২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 81

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান ভিপি বাদলের

শেখ হাসিনার নির্দেশ ‘ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’ শ্লোগান দিয়ে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল।

তিনি বলেন, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু নিয়ে হতাশা হওয়ার কোন কারণ নাই। আমরা নিজেরা একটু সচেতন হলে এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না। আমাদের জানতে হবে এবং বুঝতে হবে কোথায় থেকে এডিস মশা বংশবিস্তার করে।বাড়ির পাশে ময়লা আবর্জনা, বাড়ির ছাদে জমে থাকা পানি এবং ফুলের টপসহ বিভিন্ন ধরনের টপে জমে থাকা পানি থেকে এডিস মশার বংশবিস্তার হয়। আর এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। তাই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান করেন তিনি।

বুধবার (৩১ জুলাই) দুপুরে কাশিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্দ্যোগে মশকনিধন ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল বলেন, বঙ্গবন্ধুর আমলে ট্রেন দিয়ে মশার ঔষধ দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মশা নিধনে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। সারা দেশে মশা নিয়ে সচেতনা বৃদ্ধি করা হয়েছে। দেখেন আজ শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্ন কর্মসূচির পালন করা হচ্ছে।

তিনি বলেন, তাই আমরা নিজেদের বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখি এবং সবাইকে বলি তারা যেন তাদের আঙ্গিনা পরিস্কার রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালনে আমাদের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেন ডেঙ্গু প্রতিরোধে সবাই কাজ করেন।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর পরিচালনায় মশক নিধন ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহিদুল হক খোকন, প্রচার সম্পাদক মোমেন শিকদার, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম এ সাত্তার, কাশিপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক খোকা, কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন, কাশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য পলাশ, যুবলীগ নেতা জাহাঙ্গীর, সেলিম, মনির হোসেন, সাইদুর, জুয়েল প্রমুখ।

মশক নিধন ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ মশা নিধন ফগার মেশিন দিয়ে কাশিপুর এলাকায় যেখানে মশার ঔষধ ছিটান। এছাড়াও এলাকার সবাইকে সচেতন হওয়ার জন্য আহবান করা হয়।

পাপ করে কিছু লোক খেসারত দিতে হয় পুরো জাতিকে-শামীম ওসমান

নিউজ প্রতিদিন: ডেঙ্গু জনিত ভাইরাস থেকে মুক্তি লাভে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ৭টি ইউনিয়ন পরিষদে ফগার মেশিন ও মশক নিধন ঔষধ বিতরণ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। মঙ্গলবার বিকেল ৩টায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একেএম শামীম ওসমান বলেন, আমরা হাতিরঝিল থেকে সুন্দর করবো কিন্তু সেখানে ময়লা ফেলবে তা হবেনা। এর পূর্বে এক জায়গায় ময়লা ফেলেছিলো সেখানে পার্ক তৈরি করা হয়েছে কিন্তু এখনো ময়লা ফেলা কমেনি। এ মশা আমরা নিজেই তৈরি করছি। দেশে যখন পাপাচার বেড়ে যায় তখনই ঐ দেশে গজব নেমে আসে। পাপ করে কিছু লোক তার খেসারত দিতে হয় পুরো জাতিকে। ২০১৩ সাল থেকে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় ২৪ জন ডাক্তার আছেন যারা প্রতিমাসে বেতন নিচ্ছেন কিন্তু আশ্চর্য যে এ দুটি হাসপাতালই নেই। আমি এ ব্যাপারে সংসদে বলবো। জোরা তালি দিয়ে বাংলাদেশ গড়তে চাইনা। সবার আগে
নিজেকে বদলাতে হবে। নিজের দায়িত্বটা নিজের পালন করতে হবে। তাহলেই আমাদের দেশ সুন্দরভাবে গড়ে উঠবে।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, এনায়াতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, গোগনগর ইউপি চেয়ারম্যান নেওশদ আলী, ফতুল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, আলীরটেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, কাশীপুর ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমূখ।

নারায়ণগঞ্জে বাগানবাড়ী,জয়নাল ট্রেড ও কাশেমের বেলী টাওয়ার ভাঙল রেলওয়ে

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জের চাষাড়ায় রেল স্টেশনের দুই পাশে অবৈধভাবে দখলে রাখা প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসময় রেললাইনের পাশে অবৈধভাবে গড়ে উঠা রেস্তরাঁ বাগানবাড়ি পুরোটাই গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও আলোচিত আল জয়নাল ট্রেড সেন্টার ও কাশেম জামালের বেলী  টাওয়ারের কিছু অংশও ভেঙে দেয়া হয়।

সোমবার (২৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়৷ আরো উপস্থিত আছেন বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল (ঢাকা) এস্টেট অফিসার নজরুল ইসলাম ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ৷ উচ্ছেদ কার্যক্রম বিকাল পর্যন্ত চলে৷

এছাড়া ও চাষাড়া রেলগেইটের দুই পাশে ফুলের দোকান, মিষ্টির দোকান, ও রেস্তোঁরা সহ চায়ের দোকান ও উচ্ছেদ করা হয় । অনেক দিন থেকে প্রভাশালীদের চাঁদা দিয়ে রেলওয়ের জায়গা দখলকরে এখানে ব্যাবসা পরিচালনা করে আসছিল তারা ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, রেলওয়ের জায়গায় যে সব অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদে অভিযান চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ । পর্যায়ক্রমে রেল লাইনের দুই পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

দু’টি কলার মূল্য ৪৪২ টাকা

চোখ কপালে ওঠার মতোই খবর বটে। মাত্র দুটি কলার দাম ৪৪২ টাকা। একটি হোটেলের বিলে এমনটাই উল্লেখ করা হয়েছে, যা দেখে চমকে গেছেন ক্রেতা। অভিযোগও করেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে বলিউড অভিনেতা রাহুল বোসের সঙ্গে। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে জানিয়েছেন যে, চণ্ডীগড়ের একটি পাঁচতারা হোটেলে রয়েছেন তিনি। দারুণ স্যুট। সেই স্যুটের ছবিও দেখালেন তিনি। খুব সুন্দর করে সাজানো। তবে বিপাকে পড়েছেন কলা অর্ডার করে। দুটো কলা দেওয়া হয়েছে। সঙ্গে বিল, যা দেখে একেবারে হতবাক তিনি। কলার দাম ৪৪২ টাকা।

বিলে লেখা আছে ফুড প্ল্যাটার। যার আসল দাম ৩৭৫ টাকা। ৩৩ টাকা করে দুটি জিএসটি। সব মিলিয়ে কলা দুটি যাকে বলে একেবারে মহামূল্যবান। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই হইচই শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

ফলে দ্রুতই ওই হোটেলের বিরুদ্ধে জিএসটি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Kola-(2)

চণ্ডীগড়ের শুল্ক বিভাগের ডেপুটি কমিশনার ও ট্যাক্সেশন কমিশনার মনদীপ সিং ব্রার অবৈধভাবে জিএসটি নেওয়ার জন্য জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের বিরুদ্ধে তদন্ত করেন। দুটি কলার দাম কেন ৪৪২ টাকা নেওয়া হলো, তা তদন্ত করে দেখা হয়।

তদন্ত শেষে শুল্ক ও কর বিভাগ থেকে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে ওই হোটেলের জন্য। অবৈধভাবে কর নেওয়ার জন্য শাস্তিস্বরূপ এ জরিমানা ধার্য করা হয়েছে।

মনদীপ সিং ব্রার জানিয়েছেন, অভিনেতার পোস্ট করা ভিডিও দেখেই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ফলে কীভাবে ওই হোটেল জিএসটি নিল, সেটা খতিয়ে দেখেছেন তারা। পাশাপাশি অন্য কোন কোন খাবারে এই হোটেল অবৈধভাবে জিএসটি নিচ্ছে, সেটাও তদন্ত করে দেখেছেন।

সাংবাদিকরা অপরাধীদের মুখোশ উন্মোচন করতে পারে-আনোয়ার হোসেন

নিউজ প্রতিদিন: অনেক অপরাধী রাজনৈতিক নেতাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে মন্তব্য করে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, অনেক অপরাধী নিজেকে শীর্ষ নেতাদের কাছের লোক পরিচয় দিয়ে অপরাধ করছে। এসব অপরাধীদের মুখোশ উন্মোচন করতে পারে একমাত্র সাংবাদিকরাই। শনিবার বিকেলে ফতুল্লা প্রেস ক্লাবে “ নারায়ণগঞ্জের খবর২৪ ডটকম” উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না। এই আয়নার মাধ্যমে ভাল-মন্দ দিকগুলো আমরা দেখবো। সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে সমাজের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। লিখনীর মাধ্যমে সমাজের অন্যায়,অপরাধ জুলুম দূর করা সম্ভব। তিনি সুষ্ঠুধারার সাংবাদিকতার চর্চার আহবান জানিয়ে বলেন, বস্তুনিষ্টু সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠায় শরীক হতে হবে। তিনি সরকারের উন্নয়ণ মূলক কর্মকান্ড তুলে ধরার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদল বলেন, অনুসন্ধানী সাংবাদিকতাকে গুরুত্ব দিতে হবে। বর্তমানে অনুসন্ধানী সাংবাদিকতা নেতাই বললেই চলে। নারায়ণগঞ্জে যতোগুলো অনলঅইন পত্রিকা রয়েছে প্রতিটি পত্রিকায় প্রতিদিন ২/১টি করে বিশেষ প্রতিবেদন থাকা প্রয়োজন। তিনি বলেন,সমাজের ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করবেন। এসব সংবাদ মানুষের উপকারে আসবে। তিনি নতুন প্রজন্মকে সৎ,বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিনের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জের খবর২৪ ডটকম’র সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আলহাজ¦ হাবিবুর রহমান বাদল, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানি, আদর্শ নগর আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল খালেক মুন্সি,নিউজ প্রতিদিনের সম্পাদক আবুল কালাম আজাদ,মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সুমন, ব্যারিষ্টার শাহাদাত হোসেন, ডাচ্ বাংলা ব্যাকের সিনিয়র অফিসার কামরুল হাসান, ডাঃ কামরুল হাসান সরকার, শাহজাহান, ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি এড.মশিউর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম লিটন,অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল,সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,আনিসুল হক হিরা, এড.রিফাত এ মান্নান, ইউপি সদস্য হাসমত আলী, জাকির হোসেন রবিন,কবি জাহাঙ্গীর ডালিম, মোঃ সেলিম হোসেন, সোহেল রানা,মামুন ও জসিম প্রমুখ।

বক্তাবলীবাসীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি-শওকত আলী

বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলী বলেছেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহযোগিতা নিয়ে বক্তাবলী বাসীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। শামীম ওসমান ডিউ লেটার দেয়ার পর ৩০ শয্যা  হাসপাতাল প্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা করছি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নারায়ণগঞ্জ সদর উপজেলার সমাজ সেবা কার্যালয়ের আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসসূচির আওতায় সকল বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন,  আমি চেয়ারম্যান হয়েছি জনগনের সেবা করার জন্য। জনগনকে শতভাগ সেবা দিতে না পারলেও চেষ্টা করি জনগনের অধিকার টুকু তাদের কাছে পৌছে দেয়ার জন্য। বক্তাবলী গরীব ও দু:খীর মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে পারলে নিজের কাছে আনন্দ লাগে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসাবে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা দেয়ার ব্যবস্থা করেছেন। উপজেলা সমাজ সেবা অফিসার বলেছেন আগামীতে বর্তমান সরকার এসব ভাতাকে সম্মানী পদ্ধতিতে চালু করা হবে। তাই বর্তমানে যে পরিমান ভাতা দেয়া হবে আগামীতে আরো বৃদ্ধি করা হবে। তাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি যাতে করে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন মানুষের সেবা করে যেতে পারেন।

শওকত চেয়ারম্যান আরও বলেন, বক্তাবলী উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে বক্তাবলীতে ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা হবে বলে আশা করছি। আমাদের এমপি শামীম ওসমান ডিউ লেটার দেয়ার পর হাসপাতাল প্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা করছি।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সমাজ সেবা অফিসার ফিরোজ আলম, বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান আতাউর রহমান, প্যানেল-২ জাহাঙ্গীর আলম, প্যানেল-৩ হাজেরা বেগম, সংরক্ষিত সদস্য কুলসুম, মরিয়ম বেগম, ইউনিয়ন পরিষদ সদস্য রাসেল চৌধুরী, জলিল গাজী, আখিল উদ্দিন, মনির হোসেন প্রমুখ।

মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু-সম্পাদক তাজুল

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। আল মাহমুদ বাবু’কে সভাপতি ও শেখ তাজুল ইসলাম পিন্টু’কে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন করা হয়। গত ১৭ জুলাই’১৯ বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি ৫সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদের এ কমিটি অনুমোদন করেন। এ কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, নাজমুল হাসান সোহেল ও সুমন দেওয়ান।

এদিকে, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি আল মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অন্যদিকে, নবনির্বাচিত নেতৃবৃন্দ’কেও শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন সর্বস্তরের নেতৃবৃন্দ।

বক্তাবলীর উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে ইউনিসেফের প্রতিনিধি দল

পরিদর্শনে আসা ইউনিসেফ প্রতিনিধি দলের সামনেই জেলা সিভিল সার্জনের কাছে বক্তাবলীতে ২০ শয্যার একটি আধুনিক হাসপাতাল করে দেবার জন্য অনুরোধ জানান ইউপি চেয়ার‌্যামন এম শওকত আলী। তিনি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এ দাবিটিকে যথাযথ প্রক্রিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ আকারে পাঠানোর জন্য সিভিল সার্জনকে অনুরোধ জানান। সিভিল সার্জনও বিষয়টি গুরুত্ব দিয়ে অতি শিগগিরই একটি প্রস্তাবনা স্বাস্থ্যসচিব বরাবর পাঠাবেন বলে শওকত আলীকে আশ্বস্ত করেন।

মঙ্গলবার (১৬ জুলাই) জাতিসংঘ’র শিশু তহবিলের (ইউনিসেফ) একটি প্রতিনিধি দল বক্তাবলীর তৃণমূলের কমিউনিটি স্বাস্থ্যসেবার চিত্র দেখতে এলে উপস্থিত সকলের সামনেই সিভিল সার্জনের কাছে এ আবেদন জানান তিনি।

উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে ইউনিসেফের প্রতিনিধি দলটিকে শওকত আলী তাঁর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চায়ের আমন্ত্রণ জানান। চা-চক্রের ফাঁকে শওকত আলী প্রতিনিধি দলের সদস্যদের উপস্থিতিতেই সিভিল সার্জনের কাছে এ আবেদন তুলে ধরেন। প্রতিনিধি দলের সদস্যরাও বিষয়টিতে সম্মতি প্রকাশ করেন।

শওকত আলী জানান, সরিফুননেসা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের নামেই ৩২ শতাংশ জমি রয়েছে। এর উপরে অনায়াসে একটি ২০ শয্যার হাসপাতাল হতে পারে। হাসপাতালটি হলে এ ইউনিয়ন ছাড়াও পার্শবর্তী আলীরটেক ও সিরাজদিখান ইউনিয়নের মানুষ স্বাস্থ্যসেবা পাবে। স্বাস্থ্যসেবার জন্য তাদের শহরের হাসপাতালে ছুটতে হবে না।

জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ বিষয়টি সুপারিশ আকারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাবেন বলে চেয়ারম্যানকে আশ্বস্ত করেন। এজন্য তিনি সরিফুননেসা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. সায়েমকে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের আদেশ দেন।

মঙ্গলবার কমিউনিটি স্বাস্থ্যসেবার চিত্র দেখতে দূর্গম চরাঞ্চল বক্তাবলীতে ছুটে আসে জাতিসংঘর শিশু তহবিলের (ইউনিসেফ) একটি প্রতিনিধি দল। এসময় দলটি ইউনিয়নের কয়েকটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে প্রতিনিধি দলটি।

পরিদর্শনকালে দলটি কমিউনিটি স্বাস্থ্য ব্যবস্থার তৃণমূলে বাংলাদেশে চিত্র তুলে ধরতে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। মূলত: প্রতিনিধি দলটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিশু ও মাতৃস্বাস্থ্য সেবার মান ও সহজলভ্যতা নিয়ে কাজ করছে।

প্রতিনিধি দলে ছিলেন-ইউনিসেফ’র মনিটরিং স্পেশালিস্ট রেমি ম্যাওয়ামবা, কমিউনিটি ইনফরমেশন সিস্টেম’র কনসালটেন্ট ডা. গুইলহেম ল্যাবাডি, ইউনিসেফ বাংলাদেশ’ র হেলথ অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস ও ইউনিসেফ প্রধান কার্যালয়ের হেলথ স্পেশালিস্ট ডা. এএসএম শাহাবউদ্দিন।

শ্বাসরুদ্ধকর ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:এর চেয়ে রোমাঞ্চকর ফাইনাল আর হতে পারে না। বলতে গেলে ফাইনাল বিশ্বকাপের মতোই হয়েছে। শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটির ভাগ্য নির্ধারিত হলোসুপার ওভারে। স্নায়ু চাপের এই ম্যাচে অবশেষে কিউইদের মাত্র ১ রানে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড।

অসাম্যান্য লড়াই করে অবশেষে জয় ছিনিয়ে নিল ইংলিশরা।

এর আগেশেষ বলে ২ রান নিতে গিয়ে আউট হয়ে যান তিনি। তাতে স্কোর দাঁড়ায় ২৪১। রান টাই হওয়ার খেলা গড়ায় সুপার ওভারে।

তীরে গিয়ে তরী ডোবার অবস্থা হয়ইংল্যান্ডের। জয়ের জন্য শেষ ১০ বলে প্রয়োজন ছিল ২২ রান। এমন অবস্থায় জেমি নিশাসের ৪৯তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ট্রেন্ট বোল্টের ক্যাচে পরিণত হন। কিন্তু ক্যাচ তালুবন্দি করে ব্যালেন্স রাখতে পারেননি বোল্ট।

তার পা বাউন্ডারি রশি স্পর্শ করলে আম্পায়ার ছক্কার নির্দেশ দেন। তখন বেন স্টোকস আউট হলে ম্যাচের ভাগ্য অন্যরকম হতে পারত।

তারপরও খেলায় ছিল নিউজিল্যান্ড। শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম দুই বল ডট দেন ট্রেন্ট বোল্ট। ঠিক পরের বলে ছক্কা হাঁকান বেন স্টোক। তার পরের বলে ডাবল রান নেয়ার চেষ্টা করেন বেন স্টোকস ও আদিল রশিদ।

কিন্তু নিউজিল্যান্ডের ফিল্ডার সঠিক জায়গায় বল থ্রো না করায় অতিরিক্ত আরও চার রান পেয়ে যায় ইংল্যান্ড।

শেষ দুই বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩ রান। পঞ্চম বলে রান আউট হন আদিল রশিদ। শেষ বলে প্রয়োজন ছিল মাত্র ২ রান। বেন স্টোকস ও মার্ক উড দৌড়ে সেই রান নিতে গিয়ে রান আউট হন বেন স্টোকস।

রোববার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪১ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন হেনরি নিকোলস। এছাড়া ৪৭ রান করেন টম লাথাম।

টার্গেট তাড়া করতে নেমে ৮৬ রানে জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো ও অধিনায়ক ইয়ন মরগানের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ইংল্যান্ড।

এমন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে খেলায় ফেরান বেন স্টোকস ও জস বাটলার। পঞ্চম উইকেটে তারা ১১০ রানের জুটি গড়েন। এরপর ৭ রানের ব্যবধানে বাটলার ও নতুন ব্যাটসম্যান ক্রিস ওকসের উইকেট হারিয়ে ফের চাপের মধ্যে পড়ে যায় ইংল্যান্ড। তবে অনবদ্য ব্যাটিং করে যান বেন স্টোকস।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৯ রানে ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। গত বিশ্বকাপে সর্বোচ্চ রান করে যাওয়া কিউই এ ওপেনার এবারের আসরে চরম ব্যর্থ। ১০ ম্যাচ খেলে মাত্র ১৮৬ রান করেন।

এরপর ওয়ান ডাউনে নামা কেন উইলিয়ামসনের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন হেনরি নিকোলস। বিশ্বকাপে ধারাবাহিক রান করে যাওয়া নিউজিল্যান্ড অধিনায়ক ৫৩ বলে ৩০ রান করে ফেরেন।

ইনিংসের শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া হেনরি নিকোলস লিয়াম প্ল্যাঙ্কেটের গতির বলে বোল্ড হয়ে ফেরেন। তার আগে ৭৭ বলে চারটি চারের সাহায্যে ৫৫ রান করেন তিনি।

এরপর ২৩ রানের ব্যবধানে ফেরেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেইলর। বিশ্বকাপে কেন উইলিয়ামসনের সঙ্গে পাল্লা দিয়ে রান করে যাওয়া টেইলর এদিন সুবিধা করতে পারেননি। ৩১ বলে ১৫ রানে ফেরেন তিনি।

ব্যাটিংয়ে নেমে ভালোই খেলছিলেন জেমস নিশাম। ২৫ বলে ১৯ রান করেন প্ল্যাঙ্কেটের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন টম লাথাম। তার ৫৬ বলের ৪৭ রানের সুবাদে ২৪১ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

নাসিকের ৮৭০ কোটি টাকার বাজেট ঘোষনা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০১৯-২০ অর্থবছরে ৮৭০ কোটি ৩৯  লাখ ৭৭ হাজার ৭৬ টাকার অষ্টম  বাজেট ঘোষণা করা হয়েছে।

যা গত অর্থবছরে ঘোষণা করা  বাজেটের চেয়ে ১৫৪ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ৬৯৯ টাকা বেশি। ২০১৮-১৯ অর্থবছরের ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকা বাজেট ঘোষণা করা হয়েছিলো।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায়  নগর ভবন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০১৯-২০ অর্থবছরের বাজেট ১৭ মিনিট ধরে ঘোষণা করেন মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী। এসময় বাজেট ঘোষণা অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী ও নাসিকের সিও এএফএম এহতেশামূল হক।

নাসিকের অষ্টম বাজেটে জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৮৭০ কোটি ৩৯  লাখ ৭৭ হাজার ৭৬ টাকা আয় (যার মধ্যে রাজস্ব খাতে ১৩৪ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৩১৭ টাকা ও উন্নয়ন খাতে ৭৩৫ কোটি ৪০ লাখ ৬১ হাজার ৭৫৮ টাকা) আয় ধরা হয়েছে  এবং ৮৬৫ কোটি ১৭ লাখ ১২ হাজার ২৪৭ টাকা (যার মধ্যে রাজস্ব খাতে ১১৩ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ২৫১ টাকা ও উন্নয়ন খাতে ৭৫১ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ৯৯৬ টাকা) ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত রাখা হয়েছে ৫ কোটি ২২ লাখ ৬৪ হাজার ৮২৯ টাকা।

বাজেট ঘোষণার সময় মেয়র আইভী বলেন, এবারের বাজেট ঘোষণায় একটু নিয়মের ব্যত্যয় ঘটনা হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় প্রথমবারের মতো মন্ত্রী পেয়েছে। তাই তাকে এবার আমন্ত্রণ জানিয়েছি। এরপর মেয়র বাজেট ঘোষণা শুরু করেন।

এবারের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, সবাইকে একটি সুখবর দিতে চাচ্ছি। কদমরসুল সেতু গতবছরের ৯ অক্টোবর একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছিলেন। ৫৯০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৩৮৫ মিটার দৈর্ঘ্য এবং সাড়ে ১২ মিটার বিশিষ্ট সেতুটি ৫নং ঘাট দিয়ে নির্মিত হবে।

সেতুটির নকশা অনুযায়ী নির্মাণ কাজের পরামর্শক নিয়োগ প্রায় সম্পন্ন হয়ে যাবে। আগামী ডিসেম্বর মাসেই মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সেতুটির কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে পারবো ইনশাআল্লাহ।

আমাদের কাঙ্খিত চাওয়া ছিলো সদর ও বন্দরের দুইপাড়ের বাসিন্দাদের সেতুবন্ধন করার। স্বাধীনতার ৪৭ বছরেও আমরা সেতুবন্ধনে আবদ্ধ হতে পারি নাই। এই সেতুর অনুমোদনের জন্য আমি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মেয়র হিসেবে তৃতীয়বারের মতো বাজেট ঘোষণার সময় আইভী বলেন, গতঅর্থবছরের ঘোষিত বাজেটে প্রস্তাবিত অধিকাংশ উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছি। এযাবৎ সিটি করপোরেশন ৫৪টি মাসিক সভায় ২ হাজার ৩৬৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। যার মধ্যে ৭৯২টি গৃহিত প্রকল্পের বিপরীতে ১ হাজার ৯০৩ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ১৬২ টাকার দরপত্র আহবান করা হয়েছে। ইতিমধ্যে ১ হাজার ৩১৩ কোটি ৭৭ লাখ ৩ হাজার ৩১২ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে।

মেয়র বাজেট ঘোষণার সময় বলেন, সিটি করপোরেশন কঠিন বর্জ্য অপসারণ ব্যবস্থাপনার জন্য সরকার ইতিমধ্যেই প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। জালকুড়িতে ২৩ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন নাসিককে জায়গার দখলও বুঝিয়ে দিয়েছে। জায়গার সীমানা প্রাচীর তৈরির দরপত্র আহবান করা হয়েছে।

নারায়ণগঞ্জে বর্জ্য ফেলার যে সমস্যা তা এই প্রজক্টের মাধ্যমে সমাধান হবে বলে আশা করেন মেয়র। তিনি বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসনের জন্য ৬টি বহুতল ভবন তৈরির অনুমোদন সরকার দিয়েছেন। এটির দরপত্রও আহবান করা হয়েছে।

টানবাজারের সুইপার কলোনীতে ২টি, ১৭ নংওয়ার্ডে দুইটি, ইসদাইরে ২টি মোট ৬টি দশতলা ভবন নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়েছে।  রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনঃনির্মাণ ও বৃক্ষরোপনে এই অর্থবছরে প্রায় ৩০ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পঞ্চবটিতে নতুন করে জৈব সার উৎপন্ন করার জন্য একটি প্রজেক্ট নেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, ওই প্রজেক্টে পলিথিন বা পাস্টিক হতে কালো কার্বনের রূপান্তরের মাধ্যমে অপরিশোধিত তেল উৎপন্ন করা হবে। এতে বর্জ্যরে কাজে নিয়োজিত গাড়িতেই এই তেল ব্যবহৃত হবে।

বর্তমানে নাসিকের চলমান কয়েকটি কাজের কথা তুলে ধরে মেয়র বলেন, মিউনিসিপ্যাল গভার্নেন্স সার্ভিসেস প্রকল্পের (এমজিএসপি) আওতায় বিশ্বব্যাংক বাবুরাইল খাল খননের জন্য ২৫০ কোটি টাকা বাজেট দিয়েছেন।

ইতিমধ্যে শীতলক্ষ্যা নদী থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার আমরা এই খাল খনন করছি। এই কাজের অগ্রগ্রতি প্রায় ৩০ ভাগ। যথাসময়ে এই কাজটি আমরা শেষ করতে পারবো। এমজিএসপির মাধ্যমে ৫০/৬০ কোটি টাকার কাজ সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ও কদমরসুল অঞ্চলে করা হচ্ছে।

মেয়র আইভী বলেন, জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থা  (জাইকার) অর্থায়নে সিটি গভার্নেন্স প্রকল্পের (সিজিপি) আওতায় প্রায় ৪০০ কোটি টাকার কাজ চলমান আছে। এসবের মধ্যে রাস্তা-ঘাট, ড্রেন, খেলার মাঠসহ ভৌত অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত কাজ রয়েছে। এর বাইরে বাংলাদেশ সরকারের অর্থায়নেও বিভিন্ন কাজ চলমান আছে।

এর মধ্যে উল্লেখযোগ্য দেওভোগের শেখ রাসেল পার্ক। গত ১৬/১৭ বছরের চেষ্টায় নগরীতে একটি পার্ক করতে সক্ষম হয়েছি। খুব শীঘ্রই পার্কটি উন্মুক্ত করে দেয়া হবে। জলাশয়টি সংরক্ষণ করতে পেরেছি। জল্লারপাড় খালের জন্যও আমরা টেন্ডার দিয়ে দিয়েছি।

নগরীতে আলাউদ্দিন খাঁ স্টেডিয়াম, আলী আহাম্মদ চুনকা স্টেডিয়াম, নাগ মহাশয়ের মাঠসহ বন্দরের সোনাকান্দা হাট-মাঠ, কদমরসুল মাঠ, দরগাহের কাজ, সিদ্ধিরগঞ্জের বিশাল লেক (১২৫ কোটি টাকার দরপত্র দেয়া হয়েছে) যাতে ৬টি সেতুর কাজ রয়েছে, লেকটিকে নান্দনিক করার জন্য লেকের পাড় ঘেঁেষ রাস্তা এবং একটি এমপি থিয়েটার করার কাজ চলমান রয়েছে।

মেয়র আইভী বলেন, নগরীর চারুকলা ইনস্টিটিউট ভেঙে দিয়েছিলাম। চারুকলাকে সংরক্ষণ করার জন্য ৭ কোটি টাকা ব্যয়ে চারুকলা কলেজ ও হোস্টেল নির্মাণের দরপত্র আহবান করা হয়েছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে নাসিক কাজ করছে। এবারও এখাতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ইউএনডিপি, ইউএসএইড, জাইকা, বিশ্বব্যাঙ্ক সহযোগিতা করছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ বেগম হোসনে আরা বাবলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু রহমান ভূইয়া, আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, নাসিকের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভাসহ অন্যান্য কাউন্সিলরগণ, ডাক্তার, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণার পাশাপাশি জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১১ সালের ৩০ অক্টোবর সিটি করপোরেশন নির্বাচন হওয়ার পর ২০১২ সালে প্রথমবারে মতো বাজেট ঘোষণা করেছিলেন মেয়র আইভী। ওই বছরের ২৫ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করেন তিনি। ওই বাজেট ছিল ৩০৭  কোটি টাকার। এরপর ২০১৩-২০১৪ অর্থ বছরে নাসিকের বাজেট ছিল ৪০৩ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৩৭৬ টাকা।

২০১৪-২০১৫ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৪২৪ কোটি ৪ লাখ ৬৯ হাজার ৫১২ টাকা। ২০১৫-২০১৬ অর্থ বছরে বাজেট ছিল ৪৮৮ কোটি ৯০ লাখ ৮৪ হাজার ৬১৭ টাকার। ২০১৬-২০১৭ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৬০১ কোটি ২০ লাখ ২৯ হাজার ৭৯১ টাকার। ২০১৬ সালের ২২ ডিসেম্বর  সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ার পর নাসিকের ৬ষ্ঠ বাজেট ঘোষণা করেন মেয়র আইভী।

২০১৭ সালের ২৩ জুলাই ২০১৭-২০১৮ অর্থ বছরে ৬৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৬২৫ টাকা ঘোষণা করেন তিনি। ২০১৮ সালের ১৮ জুলাই নাসিকের সপ্তম বাজেট ২০১৮-১৯ অর্থবছরে ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার টাকা ঘোষণা করা হয়।