১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 142

বক্তাবলির যুবদের স্মার্ট কার্ড পাওয়ার পর হাজ্বী মো:শওকত আলীর সাক্ষাত

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলির গোপালনগরের যুবরা স্মার্ট কার্ড  পাওয়ার পর বক্তাবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী মো: শওকত আলীর সাথে সাক্ষাত করেন। রবিবার (২০ মে) সকাল ৯টা থেকে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরন কার্যক্রম শুরু হয়।  একটানা ৯ দিন স্মার্ট কার্ড বিতরন কর্মসূচী চলবে।

বন্দরবাসীর উন্নয়নের জন্য দিনরাত কাজ করছি-মেয়র আইভী

বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন, আপনারা জানেন এলাকার উন্নয়নের জন্য আমি কোন দল মত দেখিনা। যেখানে যা প্রয়োজন আমি সেখানে তাই করি। বন্দরে ঐতিহ্যবাহী সিরাজদৌল্লা ক্লাব নিয়ে একটি পরিকল্পনা আছে। এখানে একটি বদ্ধভূমি রয়েছে। তার সাথে শহীদ সোহরাওয়ার্দী ক্লাব ও বন্দরে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে। আমি অবহেলিত বন্দরবাসীর জন্য কাজ করছি। আপনারা ঠিকাদারদের সর্বাধিক সহযোগিতা করবেন। চলমান কাজের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার সব সময় তদারকি করবেন। মঙ্গলবার বেলা ১১টায় বন্দর শহীদ সোহরাওয়ার্দী ক্লাবসহ কেন্দ্রীয় শহীদ মিনার ও সিরাজদৌল্লা ক্লাব নির্মান কাজের শুভ উদ্ধোধন অনুষ্ঠান পূর্বে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জলজটে ফতুল্লার লাখো বাসিন্দা

নিজস্ব প্রতিবেদক : ফতুল্লায় গত তিন দিনের বৃষ্টিতে লক্ষলক্ষ মানুষ এখন জলাবদ্ধতায় দিনাতিপাত করছে। মানবেতর জীবন যাপন করছে পানি বন্দি মানুষরা।

ঈদের পূর্বে একত্রে দুই ঘাট দিয়ে শীতলক্ষ্যায় ভাসবে ফেরী

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাট এবং ৫নং খেয়াঘাট- বন্দর ময়মনসিংহপট্টি দিয়ে দুটি ঘাটে একসাথে ফেরী সার্ভিস চালু করার কথা জানালেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ফেরী সার্ভিস চালু করতে যে সকল সমস্যা এবং প্রস্তুতি বাকি রয়েছে সেগুলো দ্রæত সমাধান করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার ২২মে বেলা সাড়ে ১১টায় মেঘনা বিজ্রের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে মহাসড়কের যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এরআগে সভায় সেলিম ওসমান নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে ফেরি সার্ভিস চালু এবং মন্ত্রীর দেওয়ার ঘোষনার বিষয়টি উল্লেখ করে বক্তব্য রাখেন। পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের ঈদের পূর্বে দুটি ঘাটে একসাথে ফেরী সার্ভিস চালুর সকল ব্যবস্থা গ্রহনের জন্য সওজ এর কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভা শেষে সাংবাদিকদের কাছে ওবায়দুল কাদের বলেন, ফেরী সার্ভিসটি এমপি সেলিম ওসমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ও বন্দরবাসীর জন্য হবে ঈদ উপহার।

এ ব্যাপারে সংসদ সদস্য সেলিম ওসমান সাংবাদিকদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রæটি সহ নানা কারনে এমনিতেই ফেরী সার্ভিস চালু করতে বিলম্ব হয়েছে। সময় যেহেতু চলেই গেছে তাই নারায়ণগঞ্জ এবং বন্দরবাসীকে আমি আর অল্প কিছু দিনের জন্য ধৈর্য্য রাখার অনুরোধ করছি। যাতে করে তাড়াহুড়ো করে ফেরী চালু করে আবার নতুন করে সমস্যা সৃষ্টি হয়ে ফেরী চলাচল যাতে বন্ধ না হয়ে যায়। তাই যন্ত্রাকি ত্রæটি, দু’পাশের ঘাট নির্মান ভাড়া নির্ধারন সহ অবকাঠামোগত সকল উন্নয়ন সম্পন্ন করে ঈদের পূর্বেই ফেরী সার্ভিস আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এদিকে, বহুল প্রতিক্ষিত হাজীগঞ্জ-নবীগঞ্জ ফেরী সার্ভিস চালু হলে নারায়ণগঞ্জের সাথে বন্দর, সোনারগাঁও, আড়াইহাজার উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজতর হয়ে উঠবে বলে মনে করছেন উক্ত রুটে যাতায়াতকারীরা। অপরদিকে ৫নংঘাট টু ময়মনসিংহপট্টি দিয়ে ফেরী সার্ভিস চালু হলে উপকৃত হবে প্রতিদিন বন্দর থেকে নারায়ণগঞ্জে যাতায়াতকারী লাখো মানুষ। একই সাথে শহরের সাথে বন্দরের ব্যবসায়িক যোগাযোগ আরো সহজ হবে। যার ফলে বন্দরে যারা কৃষি পণ্য উৎপাদন করে শহরে মধ্য সত্ত¡াভোগীদের মাধ্যমে পন্য বিক্রি করে থাকেন তখন তাঁরা নিজেরাই নিজেদের উৎপাদিত কৃষিপন্য শহরের বাজারে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন।

এরআগে ২০১৭ সালের ২৩ নভেম্বর বন্দরে সাংসদ সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় এবং শেখ জামাল উচ্চ বিদ্যালয় তিনটির আনুষ্ঠিক উদ্বোধন করতে আসেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সে সময় স্থানীয়দের দাবীর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের ১৫ দিনের মধ্যে ফেরী সার্ভিস চালুর ঘোষণা দিয়ে ছিলেন। কিন্তু আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ঘোষিত ১৫ দিন অতিবাহিত হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের অক্লান্ত পরিশ্রমের ফলে ৬মাসের মাথায় এসে চালু হচ্ছে।

ফতুল্লা বটতলায় থমথমে অবস্থা জামান খানের পরিবারে আতঙ্ক

স্টাফ রিপোর্টারঃ ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় সন্ত্রাসী কালাম-শরীফ বাহিনীর হামলা, লুটপাট,অগ্নি সংযোগের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। চরম নিরাপত্তাহীনতায় ভুগছে হামলার শিকার জামান খানের পরিবার। হামলার ঘটনায় ৮/১০জন আহত হলেও এদের মধ্যে হৃদয়ের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে তার পরিবার। তবে হামলার ঘটনার ৫দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।

সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ায় বক্তাবলীতে আতঙ্ক

স্টাফ রিপোর্টারঃ সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া দেয়ার পর থেকে বক্তাবলীর বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে সাংবাদিক আবুল কালাম আজাদ ও তার পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে, সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া ও হামলার ঘটনার ৪দিন অতিবাহিত হলেও কেউ গ্রেফতার না হওয়ায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছে স্থানীয় সচেতন মহল। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ দাবি করেছে স্থানীয়রা।

কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলির কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের পদত্যাগের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছে।
গতকাল কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে বিকাল ৩টায় শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রাক্তন ৯৭ ব্যাচ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়নগঞ্জ বারের সিনিয়র আইনজীবি আওলাদ হোসেন বলেন যে শিক্ষক ছাত্রদের স্বপ্ন না দেখিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে,কোচিং বানিজ্য করে,ছাত্রীদের কু প্রস্তাব দেয়, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস না করে রাজনৈতিক প্রপাগন্ডা চালিয়ে বেতন ভাতা ভোগ করে সেই সমস্ত শিক্ষকদের জায়গায় বিদ্যালয় জায়গায় হবে না।
দুর্নীতিবাজ প্রধান শিক্ষক বিদ্যালয়ের দায়িত্ব পালন না করে রাজনৈতিক নেতাদের পদলেহন করে,মামলা নিয়ে কোর্টের আঙ্গিনায় দিনের পর দিন কাটান,সেই প্রধান শিক্ষক আমজাদ সাহেব কে হুশিয়ারী উচ্চারন করে বলেন সময় থাকতে দায়িত্ব ছেড়ে দিন।নতুবা পালানোর পথ পাবেন না।
বক্তাবলি ইউনিয়ন মাদক নির্মুল কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন অবিলম্বে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আমজাদ সাহেব কে পদত্যাগ করতে হবে। না হলে কিভাবে পদত্যাগ করাতে হয় তা বক্তাবলিবাসী জানে।
বক্তাবলি পরগনা খালেক মাষ্টার ডায়াবেটিক সমিতিরপ্রতিষ্ঠাতা শফিউদ্দিন আহমেদ মিন্টু বলেন ৯৭ ব্যাচের এই মহতী উদ্দ্যোগ কে স্বাগত জানাই এবং তাদের সকল প্রকার সহযোগিতা করার জন্য সব সময় প্রস্তুত আছি।
ছাত্রনেতা শিশির বলেন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আমজাদ হোসেন পদত্যাগ না করা পর্যন্ত ৯৭ ব্যাচের শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে না।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর গ্রাম পঞ্চায়েত প্রধান নাসির উদ্দিন,আঃ কাদির মেম্বার,কামাল হোসেন,রাসেল চৌধিরী,দেলোয়ার, খোরশেদ,সাফায়েত উল্লাহ,সাইদুর,মামুন,নাজির,আমির হামজা সহ এলাকাবাসী। আয়োজকরা জানা প্রধান শিক্ষকের পদত্যাগ,নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচন,ছাত্রছত্রীদের কাছ থেকে আদায়কৃত অর্থের যথাযথ ব্যবহার,বিদ্যালয়ের পুরাতন ভবন পরিত্যাক্ত ঘোষনা করে, নতুন ভবন নির্মান,শিক্ষকদের কোচিং, প্রাইভেট,গাইড ও গাইড বই ব্যবসা বন্ধ,যোগ্য, দক্ষ শিক্ষকদের দ্বারা পাঠদান নিশ্চিত, বিদ্যালয়ে বিজ্ঞানাগার,গ্রন্থাগার প্রতিষ্ঠা,নিয়মিত বিদ্যালয়ের সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন,২০০১৩ সাল থেকে বিদ্যালয়ের আয় ব্যায়ের হিসাব জনস্মুখে প্রকাশের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে।

বক্তাবলীতে শিক্ষকের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদকঃ নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলির কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের পদত্যাগের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছে।

গতকাল কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে বিকাল ৩টায় শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রাক্তন ৯৭ ব্যাচ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

১২জন কবি পাচ্ছেন নারায়ণগঞ্জ সাহিত্য ফোরামের সম্মাননা

প্রেস বিজ্ঞপ্তিঃ নারায়ণগঞ্জ সাহিত্য ফোরামের ২০১৭ সম্মাননা ১২জন কবির নাম ঘোষনা করা হয়। যারা সংবাদপত্রে নিয়মিত লিখছেন, লেখালেখি করছেন ও সাহিত্য চর্চা করছেন তাদের কবি হিসেবে স্বীকৃতি স্বরূপ নারায়ণগঞ্জ সাহিত্য ফোরাম সম্মাননা ২০১৭ প্রাপ্তদের নামে দেওয়া হলো।

ফতুল্লায় বন্দুক যুদ্ধে পুলিশ সোর্স নিহত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশের অস্ত্র লুট মামলার এক আসামি ত্রিমুখী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ছিনতাইকারী দুই পক্ষের গোলাগুলির সময় পুলিশ সাথে বন্দুকযুদ্ধে পারভেজ(২৫) নামে ওই আসামি নিহত হন।

মঙ্গলবার দিনগত রাত সোয়া দুইটার দিকে দাপা ইদ্রাকপুর ষ্টেশন রোড সংলগ্ন বালু মাঠে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ ফতুল্লার দাপা পাইলট স্কুল এলাকার সোবহান মিয়র পুত্র। নিহত পারভেজ ফতুল্লা থানার সিভিল টিমের প্রভাবশালী সোর্স রনির সহযোগী সোর্স হিসেবে কাজ করতো বলে এলাকার একাধিক সূত্র জানিয়েছে।

ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার ও তিনটা বড় ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের একটি সূত্র জানায়, মঙ্গলবার রাত দুইটার দিকে দাপা আলামিন এলাকায় ছিনতাইকারীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পায় পুলিশ। পরে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছুড়লে পারভেজ ক্রসফায়ারে পরে মারা যায়। পারভেজ পুলিশের সোর্স হিসেবেই এলাকাতে পরিচিত। ফতুল্লা মডেল থানার পরিদর্শক মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত রবিবার রাতে এএসআই সুমন কুমার পালের নেতৃত্বে পুলিশের একটি দল ফতুল্লা রেলস্টেশন রোড এলাকায় একটি বালুর মাঠে দায়িত্ব পালন করছিল। গভীর রাতে কনস্টেবল সোহেল রানার সঙ্গে থাকা একটি চাইনিজ রাইফেল খোয়া যায়। পরদিন সোমবার সকাল ১১টায় ফতুল্লার দাপা বালুর মাঠের পাশের একটি ডোবার পাশ থেকে রাইফেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য ফতুল্লা মডেল থানার এএসআই সুমন কুমার পাল, তিন কনস্টেবল মাসুদ রানা, আরিফ ও সোহেল রানাকে সাময়িক প্রত্যাহার করা হয়।

পরে ওই ঘটনায় সুমন পাল বাদী হয়ে পারভেজসহ তিনজনকে আসামি করে সোমবার রাতেই ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন। এতে অভিযোগ করা হয় পারভেজ ওই অস্ত্রটি লুট করেছিল।