২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 85

শামীম ওসমানকে নিয়ে নৌকা প্রতিকের প্রার্থী এম এ রশীদের মনোনয়ন পত্র জমা

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে সাথে নিয়ে বন্দর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এম এ রশীদকে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২১ মে মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী পিন্টু ব্যাপারীর কাছে এই মনোনয়ন পত্র জমা দেন। এসময় জেলা,মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে।

এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাকসুদ হোসেন,মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ,জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু রহমান ভূইয়া,সহ সভাপতি চন্দন শীল,ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান,বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন,শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু ভূইয়া ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান,ফতুল্লা থানা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন,ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জুয়েল ও বাসেদ প্রধান প্রমুখ।

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারাডাইজ ক্যাবলের চার শতাধীক শ্রমিক ৫ মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে এক ঘণ্টা ফতুল্লার শিবুমার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে এ বিক্ষোভ করেন।

শ্রমিকদের নেতৃত্ব দেয়া ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়াকার্স জেলা কমিটির সাধারন সম্পাদক কবির আহমেদ রাজু জানান,কুতুবআইলে অবস্থিত প্যারাডাইজ ক্যাবলে নারী পুরুষ মিলিয়ে চারশত শ্রমিক চলতি মাসসহ ৫ মাস ধরে কোনো বেতন ভাতা পাচ্ছে না। এ বিষয়ে মালিক পক্ষ নানাভাবে সময় ক্ষেপণ করে বেতন দিচ্ছে না।শ্রমিকরা বেতন না পাওয়াতে টাকার অভাবে এই রোজার মাসে বিভিন্ন মসজিদে গিয়ে ইফতার করছে। এতে বাধ্য হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দ্রুত বেতন ভাতা পরিশোধ না করলে আরো কঠোর আন্দোলন করা হবে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান,শ্রমিকদের বু্ঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যতক্ষণ সময় সড়ক অবরোধ ছিল তাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করেছে।

প্রাণ, তীর, রূপচাঁদা, এসিআইসহ ৫২ পণ্য বাজার থেকে তুলে ধ্বংসের নির্দেশ

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় প্রাণ,পুষ্টি,তীর,রূপচাঁদা, এসিআই,ড্যানিশ,ফ্রেসসহ ৫২টি খাদ্যপণ্য ভেজাল বা নিম্নমান সম্পন্ন হিসেবে প্রমাণিত হওয়া এসব পণ্য বাজার থেকে তুলে ধ্বংসের নির্দেশ দিয়েছেন আদালত।

১২ মে রবিবার দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে এই আদেশ বাস্তবায়ন করতে বলেন তারা।

আদেশের পর্যবেক্ষণে আদালত বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সরকার এর আগে যেমন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, প্রয়োজনে ভেজালের বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা নেবে।

এর আগে ৯ মে বৃহস্পতিবার কনসাস কনজ্যুমার সোসাইটির (সিসিএস) পক্ষে হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জনস্বার্থে এ বিষয়ে একটি রিট দায়ের করেন।

আগামী ১০ দিনের মধ্যে আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এ সময় ভেজালের বিরুদ্ধে মাদকের মতো যুদ্ধ ঘোষণা করারও নির্দেশ দেওয়া হয়।

বিএসটিআইয়ের ওই প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে খোলা বাজার থেকে ৪০৬টি পণ্যের নমুনা ক্রয় করে বিএসটিআইয়ের ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১৩টি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। যার মাধ্যে ৫২টি পণ্য পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

৫২টি পণ্যের তালিকা:
১. রূপচাঁদা সরিষার তেল
২. তীর সরিষার তেল
৩. পুষ্টি সরিষার তেল
৪. প্রাণ লাচ্ছা সেমাই
৫. প্রাণ হলুদ গুড়া
৬. প্রাণ কারি পাউডার
৭. এসিআই পিউর ধনিয়া গুড়া
৮. এসিআই আয়োডিনযুক্ত লবন
৯. ড্যানিশ হলুদের গুড়া
১০. ড্যানিশ কারী পাউডার
১১. বাঘাবাড়ী স্পেশাল ঘি
১২. ফ্রেশ হলুদ গুঁড়া
১৩. মধুবন লাচ্ছা সেমাই
১৪. মিঠাই লাচ্ছা সেমাই
১৫. ওয়েল ফুড লাচ্ছা সেমাই
১৬. মেসার্স মুধবন (সিলেট) লাচ্ছা সেমাই
১৭. সান চিপস
১৮. সান হলুদ গুঁড়া
১৯. মোল্লা সল্ট আয়োডিনযুক্ত লবন
২০. মধুমতি আয়োডিনযুক্ত লবন
২১. ডুডলি নুডলস
২২. বনলতা ঘি
২৩. গ্রীণ ব্লিচিং (জিবি) সরিষার তেল
২৪. আরা ফুড ড্রিংকিং ওয়াটার
২৫. আল সাফি ড্রিংকিং ওয়াটার
২৬. মিজান ড্রিংকিং ওয়াটার
২৭. মর্ণ ডিউ ড্রিংকিং ওয়াটার
২৮. ডানকান ন্যাচারাল মিনারেল ওয়াটার
২৯. আরা আর ডিউ ড্রিংকিং ওয়াটার
৩০. দিঘী ড্রিংকিং ওয়াটার
৩১. শান্ত ফুড সফট ড্রিংক পাউডার
৩২. জাহাঙ্গীর ফুড সফট ড্রিংক পাউডার
৩৩. পিওর হাটহাজারী মরিচ গুঁড়া
৩৪. মিস্টিমেলা লাচ্ছা সেমাই
৩৫. কিং ময়দা
৩৬. রূপসা দই
৩৭. মক্কা চানাচুর
৩৮. মেহেদী বিস্কুট
৩৯. নিশিতা ফুডস এর সুজি
৪০. মঞ্জিলের হলুদ গুঁড়া
৪১. গ্রীনলেন মধু
৪২. কিরন লাচ্ছা সেমাই
৪৩. ডলফিন মরিচের গুঁড়া
৪৪. ডলফিন হলুদের গুঁড়া
৪৫. সূর্য মরিচের গুঁড়া
৪৬. জেদ্দা লাচ্ছা সেমাই
৪৭. অমৃত লাচ্ছা সেমাই
৪৮. দাদা সুপার আয়োডিনযুক্ত লবণ
৪৯. মদীনা/স্টারশীপ আয়োডিনযুক্ত লবণ
৫০. নুর স্পেশাল আয়োডিনযুক্ত লবণ
৫১. তিন তীর আয়োডিনযুক্ত লবণ
৫২. তাজ আয়োডিনযুক্ত লবণ

৬ মে বিএসটিআই কর্তৃক বাজারে এসব পণ্যে ভেজাল ধরা পড়ার পরও জব্দ না করা, সেগুলো বাজার থেকে প্রত্যাহারের ব্যবস্থা না নেওয়া ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ায় দুই মন্ত্রণালয়ের সচিব ও তিন প্রতিষ্ঠানের প্রধানকে ২৪ ঘণ্টা সময় দিয়ে আইনি নোটিশ পাঠায় ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)। কিন্তু ওই সময়ের মধ্যে জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়।

রিটে ওইসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পণ্য কেনো জব্দ করা হবে না বা বাজার থেকে কেনো প্রত্যাহার করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।

বিএসটিআইয়ের প্রতিবেদন নিয়ে ২ মে বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলন করে। এরপর ৩ ও ৪ মে বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্তে সংবাদ প্রকাশ হয়।

বক্তাবলীর উন্নয়নে সকল মানুষ সহযোগিতা করবে-এম শওকত আলী

বক্তাবলীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেছেন,দেশকে উন্নত করতে পারে শেখ হাসিনার সরকার। দেশ ডিজিটাল রাষ্ট্রে পরিণত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ রাস্তাঘাটসহ সকল স্তরে উন্নয়ন করতে হবে। সেই আলোকে এবারের বাজেট ঘোষণা করা হচ্ছে। আশা করি বক্তাবলীর উন্নয়নে সকল মানুষ সহযোগিতা করবে।

ভৌত অবকাঠামো খাতকে অগ্রাধিকার দিয়ে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণাকালে তিনি এ সব কথা বলেন। রবিবার (১২ মে) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট এ বাজেট ঘোষণা করা হয়।

শওকত আলী আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সহযোগিতার কারণে বক্তাবলীতে উন্নয়ন কাজ দ্রুত গতিতে হচ্ছে।

বাজেটে ভৌত অবকাঠামো খাতকে ভৌত অবকাঠামো খাতকে প্রথম অগ্রাধিকার দিয়ে ৩ কোটি ৬৪ লাখ টাকা বাজেট করা হয়েছে। শিক্ষা খাতকে দ্বিতীয় অগ্রাধিকার দিয়ে ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ২০ হাজার ৫শ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব নাজমুল হক সরকার, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন মাস্টার, আকিলউদ্দিন, আতাউর রহমান প্রধান, মনির হোসেন, আমজাদ হোসেন, জলিল গাজী, রাসেল চৌধুরী, ওমর ফারুক, মতিন প্রধান, মহিলা সদস্য হাজেরা বেগম, কুলসুম বেগম, মরিয়ম আক্তার, সহকারি নুর মোহাম্মদ টিটু, সমাজসেবক মুক্তিযোদ্ধা মতিউর রহমান, খোরশেদ আলম মাস্টার, নাসিরউদ্দিন মাদবর প্রমুখ।

দাড়ি রাখা, টাখনুর উপর কাপড় পড়া জঙ্গি লক্ষণ!

আজ অধিকাংশ জাতীয় পত্রিকায় ‘সন্দেহভাজন জঙ্গি সদস্য সনাক্তকরণের (রেডিক্যাল ইন্ডিকেটর) নিয়ামকসমূহ’ নামে একটি পোষ্টার ছাপানো হয়েছে। সেখানে সন্দেহভাজন জঙ্গিদের জন্য কিছু লক্ষণের কথা বলা হয়েছে। যে লক্ষণগুলো দেখলে তাকে জঙ্গি হিসেবে সন্দেহ করা যাবে। সেই সন্দেহের মধ্যে ইসলামের আবশ্যক পালনীয় দাড়ি রাখা, টাখনুর উপর কাপড় পড়াসহ বেশ কিছু লক্ষণকে জঙ্গি লক্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে।

পোষ্টারে উল্লিখিত জঙ্গি লক্ষণের মধ্যে রয়েছে- ধর্ম চর্চার প্রতি ঝোঁক; গায়ে হলুদ, জন্মদিন পালন, গান বাজনা ইত্যাদি থেকে নিজেকে গুটিয়ে রাখা; মিলাদ, শবেবরাত, শহীদ মিনারে ফুল দেয়াকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমালোচনা করা ইত্যাদি।পূর্বে এ ধরণের পোষ্টার আইনশৃঙ্খলাবাহিনী কর্তৃক প্রচারিত হলেও আজকের পোষ্টারটির নিচে ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নামে প্রকাশ করা হয়েছে। জানা যায়, ধর্মনিরপেক্ষতার স্লোগানকে ধারণ করে গত বছরের জুলাই মাসে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।

জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়ার ৪টি ধাপের কথা বলা হয়েছে পোষ্টারে। তার প্রথম ধাপেই রয়েছে- তাওহীদ, শিরক, বেদাত, ঈমান, আকীদা, সালাত, ইসলামের মূলনীতি, দাওয়া ইত্যাদি সম্পর্কে আলোচনা করা।

এদিকে ইসলামের মৌলিক রীতি নীতিকে জঙ্গিবাদের লক্ষণ হিসেবে তুলে ধরায় ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মীয় আলেম ও ওলামারা। তারা এসব বিষয় জঙ্গিবাদের লক্ষণ থেকে অপসারণের দাবি জানান।

তবে ইসলামের মৌলিক কিছু বিষয়কে জঙ্গি লক্ষণ হিসেবে তুলে ধরে বিতর্কিত কাজ করলেও সত্যিকারের কিছু জঙ্গি লক্ষণও তুলে ধরা হয়েছে পোষ্টারে। যেমন- ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকৃত নামে রেজিষ্ট্রেশন না করা; কুরআন হাদিসের অরিজিনাল কপি না পড়ে অনলাইন থেকে প্রাপ্ত নির্দিষ্ট কিছু ব্যক্তির মতামতকে প্রাধান্য দেওয়া; টার্গেট কিলিং, জঙ্গি হামলার পরিকল্পনা করা, অস্ত্র গোলাবারুদ সংগ্রহ ও ব্যবহার করা ইত্যাদি।

বেনসন ২০, গোল্ডলিফ ১৬ টাকা করার প্রস্তাব

সিগারেটের সর্বনিম্ন মূল্য ৯ টাকা করার প্রস্তাব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আসন্ন বাজেট সামনে রেখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ১০ এপ্রিল লেখা এক চিঠিতে এ প্রস্তাব করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

২০১৯-২০ বাজেটে সিগারেটসহ সব ধরনের তামাকজাত পণ্যের ওপর বিদ্যমান কর কাঠামোতে আমূল পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এতে বাজারে চলমান প্রতিটি কম দামের সিগারেটে কমপক্ষে ৪ টাকা বাড়ানোর কথা বলা হয়েছে।

এই প্রস্তাবের মাধ্যমে বেনসন ও গোল্ডলিফসহ সমমানের ব্র্যান্ডের প্রতিটি সিগারেটের দাম বাড়বে অতিরিক্ত ৮ টাকা। বর্তমানে প্রতিটি বেনসন বিক্রি হচ্ছে ১২ টাকা ও গোল্ডলিফ ৮ টাকা।

বর্তমানে বাজারে সর্বনিম্ন প্রতি সিগারেটের দাম ৫ টাকা ও উচ্চস্তরে প্রতি সিগারেট ১২ টাকা খুচরা মূল্যে বিক্রি হচ্ছে।

অপরাধী যে-ই হোক কোন ছাড় দেয়া হবে না-ওসি ফতুল্লা

নিজস্ব প্রতিবেদকঃ অপরাধীদের কোন ধরনের ছাড় দেয়া হবে না মন্তব্য করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেছেন, আমি ফতুল্লাবাসীর জন্য ভাল কিছু করে যেতে চাই, যাতে আমি চলে যাওয়ার পর ফতুল্লার মানুষ আমাকে মনে রাখে। শনিবার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আসলাম হোসেন বলেন, আমি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ভূমিদস্যুদের ব্যাপারে কোন আপোষ করবো না। অপরাধী যে-ই হোক কোন ছাড় দেয়া হবে না। পুলিশ সাংবাদিক মিলে আমরা ফতুল্লাকে একটি মডেল এবং পরিচ্ছন্ন থানা হিসেবে গড়ে তুলবো। অপরাধী দমনে সাংবাদিকের সহযোগীতা চেয়ে ওসি ফতুল্লা বলেন, এই সমাজকে অপরাধ এবং অপরাধী মুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে। সমাজের অন্যায় অপরাধগুলো লেখনীর মাধ্যমে তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।

ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন, সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্, সহ-সভাপতি এড. মশিউর রহমান শাহিন, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন,প্রচার সম্পাদক জি এ রাজু, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল,সদস্য পিয়ার চাঁন, মোঃ সেলিম হোসেন,আনিসুল হক হীরা প্রমুখ।

লেখুনীর মাধ্যমে অসঙ্গতি তুলে ধরতে হবে- মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

নীড় পাতা অন্যান্য

ফতুল্লা প্রতিনিধি:লেখুনির মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরতে হবে মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, সমাজ থেকে অপরাধ দূর করতে হলে সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে। লেখুনির মাধ্যমে সমাজের অন্যায়, অসঙ্গতিগুলো তুলে ধরতে হবে। শুক্রবার বাদ আসর ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,সাংবাদিকরা হচ্ছে জাতীর বিবেক। এই সাংবাদিক সমাজ বরাবরই দেশ ও জাতীর কল্যাণে কাজ করে আসছে। নানা প্রতিকূলতার মধ্যদিয়ে কাজ করে সমাজের অন্যায়ের বিরুদ্ধে স্বোচ্চার রয়েছে। তিনি সাংবাদিক সমাজকে সোনার বাংলা বির্নিমাণে কাজ করার আহবান জানিয়েছেন।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহিম। ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিনের সভাপতিতে এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্, সহ-সভাপতি এড. মশিউর রহমান শাহিন,সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন,নিউজ প্রতিদিন ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ,প্রেস বিডি ডট নেটের সম্পাদক বদিউজ্জামান,ফতুল্লা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল,দপ্তর সম্পাদক রফিক হাসান,প্রচার সম্পাদক জি এ রাজু,সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,সদস্য আবুল কালাম আজাদ, মাসুদ আলী,সাংবাদিক প ম আজিজ,মোঃ সেলিম হোসেন,হারুন অর রশিদ সাগর, সাবিত আল হাসান,মেহেদী হাসান রাসেল ও আনিসুল হক হীরা প্রমুখ।

বক্তাবলী পরগনার স্কুলগুলোতে এসএসসির ফল বিপর্যয় !

ফতুল্লার বক্তাবলী পরগনা অর্থাৎ বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে এ বছর এসএসসি পরীক্ষার ফল বিপর্যয় ঘটেছে। ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় এ পরগনার বক্তাবলি ও আলীরটেক ইউনিয়ন থেকে সরাসরি সংশগ্রহন করেন প্রায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান।

আলীরটেক ইউনিয়ন থেকে শেখ রাসেল উচ্চবিদ্যালয়, মোক্তারকান্দি আদর্শ উচ্চবিদ্যালয় এবং বক্তাবলি ইউনিয়ন থেকে কানাইনগর ছোবহানিয়া উচ্চবিদ্যালয়, বক্তাবলি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, নাজমুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয় ও পূর্ব চরগড়কুল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। এবারের ফল বিপর্যয় পূর্বের অন্য বছরের তুলনায় সবচেয়ে খারাপ হয়েছে বলে অভিযোগ উল্লেখিত পরগনাবাসীর।

বক্তাবলী পরগনার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে প্রায় অর্ধশত বছরের ইতিহাস। তার মধ্যে কানাইনগর ছোবহানিয়া উচ্চবিদ্যালয় অন্যতম, এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে জেলায় শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে রেকর্ড গড়েছিল। কিন্তু অর্ধ শত বছরের গর্বিত ইতিহাস এ বছর ম্লান হয়েছে এই বিদ্যালয়ের।

এবারের এসএসসি পরীক্ষায় কানাইনগর ছোবাহানিয়া উচ্চবিদ্যালয় থেকে অংশ গ্রহন করেন ২১৫ জন শিক্ষার্থী। পাস করেছে ১৬২ জন,অকৃতকার্য হয়েছে ৫৩ জন। বিদ্যালয়টির মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান কোন বিভাগ থেকেই জিপিএ-৫ আসেনি। মাত্র ৮টি এ-গ্রেড, ২৮টি এ, ৫৮টি বি গ্রেড, ৬৮জন সি গ্রেড, ৫৩টি এফ গ্রেডে উত্তীর্ন হয়েছে।

বক্তাবলি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটিও অত্র এলাকার ঐতিহ্যবাহি একটি শিক্ষা প্রতিষ্ঠান। তবে এই বছর এই বিদ্যালয়টিতেও ফলাফল বিপর্যয় ঘটেছে। বিদ্যালয়টিতে মোট পরীক্ষার্থী ছিল ৫১ জন। পাশ করেছে ৪৯ জন, অকৃতকার্য হয়েছে ২ জন, এ গ্রেড ১৭ টি,এ-২৫ টি, বি গ্রেড ৪টি, সি গ্রেড ৩ টি, এফ গ্রেড ২ টি।

নাজমুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ৩৮ জন শিক্ষার্থী। কৃতকার্য হয়েছে ১৯ জন কৃতকার্য হয়েছে ১৯ জন। বিদ্যালয়টিতে এ-৩টি,বি গ্রেড-৭টি,সি গ্রেড-৯টি,এফ গ্রেড-১৯টি। মানবিক ও ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ থেকে এ+ বা এ গ্রেড আসেনি।

বক্তাবলী পরগনার আরেকটি স্কুল চরগড়কুল উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৭৩ জন পরীক্ষার্থী। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৬২ জন। এর মধ্যে মানবিক,ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ থেকে কোনটিতে এ+আসেনি।

আলীর টেক ইউনিয়নের শেখ রাসেল উচ্চ বিদ্যালয় হতে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ১২৪ জন। কৃতকার্য হয়েছে ৫৭ জন। এ বিদ্যালয়ে ১ গ্রেড ৪টি,এ-১১টি,বি গ্রেড ১৯ টি,ডি গ্রেড ৪টি। এই বিদ্যালয়টি থেকে কোন বিভাগ থেকে এ+ আসেনি।

আলীরটেক ইউনিয়নের আরো একটি স্কুল হচ্ছে মুক্তার কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়। ৩৪৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৭৩ জন। বিদ্যালয়টিতে এ+ ১টি,এ গ্রেড-৪২টি,এ-৭৭টি,বি গ্রেড-৮৫ টি, সি গ্রেড ৬৭ টি,ডি গ্রেড ১টি । বক্তাবলী ও আলীর টেক ইউনিয়নে অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোটামোটি ভাল রেজাল্ট করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

অত্র এলাকার সচেতন মহল মনে করেন এই ফল বিপর্যয়ের কারন হিসেবে অভিবাকদের অসচেতনা। অপরদিকে বিভিন্ন স্কুলগুলোতে ম্যানেজিং কমিটি না থাকার কারনে শিক্ষকদের গ্রুপিং,অনেক প্রতিষ্ঠানে কোচিং বানিজ্যে জড়িয়ে পরার কারনে শিক্ষকরা ক্লাসে পাঠদানে মনোযোগ দিতে পারছেনা বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকা থেকে এখানে বহিরাগত শিক্ষকরা পাঠ দান করে থাকেন। কিন্তু তাদের ছেলে-মেয়েরা আর এই প্রতিষ্ঠান গুলোতে পড়ালেখা করেনা তাই শিক্ষার মানোন্নয়নের ব্যাপারে তাদের দায় আছে বলে তারা মনে করে না।

এছাড়াও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদেরও শিক্ষার মানোন্নয়নে তেমন কোন ভুমিকা না থাকার কারও ফল বিপর্যয় বলে মনে করে বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের সাধারণ মানুষ। সূত্র:(যুগের চিন্তা)

বিশেষ অভিযানে রাজধানী থেকে ২২ টন পচাঁ খেজুর জব্দ

বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীর কামরাঙ্গীরচরের বেশ কয়েকটি খাদ্য পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (০৭ মে) বেলা ১২টায় শুরু হয় এই অভিযান।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, রোজা কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নোংরা পরিবেশে নিম্নমানের বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করে নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে। পুরো মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।এদিকে রাজধানীর বাদামতলী এলাকায় বিভিন্ন খেজুরের গুদামে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ২২ টন পচা খেজুর জব্দ করা হয়।