১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 147

‘আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি’

ঘড়ির কাটায় তখন বেলা ১১ টা ৩০মি। কোটি জনতার দৃষ্টি তখন রাজধানীর পিজি হাসপাতালের দিকে। গোটা জাতি বেশ ক’দিন ধরেই উৎকণ্ঠিত। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার নামে আনা হয় শাহবাগের পিজি হাসপাতালে। প্রায় ২ মাস ধরে কারারুদ্ধ, জনতার ভালোবাসায় সিক্ত নন্দিত নেত্রী। কেমন আছেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া? সেটুকু দেখার জন্য উদগ্রীব দেশের আবাল বৃদ্ধ-বণিতা। মিডিয়ার কল্যাণে জাতি দেখল দৃঢ়তার এক ‘উন্নত মম শির’ কে। বিনাঅপরাধে কেবল রাজনৈতিক হিংসার কারণে কারাদন্ড দিয়ে শাসক গোষ্ঠী ভেবেছিলো অসহ্য যন্ত্রনা সহ্য করতে না পেরে খালেদা জিয়া টলে পড়বেন বা রোগে-শোকে কাবু হয়ে হার মানবেন। তবে তাদের সে আশায় গুড়ে বালি। পিজি হাসপাতালে গাড়ি থেকে নামার পর জনতা দেখলো সাহসী, দৃঢ়চেতা আর আস্থায় অবিচল দেশনেত্রীকে। পরোক্ষণে বুঝে নিলো গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন নেত্রীর অকুতোভয় হিম্মত।

গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী কেবিন ব্লকের সিঁড়ির গোড়ায় আগে থেকে রাখা হয়েছিল একটি হুইল চেয়ার। এক মিনিট পর গাড়িটি ঘুরিয়ে একেবারে সিঁড়ির গোড়ায় নিয়ে দাঁড় করানো হয়। কারারক্ষী, পুলিশ, ডিবি পুলিশের সদস্যরা কয়েক স্তরের ব্যারিকেডের মাধ্যমে ঘিরে রাখে সে গাড়ি। সাদা পোশাকধারী একজন কারা কর্মকর্তা গাড়ির দরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। তারপর চশমা চোখে, অফ হোয়াইট দেশীয় জামদানী শাড়ি পরিহিত খালেদা জিয়া গাড়ি থেকে বেরিয়ে আসেন। গাড়ি থেকে নেমেই উপস্থিত সাংবাদিকদের হাসি মুখে শুভেচ্ছা জানান। এ সময় তার চেহারায় অসুস্থতার ছাপ থাকলেও চাহনীতে ছিল এক কঠিন হিম্মতের প্রকাশ। গাড়ি থেকে নামার পরক্ষণেই মহিলা পুলিশ ও কয়েকজন মহিলা কারারক্ষী তার চারপাশে ঘিরে দাঁড়ায়।

১১টা ২০ মিনিটে তাঁকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কিছুটা হেঁটে গিয়ে লিফটে ওপরে ওঠেন। হুইল চেয়ার থাকলেও তিনি তা অগ্রাহ্য করেন।

দাদীকে হাসপাতালে আনার খবর পেয়ে পিজিতে ছুটে আসেন ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই কন্যা জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান। সঙ্গে তাদের মা শর্মিলী রহমান সিঁথি। খালেদা জিয়াকে হাসপাতালে আনার পর তারা কেবিন ব্লকে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের অনুমতি পাননি। তারপর হাসপাতালের সি-ব্লকের সামনে গাড়িতে বসেছিলেন দীর্ঘক্ষণ। পরে তারা যান হাসপাতালের পরিচালকের কার্যালয়ের ওয়েটিং রুমে। এক্স-রে শেষে খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেয়ার সময় রেডিওলজি বিভাগের কাউন্টার গেটের ভেতরে তারা কয়েক মিনিটের জন্য কুশল বিনিময়ের সুযোগ পান। এদিকে এক্স-রে শেষে কারাগারের উদ্দেশে গাড়িতে তোলার সময় কেবিন ব্লকের বারান্দাগুলোতে রোগী, নার্স ও চিকিৎসকসহ উৎসুক হাজারও জনতা গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী এই নেত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। খালেদা জিয়াও হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

কারাগারের অন্ধকার প্রকৌস্টে নানা রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও এতোটুকু দমে যাননি খালেদা জিয়া। তাঁর আজকের হাস্যজ্জ্বোল অভিব্যক্তি সেই বার্তাই জানান দিলো।

খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার সময় ওই সব সড়কে যান চলাচল সীমিত করে দেয়া হয়। রাস্তাজুড়ে অবস্থান নেয় র‌্যাব-পুলিশের প্লাটুন প্লাটুন সদস্য। তবুও থেমে নেই জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা, ভয় কে জয় করে প্রিয় নেত্রীর মুক্তির দাবিতে শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে শাহবাগের আশেপাশের এলাকা। পুলিশ যথারীতি চালায় হামলা আর ধরপাকড়।

বিএসএমএমইউ-এ রেডিওলজি ও ইমেজিং বিভাগ থেকে দুপুর দেড়টার দিকে গাড়িতে তোলা হয় বেগম খালেদা জিয়াকে। কঠোর পুলিশি ব্যবস্থার মধ্য দিয়ে গাড়ি কারাগারের উদ্দেশে রওনা করে।

একটি টাকাও যেখানে তছরুপ হয়নি, এক পয়সার দুর্নীতির হিসাবও যার বিরুদ্ধে মিলেনি সেই সৎ, সরলপ্রাণ ও দেশপ্রেমিক নেত্রীকে শুধু জনপ্রিয়তার কারণেই কারাগারে আটকে রেখেছে অনির্বাচিত হাসিনা সরকার।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারী সরকার ভেবেছিলো খালেদা জিয়াকে জেলে পুরলে, একের পর এক জামিন বাতিল করে দিলে, মিথ্যা মামলা চাঙ্গা করলে, চিকিৎসা আর মানবিক অধিকার বঞ্চিত করলে ঘাবড়ে যাবেন এবং পিছু হটবেন। তবে তাদের সে ভাবনায় ছাই। অসুস্থ খালেদা জিয়ার মানসিক দৃঢ়তার কাছে পরাস্থ হলো বাকশাল এবং তার বর্তমান রুপ চলমান একনায়কতন্ত্র। আপোষহীন নেত্রীর এক নতুন প্রত্যয় দেখলো পুরো বাংলাদেশ। গুম-খুন, অপহরণ, নির্যাতন, জেল-জুলুম আর হামলা মামলায় গোটা দেশ যখন জাহান্নামের মতো পীড়াদায়ক করে তোলেছে ভোটহীন, বন্দুকের নল নির্ভর সরকার, তখনো অবিচল বেগম খালেদা জিয়া। শত গঞ্জনা, নিগৃীহন, নির্যাতন আর নিষ্পেষনের ভিতরেও তাঁর মুখে পুষ্পের হাসি। আমাদের দ্রোহের কবি, চেতনা ও মূল্যবোধের বাতিঘর কাজী নজরুল ইসলামের ভাষায়-

“আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি!
আমি মৃন্ময়, আমি চিন্ময়,
আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়!
আমি মানব দানব দেবতার ভয়,
বিশ্বের আমি চির-দুর্জয়,”

পবিত্র শব-ই মেরাজ আজ

পবিত্র শব-ই মেরাজ শনিবার। হযরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৭ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। অবলোকন করেন সৃষ্টি জগতের অপার রহস্য।

রাসূল (সা.) উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে আসেন, যে নামাজ মু’মিনের মেরাজস্বরূপ।

এমন নানা কারণে এ রাত খুব পবিত্র ও মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ। দিনটিকে মুসলিম উম্মাহর বিশেষ দিন হিসেবে পালন করা হয়।

সিরিয়ায় মার্কিন-ব্রিটিশ-ফরাসি হামলা শুরু

গত সপ্তাহে সিরিয়ার দোমায় রাসায়নিক হামলার অভিযোগ এনে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী দেশটিতে হামলা শুরু করেছে। এ হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্র বাহিনী হিসেবে যোগ দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ইতিমধ্যে দেশটির একাধিক সরকারি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

শনিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের দাবি, প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাসায়নিক অস্ত্র ধ্বংস করতেই তারা এ হামলা চালাচ্ছে। সূত্র: বিবিসি, আল জাজিরা।

খালেদা জিয়ার মুক্তির দাবীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাষাড়া বালুর মাঠস্থ প্যাসিফিক সোয়ের্টাস এর সামনের রাস্তায় এ কর্মসূচী পালন করে।
এসময় বক্তারা বলেন, আমাদের নেত্রী, আমাদের মা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে করাগারে বন্দি করে রেখেছে। যা কিনা সম্পূর্ণ আইন বহিঃর্ভূত। আজকে দেশের মানুষের কোন অধিকার নেই। সাধারণ মানুষের অধিকারের কথা বলতে গিয়ে বেগম খালেদা জিয়া সহ বিএনপির হাজারো নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগের প্রেরণ করা হয়েছে। জেলে থেকে তিনি যে কষ্ট ভোগ করছেন তা খুবই নির্মম। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীকে মুক্ত করে আনবো। কারন ওনাকে ছাড়া আমরা আগামী নির্বাচনে অংশগ্রহন করবোনা। আর বেগম জিয়া থাকলেই দেশের সুষ্ঠ নির্বাচন পরিবেশ সৃষ্টি হবে।
প্রতিবাদ সভায় জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাস এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন, যুবদল নেতা আশরাফুল হক রিপন, রবিউল ইসলাম রবি, নাসির উদ্দিন সাগর, শ্রমিক নেতা মন্টু মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন, ছাত্রদল নেতা শাহজাহান আলী, মনিরুল ইসলাম মনির, নাজিরন হোসেন মিন্টু, আমজাদ সিকদার, জিয়াউল হক জিয়া, হাবিবুর রহমান লিটন, আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেপ্তার-২

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও প্রচার করার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার সকালে এইচএসসি পরীক্ষা কেন্দ্র নারায়ণগঞ্জ কলেজের সামনে থেকে সঞ্জয় চন্দ্র মল্লিক (২৮) এবং মর্গান গালর্স স্কুলের সামনে থেকে হৃদয় দাস (২৪) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সঞ্জয় চন্দ্র মল্লিক রূপগঞ্জের মাটিহারি এলাকার সঞ্জীবন চন্দ্র মল্লিকের ছেলে এবং হৃদয় দাস মুন্সীগঞ্জের লৌহজং থানার কলমা এলাকার দুলাল চন্দ্র দাসের ছেলে। এ সময় তাদের কাছ থেকে ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

ৠাব ১১ এর সিনিয়র এ এস পি শেখ বিল্লাল হোসেন জানায়, উদ্ধারকৃত মোবাইলে এইচএসসি পরীক্ষা ২০১৮ এর বাংলা ২য় পত্রের প্রশ্নের একটি নমুনা পাওয়া যায়। পরীক্ষা শুরু হওয়ার পর তাদের কাছে প্রাপ্ত কথিত ফাঁস হওয়া প্রশ্নের নমুনার সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের মিল খুঁজে পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইমো ব্যবহার করে অসাধু প্রতারক চক্র হতে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিকট গোপনে বিতরণ করছিল। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে ফটোসেশনের জন্য ব্যানার নিয়ে টানাটানি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রতিবাদ সভায় নেতাকর্মীদের হট্রগলে ক্ষিপ্ত তৃনমূল। মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচী পালন কালে প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ফটোসেশন কালে বিএনপির দু’গ্রুপের মধ্যে টানাটানির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানাযায়, জেলা বিএনপির সহ সভাপতি ও ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ বিশ্বাস একটি মিছিল নিয়ে এসে সমাবেশে উপস্থিত হয়। এর আগে থেকেই ঐই স্থানে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেন জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও বিসিক আঞ্চলিক কমিটির সভাপতি মন্টু মেম্বার । এ সময় আজাদ বিশ্বাস ফেস্টুন খুলে দাঁড়াতে বলে সবাই কে । এই ফেস্টুন নিয়ে দাঁড়াতে গিয়ে আজাদ বিশ্বাসের এক কর্মী মন্টু মেম্বার কে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেষ্টা করে । এ সময় মন্টু মেম্বার সহ তার কর্মীরা আজাদ বিশ্বাসের ঐই কর্মীর উপর চড়াও হয়ে তাকে প্রতিহত করে । এসময় আজাদ বিশ্বাস এসে মিমাংসা করে । পরে তাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভখ অনুষ্ঠিত হয় । নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি মনিরুল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক এমএ হান্নান, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন ।

বক্তাবলীর মিহাদের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন চাইল্ড ল্যাবরেটরি স্কুল হতে প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় মিহাদ রহমান সন্মানের সহিত ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। মিহাদ এর স্থায়ী নিবাস সদর উপজেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের অন্তর্গত লক্ষীনগর গ্রামে। তার পিতা বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাষ্টের সাধারন সম্পাদক মতিউর রহমান ফকির একজন ব্যাবসায়ী ও মাতা মিসেস পাখি রহমান একজন গৃহিণী। নিউজ প্রতিদিন ডট নেটের প্রতিনিধির সাথে একান্ত আলাপকালে তার পিতা মতিউর ফকির বলেন মিহাদের এই সাফল্যে ওর দাদা দাদী নানা নানী অত্যন্ত আনন্দিত। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো ওর বিদ্যালয় ও গৃহের শিক্ষক শিক্ষিকা এবং ওর মায়ের প্রতি। তাদের নিরলস যত্ন ও মিহাদের পরিশ্রম এই দুইয়ে মিলে আজকের এই সাফল্য। মিহাদের সাফল্যে আমি অনেক খুশি। আমি মনেকরি আমার পরিশ্রম স্বার্থক হয়েছে। মিহাদের ভবিষ্যতের জন্য আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নিকট দোয়া প্রার্থনা করছি। ‍(বিজ্ঞাপন)

পাল্টে গেলো ৫ জেলার নাম

ডেস্ক নিউজঃ চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, বরিশাল ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এই পরিবর্তন করা হলো।

প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) জেলার নাম পরিবর্তন-সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘Chittagong’ এর পরিবর্তে বানান ‘Chattogram’, ‘Comilla’ এর পরিবর্তে ‘Cumilla’, ‘Barisal’ এর পরিবর্তে ‘Barishal’, ‘Jessore’ এর পরিবর্তে ‘Jashore’ এবং ‘Bogra’ এর পরিবর্তে ‘Bogura’, করা হয়েছে।’

এতদিন চট্টগ্রামের ইংরেজি বানান ‘Chittagong’, কুমিল্লার বানান ‘Comilla’, বরিশাল বানান ‘Barisal’, যশোরের বানান ‘Jessore’ ও বগুড়ার বানান ‘Bogra’ লেখা হচ্ছিল।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানাসহ প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে নিকার সভায়। একই সঙ্গে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে থাকে নিকার। প্রধানমন্ত্রী হচ্ছেন এই কমিটির আহ্বায়ক।

পদ্মাসেতুর কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজঃ মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার দুপুর পৌনে ২টায় হেলিকপ্টারে করে তিনি পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর নবনির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন।

এ সময় তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তিনি সার্ভিস এরিয়ার-১ এর বিশেষ কটেজে অবস্থান করেন। সেখানে রাষ্ট্রপতির সামনে মাল্টিমিডিয়ার মাধ্যমে পদ্মা সেতুর সর্বশেষ কর্মযজ্ঞের তথ্য তুলে ধরেন কর্মকর্তারা। পরবর্তীতে তিনি মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

এরপর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার সার্ভিস এরিয়া-১ থেকে ৩টা ৩৭ মিনিটে কন্সট্রাকশন ইয়ার্ডের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরবর্তীতে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার কুমারভোগ এলাকার পদ্মা সেতুর বিশেষায়িত কন্সট্রাকশন ইয়ার্ডের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সিনোহাইড্রোর ঘাট-বি থেকে স্প্রিডবোটে করে কাঁঠালবাড়ির উদ্দেশে যাওয়ার পথে ৪টা ৫০ মিনিটে পদ্মা সেতুর সাড়ে চারশত মিটার দৃশ্যমান অবকাঠামো অবলোকন করেন। তিনি পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের নাওডোবার সার্ভিস এরিয়া-২ এ বিকেল সাড়ে ৫টায় পৌঁছান।

মুন্সীগঞ্জ প্রান্তের সার্বিক কাজকর্ম পরিদর্শনকালে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলী, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সেতু সচিব খন্দকার আনোয়ার ইসলাম, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক শায়লা ফারজানা, মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা প্রমুখ ছিলেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সার্ভিস এরিয়া-২ এর বিশেষ কটেজে রাত্রি যাপন করবেন এবং মঙ্গলবার ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম।

ফতুল্লায় ডাকাত শাহীন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা মডেল থনা পুলিশ গতকাল দুপুরে আন্ত জেলার ডাকাত সদস্য মাদক ব্যবসায়ী শাহীন ওরফে ডাকাত শাহীন (৪০) কে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানার এস,আই মোজাহারুল ইসলাম গতকাল (২এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পিলকুনি এলাকায় ডাকাত শাহীন কে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ডাকাত শাহীন কে গ্রেপ্তার করে। ডাকাত শাহীন পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্যে পানিতে ঝাঁপদেয়। এসময় পুলিশও তার সাথে ঝাপিয়ে পরে পানি থেকে আটক করে। শাহীনের বিরুদ্ধে নারী নির্যাতন ও ডাকাতি , মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, ২০১৭ ইং সালের অক্টোবর মাসে তার ছোট ভাই লিপু ওরফে ডাকাত লিপুর স্ত্রী সোর্স পারভীনের জীহ্বা কেটে দেয়। এবং তাকে হত্যার উদ্দেশ্যে অনেক নির্যাতন করেছে। এই ঘটনায় পারভীন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় শাহীন সহ ৪/৫ জন কে আসামী করে মামলা দায়ের করেছে। এই মামলার ওয়ারেন্টসহ একাধিক ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পিলকুনি এলাকার মৃত শামসুল হকের ছেলে।