২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 35

শাশুড়ীকে নিয়ে পালালেন মেয়ের জামাই

নিউজ প্রতিদিন ডটনেট : লমনিরহাটে হাতীবান্ধা উপজেলায়  শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা থানায় জামাইয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ে করেছেন শ্বশুর নাছির উদ্দিন (৫১)।

অভিযুক্ত জামাই এমদাদুল ইসলাম এনদা (৩৫) উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে তরিফ উদ্দিনের ছেলে। তিনি বড়খাতা বাজারের হাজী জামে মসজিদ এলাকার অটোরিকশা পার্সের ব্যবসা করেন।

স্থানীয়রা জানায়, প্রায় দেড় বছর আগে নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনা খুলি গ্রামের নাছির উদ্দিনের মেয়ে নাজনীন বেগম (২২) এর সাথে বিয়ে হয় অভিযুক্ত এনদার সাথে। বিয়ের পর জামাই-শাশুড়ির মধ্যে সম্পর্ক তৈরি হয় । প্রতিনিয়তই শাশুড়ী তার জামাইয়ের বাড়িতে বেড়াতে আসতেন। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে। বিষয়টি নজরে আসে স্ত্রী নাজনীনের।

এ নিয়ে স্বামীর সঙ্গে প্রায় ঝগড়া হতো তার। এ নিয়ে একদিন নাজনীনকে মারধর করে ঘরে তালাবদ্ধ করে রাখেন এনদা। এমতাবস্থায় নাজনীন ঘরের বেড়া ভেঙে পালিয়ে আশ্রয় নেন হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের এক বাড়িতে। সেখান থেকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন নাজনীন। এর মধ্যে গত ২১ জানুয়ারি এনদা তার শাশুড়িকে নিয়ে পালিয়ে যায় বলে থানায় অভিযোগ করেন তার শ্বশুর।

এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, অভিযোগ পেয়ে আমি একজন অফিসারকে ঘটনার তদন্তে পাঠিয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলে চীন ও যুক্তরাষ্ট্র যা ভাবছে

নিউজ প্রতিদিন ডটনেট :  মিয়ানমারে সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে দেশটি রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি, প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করে সেনাবাহিনী।

ভোর থেকেই রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সেনা সদস্যরা। সেনা বাহিনীর ক্ষমতা দখলের বিষয়ে মিয়ানমারের বন্ধু দেশ চীন বলছে, তারা সব দিক পর্যবেক্ষণ করছে এবং তথ্য সংগ্রহ করছে এবং পরিস্থিতির দিকেও নজর রাখছে।

মিয়ানমারের অর্থনীতিতে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে চীনের। দেশটির খনি, অবকাঠানো এবং গ্যাস পাইপলাইনসহ বিভিন্ন ক্ষেত্রে বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে চীনের।

সেনা বাহিনীর ক্ষমতা দখলের পর সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, মিয়ানমারে কী ঘটেছে, তা আমরা লক্ষ্য করেছি এবং এখন আমরা পরবর্তী পরিস্থিতি নিয়েও জানছি। চীন মিয়ানমারের প্রতিবেশী বন্ধু। আমরা আশা করি, সংবিধান এবং আইন মেনে সব পক্ষ সঠিকভাবে তাদের বিভেদ কাটিয়ে উঠতে পারবে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।

এদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতা দখল করে নেয়ার পর কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসনের দিক থেকে কঠোর বার্তা দেয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেছেন, ৮ নভেম্বরর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচত সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতাদের মুক্তি এবং বার্মার জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে বার্মিজ সামরিক নেতাদের প্রতি আহ্বান জানাই।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে মিয়ানমারের সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল পরিবর্তন করতে বা মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণে বাধা দেয়ার যেকোনো প্রয়াসের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র এবং এই পদক্ষেপগুলো পরিবর্তন না করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

বক্তাবলীতে আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদিতে আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের উদ্যোগে এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

(৩১ জানুয়ারি) রবিবার বাদ আসর ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদি আনন্দ বাজারস্থ সংলগ্ন খেলার মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের  আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সায়মন গ্রুপকে পরাজিত করে চাচা ভাতিজা গ্রুপ।

আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের সভাপতি মো. সোহরাব ভূইয়ার সভাপতিত্বে এবং মো. হালিম মাদবর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো জাহাঙ্গীর হোসেন।

ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি মো. আলমগীর হোসেন, পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয় ও আলোকিত বক্তাবলীর সভাপতি মো. নাজির হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আবু তাহের তালুকদার, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মো. রাসেল চৌধুরী , ৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ মরিয়ম বেগম, পশ্চিম চর গড়কূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. সুলতান আহমেদ ভূঁইয়া, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জামাল হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মো. মতিয়ার রহমান জজ মিয়া, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের আহবায়ক কমিটির সদস্য মো. মনির হোসেন, ধলেশ্বরী তীরে যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন , আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের সহ সভাপতি আবু তাহের জাহাঙ্গীর, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মো. চাঁন মিয়া, ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. জাকির হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক গাজীউর রহমান মোল্লা, পশ্চিম চর গড়কূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মো. শহীদ উল্লাহ। কাশীপুর তাঁতীলীগের সভাপতি আতিকূর রহমান, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য মো. ইয়াসিন, আলোকিত বক্তাবলীর সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম টিটু, এমদাদুল হক মিলন শেখ, আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের প্রচার সম্পাদক মো. লিটন।

প্রচণ্ড শীতকে উপেক্ষা করে হাজার হাজার দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন। খেলায় বিজয়ী দলকে এলইডি টেলিভিশন ও রানার্সআপ দলকে এনড্রয়েড ফোন পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের  উদ্যোগে এলইডি টিভি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়। ফাইনালে খেলায় সায়মন গ্রুপ ও চাচা ভাতিজা এই দু’টি দল মুখোমুখি হয়।

এমপি সাহেবদের সাজা হয় অন্যদেশের কোর্টে এর চেয়ে লজ্জা আর কী হতে পারে- ডা.জাফরুল্লাহ

নিউজ প্রতিদিন ডটনেট : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘‘বাংলাদেশের এমপি সাহেবদের সাজা হয় অন্যদেশের কোর্টে এর চেয়ে লজ্জা আর কী হতে পারে! ‘রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিল দাবি পরিষদ’ এর উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

আনোয়ার প্রধাণের উপর হামলা ঘটনা অত্যন্ত জঘন্য ও নেক্কার জনক–রাসেল প্রধাণ

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী স‌মি‌তির নির্বাচন (২০২১-২২) চলাকালীন সময় বিএন‌পি সম‌র্থিত আইনজীবী এড.আ‌নোয়ার প্রধান‌কে আদালত প্রাঙ্গ‌নে মারধ‌র ও উ‌ঠি‌য়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ফতুল্লা থানা মৎসজীবী দলের সভাপতি মোঃ রাসেল প্রধান তীব্র নিন্দ্রা ও ক্ষোভ জা‌নি‌য়ে‌ছেন।

বৃহপ‌তিবার (২৮ জানুয়ারী) আলাদালত প্রাঙ্গ‌নে ‌নির্বাচন চলাকালীন সময় এ ঘটনা ঘ‌টে।

এ বিষয়ে রাসেল প্রধান জনান, আজকের ‌নির্বাচন এ ঘটনা অত্যন্ত জঘন্য ও নেক্কার জনক। রাজনীতিতে এধরনের ঘটনা আওয়ামীলীগের দ্বারাই সম্ভব। তবে আমরা এই ঘটনার প্রতিবাদের ভাষা জানি। আমাদেরকে বাধ্য করবেন না তাহলে পালানোর পথ পাবেননা।

বক্তাবলীতে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর রামনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক জামাল হোসেনের উপর হামলা কারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারী) দুপুরে রামনগর বাজারে কলিমউদ্দিন রানার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন সমাজসেবক জামাল হোসেন এর উপর হামলা কারী খুনীবাবু, রাসেল, জহির, হানিফা,আলমগীর, ফারুক, আশরাফ, শরীফ, পারভেজ গংদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।নইলে এলাকায় আইন শৃংখলার ব্যপক অবনতি ঘটবে। এ ব্যাপারে তারা ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন এর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকৌশলী রিংকু, খোরশেদ আলম, আব্দুল হক, ইব্রাহিম, আনোয়ার হোসেনসহ এলাকার বিভিন্ন পেশার মানুষ।

সেলিম ওসমান চায় মতিকে চেয়ারম্যান আলীরটেকবাসী চায় নির্বাচন

নিউজ প্রতিদিন ডটনেট : আলীরটেক ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে একটি বারের জন্য আবারো মতি ও তার পরিষদকে চাইলেন সেলিম ওসমান এমপি। মতির কয়েক জন অনুসারী হৈচৈ করে উঠলেও শতশত মানুষ ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। এ বিষয়টি অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিম ওসমানের দৃষ্টি এড়ায়নি।

সেলিম ওসমান এমপি বলেন, করোনার কারনে চেয়ারম্যান ও মেম্বারগন এক বছর সময় পাননি। তাই আমি চাই আগামী নির্বাচনে মতি ও তার মেম্বাররা থাকুক।

আলীরটেক ইউনিয়ন পরিষদের উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শুক্রবার (২৯ জানুয়ারী)  আলীরটেক ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন  আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি।

এমপির এ চাওয়ায় গুটি কয়েকজন মতির অনুসারী হৈচৈ করে উঠলেও শতশত মানুষ ছিলেন নীরব। এতে প্রতীয়মান হচ্ছে তারা চান নির্বাচন। নির্বাচনে যে নির্বাচিত হবে তিনিই হবেন তাদের আগামী কর্ণধার ।

ফতুল্লার বক্তাবলীতে সবুর’মার মেলায় সংঘর্ষে আহত-১, গ্রেফতার-২

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে সবুর’মার মেলার অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে জামাল হোসেন (৩০) নামে এক যুবককে বুকে ও পেটে এলোপাথারী ছুরিকাঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে স্থানীয় সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা জামালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

সোমবার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রামনগর গ্রামে এঘটনা ঘটে। আহত জামাল হোসেন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রামনগর গ্রামের মৃত. আমির হামজার ছেলে।

এদিকে ঘটনার পরপর উল্টো আহতের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার হয়েছে হৃদয় হোসেন বাবু ও রাসেল নামে দুই ব্যক্তি। বাবুর বিরুদ্ধে কক্সবাজারের একটি থানায় মাদক আইনে মামলা রয়েছে। আর রাসেলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক মামলা রয়েছে।

এঘটনায় মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত দুজনসহ ৮ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলার বাদী আবুল হোসেন জানান, সোমবার রাতে প্রতিবেশী সলিমউদ্দিনের বাড়িতে গান বাজনার অনুষ্ঠান চলাকালে স্থানীয় মাদক ব্যবসায়ীরা এসে গানবাজনা বন্দ করার জন্য হুমকি দেয়। এসময় তার ভাতিজা শুভ (১৮) প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাকে মারধর করে চলে যায়। পরে শুভ’র চাচা জামাল শুভকে কেন মারধর করেছে তা জিজ্ঞেস করতে গেলে তাদের সাথে তর্কবিতর্কের একপর্যায়ে তার বুকে ও পেটে এলোপাথারী ছুরিকাঘাত করে সড়কের পাশে ফেলে দেয়।

এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল  হাসপাতালে নিয়ে যায়। জামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে আইসিওতে রাখা হয়। জামাল হোসেন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

বক্তাবলী ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন আতাউর রহমান প্রধাণ

নিউজ প্রতিদিম ডটনেট : আসন্ন ইউপি নির্বাচনে নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউপি’র ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আতাউর রহমান প্রধাণ। তিনি তার ওয়ার্ডের প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে তাদের যাবতীয় সুবিধা অসুবিধার খোজ খবর নিচ্ছেন এবং ভোট চেয়ে ভোটারদের মুল্যবান ভোটের মাধ্যমে পূণরায় জয়লাভের ব্যাপারে তাদের কাছে দোয়া প্রার্থনা করেন।

সরে জমিনে নির্বাচনী এলাকাতে ঘুরে দেখা যায় , বক্তাবলী ইউপি’র ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আতাউর রহমান প্রধন শিক্ষিত, মার্জিত স্বভাবের এবং সদা মিষ্টভাষী এলাকাতে ব্যাপক জনসমর্থন রয়েছে।

ওয়ার্ডের বিভিন্ন ভোটারদের সাথে আলাপকালে সাধারন ভোটাররা জানান, আতাউর রহমান প্রধাণ একজন ন্যায় পরায়ন ব্যক্তি। তার মত যোগ্য প্রার্থী পেলে আমরা সত্যিই আনন্দিত হব। কারন হিসেবে তারা উল্লেখ করে বলেন, আমাদের সুপরিচিত মুখ আতাউর রহমান প্রধাণকে আমরা সাধারন ভোটাররা বিপদে আপদে সব সময় কাছে পাই। তিনি যদি  নির্বাচনে জয়লাভ করে তাহলে আমাদের এ ওয়ার্ডের অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন বলে আমরা আশাবাদী।

তাছাড়া এলাকাবাসি ও ভোটারদের মাঝে রয়েছে তার জনসমর্থন। এলাকার সাধারন মানুষের নেই কোন অভিযোগ । এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী আতাউর রহমান প্রধাণ বলেন, আমি যদি আমার এলাকার সাধারন ভোটারদের ভোটে প্রতিনিধি নির্বাচিত হই তাহলে আমি আমার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের যাবতীয় উন্নয়ন মুলক কাজ করে যাবো।

এছাড়াও  সমাজ থেকে মাদক, ইভটিজিং, ভুমিদস্যুতা প্রতিরোধে সামাজিকভাবে ব্যাপক কাজ করে ডিজিটাল ওর্য়াড হিসেবে গড়ে তোলবো। তিনি আরও বলেন, করোনাকালে আমি ব্যক্তিগত ভাবে আমার ওয়ার্ডবাসীকে সহযোগিতা করেছি। দীর্ঘ ১যুগ যাবত দুস্থ নারী-পুরুষের মাঝে নগদ অর্থ, শীত বস্ত্র, ঈদে বিভিন্ন সামগ্রী দিয়ে আসছি তা আরো ব্যাপকতর করবো।

আমি আশাবাদী সাধারন ভোটাররা আমাকে পূণরায়  তাদের মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে তারা আমাকে তাদের সেবক হওয়ার সুযোগ দেবে। আমি যতদিন বেচে থাকবো তাদের সেবক হয়েই থাকবো।

যখনই তারা আমাকে ডাকবে আমি তাদের সেবাদানে ছুটে যাবো। আমি আমার ৩নং ওয়ার্ড ভোটারদের মুল্যবান ভোটে পুণরায় জয়লাভ করবো ইনশাল্লাহ।

শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ, প্রিন্সিপাল গ্রেপ্তার

নিউজ প্রতিদিন ডটনেট : আশুলিয়ায় এক মাদ্রাসার শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে মাওলানা তৌহিদ বিন আজহার (৫৬) নামে মাদ্রাসার এক প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। তিনি আশুলিয়ার খেজুরবাগান এলাকায় মাদ্রাসা হুরে জান্নাত ও নূরে মদিনার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

পুলিশ জানায়, আশুলিয়ায় খেজুরবাগানে একটি ভবন ভাড়া করে সেখানে মাদ্রাসার কার্যক্রম চালাতেন মাওলানা তৌহিদ বিন আজহার। ভবনটির নিচ তলায় তিনি পরিবারসহ বসবাস করতেন এবং উপরে ছাত্রী হোস্টেলসহ মাদ্রাসার কার্যক্রম চালাতেন। এক সপ্তাহ আগে গত ১৫ জানুয়ারি (শুক্রবার) দুপুরে স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেলে তিনি মাদ্রাসার ১১ বছরের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

বিষয়টি ওই শিশু তার পরিবারকে সহপাঠীদের মাধ্যমে চিরকুটে লিখে জানালে গা ঢাকা দেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তৌহিদ বিন আজহার। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে গত ২০ জানুয়ারি আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল মিরপুরের কাফরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাদ্রাসার প্রিন্সিপাল ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।