৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 209

জেলা যুবদলের মিছিলে পুলিশের বাধা

শহর প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় চার্জশীট দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বের হওয়া বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আর্ট কলেজের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি ডিআইটিস্থ আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেনসহ অন্তত ৫ জন আহত হয়েছে। পরে পুলিশ জেলা যুবদলের ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক ও জেলা যুবদলের নেতা মোঃ রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহআলম মুকুল, সাদেকুর রহমান, শহীদুল ইসলাম টিটু, জাকির হোসেন বাবুল, জুয়েল আহমেদ, মাসুদুর রহমান, নুরে ইয়াসিন নভেল, ইসমাইল খাঁন, আতাউর রহমান, মোঃ আঃ কাইউম প্রধান,  সালাউদ্দিন মোল্লা, শহীদুর রহমান স্বপন, মোঃ স্বপন চৌধুরী, জাহের আলী, মোঃ দুলাল, জুম্মন সরকার, মোঃ ইকবাল হোসেন, মোঃ আলমগীর, মোঃ লাভলু, মোঃ সাইফুল, মোঃ মনির হোসেন প্রমুখ।

খালেদার বিরুদ্ধে ষড়যন্ত্র কাজে আসবে না-অনু

স্টাফ রিপোর্টার
২০১৫ সালের ৩ ফেরুয়ারি কুমিল­ার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের একটি নৈশকোচে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৮ যাত্রী নিহত হন। এঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ নেতার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। পুলিশের দেয়া চার্জশিটের প্রতিবাদে নিন্দা জানিয়েছেন বারবার কারা নির্যাতিত আড়াইহাজার উপজেলা বিএনপির নেতা ও সাবেক বিআরডি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল কারাগার থেকে মুক্তিলাভের পর আবারও তাকে জেলগেট থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির এই নেতা।

বৃহম্পতিবার স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে অনু বলেন, বিএনপির চেয়ারপাসন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। আওয়ামীগ সরকার, বিএনপিকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি বলেন, কুমিল­ার চৌদ্দগ্রামে একটি মিথ্যা মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তিনবারের প্রধানমন্ত্রী ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। অবিলম্বে ‘মিথ্যা মামলা’ ও চার্জশিট প্রত্যাহারের জোর দাবি জানান।

এসময় অনু বিবৃতিতে আরো উল্লেখ করেন, উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন  পেয়ে ৬ মার্চ  সন্ধ্যায় কারাগার থেকে মুক্ত হওয়ার সময় হাবিব উন নবী খান সোহেলকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। তিনি সোহেলকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদসহ নিঃশর্ত মুক্তির দাবি করেন। তিনি অবিলম্বে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করার জোর দাবী জানান।

মহানগর যুবদলের মিছিলে পুলিশের হামলা

শহর প্রতিনিধি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে কুমিল্লায় মিথ্যা মামলায় চার্জশীট দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল ঘোষিত বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বৃহস্প্রতিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নগরীতে প্রধান ব্যানিজিক এলাকা নিতাইগন্জ্ঞের  আলাউদ্দিন খান সিটি ষ্টেডিয়ামে বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিলটি  বের হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগর ভবন,মন্ডলপাড়া ও ডিআাইটি বানিজ্যিক এলাকা অতিক্্রম করে দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে গেলে পুলিশ মিছিলে লাঠি চার্জ শুরু করে।পুলিশী বাধা পেড়িয়ে মিছিলটি এগিয়ে গেলে পুলিশী হামলায় যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ.যুবদল নেতা জুলহাস,মনির,আল-আমিন,ইউনুছ খান বিপ্লব,পিন্টু ,আফতাব, সুমন,শহীদ ও এড.ভাসানী সহ ১০ জন আহত হয়।এসময় আহত অবস্থায় আহবায়ক খোরশেদকে টেনে হিছড়ে নিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা তাকে ছিনিয়ে রাখে।
বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে আলাউদ্দিন খান সিটি ষ্টেডিয়ামে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক সানোয়ার হোসেন বলেন,দেশ এখন পুলিশী রাষ্ট্রে পরিনত হয়েছে।সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই মামলা দিয়ে হয়রানি করছে।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর খোরশেদ বলেন, কুমিল্লায় মনগড়া মিথ্যা মামলায় অভিযোগপত্র দেয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাতীয়তাবাদী শক্তিকে ধংস  করার জন্য হীন ষড়যন্ত্র ও কূটকৌশলের নিরবচ্ছিন্ন অংশ হিসেবে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে কুমিল্লায় মনগড়া মিথ্যা মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে। এ সরকার ও তাদের প্রভুদের নীলনকশার অংশ হল খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় অভিযোগপত্র দাখিল। তৈমূর আরো বলেছেন,খালেদা জিয়াকে বন্ধী করে আওয়ামী লীগ চায় এদেশে স্থায়ী বাকশালী একদলীয় শাষন কায়েম করতে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার সকল ষড়যন্ত্র নসাৎ করে গনতন্ত্র পুনুরুদ্ধার করবে ইনশাল্লাহ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক রানা মুজিব, মাসুদ রানা,সরকার আলম,মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার হোসেন আনু, আকতার হোসেন খোকন শাহ, সাগর প্রধান, জুয়েল রানা,সাগর প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সহ-সভাপতি সেলিম মিয়া, সোহেল খান বাবু,পনির হোসেন,হুমাযুন,মাহাবুবু,আকতার হোসেন,সজীব খন্দকার, বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, বোরজাহান, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন,সহ-সভাপতি গাজী মনির,যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পিন্টু,জাহাংগীর আলম,ইন্জিনিয়ার শামছুল হক,নুরু মিয়া,মোঃইব্রাহিম,ফয়সাল মাহমুদ,হাফেজ রহিম,মন্জু মিয়া,বোরহান, মহানগর যুবদল নেতা রিটন দে, ইউনুছ খান বিপ্লব,আব্দুর রহমান, মাহাবুব হাসান জুলহাস, ইসলেউদ্দীন ইসা,সরকার লিমন মোঃশহীদ,মোঃমিঠু আহম্মেদ, ওসমান গনি, আল আমিন খান, মুহিন আহম্মেদ রিপন, মহিদ্দিন শুভ,দেলোয়ার হোসেন দেলু, সরকার মুজিব,আল-মামুন,জানে আলম দুলাল,আফতাবউদ্দিন  সহ কয়েকশত নেতাকর্মীদের নিয়ে এ শোডাউন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের জন্মদিন পালন

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের জন্মদিন পালন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতাকর্মিরা। বুধবার সন্ধ্যায় শহরের সিজলিং চাইনিজ রেষ্টুরেন্টে মনোরম পরিবেশে তাঁর জন্মদিন পালন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসনের শুভ জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন তার সহধর্মীনী রাজিয়া সুলতানা, চেয়ারম্যানের বিশেষ সহকারি ডা: কামরুল হাসান সরকার, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মাসুম আহম্মেদ সুমন,সাধারন সম্পাদক রিয়াজ আহম্মেদ রিপন, সাংগঠনিক মো: মুস্তাহিদ খান,যুগ্ম সম্পাদক সোহেল মাহমুদ, কাউয়ুম মন্ডল, জুয়েল, সামছুল হক, আ: আজিজ, রাজিব, কাওসার মাহমুদ, বশির, ইঞ্জিনিয়ার বাবু প্রমুখ।

সস্তাপুরে নাগিনা জোহার মৃত্যুবাষির্কী পালন

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের রতœগর্ভা মা ও ৫২ এর ভাষা সৈনিক বেগম নাগিনা জোহার প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে ফতুল্লার সস্তাপুরে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। সকাল বেলা কোরআন খতম থেকে শুরু করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নাগিনা জোহার আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
মঙ্গলবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ সস্তাপুর এলাকায় আওয়ামীলীগ নেতা মজিবুর রহমানের আয়োজনে নাগিনা জোহার মৃত্যুবাষির্কী পালনে দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মরহুমার বিদেহী আত্মার মাহগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ফজলুল কাদের জীবন, আনোয়ার হোসেন, মুসলিম প্রধান, জহির আহম্মেদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ফতুল্লা থানা শাখার সভাপতি জুয়েল আহম্মেদ, সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক, রুহুল আমিন, যুগ্ম সম্পাদক রতন, হ্নদয়, রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মধ্য সস্তাপুর জামে মসজিদের ইমাম ফেরদৌসুর রহমান।
নাগিনা জোহার মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সাইফউল্লাহ বাদল বলেন, নাগিনা জোহা মৃত্যুর পর আমরা যারাই আওয়ামীলীগের রাজনীতি করি তারা ওনার অভাব অনুভব করছি। কারন উনি আমাদের সব সময় উৎসাহ দিতেন। নাগিনা জোহা শুধু ওসমান পরিবারের স্ত্রীই ছিলেন না তিনি নারায়ণগঞ্জবাসীর গর্ব ছিলেন। দেখতে দেখতে তার মৃত্যুর একটি বছর পার হয়ে গেলো। আমরা মরহুমার বিদেহী আত্মার মাহগফেরাত কামনা করছি।

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সভা

রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কমিউনিটি পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া মারুফ শারমিন স্মৃতি পাঠাগারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রূপগঞ্জ থানার কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ  মোজাম্মেল হক ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ’গ’ অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এমদাদুল হক , হাজী এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল এন্ড কলেজের প্রধান উপদেষ্টা মোঃ শহিদুল্লাহ ভুইয়া, কমিশনার বিএম আতিকুর রহমান, আনোয়ার হোসেন, রাসেল সিকদার , সরোয়ার হোসেন রাছেল, মাহাবুবুর রহমান মেহের, ইঞ্জিনিয়ার মনির , অলিউল্লাহ মিজি, তাইজদ্দিন, মান্নান ভুইয়া, মোফাজ্জল হোসেন ভুইয়া, শিল্পি আহম্মেদ, রুজিনা, লিলি আক্তার, শাহানা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাদক ও জঙ্গি নির্মূল করতে প্রশাসনের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি ও  যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। এলাকাবাসীর সহযোগিতা ছাড়া মাদক ও জঙ্গি নির্মূল করা শুধু কমিউনিটি পুলিশের বা প্রশাসনের পক্ষে সম্ভব নয়।

আমি ভোটের আশায় কাজ করি না: শামীম ওসমান

ফতুল্লা প্রতিনিধি
আলীগঞ্জ খেলার মাঠকে একটি মিনি স্টেডিয়ামে রুপান্তরিত করার জন্য যা কিছু করা প্রয়োজন, আগামীতে তাই করা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান। সোমবার ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত ৫ম শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, খেলার মাঠ শুধু আলীগগঞ্জ বাসীর দাবী নয়, এটা আমাদের সকলেরই প্রাণের দাবী। এই মাঠে একটা সময় বহু অপকর্ম সংঘঠিত হতো। আমি বলেছিলাম এখানে একটি মিনি স্টেডিয়াম করা হবে। যাতে করে ছেলে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি বিনোদনের জন্য খেলার মাঠ পায়। কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে এই মাঠ এলাকার বিষয়ে বহু তথ্য পৌছেছে। এখানে একটি সরকারি প্রকল্প করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো। বর্তমানে বিষয়টা কিছুটা জটিল হয়ে পড়েছে। তবে এই মাঠকে মিনি স্টেডিয়ামে রুপান্তর করার জন্য যা কিছু প্রয়োজন আমি তাই করবো।
শামীম ওসমান আরো বলেন, আমি ভোটের আশায় কাজ করি না। আমার আগে যেই ব্যক্তি এখানে সংসদ সদস্য ছিল, সে কোন কাজ করেনি। এখনও বহু রাস্তাঘাট সংস্কারের কাজ বাকি রয়েছে। আর দ্রæতই তা সম্পন্ন করতে হবে।
সভাপতির বক্তব্যে আলীগঞ্জ ক্লাবের সভাপতি ও শ্রমিক নেতা আলহাজ্ব কাউছার আহমেদ বলেন, এক সময় এই মাঠে মাদক সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হতো। এই মাঠটি কিছু অসামাজীক ব্যক্তি প্রায় দখল করে রেখেছিল। আমি এলাকার মুরুব্বি ও যুবকদের নিয়ে এটিকে দখল মুক্ত করেছি। যাতে করে ছেলে মেয়েরা খেলা ধূলার জন্য একটি মাঠ পায়। তবে আমি প্রথমে এই মাঠকে স্টেডিয়াম করার চিন্তাও করিনি। এই স্বপ্ন দেখিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি এই মাঠের বিষয়ে মন্ত্রীদের সাথে আলোচনা করেছেন। কিন্তু একটি মহল এখানে ভবন নির্মানের নামে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। কিন্তু এখানে ভবন নির্মান হলে মাঠের পরিবেশ নষ্ট হবে কিনা তা জানতে চেয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট ১ মাসের মধ্যে প্রতিবেদন চেয়েছে মাননীয় হাই কোর্ট। মূলত এই মাঠ আলীগঞ্জ তথা নারায়ণগঞ্জ বাসীর প্রাণের দাবী হয়ে দাঁড়িয়েছে। তাই নারায়ণগঞ্জবাসীর এই প্রাণের দাবী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তিপক্ষের নিকট আবেদন জানিয়েছেন কাউছার আহমেদ পলাশ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কে.ইউ আকসির, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: তানভীর আহমেদ টিটু, সহ সভাপতি এ.জেড.এম ইসমাইল (বাবুল), বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মো: ফারুখ আহমেদ, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন, শ্রমিক নেতা শাহাদাৎ হোসেন সেন্টু প্রমূখ।

সোনারগাঁয়ে অসহায় বৃদ্ধার দায়িত্ব নিলেন নূরে আলম খাঁন

সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁয়ের সনমান্দী পূর্বপাড়া গ্রামের পঁচাত্তুর বছরের অসহায় বৃদ্ধা রূপবাহারের আজীবন দেখাশুনার দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী নূরে আলম খাঁন। পুলিশ ও উপজেলা প্রশাসনের পর জনপ্রতিনিধিদের মধ্যে তিনিই সর্বপ্রথম রূপবাহারের পাশে দাঁড়ালেন।
জেলা পরিষদের সদস্য হাজী নূরে আলম খাঁন জানান, তিনি স্বামী ও সন্তান হারা অসহায় বৃদ্ধা রূপবাহারের মৃত্যু পর্যন্ত অন্ন, বস্ত্র ও চিকিৎসাসহ যাবতীয় দেখভালের দায়িত্ব নিয়েছেন। গত রোববার রূপবাহারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দিয়েছেন। এছাড়া জেলা পরিষদ থেকে প্রাপ্ত প্রথম মাসের সেলারির অর্ধেক টাকা (সাড়ে ১৭ হাজার) তিনি নিজের মা ও বাকি অর্ধেক টাকা বৃদ্ধা রূপবাহারকে দিবেন।
হাজী নূরে আলম খাঁন আরো জানান, বৃদ্ধা রূপবাহারের দেখাশুনার জন্য তিনি একজন সার্বক্ষনিক সেবিকা রেখে দিবেন এবং রূপবাহারের মাসিক যাবতীয় খরচের টাকা তার দেখাশুনার দায়িত্বে নিয়োজিত সনমান্দী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের নেতৃত্বে গঠিত চার সদস্য বিশিষ্ট কমিটির কাছে প্রদান করবেন।
উল্লেখ্য, সোনারগাঁয়ের সনমান্দি পূর্বপাড়া গ্রামে বসবাসরত পঁচাত্তুর বয়সের অসুস্থ বৃদ্ধা রূপবাহার দাম্পত্য জীবনের ৮ বছরের মাথায় স্বামী ময়জুদ্দিন ও এর তিন বছর আগে একমাত্র সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে যান। পৃথিবীতে আপন বলতে কেউ না থাকলেও স্বামীর রেখে যাওয়া ২ শতাংশ ভিটে-মাটিকেই শেষ আশ্রয়স্থল হিসেবে মেনে নেন রূপবাহার। রোদ, বৃষ্টি আর শীতকে উপেক্ষা করে ঝুঁপড়ির ভিতরে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন ছিল তার। গত ২৭শে জানুয়ারী জুম্মার নামাজের সময় রূপবাহারের বাড়ির পার্শ্ববর্তী সনমান্দি জামে মসজিদে মাদক ও জঙ্গী বিরোধী জনসচেতনতা মূলক এক আলোচনায় অংশগ্রহণ করেন সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম আজাদ। এ সময় তিনি অসুস্থ রূপবাহার সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে তার পাশে দাঁড়ান। চিকিৎসার পাশাপাশি নিজের চাকুরির ভবিষ্যৎ তহবিল (জিপিএস) ফান্ডের জমানো প্রায় ৫০ হাজার টাকা তুলে বৃদ্ধা রূপবাহারের জন্য সুন্দর একটি টিনের ঘর নির্মান করে দেন। ক্রয় করে দেন আসবাবপত্র ও ফার্নিচার। গত রোববার আনুষ্ঠানিকভাবে তাকে উক্ত ঘর ও আসবাবপত্র বুঝিয়ে দেয়া হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য হাজী নূরে আলম খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সদর উপজেলায় প্রশাসন-জনপ্রতিনিধিদের মতবিনিময়

ফতুল্লা প্রতিনিধি
সদর উপজেলায় কর্মরত প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক রাব্বি মিয়া।  এসময় সদর উপজেলার বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। সদর উপজেলার পরিচিতি ও কার্যক্রমের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীন জেবিন বিনতে শেখ। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, ফাতেমা মনির,গোগনগর ইউপি চেয়ারম্যান নওশেদ আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) শাহ জালাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ।

সংবাদ সম্মেলন করে সব বলে দেব-আইভী

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীসেলিনা হায়াৎ আইভী নগরীর যানজট নিরসন ও হকারসহ সব সমস্যা সমাধানে প্রশাসন সহযোগিতা না পেলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।  সোমবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা একপেশে কাজ করছেন। সিটি করপোরেশনকে সহযোগিতা করছেন না। আমি নারায়ণগঞ্জবাসীকে সেবা দিতে না পারলে চলে যাব। তার আগে সংবাদ সম্মেলন করে সবার বিষয়ে বলে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র কাছে জমা দেব।’
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ত্বকী হত্যা নিয়ে যখন কথা বলেছি, তখন শহর ঠিক ছিল। আমি কথা বললে দলীয় লোকজন বলে সরকারবিরোধী। আর এখন চার বছর ধরে কোনও কথা বলি না, তাই সব কিছুই অগোছালো। আমি কারও টাকা খাই না, কথা বলতে ভয় পাই না। যখন বলব, তখন সংবাদ সম্মেলন করে সব বলে দেব।’ তিনি আরও বলেন, ‘সরকারি সব দফতর জনসেবার জন্য। দেশের ৬৪টি জেলায় রাজনৈতিক কোন্দল ও প্রতিযোগিতা রয়েছে। কিন্তু এত কিছুতেও অন্য জেলায় প্রশাসনের সব কর্মকর্তা কাজ করেন। কিন্তু নারায়ণগঞ্জে আসলে সবাই স্তব্ধ হয়ে যায় কেন? নারায়ণগঞ্জে প্রচণ্ড রাজনৈতিক প্রভাব আছে। কিন্তু জেলার ডিসি, এসপি চাইলে অবশ্যই সব করতে পারেন। এ জন্য নিজের ইচ্ছাই যথেষ্ট।’
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ পুলিশের নয়, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কাজ। তারাই এর জন্য কাজ করছে। তারপরও পুলিশ গত ১ বছরে ১৫০টি মাদক মামলা ও ৫০০ মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।’ নারায়ণগঞ্জ শহরের যানজট ও হকার উচ্ছেদসহ বিভিন্ন সমস্যার বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ওয়াসা, বিআরটিএ ও গণপূর্ত বিভাগসহ সব প্রশাসনিক দফতরের সঙ্গে ওই সভার আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলররা। এছাড়া আরও উপস্থিত ছিলেন র‌্যাব ১১ এর কোম্পানি উপ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ, জনস্বার্থ প্রকৌশলের নারায়ণগঞ্জ জেলার সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগ নারায়ণগঞ্জ জেলার সহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ক্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমানর হাবিব প্রমুখ।