৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 150

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ ও অঙ্গসংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :-সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ জুন) বিকালে নারায়ণগঞ্জ লিংক রোডের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে এ দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের অন্তত ২ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান। প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন প্রধান, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, সহ-সভাপতি গোপীনাথ, যুগ্ন সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ডা. আবু জাফর (বিরু), জেলা কৃষকলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. সামছুল ইসলাম, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপির সহধর্মীনী লিপি ওসমান, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমূখ।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়া ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এম শওকত আলীর শুভেচ্ছান্তে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সাদেকুর রহমান সাদেক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, হাজী রিয়াজ উদ্দিন রেনু, মতিউর রহমান বেপারী, যুগ্ন সম্পাদক বাবু কালীপদ মল্লিক, আলী হোসেন আলা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল লতিফ, থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিক প্যানেল মেয়র- আলহাজ্ব মতিউর রহমান মতি, যুগ্ন আহ্বায়ক এমএ জামান, যুবায়ের আহমেদ মনসুর, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারন সম্পাদক দুলাল প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক আশরাফুল ইমাঈল রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারন সম্পাদক হাসনাত রহমান বিন্দু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানী, ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পদক ফাইজুল ইসলামসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ এবং সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমূখ।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের পরলোকগত সকল সদস্যদের রুহের মাগফেরাত এবং জননেত্রী শেখ হাসিনা এবং একেএম শামীম ওসমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

দলমত নি‌র্বি‌শে‌ষে সক‌লের অংশ গ্রহ‌নে আলোকিত বক্তাবলী’র ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত

নারায়ণগঞ্জ: বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী বলেছেন, এলাকার উন্নয়ণে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। উন্নয়ণের ক্ষেত্রে কোন দল নেই। দলীয় বৃত্তের মধ্যে আবদ্ধ সবাইকে বেরিয়ে এসে এলাকার উন্নয়ণের জন্য একাত্ম হতে হবে।

শুক্রবার (৮ জুন) কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন-আলোকিত বক্তাবলী’র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও দলমত নির্বিশেষে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়।

কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যদি আপনি সত্যিই দূর্নীতিগ্রস্থ হয়ে থাকনে তবে স্বসম্মানে কেটে পড়েন। একজন শিক্ষকের জন্য এটা সম্মানজনক। কারণ খুব শিগগির বিদ্যালয়ে অডিটের মাধ্যমে আর্থিক অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব মতিউর রহমান।
মতিউর রহমান বলেন, যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমরা বিদ্যা অর্জন করে প্রতিষ্ঠিত হয়েছি সে প্রতিষ্ঠান এ জীর্ণদশা দেখে সত্যি খুব দু:খ লাগে। একসময় এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বের হয়ে স্বস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও এখন শিক্ষার মান নিম্নমুখি। সবাইকে মিলে বিদ্যাল‌য়ের দুনী‌র্তি‌কে প্র‌তিহত ক‌রে বিদ্যাল‌য়ের শিক্ষার সুষ্ঠ প‌রি‌বেশ ফি‌রি‌য়ে আন‌তে হবে।

সংগঠনের সভাপতি এড. আল আমিন সিদ্দিকীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-ন্যাপ নেতা এড. আওলাদ হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএন‌পির সহ সভাপতি আলাউদ্দিন বারী,বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলী‌গের যুগ্ন সাধারণ সম্পাদক শ‌ফিক মাহমুদ পিন্টু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন, সদর থানা যুবলীগ সভাপতি সালেহ আমেদ খোকন, ফতুল্লা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক আলীম উদ্দীন, ডাঃশফিউদ্দীন মিন্টু, কানাইনগর ছোবহানীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ সরকার দুলাল, সমাজসেবক আব্দুল বারেক মোল্লা,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক দপ্তর সম্পাদক মাশফীকুর রহমান শি‌শির, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যাল‌য়ের সভাপ‌তি না‌জির হো‌সেন,‌নিউজ প্র‌তি‌দিন ডট নে‌টের সম্পাদক আবুল কালাম আজাদ, বক্তাবলী ইউনিয়ন ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক ম‌হিউদ্দীন মোল্লা, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেন, রাসেল চৌধুরী, আমজাদ হোসেন, মতিন খাঁন, আতাউর রহমান, জলিল গাজী, আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রবি, ইকবাল মাহমুদ।

আ‌লো‌কিত বক্তাবলী’র সাধারণ সম্পাদক আঃ আজি‌জের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শহীদ উল্লাহ, দেলোয়ার হোসেন, ইদ্রিস দেওয়ান, সোহরাব হোসেন, মামুন, সারোয়ার ইসলাম, সমাজসেবক আকবর আলী, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাফায়েত উল্লাহ,রিপন, সাইদুর, জনি গাজী, নাজমুল, তামীম, আরিফ, রনি, ইমরান বেপারী প্রমুখ।

ফতুল্লার মুসলিমনগরে ডিস ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিস ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র করে মুসলিমনগরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ফতুল্লা থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম এ মান্নান পিটিয়ে আহত করেছে জাপা নেতা যুব সংহতির সাবেক সভাপতি ও ব্যবসায়ী আওলাদ হোসেনকে। ৬ জুন বুধবার দুপুর ১টায় নয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত আওলাদকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানাযায়, এলাকার ডিস ব্যবসাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই মান্নান-সেলিম গ্রুপ একত্রিত হয়ে আওলাদকে হুমকি দিয়ে আসছিল। দফায় দফায় তারা আওলাদের লাইনের তার কেটে ও মেশিন বক্স চুরি করেও নেয়। এসব ঘটনা নিয়ে থানায় অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের করা হয়। সম্প্রতি স্টাফদের মারধরের অভিযোগ এনে মান্নান সহ বেশ কয়েকজনকে আসামী করে মামলা করেছিলেন আওলাদ হোসেন। এ নিয়ে ক্ষুদ্ধ হয়ে উঠেন থানা ছাত্রলীগের এ সাধারণ সম্পাদক। মামলা তুলে না নিলে আওলাদের ব্যবসাসহ তাকে দেখে নেয়ারও হুমকি দেন বলে অভিযোগ উঠেছিল।

অবশেষে  দুপুরে নারায়ণগঞ্জ সদর থেকে বাসায় ফেরার পথে নয়া বাজার এলাকায় আসার পর আওলাদের উপর হামলা চালায় মান্নান ও বিল্লাল ওরফে ভাতিজা বিল্লাল। এসময় তারা আওলাদকে মাটিতে ফেলে পিটিয়ে মারাত্বকভাবে আহত করে।

আওলাদের অভিযোগ, ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে আমি বাসায় ফিরছিলাম। নয়া বাজার আসার পর কিছু বুঝে উঠার আগেই মান্নান পুর্ব পরিকল্পনানুযায়ী আমার উপর হামলা করেছে। আমি ২৩ বছর ধরে এলাকায় ডিসের ব্যবসা করে আসছি। ছাত্রলীগের এই নেতা প্রতি মাসে আমার কাছ থেকে দল চালানোর কথা বলে বখড়া নিতো। দলীয় প্রোগ্রামেও টাকা নিতো। সম্প্রতি সেলিম-সোহেলকে সাথে নিয়ে এবং এলাকার কিছু বখে যাওয়া যুবকদের একত্রিত করে ডিস ব্যবসা নিয়ন্ত্রনের চেষ্টা করে আসছিল। এ বিষয়গুলো থানায় জানানো আছে। এর আগেও তারা যখন ঝামেলা করেছে, আমি শালিষের মাধ্যমে তাদেরকে দুই দফায় ৬ লাখ টাকা দেই। আমি প্রশাসনের কাছে এ সন্ত্রাসীদের বিচার দাবী করছি।

নারায়ণগঞ্জ-৪ আসনের যোগ্য শামীম ওসমান-লিটন

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফরিদ আহমেদ লিটন।

মঙ্গলবার ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলষ্টেশন সংলগ্ন মোল্লা মার্কেটে ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমি মনে করি প্রধানমন্ত্রীর এই ঘোষণার মাধ্যমে নারায়ণগঞ্জ-৪ আসনের সর্বস্তরের মানুষের প্রাণের দাবী পূরণ হয়েছে। তাই এখন থেকেই আমরা নারায়ণগঞ্জ-৪ আসনের যোগ্য প্রার্থী সাংসদ শামীম ওসমানের শতভাগ সফলতার জন্য একত্রিত হয়ে কাজ করবো।
ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ছাদেকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুল কবির হাবীব। সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক, দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোঃ সিরাজুল ইসলাম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ, সাংস্কৃতিক সম্পাদক মিন্টু পাল, ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন দেওয়ান,ফতুল্লা ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ বাদশা শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, হাসান, রেজা প্রমুখ।

পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে-হাবিবুর রহমান বাদল

ডেস্ক নিউজঃ পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহবান জানালেন দৈনিক ডান্ডিবার্তার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান বাদল। মঙ্গলবার ডান্ডিবার্তা মঙ্গলবার দৈনিক ডান্ডিবার্তা ইফতার মাহফিলে এই আহবান জানান।

ইফতারের আগে হাবিবুর রহমান বাদল বলেন, বর্তমানে পেশাদার সাংবাদিকরা ইমেজ সংকটে পড়েছে। এর জন্য আমরাই দায়ী। সামন্য কিছু টাকার জন্য মাদক ব্যসায়ী, অপেশাদার, রাজনীতিবিদের আইডি কার্ড দিয়ে সাংবাদিক বনিয়ে দিয়ে এ পেশার মধ্যে ইমেজ সংকট সৃষ্টি করেছে। যারা সাংবাদিকতার নামে সাধারণ মানুষকে হয়রানিসহ নানা অপকর্ম করার ফলে আজ সাংবাদিকরা নানা প্রশ্নের সম্মুক্ষিন। পেশাদার সাংবাদিকরা বিভিন্ন মিথ্যা মামলাসহ বিভিন্ন ভাবে হয়রানীর শিকার হচ্ছে। আর কারণ হলো আমাদের নারায়ণগঞ্জের সাংবাদিকদের মধ্যে ঐক্য নেই।

এ সময় আরও বক্তব্য রাখেন-দৈনিক শীতলক্ষা সম্পাদক আরিফ আলম দিপু, দৈনিক সচেতন সম্পাদক কাজী ইসলাম মিয়া, দৈনিক সোজাসাপটা পত্রিকার কামরুল হাসান সোহেল, দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার প্রকাশক রাজু আহাম্মেদ, বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খান, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন-ডান্ডিবার্তার বার্তা সম্পাদক ও বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা জিএম মাসুদ, সাবেক সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও ডান্ডিবার্তা রিভাগীয় সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, প্রবীন সাংবাদিক আবুল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মাহফুজুল আলম জাহিদ, দৈনিক মানবজমিনের প্রতিনিধি নুরুজ্জামান, সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর ডালিম প্রমুখ।

না’গঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ মশিউর রহমান রনিকে সভাপতি ও খাইরুল ইসলাম সজিবকে সাধারন সম্পাদক করে ১২ সদস্যের নারায়ণগঞ্জে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাদত্রদল।

মঙ্গলবাল দুপুরে কেন্দ্রীয ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারন সম্পাদক আকরামুল হাসান এই কমিটির অনুমোদন দেন।

অপরদিকে, শাহেদ আহমেদকে সভাপতি ও মমিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

বক্তাবলির কেএসবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদের দূর্নীতির চিত্র

‘যে শিক্ষক মানুষ গড়ে/ সে কী আবার দুর্নীতি করে?’-আন্দোলনরত শিক্ষার্থীদের এ প্রশ্নের উত্তর-ই শুধু দেননি স্থানীয়দের বিস্মিত করেছেন কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। ৯ বছরের মেয়াদকালে তাঁর দুর্নীতির খতিয়ান যেন রূপকথার গল্পকেও হার মানায়।

স্কুলটির সাবেক শিক্ষার্থীদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে দুর্নীতির এ মহাকাণ্ড! অনিয়ম দূর্নীতি শিক্ষকদের কোচিং বাণিজ্যের কারণে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে। অভিযোগ উঠেছে, তিনি তাঁর মেয়দকালে ২ কোটি ৩৪ লক্ষ ৬০ হাজার ১শত ৬৭ টাকা দূর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন।

এ কারণে স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের পদত্যাগ দাবি করে বিভিন্নখাতে তাঁর দুর্নীতির খতিয়ান জনসম্মুখে প্রকাশ করার দাবি তুলেছেন-বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী ও এলাকাবাসী। এ দাবিতে এলাকায় বেশ কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে ’৯৭ ব্যাচের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের দেয়া তথ্যমতে, আমজাদ হোসেন স্কুলের পূন:ভর্তি বাবদ ৩২ লক্ষ ৭৬ হাজার, বিলম্ব অনুপস্থিত বাবদ ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, খেলাধুুলা খাতে ৯ লক্ষ ৮০ হাজার টাকা, নির্মাণ খাতে ৯ লক্ষ ৬০ হাজার টাকা, গ্রায়াচুটি বাবদ ১২ লক্ষ ৬০ হাজার টাকা, বিদ্যুৎ বিল বাবদ ৮ লক্ষ ২৮ হাজার টাকা, মিলাদ বাবদ ৮ লক্ষ ৮২ হাজার টাকা, দূস্থ: তহবিলের ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, পাঠাগারের ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, গবেষণার ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, সাংস্কৃতিক খাতে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, স্কাউটের ৬ লক্ষ ৩০ হাজার টাকা, উন্নয়নের ৬ লক্ষ ৩০ হাজার টাকা, কম্পিউটারের ৬ লক্ষ ৩০ হাজার, মসজিদ ফান্ডের ৬ লক্ষ ৩০ হাজার টাকা, অগ্রগতি পত্র বাবদ ৫লক্ষ ৬৭ হাজার টাকা, মনোগ্রাম বাবদ ৫ লক্ষ ৬৭ হাজার টাকা, এসএসসি পরিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরন বাবাদ অতিরিক্ত ২৮ লক্ষ ৩ হাজার ১ শত ৬৭ টাকা, কৃষি ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা বাবদ ৮ লক্ষ ৪০ হাজার টাকা, উপবৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সরকারি অনুদানের ৫ লক্ষ ৭৬ হাজার টাকা অর্থ আত্মসাৎ এর অভিযোগ করেন। এর প্রমাণ হিসেবে স্কুলের রশিদ ও ব্যাংক এ্যাকাউন্ট সহ নানা তথ্য-উপাত্ত্ব তুলে ধরা হয়।

 

এই বিষয়ে সামাজিক সংগঠন-আলোকিত বক্তাবলীর সাধারণ সম্পাদক আঃ আজিজ বলেন, প্রধান শিক্ষক সহ কয়েকজন শিক্ষকের লাগামহীন অনিয়ম দূর্নীতির কারণে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ধ্বংস হয়েছে। বিষয়টির বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন।

বক্তাবলী ইউনিয়ন মাদক নির্মুল কমিটির সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অর্থের বিনিময় অযোগ্য, দলীয় লোকদের নিয়োগ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে। তিনি অযোগ্যদের বাদ দিয়ে মেধাবীদের নিয়োগ দেওয়ার মাধ্যমে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান।

৯৭ ব্যাচের শিক্ষার্থী মাশফিকুর রহমান শিশির বলেন, দুর্নীতি অনিয়মের সাথে জড়িত শিক্ষকদের অপসারনই কি যথেষ্ট নয়। কারণ দুর্নীতিবাজ প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ কেউ কেউ এ পেশাকে কলুষিত করেছেন।

 

আন্দোলনরতরা জানান, আমজাদ হোসেনের পদত্যাগ, অনিয়ম, দুর্নীতির তদন্তের দাবিতে জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে শিগগির স্মারকলিপি দেয়া হবে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, এটা ঠিক নয় স্কুলে এত দূর্নীতি হয়েছে। কিছু সুবিধাবাদী লোক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাকে হেয় করতেই এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফতুল্লায় ছাত্রদলের মিছিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা মশিউর রহমান রনির নির্দেশে ফতুল্লায় বিক্ষোভ মিছিল করেন ফতুল্লা থানার ছাত্রদল নেতাকর্মীরা। শনিবার দুপুর দেড়টার দিকে ফতুল্লার ডিআইটি এলাকা থেকে ছাত্রদলের একটি মিছিল বের হয়ে ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় গিয়ে শেষ হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনির নির্দেশে ফতুল্লায় বিক্ষোভ মিছিল করেন ফতুল্লায় ছাত্রদল নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন শাহজাহান আলী, জুয়েল আরমান,কজী আরিফ,জিয়াউল হক জিয়া,শরিফ হোসেন মানিক,মেহেদি হাসান দোলন, মাহফুজুর রহমান, সঞ্চয়,রিয়াদ,শাকিল,সোহাগ, রাজু, রাজিব,সাগর,নুর মোহাম্মদ প্রমুখ।

ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার বাদ আসর আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার ও ফতুল্লা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আলী।

ফতুল্লায় বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে ফতুল্লার বহুল আলোচিত-সমালোচিত আলাউদ্দিন হাজীর অবৈধ বালুর ঘাট উচ্ছেদ করেছে বিআইডব্লউটিএ। টানা তিন দিনের উচ্ছেদ অভিযান চলাকালিন সময় ফতুল্লাস্থ গরু হাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে কয়েক দশক আগে গড়ে তোলা আলাউদ্দিন হাজীর দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার বিকেলে বিআইডব্লউটিএ এই উচ্ছেদ অভিযান চালায়।

এসময় নদীর তীর দখল করে রাখা বালুর স্তুপ ১ লাখ ৫৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এদিকে, আলাউদ্দিন হাজী বুড়িগঙ্গা নদীর তীর এবং নদীর কিছু অংশ দখল করে স্থানীয় বালু ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে মোটা অংকের টাকার হাতিয়ে নিয়েছে এমন অভিযোগ ব্যবসায়ীদের। বিআইডব্লউটিএ কর্তৃপক্ষ জানান, আলাউদ্দিন হাজী অবৈধ ভাবে নদীর তীর ভরাট করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বালু ব্যবসায়ী জানান, গত ৪ বছর পূর্বে আলাউদ্দিন হাজীর ছেলে আক্তার হোসেনের কাছ থেকে ৬ লাখ টাকা অগ্রিম জায়গা ভাড়া নিয়েছি এবং প্রতি মাসে ৬০ হাজার টাকা ভাড়া দিয়ে আসছি। আলাউদ্দিন হাজীর ছেলের নদী দখলের ব্যাপারে বিআইডব্লউটিএ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষেভ প্রকাশ করেন। এব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদের পিপিএম জানান, নদীর তীর যারা দখল করেছে তারা অবৈধ ভাবেই দখল করে ভাড়া দিয়েছে। তাদের কোন বৈধতা নেই।

এর আগে বিআইডব্লউটিএ যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন বলেন, প্রভাবশালীব্যাক্তিরাই নদীর তীর ঘেষে গড়ে ওঠা ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত ওয়াকওয়ে নষ্ট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। যারা এসবের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর আগে আলীগঞ্জে মোকাররম সরদারের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ১ লাখ টাকা জড়িমান আদায় করা হয়।

উল্লেখ্য,শ্যামপুর ও ফতুল্লার একাধিক প্রভাবশালী ব্যাক্তি বুড়িগঙ্গা নদীর তীর দখল করে দীর্ঘদিন ধরে বালু,সিমেন্ট, ইট,কয়লা, পাথরের ব্যবসা করে আসছে। এর ফলে নদীর তীরে নির্মিত ওয়াকওয়ে নষ্ট হয়ে যায়।