১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 124

নারায়নগঞ্জে ঘুষের টাকাসহ প্রকৌশলী আটক

নারায়ণগঞ্জ  সোনারগাঁও উপজেলার এলজিআরডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী এহতেশাম উল হককে ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্য্যালয় থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুদকের ঢাকা বিভাগের পরিচালক আনোয়ার হোসেন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিরাজ এন্ড মেহরাজ এন্টারপ্রাইজের মালিক মোজাম্মেলের নিকট থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় এহতেশামকে আটক করা হয়।

এর আগে গত রমজান মাসে একই কাজের বিনিময়ে একই ব্যক্তির নিকট থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন প্রকৌশলী এহতেশাম উল হত। গোপন সংবাদ পেয়ে দুপুরে দুদক পরিচালক আনোয়ার হোসেন ১০ সদস্যের এক টিম নিয়ে এই অভিযান চালান ।

এদিকে মেসার্স মিরাজ এন্ড মেহরাজ ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোজাম্মেল জানান, সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় ২০ লাখ টাকায় একটি সড়কের সংস্কার কাজের বিপরীতে ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন উপ-সহকারী প্রকৌশলী এহতেশাম উল হক। সেই টাকার বাকি অংশ ৫০ হাজার টাকা বৃহস্পতিবার পরিশোধ হয়।

নারায়ণগঞ্জে শিশুর বস্থাবন্দি লাশ উদ্ধার-লাশ বুকে নিয়ে বাবার আর্তনাদ।

নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকা থেকে শিহাবউদ্দিন আলিফ নামে পাঁচ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।

আলিফ শহরের জল্লারপাড় আমহাট্টা এলাকার নান্নু মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলমগীর হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে আমহাট্টা এলাকার ওই বাড়ির একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার পাল জানান, সকাল থেকে নিখোঁজ ছিল আলিফ। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে পাশের ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

জাতীয় শোক দিবসে ফতুল্লায় বিভিন্ন কর্মসূচী পালন

ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এম শওকত আলী বলেছেন, ১৫ আগস্ট এক কলঙ্কিত সময়। বাঙ্গালি জাতির অভিভাবক হারানোর দিন। স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র ভেবে ছিলো, বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেই তাঁকে জনমানুষের ভালোবাসা থেকে দূরে সরানো যাবে। ধ্বংস করা যাবে সোনার বাংলা গড়ার স্বপ্ন। কিন্তু না, এখনো বাঙ্গালির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিব। যার প্রতি ফলন ঘটাচ্ছেন তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফতুল্লা, কুতুবপুর ও অন্যান্য ইউনিয়নের একাধিক স্পটে আয়োজিত মিলাদ, দোয়া ও রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠান প্রদক্ষিন করে তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে প্রতিটি স্পর্ট প্রদক্ষিন করেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ শাহ-নিজাম।

স্পর্ট প্রদক্ষিন কালে শাহ-নিজাম বলেন, যে স্বাধীনতাবিরোধীরা পুরো জাতিকে কাঁদিয়েছে, মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলার চেষ্টা করেছে, সেই একাত্তরের পরাজিতরা মাঝে মধ্যে তাদের শক্তি পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা চালায়। তাই এই অপশক্তির আনাগোনার দিকে খেয়াল রাখবেন। যাতে করে তারা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।

ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম ইসহাক বলেন, সমগ্র জাতি আজ শোকাহত। ঘাতকরা এই মহান নেতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করে ভেবেছিল বঙ্গবন্ধুকে চিরতরে মুছে ফেলেছে। যা কখনোই সম্ভব হবে না, যতদিন এই স্বাধীন বাংলাদেশ আছে ততদিনই বাঙ্গালীর হৃদয়ে বঙ্গবন্ধু আছে এবং থাকবে। আমরা বঙ্গবন্ধুকে ভালবাসি আর ওনার প্রেরণা নিয়েই আজও যোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুন্দর বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় আমরা সর্বদা পাশে আছি এবং থাকব।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া আয়োজন ও নিজ নিজ এলাকায় রান্না করা খাবার বিতরণ করেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু,কুতুবপুর ইউনিয়ন ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার, কুতুবপুর ৪,৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাক্তার বিএম আনোয়ার হোসেন, মোঃ দেলোয়ার হোসেন লিটন,ইউনুস দেওয়ান, হুমায়ন কবির, মুজাফফর হোসেন, রশিদ মোল্লা, মোহাম্মদ আলী, জেলা যুবলীগের সদস্য এমওএফ খোকন, মোঃ মাহাবুবুর রহমান, দুলু, মানিক, সুমন, শহিন, শ্যামল, লিটন, মোঃ ইলিয়াস, রিপন, সালাউদ্দিন, রতন, পারভেজ, হীরা প্রমূখ।

বক্তাবলীর পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ফতুল্লা বক্তাবলীর পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়ে ১৫(আগস্ট) দিনব্যাপী আলোচনা সভা, পুরস্কার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক দিবসে পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.নাজির হোসেনের সভাপতিত্বে ও প্রধাণ শিক্ষক মো.আমজাদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ.মান্নান গাজী,সিনিয়র-সহকারী শিক্ষক মো.ফায়েম আলী,সহকারী শিক্ষক অনুকূল রায়,জাহাঙ্গীর আলম,মো.সাইফুল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে মোনাজাদ পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আমিরুল ইসলাম।

ফতুল্লার মুসলিমনগরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বাষির্কীতে আওয়ামীলীগ নেতাদের বিভিন্ন কর্মসূচী পালন

ফতুল্লার মুসলিমনগর নয়াবাজা‌রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বাষির্কীতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাদের মিলন মেলা ঘটেছে। যুবলীগ নেতা খলিলুর রহমান টিটু ও সেচ্ছা সেবকলীগ নেতা নোমান আহম্মেদের বঙ্গবন্ধুর শাহাদাৎ বাষির্কীর আয়োজনে আওয়ামীলীগ নেতাদের এ মিলন মেলা ঘটে। তবে এ দুই নেতার দক্ষতার কারণে দলের বিভিন্ন নেতাদের একজোট করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

বুধবার ১৫ আগস্ট সকাল হতে দুপুর পর্যন্ত মুসলিমনগর নয়াবাজার এলাকার চৌরাস্তা মোড়ে এনায়েতনগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্দ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষির্কী পালন করা হয়।

এদিকে মুসলিমনগরে শাহাদাৎ বাষির্কী পালন করার আয়োজনে খলিলুর রহমান টিটু ও নোমান আহম্মেদকে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহযোগিতার জন্য এগিয়ে আসেন। টিটু ও নোমান শুধু বঙ্গবন্ধুকে ভালবে‌সে নিজেদের একক চেষ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষির্কী পালন করে। সকালে বঙ্গবন্ধুসহ তার পরিবারের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক মাস্টার, মহানগর সেচ্ছা সেবকলীগের সভাপতি মো: জুয়েল হোসেন, স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক জামাল উদ্দিন সবুজ, মুসলিমনগর পঞ্চায়েত প্রধান ও সমাজ সেবক ফজলুল হক মেম্বার, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, ফতুল্লা থানা সেচ্ছা সেবকলীগের সহসভাপতি রাশেদুল হক, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এমএ মান্নান, সহসভাপতি শরিয়ত উল্লাহ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো.মাশফীকুর রহমান শিশির, মহানগর সেচ্ছা সেবকলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জয়, এনায়েতনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন সরদার, সমাজ সেবক আজিম উদ্দীন, আলহাজ্ব মো.ষ‌ফিকুল ইসলাম, আবুল কা‌শেম, কাজী আবুল, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগ নেতা আব্দুল্লাহ ইমরান, এনায়েতনগর ইউনিয়ন যুবলীগ নেতা আরিফ হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন, বাদল হোসেন ববি, মো. ম‌নির হো‌সেন, এনায়েতনগর যুবলীগ নেতা আবু সাঈদ, তুহিন, রাজিব, আসাদ বাপ্পী, সেচ্ছা সেবকলীগ নেতা রফিক, অমিত, হানিফ, শিপন, নিরব, রিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে হামিদের শোক দিবস পালন

সদর উপজেলার ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা হাজ্বী মো.হামিদ।

বুধবার (১৫ আগস্ট) বিকালে চাঁদনী হাউজিং মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও তোবারক বিতরন করা হয়।

জাতীয় শোক দিবসে সকল শহীদদের প্রতি সাঈদের বিনম্র শ্রদ্ধাঞ্জলী

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা সাঈদ আহম্মেদ লাল চাঁন।

জাতীয় শোক দিবসে সকল শহীদদের দেলোয়ারের বিনম্র শ্রদ্ধাঞ্জলী

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.দেলোয়ার হোসেন।

জাতীয় শোক দিবসে সকল শহীদদের প্রতি নাজিরের বিনম্র শ্রদ্ধাঞ্জলী

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন ফতুল্লা থানা ছাত্রলীগের  যুগ্ম-সম্পাদক মো.নাজির হোসেন।

জাতীয় শোক দিবসে সকল শহীদদের প্রতি শিশিরের বিনম্র শ্রদ্ধাঞ্জলী

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো.মাশফীকুর রহমান শিশির।