৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 178

নারায়ণগঞ্জে ফেসবুকে কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরআন শরিফ অবমাননা করে ফেসবুকে একটি পোস্ট দেয়ার ঘটনায় স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেছেন।

এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে দ্রুত ওই অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির বড় ভাইকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার মজিবুর রহমান ওরফে মাছ মজিবুরের ছেলে হাসান উল ইসলাম (২৯) সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে কোরআন শরিফ অবমাননা করে কয়েকটি ছবি পোস্ট করেন।

এতে ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এনিয়ে নারায়ণগঞ্জে তোলপাড় সৃষ্টি হয়। পরে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মুসল্লিরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, ইসলামী কালচার সংগঠনের কুতুবপুর ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা আবুল খায়ের। এতে উপস্থিত ছিলেন- পাগলা বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন জিহাদীসহ কয়েক হাজার মুসল্লি।

এ সময় খবর পেয়ে বিক্ষোভস্থলে হাজির হয়ে পরিস্থিতি শান্ত করতে বক্তব্য রাখেন ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন, পরিদর্শক (তদন্ত) শাহ জালাল, পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান, পরিদর্শক (আইসিটি) গোলাম মোস্তফা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।

এলাকাবাসী জানান, মাছ মজিবুরের ৫ মেয়ে ও ২ ছেলের মধ্যে হাসান উল ইসলাম সবার ছোট। ছেলেমেয়ে প্রত্যেকেরই বিয়ে দেয়া হয়েছে। হাসান উল ইসলাম ২ বছর আগে একই এলাকায় বিয়ে করেছেন। কয়েক বছর ধরে মাদক সেবন করে উশৃংখল চলা ফেরা করে আসছে।

তাকে স্থানীয়রা মাদকাসক্ত হিসেবে চিনে। রূপগঞ্জে একটি ইটভাটা ও ফতুল্লায় প্রচুর পরিমাণের অর্থসম্পদ রয়েছে মাছ মজিবুরের। বাড়ির সামনে রয়েছে একটি মার্কেট।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, বিক্ষোভ সমাবেশে গিয়ে আমি লোকজনকে শান্ত করেছি। দ্রুত হাসান উল ইসলামকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে মাছ মজিবুরের পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছে। ঘটনা সম্পর্কে জানতে হাসানের বড় ভাই হেদায়েত উল ইসলামকে আটক করা হয়েছে। তার বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ফতুল্লার নব্য গডফাতার বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টারঃ মানুষ চলাচলের রাস্তা বন্ধ করার প্রতিবাদ করায় প্রতিবাদকরী যুবক দেলোয়ারকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় অবেশেষে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়েছে। আহত দেলোয়ারের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। সিনেমা হলের টিকেট চেকার থেকে কোটিপতি বনে যাওয়া চিহ্নিত ভূমিদস্য নব্য গডফাদার রফিকুল ইসলাম টিপু অরুফে বরিশাইল্যা টিপুসহ আরো ৪জনের নাম উল্লেখ্য করে এ মামলাটি দায়ের হয়। মামলা নং ৪৭।

ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় খেয়া পারাপারের ট্রলারডুবিতে দুদু মিয়া(৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

শুক্রবার ভোর ৬টায় বক্তাবলী ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুদু মিয়া ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বক্তাবলীর এপার থেকে বক্তাবলী ওপারের ঘাটে ১১ যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি যাওয়ার পথে লঞ্চের সঙ্গে মাঝ নদীতে ধাক্কা লাগে। এ সময় ট্রলারটি ডুবে যায়। এতে সব যাত্রী সাতরিয়ে তীরে উঠলেও দুদু মিয়া ডুবে যান।

ঘটনা স্থলে যাওয়া নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ডিএডি মামুন জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে অভিযান চলছে।

 

‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষের প্রতি আইভীর কৃতজ্ঞতা

মঙ্গলবার বিকেল ৪টায় জিমখানার উন্মুক্ত প্রাঙ্গণে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, পৌরসভা থাকা কালীন ২০০৫ সালে প্রথম শহীদ মিনারে সর্বপ্রথম জনতার মুখোমুখি হয়েছিলো।পরবর্তীতে এটাকে ফলো করে অন্যান্য শহরগুলোতে এটা করা হয়েছিলো।

প্রতিবছর এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আমি প্রথমে নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ২০১৬ সালের ২২ ডিসেম্বর আমাকে নির্বাচিত করার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রেখে নৌকা তুলে দিয়েছিলেন। সে আস্থার প্রতিদান নারায়ণগঞ্জবাসী ব্যালটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে দিয়েছিলো।

তাই আমি আপনাদের এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ৯ জানুয়ারি আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। ৫ জানুয়ারি ছিলো আমাদের শপথ গ্রহণ। ৯ জানুয়ারি আমার বাসভবন থেকে আপনাদের সাথে নিয়ে হেঁটে হেঁটে নগরভবনে গিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলাম। আজকে আমার দায়িত্বগ্রহণের ১ বছর । এ ১ বছরে আমি কি করলাম এবং সামনে কি করবো তার জন্যই এ অনুষ্ঠানের আয়োজন।

২০০৩ সালে আমি যখন নির্বাচন করতে আসলাম তখন এটা পৌরসভা ছিলো। ২০০২ সালে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কি ছিলো তা আমার থেকে আপনারা ভালো জানেন। কারণ আমি এ দেশে ছিলাম না। প্রায় ১৭ বছর পর আমি দেশে এসেছিলাম। ২০০৩ সালের ১৬ জানুয়ারি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছিলাম।

অত্যন্ত নাজুক ও খারাপ অবস্থার মধ্যে ৮ বছর পৌরসভা চালিয়েছি। ২০১১ সালের ৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘোষণা করলেন। তারো ৪ মাস পর ৩০ অক্টোবর যে নির্বাচন হয়েছিলো আমি প্রার্থী ছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমি দলীয় সমর্থ আদায় করতে ব্যর্থ ছিলাম। আমার হয়তো তখন কিছু কমতি ছিলো তাই সে সময় আমি দলীয় সমর্থন আদায় করতে পারি নি। কিন্তু আমি নির্বাচন করেছিলাম প্রতিবাদ করার জন্য।

এ শহরের মানুষের জন্য। এ শহরের মানুষ যাতে মাথা উচু করে দাঁড়াতে পারে। কথা বলার শক্তি ও সাহস যেন সঞ্চয় করতে পারে তার প্রতীক হয়ে আপনাদের সাথে নিয়ে নির্বাচন করেছিলাম। আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। ৫ বছর আমি আপনাদের সেবা করেছি। অত্যন্ত প্রতিকূলতার মাঝে থেকেও এ শহরকে কাঙ্খিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমি কি করেছি আপনারা তা দেখেছেন।

মেয়র আইভী বলেন, এমন কোন জায়গা নেই। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, সাংস্কৃতিক জোট, গণ্যামান্য ব্যক্তিবর্গ, একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে ছাত্র-জনতা সকলে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি দল মত নির্বিশেষে যেমন সকলের কাজ করেছি। সবাই তেমনি আমাকে অন্তত সিটি করপোরেশনের কাজে সহযোগিতা করেছেন। আমিও কখনো দলীয় বড়াই করি নি। আপনারা আমাকে কখনো সেভাবে নেন নি। মাটি ও মানুষের আলী আহমদ চুনকার সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন।

তিনি বলেন, বন্দরবাসীর কথা না বললে চরমভাবে অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আমার বাবাকে বন্দর বাসীরা এমন ভালোই বাসতো ১৯৮৪ সালের ২৫ ফেব্রুয়ারি চলে যাওয়ার সময় দুপুর ও রাতের খাবারও এ বন্দরবাসীর সাথেই খেয়েছিলেন। ২০১১ তে বন্দরবাসী আমাকে ৯০ ভাগ ভোট দিয়েছিলেন। ২০১৬ তেও ৯০ ভাগ ভোট দিয়েছেন।

মেয়র আইভী আরো বলেন, সিদ্ধিরগঞ্জবাসীর ২০১১ সালে আমাকে ৫০ ভাগ ভোট দিয়েছিলেন। আমার জন্য সেটি ছিলো মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো। ১৯৮৪ সালে বাবা মারা যাওয়ার পর সিদ্ধিরগঞ্জবাসীর সাথে আমার তেমন যোগাযোগ ছিলো না। মুক্তিযোদ্ধারা আমার সাথে না থাকলে আমি এতো ভোট পেতাম না।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ, সাংবাদিকগণসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

কালাচানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের প্রবীন বিএনপি নেতা হাজী কালা চান (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে ও মেয়ে সহ নাতি নাতনী ও বহু আতœীয় স্বজন রেখে গেছেন।৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় বার্ধক্যজনিত কারনে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান। বাদ আছর লালমিয়ারচর চরবয়রাগাদী গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।

হাজী কালাচানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি সভাপতি সুমন আকবর ও সাধারণ সম্পাদক এ্যাড:আল আমীন সিদ্দিকী। তিনি শোক প্রকাশ করে বলেন, বিএনপি একজন একনিষ্ট নেতাকে হারালো। এই দুঃসময়ে তার মতো উদার ও ত্যাগী নেতার প্রয়োজন ছিল। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভুতি জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন কালাচানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে ২০ দলের প্রার্থীর নাম ঘোষণা শ‌নিবার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে সাত দিন আগে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী কে হচ্ছেন, তা আগামী ১৩ জানুয়ারি জানা যাবে। ওই দিন প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল মজিদের জানাজায় অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, ২০ দলের বৈঠক হয়েছে গতকাল। তারা ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়াকে দায়িত্ব দিয়েছেন। তারা জানিয়েছেন, বেগম খালেদা জিয়া যাকে মনোনয়ন দিবেন তাকে তারা সমর্থন দিবেন।

মির্জা আলমগীর বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসির (নির্বাচন কমিশন) ভূমিকা এই নির্বাচনে সেটা পরিষ্কার হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন ইসির জন্য এটা একটা পরীক্ষা। তিনি আরো বলেন, ইসি ঢাকা উত্তর সিটি করপোরেশনে একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে, আমরা আশাবাদী।

তীব্র শীতে সারা দেশে ১০ জনের মৃত্যু

তীব্র শীতে কাঁপছে দেশ। সোমবার তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াসে। সৈয়দপুরে তাপমাত্রা নেমে যায় ২.৯ ডিগ্রি সেলসিয়াসে। এসব অঞ্চলে প্রচণ্ড শীতে জনজীবন প্রায় বিপর্যস্ত। সারা দেশেতীব্র শীতে ১০ জনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ১৯৪৮ সাল থেকে আবহাওয়া অফিসে তাপমাত্রার রেকর্ড রয়েছে। দেখা যাচ্ছে ১৯৬৮ সালে শ্রীমঙ্গলে তাপমাত্রা নামে ২.৮ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু সোমবার তেঁতুলিয়ায় তাপমাত্রা শ্রীমঙ্গলের রেকর্ড ভেঙেছে।

প্রচণ্ড শীতে মানুষের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের সমস্যা। কারো ডায়রিয়া, কেউ ভুগছেন হাঁপানিতে। আবার সর্দি-কাশি খুবই সাধারণ বিষয়। কেউ কেউ ভুগছেন প্রচণ্ড মাথা ব্যথায়। হাসপাতালগুলোয় চিকিৎসকেরা সর্দি-কাশি, হাঁপানি ও ডায়রিয়ার রোগী বেশি আসছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অপর দিকে হতদরিদ্র মানুষ পড়েছেন মহাবিপাকে। অনেকে বিছানার লেপ গায়ে দিয়ে রাস্তায় বেড়িয়ে পড়েছেন। শীত নিবারণে খড় কুটিতে আগুন দিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে ধান ও পেঁয়াজের বীজতলায়।

প্রবাসী শ্রমিকদের টাকা আত্মসাৎ করে কোটিপতি বনে যাওয়া বক্তাবলীর আল-আমিন ইকবালের প্রকৃত নাম কী?

প্রবাসী শ্রমিকদের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে কোটিপতি বনে যাওয়া বক্তাবলী এলাকার রামনগর গ্রামের আল-আমিন ইকবালের প্রকৃত নাম কী? অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে দেখা যায় তার নাম “মান্নু মিয়া ইকবাল”। তার ছাপানো সাউথ এশিয়া গ্রুপ প্রাইভেট লিমিটেডের দুইটি ভিজিটিং কার্ড পাওয়া গেছে। একটিতে পদবী ব্যবহার করা হয়েছে “ম্যানেজিং ডাইরেক্টর” এবং অপরটিতে “ডাইরেক্টর”। উভয় ভিজিটিং কার্ডেই সে তার নাম লিখেছে “মান্নু মিয়া ইকবাল (Mannu Miah Iqbal)”। তাহেরা ক্যাটারিংয়ে ম্যানেজিং ডািইরেক্টর পদবী ব্যবহার করে ছাপানো ভিজিটিং কার্ডে তার নাম লিখেছে মান্নু মিয়া ইকবাল। এছাড়া, এভারশাইন প্রপার্টিজ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান পদবী ব্যবহার করে তার ছাপানো ভিজিটিং কার্ডেও আজকের আল-আমিন ইকবাল তার নাম লিখেছে “মান্নু মিয়া ইকবাল (Mannu Miah Iqbal)”। বিস্তারিত আসছে শ্রীঘ্রই। চোখ রাখুন (নিউজ প্রতিদিন ডট নেট এ)

 

প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক ফতুল্লাবাসীর জন্য উৎস্বর্গ করলেন ওসি কামাল উদ্দিন

পুলিশ বাহিনীর সর্বোচ্চ পুরস্কার পদক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সম্মাননা পদকটি ফতুল্লাবাসীর জন্য উৎস্বর্গ করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। সে সাথে সম্মাননা পদক পিপিএম পাওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে স্থাণীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, নাগরিক সমাজ এবং কমিউনিটি পুলিশের সহযোগিতা ও সহযোদ্ধাদের সর্বাত্বক সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের সুফল হিসেবে সর্ব্বেচ্য সম্মাননা পেয়েছেন বলেও ওসি কামাল উদ্দিন দাবি করেন। ওসি কামাল উদ্দিন ফতুল্লা মডেল থানায় যোগদানের পর থেকে বিভিন্ন অপারাধী গ্রেপ্তার, পিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল পরিমান মাদক উদ্ধার, জঙ্গী গ্রেপ্তার, পুলিশের ভাবমূতি উজ্জলসহ নানা ঘাত প্রতিঘাত পার করার মাধ্যমে নীরিহ মানুষের স্বার্থরক্ষার মাধ্যমে প্রভাবশালীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আইনের শাসন সৃষ্টির নজির স্থাপনসহ ফতুল্লাবাসীর অধিকার রক্ষার্থে সর্বদাই কাজ করে গিয়েছেন ওসি কামাল উদ্দিন। বুধবার সকালে নিজ কার্য্যালয়ে পুলিশ বাহিনীর সর্বোচ্চ পুরস্কার পদক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক পাওয়ার এর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এমনটাই জানান ফতুল্লা মডেল থানার অফিসার ইনর্চার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন। তিনি আরো জানান, ফতুল্লা মডেল থানায় যত দিন তিনি কর্মরত থাকবেন প্রতি সেকেন্ড ফতুল্লাবাসীর স্বার্থ এবং নিরাপত্তার জন্য জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত রয়েছেন।
প্রসঙ্গ, পিপিএম পদক লাভের নেপথ্যে ওসি কামালউদ্দিনের অক্লান্ত পরিশ্রম আর থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় অধিকতর মনযোগ ছাড়াও ছিল তার সৃষ্টিশীল কর্মকান্ডের বিশেষ কারিশমা। নারায়নগঞ্জ জেলার মধ্যে ফতুল্লা মডেল থানা এলাকা সন্ত্রাস ও মাদকের চারন ভূমি হিসাবে পরিচিত ছিল। এই ঘনবসতিপূর্ণ ও শিল্প সমৃদ্ধ এলাকাটির উন্নয়নে নারায়নগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান হাজার কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আনতে সক্ষম হলেও এলাকার সন্ত্রাস ও মাদক আগ্রাসনের কারনে তিনি নিজেই ছিলেন বেশ উদ্বিগ্ন। এ অবস্থায় ২০১৬ সনের ১৫ মার্চ ফতুল্লা মডেল থানার অফিসার ইনর্চার্জ (ওসি) হিসাবে কামাল উদ্দিন যোগদান করার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পাল্টাতে শুরু করে। থানা পুলিশের চৌকষ অফিসারদের মাধ্যমে পরিচালিত হতে থাকে পুলিশের চিরুনী অভিযান। এতে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের সিংহ ভাগ গ্রেপ্তার হয়, উদ্ধার হয় বড় বড় মাদকের চালান, অস্ত্র, লিফলেট জিহাদী বই সহ গ্রেপ্তার হয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের কয়েকজন সক্রিয় সদস্য। এ সময় পরিশ্রমী ওসি কামালউদ্দিনের দক্ষতার সাথে তাল মেলাতে গিয়ে অনেক সামারীবাজ ও ফাঁিকবাজ পুলিশ সদস্য ও কর্তাদের স্বেচ্ছায় কর্মস্থল পাল্টাতেও বাধ্য হন। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার কাজে ওসি কামাল উদ্দিন নিজ কমর্দক্ষতায় ফতুল্লার কমিউনিটি পুলিশং ফোরাম, গ্রাম পুলিশ সদস্যরা প্রতিটি এলাকায় সক্রিয় করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । ফলে এই থানা এলাকায় কমিউনিটি পুলিশং ফোরাম, গ্রাম পুলিশ এবং সচেতন মহলের সার্বিক সহযোগীয় ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিনের নেতৃত্বে এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতির দিকে ধাবিত হতে পারে। থানা পুলিশের কঠোর অবস্থানে এ পর্যন্ত তালিকাভুক্ত, শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়েছেন অনেকেই, আবার অনেক রয়েছে আতœগোপনে জেলার বাইরে, কেউ কেউ মাদক ব্যবসা স্বেচ্ছায় ছেড়ে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পন করতেও বাধ্য হয়েছে। অফিসার ইনর্চার্জ কামাল উদ্দিন মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও জঙ্গী কাযর্ক্রমের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করায় ফতুল্লা থানা এলাকায় মাদক ব্যবসায়ী, মাদক সেবী, সন্ত্রাসী কমর্কান্ড, চুরি, ডাকাতি ও জঙ্গীদের আস্তানা গুটিয়ে গেছে। অন্যান্য থানার তুলনায় ফতুল্লা মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক এগিয়ে আছে।
এতে আইন-শৃঙ্খলা উন্নয়নের ধারাবাহিকতায় জেলা পুলিশের মাসিক কল্যান সভায় একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চার্জ (ওসি) হিসাবে পুরস্কৃত হন এই চৌকষ পুলিশ কর্মকর্তা। তাঁর যোগ্য নেতৃত্বে ফতুল্লা মডেল থানায় বেশ কয়েকজন উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) নিয়মিত ভাবে জেলার শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসাবে নিয়মিতভাবে পুরস্কার পেয়েছেন এবং এই ধারা অব্যাহত আছে। এছাড়া ওসি কামাল উদ্দিন থানায় যোগদানের পর থানায় অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক উন্নয়নের দিকে মনোনিবেশ করেন। তাঁর প্রচেষ্টায় থানার প্রবেশ দ্বারে ময়লা আবজর্নার পরিবর্তে সুন্দর একটি বাগান ও মনোরম পানির ফোঁয়ারা সৃষ্টি হয়েছে। থানার অফিসার ফোর্সের জন্য একটি সুন্দর এবাদতখানাসহ বিনোদনের জন্য একটি বিনোদন কক্ষ নিমার্ন করে স্থাপন করা হয়েছে ৫৮ ইঞ্চি এলইডি টেলিভিশন। সম্প্রতি থানার ডিউটি অফিসারের রুম, কমিউনিটি পুলিশিং ও সাভির্স ডেলিভারি ডেস্ক সহ অফিসার ইনর্চার্জ এর রুম উন্নত মানের সাজসজ্জা করে থানার সার্বিক চেহারা পাল্টে দিয়েছেন। সর্বশেষ এ সকল উন্নয়ন ও সাজসজ্জার উদ্বোধনের অনুষ্ঠানটি ডিজটিাল পদ্ধতিতে আয়োজন করে পুলিশ প্রশাসনকে তাক লাগিয়ে দেন ওসি কামালউদ্দিন।

পিপিএম পদক পেলেন ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ বাহিনীর সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক গ্রহন করেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনর্চার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন। সোমবার দুপুরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই পদক গ্রহন করেন। সন্ত্রাস দমন,জঙ্গি নিধন ও মাদক নির্মূলে সাহসি ভূমিকার স্বীকৃতি হিসেবে এই পদকে ভূষিত হোন ফতুল্লা মডেল থানার এই শীর্ষ কর্মকর্তা।

নারায়নগঞ্জ জেলার মধ্যে ফতুল্লা মডেল থানা এলাকাটি এক সময় সন্ত্রাস ও মাদকের চারন ভূমি হিসাবে পরিচিত ছিল। গত ২০১৬ সালের ১৫ মার্চ ফতুল্লা মডেল থানায় অফিসার ইনর্চার্জ (ওসি) হিসাবে কামাল উদ্দিন যোগদান করেন। এরপর থেকে পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়। থানা পুলিশের চৌকশ অফিসারদের মাধ্যমে পরিচালিত হতে থাকে পুলিশের চিরুনী অভিযান। অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের সিংহ ভাগ গ্রেপ্তার হয়, উদ্ধার হয় বড় বড় মাদকের চালান, অস্ত্র, লিফলেট জিহাদী বই সহ গ্রেপ্তার হয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বেশ কিছু সক্রিয় সদস্য।
জেলা পুলিশের মাসিক কল্যান সভায় একাধিক বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চার্জ (ওসি) হিসাবে পুরস্কৃত হন এই চৌকশ পুলিশ কর্মকর্তা। তাঁর যোগ্য নেতৃত্বে ফতুল্লা মডেল থানায় বেশ কয়েকজন উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) নিয়মিত ভাবে জেলার শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসাবে নিয়মিতভাবে পুরস্কার পেয়েছেন ।

ওসি কামাল উদ্দিনের কমর্দক্ষতায় ফতুল্লার কমিউনিটি পুলিশং ফোরাম, গ্রাম পুলিশ সদস্যরা প্রতিটি এলাকায় সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার কাজে। এই থানা এলাকায় কমিউনিটি পুলিশং ফোরাম, গ্রাম পুলিশ এবং সচেতন মহলের সার্বিক সহযোগীয় ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিনের নেতৃত্বে এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতির দিকে ধাবিত হতে থাকে। থানা পুলিশের কঠোর অবস্হানে এ পর্যন্ত তালিকাভুক্ত, শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়েছেন অনেকেই, আবার অনেক রয়েছে আত্নগোপনে জেলার বাইরে, কেউ কেউ মাদক ব্যবসা স্বেচ্ছায় ছেড়ে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর কাছে আত্মসমর্পন করতেও বাধ্য হয়েছে।

অন্যান্য থানার তুলনায় ফতুল্লা মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক এগিয়ে আছে। এছাড়া ওসি কামাল উদ্দিন থানায় যোগদানের পর থানায় অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক উন্নয়নের দিকে মনোনিবশ করেন। তাঁর প্রচেষ্টায় থানার প্রবেশ দ্বারে ময়লা আবজর্নার পরিবর্তে সুন্দর একটি বাগান ও মনোরম পানির ফোয়ারা সৃষ্টি হয়েছে। থানার অফিসার ফোর্সের জন্য একটি সুন্দর এবাদতখানা তৈরি করা হয়েছে। থানার অফিসার ফোর্সের বিনোদনের জন্য একটি বিনোদন কক্ষ নিমার্ন করে স্থাপন করা হয়েছে ৫৮ ইঞ্চি এলইডি টেলিভিশন। সম্প্রতি থানার ডিউটি অফিসারের রুম, কমিউনিটি পুলিশিং ও সাভির্স ডেলিভারি ডেস্ক সহ অফিসার ইনর্চার্জ এর রুম উন্নত মানের সাজসজ্জা করে থানা সার্বিক চেহারা পাল্টিয়ে দিয়েছেন।

পেশাগত দায়িত্ব পালনে সাহসিকতা ও সেবার স্বীকৃতি সরূপ পুরস্কার হিসাবে সোমবার রাজারবাগ পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত পুলিশ প্যারেডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুলিশ বাহিনীর সবোর্চ্চ পুরস্কার পদক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক গ্রহন করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল উদ্দিন।