১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 2

রাজীবের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চাইলেন মোশারফ ফকির

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব (ভিপি রাজীব) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাঁর ডেঙ্গু পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. মোশারফ ফকির।

মোশারফ ফকির বলেন, ভিপি রাজীবের মতো একজন নিবেদিত নেতার অসুস্থতার খবরে তাঁরা মর্মাহত।

তিনি বলেন, “মাশুকুল ইসলাম রাজীব (ভিপি রাজীব) ভাইয়ের ডেঙ্গু পজিটিভ। এই সময়ে আমি মহান আল্লাহর দরবারে রাজীব ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি, এবং পাশাপাশি দেশবাসীর কাছেও তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি।”

তিনি আশা প্রকাশ করেন, রাজীব ভাই দ্রুত সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন।

 

রাজীবের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চাইলেন মীর আলমগীর

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব (ভিপি রাজীব) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাঁর ডেঙ্গু পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর আলমগীর

মীর আলমগীর মাসুম বলেন, ভিপি রাজীবের মতো একজন নিবেদিত নেতার অসুস্থতার খবরে তাঁরা মর্মাহত।

তিনি বলেন, “মাশুকুল ইসলাম রাজীব (ভিপি রাজীব) ভাইয়ের ডেঙ্গু পজিটিভ। এই সময়ে আমি মহান আল্লাহর দরবারে রাজীব ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি, এবং পাশাপাশি দেশবাসীর কাছেও তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি।”

তিনি আশা প্রকাশ করেন, রাজীব ভাই দ্রুত সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন।

 

রাজীবের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চাইলেন এড. মাসুম

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব (ভিপি রাজীব) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাঁর ডেঙ্গু পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ জানিয়েছেন বিএনপি নেতা এড. নুরুল আমীন মাসুম।

এড. নুরুল আমীন মাসুম বলেন, ভিপি রাজীবের মতো একজন নিবেদিত নেতার অসুস্থতার খবরে তাঁরা মর্মাহত।

তিনি বলেন, “মাশুকুল ইসলাম রাজীব (ভিপি রাজীব) ভাইয়ের ডেঙ্গু পজিটিভ। এই সময়ে আমি মহান আল্লাহর দরবারে রাজীব ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি, এবং পাশাপাশি দেশবাসীর কাছেও তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি।”

তিনি আশা প্রকাশ করেন, রাজীব ভাই দ্রুত সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন।

বিপ্লব ও সংহতি দিবসে শাহ আলমের নেতৃত্বে বিশাল শোডাউন

নিউজ প্রতিদিন ডটনেট : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি মোহাম্মদ শাহ আলম এর নেতৃত্বে বিশাল শোডাউন করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নিয়ে সবাইকে তাক লাগিয়ে বর্ণাঢ্য র‍্যালি করেন।

শুক্রবার (৭নভেম্বর) সকালে ফতুল্লার পঞ্চবটি হতে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পাগলা বাজার গিয়ে র‍্যালি শেষ হয়।

এদিকে বর্ণাঢ্য র‍্যালীটি পঞ্চবটি ফাজিলপুর মাঠ হতে শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাজার হয়ে দাপা আলীগঞ্জ সড়ক পদক্ষিণ করে পাগলা বাজার গিয়ে শেষ করে। পরে সেখানে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করেন।

জানা যায়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম বর্ণাঢ্য র‍্যালির আহবান করেন।

তারই আহবানে ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এবং আলীরটেক ও গোগনগর ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে পঞ্চবটি ফাজিলপুর মাঠে এসে অবস্থান নেয়। পরে মোহাম্মদ শাহ আলম এর নেতৃত্বে বিশাল শোডাউন মধ্য দিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমএ আকবর, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম পান্না মোল্লা, থানা বিএনপির সাবেক আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন বারী, ফতুল্লা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. বোরহান বেপারী, ফতুল্লা থানা যবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুলহাস, বিএনপি নেতা শাহ জাহান, সিরাজুল ইসলাম সিরাজ, মনির হোসেন, মোহাম্মাা মাহমুদ মেম্বার ও এড: জাহিদ হাসান রুবেল প্রমুখ।

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন শরীয়তপুরের জিল্লুর রহমান মুকুল

নিউজ প্রতিদিন ডটনেট : সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়নগঞ্জ আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর মঞ্জরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়। এদিন পৃথক প্রজ্ঞাপনে আরও ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে সরকার।

শহরের জামতলা এলাকার বাসিন্দা, শরীয়তপুর জেলার সখিপুর থানার কাচিকাটা ইউনয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল । জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং আতিস দিপংকর বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করে ২০০৭ সালে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে যুক্ত হন। তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ আদালতে দক্ষতার সহিত আইনপেশায় দায়িত্ব পালন করে আসছেন এবং ২০১২-১৩ সালে সমিতির কার্যনির্বাহী সদস্য ও ২০১৩-১৪ সালে সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবতীতে ২০১২ সালে সুপ্রিম কোট আইনজীবী সমিতিতে যোগদান করে দক্ষতার সহিত আইনপেশায় দায়িত্ব পালন করে আসছেন ।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান তিনি।

 

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ১৬ মাদকসেবীর সাজা

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফতুল্লার চানমারি এলাকা থেকে ১৬ জন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ঘটনাস্থলেই আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

সাঁজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আসিফকে (২২) ১০ দিন, তারা মিয়াকে (৩৫) ৮ দিন, মোক্তারকে হোসেন (৪২) ৭ দিন,  মো. বাচ্চুকে (৫৫) ৮ দিন, মো. জসীমকে উদ্দিন (৪০) ৭ দিন, মামুনকে ১৫ দিন,মো. কাওসারকে (৩৭) ১০ দিন, মুনসুরকে (৫৫) ১৫ দিন,মো. রতনকে (৩৭) ৭ দিন, মো. জামালকে (৩৮) ৭ দিন, মো. শিপনকে (৩৮) ৭ দিন, আলামিনকে (৩৭) ১০ দিন, মো. জুয়েলকে (৪০), ৮ দিন, মো. রাজীবকে (৪০)৭ দিন,  মো. আকাশ মিয়াকে (২৪), ৭ দিন, মিজানুর রহমানকে (৩৩)৭ দিন করে সাঁজা দেওয়া হয়েছে।

অভিযান চলাকালীন চানমারি ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের সদস্যরা নিরাপত্তা বলয় গড়ে তোলেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে জিরো টলারেন্স নীতিতে বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করছে, তাই আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকের অভিযানে ১৬ জনকে সাজা দেওয়া হয়েছে, এমন অভিযান অব্যাহত থাকবে।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বলেন, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা মাদক সেবন ও সংরক্ষণ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আদালতে বাদী উপর হামলার ঘটনায় সাখাওয়াতের বিরুদ্ধে মামলা

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে বাদী রাজিয়া সুলতানা ও তার পরিবারের উপর প্রকাশ্যে হামলার ৪৮ ঘণ্টা পর ফতুল্লা মডেল থানা মামলা গ্রহণ করেছে।

মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন রাজিয়া সুলতানা।

মামলায় প্রধান আসামি করা হয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে। এছাড়া ইসমাইল (৪৬), সাখাওয়াতের সহকারী হিরন (৩৮), শাহালম, টিটু, রাসেল বেপারী, জুনিয়র আইনজীবী আলামিন, খোরশেদ ও বিল্লালসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রাজিয়া সুলতানার অভিযোগ, তার স্বামী ইরফান মিয়া ব্যবসায়ী ইসমাইলের কাছে ২৫ লাখ টাকার পাওনা দাবি করায় বিরোধ সৃষ্টি হয়। সেই টাকা না দেয়ার পাশাপাশি ইসমাইল তাদের হুমকি দিতে থাকে। এ ঘটনায় আগে আদালতে একটি মামলা দায়ের করা হয়, যা আসামিপক্ষের হয়ে লড়ছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

রোববার আদালতে হাজিরার সময় সাখাওয়াতের নির্দেশে তার সহযোগীরা রাজিয়া সুলতানা, তার স্বামী ইরফান মিয়া (৫০) এবং দুই ছেলে জিদান (১৮) ও আব্দুল্লাহ (৫)-এর উপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

রাজিয়া সুলতানার দাবি, প্রথমে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং সাখাওয়াত হোসেনের নাম বাদ দিতে বলে। কিন্তু তিনি রাজি না হওয়ায় দীর্ঘ অনশনের পর মঙ্গলবার রাতে পুলিশ মামলা গ্রহণ করে।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার প্রতিপক্ষ রাজনৈতিক প্রার্থীর ইন্ধনে এ ঘটনা সাজানো হয়েছে। আমার সঙ্গে বাদী পক্ষের কোনো যোগাযোগই ছিল না। এটি আমার ভাবমূর্তি নষ্টের চেষ্টা।’

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘রাজিয়া সুলতানা মামলা করেছেন। আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।’

 

জনগন যেই ভাবে চাইবে সেই ভাবে দেশ চলবে-রাজীব

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, দেশের জনগন যেই ভাবে চাইবে সেই ভাবে দেশ চলবে সেই আঙ্গিকে বিএনপি রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায়। নেতার কথায় দেশ চলবে না, জনগণের কথায় দেশ চলবে। আমরা জনগনকে গুরুত্ব দিয়েই পথ আলতে হবে। এজন্য জনগনের সহযোগিতা কামনা করছি। যারা আমাদেরকে নিয়ে অপপ্রচার করছে তাদেরকেও সম্মান দিয়ে এবং গুরুত্ব দিচ্ছি তার কারণ হলো গণতন্ত্রের সভ্যতার কারণে। জনগনের মতামতের ভিত্তিতে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে আমরা বলবো না আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবেন। আমরা কোন কিছু পুজি করে জনগনকে বোকা বানাতে চাই না।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্দেগে আয়োজিত তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও নারী সদস্যদের সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যেইসকল নেতারা এলাকার জনগণের কথা চিন্তা করে না তারা বিএনপিকে ভাল বাসে না। দেশ নায়ক তারেক রহমান সব সময় বলে থাকেন বিএনপিকে ভাল বাসলে আগে জনগণকে ভাল বাসতে হবে। আমরা সবার জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক করি। এই দেশটা আমার আপনার সকলের। আমি বিশ্বাস করি এই দেশটার জন্য আমার যতটুকু মায়া আছে তার চেয়ে বেশি মায়া আছে আপনাদের। আপনারা অনেক সময় পিছিয়ে থাকেন এবং চিন্তা করেন আমাদের কি দরকার। কিন্তু না আপনার স্বপ্নের বাংলাদেশ হিসেবে দেখতে চান এবং আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চয়তা দিতে চাই।

তিনি আরো বলেন, আপনি যদি মনে করেন আপনার রাজনৈতিক নেতা উমুকে অনেক বড় নেতা উনি যেটা বলবে সেটাই হবে। কিন্তু না, বাংলাদেশে এই ধরনের রাজনীতি চলবে না। তারেক রহমান বাংলাদেশে এই ধরনের রাজনীতি করতে দিবে না।

অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মাতবরের সভাপতিত্বে ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আকবর আলী সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড: নুরুল আমিন মাসুৃম, বিএনপি নেতা সলিম উল্লাহ প্রধান জুয়েল, মোশারফ হোসেন, হাসেম ঢালী, খোরশেদ গাজী, সফর আলী, মো. সিরাজ, দেলোয়ার হোসেন ও বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।

 

ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি শীর্ষে-উঠে এলো জরিপে

নিউজ প্রতিদিন ডটনেট : ভোটারদের পছন্দের তালিকায় দেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী এবং বরিশাল বিভাগে এগিয়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব– তৃতীয় খণ্ড’ প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আয়োজিত ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় জরিপের ফল প্রকাশ করে ইনোভিশন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর। প্যানেল আলোচনায় অংশ নেন- ড. আসিফ শাহান, জামায়াতের ড. নকিবুর রহমান, এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ, পলিসি এনালিস্ট ড. অনন্য রায়হান, বাংলা আউটলুকের মোকতাদির রশিদ এবং গবেষণা সংস্থা ব্রেইনের ড. শফিকুর রহমান। জরিপের প্রেজেন্টেশন দেন ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার।

জরিপে দেখা যায়, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে। ময়মনসিংহ বিভাগে বিএনপি ৪৫ দশমিক ৭ শতাংশ, জামায়াত ২৫ দশমিক ৮ শতাংশ, আওয়ামী লীগ শতাংশ ১৭ দশমিক ৩ ও এনসিপি ৪ দশমিক  ৭ শতাংশ। সিলেটে বিএনপি ৪৪ দশমিক ৭ শতাংশ, জামায়াত ২৯ দশমিক ৬ শতাংশ, আওয়ামী লীগ ১৪ শতাংশ। রাজশাহীতে বিএনপি ৪৪ দশমিক ৪ শতাংশ, জামায়াত ৪০ দশমিক ৯ শতাংশ, আওয়ামী লীগ ৯ দশমিক ২ শতাংশ। খুলনায় বিএনপি ৪৩ দশমিক ৩ শতাংশ, জামায়াত ৩০ দশমিক ১ শতাংশ, আওয়ামী লীগ ১৮ দশমিক ৩ শতাংশ। ঢাকায় বিএনপি ৪০ দশমিক ৮ শতাংশ, আওয়ামী লীগ ২৫ দশমিক ৮ শতাংশ এবং জামায়াত ২৪ দশমিক ৩ শতাংশ। চট্টগ্রামে বিএনপি ৪১ দশমিক ৯ শতাংশ, জামায়াত ২৭ দশমিক ৬ শতাংশ ও আওয়ামী লীগ ১৭ দশমিক ১ শতাংশ ভোটার সমর্থন পেয়েছে।

অন্যদিকে রংপুর বিভাগে জামায়াত এগিয়ে ৪৩ দশমিক ৪ শতাংশ সমর্থন নিয়ে; যেখানে বিএনপি ৩৬ দশমিক ৭ শতাংশ, আওয়ামী লীগ ১২ দশমিক ৫ শতাংশ। বরিশালে আওয়ামী লীগ এগিয়ে ৩১ দশমিক ৯ শতাংশ ভোটার সমর্থন নিয়ে, বিএনপি ২৮ দশমিক ৭ শতাংশ ও জামায়াত ২৯ দশমিক ১ শতাংশ।

সার্বিকভাবে ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম, জামায়াত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং এনসিপি চতুর্থ অবস্থানে রয়েছে।

ইনোভিশনের তথ্যমতে, জরিপটি পরিচালিত হয় দেশের ৬৪ জেলার মোট ১০ হাজার ৪১৩ নাগরিকের মধ্যে। এলাকা অনুযায়ী ৬৯ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী গ্রামীণ এবং ৩০ দশমিক ৫ শতাংশ শহুরে। পুরুষ ৫৪ দশমিক ২ শতাংশ, নারী ৪৫ দশমিক ৪ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ শূন্য দশমিক ৪ শতাংশ।

বয়সভিত্তিকভাবে জেন জি (১৮–২৮ বছর) ৩৭ দশমিক ৬ শতাংশ, মিলেনিয়াল (২৯–৪৪ বছর) ৩৩ দশমিক ৪ শতাংশ, জেন এক্স (৪৫–৬০ বছর) ১৯ দশমিক ৮ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ভোটার ১ দশমিক ৩ শতাংশ।

বিভাগভিত্তিক নমুনায় ঢাকা বিভাগে ২৫ দশমিক ৬ শতাংশ, চট্টগ্রামে ২০ শতাংশ, রাজশাহীতে ১৫ শতাংশ, খুলনায় ১১ দশমিক ২ শতাংশ, রংপুরে ১১ শতাংশ, ময়মনসিংহে ৯ দশমিক ৫ শতাংশ, বরিশালে ৬ দশমিক ২ শতাংশ এবং সিলেটে ৫ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণ রয়েছে।

‘পিপলস ইলেকশন পালস সার্ভের’ দ্বিতীয় পর্বের তথ্য সংগ্রহ করা হয় ২ থেকে ১৫ সেপ্টেম্বর। এতে দুটি খণ্ড রয়েছে। প্রথম খণ্ডে জনগণের দৃষ্টিভঙ্গি- নির্বাচনের সময়কাল, পরিবেশ ও অন্তর্বর্তী সরকারের কার্যসম্পাদন সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় খণ্ডে আলোচিত হয়েছে ভোটারদের দলীয় পছন্দ, অনুমোদন, ভোটের সিদ্ধান্ত, ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা।

ইনোভিশন কনসালটিংয়ের এ জরিপ পরিচালনায় সহযোগিতা করে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম।

 

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আ: রহিম-সম্পাদক মাসুম

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আবদুর রহিমকে (দৈনিক শেয়ার বিজ ও দৈনিক সংবাদচর্চা ) সভাপতি এবং নিয়াজ মো. মাসুমকে (দৈনিক সোজাসাপটা ও নারায়ণগঞ্জ টাইমস) সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার ( ১৩ অক্টোবর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের হলরুমে ২০২৫-২৭ইং দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি হিসেবে সেলিম মুন্সি (দৈনিক ক্যাপিটাল বিউজ), পিয়ার চাঁন (দৈনিক সচেতন), যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর) ও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আ. আলিম লিটন (দৈনিক অগ্রবাণী)।

সেইসঙ্গে দপ্তর সম্পাদক এমএ সুমন ( দৈনিক ইয়াদ), প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন ( নারায়ণগঞ্জের খবর) ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জসিমউদদীন (দৈনিক যায়যায়দিন) ।

এছাড়াও কার্যকরি সদস্য হয়েছেন রিয়াদ মো. চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ), মো. রাশেদ (নারায়ণগঞ্জ মেইল) ও মো. আরিফ হোসেন (দৈনিক যুগের চিন্তা )।