১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 140

বক্তাবলির কেএসবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদের দূর্নীতির চিত্র

‘যে শিক্ষক মানুষ গড়ে/ সে কী আবার দুর্নীতি করে?’-আন্দোলনরত শিক্ষার্থীদের এ প্রশ্নের উত্তর-ই শুধু দেননি স্থানীয়দের বিস্মিত করেছেন কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। ৯ বছরের মেয়াদকালে তাঁর দুর্নীতির খতিয়ান যেন রূপকথার গল্পকেও হার মানায়।

স্কুলটির সাবেক শিক্ষার্থীদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে দুর্নীতির এ মহাকাণ্ড! অনিয়ম দূর্নীতি শিক্ষকদের কোচিং বাণিজ্যের কারণে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে। অভিযোগ উঠেছে, তিনি তাঁর মেয়দকালে ২ কোটি ৩৪ লক্ষ ৬০ হাজার ১শত ৬৭ টাকা দূর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন।

এ কারণে স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের পদত্যাগ দাবি করে বিভিন্নখাতে তাঁর দুর্নীতির খতিয়ান জনসম্মুখে প্রকাশ করার দাবি তুলেছেন-বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী ও এলাকাবাসী। এ দাবিতে এলাকায় বেশ কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে ’৯৭ ব্যাচের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের দেয়া তথ্যমতে, আমজাদ হোসেন স্কুলের পূন:ভর্তি বাবদ ৩২ লক্ষ ৭৬ হাজার, বিলম্ব অনুপস্থিত বাবদ ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, খেলাধুুলা খাতে ৯ লক্ষ ৮০ হাজার টাকা, নির্মাণ খাতে ৯ লক্ষ ৬০ হাজার টাকা, গ্রায়াচুটি বাবদ ১২ লক্ষ ৬০ হাজার টাকা, বিদ্যুৎ বিল বাবদ ৮ লক্ষ ২৮ হাজার টাকা, মিলাদ বাবদ ৮ লক্ষ ৮২ হাজার টাকা, দূস্থ: তহবিলের ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, পাঠাগারের ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, গবেষণার ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, সাংস্কৃতিক খাতে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, স্কাউটের ৬ লক্ষ ৩০ হাজার টাকা, উন্নয়নের ৬ লক্ষ ৩০ হাজার টাকা, কম্পিউটারের ৬ লক্ষ ৩০ হাজার, মসজিদ ফান্ডের ৬ লক্ষ ৩০ হাজার টাকা, অগ্রগতি পত্র বাবদ ৫লক্ষ ৬৭ হাজার টাকা, মনোগ্রাম বাবদ ৫ লক্ষ ৬৭ হাজার টাকা, এসএসসি পরিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরন বাবাদ অতিরিক্ত ২৮ লক্ষ ৩ হাজার ১ শত ৬৭ টাকা, কৃষি ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা বাবদ ৮ লক্ষ ৪০ হাজার টাকা, উপবৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সরকারি অনুদানের ৫ লক্ষ ৭৬ হাজার টাকা অর্থ আত্মসাৎ এর অভিযোগ করেন। এর প্রমাণ হিসেবে স্কুলের রশিদ ও ব্যাংক এ্যাকাউন্ট সহ নানা তথ্য-উপাত্ত্ব তুলে ধরা হয়।

 

এই বিষয়ে সামাজিক সংগঠন-আলোকিত বক্তাবলীর সাধারণ সম্পাদক আঃ আজিজ বলেন, প্রধান শিক্ষক সহ কয়েকজন শিক্ষকের লাগামহীন অনিয়ম দূর্নীতির কারণে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ধ্বংস হয়েছে। বিষয়টির বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন।

বক্তাবলী ইউনিয়ন মাদক নির্মুল কমিটির সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অর্থের বিনিময় অযোগ্য, দলীয় লোকদের নিয়োগ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে। তিনি অযোগ্যদের বাদ দিয়ে মেধাবীদের নিয়োগ দেওয়ার মাধ্যমে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান।

৯৭ ব্যাচের শিক্ষার্থী মাশফিকুর রহমান শিশির বলেন, দুর্নীতি অনিয়মের সাথে জড়িত শিক্ষকদের অপসারনই কি যথেষ্ট নয়। কারণ দুর্নীতিবাজ প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ কেউ কেউ এ পেশাকে কলুষিত করেছেন।

 

আন্দোলনরতরা জানান, আমজাদ হোসেনের পদত্যাগ, অনিয়ম, দুর্নীতির তদন্তের দাবিতে জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে শিগগির স্মারকলিপি দেয়া হবে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, এটা ঠিক নয় স্কুলে এত দূর্নীতি হয়েছে। কিছু সুবিধাবাদী লোক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাকে হেয় করতেই এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফতুল্লায় ছাত্রদলের মিছিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা মশিউর রহমান রনির নির্দেশে ফতুল্লায় বিক্ষোভ মিছিল করেন ফতুল্লা থানার ছাত্রদল নেতাকর্মীরা। শনিবার দুপুর দেড়টার দিকে ফতুল্লার ডিআইটি এলাকা থেকে ছাত্রদলের একটি মিছিল বের হয়ে ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় গিয়ে শেষ হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনির নির্দেশে ফতুল্লায় বিক্ষোভ মিছিল করেন ফতুল্লায় ছাত্রদল নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন শাহজাহান আলী, জুয়েল আরমান,কজী আরিফ,জিয়াউল হক জিয়া,শরিফ হোসেন মানিক,মেহেদি হাসান দোলন, মাহফুজুর রহমান, সঞ্চয়,রিয়াদ,শাকিল,সোহাগ, রাজু, রাজিব,সাগর,নুর মোহাম্মদ প্রমুখ।

ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার বাদ আসর আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার ও ফতুল্লা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আলী।

ফতুল্লায় বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে ফতুল্লার বহুল আলোচিত-সমালোচিত আলাউদ্দিন হাজীর অবৈধ বালুর ঘাট উচ্ছেদ করেছে বিআইডব্লউটিএ। টানা তিন দিনের উচ্ছেদ অভিযান চলাকালিন সময় ফতুল্লাস্থ গরু হাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে কয়েক দশক আগে গড়ে তোলা আলাউদ্দিন হাজীর দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার বিকেলে বিআইডব্লউটিএ এই উচ্ছেদ অভিযান চালায়।

এসময় নদীর তীর দখল করে রাখা বালুর স্তুপ ১ লাখ ৫৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এদিকে, আলাউদ্দিন হাজী বুড়িগঙ্গা নদীর তীর এবং নদীর কিছু অংশ দখল করে স্থানীয় বালু ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে মোটা অংকের টাকার হাতিয়ে নিয়েছে এমন অভিযোগ ব্যবসায়ীদের। বিআইডব্লউটিএ কর্তৃপক্ষ জানান, আলাউদ্দিন হাজী অবৈধ ভাবে নদীর তীর ভরাট করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বালু ব্যবসায়ী জানান, গত ৪ বছর পূর্বে আলাউদ্দিন হাজীর ছেলে আক্তার হোসেনের কাছ থেকে ৬ লাখ টাকা অগ্রিম জায়গা ভাড়া নিয়েছি এবং প্রতি মাসে ৬০ হাজার টাকা ভাড়া দিয়ে আসছি। আলাউদ্দিন হাজীর ছেলের নদী দখলের ব্যাপারে বিআইডব্লউটিএ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষেভ প্রকাশ করেন। এব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদের পিপিএম জানান, নদীর তীর যারা দখল করেছে তারা অবৈধ ভাবেই দখল করে ভাড়া দিয়েছে। তাদের কোন বৈধতা নেই।

এর আগে বিআইডব্লউটিএ যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন বলেন, প্রভাবশালীব্যাক্তিরাই নদীর তীর ঘেষে গড়ে ওঠা ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত ওয়াকওয়ে নষ্ট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। যারা এসবের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর আগে আলীগঞ্জে মোকাররম সরদারের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ১ লাখ টাকা জড়িমান আদায় করা হয়।

উল্লেখ্য,শ্যামপুর ও ফতুল্লার একাধিক প্রভাবশালী ব্যাক্তি বুড়িগঙ্গা নদীর তীর দখল করে দীর্ঘদিন ধরে বালু,সিমেন্ট, ইট,কয়লা, পাথরের ব্যবসা করে আসছে। এর ফলে নদীর তীরে নির্মিত ওয়াকওয়ে নষ্ট হয়ে যায়।

শুক্রবার সাংবাদিক হাবিবুর রহমান বাদলের জন্মদিন

ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জের বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ নিউজ পেপারর্স অনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদলের জন্মদিন ১ জুন শুক্রবার। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাবিবুর রহমান বাদল ১৯৫৭ সালের ১ জুন নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোডে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মরহুম মোঃ ফকির চাঁন মিয়া ও মরহুমা সাহারা খাতুনের ৪ পুত্র, ৪ কন্যার মধ্যে হাবিবুর রহমান বাদল জৈষ্ঠপুত্র। তিনি গলাচিপা প্রাইমারী স্কুলে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন।

নারায়ণগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি পাস করার পর ১৯৭৬ সালে তিনি ঢাকা কলেজে পড়ার সময় খন্ডকালীন সাংবাদিকতা শুরু করেন। ৮২ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করার পর ১৯৮৩ সালে হাবিবুর রহমান বাদল দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

১৯৯৬ সালে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত প্রথম দৈনিক শীতলক্ষা তার সম্পাদনায় প্রকাশ লাভ করে। ২০০৩ সালের ১ জানুয়ারী হাবিবুর রহমান বাদলের সম্পাদনা ও প্রকাশনায় দৈনিক ডান্ডিবার্তা পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটে।

হাবিবুর রহমান বাদল ১৯৮৮ থেকে ১৯৯০ সাল ও ১৯৯২ সাল থেকে ১৯৯৪ সালে পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ১৯৯৮ সালে এবং ২০১১ সালে  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন। হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বর্তমান বহুতল ভবন নির্মাণ কমিটির সদস্য সচিব হিসেবে প্রেসক্লাব নির্মাণে অগ্রনী ভূমিকা পালন করেন। হাবিবুর রহমান বাদল ৩ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক।

এদিকে নারায়ণগঞ্জের প্রবীন এ পেশাদার সাংবাদিকের জন্মদিনে অনলাইন নিউজ পোর্টাল নিউজ প্রতিদিন ডটনেট’র নির্বাহী সম্পাদক আবদুর রহিম ও নারায়ণগঞ্জ সাহিত্য ফোরামের সভাপতি জাহাঙ্গীর ডালিমের পক্ষ থেকে শুভ ও দীর্ঘায়ু কামনা করছি।

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে-রুহুল আমীন

নিজস্ব প্রতিবেদকঃ “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম নিবার্চিত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক ” মন্তব্য করলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার।

ফতুল্লা প্রেস ক্লাব থেকে প.ম আজিজ বহিস্কার

প্রেস বিজ্ঞপ্তিঃ ক্লাবের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা প্রেস ক্লাবের সদস্য প,ম আজিজকে তিন মাসের জন্য বহিস্কার করা হয়েছে। বুধবার দুপুরে প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিনের সভাপতিত্বে জরুরী সাধারন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আবদুর রহিম, যুগ্ম সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, সাবেক সাধারন সম্পাদক এ আর মিলন, সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম লিটন, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, প্রচার সম্পাদক জি এ রাজু, কার্যকরী সদস্য সেলিম মুন্সি,মনির হোসেন, মাসুদ আলী প্রমুখ।

বক্তাবলী ইউপির পৌনে ৫ কোটি টাকার বাজেট ঘোষনা

ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২০১৮- ২০১৯ অর্থ বছরের ৪ কোটি ৮৭ লাখ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষনা করেছেন বক্তাবলী ইউপি চেয়ারম্যান হাজ্বী শওকত আলী।
মঙ্গলবার (২৯ মে) সকাল ১১ টায় ইউপি কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষনা কালে উপস্থিত ছিলেন,ইউপি সচিব নাজমুল হক সরকার, ইউপি মেম্বার আতাউর রহমান প্রধান, মনির হোসেন, আব্দুল জলিল, আকিল উদ্দিন, আমজাদ হোসেন, জাহাঙ্গীর মাস্টার, আব্দুল মতিন, ওমর ফারুক, রাসেল চৌধুরী, মহিলা মেম্বার হাজেরা বেগম, মরিয়ম আক্তার, কুলসুম বেগম, নুর মোহাম্মদ টিটু, সমাজসেবক মুক্তিযোদ্ধা মতিউর রহমান, নাসির উদ্দিন মাদবর, সদরউদ্দিন সদু মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঘোষিত বাজেটে প্রথম গুরুত্ব দেয়া হয় ভৌত অবকাঠামো ৪ কোটি ১ লাখ ৫৫ হাজার ৫শ টাকা,দ্বিতীয় গুরুত্ব দেয়া হয়েছে শিক্ষাখাতকে যার ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ ৫০ হাজার টাকা,তৃতীয় গুরুত্ব দেয়া হয়েছে স্বাস্থ্য খাতকে যার ব্যয় ধরা হয়েছে ১৮ লাখ ৫০ হাজার টাকা।
বাজেট ঘোষনার আগে ইউপি চেয়ারম্যান হাজ্বী শওকত আলী বলেন, উন্নয়নের রুপকার শামীম ওসমানের নির্দেশ উন্নয়ন করতে হবে। জনগনের চাহিদাকে গুরুত্ব দিয়ে বিশাল অংকের টাকার বাজেট দিচ্ছি। এককালের অবহেলিত বক্তাবলী আজ উন্নয়নের ক্ষেত্রে পরিপূর্নতা পাচ্ছে। শামীম ওসমানের সুদৃষ্টি ও অর্থ বরাদ্ধের কারনে বক্তাবলী উন্নয়নের মহাসড়কে পরিনত হয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় তা সম্ভব হয়েছে। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরে তিনি সবার সম্মুখে ৪ কোটি ৮৭ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকার বাজেট ঘোষনা করেন।

বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

মো. আবদুর রহিম/শেখ মো. সেলিমঃ বুড়িগঙ্গা নদীর পূর্ব পাশে তীর ঘেসে মুন্সিখোলা থেকে পঞ্চবটি পর্যন্ত গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে বিআইডব্লিটিএ। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম বানু শান্তি ও বিআইডব্লিটিএ’র যুগ্ম পরিচালক আরিফ হোসেন। এসময় ফতুল্লা ও শ্যামপুর থানা পুলিশ তাদের সহযোগীতা করেন। সারা দিনের অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ।

এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম বানু শান্তি ও বিআইডব্লিটিএ’র যুগ্ম পরিচালক আরিফ হোসেন বলেন, আমাদের এই উচ্ছেদ অভিযান টানা চারদিন চলবে। কারা এসব স্থাপনা নির্মাণ করেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তারা দু’জনই জানান, প্রভাবশালীব্যাক্তিরাই নদীর তীর ঘেষে গড়ে ওঠা ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত ওয়াকওয়ে নষ্ট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। যারা এসবের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উচ্ছেদ অভিযানে সহায়তা করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদের পিপিএম,ওসি (অপারেশন) মজিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য,শ্যামপুর ও ফতুল্লার একাধিক প্রভাবশালী ব্যাক্তি বুড়িগঙ্গা নদীর তীর দখল করে দীর্ঘদিন ধরে বালু,সিমেন্ট, ইট,কয়লা, পাথরের ব্যবসা করে আসছে। এর ফলে নদীর তীরে নির্মিত ওয়াকওয়ে নষ্ট হয়ে যায়।

সোনারগাঁয়ে বন্দুক যুদ্ধে টাওয়ার সুমন নিহত

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে টাওয়ার সুমন (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার বারদী ইউনিয়নের শান্তির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মজিদ নামে অপর এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত টাওয়ার সেলিম আড়াইহাজার উপজেলার বাসিন্দা।