২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 271

নাঃগঞ্জে চেক জালিয়াতির মামলায় রাব্বি জেলহাজতে

নারায়ণগঞ্জে নিহত মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা ও নারায়ণগঞ্জ জেলার সংস্কৃতিক জোটের সভাপতি রাফিউর রাব্বিকে চেক জালিয়াতি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে রাব্বি আত্মসমপর্ণ করে জামিন আবেদন করেন। এসময় বিচারক মিয়াজী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী আসামি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে রাব্বিকে কারাগারে প্রেরণের নিদের্শ দেন।
গত বছরের ২৪ জুন চেক জালিয়াতির মামলায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত। একইসঙ্গে তাকে ২ কোটি ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকার জালালউদ্দীন বাদী হয়ে ২০১২ সালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭০ লাখ টাকার দুটি চেক জালিয়াতির মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ৮ ফেব্রয়ারি ও একই বছর ১৫ ফেব্রয়ারি নারায়ণগঞ্জ স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে রাব্বি ৭০ লাখ টাকার দুটি চেক জালাল উদ্দিনকে প্রদান করেন। চেক দুটি ১৬ ফেব্রুয়ারি প্রত্যাখ্যাত হয়ে ২০ ফেব্রুয়ারি ফেরত আসে। পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি লিগ্যাল নোটিশের মাধ্যমে টাকা পরিশোধের অনুরোধ জানানো হয়। নোটিশ গ্রহণ করেন মার্চের ১ তারিখে। যার মেয়াদ শেষ হয় ৩০ মার্চ। কিন্তু টাকা পরিশোধ করেননি রাব্বি।
পরে ২০১৫ সালের ২৪ জুন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশীদের আদালত রফিউর রাব্বিকে এক বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে আরো ২ কোটি ১০ টাকা লাখ অর্থদণ্ড দেন। এর পর রফিউর রাব্বি ৩৫ লাখ টাকা জমা দিয়ে রায় বাতিল চেয়ে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ফৌজদারি আপিল (৫৬০৪/২০১৫) দায়ের করেন। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রফিউর রাব্বি আপিল খারিজ করে দেন। হাইকোর্টের রায়ের কপিসহ নথি গত ১৩ মার্চ নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এসে পৌঁছলে আদালত সেটি রেজিস্ট্রিভুক্ত করার আদেশ দেন।
পরে আদালত রফিউর রাব্বি বরাবরে সাজা পরোয়ানা ইস্যু করেন।

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী’র ছবি ভাংচুরের ঘটনায় তাঁতিলীগের মানববন্ধন

????????????????????????????????????

নারায়ণগঞ্জ বন্দরের তাঁতিলীগের অফিসে হামলা,লুটপাট,বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী’র ছবি ভাংচুরের ঘটনায় বন্দর উপজেলা তাঁতিলীগের উদ্যেগে মঙ্গলবার বিকাল ৫ টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,বন্দর থানা তাঁতিলীগের সভাপতি এস এম কবীর,সাধারন সম্পাদক হোসেইন মাহমুদ লিটন,সাংগঠনিক সম্পাদক কামরুল ইাসলাম,দপ্তর সম্পাদক হাসান সাউদ,শিক্ষা বিষয়ক সম্পাদক আবু হাসানাত মো: সুমন,বন্দর থানা যুব কামান্ডের আলমগীর হোসেন,সাধারন সম্পাদক জহিরউদ্দিন,রুহুল আমিন,বাপ্পি,রিয়াদ সারোয়ার,ইমরান হোসেনসহ আ’লীগের আরো অনেক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় বন্দর উপজেলা তাঁতিলীগের অফিসে হামলা ও লুটপাট চালিয়ে তাঁতিলীগের নেতা কামরুল ইসলাম ও আবু হাসানাত সুমনকে মারধর করে স্থানীয় বিএনপি’র কাউন্সিলর এনায়েতের ক্যাডার বাহিনীরা।এ সময় তাদের অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী’র ছবি ভাংচুর করা হয়।ঘটনার রাতেই সুমন বাদী হয়ে একটি অেিযাগ দায়ের করে।পরে অনেক নাটকীয়তায় ওসি আবুল কালাম আজাদ মামলা নিলেও কাউকে গ্রেফতার করছেনা। আসামী গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবীতে মঙ্গলবার বিকাল ৫ টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বন্দ উপজেলা তাঁতিলীগসহ আ’লীগের অংগ সংগঠনের নেতাকর্মিরা।

সদর উপজেলার ৩ ইউপিতে ৩ চেয়ারম্যান ১২ মেম্বার প্রার্থীর মনোনয়ন অবৈধ

নারায়ণগঞ্জের সদর উপজেলার তিনটি ইউনিয়নের মনোনয়নপত্র চুড়ান্ত যাচাই বাছাইয়ের পর তিনজন চেয়ারম্যান প্রার্থী ও ১২ জন মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে সদর উপজেলা নির্বাচন কমিশন। বুধবার (৩০ মার্চ) সকল প্রার্থীদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত জানান তারা।
২৯ মার্চ মঙ্গলবার সদর উপজেলাধীন আলীরটেক, বক্তাবলী ও কাশিপুরের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। ৩০ মার্চ বুধবার ছিলো সদরের বাকী তিনটি ইউনিয়ন গোগনগর, কুতুবপুর ও এনায়েতনগরের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিন। এদিন সকাল থেকেই উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে সব হেভিওয়েট প্রার্থীদের পদচারনায় মূখর হয়ে উঠে। প্রথমে গোগনগর, এরপর এনায়েতনগর ও সবশেষে কুতুবপুরের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার আঃ রশিদ মিয়া।
ফলাফলে কাগজপত্রে সমস্যা থাকায় কুতুবপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার তালেব হোসেন ও এনায়েতনগরে জাতীয় পার্টির প্রার্থী কামরুল ইসলাম তুহিন এবং প্রস্তাবকারী কাশিপুর ইউনিয়নের বাসিন্দা হওয়ায় গোগনগরের বিএনপি প্রার্থী নজরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়। এছাড়াও কুতুবপুরের ৬ জন, এনায়েতনগরের ৫ জন ও গোগনগরের ১ জনসহ মোট বারোজন সদস্যের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ফল ঘোষনার পর উপজেলা নির্বাচন অফিসার আঃ রশিদ মিয়া টাইমস নারায়ণগঞ্জকে জানান, যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আগামী তিনদিনের মধ্যে আপিল করতে পারবে।
উল্লেখ্য, সারাদেশে ছয়টি ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের সদরের ছয়টি ও রূপগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বচন। এ লক্ষ্যে ২১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চেয়ারম্যান ও সদস্যপ্রার্থীদের মনোনয়নপত্র বিতরন ও গ্রহন কার্যক্রম চলে। মঙ্গলবার ও বুধবার সদরের ছয়টি ইউনিয়নের প্রার্থীদের জমাকৃত মনোনয়ন যাচাই শেষে ফলাফল ঘোষনা করা হয়।

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে ইদ্রিস আলী নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার শ্যামনগর বাজারে তাকে হত্যা করা হয়।
নিহত ইদ্রিস আলী উপজেলার হৈবতপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের হাশেম আলী মোল্লার ছেলে। তিনি হৈবতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি এক সময় চরমপন্থী দলের নেতা ছিলেন।
চরমপন্থী নান্নু বাহিনীর সদস্যরা তাকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় ইদ্রিস আলী শ্যামনগর বাজারে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ইদ্রিস আলী সাবেক চরমপন্থী নেতা। তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম জানিয়েছেন, নিহত ইদ্রিস আলী হৈবতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। সন্ত্রাসীদের ভয়ে ও নিরাপত্তাহীনতার কারণে দীর্ঘদিন ধরে তিনি সাতমাইল এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তবে এটি নির্বাচনকেন্দ্রীক হত্যাকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত নয়।
চরমপন্থী নেতা ইদ্রিস আলী ১৯৯৯ সালে সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তার বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

বিএনপির ১০ জনসহ ১৩ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল ও সংঘর্ষের ঘটনায় সারা দেশে অন্তত বিএনপির ১০ জনসহ ১৩ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দফায় ৬৩৯ ইউপিতে ভোট গ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন স্থানে ভোট বর্জন করেছেন প্রার্থীরা।  Bangladesh_Nationalist_Party
এর মধ্যে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন তোতা, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ, জামালপুর জেলার কুলকুচা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজ উদ্দিন ভোট বর্জন করেছেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক বিএনপি সমর্থিত প্রার্থী, সীতাকুণ্ড জেলার সোনাইছড়ি, বারবকুণ্ড ও কুমিড়া ইউনিয়নের বিএনপি সমর্থিত প্রার্থী, শেরপুর জেলার উরপা ইউনিয়নেরর বিএনপি সমর্থিত প্রার্থী, ও কুষ্টিয়া জেলার খলিশা ইউনিয়নের জাসদ সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছেন।
এ ছাড়া জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের জাহাঙ্গীর আলম (বিএনপি), মাহমুদপুর ইউপির নুরে আলম তালুকদার রুনু (বিএনপি), নামলা ইউপির নুরুল হক জংগি(বিএনপি) ভোট বর্জন করেছেন।

ব্যাপক অনিয়ম-সহিংসতা, দুপুরের আগেই নিহত ৩

দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
এবারের ভোটে দুপুরের আগেই সারা দেশে ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, জাল ভোট আর ব্যাপকহারে নির্বাচনী সহিংসতার খবর পাওয়া গেছে।
এ সব সংঘর্ষে রাজধানীর কেরানীগঞ্জে শিশু, যশোর সদর উপজেলার চাঁচড়ায় অজ্ঞাত এক হকার ও জামালপুরের শ্যামপুর ইউনিয়নে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ভোট গ্রহণ চলাকালে সংঘর্ষ ও গুলিতে তারা নিহত হন বলে যুগান্তরের প্রতিনিধিরা নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ মার্চ প্রথম দফার নির্বাচনে সহিংসতায় সারা দেশে অন্তত ২১ জন নিহত হন। তবে সেদিন ভোট চলাকালে কোনো নিহতের ঘটনা ঘটেছিল না। সন্ধ্যার পর ভোট গণনা শুরু হলে বিভিন্ন স্থানে সংঘর্ষে এ সব হতাহতের ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, রাজধানী ঢাকার অদূর কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে ভোট কেন্দ্রে সংঘর্ষ ও গোলাগুলির মধ্যে পড়ে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০ দিকে ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম শুভ ঢালিকান্দি গ্রামের আলাল মোল্যার ছেলে। এ ঘটনায় আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আওয়ামী লীগ প্রার্থী আয়নালের নেতৃত্বে ২০/৩০ জন ওই কেন্দ্রে গিয়ে জালভোট দেয়ার চেষ্টা করে।
প্রতিপক্ষ বিএনপির লোকজন তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে শিশু শহিদুলসহ ৩ জন গুলিবিদ্ধ হন।
প্রথমে তাদের স্থানীয় মডার্ন হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শিশু শহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
যশোর ব্যুরো প্রধান জানান, যশোর সদর উপজেলার ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে আবদুস সাত্তার বিশে (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি পেশায় একজন ফেরিওয়ালা, বাড়ি যশোর শহরের খোলাডাঙায়।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এরপর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছেন প্রিজাইডিং অফিসার মো. সেলিম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগত সন্ত্রাসীরা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ও ১০ থেকে ১৫ রাউন্ড গুলিবর্ষণ করে।
এ সময় গুলিবিদ্ধ হন আবদুস সাত্তার। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ছাড়া জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উত্তর বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
তবে মেলান্দহ থানার ওসি নাসিমুল ইসলাম জানান, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের ধাক্কাধাক্কির সময় রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ‘হার্ট অ্যাটাকে’ (হৃদরোগে) মারা যান।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জন কেনেডি জামবিল যুগান্তরকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সকালে দুই মেম্বার প্রার্থীর মধ্যে ঝামেলা হয়। পরে ওই কেন্দ্রে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান রফিকুল ইসলাম।
রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ইউএনও।
এদিকে, নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সারা দেশে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অন্ত ১০ জন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া সংঘর্ষে বিভিন্ন কেন্দ্রের ভোট স্থগিত করতে বাধ্য হয়ে নির্বাচন কমিশন। যশোরে জাল ভোট দেয়ার সময় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৩ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
ইসি সূত্র জানিয়েছে, দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউপিতে ২ হাজার ৬৬২ জন চেয়ারম্যান প্রার্থী, ২১ হাজার ২৫৯ জন সাধারণ সদস্য ও ৬ হাজার ৪৯৮ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন।
এর মধ্যে ১৭টি রাজনৈতিক দলের মনোনয়নে ১ হাজার ৪৯৩ জন ও স্বতন্ত্রভাবে ১ হাজার ১৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ প্রতি ইউপিতে গড়ে প্রায় দু’জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এদের বড় অংশই আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী।
সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপের নির্বাচনে বেশিরভাগ স্থানে আওয়ামী লীগ ও একই দলের বিদ্রোহীদের মধ্যে সহিংসতা ঘটেছিল। এবারও একই ঘটনার পুনরাবৃত্তির আশংকা করছেন নির্বাচন কর্মকর্তারা।
এ ধাপে ৩৩টি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওইসব ইউপিতে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট হবে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ কোটি ১২ লাখ ১২ হাজার ৩৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৬ লাখ ৩০ হাজার ২৩২ জন ও নারী ভোটার ৫৫ লাখ ৮৪ হাজার ৭০৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬ হাজার ২০৫ ও ভোটকক্ষের সংখ্যা ৩২ হাজার ২১টি।