২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 214

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে টুলু মিয়া (৫০) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে রৌমারী সীমান্তের ধর্মপুরে এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফের গুলিতে সিফাত (৩৫) নামে আরো এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

দাঁতভাঙাগা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম জানান, ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা সাত কড়াবাড়ি সীমান্তের ১০৫৫ ও ১০৫৬ নম্বর আন্তর্জাতিক পিলারের মাঝামাঝি স্থানে পৌঁছলে ভারতের গোধূলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান কাউয়ারচর এলাকার টুলু মিয়া। আর গুলিবিদ্ধ সিফাতকে উদ্ধার করে অপর সহযোগীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন।

বিজিবির দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাসান এ হত্যান্ডের কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বঠৈকের জন্য চিঠি পাঠিয়েছেন।

ফতুল্লার বক্তাবলীতে ৩ ইট ভাটার জরিমানা ৩০ লাখ টাকা

ফতুল্লার বক্তাবলীতে ৩ টি ইট ভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ফতুল্লার বক্তাবলী ইউনিউনের পূর্ব গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন সদর দফতরের ম্যাজিষ্ট্রেট মোসাদ্দেক মেহেদী ইমাম ও তার সহযোগিতায় জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম।

অর্থদন্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো-আওলাদ হোসেনের একতা ব্রির্কস, বদিউল আলমের নারায়ণগঞ্জ ব্রিকর্জ, আয়নাল মোল্লার আয়নাল ব্রির্কজকে ১০লাখ করে মোট ৩০লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, নিষিদ্ধ সনাতন পদ্ধতিতে ইটের ভাটা পরিচালনা এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় ১০লক্ষ টাকা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসময় ৩টি প্রতিষ্ঠানই সাথে সাথে জরিমানা পরিশোধ করেছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি কি ঝুলে গেল?

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি কি ঝুলে গেল? এমন প্রশ্ন দলটি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। জেলা আওয়ামী লীগের সভাপতি আ: হাইসহ দলের একাধিক সূত্র থেকে জানানো হয়েছে পূর্নঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে জমা দেয়া হয়েছে এবং আগামী ২/৩দিনের মধ্যে তা ঘোষণা দেয়া হবে। কিন্তু এই ২/৩দিন কবে শেষ হবে তার কোন নিশ্টয়তা পাচ্ছে না কর্মীরা। যে কারণে জেলঅ আওয়ামী লীগের আহবায়ক কমিটির কথা বারবার স্মরণ করতে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। নাজমা রহমান সভাপতি আর শামীম ওসমান সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের পর নতুন করে কমিটি গঠনের ব্যাপারে যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি দীর্ঘ ১যুগ পার করেছে। কিন্তু নতুন করে জেলা কমিটি গঠন করতে পারেনি আহবায়ক কমিটির দায়িত্বশীল কর্মকর্তারা। বর্তমান তিন সদস্যের কমিটি বেলায় একই ঘটনার পূনারাবৃত্তি ঘটতে যাচ্ছে এমন ধারনা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। আরদিকে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকায় দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে পারছে না। সাংসদরা নিজ নিজ এলাকার উন্নয়ন কাজে ব্যস্ত থাকলেও জেলা ও মহানগর কমিটির নেতারা দল সাংগঠনিক ভাবে আরো বেশী শক্তিশালী করতে তেমন কোন ভূমিকা পালন করছে না এমন অভিযোগ খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদের। অভিযোগ রয়েছে, বিভিন্ন সেক্টর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে জড়িয়ে পরারও। অনেক নেতা ক্ষমতার দাপটে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। ভাগ্য পরিবর্তনের দৌড়ে লিপ্ত রয়েছে কথিত কয়েক ডজন নেতা। তবে যারা দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা তারা সব সময়ই পর্দার আড়ালেই থেকে যাচ্ছে। তাদের খোঁজ নিচ্ছে না কেউ। আর এ নিয়ে খোদ আওয়ামী লীগের তৃনমূলে চাপা ক্ষোভ বিরাজ করছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পূর্ন্গা কমিটি কবে ঘোষণা হবে এ নিয়ে দলের ভেতরে চলছে নানা জল্পনা-কল্পনা। জেলা আওয়ামী লীগে পদ প্রত্যাশি নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও জেলা কমিটির বিষয়টি বেশ আলোচিত হয়ে উঠেছে। দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী মনে করছেন জেলা কমিটি পূর্নাঙ্গ রূপ লাভ করলে মাঠ পর্যায়ের কমিটিগুলেঅও নতুন করে পূর্নগঠন প্রক্রিয়া শুরু হবে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের উপর নির্ভর করছে দলটি আগামীদিনের ভবিষ্যত। ক্ষমতায় থাকাকালীন সময়ে যদি দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে না পারে তা হলে আগামীতে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদেও এর জন্য মাশুল গুনতে হবে। আর যারা পদ পদবী ব্যবহার করে দলের জন্য নয়, নিজের ভাগ্য বদলে লিপ্ত রয়েছে তারা ঠিকই তাদের অবস্থানে ভাল থাকবে এমন অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের। কর্মীদের মতে, টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার উন্নয়ণ কাজে ব্যস্ত সময় পার করছে। কিন্তু এ কাজে সাধারন কর্মী কিংবা পদহীন নেতারা অংশ নিতে পারছে না। পকেট ভারী হচ্ছে নেতাদের। আর কর্মীদের চলছে দূর্দিন। এ নিয়ে জেলার শীর্ষ নেতাদের প্রতি কর্মীদের ক্ষোভ বাড়ছে। এসব কাজে স্বজন প্রীতিরও অভিযোগ রয়েছে। ফলে আওয়ামী লীগের অনেক নেতা যেমন আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে, একই ভাবে শীর্ষ নেতাদের স্বজনদেরও পকেট ভারী হচ্ছে বলে আওয়ামী লীগে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ। এছাড়া দলের কিছু নেতা জনপ্রতিনিধি হতে নানা ভাবে চেষ্টা অব্যাহত রেখেছে। যে কারণে দলকে সাংগঠনিক ভাবে এগিয়ে নিতে কেউ উদ্যোগী হচ্ছে না। তবে আওয়ামী লীগকে আরো বেশী শক্তিশালীকরতে জেলা কমিটিকে পূর্নাঙ্গ রূপ দেয়ার পাশাপাশি মাঠ পর্যায় থেকে পূর্নগঠন প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধামহল।

উন্নয়ণ হবেই – ডাঃ সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র  বলেছেন, উন্নয়ণ হবেই, জনগন চাইলেও হবে, না চাইলেও হবে। আমার নেশা ও পেশা শুধু কাজ আর কাজ। আমার কাছে সকল কাউন্সিলররা সমান। কে কোন দলের সেটা জানার দরকার নেই। প্রতিটি ওয়ার্ডে সমানভাবে কাজ করতে চাই। কাউন্সিলররা যে দলেরই হোক প্রত্যেককে জনগনের উন্নয়নে দলমতের উর্ধ্বে থেকে কাজ করতে হবে। আমি আওয়ামীলীগ করি নৌকার প্রার্থী এটা মূল বিষয় নয়। আমি আইভি, আপনাদের, জনগনের। তাই সকলের জন্য সমানভাবে কাজ করবো। সিটি করপোরেশন আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে চলে তাই আপনাদের কাজ করতে চাই।

মঙ্গলবার বিকেল ৫ টায় ৮নং ওয়ার্ডে সিটি কর্পোরেশনের নিজস্ব ভূমিতে ৯তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও ওয়ার্ডবাসীর গনসর্ম্বধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুক, ২নং ওয়ার্ড কাউন্সিল ইকবাল হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, আলহাজ্ব শাহ আলম, সাদেকুর রহমান সাদেক, মহানগর আওয়ামীলীগের সমাজকল্যান সম্পাদক কাজী আতাউর রহমান গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ বারি, সাধারন সম্পাদক শাহ আলম, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ড বীর মুক্তিযোদ্ধা শাহ জাহান ভূঁইয়া জুলহাস, সমাজ সেবক ইসমাঈল মাদবর প্রমূখ।

তিনি আরো বলেন, শুধু নৌকার ভোট নয়, দল মত নির্বিশেষে সকলের ভোটে আমি জয়ী হয়েছি। আমি আপনাদের দোয়া চাই। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি মিছিল মিটিং করার চেয়ে কাজ করতে ভালোবাসি। সব সময়েই কাজের কথা আমার মনের ভেতরে থাকে। আমি দুই ঘন্টা বসে না থেকে এই দুই ঘন্টা সিটি বাসীকে নিয়ে ভাবতে চাই। সিটি করপোরেশনের সেবা জনগনের ধার গোঁড়ায় পৌঁছে দিতে চাই।

এ সময় সিদ্ধিরগঞ্জের জলাবদ্ধতা নিরসনে মেয়র আইভী বলেন, সিদ্ধিরগঞ্জের এ সমস্যা ৪০/৪৫ বছরের সমস্যা। এ সমস্যা নিরসনে সরকার সাড়ে ৫শত কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়েছে। অচিরেই এর কাজ শুরু হবে। সেনাবাহিনী এ প্রজেক্ট নিয়ে কাজ করবে। পাশাপাশি আমরা ১শত ৫০ কোটির টাকার প্রকল্প হাতে নিয়েছি। ৩নং ওয়ার্ড থেকে ৭ নং ওয়ার্ড পর্যন্ত ডিএন্ডডি খালের উন্নয়ন করা হবে। খালকে পরিবেশ বান্ধব করাসহ পর্যটন এলাকা করা হবে।

তিনি আরো বলেন, কাজ করার অনেক বাঁধ,া তারপরও আপনাদের সহযোগীতায় আপনাদেরকে নিয়েই সকল বাধা উপেক্ষা করে উন্নয়েন কাজ করে যাচ্ছি। এর আগে ১৪ কোটি টাকার ব্যয় করে ওয়ার্ডে ওয়ার্ডে লাইট পোষ্ট দেয়া হয়েছে। যা দিয়ে পুরো নগর আলোকিত করা যায়নি। আগামী আরো ল্যাম্প পোষ্ট স্থাপন করা হবে।

আইভী বলেন, ৮নং ওয়ার্ডের ডিএন্ডটি খাল দিয়ে দুষিত বর্জ্য অপসারন বন্ধে সিটি করপোরেশন কোন পদক্ষেপ নিতে পারছেনা। এলাকাবাসীর স্বার্থে এ নিয়ে পরিবেশ অধিদপ্তরের সাথে আলোচনা করা হবে। তবে এলাকাবাসী চাইলে তাদের সাথে নিয়ে ওই সব কলকারখানায় যাবো। দুষিত বর্জ্য নির্গমনের পথ বন্ধ করার ব্যবস্থা নিবো।

এর আগে উদ্বোধনী বক্তব্যে ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, ৮নং ওয়ার্ডে ২৪ কোটি টাকার বিনিমিয়ে নিজস্ব ভূমিতে ৯তলা ভবন নির্মাণ হচ্ছে। এতে আধুনিক সকল সুবিধা থাকবে। পাশাপাশি এ ওয়ার্ডে উন্নয়নের জন্য মেয়র মহোদয় যদি বরাদ্ধের দিকে নজর দেয় তাহলে ওয়ার্ডে জনগন তাদের কাঙ্গিত সেবা পাবে।

অবৈধ গ্যাস বৈধ করার দাবিতে ও গ্যাস বিচ্ছিন্নতার প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস বৈধ করার দাবিতে ও গ্যাস বিচ্ছিন্ন করার চেষ্টার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মিছিল, টায়ারে অগ্নিসংযোগ করেছেন। এসময় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসা তিতাস গ্যাস কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে। মঙ্গলবার বিকেলে উপজেলার বরপা এলাকায় ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে জোবি সোনারগাঁও জোন যাত্রামুড়া শাখার উপ-মহাব্যবস্থাপক ফয়জার রহমান, ব্যবস্থাপক মোমেন তালুকদার, সহ-প্রকৌশলী আসাদুজ্জামান আজাদের নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহযোগীতায় বরপা এলাকার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসেন।

এসময় বিতরণ লাইনের বাল্প থেকে গ্যাস বন্ধ করে দেয়া হলে পুরো এলাকাজুরে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের খবর ছড়িয়ে পড়ে। পরে পাড়া-মহল্লায় মাইকিং করে এলাকাবাসীকে জুরো হতে বলা হয়। এক পর্যায়ে শত শত নারী-পুরুষ লাঠিসোটা নিয়ে তিতাস গ্যাস কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়া করে। ধাওয়ায় অভিযানে আসা তিতাস গ্যাস কর্মকর্তা-কর্মচারীরা হামলার আশঙ্কায় পালিয়ে যায়। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি অবৈধ গ্যাস বৈধ করে দেয়ার।

অবৈধ গ্যাস বৈধ করে দেয়ার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল শুরু করেন। এসময় সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুদ্ধরা সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেয়। পুলিশ প্রশাসন বিক্ষুব্ধদের বোঝানোর চেষ্টা করেন।

পরে স্থানীয় পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম, রাসেল শিকদার ও রফিকুল ইসলাম মনিরসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ এলাকাবাসীকে শান্তনা দেন। এছাড়া অবৈধ গ্যাস বৈধ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করবেন বলে আশ^স্থ্য করলে বিক্ষুব্ধরা শান্ত হয়ে মহাসড়ক থেকে সড়ে যান।

এদিকে, ঘন্টা ব্যপী সড়ক অবরোধের ফলে সড়কের উভয় পাশে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার এলাকাজুরে যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হন যাত্রীসাধারন থেকে শুরু করে বিভিন্ন মালবাহী যানবাহনের চালকরা।

এ বিষয়ে জোবিঅ সোনারগাঁও জোন যাত্রামুড়া শাখার ব্যবস্থাপক মোমেন তালুকদার বলেন, বরপা, মাসাবো, কর্ণগোপ, মৈকুলীসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে বিতরণ লাইন স্থাপন করে বাসাবাড়িতে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন এলাকাবাসী। এতে করে তিতাস গ্যাস কোম্পানি শত শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকাবাসী তিতাস গ্যাস কর্তৃপক্ষের উপর হামলা চালানোর চেষ্টা চালায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ফতুল্লায় পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

ফতুল্লায় ৫ কেজি ১শ’ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ঝালকাঠি জেলার কীর্তিপাশা এলাকার বাবুল খানের স্ত্রী মোসাঃ হোসনে আরা (৩৮) এবং কুমিল্লার আড়াইউড়া এলাকার আব্দুল করিম বারেকের ছেলে মোঃ আবুল কালাম (৩০)।

সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় ফতুল্লার শাহ জাহান রোলিং মিল এলাকা সংলগ্ন মুন্সী ভিলা লোকমান চেয়ারম্যান’র বাড়ি থেকে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ নূরুল আলম তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করেন।

এসআই মোহাম্মদ নূরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সী ভিলার ৪র্থ তলার পূর্ব পাশের ফ্ল্যাট থেকে ৫ কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোসাঃ হোসনে আরা ও মোঃ আবুল কালামকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।’

সাত খুন মামলার ফাঁসির দন্ড-প্রাপ্ত আসামি মাগুরায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি সার্জেন্ট এনামুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার সকালে তাকে মাগুরা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।এনামুল কবির মাগুরার শালিখা উপজেলার কাতলি গ্রামের ইমারত হোসেন মোল্লার ছেলে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ৭ খুনের ঘটনার পর থেকে এনামুল কবির পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শালিখা থানায় আসার পর থেকে গ্রেফতারে সোর্স নিয়োগ করা হয়।

অবশেষে রোববার গোপন সূত্রে খবর পেয়ে বেলা ১১টার দিকে শহরের ভায়নামোড় এলাকা থেকে এনামুল কবিরকে গ্রেফতার করা হয়।তাকে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর বিষয়টি নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট আদালত ও পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর ছয়জনের এবং পরদিন অপর জনের লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে। ওই ঘটনায় নিহত হন নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম।

আরাফাত সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৭ মার্চ

তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মার্চ দিন ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত প্রতিবেদনের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া খান তদন্ত প্রতিবেদন দাখিল না করায় সময়ের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

সানি বর্তমানে এ মামলায় কারাগারে আটক রয়েছেন। ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে সানির জামিন শুনানির জন্য দিন ধার্য আছে। এদিকে সানির বিরুদ্ধে মামলার বাদী নাসরিন সুলতানা আরো দুটি মামলা করেন।

গত ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলায় একদিনের রিমান্ড ভোগ করেছেন সানি।

সুরঞ্জিতের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সংবিধান রচয়িতাদের অন্যতম ও দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রবিবার এক শোকবার্তায় খালেদা জিয়া বলেন, স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক হিসেবে তাঁর রাজনৈতিক জীবনে দেশমাতৃকার মুক্তির জন্য সুরঞ্জিত সেনগুপ্ত যে অবদান রেখেছেন তা জাতি কোনদিন ভুলবেনা। তিনি একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ ও দেশের মানুষের অধিকারের পক্ষে সবসময় সোচ্চার থেকেছেন। সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন জাতীয় রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে গণমানুষের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রেখে বহুমাত্রিক গণতান্ত্রিক রাজনীতি ও সামাজিক অগ্রগতির পক্ষে ছিলেন বলিষ্ঠ কন্ঠস্বর। দেশের স্বাধীকারের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। আমাদের রাষ্ট্রীয় সংবিধান প্রণয়নে একজন অন্যতম রচয়িতা হিসেবে তাঁর ভূমিকা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

অপর এক শোকবাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরঞ্জিত সেনগুপ্তকে দেশের স্বাধীনতা যুদ্ধের একজন অনন্য সংগঠক ও প্রথিতযশা রাজনীতিক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ছিলেন মনেপ্রাণে একজন খাঁটি রাজনীতিবিদ এবং জাতীয় সংসদে একজন সুদক্ষ পার্লামেন্টারিয়ান।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের রাষ্ট্র গঠনে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের অনন্য ভূমিকা এদেশবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দু:সময়ে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের মতো একজন বর্ষিয়ান নেতা পৃথিবী থেকে বিদায় নেওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে এক বড় ধরণের শুন্যতার সৃষ্টি হলো।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত এর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সংবিধান রচয়িতাদের অন্যতম ও দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত রবিবার ভোরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মেয়র মীরু ও নাসিরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার ঘটনায় পৌরমেয়র ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু এবং কে. এম নাসির উদ্দিনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার দুপুরে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাদের বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ-৬ (শাহজাপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন সাংবাদিকদের এ তথ্য দেন।

হাসিবুর রহমান স্বপন বলেন, সকালে ১০টার দিকে এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আমরা জরুরি বৈঠকে শুরু করি। সেখানে সর্বসম্মতিক্রমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

হাসিবুর রহমান জানান, এখন এ সিদ্ধান্ত জেলা কমিটিতে পাঠানো হবে। কমিটি অনুমোদন দিলে তা কেন্দ্রে পাঠানো হবে।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, সাবেক এমপি চয়ন ইসলাম, আওয়ামী লীগের প্রবীণ নেতা ডা. ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আজাদ রহমান প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে শাহজাদপুর পৌরমেয়রের শটগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল গুরুতর আহত হন। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

শুক্রবার দুপুরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যু সংবাদ শুনে নানি রোকেয়া বেগম (৭০) ওই দিন সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।