১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 23

আ’লীগ নেতা শরীফুল হকের বিশাল শোডাউন

নিউজ প্রতিদিন ডটনেট: সাংসদ শামীম ওসমানের জনসভায় নজরকাড়া শোডাউন করেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের ১নং সদস্য আবু মোঃ শরীফুল হক।

শনিবার দুপুরের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ফতুল্লা থেকে মিছিল নিয়ে নগরীর ২নং রেলগেইটস্থ জনসভায় যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জাফর ইসলাম, সরকার কনক, ফতুল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজল চৌধুরী, যুবলীগ নেতা রাসেল,ছাত্রলীগ নেতা রাসেল চৌধুরী, উজ্জল চৌধুরী প্রমুখ।

বক্তাবলী ইউনিয়ন আ’লীগের সম্ভাব্য সা: সম্পাদক আনোয়ারের নেতৃত্বে সভাবেশে যোগদান

নিউজ প্রতিদিন ডটনেট: ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে শামীম ওসমান এমপির জনসভায় যোগদান করেছে নেতাকর্মীরা।

শনিবার (২৭ আগষ্ট) দুপুরে বক্তাবলী লঞ্চঘাট হতে একটি মিছিল নিয়ে শহরের ২ নং রেলগেট শামীম ওসমানের বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।
আনোয়ার হোসেন বিক্ষোভ সমাবেশে যোগদানের পূর্বে বলেন, বিএনপি জামায়াত জোটের দেশব্যাপী নৈরাজ্য ও বিশৃঙ্খলা রোধে আজকের জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জননেতা শামীম ওসমান এমপির নেতৃত্বে আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।

মোবাইল ফটোগ্রাফি গ্রুপ ‘ফটোসেন্স’ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তি: গত ২৪ আগষ্ট ২০২২ মোবাইল ফটোগ্রাফি গ্রুপ ‘ফটোসেন্স’ ৮ম র্বষে পর্দাপন করেছে । এ উপলক্ষ্যে শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর আলী আহম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে কেক কাটা ও আড্ডার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, কবি আরিফ বুলবুল, শিল্পী অমল আকাশ, কবি আহমেদ বাবলু, নারায়ণগঞ্জ চারুকলার শিক্ষক সুমনা আকতার সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ফটোসেন্স এর প্রধান সমন্বয়ক সৌরভ ভুইয়াঁ বলেন, “সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগীতা ছাড়া এতদূর র্পযন্ত আসা সম্ভব হতো না। যারা নানা প্রতিকুল পরিস্থিতিতে আমাদের পাশে থেকে সহযোগীতা করে আসছেন তাদের সকলের প্রতি নিরন্তর ভালোবাসা।”
তিনি আরো জানান, গ্রুপের নিয়মিত ফটোওয়ার্ক ছাড়াও মোবাইল ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী আয়োজনের প্রস্তুতি চলছে।

নিউজ প্রতিদিন ডটনেট’র সম্পাদকের ঈদুল আযহার শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট: দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ প্রতিদিন ডট নেট’র পক্ষ থেকে দেশবাসী ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন পোর্টালের সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

এক বিবৃতিতে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘হযরত ইব্রাহিম আঃ এর স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আযহা আমাদের নিকট সমাগত। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এই আর্দশকেই বুকে ধারন করে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।

দশ লাখ টাকা চাঁদা চেয়ে ব্যবসায়ী জোনায়েদকে হুমকি

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জের তরুন গার্মেন্টস ব্যবসায়ী জোনায়েদ হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে এমপি শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনী। শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান গত সোমবার ব্যবসায়ী জোনায়েদকে টেলিফোনে এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে লাশ ফেলে দেয়ার হুমকি দেয়।

পরদিন মঙ্গলবার কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী বিসিক এলাকায় মাহাদী গার্মেন্ট ফ্যাক্টরিতে গিয়ে জোনায়েদকে খোঁজ করে। তাকে না পেয়ে ফ্যাক্টরির কর্মচারীদের শাসিয়ে আসে।নগদ টাকা দিতে না পারলে শহরের কোটি টাকা মূল্যের বাড়ি লিখে দিতে বলে। অন্যথায় গুলি করে হত্যার হুমকি দেয়। বিষয়টি নিয়ে বেশি ঘাটাঘাটি করলে পরিবারের সবাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিচ্ছে তারা।

এমতাবস্থায় জোনায়েদ তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সাহস পাচ্ছেন না। এমনকি বাসায়ও থাকতে পারছেন না। প্রাণভয়ে তিনি আত্মগোপনে থেকে এ প্রতিবেদককে এসব তথ্য জানিয়েছেন। সরকারের কাছে জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছেন জোনায়েদ।

টিকটকের ফাঁদে পড়ে বক্তাবলীর গৃহবধূ দুই শিশু সন্তান রেখে উধাও

আবুল কালাম আজাদ: টিকটকের ফাঁদে পড়ে ঘুমের মধ্যেই দুই শিশু সন্তানকে রেখে ঘরছাড়া হয়েছেন রওশনা আক্তার ওরফে সিনথিয়া নামের এক নারী। সাথে নিয়ে গেছে তার সৌদি আরব প্রবাসী স্বামীর জমানো টাকা ও অলৎকার। পুলিশ বলছে, ওই নারী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন।

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলি ইউনিয়নের মধ্য নগর এলাকার সৌদি প্রবাসী আজিজুলের সাথে ১০ বছর আগে বিয়ে হয়েছিলো সিনথিয়ার। তার বাবার বাড়ি চরকাশিপুর এলাকায়। তাদের সংসারে ৮ বছরের সাজিত ও ৫ বছরের সাইফ নামে দুই ছেলে রয়েছে। গত কয়েক মাস আগেও তাদের সুখের সংসার ছিলো। আজিজুল বিদেশে থেকে প্রতিমাসে তার স্ত্রী ও সন্তানদের জন্য বেতনের টাকা পাঠিয়ে দিতেন। পরিবারের সুখের কথা ভেবে দিন রাত সেখানে কাজ করতেন। গত ৭ জুন দুপুরে জানতে পারেন ভোরে তার স্ত্রী সন্তানদের ঘুমে রেখে ঘর থেকে পালিয়ে গেছেন। এ খবর শুনে তিনি আর সৌদিতে থাকতে পারেনি ছুটে এসেছেন নিজ এলাকায়। গত কয়েকদিন তার স্ত্রীকে খুঁজেছেন বিভিন্ন জায়গায়। তাকে না পেয়ে পরে ফতুল্লা থানায় অভিযোগ করেছেন। তবে তদন্ত বেশি দূর গড়ায়নি ফলে ১০ দিন পেড়িয়ে গেলেও খোঁজ মেলেনি আজিজুলের স্ত্রীর।

শুক্রবার রাতে নগরীর চাষাড়া এলাকা বসে কাদঁতে দেখা যায় আজিজুলকে। জানতে চাইলে তিনি বলেন, আমার বাচ্চা দুইটা ওগো মার জন্য খালি কাঁন্দে। বার বার বলে ওদের মারে আইন্ন দিতে। আমি কই থ্যাইকা মা আইন্ন দিমো। আমার জীবনের সব উপার্জন নিয়া সে পালায় গেছে। তাতে আমার দুঃখ নাই কিন্তু বাচ্চাগুলোর কথা ভাবরো না।

আজিজুল জানান, সিনথিয়া অনেক আগে থেকেই টিকটক করতো। সেখানে এক ছেলের সাথে তার অনেক টিকটক আছে। ওই ছেলের সাথে তার স্ত্রীকে প্রায় ভিডিও কলে কথা বলতো দেখতো শিশু ছেলেরা। গত ৩ জুন তাদের বাড়িতে একটি মেয়ে এসেছিলেন। সে তিনদিন সেখানে অবস্থান করে চলে যায়। পরদিন ভোরেই সিনথিয়া ঘর ছাড়ে। শুনেছি ওই ছেলের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় তবে তাকে অনেকে টিকটক আতিফ নামে চেনে।

আজিজুল বলেন, আমি এসব কিছুই জানতাম না। বাড়িতে ফিরে প্রতিবেশীদের কাছে সব জানছি। আমার মনে হয় ওই ছেলে আমার বাড়িতে সেই মেয়ে পাঠিয়ে ছিলো আমার স্ত্রীকে ফাঁদে ফেলতে। আমার চিন্তা লাগে সিনথিয়া যদি কোন প্রতারক চক্রের কাছে পড়ে যায় তাহলে ওর জীবন শেষ হয়ে যাবে।

সিনথিয়াকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চেয়ে আজিজুল বলেন, আমার স্ত্রীকে ফিরিয়ে দিতে আপনারা আমাকে সাহায্য করুন। আমার বাচ্চা দুইটার কাছে ওর মারে ফিরাইয়া দেন।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছেন আজিজুল। অভিযোগের তদন্ত কর্মকর্তা উপপরির্দশক হাবিবুর রহমান জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওই গৃহবধূর সন্ধান করতে। আমরা তার বাবার বাড়িতে গিয়ে তার চার ভাইসজ স্বজনদের সাথেও কথা বলেছি কিন্তু তারা কোন তথ্য দিতে পারেনি। ঘটনাটি পরকীয়া বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করেছিলেন। পুলিশ ওই গৃহবধূকে উদ্ধারের জন্য চেষ্টা করছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল হক দিপু জানান, থানায় এ ধরনের অভযোগ পাওয়ার পর আমরা সেটা গুরুত্ব দিয়ে দেখি। ওই গৃহবধূ কোন চক্রের ফাঁদে পড়েছে নাকি অন্য কোন ঘটনা রয়েছে তা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি তার সন্ধানের চেষ্টা চলছে।

 

মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বক্তাবলী জাতীয় ইমাম সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিউজ প্রতিদিন ডটনেট : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ বক্তাবলী ইউনিয়ন শাখা।

শনিবার (১১ জুন) সকাল ১০ টায় বক্তাবলী ফেরীঘাট হতে বিক্ষোভ মিছিল বের করে বক্তাবলী, রাজাপুর,গোপালনগর ঘুরে বক্তাবলী বাজারস্থ চানঁ প্লাজার সামনে এক প্রতিবাদ সভা জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব কাজী মুদ্দাসির হোসাইন শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুফতি আবু বক্কর সিদ্দিক কাসেমী।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,জাতীয় ইমাম সমাজ বক্তাবলী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা বেলাল হোসাইন,সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসানাত তামিম কাসেমী, সিনিয়র সহ সভাপতি মুফতি ওসমান গনি কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল ওয়াহাব, মুফতি মুহাম্মদ ফেরদাউস হোসাইন,মুফতি ওসমান গনি,মাওলানা মোহাম্মদ কামালউদ্দিন,মুফতি জাকারিয়া মাহমুদ, মুফতি আব্দুল হক,মাওলানা মিজানুর রহমান, মুফতি মাহমুদুল হাসান,মাওলানা নুর আলম জিহাদী,মাওলানা আব্দুল করিম আল আজাদ, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন নজরুল ইসলাম প্রধান,আবুল খায়ের, মোজাম্মেল প্রধান, জুয়েল হোসেন, মোখলেছুর রহমান সহ বিভিন্ন এলাকার প্রায় ৩ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান।

সভায় বক্তারা বলেন,আমাদের মুসলমানদের প্রানের স্পন্দন বিশ্ব মানবতার মহান ব্যক্তিত্ব, ন্যায় বিচারক মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)নিয়ে বিজেপি নেত্রী নিপূন শর্মা ও জান্দাল চরম অশালীন,অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা উল্লেখিত মুরতাদদের ফাঁসি চাই।সরকারের উদ্যোশ্য বলেন,আপনাদের নাম অনেক সুন্দর, হাশরের ময়দানে নবীর সাফায়েত পেতে হলে প্রতিবাদ করুন। আমাদের নবীর বিরুদ্ধে কিছু বললে হৃদয়ে রক্তক্ষরন হয়।সেই সাথে ভারতীয় পন্য বর্জন করার জন্য মুসলমানদের প্রতি জোর দাবী জানানো হয়।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির শহীদ জিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৪ জুন) বাদ যোহর কানাইনগর জামে মসজিদ সংলগ্ন স্থানে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলাউদ্দিন বারীর সভাপতিত্বে ও বক্তাবলী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় মিলাদ, দোয়া ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ, দোয়া ও কাঙ্গালী ভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. আলী মাহমুদ মেম্বার, সহসাংগঠনিক সম্পাদক মো. কাসেম খাঁন, বক্তাবলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোতালেব সরদার ও ৪নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মো. জাকির সরদার প্রমূখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. বাদশা, মো.রহমতুল্লাহ, মো. ছলিমউল্লাহ, মো. আলাউদ্দিন, মো. ইমাম হোসেন, আব্দুল বাছেদ, বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের সভাপতি মো. মোকলেছ, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ও ছাত্রদল নেতা মো. ইউনুসসহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তাবলী ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলী ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্দ্যোগে শহিদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৩০ মে) বাদ যোহর বক্তাবলী ইউনিয়ন কার্যালয়ে বক্তাবলী ৩নং বি,এন,পি ও অঙ্গ-সংগঠনের উদ্দেগ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরন করা হয়।

বক্তাবলী ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোতালেব সরদারের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. আলাউদ্দিন বারী, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকবর আলী সুমন, সহ-সভাপতি মো.ইব্রাহীম আজাদ, মাহমুদ মেম্বার, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলাম প্রধাণ, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. রাসেল প্রধাণ, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের নেতা মো. পিন্টু, বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতা মো. ছলিম প্রধান, মো. বাদশা, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো.মোজাম্মেল প্রধাণ, বিএনপি নেতা মো.কামাল হোসেন ও মো.বাছেদ প্রমূখ।

 

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাতসহ স্মৃতিচারণ ও অসুস্থদের সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বাদ আসর বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার মিলনায়তনে জেলার সর্বস্তরের সমন্বিত সাংবাদিকদের উদ্যোগে নারায়ণগঞ্জ সাংবাদিক সমাজ এর ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সাংবাদিক সমাজ কোন সংগঠন নয় এটি একটি সমন্বিত প্রচেষ্টা। এর উদ্যোগে দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন দৈনিক অপরাধ রিপোর্টের এর সম্পাদক মো. মাসুদুর রহমান দীপু।
এ সময় মরহুম সাংবাদিক আনোয়ার উদ্দিন মিঞা, এসএম বাবুল, মোশারফ বাবুল, কামাল হোসেন, আশরাফ রানা, মেহেদী হাসান নয়ন, মো. ইলিয়াছ, মঞ্জুর আহমেদ অনিক, খায়রুল ইসলাম, তানভীর আহমেদ রনি, শফিকুল ইসলাম জনি ও মোঃ নাদিম, মো. আবুল কাশেম, সৈয় মোকলেছুর
রহমান, মো. বাবুল মোশারফ, দেলোয়ার হোসেন, কায়সার আহমেদ বুলবুল, হালিম, বাদলসহ প্রয়াত সাংবাদিকদের নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত নারায়ণগঞ্জের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মীরা। এর পাশাপাশি অসুস্থ সাংবাদিক সৈয়দ লুৎফর রহমান, ইয়াদি মাহমুদ, রমজান বিন মোজাম্মেল, আনিসুজ্জামান অনুসহ উপস্থিত সকলের জন্য সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

হৃদয় বিদারক দৃশ্যের অবতারনায় মানবিক সাংবাদিকতার বিষয়গুলো তুলে ধরে বক্তব্য রাখেন জাগো নারায়ণগঞ্জের সম্পাদক শহিদুল্লাহ রাসেল, দৈনিক আমার সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও পাক্ষিক তথ্যপত্রের প্রধান সম্পাদক সম্পাদক শফিকুল ইসলাম আরজুর সাবলীল সঞ্চালনায় স্মৃতিচারণে আলোচনা করেন দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, টেলিগ্রাফ নিউজের সম্পাদক মো. আরিফুজ্জামান, দৈনিক আমাদের নতুন সময় এর জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টাইমস এর নির্বাহী সম্পাদক মোশতাক আহমেদ শাওন, একুশে কাগজের সম্পাদক এমএ মান্নান ভূঁইয়া, আলোর ধারার সম্পাদক মো. আসলাম মিয়া, সাংবাদিক কামাল উদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ টপ নিউজের সম্পাদক মহসিন আলম, অগ্রবাণী প্রতিদিনের সহ-সম্পাদক উত্তম সাহা, দৈনিক আমাদের অর্থনীতির অপুরহমান, ,এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, এনএএন টিভির প্রতিনিধি বদরুজ্জামান রতন, দৈনিক আমার সময় সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মিঠু মিয়া, ব্যাংকের সম্পাদক আল মামুন খান জনতা কাগজের সম্পাদক মিজানুর রহমান মিজান, বাংলা সংবাদের সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, সাপ্তাহিক আলোর তরীর সম্পাদক মিকাঈল ইসলাম, সময়ের চিন্তার সম্পাদক সুলতান মাহমুদ, সিএন এন বাংলা টিভির ফতুল্লা প্রতিনিধি রাসেল ও সাংবাদিক আনোয়ার উদ্দিন মিয়ার ছেলে মনোয়ার হোসেন সানী প্রমুখ।

এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। তার মধ্যে আবুল কালাম আজাদ, ইয়াদি মাহমুদ, ফারুক আহম্মেদ রিপন, হাজী আব্দুল মোতালিব, বাদল, গোলাম কিবরিয়া খোকন, সোনিয়া দেওয়ান প্রীতি, সাজ্জাদ আহম্মেদ খোকন, এইচএম আমজাদ হোসেন মোল্লা, জসিম, মামুনুর রশিদ মুন্না, একেএম সফিউল আলম, মো. আনোয়ার হোসেন ভূইয়া, মৃদুল হাসান সম্রাট, শাহিন আহম্মেদ, মেহেদী হাসান রাসেল, ইমাম হোসেন সবুজ, মোঃ জুয়েল, জাহিদ হোসেন, আল আমিন, মনির হোসেন, জুয়েল রানা, তরিকুল ইসলাম, সাদ্দাম হোসেন মুন্না, লেলিন, মেহেদী মঞ্জুর বকুল, তাসলিমা পপি, ফাহমিদা খন্দকার এ্যামি, মেহেদী হাসান জুয়েল, লিটন হোসেন গাফ্ফার, সৌরভ হোসেন সিয়াম, কামরুল হাসান, ওয়ারদে রহমান, ও হারুন অর রশিদ সাগর, খান মাহমুদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে মৃত সাংবাদিকের পরিবার ও অসুস্থ সাংবাদিকদের সহযোগিতাসহ তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা। শুধু তাই নয় বিপদে আপদে এবং সামগ্রিক কল্যাণ মুখী কর্মসূচী বাস্তবায়নে উপস্থিত সাংবাদিকরা পজেটিভ চিন্তা ভাবনা নিয়ে আগামীর দিনগুলিতে অগ্রসর হওয়ার মত প্রকাশ করেন।

কোনো সুনির্দিষ্ট ব্যানার নয়, সকল সাংবাদিকের আন্তরিক ঐক্যবদ্ধতায় মানবিক মূল্যবোধ থেকে সমন্বিত প্রচেষ্টায় এখন থেকে বিভিন্ন কর্মসূচীসহ মানবিক সহায়তায় এগিয়ে আসবে নারায়ণগঞ্জের সর্বস্তরের সাংবাদিকরা। এমনটাই প্রত্যাশা সকলের।