৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 22

ফতুল্লার বক্তাবলীতে শ্রমিক হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিউজ প্রতিদিন ডটনেট : ২০০৬ সালে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলিস্থ এক ইটভাটায় জবাই করে শ্রমিক হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামী দীর্ঘ ১৬ বছর পলাতক থাকার পর মুন্সিগঞ্জের গজারিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ১৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

তিনি জানান, গত ১ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা হতে একটি অধিযাচনপত্রে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ কালাচাঁনকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১ কে অনুরোধ করা হয়। এরই প্রেক্ষিতে বর্ণিত বিষয়ে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল গোপন তথ্যের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীর অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। ফলশ্রতিতে, র‌্যাব উক্ত আসামীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ এর অভিযানে ১৫ নভেম্বর বিকেলে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা হতে মোঃ কালাচাঁনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী তার অপরাধ সম্পর্কে তথ্য প্রদান করে।

উল্লেখ্য যে গত ২০০৬ সালের ২৬ অক্টোবর কোরবানের ঈদের দিন রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলিস্থ ইটভাটায় একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। জুয়া খেলাকে কেন্দ্র করে ৫ জন আসামী পরস্পর যোগসাজশে ইটভাটার অপর এক শ্রমিককে নৃশংসভাবে জবাই করে হত্যা করে। উক্ত ঘটনায় ইটভাটার মালিক বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-৭৮(১০)০৬, ধারা ৩০২/৩৪। জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ বিচার শেষে মামলার আসামীদের বিরুদ্ধে আনীত পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় গত ৪ নভেম্বর ২০০৯ তারিখে গ্রেপ্তারকৃত আসামীসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

আসামীর স্বীকারোক্তি মতে, আইনশৃঙ্খলা বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে ঘটনার পর পরই নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় নতুন ঠিকানায় বসতি স্থাপন করে মৎস্যজীবি হিসেবে কাজ করতে থাকে এবং বিগত দীর্ঘ ১৬ বছর উক্ত মামলায় সে পলাতক ছিলো।

এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে ১ জনকে গত ১০ অক্টোবর ২০২২ তারিখ র‌্যাব-১১ গ্রেপ্তার করেছে। বাকী আসামীদের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন এবং ২ জন পলাতক আসেন। পলাতক আসামীদের গ্রেপ্তারে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে।

বক্তাবলীতে সাংবাদিক জামানের উপর সন্ত্রাসী হামলা

নিউজ প্রতিদিন ডটনেট: এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি সাংবাদিক বদিউজ্জামানের উপর হামলা চালিয়েছে বক্তাবলীর সন্ত্রাসী জাকির বাহিনী।  বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক বদিউজ্জামান জানান, বক্তাবলী এলাকার সন্ত্রাসী সন্ত্রাসী  জাকির (৪৫), জালাল, আলমগীর সহ বেশ কয়েকজন ফতুল্লা থানা সংলগ্ন কাদির কম্পিউটার এর সামনে অজ্ঞাত নামা এক মহিলার সহিত বাক বিতন্ডায় জড়াইয়া পরে। এসময় আশে পাশের লোকজন জড়ো হইলে আমিও উৎসুক জনতার মত সেখানে যাই এবং বিবাদীদের নিকট অজ্ঞাত নামা মহিলার সহিত বাক  বিতন্ডায় জড়ানোর বিষয়ে জানিতে চাহিলে বিবাদীগণ আমার কোন কথার সদুত্তর প্রদান না করিয়া উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার উপর চড়াও হয় এবং আমার অন্যান্য সহকর্মীদের উদ্দেশ্য করিয়া অকথ্য ভাষায় গালি গালাজ সহ সকল  সাংবাদিকদের জীবনের তরে শেষ করিয়া ফেলিবে বলে হুমকি প্রদান করেন। আমি এর প্রতিবাদ জানালে ঘটনার আকস্মিকতায় আমি কোন কিছু বুঝিয়া উঠার আগেই ১নং বিবাদী আমার উপর হামলা চালায়।

উল্লেখ্য যে আমি বিবাদীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহের কালে জানিতে পারি বিবাদীগণ অত্যন্ত উগ্র মেজাজী এবং বিভিন্ন মামলার আসামী। এমতাবস্থায় বিবাদীদের দ্বারা যেকোন সময় আমার বড় ধরনের ক্ষতি সাধন হইতে পারে বলিয়া আমার আশংকা তাই থানায় আসিয়া অত্র অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।

নিউজটি শেয়ার করুন…

ছাত্রীকে বিয়ে করতে লিঙ্গ বদল!

নিউজ প্রতিদিন ডটনেট: সত্যিকারের ভালবাসা মানে না কোনও বাধা। চলার পথে সমস্ত বিরোধিতা, সমস্যা, বাধা উড়িয়ে দিয়ে একসঙ্গে পথ চলেন দু’টি মানুষ। একে অপরের পাশে থেকে লড়াইও করেন। একটি জীবনের সঙ্গে জুড়ে যায় আরও একটি জীবন। এমনই এক ভালবাসার গল্প তৈরি হল রাজস্থানে। নিজের লিঙ্গ পরিবর্তন করে প্রেমিকাকে বিয়ে করলেন এক ব্যক্তি। এমন ঘটনা ভারতে খুব একটা শোনা যায়নি। তবে দুই পরিবার হাসিমুখেই মেনে নিয়েছে এই বিয়ে।

ঘটনার সূত্রপাত রাজস্থানের ভরতপুরে। একটি স্কুলে শারীরশিক্ষার শিক্ষিকা হিসাবে যোগ দিয়েছিলেন মীরা। সেখানেই তার ছাত্রী ছিলেন কল্পনা ফৌজদার। স্কুলের মধ্যেই একে অপরের প্রতি আকৃষ্ট হন তারা। প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু’জনের মধ্যে। কিন্তু দুই নারীর মধ্যে বিয়ের সম্পর্ককে এখনও স্বীকৃতি দেয়নি ভারত। ফলে সমস্যায় পড়ে যান মীরা ও কল্পনা। বিয়ে করে একসঙ্গে থাকার পরিকল্পনা করলেও তা বাস্তবায়িত করা অসম্ভব হয়ে ওঠে।

তখনই মীরা সিদ্ধান্ত নেন, পুরুষ হয়ে উঠবেন তিনি। ২০১৯ সাল থেকে দীর্ঘ প্রক্রিয়ার পরে অবশেষে শারীরিক ভাবে পুরুষ হয়ে ওঠেন তিনি। নানা জটিল অস্ত্রোপচারের সময়ে মীরার পাশে ছিলেন কল্পনা। তারপরেই কল্পনার সঙ্গে বিয়ে। আগামী জানুয়ারি মাসে একটি আন্তর্জাতিক কবাডি প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন কল্পনা।

নারী থেকে পুরুষ হয়ে ওঠার পথটা কেমন ছিল? মীরা থেকে আরভ হয়ে উঠে তিনি বলেছেন, ‘আমি মেয়ে হয়ে জন্মালেও বরাবরই পুরুষ হতে চেয়েছি। অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করতে উৎসাহী ছিলাম। ২০১৯ সালে আমার প্রথম অস্ত্রোপচার করা হয়। আর ভালবাসায় সব কিছুই ঠিক। সেই জন্যই লিঙ্গ পরিবর্তন করেছি।’

তবে নববধূ কল্পনার মতে, লিঙ্গ পরিবর্তন না করলেও আরভকেই বিয়ে করতেন তিনি। বিয়ের পরে কল্পনা বলেছেন, ‘প্রথমদিন থেকেই আমি ওকে ভালবাসি। যদি ও লিঙ্গ পরিবর্তন নাও করত, তাহলেও আমি আরভকেই বিয়ে করতাম। কিন্তু ও যখন লিঙ্গ পরিবর্তন করতে চাইল, তখন ওর সিদ্ধান্তকে সমর্থন করেছি আমি।’ জানা গিয়েছে, কল্পনা ও আরভের পরিবার পুরো বিষয়টিই মেনে নিয়েছেন। সূত্র: এএনআই।

ইমরান খাঁন গুলিবিদ্ধ

নিউজ প্রতিদিন ডটনেট : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিতে আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলে একটি মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় তাঁর গাড়িবহরে গুলির ঘটনা ঘটেছে। এসময় ইমরানের পায়ে গুলি লাগে। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে তথ্য খবর এনডিটিভির।

বিস্তারিত নিউজে আসছে……..

বরিশাল বিভাগীয় গণসমাবেশ আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

নিউজ প্রতিদিন ডটনেট: আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় বিএনপির গণসমাবেশ সফল করতে সমাবেশের তিন দিন আগ থেকেই বরিশালে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। গণপরিবহণ বন্ধের দুর্ভোগ এড়াতে এই কৌশল নিয়েছেন তারা।

বুধবার, নভেম্বর ২, ২০২২, নগরে বিভিন্ন প্রত্যন্ত এলাকার নেতাকর্মীদের দেখা গেছে। সাগরপারের মনপুরা থেকে দক্ষিণ উপকূলের পাথরঘাটা পর্যন্ত বিভিন্ন এলাকার অনেকেই বরিশালে এসে পৌঁছেছেন।বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, পরিবহণ ধর্মঘটের কারণে সমাবেশে আসতে যাতে সমস্যা না হয়, সেজন্যে কর্মী-সমর্থকদের ২/৩ দিন আগেই আসার নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণেই তারা বরিশালে আসতে শুরু করেছেন। জেলা-উপজেলা পর্যায়ের সিংহভাগ নেতাকর্মীও ইতোমধ্যে পৌঁছে গেছেন।

নগরীর দুটি বাস টার্মিনাল ও লঞ্চঘাট ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি লঞ্চ-বাসে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বোঝাই হয়ে আসছে মানুষ। তাদের একটি বড় অংশ সমাবেশের উদ্দেশ্যে আসছেন বলে ধারণা করা হচ্ছে।দুপুরে নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ে গিয়ে শত শত নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়ে। বরিশালের ৬ জেলা আর ৪২ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসছে মানুষ। অফিসের সামনে দেখা হয় খলিল সরদারের সঙ্গে। বাড়ি ভোলা জেলার চরফ্যাশনের শশীভূষণ এলাকায়।

তিনি বলেন, বৃহস্পতিবার লঞ্চ ও বাসে ভিড় আরও বাড়বে। শুক্রবার থেকে তো সবই বন্ধ। তাই আগেভাগেই চলে এসেছি। আমাদের এলাকার অনেকেই এসেছে। সবাই আছে বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনের বাসায়।

বরগুনা জেলার পাথরঘাটা থেকে আসা আলম মাঝি বলেন, ‘আজ (বুধবার অনেকেই এসে পৌঁছেছে। বাকিরা কাল আসবে। সমাবেশে যোগ দিতে পাথরঘাটা থেকেই বরিশালে আসার কথা রয়েছে দুই হাজার নেতাকর্মীর।’ খলিল-রফিকের মতো অনেকের সঙ্গে কথা হয়, যারা প্রত্যন্ত বিভিন্ন এলাকা থেকে এসেছেন।

নেতাকর্মীরা জানান, অন্যান্য বিভাগে অনুষ্ঠিত সমাবেশের তুলনায় এখানে অনেক বেশি বাধার সম্মুখীন হচ্ছেন তারা। খুলনা-রংপুরে সমাবেশের সময় কেবল বাস আর লঞ্চ বন্ধ থাকলেও থ্রি-হুইলার কিংবা রিকশা করে আসতে পেরেছে মানুষ। বরিশালে থ্রি-হুইলার চলাচলও বন্ধ থাকবে দুদিন। স্থানীয় লঞ্চ মালিক সমিতির অফিসে গেছে অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ। বন্ধ রাখতে বলা হয়েছে ঢাকা-বরিশাল রুটের লঞ্চও।

চরম বৈরী এই পরিবেশে গণসমাবেশ কতটুকু সফল হবে জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিমউদ্দিন বলেন, ‘এসব বাধা সত্ত্বেও মানুষ আসবে। শুধু যুবদলেরই ৩০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন। সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা।’

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি উজ্জীবিত নেতাকর্মীরা। ৫ নভেম্বর বিএনপি দেখিয়ে দেবে জনসমুদ্র কাকে বলে।’

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু বলেন, ‘এসব বাধা যে আসবে, তা আমরা আগে থেকেই আঁচ করতে পেরেছি। তাই জনসমাবেশে লোকসমাগম প্রশ্নে নেওয়া হয়েছে ভিন্ন কৌশল। অপরাজনীতিকে সঠিক রাজনীতি দিয়ে মোকাবিলা করব আমরা।’

সূত্র— যুগান্তর/ নভেম্বর ৩, ২০২২

বঙ্গবন্ধুর আদর্শ ও শামীম ওসমানের নেতৃত্বের গুনাবলী নিয়ে রাজনীতি করতে চাই : আনোয়ার

নিউজ প্রতিদিন ডটনেট : পরিছন্ন রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, আবৃত্তিকার ও সমাজ সেবক মুহাম্মদ আনোয়ার হুসাইন। যার নামের সাথে মিশে আছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ, এ কে এম শামীম ওসমান, এম সাইফুল্লাহ বাদল, আলহাজ্ব মো.শওকত আলী চেয়ারম্যান ও মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বের গুনাবলী। রাজপথে আন্দোলন সংগ্রামে রাজপথের সৈনিক হিসেবে পরিচিত এক সময়ের তুখোর ছাত্রনেতা মুহাম্মদ আনোয়ার হুসাইন।

১৯৯১ সালে ফতুল্লা থানা আওয়ামী লীগের ততকালীন সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ’র সাথে থেকে রাজনৈতিক চর্চা শুরু করেন। বর্তমানে তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে রাজনীতি করে যাচ্ছেন।

একান্ত সাক্ষাৎকারে বলেছেন নানান কথা। যা পাঠকদের জন্য তুলে ধরা হলো।

মো. আনোয়ার হুসাইন শুধু রাজনীতির সাথে জড়িত নন-সমাজসেবায়ও সমান পারদর্শী। তার কাছে অসহায় নারী- পুরুষ সহযোগিতার জন্য গিয়ে খালি হাতে ফিরে আসেনি কেউ। সাধ্যমত চেষ্টা করেন সহযোগিতার। এ নীতি গ্রহন করেছেন তার রাজনৈতিক নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ, উন্নয়নের রূপকার, কর্মীবান্ধব রাজনীতিবিদ এ কে এম শামীম ওসমানের কাছ থেকে।

১৯৯১ সালে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, পরপর দুই দুই বার সাধারণ ও ফতুল্লা থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক পরবর্তীতে বক্তাবলী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বতর্মান ফতুল্লা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী রাজনীতি করে যাচ্ছেন। আজও পর্যন্ত আছেন এই দলে।

রাজনীতির পাশাপাশি সামাজিক কাজ করে যাচ্ছেন। বর্তমানে জাগ্রত কলমের সম্পাদক ও সামাজিক সংগঠন বহুব্রীহির সভাপতি ও অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।

তার পিতা মো. চাঁন মিয়া মাদবর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমান পুরো পরিবার আওয়ামী লীগ পরিবার হিসেবে পরিচিত।

মুহাম্মদ আনোয়ার হুসাইন বলেন, এখন পর্যন্ত আমার নামে অপ্রীতিকর কোন ঘটনার মামলা, জিডি ও অভিযোগ নাই। বক্তাবলীর সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আলহাজ্ব মো. শওকত চেয়াম্যান ও মো. জাহাঙ্গীর হোসেনের ভালবাসা পেয়েছি এটাই আমার জীবনের অন্যতম পাওয়া। ফতুল্লা থানা আওয়ামী লীগ ও বক্তাবলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আমাকে যদি যোগ্য মনে করে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের দায়িত্ব দেন, আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত আছি এবং এই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে আপ্রান চেষ্টা করবো। ফতুল্লা থানা আওয়ামীলীগের নির্দেশনা মোতাবেক রাজনীতির মাঠে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ

সংবাদ বিজ্ঞপ্তি: ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং ফতুল্লা তথা বক্তাবলীবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ।

এক শুভেচ্ছা বার্তায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার, চাইনা আর ভোটার বিহীন স্বৈরাচারী সরকার। বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সার্থক হোক।

প্রসঙ্গত, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন।

 

আ’লীগ নেতা শরীফুল হকের বিশাল শোডাউন

নিউজ প্রতিদিন ডটনেট: সাংসদ শামীম ওসমানের জনসভায় নজরকাড়া শোডাউন করেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের ১নং সদস্য আবু মোঃ শরীফুল হক।

শনিবার দুপুরের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ফতুল্লা থেকে মিছিল নিয়ে নগরীর ২নং রেলগেইটস্থ জনসভায় যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জাফর ইসলাম, সরকার কনক, ফতুল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজল চৌধুরী, যুবলীগ নেতা রাসেল,ছাত্রলীগ নেতা রাসেল চৌধুরী, উজ্জল চৌধুরী প্রমুখ।

বক্তাবলী ইউনিয়ন আ’লীগের সম্ভাব্য সা: সম্পাদক আনোয়ারের নেতৃত্বে সভাবেশে যোগদান

নিউজ প্রতিদিন ডটনেট: ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে শামীম ওসমান এমপির জনসভায় যোগদান করেছে নেতাকর্মীরা।

শনিবার (২৭ আগষ্ট) দুপুরে বক্তাবলী লঞ্চঘাট হতে একটি মিছিল নিয়ে শহরের ২ নং রেলগেট শামীম ওসমানের বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।
আনোয়ার হোসেন বিক্ষোভ সমাবেশে যোগদানের পূর্বে বলেন, বিএনপি জামায়াত জোটের দেশব্যাপী নৈরাজ্য ও বিশৃঙ্খলা রোধে আজকের জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জননেতা শামীম ওসমান এমপির নেতৃত্বে আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।

মোবাইল ফটোগ্রাফি গ্রুপ ‘ফটোসেন্স’ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তি: গত ২৪ আগষ্ট ২০২২ মোবাইল ফটোগ্রাফি গ্রুপ ‘ফটোসেন্স’ ৮ম র্বষে পর্দাপন করেছে । এ উপলক্ষ্যে শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর আলী আহম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে কেক কাটা ও আড্ডার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, কবি আরিফ বুলবুল, শিল্পী অমল আকাশ, কবি আহমেদ বাবলু, নারায়ণগঞ্জ চারুকলার শিক্ষক সুমনা আকতার সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ফটোসেন্স এর প্রধান সমন্বয়ক সৌরভ ভুইয়াঁ বলেন, “সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগীতা ছাড়া এতদূর র্পযন্ত আসা সম্ভব হতো না। যারা নানা প্রতিকুল পরিস্থিতিতে আমাদের পাশে থেকে সহযোগীতা করে আসছেন তাদের সকলের প্রতি নিরন্তর ভালোবাসা।”
তিনি আরো জানান, গ্রুপের নিয়মিত ফটোওয়ার্ক ছাড়াও মোবাইল ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী আয়োজনের প্রস্তুতি চলছে।