১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 148

রূপগঞ্জে শহীদ মিনার ভাংচুর,শিক্ষার্থীদের মানববন্ধন

রূপগঞ্জ প্রতিনিধিঃ এবার রূপগঞ্জের বাগবের এলাকার কর্ডোভা হাই স্কুলের শহীদ মিনারে দুর্বৃত্তরা হানা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গোটা এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। রোববার রাতের যেকোন সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্কুল কতৃপক্ষ ধারণা করছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসুচী পালন করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর বলেন, রোববার রাতের যেকোন সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে ফেলে। সোমবার সকালে শহিদ মিনারটি ভাঙ্গা দেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি দেখে কর্তৃপক্ষকে জানায়। পরে শিক্ষার্থীরা এর প্রতিবাদে রূপগঞ্জ- ইছাপুরা সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ফতুল্লায় স্বেচ্ছসেবক দলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ। রোববার দুপুরে ফতুল্লার সমবায় বাজারের সামনে এ কর্মসূচি পালন করে।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের নেতা মোঃ জাকির হোসেন রবিন, ফারুক হোসেন সানি, আনোয়ার হোসেন গাজি,সাথাওয়াত হোসেন,মিঠু ও তানভীর হোসেন প্রমুখ।

বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে-রাব্বি মিয়া

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে। ভাগ্যের কেউ পরিবর্তন করে দিবে না, নিজের ভাগ্য নিজেকে গড়ে তুলতে হবে।

শনিবার সন্ধ্যায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগী ও পুরস্কার বিরতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাব্বি মিয়া বলেন, শিক্ষা জীবনে পড়াশুনাকে বড় বন্ধু হিসেবে ভাবতে হবে। ভাল ফলাফলের ব্যাপারে আরো বেশী মনোযোগী হবে। ভালো পড়াশুনা করেই নিজেকে যোগ্য মানুষ হিসেবে দাঁড় করানো সম্ভব।

বাবা-মায়ের প্রতি সম্মান জানানোর পরামর্শ  দিয়ে তিনি বলেন, উন্নতির শিখরে উঠতে হলে বাবা-মায়ের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীরসভাপতিতে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, দাতা সদস্য ফরিদ আহমেদ লিটন,সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

রূপগঞ্জে দু’দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

রূপগঞ্জ প্রতিনিধিঃ  মাদক কারবারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় মাদক কারবারী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের সঙ্গে বিক্ষুব্ধ এলাকাবাসীর দু’দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে মাদক কারবারীর ভাড়াটিয়া সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ লাঠিচার্জ করে।

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ৮টি নতুন কারখানার উদ্বোধন

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাটে অবস্থিত অর্থনৈতিক জোন এলাকায় গতকাল শনিবার মেঘনা গ্রুপের ৮টি নতুন কারখানার উদ্বোধন করা হয়ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য দেন, বানিজ্য মন্ত্রী তোফায়েল আহাম্মেদ, রেলপথমন্ত্রী মজিবুল হক, সোনারগাঁয়ের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া, বাংলাদেশ অর্থনেতিক জোনের কর্তৃপক্ষ পবন চৌধূরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম প্রমূখ।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, আমরা টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। সরকারের উন্নয়নের ধারা এগিয়ে চলছে। দেশ এগিয়ে যাচ্ছে তাই ব্যবসা বানিজ্যকে আরো সহজ করা হয়েছে। দেশের অর্থনৈতিক জিডিপি বৃদ্ধি পেয়েছে। সামনে আমাদের লক্ষ্য মাত্রা আরো বাড়বে।

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহাম্মেদ বলেন, আগামী ৪১ সালে উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পাবে। আমরা বর্তমানে পাকিস্তান থেকে অনেক উন্নত এমনকি সামাজিক ক্ষেত্রে ভারত থেকেও এগিয়ে।

স্বাগত বক্তব্যে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, অর্থনৈতিক জোনের অনুমতি পাওয়ার পর ইতিমধ্যে দুটি জোনে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৮টি নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছি। যেখানে ৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আরো ১০ টি শিল্প প্রতিষ্ঠান বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এসব প্রতিষ্ঠান চালু হলে ১২ থেকে ১৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মেঘনা অর্থনৈতিক জোনের নতুন ৮টি কারখান হলো-মেঘনা পাম্প অ্যান্ড পেপার মিলস লি:, মেঘনা এডিবল অয়েলস রিফাইনারী লি:, এম পিপি পাওয়ার প্লান্ট লি:, সোনারগাঁ ফ্লাওয়ার অ্যান্ড ডাল মিলস লি:, তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স ইউনিট ২ লি: মেঘনা বেভারেজ লি: ইউনিক সিমেন্ট ফাইবার ইন্ড্রাষ্ট্রিজ লি: সোনারগাঁও স্টীল ফেব্রিকেট লি:।

আমরা কোন অন্যায় কাজ করি নাই-এরশাদ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সাবেক রাষ্ট্র্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর সাথে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে একটি মত বিনিময় সভা করেছেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

শনিবার ৩১ মার্চ দুপুর ২টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুরে সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর অভ্যন্তরে উক্ত বৈঠক ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মত বিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বলেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক আমরা প্রস্তুত আছি। আমার শাসনামলে আমরা কোন অন্যায় কাজ করি নাই। আমাদের গায়ে রক্তের দাগ নাই। সেলিম ওসমানের মত ব্যক্তিদের মনোনীত করতে পারলে জয় আমাদের নিশ্চিত। আমি সারা জীবন মানষের জন্য কাজ করতে চাই, মানুষের সেবা করে ভালোবাসা পেতে চাই।

সংসদ সদস্য সেলিম ওসমান তাঁর বক্তব্যে দলীয় নেতাকর্মীর প্রতি আহবান রেখে বলেন, আপনারা সবাই সকল দু:খ কষ্ট ভুলে জাতীয় পার্টির সকল নেতাকর্মী একত্রিত থাকবেন। নারায়ণগঞ্জে জাতীয় পার্টির পূর্বে থেকেও আরো বেশি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে যা করনীয় তার সকল সাংগঠনিক কার্যক্রম করা হবে।

এ সময় উপস্থিত সকল নেতাকর্মী আহবানে সাড়া দিয়ে একত্রিত হয়ে কাজ করার প্রতিশ্রæতি দেন।

আগামী সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আমি সব সময় উন্নয়নের রাজনীতি করেছি। আমি প্রার্থী হই বা না হই নারায়ণগঞ্জে যাতে স্বাধীনতা বিরোধী শক্তির কেউ নির্বাচিত না হতে পারে তার জন্য প্রয়োজনে ৫টি আসনেই লাঙ্গল প্রতীকের প্রার্র্থী দেওয়া হবে। তখন দেখা যাবে জনগনের আস্থা কাদের উপর। উন্নয়ন নাকি ভাওতাবাজির পক্ষে ?

জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, হুইপ বগুড়া থেকে নির্বাচিত এমপি নুরুল ইসলাম ওমর, যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি, শফিকুল ইসলাম সেন্টু, নূর ইসলাম নুরু, গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির, সেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বেলাল হোসেন।

আরো উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল হক প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল খায়ের বাশার, সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, মহানগর শ্রমিক পার্টির আহবায়ক আবুল খায়ের ভূইয়া, জেলা মহিলা পার্টির সভাপতি আঞ্জুমান আরা ভূইয়া, সাধারণ সম্পাদক আলেয়া বেগম, জেলা যুবসংহতির আহবায়ক রাজা হোসেন রাজু, রূপগঞ্জ জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার, সাধারণ সম্পাদক আড়াইহাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি তাজুল ইসলাম, জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচিত কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রূপু, মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহআলম সবুজ, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ সহ জাতীয় পার্টির ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতৃস্থানীয়রা।

আঙুল চুষে মায়ের লাশের পাশে তিনদিন!

নিজস্ব প্রতিবেদকঃ রাখে আল্লাহ্ মারে কে? এমন একটি প্রবাদ দুনিয়া ব্যাপী। নারায়ণগঞ্জের ফতুল্লায় এমনই একটি অলৌকিক ঘটনা ঘটেছে। টানা তিনদিন মায়ের মৃত দেহের পাশে আঙুল চুষে বেঁচে ছিলেন দেড় বছর বয়সের শিশুপুত্র নাহিদ।

শিশুটির অবিরাম কান্না শুনে প্রতিবেশীরা এসে দেখেন ঘরে পড়ে রয়েছে গৃহবধূর নিথর দেহ। ঘরের দরজা খুলতেই ভেসে আছে দুর্গন্ধ। দেড় বছরের শিশুটি ছাড়া আশপাশে কেউ নেই। মায়ের লাশের পাশে বসে তিনদিন ধরে কাঁদছিল শিশুটি।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এ ঘটনা ঘটে। স্ত্রী রিমা আক্তারকে (২২) নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়ে যায় স্বামী। ওই সময় থেকে শিশুটি তার মায়ের লাশের পাশেই ছিল।

তিনদিন পর বুধবার সন্ধ্যায় ফতুল্লার কোতালেরবাগ বউ বাজার এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ সময় মায়ের লাশের পাশে থাকা দেড় বছরের শিশু নাহিদকে উদ্ধার করা হয়। নিহত রিমা আক্তার ফতুল্লার কোতালেরবাগ বউ বাজার এলাকার আলামিনের স্ত্রী। রিমার গ্রামের বাড়ি পাবনা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফতুল্লার কোতালেরবাগ বউ বাজার এলাকার আছির আলী সরদারের ছেলে আলামিন গত আড়াই বছর আগে গার্মেন্টকর্মী রিমা আক্তারকে প্রেমের সূত্র ধরে বিয়ে করে। তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স দেড় বছর। আলামিন গার্মেন্টকর্মী হলেও এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত।

সোমবার রাতের কোনো এক সময় আলামিন তার দেড় বছরের শিশুকে সামনে রেখে স্ত্রী রিমাকে ধারালো ছোরা দিয়ে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করে। পরে শিশুকে রিমার লাশের পাশে রেখেই ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।

বুধবার সন্ধ্যায় শিশুর কান্না ও লাশের দুর্গন্ধ বের হলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক ও প্রতিবেশী নাছিমা ঘরের তালা ভেঙে গৃহবধূর মরদেহ দেখে। পরে লাশের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালেক বলেন, বিকেলে খবর পেয়ে আলামিনের ঘরের সামনে এসে দেখি শিশুর কান্না, লাশের দুর্গন্ধ। পরে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি খাটের ওপর রিমার লাশ। লাশের পাশে দেড় বছরের শিশুটি মায়ের হাতের আঙুল চুষছে। তিনদিন তালাবদ্ধ থাকার পর শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি তিনদিন ধরে মৃত মায়ের আঙুল চুষে বেঁচে থাকার বিষয়টি আশ্চর্যজনক।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অটল দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ঘরের তালা ভেঙে তিনদিন ঘরে বন্দী দেড় বছরের শিশুকে উদ্ধার করে। রিমা আক্তারকে তার স্বামী আলামিন শ্বাসরোধে হত্যা করে ঘর তালা দিয়ে পালিয়ে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্যের উদঘাটনসহ ঘাতক স্বামী আলামিনকে প্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এসআই।

রূপগঞ্জে ধর্ষক আবু তালেবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রূপগঞ্জ প্রতিনিধিঃ ধর্ষণের পর মুন্নি আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত আবু তালেব স্বীকার করেছেন। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে এ স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন তিনি।
আবু তালেবের স্বীকারোক্তিমুলক জবানবন্দির বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনাচর্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, গত প্রায় ৪ বছর আগে আবু তালেবের সঙ্গে মুন্নি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তারা গাজীপুরের টঙ্গীতে একটি গার্মেন্টেসে শ্রমিক হিসেবে চাকুরি করতেন। গত দুই মাস আগে বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের ঝগড়াঝাটিকে কেন্দ্র করে বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের পর মুন্নি আক্তার রূপগঞ্জের ভুলতা এলাকায় বসবাস করে আসছিলেন। গত ২৫ মার্চ মুন্নি আক্তারের সঙ্গে আবু তালেবের আপোষে মোবাইল ফোনে কথা হয়ে গোলাকান্দাইল ট্রাফিক বক্সের কাছে তাদের দু’জনের দেখা হয়। রাত ১১টার দিকে উপজেলার সাওঘাট এলাকার বুলবুলের বাড়ির পার্শের একটি ডোবার পাড়ে মুন্নি আক্তারকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা নিয়ে তাদের দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মুন্নি আক্তারকে ওড়না পেঁচিয়ে শ^াসরোধে হত্যা করে পালিয়ে যায় আবু তালেব ।
উল্লেখ, গত (২৬ মার্চ) সোমবার দুপুরে উপজেলার সাওঘাট এলাকার বুলবুলের বাড়ির পাশে^র একটি ডোবার পাড় থেকে মুন্নি আক্তারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই রাতেই ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারেকুজ্জামান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মুন্নি আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ফুলকারচর এলাকার সোবহান মিয়ার মেয়ে। বর্তমানে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই হাটুভাঙ্গা এলাকায় বসবাস করে আসছেন। এছাড়া গ্রেফতারকৃত আবু তালেব উলিপুর থানার কাজীয়ারচর এলাকার মৃত হযরত আলীর ছেলে। ঘটনাস্থলের আশপাশে ঘুরাফেরার সময় সন্দেহ হলে মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে আবু তালেবকে গ্রেফতার করা হয়।#####

রূপগঞ্জে আওয়ামীলীগের আলোচনা সভা

রূপগঞ্জ প্রতিনিধিঃ গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নাওড়া এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ শাহজাহান ভুইয়া, রংধনু গ্রæপের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া, ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, জাহাঙ্গীর মাষ্টার, যুবলীগ নেতা আব্দুল আউয়াল, মোয়াজ্জেম হোসেন, মাসুম আহাম্মেদ প্রমুখ।

বন্দরে আগুন- মালামালে ব্যাপক ক্ষয়ক্ষতি

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে মদনগঞ্জ ইসলামপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। আকস্মিক এ অগ্নিকান্ডে ভাড়াটিয়া বাড়ির ৬টি বসত ঘরের আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার রাতে স্থানীয় হাজী মহিউদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুচনা হতে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দু’টি দমকল ইউনিট ঘটনাস্থলে হাজির হলেও তার অনেক আগেই এলাকাবাসীর প্রানপন প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডের সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর ও মদনগঞ্জ ফাড়ির ইনর্চাজ ইন্সপক্টের তারিকুল আলম জুয়েল ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।