নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যুৎ ও জ্বালানিখাতের রির্পোটিংয়ে বর্ষসেরা পুরস্কার পেলেন আমাদের সময়ের সাংবাদিক লুৎফর রহমান কাকন। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আর্ন্তজাতিক কনভেনশন সেন্টার-১ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধূরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, জ্বালানি সচিব আবু হেনা রহমাতুল মুনিম। এছাড়া মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী বর্ষা মান পুন অনন্ত। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের বিদেশী রাষ্ট্রুদুতগন এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের র্শীষ কর্মকর্তা কর্মচারীগন। লুৎফর রহমান কাকন প্রায় এক যুগ ধরে সাংবাদিকতা করছেন। বর্তমানে দৈনিক আমাদের সময়ে কর্মরত আছেন। তিনি ঢাকা রির্পোটার ইউনিটি, ঢাকা সাংবাদক ইউনিয়নের সদস্য এবং নারায়নগঞ্জ প্রেসক্লাবের সদস্য। এছাড়া জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টারস (এফইআরবি) এর প্রশিক্ষন ও গবেষনা বিষয়ক পরিচালক।
এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জ¦ালানী খাতে শ্রেষ্ঠ রিপোর্টারের বর্ষসেরা পুরষ্কার পাওয়ায় লুৎফর রহমান কাকনকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জের সাংবাদিক নেতারা এবং বিভিন্ন জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকবৃন্দরা। শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, বাংলাদেশ সাংবাদিক সমিতির নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক আবু সাউদ মাসুদ, দৈনিক কালের কন্ঠ ও নিউজ২৪ চ্যানেলের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দীলিপ মন্ডল, দৈনিক মানব জমিনের ষ্টাফ রিপোর্টার ও প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ফতুল্লা প্রেস ক্লাবের পক্ষে সাধারন সম্পাদক আবদুর রহিম, সিদ্ধিরগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসেন চিশতি শিপলু, দৈনিক আমাদের সময়ের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম.এ শাহিন, দৈনিক নয়াদিগন্তের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমরান হোসেন। অভিনন্দন বার্তায় সাংবাদিক নেতারা লুৎফর রহমান কাকনের উত্তর উত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন। তারা আরো বলেন, লুৎফর রহমান কাকন নারায়নগঞ্জের গর্ব। তার এ সফলতার জন্য আমরা অভিনন্দন জানাই।



এ বিষয়ে র্যাব-১১ এর এএসপি নাজমুল হাসান ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ফতুল্লা শিবু মার্কেট কুতুব আইল এলাকায় এসএস এগ্রো ফুড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘ দিন যাবৎ ভেজাল খাদ্য সামগ্রী বানিয়ে আসছিলো। আজ (শনিবার) আমরা প্রতিষ্ঠানটিতে উপস্থিত হয়ে দেখতে পাই নোংরা পরিবেশে ভেজাল টমেটো ছস, আমের আচার, সয়াছসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন করা হয় এখানে। এখানে যেসব পণ্য উৎপাদন করা হয় সেগুলোর একটিও মানসম্মত নয়। তাছাড়া প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের কোন ছাড়পত্রও নেই। কোন ধরনের অনুমোতি ছাড়াই তারা এখানে প্রায় তেরো বছর যাবৎ এসব পণ্য উৎপাদন করে আসছিলো। যা কিনা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। পরবর্তীতে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক দ্ইু সহোদরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট তাসলিমুন নেছা জানায়, ফতুল্লার কুতুবআইল এলাকার এসএসএগ্রো ফুড কোম্পানি নামে প্রতিষ্ঠানটি ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদন করে আসছিলো দীর্ঘ দিন যাবৎ। র্যাবের অভিযানে আটকের পর আমরা প্রতিষ্ঠানের মালিক দুই সহোদর আঃ ছাত্তার মোল্লা এবং আঃ আজিজ মোল্লাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছি।




