২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 172

আড়াইহাজারে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং জঙ্গিবাদী লিফলেট জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো. শাকিল আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকার জাহিদুল ইসলাম কাওসার (৩২) ও গাইবান্ধা সদর উপজেলার মো. মশিউর রহমান জীবন (২৮)।

র‌্যাব জানায়, সোমবার রাত সোয়া ৯টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ইবারদী স্ট্যান্ড এলাকায় গোপন বৈঠকের জন্য একত্রিত হওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব আরো জানায়, জাহিদুল ইসলাম কাওছার ২০০৪ সালে রাজধানীর একটি স্কুল থেকে এসএসসি পাশ করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত। তিনি ২০০৪ সালে জনৈক জুয়েল এর মাধ্যমে জেএমবিতে যোগদান করে এবং জেএমবির শীর্ষ স্থানীয় জঙ্গি নেতা আরাফাত রহমান সানির মাধ্যমে জেএমবির সামরিক শাখার জন্য প্রশিক্ষণ গ্রহণ করে আত্মঘাতী গ্রুপে নাম লেখায়। র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতারকৃত সৈয়দ রায়হান কবির রায়হান বাবুর মাধ্যমে সে ২০১৫ সালে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এ যোগদান করে এবং আনসার আল ইসলামের হয়ে কাজ করতে থাকে।

র‌্যাব জানায়, মো. মশিউর রহমান জীবন ২০১১ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে এসএসসি পাশ করে ফার্নিচারের দোকানে কাজ শুরু করে এবং ২০১৩ সালে জনৈক লিটন এর সাথে পরিচয় এবং ঘনিষ্ঠতার মধ্যদিয়ে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়। তার বাসায় জঙ্গি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত একাধিক মিটিং হয়েছে বলে সে স্বীকার করেছে এবং তার বাসায় সাজিদ নামের এক জঙ্গি নেতা স্ত্রীসহ অনেক দিন আত্মগোপনে ছিল বলেও স্বীকার করে। ২০১৬ সালের শেষের দিকে তিনি জনৈক শিপন এর মাধ্যমে আনসার আল ইসলামে (আনসারুল্লাহ বাংলা টিম) যোগদান করে কাজ করতে থাকে।

নারায়ণগঞ্জে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে চাষাড়া বিজয়স্তম্ভে দিনের শুরুতেই জেলার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে পালিত হচ্ছে বিজয় দিবস।

শনিবার সকাল ৬.৩৪ মিনিটে চাষাড়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়। এরপর একে একে সবাই চাষাড়া বিজয় স্তম্ভে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।

বিজয়স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রসাশক রাব্বী মিয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা সিভিল সার্জন এহসানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, সদর উপজেলা ইউএনও তাসনীন জেবিন বিনতে শেখ ও প্রফেসর শিরীন বেগমসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাগণ।

এছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ, তোলারাম সরকারি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায়, আনন্দ র‌্যালী ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ৪৬ তম বিজয় দিবস উদযাপন করলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ।

শনিবার ( ১৬ ডিসেম্বর ) সকাল ১১ টার দিকে শহরের প্রেসক্লাবের সামনে থেকে হাজারোও নেতা কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে শহরে বিজয় রেলী বের করা হয় । রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বরে বিজয় স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সহ সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, রবিউল ইসলাম রবি, পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, সদস্য আতাউর রহমান আঙ্গুর, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী, বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকবর আলী সুমন,সাধারণ সম্পাদক এডভোকেট আল আমীন সিদ্দিকী,জেলা  বিএনপির মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রহিমা শরীফ মায়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, মশিউর রহমান রনি,প্রমূখ ।

জেলা বিএন‌পি আ‌য়ো‌জিত এই অনুষ্ঠা‌নে ফতুল্লা থানা এলাক‌ার নেতাকর্মী‌দের অংশগ্রহণই ছিল বে‌শি এবং তারা ফতুল্লা থানা বিএন‌পির সভাপ‌তি আলহাজ্ব মো. শাহ আল‌মের সম‌র্থিত নেতাকর্মী। তা‌দের হা‌তে হা‌তে ছিল শাহ আল‌মের ছ‌বিসহ ব্যান‌ার ফেস্টুন। জেলা বিএন‌পির অনুষ্ঠা‌নে গিয়াস উ‌দ্দিন সম‌র্থিত কোন কর্মী‌কে দেখা যায় নি।

শহীদ নগরে শেখ রাসেল ছাত্র ও ক্রীড়া সংঘের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে শেখ রাসেল ছাত্র ও ক্রীড়া সংঘের উদ্যোগে মহানগর ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার এর সৌজন্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় (পরিক্ষা) করা হয়।  শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জের শহীদ নগরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা এম আঃ ছালাম খাঁন। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিটি উদ্বোধন করেন মহানগর ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক এম এম হাসান। এ সময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মিজানুর শহীদ নগর পঞ্চায়াত কমিটির সভাপতি আবু তাহের খাঁন,সাধারণ সম্পাদক,রহমান,সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন সানি,সাধারণ সম্পাদক মোঃ শাকিল হোসেনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

নারায়নগঞ্জ চাষাড়ার বিজয়স্তম্ভে বক্তাবলী ইউনিয়ন বিএনপির শ্রদ্ধাঞ্জলী

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়নগঞ্জ চাষাড়ার বিজয়স্তম্ভে শহীদের বেদীতে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পন করেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি।

পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড.আবুল কালাম আজাদ বিশ্বাস, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আকবর আলী সুমন ,সাধারন সম্পাদক অ্যাড.আল আমিন সিদ্দিকী,দপ্তর সম্পদক মো.আবুল কালাম আজাদ,পিয়ার হোসেন ‍পিন্টু,সাইফুল ইসলাম খাঁন, মো: শামীম প্রধান,বরকতুল্লাহ,মো: শাহ আলীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

ফতুল্লা প্রেস ক্লাবের নতুন কমিটিকে ওসি ফতুল্লার ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টারঃ ফতুল্লা প্রেস ক্লাবের নতুন কমিটির সাথে মত বিনিময় করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন ও ওসি(অপারেশন) মজিবুর রহমান। এসময় প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি এম সামাদ মতিন ও সাধারন সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যদের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান।এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্,যুগ্ম সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন,সাবেক সহ-সভাপতি রুহুল আমিন প্রধান,ক্রীড়া সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, প্রচার সম্পাদক জি এ রাজু, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল,মনির হোসেন, সেলিম মুন্সি, এ আর মিলন, সাংবাদিক এমদাদ হোসেন প্রমুখ।

আগামী নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে-মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে। শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এ লক্ষ্যে তিনি ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

.
বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে হানাদার মুক্ত দিবসের আলোচনায় সভায় চতুর্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইভি বলেন, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ হয়েছে বলেই আজকে আমরা লাল সবুজের পতাকা নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াতে পারছি। শেখ হাসিনা এখন মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন। এমনকি তিনি প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করে দিচ্ছেন।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য হাজেরা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব প্রমুখ।

রূপগঞ্জে ২০ ভরি স্বর্ণালংকারসহ মালপত্র লুটের অভিযোগ

রূপগঞ্জ প্রতিনিধিঃ বিশ ভরি স্বর্ণালংকারসহ মালপত্র লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ্যরা। অভিযুক্তরা লুট করা স্বর্ণালংকারসহ মালপত্র ফেরত দিবেন বলে আশস্থ্য করলে পরে ফেরত দেয়নি। এ ঘটনায় শুক্রবার বিকেলে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আবিদ হাসান।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ

রূপগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র শহর জেরুজালেমকে যুক্তরাষ্ট কর্তৃক ইসরাইলের রাজধানী স্বীকৃতির প্রতিবাদে ইসলামী অন্দোলন বাংলাদেশ তারাবো পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিশ্বরোড গোল চত্বর এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

দেশকে ভালোবাসার সহজ উপায় ইতিহাস জানান-ড.জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদকঃ  বিজ্ঞানমনস্ক লেখক ও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.জাফর ইকবাল শিক্ষার্থীদের উপদেশ দিয়ে বলেছেন, ‘দেশকে ভালোবাসার সহজ একটি উপায় হচ্ছে দেশের ইতিহাস সম্পর্কে জানা।’ ‘দেশকে ডিফাইন করা না গেলেও মানুষ দেশকে ভালোবাসে। যারা দেশকে ভালোবাসতে পারে না তাদের জন্য আমার মায়া হয়, করুণা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সরকারি তোলারাম কলেজে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা ভাবতে পারো কেবল ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, আসলে তা নয়। ২৫ মার্চ রাত থেকেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘এই দেশের পাঁচ কোটি তরুণ। এই তরুণেরা আগামীতে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। আমরা ২০২১ সালে মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছি, ২০৪১ সালে উন্নত বাংলাদেশে স্বপ্ন দেখছি তা একমাত্র এই তরুণদের ওপরই নির্ভর করছে। ’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘তোমরা ভালোভাবে গণিত কষলে, একটু বিজ্ঞান সম্পর্কে জানলে, আরেকটু মন দিয়ে লেখাপড়া করলে দেশ বড় হবে। দেশকে বড় করার দায়িত্ব এখন তোমাদের।’

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।’ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর শাহ মো. আমিনুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপিকা রওনক জাহান, অ্যাসোসিয়েট প্রফেসার জীবন কৃষ্ণ মোদকসহ অনেকে।