১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 78

জম জমাট বক্তাবলীর পশুর হাট

নিউজ প্রতিদিন ডট নেট: পবিত্র ঈদুল আজহার আর মাত্র বাকি ১ দিন। ফতুল্লার বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন হাটে সর্বোচ্চ সংখ্যক কুরবানীর পশু ক্রয় বিক্রয় হবে বলে ক্রেতা-বিক্রেতারা মনে করছেন।

এরই মধ্যে বক্তাবলীর হাটে কেনা-বেচা জমে উঠেছে। মাঠ দখল করা এবং পশুর বাড়তি যত্ন নিয়ে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।

এবার বক্তাবলীর পশুর হাট ঈদের দিন সকাল পযর্ন্ত বসবে। সরেজমিনে ঘুরে জানা যায়, বক্তাবলীর হাটের বড় বৈশিষ্ট্য হলো এখানে হাসলির পরিমান খুবই কম এছাড়া এই হাটে আগত ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা ও থাকা খাওয়ার সু-ব্যবস্থা পাশাপাশি বর্ষা মৌসুম হওয়ায় প্যান্ডেল করা হয়েছে ফলে বৃষ্টিতে কুরবানীর পশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া কুরবানীর পশুর চিকিৎসার জন্য চিকিৎসকের একটি টিম সবসময় এখানে অবস্থান করবে। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর এর ব্যবস্থা রয়েছে উপজেলার অন্যান্য পশুর হাটগুলোতে এ ধরনের ব্যবস্থা না থাকায় দূর-দূরান্ত থেকে অধিকাংশ পাইকাররা গরু ছাগল মহিষ ও ভেড়াসহ অন্যান্য কোরবানির পশুর হাটে আসতে শুরু করেছে।

শুক্র ও শনিবার বক্তাবলীর হাটসহ কয়েকটি হাটে খোঁজ নিয়ে জানা যায়, ক্রেতা-ব্যবসায়ীদের আকৃষ্ট করতে এরই মধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন হাটের ইজারাদাররা। ফতুল্লায় ১৭টি কোরবানির পশুর হাটের মধ্যে ১৬টি অস্থায়ী পশুর হাট ১ স্থায়ী পশুর হাট।

বক্তাবলীর হাটে গিয়ে দেখা যায়,দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসছেন বেপারীরা।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম হোসেন জানান,কোরবানির পশু হাটের নিরাপত্তার জন্য ইতো মধ্যেই হাট ইজারাদারদের সাথে বিশেষ সভা করেছি। এসআই ও এএসআই-এর নের্তৃত্বে ৭ থেকে ৮ সদস্যের একটি টিম হাটে টহল দিচ্ছে।তিনি আরো জানান, ক্রেতা ও বিক্রেতাগণ যাতে নিরাপত্তার সাথে পশু কেনা-বেচা ও টাকা পয়সা লেনদেনকরতে পারে সেটির নিরাপত্তা নিশ্চত করা হচ্ছে।

জাল টাকা শনাক্তের জন্য মেশিন বসানো হয়েছে।হাটে ছিনতাইকারী বা মলম পার্টির দৌরাত্ম্য বন্ধে সাদা পোশাকেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। তবে হাটে এখনো কোনো টাকা ছিনতাইয়ের খবর পাওয়া যায়নি।

ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়-মনির মাস্টার

নিউজ প্রতিদিন ডট নেট:  মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়।

বক্তাবলীর চরবয়রাগাদীতে পশুর হাট জমে উঠেছে

নিউজ প্রতিদিন ডট নেট:  পবিত্র ঈদূল আযহা উপলক্ষে বক্তাবলীর চরবয়রাগাদী (লালমিয়ারচর) ব্রিজ সংলগ্ন বালুর মাঠে পশু ক্রয়-বিক্রয়ের হাট জমে উঠেছে। ৮ আগস্ট বৃহস্পতিবার হইতে ১০ আগস্ট শুক্রবার পযর্ন্ত ক্রয়-বিক্রয় চলবে।

প্রচুর ক্রেতা ও বিক্রেতা এই পশুর হাটে আসতে শুরু করেছে। উক্ত হাটে আপনারা সকলেই আমন্ত্রিত। দূর দূরান্তের ক্রেতা ও বিক্রেতাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। এই হাটে আপনার কুরবানীর পশু ক্রয়,বিক্রয়ের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। অতি স্বল্প মূল্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী কুরবানীর পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন।

বক্তাবলীবাসীকে দেলোয়ারের ঈদ শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডট নেট:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্তাবলী ইউনিয়নসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মো.দেলোয়ার হোসেন।

আলোকিত বক্তাবলীর সহ-সভাপতি,
বক্তাবলী ইউনিয়ন ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও মেসার্স সুরুজ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মো.দেলোয়ার হোসেন বলেন,ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে।

জাতি ধর্ম,বর্ণ সকল ভেদাভেদ ভূলে  মিলেমিশে পালন করুক পবিত্র ঈদুল আযহা এটাই কামনা। সেই সাথে বক্তাবলীর ইউনিয়ন বাসীসহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

নাঃগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় লিঃএর চুড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

নিউজ প্রতিদিন ডট নেট: নারায়নগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় লিঃ এর চুড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।  বৃহস্পতিবার  নির্বাচন কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন এ তালিকা প্রকাশ করেন।

বৈধ প্রার্থীরা হলেন সভাপতি পদে সিদ্দিরগঞ্জ আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও  মিজমিজি দক্ষিনপাড়া কৃষক সমবায় সমিতি লিঃ সমগ্র নির্বাচনি এলাকা আলহাজ্ব মোঃ ইয়াছিন মিয়া,সহ- সভাপতি পদে জালকুড়ি উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও জালকুড়ি উত্তরপাড়া কৃষক সমবায় সমিতি লিঃ এর সমগ্র নির্বাচনী এলাকা মোঃ নুর হোসেন, পরিচালক পদে বৈধ ৬ জন। তারা হলেন ভূইগড় দক্ষিণপাড়া মহিলা সমবায় সমিতি লিঃ এর শাহিদা বেগম, দেলপাড়া কৃষক সমবায় সমিতি লিঃ এর শামীম আহমেদ,রামারবাগ কৃষক সমবায় সমিতি লিঃ এর মোঃ আবেদ আলী, উত্তর  নিউ হাজীগঞ্জ কৃষক সমবায় সমিতি লিঃ এর এ এন এম মাহবুব আলম,১ নং কানাইনগর কৃষক সমবায় সমিতি লিঃ এর মোঃ আলাউদ্দিন বারী ও চরগড়কুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি, আলোকিত বক্তাবলীর সভাপতি, চরবয়রাগাদী কৃষক সমবায় সমিতি লিঃ এর মোঃ নাজির হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিআর ডিবি অফিসার মোঃ বেলাল আহমেদ সহ কর্মকর্তাবৃন্দ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দেলোয়ারের বিনম্র শ্রদ্ধা

প্রেস বিজ্ঞপ্তি: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো.দেলোয়ার হোসেন।

৭ আগস্ট(বুধবার)বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শ্রদ্ধা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই দিনেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলার সূর্য সন্তান, বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতার রূপকার, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে । যে মানুষটি সারা জীবন ধরে বিশেষ করে যার জন্য এ স্বাধীনতা পেলাম তাকেই নৃশংস ভাবে হত্যা করা হলো এটা ভাবাও বেদনাদায়ক।

তিনি আরো বলেন, এ আগস্ট মাসে সেই নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা। পাশাপাশি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্রাম পুলিশের মাঝে পোষাক বিতরণ

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ৭টি ইউনিয়ন পরিষদের ৫৫ জন (৩৩ জন পুরুষ ও ২২জন নারী) গ্রাম পুলিশদের মাঝে পোষাক (পুরুষদের জন্য ফুলপ্যান্ট, শার্ট, নারীদের জন্য শাড়ি, ব্লাউজ) এবং অন্যান্য সরঞ্জামাদি (জুতা, মোজা, লাঠি, বাঁশি, রেইন কোর্ট, সোল্ডার ব্যাচ) বিতরণ করা হয়।

এসময় সদর ইউনও নাহিদা বারিক বলেন, গ্রাম পুলিশদের উদ্দেশ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে হবে। বিশেষ করে নিজ নিজ ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক ভাবে সহযোগিতা করাসহ বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন সহ যে কোন অসামাজিক কার্যক্রম পরিলক্ষিত হলে সাথে সাথে অবহিত করার পরামর্শ দেয়া হয়।

এসময় ডেঙ্গু রোগের বিস্তার রোধে এডিস মশা ধ্বংশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে করণীয় ও ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন প্রমুখ।

অসুস্থ্য রিপনকে দেখতে যান থানা বিএনপি’র নেতৃবৃন্দ

নিউজ প্রতিদিন:  ফতুল্লা থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.হাবিবুর রহমান রিপন অসুস্থ হয়ে নারায়ণগঞ্জের একটি  বেসরকারী  হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

৬ আগস্ট (মঙ্গলবার) বাদ এশা অসুস্থ মো.হাবিবুর রহমান রিপনকে দেখতে যান ফতুল্লা থানা বি এন পির যুগ্ম আহবায়ক ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্বাস আলী বাবুল, সাধারণ সম্পাদক এড.এস এম মাহামুদুল হক আলমগীর, জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক নাদিম হাসান মিঠু,জেলা বিএন পির সহ-মৎসজীবী বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন প্রধান,সদস্য সিদ্দিক হোসেন,ফতুল্লা থানা বিএনপির সদস্য কামাল হোসেন ও ফতুল্লা থানা ছাত্রনেতা শাহ্জাহান আলী।

বক্তাবলীর রাসেল প্রধান ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব

নিউজ প্রতিদিন:  ফতুল্লা থানা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক কমিটির সদস্য সচিব হয়েছেন মো.রাসেল প্রধান।

৩ আগস্ট (শনিবার) ফতুল্লা থানা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক এড.এইচ এম আনোয়ার প্রধান ও সদস্য সচিব মো.আমিনুল ইসলাম। এই আহবায়ক কমিটিতে সদস্য সচিব হয়েছেন মো.রাসেল প্রধান।

মো.রাসেল প্রধান স্থানীয় বক্তাবলী এলাকার গোপালনগরের মরহুম আঃ মান্নান মেম্বারের ছোট ভাই মরহুম জহির উদ্দীন প্রধানের বড় ছেলে। এর আগে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তাছাড়াও তিনি অত্যন্ত দক্ষদতায় বক্তাবলীর সামাজিক সংগঠন বক্তাবলী আদর্শ সমাজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রধান টেলিকম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

মো.রাসেল প্রধান বলেন, আমাকে ফতুল্লা থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক কমিটির সদস্য সচিব করায় নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান ও সদস্য সচিব মো.আমিনুল ইসলামসহ সকল সিনিয়ন নেতাদের ফতুল্লা থানা বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

রাসেল প্রধান আরো বলেন, আগামীদিনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে ফতুল্লা থানা জাতীয়তাবাদী মৎসজীবি দল অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।

সদর উপজেলা ১৭টি হাটের বিপরীতে বক্তাবলীর রামনগরের হাট স্থগিত ঘোষণা।

নারায়ণগঞ্জ সদর উপজেলা এবার ১৭ টি অস্থায়ী কোরবানির হাটের জন্য গত বৃহস্পতিবার একটি বিজ্ঞাপনের মাধ্যমে দরপত্র আহ্বান করে। এই ১৭টি হাটের বিপরীতে ১৪১টি শিডিউল বিক্রিয় হয়।

(৫ আগস্ট) সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমা পড়ে ৪৭ টি। জমাকৃত দরপত্র থেকে সর্বোচ্চ দরদাতা ১৬ জনকে ১৬টি হাটের জন্য বৈধ ইজারাদার হিসেবে ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। এছাড়া একটি হাটের জন্য তিনটি দরপত্র জমা পড়লেও সেটি সরকারি নির্ধারিত দরের থেকেও কম মূল্য আসায় তা স্থগিত রাখা হয়।

সদর উপজেলা সূত্রে জানা গেছে, কাশিপুর ক্লাব মাঠের হাটের জন্য সরকার দর নির্ধরাণ করেছিলেন ৩১ হাজার টাকা। এই হাটের সর্বোচ্চ দরদাতা ৩৩ হাজার টাকায় আইয়ূব আলী ইজারা পান।

গোগনগর সৈয়দপুর পাঠাননগরের হাটের জন্য সরকার নির্ধারণ করে ৫৬ হাজার টাকা, সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫৭ হাজার টাকায় এই হাটের ইজারা পেয়েছেন মো. শাকিল সরদার।

গোগনগর বাড়িটেক হাটের জন্য সরকার নির্ধারণ করে ৫৬ হাজার টাকা, সর্বোচ্চ দরদাতা হিসেবে ৭০ হাজার টাকায় এর ইজারা পান দেলোয়ার হোসেন।

গোগনগর পলি ফ্যাক্টরী হাটের জন্য ৪০ হাজার টাকা সরকারি দর থাকলেও তা সর্বোচ্চ দরদাতা হিসেবে ৪২ হাজার টাকায় ইজারা পেয়েছেন আল মামুন।

এছাড়া গোগনগর চরসৈয়দপুর কাঠপট্টি খেয়াঘাটের হাটের জন্য সরকার ৫ লাখ ৮৫ হাজার টাকা দর আহ্বান করলেও ৫ লাখ ৯০ হাজার টাকায় এই হাটের সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেয়েছেন মো. আসলাম সরকার।

গোপনগর পুরান সৈয়দপুর হাটের জন্য সরকারি নির্ধারিত দর ১ লাখ ১০ হাজার টাকা ছিলো, সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ লাখ ১১ হাজার টাকায় এর ইজারা পেয়েছেন নাজির আহম্মেদ।

গোগনগর বাদশা মিয়ার নিজস্ব ভূমিতে অস্থায়ী হাটের জন্য সরকারি দর ৩৮ হাজার টাকা, এর সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩৮ হাজার ৫শ টাকায় এস এম মোসলেহ উদ্দিন ইজারা পেয়েছেন।

আলীরটেক আমান মার্কেটে ২৬ হাজার টাকা সরকারি দরপত্র আহ্বান করলেও সর্বোচ্চ দর ২৬ হাজার ৫শ টাকায় এর ইজারা পেয়েছেন জামাল উদ্দিন।

বক্তাবলী ৪ নং রাজাপুর সরকারি দর ৫২ হাজার টাকার বিপরীতে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫২ হাজার ৫শ টাকায় সাব্বির আহমেদ ইজারা পেয়েছেন।

বক্তাবলী চর বয়রাগাদির ২২ হাজার টাকা সরকারি দরের বিপরীতে ২৩ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে সিদ্দিকুর রহমান ইজারা পেয়েছেন।

বক্তাবলী সমিরনগর আদর্শ বাজারে ২৪ হাজার হাজার টাকা সরকারি দরের বিপরীতে ২৪ হাজার টাকাতেই আবুল কাশেম দেওয়ান পেয়েছেন।

এছাড়া রামনগর সরকারি ইজারা ১ লাখ ১০ হাজার টাকা দরপত্র আহ্বান করা হয়। তবে এই হাটটিতে বিবেচনাধীন টাকা আসেনি তাই স্থগিত রাখা হয়।

অন্যদিকে ফতুল্লার আলীগঞ্জ পিডব্লিউডি গরুর হাটের জন্য সরকার ৩৬ লাখ টাকা দরপত্র আহ্বান করলে সর্বোচ্চ দরদাতা হিসেবেএক কোটি ১৫ লাখ ৫‘শ টাকায় ইজারা নিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান ফাতেমা মনির ও নাছির উদ্দিন।

ফতুল্লার তল্লা আজমেরীবাগ জানে আলমের নিজস্ব ভূমিতে হাটের জন্য সরকারি দর আহ্বান করা হয় ৭০ হাজার টাকা এর বিপরীতে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৭১ হাজার টাকায় ইজারা পেয়েছেন জানে আলম বিপ্লব।

ভুইগড় রূপায়ন টাউন সংলগ্ন হাটের জন্য সরকার ৫৯ হাজার টাকা দরপত্র আহ্বান করলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৬০ হাজার ৫শ টাকায় মানিক চান ইজারা পেয়েছেন।

কুতুবপুর তালতলা প্যারাডাইস সংলগ্ন হাটের জন্য সরকারি নির্ধারিত ৮৫ হাজার টাকা দরপত্র আহ্বান করলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৯০ হাজার টাকায় ইজারা পেয়েছেন টেনু গাজী।

কুতুবপুর শান্তিধারার হাটের জন্য সরকার ৫০ হাজার টাকা দরপত্র আহ্বান করলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৬১ হাজার টাকায় এর ইজারা পায় রাজ্জাক বেপারী।