২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 218

নাসিক নির্বাচনের সাফল্যকে কাজে লাগিয়ে না:গঞ্জকে এগিয়ে নিতে হবে-জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, আমরা পজিটিভ হিসেবে নারায়ণগঞ্জকে পৃথিবীর বুকে আবির্ভূত করতে চাই। সেটার বড় প্রমাণ স্বরূপ আমরা পৃথিবীর এযাবত নির্বাচনের মধ্যে অন্যতম সফল একটা নির্বাচন উপহার দিতে পেরেছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের জন্য টার্নিং পয়েন্ট। এটার সাফল্যকে ধরে রেখে নারায়ণগঞ্জসহ সমগ্র দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে নারায়ণগঞ্জ সাধু পৌলের গির্জায় কেক কাটা অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে এ অনুষ্ঠানের আযোজন করা হয়।
জেলা প্রশাসক রাব্বী মিয়া আরো বলেন, সকল ধর্মের মানুষকেই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন।

আর সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে আমাদেরকে প্রেরণ করার জন্য আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। সেই সাথে আমাদের দায়িত্বও অনেক বেশী। মানুষসহ অন্য জীবের প্রতি সৌহার্দপূর্ণ আচরনের মাধ্যমে আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। আজকের এই দিনে যীশু খ্রীষ্টের আদর্শ যথাযথভাবে মেনে চলতে এবং সকল জীবের প্রতি সহনশীল থাকতে আহবান জানিয়ে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মইনুল হক বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা। যীশু খ্রীষ্ট এই পৃথিবীতে শান্তি ও সৌহার্দের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা সমাজে প্রতিষ্ঠিত করতে পারলে নারায়ণগঞ্জসহ সারাদেশে শান্তির বার্তা বয়ে যাবে। আমরা সবাই সেই শান্তির বার্তা সকলের কাছে পৌঁছে দেবো।

বক্তব্য পর্ব শেষে জেলা প্রশাসক রাব্বী মিয়া ও জেলা পুলিশ সুপার মইনুল হক বড়দিনের কেক কাটেন এবং সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাধু পৌলের গীর্জার পুরোহিত ফাদার আগষ্টিন অমল রোজারিও, সেক্রেটারী পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, নেজারত ডেপুটি কালেক্টর জ্যোতি প্রু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানসহ খ্রীষ্ট ধর্মের অনুসারীরা। এর আগে নারায়ণগঞ্জ সাধু পৌলের গীর্জায় সকাল আটটায় বড়দিনের বিশেষ প্রার্থণায় শরিক হন খ্রীষ্টান ধর্মাবলম্বীরা।

কেক কাটার পর শুরু হয় দিনব্যাপী আনন্দ আয়োজন।

ছাত্রলীগ সভাপতির কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার

মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। ওই কক্ষটি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি নিবির আহম্মেদ ব্যবহার করেন।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন, ৮৯ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড থ্রি-নট থ্রি রাইফেলর গুলি, ১টি পাইপ গান, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ২ রাউন্ড কার্তুজের খোসা, ১টি খেলনা পিস্তল, ২টি চাইনিজ কুড়াল, ৫টি ছোরা, ২টি ধারালো চাকুসহ ধারালো অস্ত্র। এছাড়া ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

শনিবার দিনগত রাত ২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় ।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। তবে আটকদের পরিচয় জানানো হয়নি।

রোববার দুপুর ১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হরগঙ্গা কলেজ ছাত্রাবাসে দ্বিতীয় তলার ২০৫ নং কক্ষে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওইসব আগ্নেআস্ত্র গুলি ও মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, কক্ষটি মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহম্মেদ ব্যবহার করতেন।

মাদক বিষয়ে তিনি বলেন, শনিবার ছাত্রবাসের পাশ থেকে ৯৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সেগুলো এই কলেজ ছাত্রবাসের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে থাকা ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রাত পোহালেই শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড মহারণ

পাহাড়, সমুদ্র আর সবুজের মিশেলে অপরূপ দেশ নিউজিল্যান্ড। শান্তির দেশের তালিকায় নিউজিল্যান্ডের অবস্থান উপরের দিকে।

অসাধারণ সৌন্দর্য্যের দেশটিতে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে এখন অবস্থান করছেন মাশরাফিরা। যদিও ওয়েঙ্গিরিতে প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু হয়েছে মাশরাফিদের। কিন্তু অফিশিয়াল সফর শুরু আগামীকাল। রাত পোহালেই শুরু হবে দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি কাল। অবশ্য ক্রাইস্টচার্চে রয়েছে আরও একটি ক্রিকেট ভেন্যু। যা ক্রিকেট বিশ্বে এএমআই স্টেডিয়াম বা ল্যাঙ্কাস্টার পার্ক নামে পরিচিত। আবার ক্যান্টারবুরি স্টেডিয়াম নামেও ডাকেন অনেকে। ক্রিকেটের বাইরে রাগবীর জন্যও রয়েছে ল্যাঙ্কাস্টার পার্কের আলাদা পরিচয়। মাশরাফিরা যেখানে ওয়ানডে খেলবেন, সেই হ্যাগলি ওভালের আসন সংখ্যা ১৮ হাজার। ক্যান্টারবুরির আসন সংখ্যা সাড়ে ৩৬ হাজার।

ক্রাইস্টচার্চ নিউজিল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর। সবচেয়ে বড় শহর অকল্যান্ড। এরপর ওয়েলিংটন। সফরে বাংলাদেশ ম্যাচ খেলবে মোট ৮টি এবং ভেন্যু পাঁচটি। ক্রাইস্টচার্চে একটি ওয়ানডে ছাড়াও খেলবে শেষ টেস্ট। এছাড়া নেলসনে দুটি ওয়ানডে, নেপিয়ারে একটি টি-২০, দুটি টি-২০ মাউন্ট মানুগুনাই এবং একটি টেস্ট ওয়েলিংটন ও অন্যটি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালেই। ক্রাইস্টচার্চ নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি শহর। ঘনঘন ভূমিকম্প হয় শহরটিতে। কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে। তারপরও রাগবী ও ক্রিকেট আলাদা করে জনপ্রিয় শহরটিতে। গত ১০০ বছর ধরে নিয়মিত ক্রিকেট খেলা হয় হ্যাগলি ওভালে। কিন্তু আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পেয়েছে দু’বছর আগে, ২০১৪ সালে। সেই ভেন্যুতে কাল প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে খেলতে নামার আগে শনিবার ঠাণ্ডায় অনুশীলন করেন ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চের ঠাণ্ডা ঠাণ্ডা হাওয়া বেশ বিপাকে ফেলেছে মাশরাফিদের। যদিও ঠাণ্ডা বাতাস কিংবা শীত বাধা হয়ে দাঁড়াতে পারেনি মাশরাফিদের অনুশীলনে।

হ্যাগলি ওভালের আসন সংখ্যা ১৮ হাজার। কিন্তু ছকে বাধা কোনো গ্যালারি নেই। প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে স্টেডিয়ামটিকে। চারিদিক ঘিরে রেখেছে পাহাড় আর সবুজ প্রকৃতি। গ্যালারির অধিকাংশই মাঠ। যে অংশটুকু গ্যালারি, তার ওপরেই সাজঘর। এছাড়া মিডিয়া বক্সও বানানো হয়েছে টেম্পোরারি। সাজঘরের পেছনেই ব্যাটিং ও বোলিং করার উইকেট। শুক্রবার টাইগাররা ক্রাইস্টচার্চ পৌঁছালেও অনুশীলন করেন কাল। অনুশীলন করেছেন স্কোয়াডে থাকা ২২ ক্রিকেটার। ওয়েঙ্গিরির প্রস্তুতি ম্যাচ শেষে দেশে ফেরার কথা মেহেদি মারুফের। অনুশীলনে প্রথম ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াড অনুশীলন করেছে। ঘাম ঝরিয়েছে স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটাররও। সবাই অনুশীলন করলেও আলাদা করে নজর কেড়েছেন মুস্তাফিজুর রহমান। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে নিয়ে আলাদা করে অনুশীলন করেছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। মুস্তাফিজের অনুশীলনে তীক্ষ নজর রাখেন ক্যারিবীয় লিজেন্ডারি পেসার। মার্চে টি-২০ বিশ্বকাপে কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। ওই ম্যাচে ২২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ সালের ১১ নভেম্বর। প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষেও নিয়েছিলেন ৫ উইকেট। সেই মুস্তাফিজ কাউন্টি ক্রিকেট খেলার সময় কাঁধে আঘাত পান। ছয়মাস ফিটনেস অনুশীলন করে প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেছেন তিনি। এখন অপেক্ষা ওয়ানডে ক্রিকেটে ফেরার।

ক্রাইস্টচার্চের ম্যাচ শেষে মাশরাফিরা উড়ে যাবেন আরেক সৌন্দর্য্যের শহর নেলসনে। সেখানে খেলবে দুটি ওয়ানডে।

সূর্যভিলায় ৫ গ্রেনেড, ২ ভেস্টের সন্ধান

দক্ষিণখানের আশকোনার সূর্যভিলা নামের বাড়ির নিচতলার ফ্ল্যাটের তিন রুমের একটিতে ৫টি গ্রেনেড ও দুইটি সুইসাইডাল ভেস্টের সন্ধান পেয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোসাল টিম।

রবিবার দুপুরে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপ-কমিশনার (ডিসি) প্রলয় কুমার জোয়ার্দার।

তিনি বলেন, সূর্যভিলার নিচতলার ফ্ল্যাটে তিনটি ঘর রয়েছে। কিন্তু অতিরিক্ত ধোঁয়া থাকায় আমরা ভেতরের ঘরে যেতে পারছিনা। ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়া কমাতে কাজ করছে।

ডিসি প্রলয় আরো বলেন, ফ্ল্যাটটির সামনের ঘরে ৫টি গ্রেনেড ও দুইটি আত্মঘাতী ভেস্ট পাওয়া গেছে। এর মধ্যে দুইটি গ্রেনেডের অবস্থা বিপদজনক। কিন্তু ধোঁয়া নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এগুলো নিস্ক্রিয় করা যাচ্ছে না।

এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোসাল টিমের প্রধান ছানোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ফ্ল্যাটে থাকা গ্রেনেড ও বিস্ফোরকগুলো উদ্ধার করে নিস্ক্রিয় করার পরই জঙ্গি তানভীর কাদেরীর ছেলে আফিফের মরদেহ তুলে আনা হবে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে সূর্যভিলা নামের ওই বাড়িটিতে জঙ্গি আস্তানার খোঁজ পায় পুলিশ। পরে রাত দুইটার দিকে বাড়িটি ঘিরে ফেলা হয়। জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সকালে ওই বাসা থেকে রূপনগরে নিহত জঙ্গি জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার মেয়ে এবং জঙ্গি মুসার স্ত্রী তৃষা ও তার সন্তান আত্মসমর্পণ করে। কিন্তু ভেতরে রয়ে যান জঙ্গি সুমনের স্ত্রী, জঙ্গি ইকবালের সাত বছরের মেয়ে এবং তানভীর কাদেরীর ১৪ বছরের ছেলে আফিফ। তাদের কাছে আত্মঘাতী বা সুইসাইডাল ভেস্টসহ বিপুল পরিমাণ বিস্ফোরক আছে বলে জানতে পারে পুলিশ।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাদের অসংখ্যবার আত্মসমর্পণের আহবান জানায় পুলিশ। কিন্তু তারা তাতে কর্ণপাত না করলে ভেতরে টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে দরজা খুলে ওই নারী জঙ্গি সাত বছরের মেয়েটিকে নিয়ে বের হয়। তারা পার্কিংয়ের দিকে এগিয়ে আসে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আবারো আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু তিনি বাম হাতে শিশুটিকে এগিয়ে ধরে, ডান হাত উপরে তোলার ভঙ্গি করে হাত নামিয়ে কোমরে রাখা বিস্ফোরকে চাপ দেন। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ।

তখনো জঙ্গি তানভীরের কিশোর ছেলে ভেতরেই অবস্থান করছিলো। সে আত্মসমর্পণ না করায় পুলিশ তাকে নিস্তেজ করতে গ্যাস ছোঁড়ে। একপর্যায়ে সে ভেতর থেকে গুলি করে ও গ্রেনেড ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় ওই কিশোরের মৃত্যু হয়।

শামীম ওসমান মিডিয়া ও জনসম্মুখে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় নির্বাচন স্থগিত করা উচিৎ: কাদের সিদ্দিকী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন স্থগিত করে ফের নির্বাচন দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

শনিবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষক শ্রমিক জনতা লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও টাঙ্গাইল জেলা সম্মেলন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য। তিনি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইভির পক্ষে দলীয় নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রকাশ্যে মিডিয়া ও জনসম্মুখে দেখিয়েছেন। এ কারণে নির্বাচন কমিশন ও সরকারের উচিৎ নারায়ণগঞ্জ সিটি নির্বাচন স্থগিত করে ফের নির্বাচন দেয়া। তা না হলে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বহনকারী বিমান ত্রুটির ঘটনায় বিমানমন্ত্রী রাশেদ খান মেনন জড়িত। তাই দায়ভার স্বীকার করে নিয়ে মন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। আর তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে আপনাকে যেখানেই পাব অথবা গাড়ি থেকে টেনে নামিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

কাদের সিদ্দিকী আরো বলেন, স্বাধীনতার যুদ্ধের পর আমরা বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা না দিয়ে যদি কাঁধে তুলে দিতাম, তাহলে কারো সাধ্য ছিলনা অস্বীকার করে। সেদিন বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা দেয়া কোনো কাজেই আসেনি। আমি ভুল করেছিলাম। আমি আওয়ামী লীগের ঘরে জন্মগ্রহণ করেছিলাম। আওয়ামী লীগের নেতৃত্বে আমি মুক্তিযুদ্ধ করেছি। বর্তমানের আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সঙ্গে কোনো মিল খুঁজে পাই না।

কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।

জঙ্গি আস্তানায় অভিযান ‍: বিস্ফোরণ ঘটানো সেই নারীর মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানায় আত্মঘাতি বিস্ফোরণ ঘটানো জঙ্গি সুমনের স্ত্রী মারা গেছেন। এ বিস্ফোরণে ৮ বছরের এক মেয়ে শিশু গুরুতর আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

বিস্ফোরণ দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, বাড়ির ভেতরে থাকা তিনজনকে আত্মসমর্পণ করতে বললে বোরকা পরা ওই নারী ধীরে ধীরে হেঁটে ঘরে থেকে বের হন। তখন তাকে হাত উঁচু করতে বললে তিনি তা করে ফের নামিয়ে নেন এবং কোমরে থাকা সুইসাইডাল ভেস্ট বিস্ফোরণ ঘটান। পরে মাটিতে লুটিয়ে পড়েন

জঙ্গি আস্তানায় অভিযান দরজা খুলে এক নারীর গ্রেনেড বিস্ফোরণ, পুলিশসহ আহত ৩

রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনতলা একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, দুপুর সাড়ে ১২টার একটু পরে বাড়িটির ভেতর থেকে দরজা খুলে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছেন এক নারী।

পুলিশ বলছে, অভিযানের শুরুতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াটের সদস্যরা ভবনের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ভবনের ভেতর থেকে একটি বোমা বাইরে ছুঁড়ে মারা হয়। এতে পুলিশের ইন্সপেক্টর শফি আহমেদ আহত হন।

দুপুর সাড়ে ১২টার দিকে এক নারী দরজা খুলে শরীরে থাকা গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। এতে তিনি ছাড়াও আরেক শিশু গুরুতর আহত হয়।

প্রাথমকিভাবে জানা গেছে, ইতিপূর্বে জঙ্গি আস্তানায় নিহত সুমনের স্ত্রী তৃশা ওই গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। এ সময় নিহত আরেক জঙ্গি ইকবালের সাত বছরের মেয়ে আহত হয়।

মেয়েটিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওই নারী ও আরেকজন ভবনের ভেতরেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

ধারণা করা হচ্ছে, ওই নারীর সঙ্গে থাকা ব্যক্তিই আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরীর ছেলে আবীর।

ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান ঘটনাস্থল থেকে জানান, বাড়িটিতে দু’জন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তবে তারা মৃত কি না তা যাচাই করে দেখা হচ্ছে।

এর আগে শুক্রবার মধ্যরাত থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘সূর্য ভিলা’ নামের তিনতলা একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে চারজন আত্মসমর্পণ করেন।

পরে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, বাড়ি থেকে চারজন আত্মসমর্পণ করেছে। আর ভেতরে আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত জঙ্গিদের অর্থদাতা তানভীর কাদেরীর ছেলে আবীরসহ তিনজন অবস্থান করছে।

আশকোনায় ‘জঙ্গি আস্তানা’ যেভাবে বাসাটি ভাড়া নেন জঙ্গিরা

রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে যে বাড়ি ঘিরে অভিযান চালানো হচ্ছে, সেই বাড়ির নিচতলার ভাড়াটিয়ারা বাইরে বের হতেন না।

শনিবার এসব তথ্য দেন ঐ বাড়ির মালিকের বড় মেয়ে জোনাকি রাসেল।

জোনাকি রাসেল বলেন, তার বাবা মোহাম্মদ জামাল হোসেন বাড়িটির মালিক। তিনি কুয়েতপ্রবাসী। দুই বোনের মধ্যে তিনি বড়। তিনি বাবার বাড়ির কাছেই আরেকটি বাড়িতে থাকেন।

বাসা ভাড়া দেওয়া ও অন্যান্য বিষয়ে জোনাকি রাসেল বলেন, তার বাবার বাড়িতে টু-লেট টাঙানো ছিল। গত ১ সেপ্টেম্বর মো. ইমতিয়াজ আহমেদ পরিচয় দিয়ে একজন নিচতলার বাসাটি দেখতে আসেন। তখন ওই ব্যক্তি নিজেকে অনলাইন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন এবং বলেন যে বাসায় তিনি, তার স্ত্রী ও এক বাচ্চা থাকবে। মাঝেমধ্যে স্ত্রীর বোন এসে থাকবেন। ১০ হাজার টাকায় তিনি বাসাটি ভাড়া নেন। ৩ সেপ্টেম্বর পরিবার নিয়ে তিনি সেখানে ওঠেন।

বাড়িওয়ালার মেয়ে দাবি করেন, বাসা ভাড়া দেওয়ার পর তিনি বেশ কয়েকবার ওই বাসায় গেছেন। বাসায় ল্যাপটপ, খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ দেখেছেন। তিনি বলেন, ‘উনারা কখনো বের হতেন না। বাসায় ওঠার সময় বাচ্চার বয়স ছিল ৪০ দিন।’ কেন বের হন না?—জানতে চাইলে বলতেন, হিজড়ারা বাচ্চা দেখলে টাকা চায়। সে কারণে বের হন না।

তিনি বলেন, ‘মাঝে মাঝে দুজন নারী ওই বাসায় আসতেন। জিজ্ঞেস করলে বলতেন, মা ও এক আত্মীয়। গ্রামের বাড়ি থেকে এসেছেন।’

বাসা ভাড়া নেওয়ার সময় পরিবারটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়েছে, ভাড়াটে সংক্রান্ত ফরম পূরণ করেছে এবং সে ফরম থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান জোনাকি রাসেল।

পুলিশের অভিযান শুরুর বিষয়ে বাড়িওয়ালার মেয়ে বলেন, শুক্রবার রাত ১২টায় পুলিশ তার বাবার বাড়িতে নক করে। তার মা নিচে নেমে যান। তখন পুলিশ তার কাছে নিচতলার ভাড়াটে সম্পর্কে জানতে চায়। তখন তিনি পুলিশকে বলেন, তার বড় মেয়ে (জোনাকি রাসেল) সব জানেন। তখন তার মা পুলিশকে নিয়ে তার বাসায় যান। তখন তিনি ভাড়াটেদের কাছ থেকে নেওয়া সব কাগজপত্র পুলিশকে দেন। এরপর পুলিশ চলে যায়।

জঙ্গি আস্তানা ঘিরে অভিযানঃ২ শিশুকে নিয়ে ২ নারীর আত্মসমর্পণ : পুলিশ

রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার দিবাগত রাত থেকে তিনতলা একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাড়ি থেকে দুই শিশুকে নিয়ে দুজন নারী আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, দুই শিশুকে নিয়ে দুজন নারী আত্মসমর্পণ করেছেন। তারা হলেন, ‘জাহিদের স্ত্রী ও মেয়ে । তাদের সঙ্গে আত্মসমর্পণ করেছে নব‌্য জেএমবির এখনকার অন‌্যতম প্রভাবশালী নেতা মুসার স্ত্রী ও মেয়ে।’ তাদের মাইক্রোবাসে করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তার ভাষ্য, তিনতলা ওই ভবনের নিচতলায় ‘জঙ্গি আস্তানা’ রয়েছে। যারা আত্মসমর্পণ করেছে, তারা অস্ত্র জমা দিয়েছে। ভেতরে আরও ‘জঙ্গি’ রয়েছে।

সকালে এক ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম বলেন, বাড়িটিতে ‘নব্য জেএমবির শীর্ষ এক নেতা’ রয়েছে। এ ছাড়া নারীসহ একাধিক জঙ্গি রয়েছে। জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তবে তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে।

ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি গেছে।

নির্বাচন সুষ্ঠু হওয়ায় ইসির ধন্যবাদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) সুষ্ঠু হওয়ায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রকিব উদ্দীন বলেন, আমরা সকাল থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সকল টেলিভিশনের খবর পর্যবেক্ষণ করেছি যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তবে আমরা কোথায় কোনো বিশৃঙ্খলার খবর পাইনি। আর যেগুলো পেয়েছি তার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনের পদক্ষেপ সমূহ তুলে ধরেছেন সিইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ে ছিলাম। আমাদের ৯ জন কর্মকর্তা সেখানে ছিলেন। আমরা প্রচুর সংখ্যক সাংবাদিককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য সুযোগ দিয়েছি। তিনজনকে আমরা তাৎক্ষণিকভাবে ৮ হাজার টাকা করে জরিমানা করেছি।

আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীর নির্বাচনী ফল মেনে নেওয়ার আগাম ঘোষণা প্রসঙ্গে সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জনগণ যদি রায় মেনে নেয়, তাহলে বিশৃঙ্খলার কোনো সুযোগ থাকে না। আশা করব, দেশের পরবর্তী নির্বাচনগুলোতেও সবাই এভাবেই রায় মেনে নেবে।