্দরের একটি সূত্রে জানা গেছে, মশার উৎপাতের কারণে ফ্লাইট আটকে যাওয়ার ঘটনা বিশ্বে এটিই হয়তো প্রথম। তবে শাহজালালে মশার উৎপাত নতুন নয়। ফ্লাইটে ওঠার পর যাত্রীরা মশার কামড়ে বিরক্তি প্রকাশ করেন প্রায়ই। বিদেশিরাও বিরক্তি প্রকাশ করে থাকেন। বিমানবন্দরের ভেতরে-বাইরে তো কথাই নেই। লাগেজ বেল্টে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তির সাথে যোগ হয়েছে মশার কামড়।

বিমানবন্দরের দুরাবস্থার কথা স্বীকার করে আক্ষেপের সঙ্গে সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা বলেন, এমন ঘটনায় দেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু চেষ্টা করেও মশার কাছে আমাদের হার মানতে হচ্ছে।

পাইলট স্কুল শহীদ মিনারে ফতুল্লা প্রেস ক্লাবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মহান ২১ শে ফেব্রুয়ারি, ভোর ৬ ঘটিকার ফতুল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  সৈয়দ ওবায়েদ উল্লাহ্ , ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি এম সামাদ মতিন,সাধারন সম্পাদক আব্দুর রহিম ,সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, সহ-সভাপতি  কামাল উদ্দিন সুমন ও এড.সৈয়দ মশিউর রহমান শাহিন ,যুগ্ম সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন ,অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল ,দপ্তর সম্পাদক রফিক হাসান ,প্রচার সম্পাদক জি এ, রাজু,ক্রীড়া সম্পাদক নিয়াজ মো: মাসুম,  প্রধান কার্যকরী সদস্য সেলিম মুন্সি, মনির হোসেন ও আলামিন প্রধানসহ ফটো সাংবাদিক মাসুদ আলী, শেখ মোঃ সেলিম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বার্সেলোনায় যেন এক টুকরো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ বার্সেলোনায় যেন এক টুকরো বাংলাদেশ। স্পেনের বার্সেলোনা প্রবাসী জাহাঙ্গীর আলম ও রাজিব হোসেন দুই বন্ধু তাদের ভাই-বোনদের সহযোগিতায় সম্প্রতি শুভ উদ্বোধন হয়েছে ভিক্টোরি মানি ট্রান্সফার ও ট্রাভেল্স-এর। ভ্রমণ সল্যুশন ও বিদেশে উপার্জনের কষ্টার্জিত বা টাকা দেশে ও পৃথিবীর যে কোন প্রান্তে পাঠানোর নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ভিক্টোরি মানি ট্রান্সফার ও ট্রাভেল্স অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে ।

নর যৌন রোষী লোলুপ কান্নায় নারী কেন পতিতা-ইকবাল হোসেন

নর যৌন রোষী লোলুপ কান্নায় নারী কেন পতিতা ?

***ইকবাল হোসেন***

বেশ্যালয় যেখানে বেশ্যাদের বাস
সেখানে পুরুষদের কি বিভৎস অভ্যাস।

আমি নিভৃত, আমি কুলাঙ্গার,
নারীর নার কেটে জীবন যার
তাকেই বকছি তোমারতো পতিতায় বাস, কি নির্লজ্জ আমার উপহাস।

বোন হয়েছে পতিতা, সমাজ সংস্কৃতিতে তার উদাসিতা।

আমার যৌন লোলুপতা বোন হয়েছে পতিতা, আমার যৌন লালসায় প্রিয়া হলো বেশ্যা।
পথ-পান্থরে যাই টিপ্পনী এঁকে
কলঙ্কিত করে পুরুষ।

ললনাকে আজীবন বইতে হয় দোষ
এ লজ্জা কার, মায়ের, বোনের
নাকি প্রিয়ার?

জঘন্য তম ভাষায় আমি হই নির্বাক, নির্বোধ স্নায়ু কোষ রূপান্তরিত হয় মৃত কোষে।

বিংশ শতাব্দীর শেষান্তে এসে
প্রোজ্জ্বলীত হৌক কলঙ্কিত ভাষা।
যৌন যন্ত্রণায় যখন বিভোর—

ললনার অকৃপণ ভালবাসায়
উল্কা পিণ্ড ছড়িয়ে যাওয়া রূপ
তবে কেন উদাসীন করি ডোর?

মাগো তোমার কতেক
কর্কশ উপাধি, ভগ্নী আর প্রেয়সীর
পতিতা বৃত্তি ছুড়ে দেয়া প্রলাপ
আমার হৃৎপিন্ডে বাসা বাঁধে।

নিকৃষ্ট শব্দ মালা পুরুষ তান্ত্রিক
সমাজ খেলা।

যে পুরুষরা নারীর ভাসাইল ভেলা
তাদের নাই কেন নিকৃষ্ট, বিভৎস
আর লজ্জাকর শব্দের মেলা?

বক্তাবলীর পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যাল‌য়ের এস এস সি পরীক্ষার্থী সড়ক দূর্ঘটনায় আহত

মাশফীকুর রহমান শিশির:রোববার দুপু‌রে বক্তাবলী এলাকার পূর্বচর গড়কুল উচ্চ‌বিদ্যাল‌য়ের ইসরাত জাহান না‌মের এস এস সি পরীক্ষার্থী আমলাপাড়া বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ে পরীক্ষা দি‌য়ে বাড়ী ফেরার প‌থে ভুলাইল গেদুয়া বাজা‌রে ট্রাক দূর্ঘটনার গুরুতর আহত হয়েছে । এলাকার আশে পা‌শের লোকজন আহত ইসরাত জাহান‌কে ভি‌ক্টো‌রিয়া হাসপাতা‌লে নি‌লে দা‌য়িত্বরত ডাক্তার ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জে রেফার্ড ক‌রেন।ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জে আই সি ইউ সিট খা‌লি না থাকায় ইসরাত জাহানকে ঢাকার গ্রীন রোডে ধানম‌ন্ডি ক্লি‌নি‌কে লাইভ সা‌পো‌র্টে রাখা হয়েছে । পরীক্ষার্থী ইসরাত জাহান বক্তাবলী এলাকার চরবয়রা গা‌দি গ্রা‌মের জ‌লিল মোল্লার কন্যা ।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর সা‌থে কথা ব‌লে জানা যায় যে, ইসরাত জাহান‌কে প‌রিবহনকৃত অটো‌টি গেদুয়া বাজার পৌছ‌লে বিপরীত দিক থে‌কে বেপ‌রোয়াভা‌বে আসা ট্রাক‌টি অটে‌া‌কে সাম‌নের দি‌কে ধাক্কা মে‌রে ফে‌লে দেয়।ট্রাকটি পু‌লি‌শের হেফাজ‌তে পু‌লিশ লাই‌নে আটক আছে।ট্রাকটি ছা‌ড়ি‌য়ে নি‌তে বি‌ভিন্ন মহল থে‌কে ত‌দ্বির কর‌ছে বলে বিশ্বস্থ সূত্রে জানা যায়।

সরকারের বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার আছি-এড. সাখাওয়াত হোসেন খান

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় দিয়ে তার নির্বাচনী অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবী করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, এই সরকার নীল নকশার মাধ্যমে আদালতকে দিয়ে রায় দিয়েছেন। আমরা আইনজীবীরা সব সময় বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আছি।

রোববার (১৮ফেব্রুয়ারী) দুপুরে আদালত পাড়ায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এক গণস্বাক্ষর কর্মসূচিতে উপরোক্ত কথাগুলো বলেন।

এড. সাখাওয়াত হোসেন খান আরও বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর এমন ন্যাক্কারজনক রায় নিয়ে জনগণ সরকারের প্রতি অনাস্থা এসেছে।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন-সিনিরয় আইনজীবী এড. জাকির হোসেন, এইচএম আনোয়ার প্রধান, এড. আল আমিন সিদ্দিকী সহ আরো অনেকে।