৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 185

ডিআরইউ নির্বাচন: সভাপতি সাইফুল, সম্পাদক শুভ

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত সৈয়দ শুকুর আলী (শুভ) হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।ডিআরইউ নির্বাচনে এবারের ভোটার সংখ্যা ১ হাজার ৫২১ জন। ১ হাজার ২৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কার্যনির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

সভাপতি পদে ৬০৭ ভোট পেয়ে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু দারদা যুবায়ের পেয়েছেন (৩৪২) ও রফিকুল ইসলাম আজাদ (২৯৩)।

সাধারণ সম্পাদক পদে ৫০২ ভোট পেয়ে সৈয়দ শুকুর আলী (শুভ) নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুরসালিন নোমানী পেয়েছেন (২৭৯), শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল) (২৫৪), রেজাউল করিম (৫৪) ও শাসছুদ্দীন আহমেদ (১৫৮)।

যুগ্ম সম্পাদক পদে ৫৪২ ভোট পেয়ে মো. মঈন উদ্দিন খান নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমরেশ রায় পেয়েছেন (৩৫৭), হালিম মোহাম্মদ (১১৪) ও মেহেদী আজাদ মাসুম (২০৯)।

সাংগঠনিক সম্পাদক পদে ৪৬১ ভোট পেয়ে নূরুল ইসলাম হাসিব নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম গাউসুল আজম বিপু পেয়েছেন (৩৫৯) ও আফজাল বারী (৪১২)।

দফতর সম্পাদক পদে ৫৮৮ ভোট পেয়ে মো. জেহাদ হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরসালিন আহমেদ পেয়েছেন (৩০৬)।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ৫৬২ ভোট পেয়ে মো. মহসিন হোসেন নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমেদ সিরাজ পেয়েছেন (৪৫৯)।

ক্রীড়া সম্পাদক পদে ৭৬৮ ভোট পেয়ে আরাফাত দাড়িয়া নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদা লিসা পেয়েছেন (৪১৮)।

আপ্যায়ন সম্পাদক পদে ৬৮২ ভোট পেয়ে কামাল উদ্দিন সুমন নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম মন্টু পেয়েছেন (৪১৯)।

কল্যাণ সম্পাদক পদে ৭৩২ ভোট পেয়ে কাওসার আজম নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. এমদাদুল হক খান পেয়েছেন (২৫১)।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল কাফি (৮৮৭), মাহমুদা ডলি (৬৩৯), জান্নাতুল ফেরদৌস পান্না (৬০২), মো. জাফর ইকবাল (৫৪১), আব্দুল হাই তুহিন (৫৩০), কামাল মোশারেফ (৫১৪) ও এস এম এ কামাল (৫০৫)। অপর তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন মোহাম্মদ সাইদুল ইসলাম (৫০১), মো. শাহাবুদ্দিন মাহতাব (৪০৮) ও এহসানুল হক জসীম (৩৭৭)।

পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আছেন সহ সভাপতি পদে গ্যালমান শফি, অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির, নারী বিষয়ক সম্পাদক পদে ঝর্ণা মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনিসুল হক ভূঁইয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী।

এর আগে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে গণধর্ষণ

সিদ্ধিরগঞ্জে মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ৭ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করেছে মেয়েটির প্রেমিক ও তার বন্ধুরা গতসোমবার (২৭নভেম্বর) রাত ভর সিদ্ধিরঞ্জের উত্তর কদমতলী এলাকায় একটি ফ্লাটে আটক রেখে ওই ছাত্রীর প্রেমিক ও তার ৫/৬ জন বন্ধু ওই মেয়েটিকে পালাক্রমে ধর্ষণকরে।এঘটনায় প্রেমিক ধর্ষক আব্দুস সালাম (৩৫)কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, ৭ম শ্রেণীতে পড়–য়া মেয়েটির সাথে মোবাইল ফোনের মাধ্যমে এক বছর ধরে সম্পর্ক চলছিল আব্দুস সালামের। প্রেমের ফাঁদে ফেলে গত সোমবার বিকাল ৪টায় মেয়েটিকে ফুসলিয়ে আব্দুস সালাম তার বন্ধু ইমরানের ভাড়া করা উত্তর কদমতলী এলাকার আব্দুল হাকিম সিকদারের ৬ষ্ঠ তলার বাড়ির ৩য় তলার পশ্চিম প¦ার্শের ফ্লাটে নিয়ে যায়। এরপর ওই ফ্লাটে রাতভর আটক রেখে আব্দুস সালাম ও তার বন্ধুরা মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৭টায় মেয়েটি বাসায় ফিরে গিয়ে তার মায়ের কাছে বিস্তারিত বললে সন্ধ্যা ৭টায় ধর্ষিতা তার মাকে সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতেই গোদনাইল এনায়েতনগর এলাকার রহমত আলী মোল্লার ভাড়াটিয়া বাড়ি থেকে আব্দুস সালামকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম। গ্রেফতারকৃত আসামী আব্দুস সালাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লাহর দর্গা এলাকার নাজিম উদ্দিনের ছেলে। সে গোদনাইল নীট কনসার্ণ গ্রুপের নিটিং সেকশনের শ্রমিক।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া বলেন, এ ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষিতা স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।

বক্তাবলী শহীদ দিবসে অসহায় শহিদ পরিবারকে সন্মাননা স্বারক প্রদান করেন বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাষ্ট

প্রেস বিজ্ঞপ্তি‍ঃ ২৯ আসে ২৯ যায়, সভা হয় সমাবেশ হয়, আলোচনা হয় প্রতিজ্ঞা হয়, শহিদ পরিবারের খবর কেউ রাখেনা। আমরাও মেডিকেল ক্যাম্প করেছি, ফুল দিয়েছি শহিদ পরিবার কি পেল? সব দিক বিবেচনায় রেখে বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাষ্ট সিদ্বান্ত নিয়েছে প্রতি বছর পর্যায়ক্রমে অসহায় শহিদ পরিবারকে সন্মাননা স্বারক প্রদান করা হবে। সেই লক্ষ্যে এবছর ৭টি পরিবারকে স্বারক সন্মাননা প্রদান করা হল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ শহিদুল্লাহ সরকারের ছোট ভাই শ্রদ্ধেয় হারুনুর রশীদ সরকার দুলাল স্যার। বিশেষ অতিথি ছিলেন শহিদ মনিরুজ্জামানের ছোট ভাই ইফতেখারুজ্জামান শাহিন।সভায় সভাপতিত্ব করেন ট্রাষ্টের সভাপতি আলামিন ইকবাল।
উপস্থিত ছিলেন জামালউদ্দিন বারী, মাওঃ মোখতার হোসাইন, লোকমান হুসাইন, এম এ মতিন, মোখতার হোসাইন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, কবি সেলিম,শাহাদাত স্বপন, নজরুল ইসলাম, সাদ্দাম কায়সার, দেওয়ান আহমেদ, নবি হোসেন, সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি দুলাল স্যার কানাইনগর হাইস্কুলের শিক্ষার মান নিয়ে ক্ষোভ ব্যাক্ত করেন। তিনি বক্তাবলি ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রোগ্রাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

যথাযোগ্য মর্যাদায় বক্তাবলি শহীদ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ১৯৭১ সালের ২৯ শে নভেম্বর বর্বর পাকিস্তানীদের হাতে নিহত ১৩৯ জন শহীদদের স্বরনে বক্তাবলি শহীদ দিবস বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন দিনব্যাপি কর্মসুচী পালন করছে। সকালে বক্তাবলির কানাইনগরে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেন বক্তাবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত আলী,জেলা পরিযদের সদ্যস্য জাহাঙ্গীর হোসেন,বক্তাবলি ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে সভাপতি আফাজ উদ্দিন ভূইয়া,সাধারন সম্পাদক কামরুল ইসলাম।ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগের সভাপতি সদর উদ্দিন,আব্দুল আলীম,আবু সাঈদ রিংকু,নাজির হোসেন,ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হেসেন। ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে বিএনপি নেতৃত্ববৃন্দ,কেন্দ্রীয় মৎস্যজীবি দলের পক্ষে মিলন মেহেদি,কানাইনগর গ্রামবাসী,কানাইনগর ছোবহানিয়া কিন্ডার গার্টেন,সমমনা,সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলি। এছাড়া কানাইনগর স্কুল মাঠে দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প,চক্ষু চিকিৎসা শিবির ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। বক্তাবলি পরগনা বাইশময়ালী ফরায়েজী জামায়তের উদ্দ্যেগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ডিক্রিরচরে।

জামায়ত শিবিরের পৃষ্ঠপোষক আলমিন ইকবালের নাম থাকায় বক্তাবলি শহীদ দিবসের অনুষ্ঠান বন্ধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলির লক্ষীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বক্তাবলির শহীদ দিবসের অনুষ্ঠান কন্ধ । ২৯শে নভেম্বর বুধবার বিকাল ৩টায় বক্তাবলি শহীদ দিবস উপলক্ষে মুক্তিযোদ্বাহত শহীদ পরিবার সংগঠনের ব্যানারে আলোচনা সভায় স্বাধীনতা বিরোধী জামায়ত শিবিরের পৃষ্ঠপোষক আলমিন ইকবালের নাম থাকায় অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম শওকত আলী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. আল আমিন সিদ্দিকী অনুষ্ঠান বয়কট করায় আয়োজক সংগঠন অনুষ্ঠানটি বন্ধ করে দেন।

জামায়াতের পৃষ্ঠপোষক আল আমিন ইকবালের নাম থাকায় আ’লীগ-বিএনপির দুই নেতার অনুষ্ঠান বর্জনের ঘোষণা

সদর উপজেলার বক্তাবলীতে শহীদ গণহত্যা দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম শওকত আলী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. আল আমিন সিদ্দিকী। অভিন্ন কারণে বিপরীতমুখি রাজনৈতিক অবস্থানের এই দুই নেতা শহীদ পরিবারের সন্তান নামের একটি সংগঠনের ওই অনুষ্ঠান বর্জন করবেন বলে জানিয়েছেন। উভয়ের অভিযোগ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করেন না আল আমিন ইকবাল নামের এমন একজনকে অনুষ্ঠানে অতিথি করা হয়েছে। আল আমিন ইকবাল শুধু স্বাধীনতা বিরোধীদের সমর্থকই নন, তিনি জামায়াতের পৃষ্ঠপোষকও।

বুধবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় বক্তাবলীর লক্ষ্মীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানটি হবার কথা রয়েছে।

এ প্রসঙ্গে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম শওকত আলী জানান, ওই ব্যক্তিটি বিভিন্নভাবে তার স্বাধীনতাবিরোধী অবস্থানের বিষয়টি পরিস্কার করেছেন। এমনকি তিনি যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। এমন একজন ব্যক্তির সাথে অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রশ্নই উঠে না। তিনি বলেন, তাছাড়া আয়োজকরা আমাকে বিষয়টি আগে অবগত করে নাই। আমি বঙ্গবন্ধু আর্দশের সৈনিক, কোন স্বাধীনতাবিরোধীর সাথে আপোষের সুযোগ নেই।

অন্যদিকে একই অভিযোগ এনে অনুষ্ঠানের আয়োজকদের ছাপানো পোস্টার থেকে নিজের নাম মুছে ফেলার অনুরোধ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. আল আমিন সিদ্দিকী। এমনকি পোস্টারে যদি নাম মুছে ফেলা না হয় তবে তিনি মামলারও হুমকি দেন।

পরবর্তীতে আয়োজকরা পোস্টারে কালো কালিতে আল আমিন সিদ্দিকীর নাম মুছে তা এলাকায় সাঁটিয়েছে বলে জানা গেছে।

অনুষ্ঠানে সভাপতি আলী হোসেন জানান, চেয়ারম্যান সাহেব (শওকত আলী) আমাদের তেমন কিছ্ ুবলেননি। আর আল আমিন সিদ্দিকীর আপত্তির কারণে তার নাম পোস্টার থেকে মুছে ফেলা হয়েছে। তিনি বলেন, আল আমিন ইকবাল কোন দল করেন, কোন আর্দশে বিশ্বাস তা আমাদের কাছে মুখ্য না। তিনি এলাকার সন্তান তাই তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত শহীদ বক্তাবলী গণহত্যা দিবস উপলক্ষ্যে প্রতি বছর ২৯ নভেম্বর নানা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো।

রাজনীতিতে একজন বয়াতি ওবায়দুল কাদের-রিজভী

“দেশের রাজনীতিতে একজন বয়াতির আবির্ভাব হয়েছে। তিনি হলেন ওবায়দুল কাদের।তিনি গান গেয়ে যাচ্ছেন।মানুষ শুনছে কি শুনছে না, তা দেখছেন না।তিনি বলেছেন, বিএনপি খাদের কিনারে দাঁড়িয়ে আছে।আমি বলতে চাই, আপনারা কিসের কিনারে? ফুলের বাগানের কিনারে? যেখানে পড়লে শিউলী ও বেলী ফুলের ওপর পড়বেন? না তা নয়।আপনাদের একটা ছোট্ট ধাক্কা লাগলে সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়ে পড়ে যাবেন, যেখান থেকে আর উঠতে পারবেন না।” বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘ইতিহাসে দুই ধরনের নাম থাকে। নায়ক আর খলনায়ক। তবে আপনার (প্রধানমন্ত্রীর নাম) নাম থাকবে ফেরাউন, এজিদ, হিটলার, মীর জাফরের নামের পাশে। আপনি কত গুম, খুন ও অপহরণ করেছেন, কত মায়ের কোল খালি করেছেন, তার জন্য আপনার নাম ইতিহাসের খলনায়কদের পাশে থাকবে। অপরদিকে এদেশে গণতন্ত্রের জন্য নাম থাকবে খালেদা জিয়ার।যিনি গণতন্ত্রের জন্য লড়াই করে টিকে আছেন, বলেন রিজভী।

রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আইইবি মিলনায়তনে সোমবার সন্ধ্যায় তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-বিএনপি সভাটির আয়োজন করে। ঢাকা মহানগর উত্তর-বিএনপি’র সাধারণ সম্পাদক আহ্সান উল্লাহ হাসানের সঞ্চালনায় এবং সিনিয়র সহসভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল বাশার।

সৌদি আরবের দ্বিতীয় শীর্ষ ধনী গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল মিডল ইস্ট আইয়ের মতে, প্রিন্স বিন তালালের গ্রেপ্তারের বিষয়টি বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। আল-আমৌদির গ্রেপ্তারের ঘটনাটিও যথেষ্ট গুরুত্বের দাবিদার। কারণ তিনি অবরুদ্ধ হওয়ায় পুরো একটি দেশের অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়তে পারে। ইথিওপিয়ায় কৃষি খাত ও হোটেল ব্যবসা থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত প্রায় প্রতিটি খাতেই বিনিয়োগ রয়েছে ‘দ্য শেখ’ নামে পরিচিত আল-আমৌদির। আফ্রিকার দ্রুত উন্নয়নশীল এই দেশে তাঁর বিনিয়োগ ঠিক কত, তা ধারণা করা কঠিন।

এক বিশ্লেষকের মতে, ইথিওপিয়ায় আল-আমৌদি ৩৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছেন, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৭ শতাংশ। ২০১৩ সালে পরিচালিত শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ইথিওপিয়ায় এই ধনাঢ্য সৌদি নাগরিকের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোয় ১ লাখের মতো মানুষ কাজ করেন। দেশটির বেসরকারি খাতে মোট কর্মজীবী মানুষের সংখ্যার তুলনায় এই সংখ্যা ১৪ শতাংশ। বিশ্বব্যাংকের বিশ্লেষকেরা বলেছেন, ইথিওপিয়ার উন্নয়নের গতি দ্রুততর হওয়ায় গত চার বছরে এই সংখ্যা আরও বেড়েছে।

গ্রেপ্তারের পর থেকেই ইথিওপিয়ার সংবাদমাধ্যমগুলোর প্রথম পাতার খবরে পরিণত হয়েছেন আল-আমৌদি। তিনি গ্রেপ্তার হওয়ার কয়েক দিনের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী হেইলেমারিয়াম দেসালেন সংবাদ সম্মেলন করেন। এতে তিনি বলেন, আল-আমৌদি গ্রেপ্তার হওয়ায় ইথিওপিয়ায় তাঁর বিনিয়োগে প্রভাব পড়বে না। তবে ইথিওপিয়ার বিনিয়োগ কর্তৃপক্ষের এক কর্মকর্তা অবশ্য মনে করছেন, তাঁর দেশের অর্থনীতি শুধু আল-আমৌদির বিনিয়োগের ওপর নির্ভরশীল নয়।

যুক্তরাজ্যে আল-আমৌদির মুখপাত্র টিম পেনড্রি বলেছেন, এই ধনাঢ্য ব্যক্তির গ্রেপ্তারে সৌদি আরবের বাইরে তাঁর বিনিয়োগে এখনো প্রভাব পড়েনি। (সূত্র: প্রথম আলো)

বক্তাবলীর গৃহবধু মনি হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নারায়নগঞ্জ সদর উপজেলার চরবক্তাবলীর মো‍ঃ হোসেন আলীর মেয়ে গৃহবধু ফাতেমা আক্তার মনির হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেন। রবিবার (২৬নভেম্বর) সকাল ১১টায় নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিতহয়।

মানববন্ধনে ফাতেমা আক্তার মনি’র বাবা মো‍ঃ হোসেন আলী বলেন,মনি’র নেশাগ্রস্থ স্বামী মো.আশিক চান,শ্বশুর মো.আওলাদ হোসেন,শ্বাশুড়ি,ননদরা মিলে আমার মেয়েকে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে অন্যত্র চলে যায়। আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে ফতুল্লা মডেল থানা পুলিশ গড়িমসি করে কিন্তু ঘটনার ৩/৪দিন পরে একটি নামমাত্র মামলা নেয় পুলিশ। সেই মামলায় আসামী ধরতে পুলিশের তেমন কোন অগ্রগতি নেই। অথচ মামলার আসামীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে যাচ্ছে। আমি আমার মেয়ে ( ফতেমা আক্তার মনি) হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতারের আবেদন করছি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন,বক্তাবলী ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি মো.আলআমিন ইকবাল,সহসভাপতি মো.জামালউদ্দিন বারী,দৈনিক জন্মভুমি পত্রিকার সম্পাদক মন্ডলীর উপদেস্টা মো‍ঃ রফিকুল ইসলাম জীবন,মো‍ঃ মতিউর রহমান ফকির,বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো‍ঃ সুমন আকবর,নারায়নগঞ্জ কলেজের সাবেক ভিপি মো.আলমগীর হোসেন,আলীরটেক ইউপি মেম্বার মো‍ঃ ইকবাল হোসেন মাহমুদ,নিহত ফাতেমা আক্তার মনি’র ভগ্নিপতি মো‍ঃ মোক্তার হোসেন প্রমুখ।

সাংবাদিক সেলিম মুন্সির মায়ের মৃতুূতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তিঃ ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য সেলিম মুন্সির মা রাশিদা বেগম(৬৭) রোববার ভোর সাড়ে ৭টায় ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাব গভীর শোক জানিয়েছে। শোকবার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন,সাধারন সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি এড.শশিউর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু, প্রতিষ্ঠাতা সদস্য এ আর মিলন, মনির হোসেন, মাসুদ আলী,সহিদুল ইসলাম সহিদসহ ক্লাবের নেতৃবৃন্দ।