১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 113

প্রেমিকের পিস্তলসহ প্রেমিকা আটক।

নিউজ প্রতিদিন:  ফতুল্লায় প্রেমিকের ফেলে যাওয়া একটি বিদেশ পিস্তলসহ নাসিমা আক্তার (২২) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ফতুল্লার দক্ষিণ মাহামুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান প্রেমিক লিটন।

আটক নাসিমা আক্তার দক্ষিণ মাহামুদপুর এলাকার আবুল কাশেমের মেয়ে। আর লিটন ফতুল্লার পূর্ব ভূইগড় ওলাকার নবী উল্লাহর ছেলে। লিটন একাধিক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

তিনি আরও জানান, লিটনের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নাসিমার বাড়িতে অবস্থান করে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় লিটন ও নাসিমার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। লিটনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

যে ছবি হার মানাচ্ছে মানবতাকে!

ছবিটিতে দেখা যাচ্ছে- হাসপাতালের সামনের সড়কে পড়ে আছে  প্রাণহীন শিশু। নিথর ছোট্ট দেহকে ঘিরে রয়েছে  হতভম্ব জনতা।

উল্লেখ্য,  হৃদয়বিদারক শিশুহত্যার এ ঘটনা ঘটেছে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে।

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি ক্লিনিকের ছাদ থেকে মাত্র চার দিনের  নবজাতককে ফেলে দেয় সীমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ। পরে নিজেও লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।

শহরের পুরনো জেলরোডের দ্য ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার ও স্পেশালাইজড হাসপাতালে এ ঘটনা ঘটে।

মা-সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

এ নিয়ে সৈয়দ মো. মহসিন নামে একজন তার ফেসবুক ওয়ালে লিখিছেন, ‘এমন মৃত্যু কারো কাম্য নয়। আয়লান কুর্দির মৃত্যু দুনিয়ার বিবেককে নাড়া দিয়েছিলো। আর ব্রাহ্মণবাড়িয়ায় নিস্পাপ শিশুকে নিয়ে দি ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালের ছাদ থেকে পরে গৃহবধূর মৃত্যর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়াসহ সারা বাংলার মানুষের বিবেককে নাড়া দিয়ে গেল। এমন মৃত্যু কারও কাছেই প্রত্যাশিত নয়। পরপাড়ে ভালো থেকো প্রয়াত মা ছেলে।’

ছবিটি ফেসবুকে শেয়ার করে প্রকাশ দাস নামে একজন লিখেছেন, ‘জীবন চলার টাকা নামক কাগজের কাছে পরাজিত নবজাতকের মরদেহ। নিশ্চুপ, নিস্তব্ধ, নিথর। যেখানে সকল শব্দেরাই ইতি টানলো। জীবনের কাছে কতটাই না অসহায় আত্মসমর্পণ ছিল সেই মায়ের, যে মা তার চার দিনের নবজাতককে বহুতল ভবন থেকে ফেলে দিয়ে মৃত্যুর কোলে ঠেলে দিল। পরে নিজেও সেই ভবন থেকে ঝাঁপ দিয়ে জীবনের শেষ অধ্যায়ের রচনা করে গেল। পেছনে রেখে গেল নানা প্রশ্নের ঝুলি।’

মর্মান্তিক ছবিটি ফেসবুকে পোস্ট করে পলাশ নামে একজন লিখেছেন, ‘আজ যে শিশুর থাকার কথা ছিল পরম আদরে, বাবা-মায়ের মান-অভিমান তাকে নিয়ে গেল লাশকাটা ঘরে।

সরকারী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা জানান তার আবেগ ও অনুভূতির কথা। এসময় তিনি আরও বলেন- এই ছবিটি কাদিঁয়েছে আমাদের।

এভাবেই অনেকে ফেসবুকে শিশুটির ছবি নিয়ে আবেগঘন পোস্ট দিচ্ছেন। তারা জানিয়েছেন ছবিটি শুধু মানুষকে কাঁদিয়েছে না। হার মানিয়েছে মানবতাকে।

ঘটনাটির ভিডিও আপলোড করেছেন কেউ কেউ।

মা-সন্তানের মৃত্যু ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত এ ঘটনার রহস্য উদঘাটন হয়নি।

মামলার তদন্তে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এই বিষয়ে হাসপাতাল কতৃর্পক্ষ কোন গাফলতি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ‘শিশুর ছবিটি দেখে আমরাও মর্মাহত। এ ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই বিষয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত পর জানা যাবে প্রকৃত ঘটনা। তবে ধারণা করা হচ্ছে স্বামীর সাথে অভিমান করেই সীমা এই ঘটনা ঘটিয়েছে।’

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর প্রসব বেদনা নিয়ে ল্যাব এইড হাসপাতালের পার্শ্ববর্তী লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি হন সীমা।

এদিন রাতেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তান প্রসব করেন। শুক্রবার সকালে সীমা ও তার সন্তানের হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার কথা ছিল।

মাদকের কারণে যুবসমাজ ধ্বংস হচ্ছে-স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজ প্রতিদিন: আওয়ামী লীগ জনগণের প্রতি শতভাগ আস্থাশীল মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী নির্বাচনে যারা পরাজিত হওয়ার আশঙ্কা করছেন তারাই নির্বাচনে সেনাবাহিনী চাইছেন। আওয়ামী লীগ পরাজিত হওয়ার আশঙ্কা করে না বলেই নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন মনে করে না। আওয়ামী লীগ জনগণের প্রতি শতভাগ আস্থাশীল।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা মেরি এন্ডারশনে নৌ-পুলিশের আয়োজনে ইউএনডিসির অর্থায়নে চারটি পেট্রলবোট এবং জেটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে কোনো মাদক তৈরি হয় না। বিদেশ থেকে মাদক এসে সারাদেশে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বিদেশ থেকে আমাদের দেশে মাদক প্রবেশের পথ বন্ধ করার চেষ্টা চলছে। মাদকের অবক্ষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

খান কামাল বলেন, যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত, এখনো সময় আছে তওবা করে মাদক ব্যবসা ও সেবন বন্ধ করে দেন। না হয় কোনোভাবেই ছাড় পাবেন না। মাদক ব্যবসায়ী যে যত বড় শক্তিশালী হন না কেন কোনোভাবে ছাড় পাবেন না। ৭০ হাত মাটির নিচে থাকলেও খুঁজে বের করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনোভাবেই আমরা ছাড় দেই না। সন্ত্রাস-চাঁদাবাজ যেই দলেরই হোক তাদের চেহারা দেখি না। নৌপথে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনই যথেষ্ট। নৌপথে চাঁদাবাজি রোধে নৌ-পুলিশের ডিআইজিকে বলছি- আপনি চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিন।

নৌ-পুলিশের ডিআইজি মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, পুলিশের ডিআইজি মহসীন, অ্যাডিশনাল ডিআইজি আবুল কালাম আজাদ, অ্যাডিশনাল ডিআইজি মাহাবুব হাসান, অ্যাডিশনাল ডিআইজি রুহুল আমিন, নৌ- পুলিশের অ্যাডিশনাল ডিআইজি হারুন অর রশিদ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ।

আমি নিজে ভিকটিম-শামীম ওসমান

নিউজ প্রতিদিন: চাষাঢ়ায় আওয়ামী লীগে অফিসে বোমা বিস্ফোরণের অতীত স্মৃতি তুলে ধরে শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশে একমাত্র আরডিএস আমার উপর ফুটেছে। সব চেয়ে বড় বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। যেটির বিচার আমি এখনও পাইনি।’

ফতুল্লার পাগলা মেরি এন্ডারসনে ইউএনওডিসি কর্তৃক বাংলাদেশ নৌ পুলিশকে চারটি পেট্রোল বোট ও জেটি হস্তান্তর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন এই সংসদ সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শামীম ওসমান বলেন, ‘আমার বিশজন ছেলে এক সেকেন্ডের মধ্যে নাই হয়ে গেছে। আমি পঙ্গু হয়েছি। আমার বহু ভাইয়ের হাত পা নাই। ওই শকুনরা বাংলাদেশের আকাশে এখনও উড়ছে।’

শামীম ওসমান বলেন, ‘সাধারণ মানুষের একই প্রশ্ন, আবার কি আগুন দিবে? আবার কি মানুষ মারবে? আবার কি বোমা ফাটাবে? আমি নিজে একজন ভিকটিম।’

বিএনপি, জামাত ও জাতীয় ঐক্যের নেতাদের নাম উল্লেখ না করে শামীম ওসমান বলেন, ‘ওরা আমাদের ছিড়ে খেতে চায়। ওরা বিভিন্ন নামে আসে। কোনো সময় ডক্টর নামে, কোনো সময় শিক্ষিত নামে। যারা আসে তারা দেশটাকে বেচে খেতে চায়’।

‘তারা সেনাবাহিনীকে নিয়ে কথা বলে। যে সেনাবাহিনী আমাদের দেশে সম্মান নিয়ে আসে। সেনাবাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা প্রস্তুত আছি, ২৭ তারিখ আমরা আমাদের প্রস্তুতি দেখাবো। অনেকেই ভাবছে ক্ষমতার টাইম শেষ। আমরা জানি সংবিধান অনুযায়ী সরকারের ধারাবাহিকতা থাকবে’।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ মহাপরির্শক জাবেদ পাটোয়ারি, নৌ পুলিশের ডিআইজি মারুফ হাসান, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম বীনা, ইউএনওডিসির প্রোগ্রাম অফিসার সানাকা জয়া সাকারা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।

জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই।

নিউজ প্রতিদিন: জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইন্না … রাজিউন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সকালে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামে (বর্মানে বাংলাদেশ) জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সাথে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন।
সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে এবি নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন। মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন।

ঢাকা বিমানবন্দর ফতুল্লার ২ মাদক ব্যবসায়ী আটক

নিউজ প্রতিদিন: ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের দুই যাত্রীর পেট থেকে বিশেষ উপায়ে ৭৬ পোটলা ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ওই দুই যাত্রী হচ্ছেন শফিকুল ইসলাম (২৩) এবং মো. নাহিদ হোসেন (২৫)। বুধবার ভোরে তাদের কাছ থেকে পোটলাগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) খোরশিদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই যাত্রীর কাছ থেকে পোটলা উদ্ধার করা হয়েছে। তবে ইয়াবা গণনা এখনও শুরু হয়নি। এগুলোর কোনটায় ৪০-৪৪ পিস আবার কোনটায় ৫০ পিস ইয়াবা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সেই মামলায় গ্রেফতার দেখানো হবে।

তিনি আরও জানান, মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১৪২ নম্বর ফ্লাইটের ২৪-এ এবং ২৪-ব নম্বর সিটে ঢাকায় আসে ওই দুই যাত্রী। উভয়ের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকায় অবতরণের পর থেকে তাদের ওপর গোয়েন্দা নজরদারি করা হয়। তাদের কাছে ইয়াবা আছে কিনা-জানতে চাইলে তারা তা অস্বীকার করে।

পরে শমরিতা হাসপাতালে তাদের এক্স-রে করা হলে পেটের ভেতর ইয়াবাভর্তি বেশ কয়েকটি পোটলার অস্তিত্ব পাওয়া যায়। তাদের কলা, রুটি, জুস খাওয়ানোর পর বিশেষ উপায়ে ইয়াবাগুলো বের করে আনা হয়।

বক্তাবলীর মধ্যনগরের মাদক সম্রাট হালিম এখনও অধরা!

স্টাফ রিপোর্টারঃ ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকার মধ্যনগর গ্রামের মৃত সেকান্দরের ছেলে হালিমের মাদক ব্যবসা এখন জমজমাট।মাদক সম্রাট রহিম বাদশা গ্রেফতার হওয়ার পর নব্য মাদক সম্রাট হালিম বিভিন্ন বয়সী মাদক ব্যবসায়ীদের দিয়ে বক্তাবলীর বিভিন্ গ্রামে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানায়। নব্য মাদক সম্রাট হালিম সিন্ডিকেটের মাধ্যমে অতি অল্প দামে ফেন্সীডিল,ইয়াবা ও গাজার মতো মাদক বক্তাবলী এলাকায় বিক্রী করছে মৃত সালাম মিস্ত্রীর ছেলে মো. আনিস ও রফিকুলের ছেলে মো. শান্তর মাধ্যমে। নব্য মাদক সম্রাট হালিম একই এলাকার আনিস ও শান্তর মাধ্যমে বক্তাবলী এলাকার রামনগর গ্রামের বিসমিল্লাহ মার্কেট, লক্ষীনগর গ্রামের তারু মার্কেট,প্রসন্ননগর গ্রামের খাজা মার্কেট,রাজাপুর, মধ্যনগর, রাজনগর, গোপালনগর,কানাইনগর,রাধানগর সহ আশেপাশের এলাকায় দুপুর ও সন্ধার পর অবাধে মাদক বিক্রী করে। আবার অনেক মাদক সেবীরা মধ্যনগর বাজার থেকে এসব মাদকদ্রব্য ক্রয় করে থাকে হালিমের কাছ থেকে। হাত বাড়ালেই অতি সহজে মাদক পেয়ে যাওয়ায় মাদক সেবীর সংখ্যা এলাকায় বৃদ্ধি পাচ্ছে। ফলে মাদক সেবন করে ধ্বংস হচ্ছে বক্তাবলীর এলাকার যুব সমাজ। বক্তাবলীর যুব সমাজকে মরণ নেশা মাদকের কবল থেকে রক্ষা করার জন্য এলাকার আতংকিত অভিভাবক মহল ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছে।
এ ব্যাপারে বক্তাবলী ইউপি চেয়ারম্যান হাজ্বী শওকত আলী বলেন,আমি নিজে মাদকের বিরুদ্ধে এলাকার যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব সকলের। এক সময় বক্তাবলী মেধাশূন্য হয়ে পড়বে মাদকের কারনে। এজন্যই এলাকার যুব সমাজকে রক্ষ করার জন্য সকলকেে এগিয়ে আসতে হবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহ মঞ্জুল কাদের (পিপিএম)বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে। আমরা রুটিন মাফিক বক্তাবলীতে অভিযান চালাবো। দেশ উন্নত হচ্ছে যুব সমাজ মাদক সেবন করে ঝিমুবে তা হতে পারেনা।

নরসিংদীর শেখেরচরে ‘গর্ডিয়ান নট’ সমাপ্ত ২ জঙ্গীর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ: নরসিংদীর শেখেরচরের জঙ্গি আস্তানায় সোয়াত টিমের অপারেশন ‘গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আস্তানা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জঙ্গি আস্তানায় অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন সোয়াত ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান মনিরুল ইসলাম।


তিনি জানান, ধারণা করা হচ্ছে তারা নব্য জেএমবির সদস্য। তবে তারা পুলিশের গুলিতে মারা গেছে নাকি আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
এর আগে নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদরদপ্তরের ল ফুল ইন্টারসেপশন সেলের (এলআইসি) সদস্যরা সোমবার রাত ৯টার দিকে জঙ্গি আস্তানার সন্দেহে ওই বাড়ি দুটি ঘিরে ফেলে। পরে র্যাব তাদের সঙ্গে যোগ দেয়। মঙ্গলবার ভোরে সোয়াট সদস্যরা ঘটনাস্থলে যায়।

নারায়ণগঞ্জে ৭টি ফার্মেসীকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের প্রান কেন্দ্রে ৭টি ফার্মেসীকে ভিবিন্ন অপরাধে এক লাখ ৮০হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হোসনে আরা বিনা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামসুল আরেফীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এদিন রাতে সদর উপজেলা কার্যালয়ে ইউএনও হোসনে আরা বিনা সাংবাদিকদের জানান, শহরের চাষাঢ়া ও চারারগোপ এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

এসময় ঔষধের দাম বেশি রাখা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি, লাইসেন্স না থাকার অপরাধে লক্ষী ফার্মেসী, শিরিন ফার্মেসী, লার্জ ফার্মা, উজ্জল ফার্মেসীসহ ৭টি ফার্মেসীকে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় বিপুল পরিমানের নিষিদ্ধ ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত বক্তাবলীর ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন।

প্রেস বিজ্ঞপ্তি:  আলোকিত বক্তাবলীর গঠনতন্ত্রের ধারা-২১ মোতাবেক নিয়মিত কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সংগঠণের আহ্বায়ক মাশফিকুর রহমান শিশির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- নির্বাচন কমিশনার এডভোকেট এফ.এম. কবির হোসেন এবং সহযোগী নির্বাচন কমিশনার মোহাম্মদ দেলোয়ার ও সোহরাব ভূইয়া। গঠিত নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন পরিচালনা করবেন।