৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 158

জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে ফটোসেশনের জন্য ব্যানার নিয়ে টানাটানি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রতিবাদ সভায় নেতাকর্মীদের হট্রগলে ক্ষিপ্ত তৃনমূল। মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচী পালন কালে প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ফটোসেশন কালে বিএনপির দু’গ্রুপের মধ্যে টানাটানির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানাযায়, জেলা বিএনপির সহ সভাপতি ও ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ বিশ্বাস একটি মিছিল নিয়ে এসে সমাবেশে উপস্থিত হয়। এর আগে থেকেই ঐই স্থানে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেন জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও বিসিক আঞ্চলিক কমিটির সভাপতি মন্টু মেম্বার । এ সময় আজাদ বিশ্বাস ফেস্টুন খুলে দাঁড়াতে বলে সবাই কে । এই ফেস্টুন নিয়ে দাঁড়াতে গিয়ে আজাদ বিশ্বাসের এক কর্মী মন্টু মেম্বার কে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেষ্টা করে । এ সময় মন্টু মেম্বার সহ তার কর্মীরা আজাদ বিশ্বাসের ঐই কর্মীর উপর চড়াও হয়ে তাকে প্রতিহত করে । এসময় আজাদ বিশ্বাস এসে মিমাংসা করে । পরে তাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভখ অনুষ্ঠিত হয় । নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি মনিরুল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক এমএ হান্নান, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন ।

বক্তাবলীর মিহাদের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন চাইল্ড ল্যাবরেটরি স্কুল হতে প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় মিহাদ রহমান সন্মানের সহিত ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। মিহাদ এর স্থায়ী নিবাস সদর উপজেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের অন্তর্গত লক্ষীনগর গ্রামে। তার পিতা বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাষ্টের সাধারন সম্পাদক মতিউর রহমান ফকির একজন ব্যাবসায়ী ও মাতা মিসেস পাখি রহমান একজন গৃহিণী। নিউজ প্রতিদিন ডট নেটের প্রতিনিধির সাথে একান্ত আলাপকালে তার পিতা মতিউর ফকির বলেন মিহাদের এই সাফল্যে ওর দাদা দাদী নানা নানী অত্যন্ত আনন্দিত। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো ওর বিদ্যালয় ও গৃহের শিক্ষক শিক্ষিকা এবং ওর মায়ের প্রতি। তাদের নিরলস যত্ন ও মিহাদের পরিশ্রম এই দুইয়ে মিলে আজকের এই সাফল্য। মিহাদের সাফল্যে আমি অনেক খুশি। আমি মনেকরি আমার পরিশ্রম স্বার্থক হয়েছে। মিহাদের ভবিষ্যতের জন্য আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নিকট দোয়া প্রার্থনা করছি। ‍(বিজ্ঞাপন)

পাল্টে গেলো ৫ জেলার নাম

ডেস্ক নিউজঃ চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, বরিশাল ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এই পরিবর্তন করা হলো।

প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) জেলার নাম পরিবর্তন-সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘Chittagong’ এর পরিবর্তে বানান ‘Chattogram’, ‘Comilla’ এর পরিবর্তে ‘Cumilla’, ‘Barisal’ এর পরিবর্তে ‘Barishal’, ‘Jessore’ এর পরিবর্তে ‘Jashore’ এবং ‘Bogra’ এর পরিবর্তে ‘Bogura’, করা হয়েছে।’

এতদিন চট্টগ্রামের ইংরেজি বানান ‘Chittagong’, কুমিল্লার বানান ‘Comilla’, বরিশাল বানান ‘Barisal’, যশোরের বানান ‘Jessore’ ও বগুড়ার বানান ‘Bogra’ লেখা হচ্ছিল।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানাসহ প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে নিকার সভায়। একই সঙ্গে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে থাকে নিকার। প্রধানমন্ত্রী হচ্ছেন এই কমিটির আহ্বায়ক।

পদ্মাসেতুর কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজঃ মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার দুপুর পৌনে ২টায় হেলিকপ্টারে করে তিনি পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর নবনির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন।

এ সময় তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তিনি সার্ভিস এরিয়ার-১ এর বিশেষ কটেজে অবস্থান করেন। সেখানে রাষ্ট্রপতির সামনে মাল্টিমিডিয়ার মাধ্যমে পদ্মা সেতুর সর্বশেষ কর্মযজ্ঞের তথ্য তুলে ধরেন কর্মকর্তারা। পরবর্তীতে তিনি মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

এরপর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার সার্ভিস এরিয়া-১ থেকে ৩টা ৩৭ মিনিটে কন্সট্রাকশন ইয়ার্ডের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরবর্তীতে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার কুমারভোগ এলাকার পদ্মা সেতুর বিশেষায়িত কন্সট্রাকশন ইয়ার্ডের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সিনোহাইড্রোর ঘাট-বি থেকে স্প্রিডবোটে করে কাঁঠালবাড়ির উদ্দেশে যাওয়ার পথে ৪টা ৫০ মিনিটে পদ্মা সেতুর সাড়ে চারশত মিটার দৃশ্যমান অবকাঠামো অবলোকন করেন। তিনি পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের নাওডোবার সার্ভিস এরিয়া-২ এ বিকেল সাড়ে ৫টায় পৌঁছান।

মুন্সীগঞ্জ প্রান্তের সার্বিক কাজকর্ম পরিদর্শনকালে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলী, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সেতু সচিব খন্দকার আনোয়ার ইসলাম, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক শায়লা ফারজানা, মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা প্রমুখ ছিলেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সার্ভিস এরিয়া-২ এর বিশেষ কটেজে রাত্রি যাপন করবেন এবং মঙ্গলবার ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম।

ফতুল্লায় ডাকাত শাহীন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা মডেল থনা পুলিশ গতকাল দুপুরে আন্ত জেলার ডাকাত সদস্য মাদক ব্যবসায়ী শাহীন ওরফে ডাকাত শাহীন (৪০) কে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানার এস,আই মোজাহারুল ইসলাম গতকাল (২এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পিলকুনি এলাকায় ডাকাত শাহীন কে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ডাকাত শাহীন কে গ্রেপ্তার করে। ডাকাত শাহীন পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্যে পানিতে ঝাঁপদেয়। এসময় পুলিশও তার সাথে ঝাপিয়ে পরে পানি থেকে আটক করে। শাহীনের বিরুদ্ধে নারী নির্যাতন ও ডাকাতি , মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, ২০১৭ ইং সালের অক্টোবর মাসে তার ছোট ভাই লিপু ওরফে ডাকাত লিপুর স্ত্রী সোর্স পারভীনের জীহ্বা কেটে দেয়। এবং তাকে হত্যার উদ্দেশ্যে অনেক নির্যাতন করেছে। এই ঘটনায় পারভীন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় শাহীন সহ ৪/৫ জন কে আসামী করে মামলা দায়ের করেছে। এই মামলার ওয়ারেন্টসহ একাধিক ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পিলকুনি এলাকার মৃত শামসুল হকের ছেলে।

রূপগঞ্জে শহীদ মিনার ভাংচুর,শিক্ষার্থীদের মানববন্ধন

রূপগঞ্জ প্রতিনিধিঃ এবার রূপগঞ্জের বাগবের এলাকার কর্ডোভা হাই স্কুলের শহীদ মিনারে দুর্বৃত্তরা হানা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গোটা এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। রোববার রাতের যেকোন সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্কুল কতৃপক্ষ ধারণা করছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসুচী পালন করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর বলেন, রোববার রাতের যেকোন সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে ফেলে। সোমবার সকালে শহিদ মিনারটি ভাঙ্গা দেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি দেখে কর্তৃপক্ষকে জানায়। পরে শিক্ষার্থীরা এর প্রতিবাদে রূপগঞ্জ- ইছাপুরা সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ফতুল্লায় স্বেচ্ছসেবক দলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ। রোববার দুপুরে ফতুল্লার সমবায় বাজারের সামনে এ কর্মসূচি পালন করে।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের নেতা মোঃ জাকির হোসেন রবিন, ফারুক হোসেন সানি, আনোয়ার হোসেন গাজি,সাথাওয়াত হোসেন,মিঠু ও তানভীর হোসেন প্রমুখ।

বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে-রাব্বি মিয়া

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে। ভাগ্যের কেউ পরিবর্তন করে দিবে না, নিজের ভাগ্য নিজেকে গড়ে তুলতে হবে।

শনিবার সন্ধ্যায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগী ও পুরস্কার বিরতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাব্বি মিয়া বলেন, শিক্ষা জীবনে পড়াশুনাকে বড় বন্ধু হিসেবে ভাবতে হবে। ভাল ফলাফলের ব্যাপারে আরো বেশী মনোযোগী হবে। ভালো পড়াশুনা করেই নিজেকে যোগ্য মানুষ হিসেবে দাঁড় করানো সম্ভব।

বাবা-মায়ের প্রতি সম্মান জানানোর পরামর্শ  দিয়ে তিনি বলেন, উন্নতির শিখরে উঠতে হলে বাবা-মায়ের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীরসভাপতিতে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, দাতা সদস্য ফরিদ আহমেদ লিটন,সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

রূপগঞ্জে দু’দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

রূপগঞ্জ প্রতিনিধিঃ  মাদক কারবারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় মাদক কারবারী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের সঙ্গে বিক্ষুব্ধ এলাকাবাসীর দু’দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে মাদক কারবারীর ভাড়াটিয়া সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ লাঠিচার্জ করে।

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ৮টি নতুন কারখানার উদ্বোধন

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাটে অবস্থিত অর্থনৈতিক জোন এলাকায় গতকাল শনিবার মেঘনা গ্রুপের ৮টি নতুন কারখানার উদ্বোধন করা হয়ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য দেন, বানিজ্য মন্ত্রী তোফায়েল আহাম্মেদ, রেলপথমন্ত্রী মজিবুল হক, সোনারগাঁয়ের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া, বাংলাদেশ অর্থনেতিক জোনের কর্তৃপক্ষ পবন চৌধূরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম প্রমূখ।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, আমরা টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। সরকারের উন্নয়নের ধারা এগিয়ে চলছে। দেশ এগিয়ে যাচ্ছে তাই ব্যবসা বানিজ্যকে আরো সহজ করা হয়েছে। দেশের অর্থনৈতিক জিডিপি বৃদ্ধি পেয়েছে। সামনে আমাদের লক্ষ্য মাত্রা আরো বাড়বে।

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহাম্মেদ বলেন, আগামী ৪১ সালে উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পাবে। আমরা বর্তমানে পাকিস্তান থেকে অনেক উন্নত এমনকি সামাজিক ক্ষেত্রে ভারত থেকেও এগিয়ে।

স্বাগত বক্তব্যে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, অর্থনৈতিক জোনের অনুমতি পাওয়ার পর ইতিমধ্যে দুটি জোনে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৮টি নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছি। যেখানে ৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আরো ১০ টি শিল্প প্রতিষ্ঠান বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এসব প্রতিষ্ঠান চালু হলে ১২ থেকে ১৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মেঘনা অর্থনৈতিক জোনের নতুন ৮টি কারখান হলো-মেঘনা পাম্প অ্যান্ড পেপার মিলস লি:, মেঘনা এডিবল অয়েলস রিফাইনারী লি:, এম পিপি পাওয়ার প্লান্ট লি:, সোনারগাঁ ফ্লাওয়ার অ্যান্ড ডাল মিলস লি:, তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স ইউনিট ২ লি: মেঘনা বেভারেজ লি: ইউনিক সিমেন্ট ফাইবার ইন্ড্রাষ্ট্রিজ লি: সোনারগাঁও স্টীল ফেব্রিকেট লি:।