২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 170

বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম সফল করার লক্ষে জেলা বিএনপি’র সভা অনুষ্ঠিত

দেশব্যাপী বিএনপি’র সাংগঠনিক সফরের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলায় বিএনপি’র সাংগঠনিক সফর সফল করার লক্ষে বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এর সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ন সভা অনুষ্ঠিত হয়।বুধবার বাদ মাগরিব সভাটি অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ,ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু,জেলা বিএনপি সভাপতি কাজী মনিরুজ্জামান,সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম,সাারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ,সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নান সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

কারাগারে মাদক নিরাময় কেন্দ্র চালু হলে ভালো হতো-শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদকঃ মাদক নিরাময় কেন্দ্রে মাদক সেবন করানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, মাদক নিরাময় কেন্দ্রে মাদকসেবীদের ভালো করার নামে ভর্তি করা হলেও সেখানে মাদক সেবন করাচ্ছে কর্তৃপক্ষ। এতে মাদকসেবীরা আরও অসুস্থ হয়ে পড়ছে। বুধবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এমন অভিযোগ করেন এমপি শামীম ওসমান।

তিনি বলেন, মাদকসেবীদের জন্য আলাদাভাবে হাসপাতাল করা হলে নিরাময় কেন্দ্রে ভর্তি করা বন্ধ হতো। এছাড়া অনেক মাদকসেবী কারাভোগ করছেন। তাদের জন্য কারাগারে নিরাময় কেন্দ্র চালু হলে ভালো হতো।

শামীম ওসমান বলেন, মাদক ব্যবসার সঙ্গে অনেক প্রভাবশালী জড়িত। মাদক ব্যবসার সঙ্গে এখন নারীরাও জড়িয়েছে। নারীরা কাপড়ের ভেতরে করে মাদক বহন করছে। দেশে অহরহ ইয়াবা বিক্রি হচ্ছে। এ মরণ নেশাকে সমাজ থেকে দূর করতে না পারলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। কাজেই মাদক ধরতে ডগ স্কোয়াড নামাতে হবে। সমাজে যেভাবে মাদক প্রভাব বিস্তার করছে ডগ স্কোয়াড ছাড়া কোনোভাবেই মাদক নির্মূল সম্ভব নয়।

জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া অতিথি ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদউদ্দিন আহম্মদ চৌধুরী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল কামরুল হাসান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।

কারাগারে মাদক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হচ্ছে-স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জে চারটি প্রকল্প উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, মাদক নিয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কারাগারে মাদক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। যেসব স্থানে ফায়ার সার্ভিস নেই সেখানে ফায়ার সার্ভিস স্থাপন করা হবে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মন্ত্রী প্রথমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে নির্মিত ‘রিজিলিয়ান্স’ নামের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ও জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র, ৬ তলা বিশিষ্ট সেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আধুনিক মিলনায়তন উদ্বোধন ও সবশেষ সদর উপজেলার ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে ফায়ার সার্ভিস উদ্বোধন করেন।

নারায়ণগঞ্জ কারাগারে নির্মিত ‘রিজিলিয়ান্স’ নামের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ও জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র, ৬ তলা বিশিষ্ট সেল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে আনুষ্ঠানিক ব্রিফিং করেন মন্ত্রী। সেখানে তিনি বলেন, এ কারখানাটি পর্যায়ক্রমে সারাদেশে করা হবে। অনেক কারাবন্দী তাদের পরিবার পরিজনের সঙ্গে কথা বলতে চায়। সে ক্ষেত্রে কারাগারে কঠোর নিয়ম মেনে নতুন করে টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়া হবে। এমনকি প্রয়োজনে কথোপকথনের ভয়েস রেকর্ড সংরিক্ষত রাখা হবে। প্রতিটি কারাগার হলো বন্দীদের সংশোধনাগার। কারাগারে কারাবন্দীদের প্রশিক্ষণ দেওয়া হয়। সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সকল কারাগারেই এ ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণে একের পর এক পদক্ষেপ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেটাল ডিটেক্টর বসানো হচ্ছে। কিন্তু এর ফাঁকফোকর দিয়েও মাদক ঢুকছে। তারপরও আমরা চেষ্টা করছি যাতে কোনোভাবেই মাদক কারাগারে প্রবেশ করতে না পারে ও বিষয়টি নিয়ন্ত্রণে রাখা যায়।’

পরে মন্ত্রী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষটি উদ্বোধন করেন। সেখানে জেলা প্রশাসনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম আইনশৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

সেখানে মন্ত্রীর সামনে নারায়ণগঞ্জের বিভিন্ন থানার গাড়ি সংকট, মাদক, মহাসড়কে যানজটের বিষয়গুলো তুলে ধরে এর সমাধান চান স্থানীয় এমপি ও রাজনীতিকরা।

মন্ত্রী বলেন, ‘দেশের প্রায় পুলিশ স্টেশনেই গাড়ি সমস্যা আছে। এছাড়া গত সাড়ে ৯ বছরে ৮০ হাজার পুলিশ লোকবল বৃদ্ধি করা হয়েছে। পুলিশ এখন আগের চেয়েও দক্ষ। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কাজ করছি, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। মাদকের ব্যাপারে মিয়ানমারের প্রধানমন্ত্রী অং সাং সুচির সঙ্গেও কথা বলেছি। তিনি অসহায়ত্ব প্রকাশ করেছেন। কারণ তার দেশেও যুব সমাজ ইয়াবায় আসক্ত হয়ে যাচ্ছে। আমি তাকে জানিয়েছি সীমান্তের আশপাশের এসব কারখানা বন্ধ করে দিতে। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন। আজ না হয় কাল একসময় বন্ধ হবেই।’

হানিফ সেতুতে যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের এসপি ও ডিসিকে বলবো প্রাথমিক একটি প্রতিবেদন দিবেন কেন যানজট সৃষ্টি হয়। আমরা এ বিষয়ে ব্যবস্থা নিব।’

সবশেষ মন্ত্রী নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্প নগরীতে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করেন। সেখানে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলে ফায়ার সার্ভিস নির্মাণ করা হবে।

জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদউদ্দিন আহম্মদ চৌধুরী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল কামরুল হাসান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ পরিচালক শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।

কাশীপুরের যুবলীগ নেতা ইকবাল শেখের ছেলে দাউদ ইব্রাহীম ১২০ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার

ফতুল্লা কাশীপুর এলাকার শেখ ফজলুল হক মনিস্মৃতি সংসদের সভাপতি নামধারী যুবলীগনেতা ইকবাল হোসেন শেখের ছেলে দাউদইব্রাহীম (২৪)কে ১২০ক্যান বিয়ারসহ গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানারএস,আই শাফিউল আলম এ,এস,আই তাইজুলইসলাম গত ২৫ ডিসেম্বর সোমবার দিবাগতরাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতেকাশীপুরের মধ্য নরসিংপুর এলাকায় অভিযানচালায় এ অভিযান চালিয়ে ঐ এলাকায়সেলিমের বাসার আলমারীর  ১২০ দাউদ ইব্রাহীম শেখকে গ্রেপ্তার করেছে।

এলাকাবাসী জানান, ফতুল্লার কাশীপুর এলাকারনামধারী যুবলীগ নেতা ও শেখ ফজলুল হক মনিস্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন শেখের ছেলে দাউদ ইব্রাহীম । তার বাবার ক্ষমতায় সে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। ইকবাল শেখের মেয়েরজামাতাও মাদক ব্যবসায়ীর সাথে জড়িত । সরকারী দলের নাম ভাঙ্গিয়ে ইকবাল শেখ ও তার ছেলে নানা অপকর্ম করে বেড়ায় এমনটাই বলেছেন এলাকাবাসী। ইকবালের মেয়ের জামাতাকে গ্রেপ্তারের দাবী জানায় মধ্য নরসিংপুরসহ কাশীপুর বাসী।

তৃনমূল মাঠ পর্যায় আওয়ামীলীগের ত্যাগী নেতারা দাবী করেন শুধু ইকবাল শেখের নয় ফতুল্লায় আরো অনেক নেতাদের পরিবার মাদকের সাথে জড়িত আছে। আবার কেহকমিউনিটি পুলিশিংয়ের সদস্যদেরও আত্মীয়রা মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা নিবেন এমনটাই আশা সচেতন মহলে।

জেমএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকা থেকে নব্য জেমএমবির সারোয়ার-তামিম গ্রুপের দাওয়াতি শাখার শীর্ষ নেতা শায়েখ আরিফ হোসেনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান জঙ্গিবাদি বই ও নোটশীট। রোববার দুপুরে র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্ণেল কামরুল হাসান সাংবাদিকদের এতথ্য জানান।

কবি মিনারা সুলতানার কবিতা

অপেক্ষা প্রভাতের
—————
এক পশলা বৃষ্টি হবে
মুছে যাবে কৃষ্ণচূড়ার গায়ে লেগে থাকা ক্ষত।
ঝরে যাওয়া ফুলগুলো
দলিত হয় পথিকের পদতলে
বিষণ্ণ সময়,
অধিক কিছু নেই পাওয়ার।

আমৃত্যু ক্লান্ত দেহগুলো হয় নিপিড়নের স্বিকার
বিভীষিকাময় জীবন।

বুকের উপর ভর করে বেড়ে উঠা পরগাছারা
টুটি চেপে ধরে রুদ্ধ করে আওয়াজ,
গো গো শব্দের গোঙানিতে ভাংগে ঘুম
নিকোষ কালো আধার
অপেক্ষা প্রভাতের।

জেরুজালেম ফিলিস্তিনের স্থায়ী রাজধানী-ইরান

আর্ন্তজাতিক ডেস্কঃ  জেরুজালেমকে ফিলিস্তিনের স্থায়ী রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ইরানের জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। রোববার দেশটির সংসদে উপস্থাপিত এই বিলের পক্ষে ভোট দিয়েছেন ১৮৭ জন সংসদ সদস্য। এছাড়া বিপক্ষে ভোট দেন ১৫ জন। নয়জন সংসদ সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

সংসদের উন্মুক্ত অধিবেশনে এ বিল পাস হয় এবং অধিবেশনে ২৩৩ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি ইরানের সংবিধানের এক নম্বর ধারায় যে সমর্থন ঘোষণা করা হয়েছে তার আওতায় এ বিল পাস করা হয়। বিলটি এখন সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদের এজেন্ডাভুক্ত হবে।

ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে তেহরান। একই সঙ্গে দেশটি ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে আসছে। ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকার করে না ইরান।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ারও ঘোষণা দেন তিনি। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির নাটকীয় পরিবর্তনের জেরে ব্যাপক প্রতিবাদ শুরু হয় বিশ্বজুড়ে।

ট্রাম্পের এই ঘোষণার প্রতিবাদে ১২ ডিসেম্বর তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা পরিষদের (ওআইসি) জরুরি এক সম্মেলনে জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানানো হয়।

দেশের জলসীমায় নজরদারি বাড়ছে -প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ দেশের জলসীমায় নজরদারি বাড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও উন্নয়নে নেতৃত্বের জন্য বাংলাদেশকে বহির্বিশ্বে এখন পথিকৃৎ ধরা হয়। রোববার চট্টগ্রামে বিএনএ ফ্লোটিলায় রাষ্ট্রপতি কুচকাওয়াজ মিডশিপম্যান-২০১৫ পরিদর্শন শেষে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক নিউজঃ সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে তাই স্বাগতিক দেশ হিসেবে শিরোপা ছাড়া অন্য কিছু ভাবনা ছিল না মেয়েদের। রোববার টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে সেই কাঙ্খিত শিরোপা নিশ্চিত করলো বাংলাদেশ।  অন্য দলগুলো থেকে ফেভারিটের মর্যাদা আদায় করে নিয়ে টুর্নামেন্টে শুরু করেছিল বাংলাদেশ। বয়সভিত্তিক ফুটবলে দক্ষিণ এশিয়া অঞ্চলে লাল-সবুজের মেয়েদের উন্নতি যে চোখে পড়ার মতো। এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবলে টানা দুইবারের শিরোপাধারী বাংলাদেশ।

চার দলের আসরে লিগ পর্বে ভারতকে একরাব হারিয়ে লিগ সেরা বা গ্রুপ সেরা হয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ৩-০ গোলে সেই ম্যাচ নিজেদের করেছিল বাংলাদেশের মেয়েরা। এদিনও দাপুটে ফুটবলই খেলেছে বাংলাদেশ। ঠিক পরিকল্পিত ফুটবল বলতে যা বোঝায় সেটিই ছিল মারিয়া, তহুরা, আনুচিং, শামছুন্নাহারদের খেলায়। প্রতিপক্ষের খেলোয়াড়দের ম্যান টু ম্যান মার্কিং করে অল আউট ফুটবল খেলে এদিন স্বাগতিকরা। যেমনটা আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন কোচ ছোটন।

তবে ব্যবধান এদিন আরো বড় হওয়াই উচিত ছিল। ১-০ গোলের ফল যে বাংলাদেশের মেয়েদের মাঠের প্রাধান্যটা ঠিক বোঝাতে পারে না। মেয়েদের ফাইনাল ম্যাচটি দেখতে প্রচুর দর্শক এলেন এদিন কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। সারাক্ষণ মেয়েদের উজ্জীবিত করে গেলেন।

মেয়েরাও যেন তেতে উঠলো আরো। বেশ কিছু সুযোগ হাতছাড়া হতে হতে ৪১ মিনিটে এগিয়ে যাওয়া বাংলাদেশের। গোলদাতা শামসুন্নাহার। তার বানিয়ে দেওয়া বল থেকে আনুচিংয়ের কিক ভারত গোলকিপার প্রতিহত করলেন প্রথমে। ফিরতি বল থেকে শামসুন্নাহার ভুল করলেন না জালে জড়াতে। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশের। বিরতি থেকে ফিরে বাংলাদেশ আর কোন গোল আদায় করে নিতে পারেনি ঠিক। তবে ভারতীয় রক্ষনকে তটস্থ রেখেছে আক্রমণের পর আক্রমণে।

নেপালকে ৬-০ গোলে হারিয়ে মেয়েদের বয়সভিত্তিক সাফের এই প্রথম আসরটিতে নিজেদের মিশন শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় লাল-সবুজের মেয়েরা। এরপর ভারতের বিপক্ষেই জয় ৩-০ গোলে। অর্থাৎ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ২০১৬ সালে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলেও ভারতকে দুই বার হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এই টুর্নামন্টে জিতে আরেকবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো মারিয়া-তহুরারা।

নারায়ণগঞ্জ ক্লাবে বিপুল ভোটে তানভির টিটুর বিজয়

নিজস্ব প্রতিবেদকঃ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে এবং বিপুল ভোট পেয়ে আবারো “নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছে বর্তমান সভাপতি তানভীর টিটু, টিটু পয়েছেন ৬৮৯ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি মাহাবুবুর রহমান মাসুম পেয়েছেন মাত্র ২৯৮ ভোট পেয়ে পরাজিত হয়েছে।নারায়ণগঞ্জ ক্লাব এলিট শ্রেণির ক্লাব হিসেবে পরিচিত।  

ক্লাব সূত্রে জানা গেছে, বিগত ৫ বছর ধরে ক্লাবে কোন নির্বাচন তথা ভোট হয় না। এবার ৫ বছর পর ভোট হয়। এটা নিয়ে ক্লাবের সদস্যদের মধ্যে বিরাজ করে এক ভিন্নমাত্র।

শনিবার বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। ক্লাবে ১৪শ সদস্য থাকলেও ভোটার ছিল ১২১১। তার মধ্যে ৯৯৮ জন ভোট প্রদান করেন। তার মধ্যে ভোট বাতিল হয় ১১টি। রাত ৮ টায় বেসরকারীভাবে ফলাফল ঘোষণার পর ক্লাবের ভেতরে ও বাইরে টিটু সমর্থকেরা উল্লাস শুরু করতে থাকে।

সভাপতি পদে বর্তমান সভাপতি তানভীর আহমেদ টিটু ও প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ দুইজনের নেতৃত্বে ছিলো দুটি প্যানেল। সিনিয়র সহ-সভাপতি পদে হারুন অর রশিদ, ইকবাল হাবিব ও ডা. একেএম শফিউল আলম ফেরদৌস মনোনয়ন পত্র জমা দিলেও হারুন অর রশিদ মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। সহ সভাপতি পদে সরকার হুমায়ূন কবির, সেলিম আহমেদ হেনা, শেখ হাফিজুর রহমান ও মাহফুজুর রহমান খান মাহফুজ প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সদস্য পদে ৮ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন সামসুদ্দিন আহমেদ, সজল কুমার রায়, সিরাজুল ইসলাম, মঈনুল হাসান, জাহাঙ্গীর আলম, এস এম শাহীন, আনোয়ার হোসেন, হোসাইন মো. তানিম তৌহিদ, সেলিম রেজা সিরাজী, আশিক উজ জামান, বিপ্লব কুমার সাহা, আবদুল খালেক, সোহেল আক্তার ও ইদী আমীন ইব্রাহিম খলিল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে খালেদ হায়দার খান কাজল ও নির্বাচন কমিশনার হিসেবে এম সোলায়মান, অ্যাডভোকেট মাসুদ উর রউফ, জিএম ফারুক ও রাশেদ সারোয়ার রয়েছেন।