নারায়ণগঞ্জের সদর উপজেলার তিনটি ইউনিয়নের মনোনয়নপত্র চুড়ান্ত যাচাই বাছাইয়ের পর তিনজন চেয়ারম্যান প্রার্থী ও ১২ জন মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে সদর উপজেলা নির্বাচন কমিশন। বুধবার (৩০ মার্চ) সকল প্রার্থীদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত জানান তারা।
২৯ মার্চ মঙ্গলবার সদর উপজেলাধীন আলীরটেক, বক্তাবলী ও কাশিপুরের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। ৩০ মার্চ বুধবার ছিলো সদরের বাকী তিনটি ইউনিয়ন গোগনগর, কুতুবপুর ও এনায়েতনগরের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিন। এদিন সকাল থেকেই উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে সব হেভিওয়েট প্রার্থীদের পদচারনায় মূখর হয়ে উঠে। প্রথমে গোগনগর, এরপর এনায়েতনগর ও সবশেষে কুতুবপুরের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার আঃ রশিদ মিয়া।
ফলাফলে কাগজপত্রে সমস্যা থাকায় কুতুবপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার তালেব হোসেন ও এনায়েতনগরে জাতীয় পার্টির প্রার্থী কামরুল ইসলাম তুহিন এবং প্রস্তাবকারী কাশিপুর ইউনিয়নের বাসিন্দা হওয়ায় গোগনগরের বিএনপি প্রার্থী নজরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়। এছাড়াও কুতুবপুরের ৬ জন, এনায়েতনগরের ৫ জন ও গোগনগরের ১ জনসহ মোট বারোজন সদস্যের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ফল ঘোষনার পর উপজেলা নির্বাচন অফিসার আঃ রশিদ মিয়া টাইমস নারায়ণগঞ্জকে জানান, যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আগামী তিনদিনের মধ্যে আপিল করতে পারবে।
উল্লেখ্য, সারাদেশে ছয়টি ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের সদরের ছয়টি ও রূপগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বচন। এ লক্ষ্যে ২১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চেয়ারম্যান ও সদস্যপ্রার্থীদের মনোনয়নপত্র বিতরন ও গ্রহন কার্যক্রম চলে। মঙ্গলবার ও বুধবার সদরের ছয়টি ইউনিয়নের প্রার্থীদের জমাকৃত মনোনয়ন যাচাই শেষে ফলাফল ঘোষনা করা হয়।