১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 130

২০২১ এর মধ্যে মৎস্য উৎপাদন ও রপ্তানীতে বাংলাদেশ বিশ্বে ১ম স্থান অর্জন করবে –জেলা প্রশাসক রাব্বী মিয়া

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, মাছ আমাদের দেশের জাতীয় সম্পদ। একটা সময় ছিলো যখন দেশের ৯০ ভাগ মানুষ মাছের উপর নির্ভর করে বেঁচে থাকতো। কিন্তু বর্তমান সময়ে নদী-নালা, খাল-বিল ভরাট হয়ে যাওয়ার ফলে এখন আর আগের মত মাছ পাওয়া যায়না। শিল্পায়নের কারনে কিছু কিছু শহরে মাছ চাষ করা সম্ভব হচ্ছেনা। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সভা কক্ষে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন।
রাব্বী মিয়া আরো বলেন, স্থানীয় ও দেশীয় চাহিদা অনুযায়ী পুকুরগুলো সংরক্ষন করা হচ্ছে এবং সরকারের নেয়া নানাবিধ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মৎস্য চাষে আগ্রহী হচ্ছে সাধারণ মানুষ। বর্তমানে মৎস উৎপাদন ও রপ্তানীতে বাংলাদেশ বিশ্বে ৪র্থ স্থান অর্জন করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ২০২১ সালের মধ্যে ৪র্থ স্থান থেকে প্রথম স্থান অর্জন করা।
তিনি আরো বলেন,জাটকা মাছ যেসব লঞ্চ সহ অন্যান্য যানবাহনে বহন করা হবে তা আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে দূষিত পানিতে যেন মাছ উৎপাদন না হয়। এব্যাপারে সরকার সচেতন রয়েছে। এসময় সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, নৌপথে ও শহর ভিত্তিক মোবাইল কোর্ট এখন সাধারণ মানুষের কাছে খুবই গ্রহনযোগ্য হয়ে উঠেছে। যার ফলে জনগণ এর সুফল পাচ্ছে। একটা সময় আসবে যখন বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা সহ বিভিন্ন নদ-নদী মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে আকর্ষনীয় স্থানে পরিণত হবে। দেশ যদি অর্থনীতির ধারাবাহিকতায় চলমান থাকে তাহলে আগামী ১০ বছরের মধ্যে নতুন প্রজন্মের কাছে এ দেশ অর্থনীতিতে একটি বিশেষ অবস্থানে এসে দাঁড়াবে। আর তখন দেশের সাধারণ মানুষের অভাব বলতে কিছু থাকবেনা। এরফলে দেশের মানুষ শান্তিতে বসবাস করবে।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র কর্মকর্তা মামুন অর রশীদ সহ মৎস অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ফতুল্লার লেডী রংবাজ পলিনের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ আড়ং ফ্যাশন হাউজের নারী কর্মী হ্যাপী আক্তারের বাড়িতে গিয়ে হুমকীর অভিযোগে ফতুল্লার লেডী মাস্তান পলিনসহ তার সহযোগীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী দায়ের হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় আড়ং ফ্যাশনের নারী কর্মী হ্যাপী ফতুল্লা মডেল থানায় এসে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন। জিডি নং ৩০১।

হ্যাপী জানান, বিবাদী পলিন(২৫) পিতা অজ্ঞাত, সাং লালপুর(ব্রাজিল বাড়ি সংলগ্ন), ফতুল্লা, নারায়ণগঞ্জ। বিবাদী পলিন ও আমি এক সাথে নারায়ণগঞ্জের আড়ং ফ্যাশন হাউজ চাকুরী করতাম। এসময় বিবাদী পলিনের সাথে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার সাথে কথাকটাকাটি হয়। এর জের ধরে বেশ কিছু দিন যাবত বিবাদী আমাকে নানা ভাবে ভয় ভিতি দেখিয়ে আসছে। ইতোমধ্যে আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিতও করেছে। এবং গত সোমবার বিকেলে ৪টায় অজ্ঞাত নামা ৩/৪জন যুবক আমার পোষ্ট অফিসস্থ বাসায় এসে এই বলে হুমকী দেয় যে, পলিনের বিষয় নিয়ে আর কোন বাড়াবাড়ি করবেন না, তা হলে পরিনতি ভাল হবে না। রাস্তাঘাটে আমাকে যে কোন ধরনের ক্ষতি সাধান করবে বলে হুমকী দিয়ে চলে যায়। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে।

হ্যাপীর অভিযোগ এর আগে তুচ্ছ ঘটনার জের ধরে পলিন কয়েকজন ছেলেকে নিয়ে এসে আমাকে দেখে নেয়ার হুমকী প্রদান করে। এসময় আড়ংয়ের অপর কর্মী দিপু পলিনকে উস্কে দেয়। এ ঘটনায় আমি আতঙ্কিত হয়ে আমার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে আপোষ করার চেষ্টা করলে পলিন আরো ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে আড়ংয়ে প্রবেশ করে আমাকে মারধর করে এবং সে নিজেকে ওসমান পরিবারের ঘনিষ্ঠ দাবি করে আমার বাড়িতে সন্ত্রাসী পাঠাবে বলে হুমকী দেয়। এ সময় আড়ংয়ের অন্যান্য কর্মীরা আমাকে রক্ষার জন্য এগিয়ে আসার চেষ্টা করলে তাদেরও দেখে নেয়ার হুমকী দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক আড়ংয়ের এক কর্মী জানান, আমরা মূলত ওসমান পরিবারের কথা শুনেই আতঙ্কিত হয়ে পরি।

খোঁজ নিয়ে জানাগেছে, পলিন ফতুল্লার লালপুরের ব্রাজিল বাড়ির পাশে মামা বাড়িতে থাকে। এখানে থেকেই সে পড়াশুনা এবং রাজনীতি করেন। তার চলাচলে স্থানীয়রা অতিষ্ঠ এমন দাবি স্থানীয়দের। এছাড়া পলিন বিভিন্ন সময়ে ওসমান পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন ক’জন নেতার সাথে ছবি তুলে তা পলিনের নিজস্ব ফেসবুক আইডিতে আপ করে নিজেকে ওসমান পরিবারের ঘনিষ্ঠজন দাবি করে প্রভাব বিস্তারের চেষ্টা করে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাবেকসভাপতি সাফায়েত আলম সানি জানান, এই মেয়ে ছাত্রলীগের কেউ না, জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রাফেল প্রধান জানান, এই মেয়েকে ব্যাক্তিগত ভাবে চিনি না, সে ছাত্রলীগের কেউ নয়। প্রসঙ্গত, বিগত দিনে একাধিকবার সাংসদ সেলিম সমান, সাংসদ শামীম ওসমান এবং অয়ন ওসমান বলেছেন, ওসমান পরিবারের নাম ব্যবহার করে কেউ কোন প্রকার অপরাধ করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।

উল্লেখ্য, পলিনের বাবা বিগত ৮ বছর আগে লালপুর কানন স্কুলের পাশে জেনারেটরের তার চুরি করতে গিয়ে স্থানীয়রাদের হাতে আটক হয়। এসময় স্থানীয়রা তাকে বৈদ্যতিক খুঁটির সাথে বেধে মারধর করে এবং মাথার চুল কেটে দেয়।

জেলার শ্রেষ্ঠ কাউন্সিলর রুহুল মোল্লা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নাসিক ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লা নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে পুরষ্কার গ্রহণ করেছেন। মঙ্লবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সমিতি কতৃক আয়োজিত “নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ পুরষ্কার ২০১৮” প্রদান উপলক্ষে জাতীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত নাঃগঞ্জ জেলার বিভিন্ন ব্যাক্তিদেরকে এ পুরষ্কার দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কেএম শফিউল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ মিজানুর রহমান,নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, নাঃগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জের সাবেক পৌর প্রশাসক আব্দুল মতিন প্রধান, নাঃগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয় সহ সমিতির অন্যান্য সদস্যরা। নাসিকসহ জেলার অন্যান্য পৌরসভার সকল কাউন্সিলরদের মধ্য থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে রুহুল আমিন মোল্লাকে জেলার শ্রেষ্ঠ কাউন্সিলর নির্বাচিত করা হয়।  অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে রুহুল আমিন মোল্লাকে সম্মাননা পুরষ্কার, সনদ প্রদান ও উত্তরিয় পরিয়ে দেন অতিথিরা।

এদিকে জেলার শ্রেষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা ও নারায়ণগঞ্জ জেলা সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। তিনি আরও বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত কাউন্সিলর। জনগণের জন্যই আজ আমি এ অবস্থানে এসেছি। তাই এই সম্মাননা আমি আমার এলাকার জনগনকে উৎসর্গ করছি। এই সম্মাননার দাবিদার আমার এলাকার জনগণ ।

মহানগর স্বেচ্ছাসেবক লীগকে এনায়েত নগরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে এনায়েতনগর সেচ্ছাসেবকলীগ নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় জুয়েল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা।

এসময় সেচ্ছাসেবকলীগের নেতারা নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের আদর্শে রাজনীতি করতে চায় জুয়েলের সহযোগিতা কামনা করে। সোমবার রাতে শহরে চাষাড়া জুয়েল হোসেনের অফিসে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান। জুয়েল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মহানগর সেচ্ছাসেবকলীগের সহসভাপতি আব্দুল কাইযুম পলাশ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জয়। ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ নেতা নোমান আহম্মেদ নেতৃত্বে ফুলের শুভেচ্ছা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, অমিত, স্বপন, নীরব, আরিফ, আবু তাহের, সুজন, রিয়াজ, এনামুল, ইব্রাহিম, মজিবুর, রকি, সাজু, রনি, আসাদ, জুয়েল প্রমুখ। এনায়েতনগর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতাদের উদ্দেশে মো: জুয়েল হোসেন বলেন, সেচ্ছাসেবক লীগের রাজনীতি করতে হলে নারায়ণগঞ্জের আওয়ামীলীগের অভিভাবক শামীম ওসমানের আদর্শে রাজনীতি করতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামীম ওসমানের উন্নয়নের প্রচার করতে হবে। আর সেচ্ছাসেবক লীগের রাজনীতি করতে হলে এলাকার মুরুব্বীদের সাথে ভাল ব্যবহার করতে হবে এবং তাদেরকে সম্মান করতে হবে।

বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি

নিজস প্রতিবেদকঃ বনানী সিনেমা হলের ব্লাকে টিকেট বিক্রেতা থেকে কোটিপতি বনে যাওয়া বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে আবারো ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী হয়েছে। সোমবার দুপুরে তার আপন ছোট ভাই আওলাদ হোসেন লাক্কু বাদী ফতুল্লা মডেল থানা এই ডায়েরী দায়ের করেন। সাধারন ডায়েরী নং ৭৮০।

জিডি সূত্রে জানাযায়, ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন দিপ্তি ডাইংয়ে ব্যবহৃত পরিত্যাক্ত বিষাক্ত রঙ্গিন পানিতে দীর্ঘদিন ধরে আশপাশের এলাকার রাস্তাসহ বিভিন্ন গলি পথ ডুবে থাকে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এসব বিষাক্ত বজ্যের কারণে স্থানীয় মহিলা-শিশুসহ বাসিন্দারা চর্ম রোগসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। ডাইং পরিচালনার ক্ষেত্রে সরকারের ইটিপি প্লান্টের সরকারী নিদের্শনা মোতাবেক ব্যবহারের নিয়ম থাকলেও কোন প্রকার নিয়ম নিতীর তোয়াক্কা না করে দিপ্তি ডাইংয়ের মালিক রফিকুল ইসলাম টিপু(৫৮) ওরফে বরিশাইল্যা টিপু দিপ্তি ডাইংটি পরিচালনা করে আসছে। এর ফলে দিপ্তি ডাইংয়ের বিষাক্ত পানি নি:ষ্কানের ব্যবস্থা না থাকায় এই এলাকার গলিপথ এবং বিভিন্ন বাড়িতে প্রবেশ করে স্বাভাবিক জীবন যাপন ব্যাহত করছে। একই সাথে ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত অর্ধশত বছরের পুরনো একটি রাস্তাটি বন্ধ করে দিয়ে দিপ্তি ডাইংয়ে কাজে করে আসছে। স্থানীয় সূত্রে জানাগেছে, এই রাস্তাটি বন্ধ করে তিতাস গ্যাসের অবৈধ গ্যাস ব্যবহার করে আসছে। ইতোমধ্যে তিতাস কর্তৃপক্ষ অভিযানে আসলে তাদের মোটা অংকের টাকার মাধ্যমে ম্যানেজ করে বলে স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে।

টিপুর ভাই লাক্কু জানায়, আমিসহ এলাকাবাসী এর প্রতিবাদ জানালে রফিকুল টিপুসহ অজ্ঞাত ৪/৫জন আমাদের অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে উক্ত বিবাদী আমাকে মারার জন্য তেড়ে আসে এবং এই বলে হুমকী দেয় যে, এই নিয়ে বাড়াবাড়ি করলে আমাকে প্রাণ নাশের হুমকী দেয়াসহ শারীর ভাবে ক্ষতি সাধন করা ও মিথ্যা মামলায় জড়িয়ে এলাকা ছাড়া করে দেব।
স্থানীয় বাসিন্দারা জানায়, পোষ্ট অফিস রোডের পাশের জয়নগর ষ্টীল মিল ও সালাসা টেক্সটাইল মিলের মাধ্য দিয়ে বয়ে যাওয়া রোড দীর্ঘ অর্ধশত বছরেরও বেশী সময় স্থানীয়রা ব্যবহার করে আসছে। চলতি বছরের শুরুর দিকে সরকারী এই রাস্তাাটি রাতের অন্ধকারে গেইট সাটিয়ে বন্ধ করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করে আসছে। এই রাস্তা দখলের সময় এলাকাবাসী প্রতিবাদ জানালেও বরিশাইল্যা টিপু কারো কথা না শুনে নিজের মতো করে রাস্তা দখলে নিয়ে নেয়। এ ঘটনায় গত ৮ জানুয়ারী বন্ধ রাস্তা খুলে দেয়ার দাবিতে এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যানের বরাবর লিখিত অভিযোগ দেয়। কিন্তু রহস্যজনক কারনে চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন এর কোন সুরাহা করেনি। এতে করে টিপু আরো বেপরোয়া হয়ে ওঠে। রাস্তা বন্ধের ঘটনায় প্রতিবাদ করায় একই দিনে দেলোয়ার হোসেন দেলুকে বরিশাইল্যা টিপু তার ভাই সাপ্পু, ভাগ্নে রায়হান,রাজিবসহ বেশ কিছু ভাড়াটে সন্ত্রাসী দেলোয়ারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় আহত দেলোয়ারের স্ত্রী আমেনা বেগম টিপুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে, বরিশাইল্যা টিপু কর্মজীবনের শুরুতে ফেরী বাদাম বিক্রি করতেন, এছাড়া ফতুল্লা বালুঘাটে বালু টানার শ্রমিক হিসেবে কাজ করতেন। অত:পর ৮০ দশকের শুরুতে পঞ্চবটি বনানী সিনেমা হলে ব্লাকে টিকেট বিক্রি করেই তার জীবনের গতি পাল্টে যায়। এরপর থেকে ভূমি জালিয়াতি চক্রের সাথে জড়িয়ে জাল দলিলের মাধ্যমে সরকারী বেসরকারী,ব্যাক্তি মালিকানাধীন সম্পত্তি জবর দখল ও আত্মসাতের মাধ্যমে কোটিপতি বনে যায়। এব্যাপারে টিপুর মোবাইল ফোন ০১৭১৮৭৯৮৯০১ যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

নারায়ণগঞ্জে আবারো হত্যাকান্ড

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় শাকিল মিয়া (১৪) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে নয়ামাটি এলাকার আলম মার্কেটের তৃতীয় তলায় হাসনেয়ারা হোসিয়ারিতে হত্যার এই ঘটনা ঘটে।
নিহত শাকিল বন্দরের চর ইসলামপুর এলাকার জোহা মিয়ার ছেলে ও হোসিয়ারি শ্রমিক ছিলো। আটকরা হলেন- হোসিয়ারির মালিক সুমন ও নৈশ প্রহরী আমিন উদ্দিন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শাকিল হোসিয়ারিতেই থাকতেন। রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে ঘুমিয়ে পড়ে। ওখানেই সরোয়ার নামে আরেক শ্রমিক থাকতো। এ দিকে ভোরে সরোয়ারকে হোসিয়ারি বন্ধ করে চলে যেতে দেখেছেন নৈশ প্রহরী। পরে সকালে দোকান খুলতে গেলে ভেতরে শাকিলের কাঁচি দিয়ে কোপানো মরদেহ দেখতে পায় সবাই।

হত্যাকারীকে সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের কারণ জানারও চেষ্টা চলছে বলেও জানান ওসি কামরুল ইসলাম।

বালুরচর ইউ: শীর্ষ মাদক ব্যবসায়ী আফজালসহ গ্রেফতার-৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মাইক্রোবাসে করে অভিনব কায়দায় চালানকালে ৩৮ হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলার ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।

আটককৃতরা হলো- আফজাল হোসেন ( ৩৫), আলমগীর শেখ ( ৪০) ও জাকির হোসেন ( ২৬)।

মীরসরাই থানার ওসি সাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মীরসরাই থানার সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ঢাকা মেট্রো চ-১৩-২১৫৯ নম্বরের একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাসটিতে থাকা তিন ব্যক্তির পকেটে অল্পকিছু ইয়াবা পাওয়া যায়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী, গাড়ির সিটের নিচে গ্যাস সিলিন্ডারের ভেতর সুকৌশলে রাখা প্যাকেটে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) রমিজ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আটককৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এদের সঙ্গে সম্পৃক্ত আরও ৮ ব্যক্তির নামও জানিয়েছে তারা।

আটককৃতদের মধ্যে আফজাল একাধিক মাদক মামলার আাসামী। আফজাল ও আলমগীরের বাড়ি মুন্সিগঞ্জ জেলার বালুরচর ইউনিয়নের কালীনগর গ্রামের এবং জাকির হোসেনের বাড়ি নারায়ণগঞ্জে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা রমিজ উদ্দিন।

শহরে লেডী সন্ত্রাসী পলিনের আর্ভিভাব

নিজস্ব প্রতিবেদকঃ তুচ্ছ ঘটনার জের ধরে শহরের ফ্যাশন হউজ আড়ংয়ের এক নারী কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ফতুল্লার লেডী সন্ত্রাসী পলিন(২২) এর বিরুদ্ধে। প্রাণ নাশেরও হুমকী দেয়া হয়েছে বলেও অভিযোগ ওই লেডী সন্ত্রাসীর বিরুদ্ধে। এসময় লাঞ্ছিত নারী কর্মীকে উদ্ধারে আড়ংয়ের অন্যান্য কর্মীরা এগিয়ে আসলে তাদেরও দেখে নেয়ার হুমকী দেয় লেডী সন্ত্রাসী পলিন। ওসমান পরিবারের নাম ব্যবহার করায় আড়ংয়ের কর্মীরা আতঙ্কিত হয়ে পরে বলে তাদের অভিযোগ।

রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

বিশ্বকাপের ফাইনাল কত উত্তেজনা! জ্বরে যেনো থরথর করে কাঁপছিলো পুরো লুঝনিকি স্টেডিয়াম। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধের কিছুক্ষণ পার হতেই ঘাম ছুটে জ্বরটা যেনো চলে গেলো। ৬৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল ম্যাচ থেকে ছিটকে দিলো ক্রোয়েশিয়াকে। বক্সের বেশ খানিক বাইরে থেকে এমবাপ্পের আত্মবিশ্বাসী শট ঠেকানোর সাধ্য ছিলো না গোলরক্ষক ড্যানিজেল সুবাসিচের।

এমবাপ্পের গোলে ৪-১ এ পিছিয়ে পড়ার আগে বেশ ভালোই লড়াই করছিলো ক্রোয়েশিয়া। ম্যাচ শেষের ৪-২ গোলের ফলাফলটাও পুরোপুরি সুবিচার করছে না ক্রোয়েশিয়ার সঙ্গে। মাঠের খেলায় আধিপত্যও দেখিয়েছে তারাই।

মাঠে খেললো ক্রোয়েশিয়া কিন্তু ফলটা পেলো ফ্রান্স। প্রথমার্ধে পুরো মাঠে ছিলো ক্রোটদের আধিপত্য। বলের দখল রেখেছিলো প্রায় দ্বিগুণ। তবে নিজেদের পক্ষে যতটুকু খেলেছে তার চেয়ে যেনো বেশি খেলেছে ফ্রান্সের পক্ষে। প্রথমার্ধে গোল হয়েছে মোট ৩টি। ২টি গোল করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্ট করেছে ক্রোটরা। তবে ফ্রান্সের জালে বল জড়িয়েছে ১ বার। ১টি গোল দিয়েছে নিজেদের জালে এবং ফ্রান্সকে একটি পেনাল্টি উপহার দিয়েছে। এভাবেই ২-১ গোলে পিছিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ।

তবে দ্বিতীয়ার্ধের গল্পটা নিজেদের মতো করে লিখলো ফ্রান্স। ম্যাচের ৫৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান বাড়ান পল পগবা। আর বোঝার উপর শাকের আঁটি হয়ে দেখা দিলো এমবাপ্পের গোল। ৫৯ মিনিটে গোলরক্ষক হুগো ল্যরিসের অপরিপক্ব সিদ্ধান্তে ব্যবধান কমান মারিও মানজুকিচ। শেষ পর্যন্ত ৪-২ গোলের হার ভেঙে দিলো ক্রোয়েশিয়ার প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাবো-তামিম বিল্লাহ

হেফাজত ইসলামের নেতা মাওলানা রহমত উল্লাহ বোখারীর করা দুই কোটি টাকার মানহানি মামলায় জামিন পেয়েছেন ইসলামী ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তামিম বিল্লাহ ও ইসলামী ছাত্র সেনা জেলা কমিটির সভাপতি রাহাত হাসান রাব্বী। রবিবার সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবউজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী এড. এ.এম.এম একরামুল হক জানান, হেফাজত ইসলামের নেতা মাওলানা রহমত উল্লাহ বোখারীর করা দুই কোটি টাকার মানহানি মামলায় মাওলানা তামিম বিল্লাহ ও রাহাত হোসেন রাব্বী নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আফতাবউজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত পাঁচ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন ।
এ সময় মাওলানা তামিম বিল্লাহ বলেন, মামলা হামলা দিয়ে আমাকে ন্যায়ের পথ থেকে সরানো যাবে না। হক কথা বলা বন্ধ করা যাবে না। যতদিন আমার এই দেহে আছে প্রাণ, ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাবো।