২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 171

জমি দখলের প্রতিবাদে রূপগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন

রূপগঞ্জ প্রতিনিধিঃ দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী ,রঘুরামপুর, বাঘবাড়ি এলাকার নিরীহ কৃষকের জমিতে জোর পূর্বক জমি দখল ও সাইনবোর্ড লাগানোর প্রতিবাদে ভুমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার দুপুরে রূপগঞ্জের দাউদ হটাৎ মার্কেট রূপগঞ্জ-কালিগঞ্জ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, দাউদপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার, দাউপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া,আনোয়ার হোসেন, সালাউদ্দিন মেম্বার, লিটন প্রধান, আব্দুল হাই, জোসনা বেগম, শুক্কুরী বেগম, হোসনেআরা, নুরজাহান, মাহমুদা বেগম, সামসুন নাহার, নিলুফা বেগম, নজরুর ইসলামব প্রমুখ।

র‌্যাবের অভিযানে পাইরেসি চক্রের ২৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদকঃ  র‌্যাব-১১ এবং চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসি বিরোধী টাস্কফোর্স এর সদস্যদের সমš^য়ে গঠিত আভিযানিক দল নারায়ণগঞ্জের রুপগঞ্জে অভিযান চালিয়ে একটি চক্রকে আটক করেছে । এসময় বিপুল পরিমান পাইরেটেড সিডি, কম্পিউটার, ল্যাপটপ উদ্ধারসহ চক্রের ২৩ সদস্যকে আটক করা হয়। শুক্রবার নারায়ণগঞ্জের রুপগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর সদর দপ্তরে শনিবার দুপুর দুইটায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তক্কার মাঠে কথিত ছাত্রলীগ ক্যাডার শামীমের তান্ডব

নিজস্ব প্রতিবেদকঃ বেপরোয়া হয়ে উঠেছে ফতুল্লার তক্কারমাঠ এলাকার কথিত ছাত্রলীগ ক্যাডার শামীম। একের পর এক সন্ত্রাসী কর্ম কান্ডে জড়িয়ে পরেছে এই সন্ত্রাসী। সন্ত্রাসী শামিম বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা, নারীদেহ ব্যবসা, লুট, ছিনতাই ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এমন দাবি স্থানীয়দের।

প্রতিনিয়ত নিজস্ব বাহিনী নিয়ে এলাকায় সশস্ত্র মহড়া দেয়া, তুচ্ছ ঘটনার জের ধরে নিরিহ মানুষকে মার ধর করা এবং এলঅকায় ত্রাস সৃষ্টি করা তার নিয়মিত রুটিনে পরিনত হয়েছে। শামীমের ধারাবাহিক অপরাধের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে ইস্যু করে অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম এর সম্পাদক মোঃ মনির হোসেনের ভাগিনা প্রাইভেট বিশ্ববিদ্যালয় (ইউডা) পড়ুয়া ছাত্র মোঃ নাজিম-উল-ইসলাম (পরান) কে শামিম, মুন্না গং রা ধারালো চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে।

ঘটনাস্থল উপস্থিত থাকা স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বে থেকেই উতপেতে বসে থাকা অস্ত্রসজ্জে সজ্জিত শামিম, মুন্না ও তার বিশাল বড় সন্ত্রাস বাহিনী গত কয়েকদিন যাবত শেয়াচর তক্কার মাঠ এলাকা সংলগ্ন অরবিট স্কুলের একটি ব্যাডমিন্টন মাঠের অবৈধভাবে দখলে নেয়ার পায়তারা করছিল।

এ ঘটনা মোঃ শামীম (২৪), পিতা- এমান আলী, মোঃ মুন্না (২৩), মোঃ বাপ্পি (২০), মোঃ সাফিন (১৯),  মোঃ আসিফ (২০),  মোঃ স্মরনের (২২) বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে-শরফুদ্দিন

প্রেস বিজ্ঞপ্তিঃ মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস নতুন প্রজন্মের তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। আমরা যারা স্বাধীনতা পরবর্তী সময়ের প্রজন্ম আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার রাতে ক্লাবে প্রাঙ্গনে ফতুল্লা প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার(ক অঞ্চল) শরফুদ্দিন এসব কথা বলেন।
মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার তুলে ধরে শরফুদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের শুরুতে পুলিশ বাহিনী প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। সেই থেকে পুলিশ বাহিনী দেশ গড়ার কাজে নিয়োজিত রয়েছে। মাদক প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, মাদক নিমূর্লে সমাজের সবাইকে কাজ করতে হবে। নিজের ঘর থেকে মাদক নিমূলে কাজ শুরু করতে হবে। তা হলে মাদক নির্মূল করাটা সহজ হবে।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিত মোদক, সঙ্গীত শিল্পী কবি এস এ শামীম, রুহুল আমিন প্রধান। উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ আর মিলন, যুগ্ম সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, দপ্তর সম্পাদক রফিক হাসান, অর্থ সম্পাদ শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক জিএ রাজু,সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,আলামিন প্রধান, আমিনুল ইসলাম মিশু, সহিদুল ইসলাম, মাহাবুবুর রহমান খোকা,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এ আর কুতুবে আলম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন,স্বজন সমাবেরে সভাপতি কবি জাহাঙ্গীর ডালিম প্রমুখ। এসময় সঙ্গীত পরিবেশন করেন আক্তার প্রধান,জহিরুল ইসলাম সুমন, রিয়া খান, সুবর্ণা আক্তার, সুলতানা পারভীন।

 

উকিল নোটিশ প্রত্যাহার না করলে ব্যবস্থা

ডেস্ক নিউজঃ উকিল নোটিশ প্রত্যাহার না করা হলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে আওয়ামী লীগ। আজ বুধবার বিকালে ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ এ হুমকি দেয়। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী  বলেন,খালেদা জিয়া আইনি নোটিশ দিয়েছে। আমরা আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করব।

এরআগে আজ বুধবার বিদেশে সম্পদ থাকার বিষয়ে বক্তব্যে দেয়ার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই আইনি নোটিশের জবাব দিতেই বিকালে ধানমন্ডিতে ওই সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে মতিয়া চৌধুরী ছাড়াও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  ড. হাছান মাহমুদ বক্তব্য রাখেন।

হাছান মাহমুদ বলেন, যে সময় খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি দেশে-বিদেশে ফলাও করে প্রচার হচ্ছে, দুর্নীতির মামলায় তাদের শুনানি চলছে, ঠিক এই সময়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই খালেদা জিয়া আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। খালেদা জিয়াকে আমরা বলতে চাই, অবিলম্বে এই আইনি নোটিশ প্রত্যাহার করতে হবে। তা না হলে, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ জানান, ১২টি দেশে খালেদা জিয়া ও তার পরিবারের এক হাজার দুইশ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ এসেছে। এসময় তিনি ২০০১ সাল পরবর্তী বিভিন্ন সময়ে খালেদা জিয়া ও তার পরিবারের দুর্নীতি ও অর্থ পাচারের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

খালেদা জিয়া জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের অর্থ বিনিয়োগের যে অভিযোগ উঠেছে, এ বিষয়ে আওয়ামী লীগের কাছে কোনও তথ্যপ্রমাণ আছে কিনা এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আমাদের কাছে অবশ্যই তথ্যপ্রমাণ আছে। তাছাড়া বিভিন্ন অনলাইনে এই বিষয়টি প্রকাশিত হয়েছে।

এসময় মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ তথ্যপ্রমাণ ছাড়া ভিত্তিহীন কোনও তথ্য প্রচার করে না। আওয়ামী লীগ কোনোদিন কোনও বানোয়াট কথা বলে না, ভিত্তিহীন তথ্য দেয় না।

অপর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, উকিল নোটিশ এখনও আমাদের কাছে আসেনি। গণমাধ্যম থেকে আমরা নোটিশের বিষয়টি জেনেছি। নোটিশ পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ইন্সিপেক্টর সেলিম মিয়ার কবিতা

সূর্য-স্নান

——মোঃ সেলিম মিয়া

ঢেউ সাগরের, নীলিমার,রঙ্গের নৃত্যে-তালে,
শন-শনানী, মিষ্টি-মধুর হাওয়ার পালে
ছন্দময় জোয়ার-ভাটার সৃষ্ট জালে,
শব্দ-ভেসে নুপুর বাজে, মন দেয়ালে।

কেশবতী রানীর কপল মাঝে,দুরন্ত স্বরে,
এলোমেলো কেশমেলে, রুপের ঝলক বৃদ্ধি করে।
অবাক বিস্ময়-চমক নিশ্চয়, জীবন গানে,
সূর্য-স্নানে, উড়ে গেলো আকাশ পানে।

আমি সাগরের ঢেউ মিষ্টি হাওয়ার শন-শনানী,
দুরন্ত স্বর, অবাক বিস্ময় হয়েছি বলে।
তুমি ঝিক-মিক বেলাভূমির খাটি মুক্তার ন্যায়,
নীলিমার নিখুঁত নীলয়া হয়ে প্রতিদান দিলে।

যেই আমি পাখি হয়ে পাখা মেলে,
হাওয়ায় দুলে মিশে যাই উড়ে-উড়ে।
বারে-বারে,ফীরে-ফীরে,ধীরে-ধীরে যাই ছুটে,
তোমার বাহারি কপল চুমি, দিব জেনে।

সেই তুমি অপকন্ঠিত শরীরের চঞ্চলা হাওয়া,
রিদয়ের স্পন্দনে মহুয়ার আঁচলে তুলে নাও আমাকে।
রুপালি শরীর কনায়-কনায় নিঝুম রাত্রির নির্ঘুম সময়
শতদল মেলে ভালোবাসার পরশ আমায় দাও মধুক্ষনে!

রূপগঞ্জে সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবীকৃত ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সন্ত্রাসীরা দিনেদুপুরে এলাকায় অস্ত্রের মহড়া দিয়েছে। এসময় তারা এক ব্যবসায়ীর বাড়ীর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের অস্ত্রের মহড়ায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার নাথপাড়া এলাকার ।

চালার দেয়ালের স্যাঁতস্যাতে ঘরে রাখা হয়েছিল সাংবাদিক উৎপলকে

ডেস্ক নিউজঃ দুমাস দশদিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার রাতে পূর্বপশ্চিমবিডিডটনিউজের রিপোর্টার উৎপল দাস মায়ের কোলে ফিরে এসেছেন। ফিরে আসার পর বুধবার দিনটি পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে কাটাচ্ছেন।  গণমাধ্যমকে দিচ্ছেন স্বাক্ষাৎকার।পূর্বপশ্চিমকে উৎপল শোনালেন কেমন ভয়ংকর ছিল টানা দুইমাস দশদিনের সেই বন্দী জীবন।

সেই দুপুরে ধানমন্ডি স্টার কাবাবের সামনে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলাম। পেছন থেকে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়। এর আগে একটি ফোনে আমি কিছু টাকার বিষয়ে কথা বলেছিলাম।  সেখান থেকে প্রায় ৩ ঘণ্টার মতো সময় আমাকে গাড়িতে করে একটি ঘরে নিয়ে রাখা হয়। টিনের চালার দেয়ালে ঘেরা স্যাঁতস্যাতে ঘরটিতে রাখা হয়েছিল। পরে মুখোশধারী একজন আমার কাছে এসে বলেছিল, তুই তো ফোনে টাকা চেয়েছিস, আমাদের কিছু টাকা দিয়ে দে, তোকে ছেড়ে দিবো। তখন আমি ধারণা করেছিলাম ধামনণ্ডি এলাকায় সেই ফোনের রেফারেন্স ধরেই অপহরণ করা হয়েছে।

রাতের বেলায় সেখানে শেয়ালের হাঁক শোনা যেত। মনে হতো কোনো একটি জঙ্গলের ভেতরে এই ঘরে রাখা হয়েছে। আমার কাছে প্রথম থেকে শুধু কয়েকবার টাকার বিষয়ে কথা হয়েছে। তারা আর কোনো বিষয়ে কোনো কথাই বলেনি। যেখানে রাখা হয়েছিল সেখানে নিয়মিত ঘরের দরজা বাইরে থেকে লক করা থাকতো। খাবার দেয়া হতো দরজার নিচের দিকে খালি জায়গা দিয়ে। এভাবেই কেটেছে ২ মাস ১০ দিন।

অবশেষে মঙ্গলবার রাতে রূপগঞ্জের ভুলতা এলাকার একটি সিএনজি স্টেশনের পাশে ফেলে রেখে যায়। তখনো প্রায় ৪ ঘন্টা চোখবাঁধা অবস্থায় গাড়িতে থাকতে হয়েছে।আমার নিখোঁজের পর থেকে ফিরে আসা পর্যন্ত সাংবাদিকমহল থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরের যারা কাজ করেছেন তাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি মায়ের কোলে ফিরে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

উৎপল মায়ের কোলে ফিরেছে, বুক থেকে পাহাড় নেমেছে

পীর হাবিবুর রহমানঃ উৎপল মায়ের কোলে ফিরেছে।  আমার বুকের উপর থেকে ভারি পাহাড় সরে গেছে।  মঙ্গলবার রাত বারোটার দিকে নারায়ণগঞ্জের ভুলতায় উৎপলকে যারা তুলে নিয়ে গিয়েছিল তারা ফেলে গেছে।  তারপর ভুলতা পুলিশ ফাঁড়িতে।  এদিকে গণমাধ্যমে আনন্দ চলছে।  টানা দুইমাস দশ দিনের শ্বাসরুদ্ধকর উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে খবর প্রচার হচ্ছে উৎপল ফিরেছে।  উৎপল সেখান থেকে তার মাকে ফোন করে।  তার বন্ধু রাজিবের সঙ্গে কথা হয়।  আমার সঙ্গে কথা বলতে গেলে তার স্বভাবসুলভ চঞ্চল ও প্রাণবন্ত চেহারাটি ফুটিয়ে তোলে।  উৎফুল্ল চিত্তে বলতে থাকে, ভাই আমি ভালো আছি, বাড়ি যাবো, বৃহস্পতিবার অফিস করবো।  ভুলতা থানা পুলিশ ফাঁড়িতে রাতে দীর্ঘ অপেক্ষায় থাকা তৃষ্ণার্ত ব্যাকুল হৃদয়ে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া উৎপলের মা ছুটে গেলে সে মায়ের বুকে ঠাই নেয়।  সন্তান যত বড় হোক পৃথিবীতে মায়ের চেয়ে পরম আশ্রয় আর কোথাও তার হয় না।  অজানা অন্ধকার সময় থেকে দুইমাস দশদিন পর ফিরে এসে উৎপল যেন আরেকবার সেই সত্যকে উপলব্ধি করলো।

উৎপলের ভাষ্য অনুযায়ী ১০ অক্টোবর ধানমন্ডির একটি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বের হলে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে দূরের কোথাও জঙ্গলের মধ্যে একটি ঘরে বন্দী করে রাখে।  তার কাছে অর্থ দাবি করেছে।  কখনো সখনো বলেছে, টাকা না দিলে মেরে ফেলবে।  শেষপর্যন্ত চোখ বেধে যেভাবে নিয়ে গিয়েছিল তেমনি চোখ বেধেই তাকে ভুলতা ফেলে যায়। বলে দেয়, পেছনে না তাকাতে।  পঁঞ্চাশ গজ দূরে পেট্রোল পাম্পের কথাও শুনিয়ে দেয়।  সেখান থেকেই উৎপল তার মায়ের সঙ্গে আগে কথা বলে।  তারপর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।  এই দুই মাস দশদিন আলাভোলা বোহেমিয়ান ধরনের সংবাদকর্মীদের প্রিয়মুখ উৎপল নিখোঁজ থাকায় তার মা দরজা খুলে পথ চেয়ে বসে থাকতেন।  বিষন্ন চেহারায় স্কুল শিক্ষক গরীব পিতা নির্বাক দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকাতেন।  তার স্নেহময়ী দিদিরা অশ্রুজলে বুক ভাসাতেন।  গণমাধ্যমকর্মীরা প্রতিদিন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।  উৎপলের সন্ধানে যতখানি যাওয়া যায় ততখানি ছুটে গেছি।  যদি কেউ তাকে ফিরিয়ে আনতে পারেন সন্ধান বের করতে পারেন এই আশায়।  দুদিন পরপর উৎপলের বাবা যখন ফোন করতেন পৃথিবীতে আমার নিজেকে সবচেয়ে অসহায় মানুষ মনে হতো।  আমি আশাবাদী কাকা, ধৈর্য্য ধরেন, অপেক্ষা করেন উৎপল ফিরে আসবে, এর বাইরে কিছু বলতে পারতাম না।

উৎপলের জন্য তার বন্ধুরা গণমাধ্যমকর্মীরা যা করেছে তাতে আমরা সবাই মুগ্ধ হয়েছি।  অভিভূত হয়েছি।  উৎপলকে নিয়ে সমাজের দেশ বিদেশের নানা পাঠকেরা গভীর উদ্বেগ ও আকুতি জানিয়েছেন।  মানবিক দৃষ্টিকোণে তাদের মমত্ববোধ আমাদের আপ্লুত করেছে।  উৎপলের জন্য গণমাধ্যমে অনেকে লেখালেখি করেছেন।  অগণিত সাধারণ মানুষ কায়মনোবাক্যে প্রার্থনা করেছেন উৎপল যেন সুহালে ফিরে আসে।  আমাদের উৎপল সুহালে মায়ের কোলে ফিরেছে বুকের উপর থেকেও যেন ভারি পাহাড় সরে গেছে।  আমরা চাই না উৎপলের মায়ের  মতো আর কোনো মা এতোদিন সন্তানের জন্য পথ চেয়ে বসে থাকুক।  উৎপল তার জীবনে ঘটে যাওয়া ঝড় থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আত্মউপলব্ধি করুক।  পরিবার সমাজ পেশার প্রতি দায়িত্বশীল হয়ে উঠুক।  পেশাদারিত্বের জায়গায় সৃজনশীলতা মেধা ও পরিশ্রমের বিনিময়ে জ্বলে উঠুক।  উৎপলের জন্য আমাদের শুভকামনা।  সূত্র-পূর্বপশ্চিম বিডি

ফতুল্লা মডেল থানার সৌন্দর্য বর্ধনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা মডেল থানার সৌন্দর্য বর্ধনের উদ্বোধন করলেন পুলিশ সুপার মঈনুল হক পিপিএম। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা। ফতুল্লা মডেল থানাকে ডিজিটালে রূপ দিতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপাত কর্মকর্তা অন্যান্য অফিসারদের নিয়ে দীর্ঘদিন ধরে নিরলস ভাবে কাজ করেছে।

কামাল উদ্দিন ফতুল্লা মডেল থানায় যোগদানের পর ভবনের পাশে দৃষ্টি নন্দন একটি মিটি পার্ক গড়ে তোলেন। সেখানে বিভিন্ন ফুলের গাছের পাশাপাশি ছোট পরিসরে একটি ঝর্নাও স্থাপন করে। এছাড়া থানায় আগতদের পানির পিপাশা মিটাতে একটি কলেও ব্যবস্থা করেন। গত দুই মাস ধরে থানার ভেতরের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করে পুরো থানার চিত্র পাল্টে দিয়েছেন ওসি কামাল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার(ক) শরফুদ্দিন, ওসি তদন্ত শাহ জালাল,ওসি অপরারেশন মজিবুর রহমান, গোলাম মোস্তফা, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন, সাধারন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক এ আর কুতুবে আলম,সাংবাদিক এ আর মিলন, পিয়ার চাঁন, রুহুল আমিন প্রধান, মনির হোসেন, জি এ রাজু,শাকিল আহমেদ ডিয়েল, নিয়াজ মো: মাসুম, এনায়েত নগর ইউনিয়ন পিরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, কুতুবপুরের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ।