৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 242

বক্তাবলীর শিশু রাতিক হত্যাকারীর আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলীর রাতিক হত্যা মামলার আসামী অহিদুল বৃহস্পতিবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুসরাত জাহানের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেয়। উল্লেখ্য, গত ১৮ জুলাই মজিবরের ছেলে রাতিককে নদীর পানিতে চুিবয়ে হত্যা করার অপরাধ রাতিকের বাবা মজিবর বাদী হয়ে নুর ইসলামের ছেলে অহিদুলকে আসামী করে ফতুল্লা মডেল থানায় এটি হত্যা মামলা দায়ের করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, অহিদুল একজন মানষিক ভারসাম্যহীন যুবক। সে ছোটবেলা থেকেই একটু পাগলাটে স্বভাবের ছিলো। ঐদিন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় রাতিকের। আর এর দায়ভার চাপানো হয় অসুস্থ্য অহিদুলের উপর। অহিদুল এ হত্যার সাথে জড়িত নয় বলে ধারনা গ্রামবাসীর। আর তাই তদন্ত করে নির্দোষ অহিদুলকে মুক্ত করে প্রকৃত দোষীদের সাজা দেওয়ার আহবান জানিয়েছেন তারা।

এক অসহায় বাবার ডাস্টবিনের ময়লা খেয়ে বেঁচে থাকা

মুন্সীগঞ্জে শত বছর বৃদ্ধ ময়লা আবর্জনা থেকে খাবার তুলে খাচ্ছেন । বারেক (৯০) পিতামৃত- অলি মোল্লা নামের শত বছর বয়সী এক বৃদ্ধ এখন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পাশের ঝোঁপের ভিতর ময়লা আবর্জনা থেকে খাবার তুলে খেয়ে বেঁচে আছেন। বুধবার দুপুর ১২ টার সময় হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ভবনের পাশে শত শত উৎসুক জনতার ভিঢ় ।

একটু এগিয়ে গিয়ে দেখা যায়, ভবনের পিছনে ঝোঁপের মধ্যে একজন শত বছর বয়সী বৃদ্ধ হাসপাতালের ময়লা আবর্জনা থেকে খাবার তুলে খাচ্ছেন। এমন দৃশ্য দেখার পর পাশের চায়ের দোকানি মহিউদ্দিন এগিয়ে এলেন তাকে সাহায্য করার জন্য। নিজের দোকান থেকে খাবারও খেতে দিলেন বৃদ্ধকে। পরে হাসপাতালের স্টাফ মোঃ মাসুদ একজন সুইপারকে টাকা দিয়ে বৃদ্ধকে ঝোঁপের ভেতর থেকে বের করে হাসপাতালের প্রধান ফটকের সামনে নিয়ে আসেন । বৃদ্ধ লোকটির বয়সের ভারে কিছুই মনে করতে পারছেনা। কথাও বলছেন অনেক কষ্ট করে তাও আবার স্পষ্ট নয়। নাম জানতে চাইলে বলেন, তার নাম বারেক এবং পিতার নাম মৃত- অলি মোল্লা এবং তার বাড়ী টঙ্গীবাড়ী এর বেশী কিছু বলতে পারছেন না তিনি । আর সবার চোখের দিকে ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকেন। একটু পর পর কেঁদে উঠেন বৃদ্ধটি। তার গ্রামের নামটিও বৃদ্ধটি মনে করতে পারছেন না। একটু পর পর পকেট থেকে টাকা বের করে দিয়ে তাকে বাড়ীতে পৌছে দিতে ইশারা করেন। কিন্তু তার গ্রামের নাম বলতে না পারায় তাকে কেউ সাহায্য করতে পারছেনা। বৃদ্ধের দেয়া তথ্য অনুযায়ী এ বিষয়টি নিয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি বলেন,বৃদ্ধের ব্যাপারে কোন জিডি বা কোন তথ্য আমার জানা নেই।যেহেতু বৃদ্ধটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পাশে সেটা সদর থানা দেখবে। হাসপাতাল একাধিক রোগী সূত্রে জানা যায়, বৃদ্ধটিকে ২ দিন আগে গুরুত্বর আহত অবস্থায় ২ জন ছেলে হাসপাতালে নিয়ে আসেন। বৃদ্ধের মাথায়, কপালে ও নাকে কাঁটা যখম রয়েছে এবং সেখানে সেলাইও আছে। হাসপাতালের রোগীদের সূত্রে জানাযায়,বৃদ্ধটিকে একজন মহিলা বাড়ীতে নিয়ে যাবে বলে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায়। পরে বৃদ্ধটিকে হাসপাতালের পূর্বপাশের নতুন ভবনের পাশে ফেলে রেখে চলে যায়। খাবার না পেয়ে বৃদ্ধটি হামাগুড়ি দিয়ে পাশের ঝোঁপের ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে ময়লা থেকে খাবার তুলে খায়। বৃদ্ধটি হাঁটতে চলতে পারেছেন না বয়সের ভারে।
পরে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও মিলেনি বৃদ্ধের ঠিকানা । তার পরিবার পরিজনের কেউ তাকে নিতে আসেনি। বৃদ্ধটি বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের গেটের পাশের খোলা মাঠের ঘাসের উপর পরে রয়েছে।

ইভটিজিংয়ের মতো আমাকে ‘ডিজিটাল টিজিং’ করা হয়েছে : শেখ হাসিনা

তথ্যপ্রযুক্তির প্রসার ঘটাতে গিয়ে নানা বাধা ও তাচ্ছিল্যের শিকার হতে হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা করি তখন প্রথম দিকে আমাকে ও আমাদের সরকারকে টিজ করা হতো। অথচ এখন দেশ সত্যিকারের ডিজিটালের দিকে এগিয়ে চলেছে। ওই সময় ইভটিজিংয়ের মতো আমাদেরকে ‘ডিজিটাল’ টিজিং শুনতে হতো।

বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণিস্থ নভোথিয়েটারের সম্মেলন কক্ষে উন্নয়ন উদ্ভাবন বাংলাদেশ-২০১৬ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ নতুন উপসর্গ হিসেবে দেখা দিয়েছে। প্রযুক্তির ব্যবহারের যেমন ভালো কাজ হচ্ছে, আবার জঙ্গি সন্ত্রাসীরাও প্রযুক্তি ব্যবহার করছে। সেজন্য আমাদের সতর্ক হতে হবে। বাংলার মাটিতে জঙ্গি-সন্ত্রাসীদের স্থান হবে না।

ইন্টারনেট ডেনসিটি ও সাবমেরিন ক্যাবলের ক্যাপাসিটি বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে তথ্য-প্রযুক্তিবান্ধব নীতি প্রণয়ন করা হয়েছে। দেশের ৯৯ ভাগ এলাকা এখন মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। দেশে ৩-জি প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক চালু করা হয়েছে। ৪-জি প্রযুক্তিও অচিরেই চালু করা হবে।

সারা দেশে ২৫ হাজারেরও বেশি ওয়েবসাইট নিয়ে ‘জাতীয় তথ্য বাতায়ন’ চালু করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়াও ১ হাজার ৫০০ এর বেশি সরকারি ফরম নিয়ে চালু করা হয়েছে ফর্ম পোর্টাল।

‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’ ও ‘ডিজিটাল কনটেন্ট তৈরি’ নামে দুটি মডেল উদ্ভাবন করা হয়েছে যার মাধ্যমে দেশের ২৩ হাজার ৩৩১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪ হাজার ৫০০টি প্রাথমিক বিদ্যালয় সুবিধা পাচ্ছে। ১০ হাজার বিষয়ে ১ লক্ষ পৃষ্ঠার কনটেন্ট নিয়ে জাতীয় ই-তথ্যকোষ তৈরি করা হয়েছে।

বাংলাদেশে বিদেশিরা আতঙ্কে

গুলশানে জঙ্গি হামলায় একসঙ্গে ১৭ জন বিদেশি নিহত হওয়ার পর বাংলাদেশে বসবাসরত বিদেশিদের মধ্যে আতঙ্ক কমছে না৷ ঢাকার জার্মান দূতাবাসে কর্মরত দুই জার্মান নাগরিক আর বাংলাদেশে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন৷

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টোমাস প্রিনৎস বাংলাদেশের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পহেলা জুলাইয়ের ঘটনার পর বিদেশিদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে৷ ‘‘আমার অন্তত দুই জন সহকর্মী গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার পর আর ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ সব মিলিয়ে কতজন সহকর্মী আর ফিরবেন না সেটা এখনই বলা যাচ্ছে না৷ কারণ এখনও গ্রীষ্মকালীন ছুটি চলছে৷ ছুটি শেষ হলেই জানা যাবে কতজন আসছেন না৷ যাঁদের শিশু সন্তান রয়েছে তাঁদের মধ্যে আতঙ্কটা আরো বেশি৷”

পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত

হলি আর্টিজান বেকারিতে নিয়মিত যাতায়াত ছিল নীপিন গঙ্গাধরের৷ বিদেশি এক বেসরকারি সংস্থার শীর্ষ পদে আছেন এই ভারতীয়৷ গুলশানে হামলার পর তাঁর বন্ধুমহলের অনেকেই এখন ঢাকায় নেই৷ কয়েকদিন আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘হামলার কথা জেনে প্রথমে স্তম্ভিত হয়েছি৷ ওটা একটা নিরাপদ জায়গা ছিল৷ আমরা প্রায়ই সেখানে যেতাম৷ ওখানকার রুটি আমার বাসার নিয়মিত খাবার ছিল৷ ওই হামলা বিদেশিদের শঙ্কিত করে তুলেছে৷ কারণ অনেকে ওই হামলার গোলাগুলির শব্দ নিজ কানে শুনেছে, কোনো পত্রিকা পড়ে বা টিভিতে দেখে নয়৷”

নীপিন গঙ্গাধর আরো জানান, সবাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন৷ তবে তাঁর বিদেশি বন্ধুরা আরো কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চান৷ মূলত নিজেদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা কাজ করছে বলে জানান তিনি৷

সতর্ক হয়ে চলাফেরা

বাংলাদেশে একটি ভারতীয় এয়ারলাইন্সের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শ্রীলংকান নাগরিক জে এফ মার্জিয়া৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘এটা একটা সুন্দর দেশ৷ ২৫ বছর আগে এই দেশে এসে আমি মুগ্ধ হয়েছিলাম৷ এখনো ভালো লাগে৷ তবে সাম্প্রতিককালের ঘটনা খানিকটা উদ্বিগ্ন করেছে৷ এখন সতর্কভাবে চলাফেরা করি৷”

বাড়তি নিরাপত্তা

গুলশানে সন্ত্রাসী হামলার পর কূটনৈতিক এলাকার বিদেশি নাগরিকদের বাড়তি নিরাপত্তা দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ দূতাবাসগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ৷ নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বিদেশিদের চলাফেরায়৷ তবে জার্মান রাষ্ট্রদূত বলেছেন, ‘‘গুলশান এত জনবহুল যে এখানে নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছিদ্র করা সম্ভব নয়৷ কারণ অনেক মানুষ এখানে প্রতিদিন বাইরে থেকে আসেন৷”

তৈরি পোশাক খাত নিয়ে শঙ্কা

পরপর দুটি বড় জঙ্গি হামলার ঘটনা বিপাকে ফেলেছে বাংলাদেশের প্রধান রফতানি আয়ের উৎস তৈরি পোশাক খাতকে৷ এ খাতের ব্যবসায়ীরা বলছেন, ওই ঘটনার পর ক্রেতারা বাংলাদেশে আসতে চাইছেন না৷ পোশাক খাতে কমর্রত বেশ কিছু বিদেশি নাগরিক নিজ দেশে ফিরে গেছেন৷ নিরাপত্তাহীনতার কারণে অনেক ক্রেতা সাময়িকভাবে আসতে চাইছেন না৷ অনেকে তৃতীয় কোনো দেশে গিয়ে বৈঠক করতেও অনুরোধ করছেন৷

এক গার্মেন্টস ব্যবসায়ী জানিয়েছেন, বাংলাদেশ থেকে কোনো ক্রয়-আদেশ এখনো বাতিল হয়নি৷ কোনো বিদেশি কোম্পানির ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্তও জানা যায়নি৷ তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে কার্যাদেশ (অর্ডার) কমে যাওয়ার আশঙ্কা আছে৷ তিনি বলেন, ‘‘আশঙ্কা করছি যারা বেশি অর্ডার দিত তারা কমিয়ে দিতে পারে৷ গ্রীষ্মকালীন ক্রয়াদেশের জন্য আমাদের জুলাই থেকে নেগোসিয়েশন শুরু হয়৷ আল্লাহ না করুক এই পরিস্থিতি যদি চলতে থাকে আশঙ্কা তখন অ্যাবসলিউট হয়ে যাবে৷”

ওই ব্যবসায়ী বলেন, ‘‘অনেক গার্মেন্টস প্রতিষ্ঠানের বিদেশি ক্রেতারা বাংলাদেশের বদলে দিল্লি, ব্যাংকক ও হংকংয়ে সভা করার প্রস্তাব দিয়েছে৷ এছাড়া নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি ইউরোপীয় দেশ৷”

তবে ২৮টি মার্কিন প্রতিষ্ঠানের জোট ‘আল্যায়েন্স’ বাংলাদেশ থেকে পোশাক ক্রয় অব্যাহত রাখবে বলে জানিয়েছে৷ অন্যদিকে ইউরোপীয় ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড’ বাংলাদেশে কর্মরত ইউরোপীয় কর্মীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে৷

‘শামীম ওসমানের টাকা সুইচ ব্যাংকে’! সুইচ ব্যাংকে আমার কোন একাউন্টই নেই-আইভী

নিউজ প্রতিদিনঃ সম্প্রতি শামীম ওসমানের এক বক্তব্যে উদ্ধৃতি টেনে নাসিক মেয়র আইভী বলেন, আমি জঙ্গি নেত্রী না। আমার কোটি কোটি টাকা নেই। আমার দাদা ছিলেন কৃষক। আর দাদার সম্পত্তি বিক্রি করে আমার বাবা আলী আহাম্মদ চুনকা জনগনের জন্য রাজনীতি করে গেছেন। যিনি বলেছেন, গত নির্বাচনে আমি বিএনপি জামায়াতের কাছ থেকে ৫ মিলিয়ন টাকা নিয়েছি। আমার সুইচ ব্যাংকে একাউন্ট নেই। যিনি বলেছেন (শামীম ওসমান) তার সুইচ ব্যাংকে একাউন্ট আছে। নারায়ণগঞ্জবাসী একদিন সেই টাকা বের করে নিয়ে আসবে। বুধবার (২৭ জুলাই) দুপুর ১২ টায় নগর ভবনে বাজেট অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন জাইকা সহায়তাপুষ্ট “সিটি গভর্নেন্স প্রকল্প” এর আয়োজনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বচ্ছতা জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একথা বলেন তিনি। উল্লেখ্য, গত ২১ জুলাই মাসদাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় ২০১১ সালের সিটি নির্বাচনের ইতিহাস তুলে ধরে শামীম ওসমান বলেন, ‘নাসিক নির্বাচনে কি গেম হয়েছিল , তা নারায়ণগঞ্জবাসী খুব ভালো করেই জানে। রাতের আধাঁরে বিএনপি নেত্রীর সাথে বসে তৈমুরকে বসিয়ে দেয়া, ভোট কেনার জন্য কোটি কোটি টাকা ছিটিয়ে দেয়া, নির্বাচনের দিন সাড়ে ৪’শ সিসি ক্যামেরা, এতো এতো সাদা চামড়ার লোক, নারায়ণগঞ্জে সিটি নির্বাচনের মত একটি ছোট নির্বাচনে এগুলো কীসের আলামত ছিল? তারা ভেবেছিলেন আমি শামীম ওসমান হয়তো নির্বাচনের দিন আমার কর্মীদের নিয়ে একটি করে ভোট কেন্দ্র ধরব আর খালি করে বের হবো। কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে আমি নেত্রীর কথার বাইরে কোন কাজ করি না। যদি করতাম, তাহলে এটা বাঞ্ছারামপুর না, এটা নারায়ণগঞ্জ। বাংলাদেশের রাজনীতি এই জেলায় বসেই নিয়ন্ত্রন করা হয়।

বাদল-শওকতকে বঙ্গবন্ধুর আত্মজীবনী উপহার দিলেন ইউএনও

ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল এবং ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলীকে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনীসহ বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর ও রাজনৈতিক পথচলার বিভিন্ন তথ্য সম্বলিত এক সেট বই উপহার দিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী। বুধবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান দুই জনকে এই বই প্রদান করা হয়। এসময় সদর ইউএনও আফরোজা আকতার চৌধুরী বলেন,  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী থেকে আমরা আমাদের পথচলার পাথেয় সংগ্রহ করতে পারি। তাই সকলেরই উচিত এ বইগুলো পড়া। এজন্য আমার ক্ষুদ্র সামর্থ থেকে অল্প কিছু বই সদর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উপহার হিসেবে প্রদান করলাম। আশা করি এ বইগুলো পড়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের ভবিষ্যত কর্মপরিকল্পনা ঠিক করবেন এবং বঙ্গবন্ধুর আদর্শে নিজেদেরকে গড়ে তুলবেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো: শরিফুল হক প্রমূখ।

না’গঞ্জে জিহাদি বই নিয়ে মসজিদের ইমামসহ গ্রেফতার-৩

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নামাজ কক্ষের ইমাম জাহাঙ্গীর আলম (৪০) সহ তিনজনকে বেশ কিছু জিহাদি বইসহ গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ। নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকার আরমান ইসলামের ভাড়া দেয়া বাড়ি থেকে থেকে বুধবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। হাসপাতালটি নারায়ণগঞ্জের সিভিল সার্জনের আওতাধীন সবচেয়ে বড় হাসপাতাল। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, সে জামায়াতে ইসলাম করে। নিজ এলাকা ছেড়ে সে নানা স্থানে ঘাপটি মেরে থাকে। সন্দেহজন চলাফেরার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সে শরীয়তপুর জেলার পালং থানার ষোলপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে,আতিকুর রহমান রাসেল(৩২) কুমিল্লার দেবীদ্বার জাপরাবাদ এলাকার নজরুল ইসলামের ছেলে ও আরিফ রনি মোল্লা(৩৫) উত্তর কাউনবাড়ী এলাকার মালেকের ছেলে। তাদের বিরুদ্ধে কোথায় কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নগরবাসীর চাহিদা অনুযায়ী নাসিকের ৬’শ ১ কোটি টাকার উন্নয়ণমূখী বাজেট ঘোষণা করলেন নগর মাতা আইভী

নিউজ প্রতিদিনঃ নাসিকের নগর মাতা ডা: সেলিনা হায়াত আইভী নগরবাসীর চাহিদা অনুযায়ী উন্নয়ণে অগ্রাধিকার দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে শেষ ও ৫ম (২০১৬-১৭ ইং) অর্থ বছরের ৬’শ ১ কোটি ২০ লাখ ২৯ হাজার ৭৯১ টাকার বাজেট ঘোষণা করেছেন । বুধবার (২৭ জুলাই) নগর ভবনে সকাল ১১ টায় সুধী সমাজের উপস্থিতিতে বাজেট ঘোষণা করা হয়। আগামী (২০১৬-১৭ ইং) অর্থ বছরের বাজেটে রাজস্ব খাতে আয় নির্ধারন করা হয়েছে ৬৪ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার ২৩ টাকা ও উন্নয়ণ খাতে আয় নির্ধারন করা হয়েছে ৪’শ ৪৯ কোটি ৭৯ লাখ টাকা। প্রারম্ভিক উদ্ধৃত্ত ধার্য করা হয়েছে ৮৬ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৭৬৮ টাকা। আর রাজস্ব খাতে ব্যায় ধরা হয়েছে ৫১ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা। উন্নয়ণ খাতে ব্যায় ধরা হয়েছে ৫’শ ২৬ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা। উদ্ধৃত্ত (আয়-ব্যয়) ধার্য করা হয়েছে ২২ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার ২৭৫ টাকা। সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, আগামী অর্থবছরের বাজেটে নতুন করে কোন কর বৃদ্ধি করা হয়নি। নারায়ণগঞ্জ অঞ্চলের তুলনায় বন্দর ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলে অনেক উন্নয়ন করা হয়েছে এবং অনেক কাজ চলমানও আছে। মেয়র বলেন, সিটি কর্পোরেশনের সীমিত জনবল ও আর্থিক স্বল্পতা থাকা সত্তে¡ও নগরবাসীর জন্য মশক নিধন, ডোবা পুকুর, ও জলাধার সংস্কার, ইপিআই কার্যক্রম, ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রন, ড্রেন ও ময়লা আবর্জনা, পরিস্কার এবং রাস্তায় বিদ্যুতায়ন এর মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করনে আগামী অর্থ বছরে এখাতে ১২ কোটি ৯৩ লাখ টাকার সংস্থান রাখা হয়েছে। নারী উন্নয়নে এনজিও সংস্থার মাধ্যমে ঋণ কর্মসূচী চালু করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো: মাহমুদুর রহমান, প্যানেল মেয়র-১ হাজী ওবায়েদ উল্লাহ, প্যানেল মেয়র-২ মনিরুজ্জামান, প্যানেল মেয়র-১ শারমিন হাবিব বিন্নি, বিএমএ জেলা সভাপতি ডা: শাহনেওয়াজ, জাসদ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহর আলী, জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির, নারায়ণগঞ্জ নাপগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সাধারন সম্পাদক আব্দুর রহমান, ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, খোলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আহম্মেদ হোসেন, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খোদেজা খানম নাসরীন, মিনোয়ারা বেগম, মহানগর মহিলা দল সভানেত্রী রাশিদা জামালসহ রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ। তিনি আরো বলেন, গত (২০১৫-১৬ ইং) অর্থ বছরে জনগণ থেকে প্রত্যাশিত ৩০ কোটি টাকা কর আদায় হয়েছে। নগরীর সর্বস্তরের জনগণের সকল ধরনের নাগরিক সেবা নিশ্চিতকরন ও অবকাঠামো উন্নয়ণ সিটি কর্পোরেশনের মৌলিক দায়িত্ব। সেলক্ষ্যে একটি আধুনিক নগরী গড়ে তোলার লক্ষে বর্তমান পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ফতুল্লার মাদক ব্যবসায়ীদের নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হত্যার হুমকি

ফতুল্লার মাদক ব্যবসা নিয়ে স্থানীয় একাধিক পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হত্যার হুমকী দিয়েছে পুলিশ সোর্স শিপুর বড় ভাই দিপু ও একাধিক হত্যা মামলার আসামী যুবদল ক্যাডার মুসলিম। গত মঙ্গলবার রাতে তারা প্রকাশ্যে এই হুমকী দেয় বলে স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে। এদিকে, এই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তথ্যবহুল সংবাদ প্রকাশের পর মাদক ব্যবসায়ী দিপু ও মুসলিমের সহযোগী শিবলুকে (৩০) ইয়াবসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। স্থানীয়দের অভিযোগ, যুবদল ক্যাডার মুসলিম ও সোর্স শিপুর ভাই দিপু থানা পুলিশের ক’জন কর্মকর্তার নাম ব্যবহার করে ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ সোর্স শিপুর মেজো ভাই দিপু দীর্ঘদিন ধরে থানা পুলিশের ক’জন দারোগার নাম ব্যবহার করে ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এই মাদক ব্যবসার সাথে সহযোগী হিসেবে কাজ করছে স্থানীয় যুবদল ক্যাডার মুসলিম। আর এ নিয়ে স্থানীয় একাধিক পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশের পর গত মঙ্গলবার রাতে মাদক স¤্রাট দিপু ও যুবদল ক্যাডার মুসলিম সাংবাদিক মেরে ফেললে কী হয়? এবং এই সংবাদ যারা লিখেছে তাদের হত্যার হুমকী দেয়। স্থানীয়দের মতে, থানা পুলিশ ও বিশেষ পেশার কিছু মানুষের সহযোগীয়তা এসব মাদক ব্যবসায়ী ও কিলারা সাংবাদিকদেরহত্যার হুমকী দিতে সাহস পেয়েছে। তবে এসব অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের আরো বেশী সোচ্চার হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।  দিপু ফতুল্লা থানা পুলিশের এসআই নাহিদ ও এএসআই কামরুলের সোর্স শিপুর মেজো ভাই এবং মুসলিম যুবদল ক্যাডার। মুসলিমের বিরুদ্ধে যুবলীগ কর্মী কাদির, বিএনপি কর্মী আলকাসকে প্রকাশ্যে হত্যার অভিযোগ রয়েছে। ইতোপূর্বে ফতুল্লা মডেল থানার সাবেক পুলিশ কর্মকর্তা টাইগার ফারুক মুসলিমকে ডাকাত ইয়াসিন ও মাদকসহ গ্রেফতার করেছিল। সেই মামলায় এখনো তাদের নিয়মিত আদালতে হাজিরা দিতে হয়। সাংবাদিকদেন হত্যার হুমকীর ব্যাপারে জানতে দিপু ও মুসলিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়ায় যায়।

‘ইনুর মুখ থেকেই বের হবে’ জঙ্গিবাদে কারা: রিজভী

জঙ্গিবাদকে কারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে একদিন বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মুখ থেকেই বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সরকার বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করে জঙ্গিবাদের প্রকৃত ঘটনা আড়াল করতে চায়। প্রকৃত ঘটনা একদিন বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মুখ থেকেই বের হয়ে আসবে।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এক চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার শিকার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বর্তমান এই স্বৈরাচারী সরকারের শাসন আমলে আইন বা ন্যায় বিচারের আশা করা যায় না। কারণ মামলা হামলা জুলুম সবকিছুই বর্তমান প্রধানমন্ত্রীর ইচ্ছায় নির্ধারিত হয়।

আয়োজক সংগঠনের সহ-সভাপ্রতি রফিকুল ইসলাম লাভুর সভাপতিত্বে চিকিৎসক সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, ছড়াকার আবু সালেহ প্রমুখ।