২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 194

ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়-মোঃ মনির হুসাইন

মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়।

দেশ ও দেশের বাইরের সকল মুসলমানকে ঈদ মোবারক-এম শওকত আলী

একমাস সিয়াম সাধনার পর সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন ॥

পশ্চিম হাজীগঞ্জ ওয়াপদারপুলে ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পশ্চিম হাজীগঞ্জ ওয়াপদারপুল যুব সমাজের ‍উদ্যোগে শনিবার বিকাল সাড়ে ৫টায় ওয়াপদারপুল বাজারস্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ফতুল্লা থানা ‍যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় ৫ শতাধিক করার হয়। এসময় উপস্থিত ছিলেন- জীবন,সবুজ,জনী,সবুজ-২,রনজু,সজল,রশীদ,শামীম,আল-আমীন,হারুন,সাগর,বিল্লাল,পিন্টুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আমি আপনাদের মাঝে সাধারণ মানুষ হয়ে থাকতে চাই এমপি হয়ে নয়-শামীম ওসমান

আমি আপনাদের কাছে ভোট চাই না, আমি আপনাদের কাছে দোয়া চাই। যেন আল্লাহতায়ালা আমাকে মানুষের সেবা করার সুযোগ দেন। আমার নেত্রী  (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যেন সুস্থ থাকে সেজন্য দোয়া করবেন। আমার প্রয়াত মা, বাবা ও ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে আমি সাধারণ মানুষ হয়ে থাকতে চাই এমপি হয়ে না।
বুধবার সিদ্ধিরগঞ্জ পুল ঈদগাহ, রেবতীমোহন স্কুল, আইলপাড়া নূরে মদিনা দাখিল মাদ্রাসা মাঠ ও গোদনাইল তাঁতখানা প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণকালে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান দোয়া প্রার্থনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, কাউন্সিলর আরফিুল হক হাসান, হাজী ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, ইব্রাহীম প্রধান, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বার ও ব্যবসায়ী হুমায়ুন কবির প্রমূখ।
শামীম ওসমান বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হলে আমাদের উপর আল্লাহ তায়ালা খুশি হবেন। পরীক্ষায় উত্তীর্ণ না হলে আল্লাহ তায়ালা আমাদের উপর খুশি হবেন না।

নিউজ প্রতিদিনের ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ প্রতিদিন ডট নেট ও চ্যানেল এস’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের মহানগর ব্লাড ব্যাংক কার্যালয়ে এই ইফতার মাহফির অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, নিউজ প্রতিদিন ডট নেট’র সম্পাদক আবুল কালাম আজাদ, নিউজ প্রতিদিন ডট নেট’র নির্বাহী সম্পাদক মো. আব্দুর রহিম চ্যানেল এস এর ফতুল্লা প্রতিনিধি জিয়াউল হোসেন জুয়েল, জাকির হোসন, এম এম হাসান, নুরুজ্জামান কাউছার,এম এ মান্নান ভূইঁয়া, রেজানুর রহমান রাজু, আবেদ হোসেন লোহান, আজহার মিয়া, নুরুল হুদা মেহেদী, রাসেল আহমেদ, মো. রিয়াদ শিকদার, জাহিদ হাসান প্রমুখ। এসময় ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি কামনা কাে বিশেষ মোনাজাত করা হয়।

শুরুতেই সৌম্য সরকার আউট!

শুরুটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। ভারতের বিপক্ষে সেমিফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে তারা। সৌম্য সরকার রানের খাতা না খুলেই নিজের দ্বিতীয় বলে বোল্ড হন। ভুবনেশ্বর কুমারের বল ভেঙে দেয় সৌম্যর স্টাম্প। ২ ওভার শেষে ১১ রানে ১ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

এই একটি ম্যাচ জিতলেই টাইগাররা পৌঁছে যাবে বৈশ্বিক কোনও টুর্নামেন্টের প্রথম ফাইনালে। সম্প্রতি ভারত-পাকিস্তানের ম্যাচের পর বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করে। দুই দলের শরীরি ভাষায় ‘খুনে’ মনোভাব স্পষ্টই ফুটে উঠে! খেলোয়াড়দের বাইরেও দুই দেশের ক্রিকেট ভক্তরা সামাজিক মিডিয়ায় যুদ্ধে লিপ্ত হন, যেটা কিনা মাঝে মাঝে বাড়াবাড়ি পর্যায়েও চলে যায়।

প্রথমবার সেমিফাইনাল খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ এমন এক অর্জনে রোমাঞ্চিত। রোমাঞ্চ সঙ্গী করে ভারতের বিপক্ষে ভা্লো ক্রিকেট খেলার প্রত্যাশা মাশরাফির। তবে প্রতিপক্ষ ভারত বলেই বাংলাদেশের জন্য খানিকটা চিন্তার। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে হারের পর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ১ রানে হারতে হয়েছিল বাংলাদেশকে। এই দুটি ম্যাচের মধ্যে কোয়ার্টার ফাইনালের তিক্ত অভিজ্ঞতার কথা টাইগার সমর্থকরা হয়তো কখনও ভুলতে পারবেন না। ওই ম্যাচের পর যতবার ভারত-বাংলাদেশ লড়াই হয়েছে, সেটা পেয়েছে ভিন্ন মাত্রা। ময়দানে থেকেছে বাড়তি ঝাঁজ।

ফতুল্লায় রিয়াদের উদ্যোগে জিয়ার শাহাদাৎ বাষির্কী পালন

স্টাফ রিপোর্টার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বাদ আসর ফতুল্লা সরকার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছ স্বেক দলের যুগ্ম আহবায়ক রিয়দ মো: চৌধুরীর উদ্যোগে এই মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এড.মশিউর রহমান শাহিন, মহানগর স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক আকরাম প্রধান, থানা স্বেচ্ছা সেবক দল নেতা রবিন হোসেন, আলী আকবর, আমীর হোসেন, আসলাম, আরিফ হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জিন ক্কারি ওবায়েদ উল্লাহ।

শুক্রবার আ’লীগের মনোনয়ন বোর্ডের সভা

প্রেস বিজ্ঞপ্তিঃ আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা শুক্রবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

আল্লামা শফির পাশে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ হেফাজতে ইসলামীর আমির আল্লামা আহমদ শফীকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ধোপখোলায় আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আহমদ শফীকে দেখতে যান তিনি।

এ সময় মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে অসুস্থ আল্লামা শফীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

৯৫ বছর বয়সি আল্লামা আহমদ শফী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন ব্যাধিতে ভুগছেন।

গত ৬ মে তিনি অসুস্থ হয়ে পড়লে হেলিকপ্টারযোগে ঢাকার ধোপখোলার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

খালেদার মামলার পরবর্তী শুনানি ১৫ জুন

নিজস্ব প্রতিবেদকঃ জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ১৫ জুন ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এ আদেশ দেন।

মামলার অন্যতম আসামি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশিদকে আবার জেরার আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে অন্য পাঁচজন সাক্ষীকে পুনরায় জেরার আবেদন নামঞ্জুর করা হয়েছে।

বিচারক তাৎক্ষণিকভাবে জেরা করার জন্য খালেদা জিয়ার আইনজীবীদের নির্দেশ দেন। চ্যারিটেবল মামলার তদন্ত করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ। তাঁকে এ মামলার বিষয়ে পুনরায় জেরা করা হবে।

খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জমিরউদ্দিন সরকার, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বেলা ১১টা ১২ মিনিটে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১ জুন খালেদা জিয়ার পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ জুন শুনানির জন্য দিন ঠিক করেন আদালত।

২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ।