৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 147

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে এসআই মিজানের বক্তব্য

প্রেস বিজ্ঞপ্তিঃ বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালসহ বেশ জাতীয় ও নারায়ণগঞ্জের স্থাণীয় কয়েকটি পত্রিকায় আমার ছবি দিয়ে একটি নিউজ করেছে। আমি এস আই মিজানুর রহমান আমার কোন ফতুল্লা এলাকার পশ্চিম তল্লার গ্রিন রোডে আলিশান বাড়ি ও ব্র্যান্ড নিউ গাড়ি নেই। আর আমি কোন দিন নারায়ণগঞ্জ ডিবিতে চাকরিও করি নাই। এ নিউজের সাথে আমার ছবিটি ভুলে প্রকাশ করা হয়েছে। আমি এই সংবাদের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

গণরোষ থেকে বাঁচতে দৌড়ে পালালেন পলাশের সহযোগী কানা রফিক

স্টাফ রিপোর্টারঃ ফতুল্লার কথিত শ্রমিক নেতা এবং সম্প্রতি ফতুল্লার শ্রমিক অসন্তোষের সন্দেহভাজন মূল হোতা কানা রফিক সাংবাদিকদের দেখে নেয়ার হুমকী দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর দেড়টায় ফতুল্লা থানা গেইট সংলগ্ন গলিতে দাড়িয়ে তিনি এ হুমকী প্রধান করেন। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানালে কানা রফিক দৌড়ে ফতুল্লা বাজারের ভেতরের গলি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহিম সাংবাদিকদের পক্ষে কানা রফিকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন পোর্টালসহ নারায়ণগঞ্জের স্থাণীয় কয়েকটি পত্রিকায় আমার ছবি দিয়ে একটি নিউজ করেছেন আমি এস আই মিজানুর রহমান আমার কোন ফতুল্লা এলাকার পশ্চিম তল্লার গ্রিন রোডে আলিশান বাড়ি ও ব্র্যান্ড নিউ গাড়ি নেই।      আর আমি কোন দিন নারায়ণগঞ্জ ডিবিতে চাকরিও করি নাই। এ নিউজের সাথে আমার ছবিটি ভুল দিয়েছেন। যার বাড়ী আছে বা ডিবিতে চাকরি করেছে তার ছবি দিয়ে আপনারা নিউজ করেন। আর নিউজ করার আগে আপনাদের প্রয়োজন যাচাই বাচাই করে কারো সমন্ধে নিউজ করা উচিৎ তাই এই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।

জেনারেলের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো নতুন সেনাপ্রধানকে

ডেস্ক নিউজঃ বাংলাদেশের নতুন সেনাপ্রধান আজিজ আহমেদকে জেনারেলের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। মঙ্গলবার সকালে গণভবনে নতুন সেনাপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সোমবার (২৫জুন) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আজিজ আহমেদ।

পলাশের সহযোগি সেন্টুর উপর ক্ষ্যাপলেন সেলিম ওসমান

ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লার কুতুব আইলের সাকুরা গার্মেন্টসে শ্রমিকদের উপর হামলা ও নির্যাতন করার অভিযোগ উঠেছে মালিক পক্ষের লোকজনদের বিরুদ্ধে। মালিক পক্ষের হামলায় ১৫/২০ জন শ্রমকি আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কারখানার শ্রমিকরাসহ আহত শ্রমিকদের অনেকেই সোমবার দুপুরে থানায় অবস্থান করছিলেন।খবর পেয়ে বিকেএমই’র সভাপতি সাংসদ সেলিম ওসমান ও বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি মো.হাতেম ঘটনাস্থলে ছুটে যান। কথা বলেন আহত শ্রমিকদের সাথে। আর্থিক সহায়তা করেন আহত শ্রমিকদের। পরে ফতুল্লা মডেল থানায় যান।

দুপুর প্রায় ২টার দিকে দিকে সাংসদ সেলিম ওসমান থানা থেকে বের হয়ে আসেন । এসময় থানা গেটের সামনে শ্রমিকদের সাথে দাড়িয়ে ছিলেন  পলাশের সহযোগি শ্রমিক নেতা শাহাদাৎ হোসেন সেন্টু।

সেন্টুকে দেখে সাংসদ সেলিম ওসমান কিছুটা উত্তেজিত হয়ে উঠেন। তিনি সেন্টুকে উদ্দেশ্যে করে বলেন, ওই ব্যাটা তুই এখান থেকে যাস না ক্যান?’ তোর এখানে কি ?

সাংসদের এমন কথার উত্তরে সেন্টু বলেন, ‘আরে ভাই, আপনি আমার উপর রাগ হইতাছেন ক্যান?

সেন্টুর এ কথার পর আরও বেশি উত্তেজিত হয়ে ওঠেন সাংসদ সেলিম ওসমান। একপর্যায়ে তিনি সেন্টুর দিকে তেড়ে যান। সেন্টুকে শ্রমিকদের সামনে থেকে চলে যেতে বলেন।

পরে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের উভয়ের মাঝে অবস্থান নিয়ে সাংসদকে গাড়িতে তুলে দেন।

ফতুল্লায় নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

ফতুল্লা আদর্শ নগর এলাকায় নেশার টাকা না পেয়ে সাকিব (১৫) নামের এক মাদকাসক্ত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার ২৫ শে জুন মজিবুর রহমান বাবুর বাড়ী থেকে মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাকিব মজিবুর রহমান বাবুর বাড়াটিয়া বাবর আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সাকিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার গভীর রাতে বাড়ি ফিরে নেশা করার জন্য তার পরিবারের সদস্যদের কাছে টাকা চান এবং এজন্য বাড়ির আসবাবপত্রও ভাংচুর করে।

পরিবারের সদস্যরা তাকে টাকা না দিলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ঘুমাতে যায়। সোমবার সকালে তার সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা আত্মহত্যার বিষয়টি টের পান।

ফতুল্লা মডেল থানার এস আই মাজেদ জানান, সাকিব মাদকাসক্ত ছিলো নিশার টাকা না পেয়ে হয়তো আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করা হয়ে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টুরীয়া জেনারেল হাসপাতাল মর্গে পেরন করা হয়েছে।

সিরাজদিখান বালুরচর থেকে মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

সিরাজদিখান বালুরচর থেকে মাদকদ্রব্যসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। র‌্যাব-১১ সূত্রে জানা যায়, শনিবার (২৩ জুন) ২১.০৫ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন মোল্লাকান্দি বালুরচর বাজার হাজী স্কোয়ার শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় HFC চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টের ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আহসান হাবীব @ সানী (৩৮), পিতা-হাজী আঃ হেলাল উদ্দিন মুন্সী, ২। মোঃ দরবেশ আলী (৪৬), পিতা-মোঃ হযরত আলী, উভয় গ্রাম-মোল্লাকান্দি (বালুচর), থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের দখল হতে ২৯ (ঊনত্রিশ) ক্যান বিদেশী বিয়ার, ০২ (দুই) বোতল হুইস্কি এবং মাদক বিক্রির নগদ ৯,৯০০/- (নয় হাজার নয়শত) টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৩,৪০০/- (তেইশ হাজার চারশত) টাকা। উল্লেখ্য যে, ১নং আসামী মোঃ আহসান হাবীব @ সানী (৩৮) উক্ত চাইনিজ রেস্টুরেন্টের ব্যাবসার আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিয়ার ও হুইস্কির ব্যবসা পরিচালনা করে আসছিল। এ সংক্রান্তে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আহত শ্রমিকদের দেখে গেলেন সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদকঃ শাকুরা গামেন্টর্সে বহিরাগত সন্ত্রাসীদের হামলা আহত শ্রমিকদের দেখতে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় ছুটে আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান। এসময় তিনি আহত শ্রমিকদের  সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন।

এসময় সাংসদ সেলিম ওসমান আহত শ্রমিকদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন ্এবং হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন।

প্রসঙ্গত, গত রোববার শাকুরা গামেন্টর্সে এক শ্রমিককে মারধরের ঘটনায় ফতুল্লায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। ওই ঘটনার জের ধরে শ্রমিকরা সাংসদ সেলিম ওসমানের ফ্যাক্টরীসহ বেশ কিছু গামেন্টর্স ভাংচুর করে। ওই ঘটনার জের ধরে সোমবার শাকুরার মালিক পক্ষ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শ্রমিকদের গামেন্টর্সের ভেতরে মার ধরে করে।

শ্রমিক নেতা পলাশের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবারের মধ্যে শ্রমিকদের দাবি আদায় না হলে শনিবার থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ।

কাঠেরপুলের শাকুরা গামেন্টের্সে শ্রমিকদের উপর মালিক পক্ষের সন্ত্রাসী বাহিনী হামলার ঘটনার বিচারের দাবিজানিয়ে তিনি ফতুল্লা থানার সামনে শ্রমিকদের উদ্দেশ্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, দোষিদের বিরুেদ্ধ ব্যবস্থা নেয়া না হলে আমার ৭৪টি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিকেএমইএর সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে। ঐদিন থেকে আমি নিজেই মাঠে নামবো বিচারের দাবিতে।

এদিকে, সোমবার মালিক পক্ষের সন্ত্রাসীদের হামলায় শ্রমিকরা আহত হলে সংসদ সদস্য এবং বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান থানায় আহত শ্রমিকদের দেখতে এসে বলেন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি আগামী শুক্রবার পর্যন্ত ফ্যাক্টরী বন্ধ ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত রোববার শাকুরা গামেন্টর্সে এক শ্রমিককে মারধরের ঘটনায় ফতুল্লায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। ওই ঘটনার জের ধরে শ্রমিকরা সাংসদ সেলিম ওসমানের ফ্যাক্টরীসহ বেশ কিছু গামেন্টর্স ভাংচুর করে। ওই ঘটনার জের ধরে সোমবার শাকুরার মালিক পক্ষ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শ্রমিকদের গামেন্টর্সের ভেতরে মার ধরে করে।

এস আই মিজানের মাসিক বেতন ৪২ হাজার বাড়ির মূল্য ৪ কোটি

 বিশেষ প্রতিবেদন : পুলিশের চাকরি থেকে মাসিক আয় (বেতন) ৪২ হাজার ৬৬০ টাকা। সেই অনুযায়ী তিনি সরকারকে মাসিক করও পরিশোধ করেন। কিন্তু মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা এই পুলিশ উপপরিদর্শকের আলিশান বাড়ির সন্ধান পেয়ে অবাক হয়েছে। তাঁর রয়েছে একটি ব্র্যান্ড নিউ গাড়িও। সংস্থার প্রতিবেদনে এ পুলিশ কর্মকর্তার বাড়ির নির্মাণ ব্যয় হিসাব করা হয়েছে প্রায় চার কোটি টাকা।

সরকারের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাটির এই বাড়ি নির্মাণ ও তথ্য গোপনের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে সরকারি সংস্থাটির প্রতিবেদনে। প্রতিবেদনের সূত্র ধরে রাজধানীর অদূরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার পশ্চিম তল্লার গ্রিন রোডের বাড়িটিতে গিয়ে নানা তথ্য পাওয়া যায়। এলাকার মানুষের কাছে এটি ডিবির বাড়ি হিসেবে পরিচিত। মালিকের নাম এসআই মিজানুর রহমান। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত বলে জানা যায়। তবে নিজেকে তিনি ডিবি পুলিশ পরিচয় দেন বলে বাড়িটি ডিবি পুলিশের বাড়ি বলেই সবাই জানে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার গ্রিন রোডের বিলাসবহুল বাড়িটির মালিক বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। সরকারের কাছে তাঁর দাখিলকৃত কাগজপত্রে তিনি ৪২ হাজার ৬৬০ টাকা বেতনপ্রাপ্ত হন। এর বাইরে অন্য কোনো আয়ের উৎস নেই বলে জানান। কিন্তু সরেজমিন তদন্তে তাঁর ভূসম্পত্তি ও বহুতল ভবনের মালিক হওয়া এবং ভবন থেকে প্রাপ্ত অর্থেরও সন্ধান পাওয়া যায়, যা আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পিডাব্লিউডির (গণপূর্ত অধিদপ্তর) রেট অনুযায়ী ভবনটির নির্মাণে বিনিয়োগ হয়েছে প্রায় চার কোটি টাকা। এ কর্মকর্তা টয়োটা ব্র্যান্ডের একটি নতুন মাইক্রোবাসও ব্যবহার করেন। সংস্থাটি পৃথকভাবে ইট, রড, সিমেন্ট, টাইলস, স্টিল, গেট, পাইপ, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব ধরনের নির্মাণসামগ্রীর দরদাম উল্লেখ করে বাড়ির মোট ব্যয় নির্ণয় করেছে।

গতকাল শনিবার সকালে ওই এলাকায় গিয়ে আশপাশের লোকজনের কাছে জানতে চাইলে এক লহমায় সবাই ডিবির বাড়ি দেখিয়ে দেয়। বাড়ির নিচতলায় গিয়ে ভাড়াটিয়াদের সঙ্গে কথা বললে তারা জানায়, মিজানুর রহমান পরিবার নিয়ে তৃতীয় তলায় থাকেন। ওই সময় তিনি বাসায় ছিলেন না। তৃতীয় তলায় খোঁজ নিলে গৃহকর্মী জোসনা বেগম বলেন, মিজান স্যার ও ম্যাডাম বাইরে গেছেন।

বিশাল আকৃতির এ বাড়িতে প্রতি ফ্লোর চার ইউনিটের; মোট ফ্ল্যাট ২৪টি। প্রতিটি ফ্ল্যাটের ভাড়া গড়ে ১২ হাজার টাকা। সেই অনুযায়ী তিনি মাসে প্রায় দুই লাখ ৮৮ হাজার টাকা ভাড়া পান। নিচতলায় দেখা যায়, মায়া ফার্মেসি ও সামিয়া ফ্যাশন নামের দুটি বাণিজ্যিক স্থাপনাও রয়েছে। ভবনের পাশের একটি দোকানের চা বিক্রেতা লিটন মিয়া বলেন, ডিবি অফিসার মিজানুর রহমান তিন-চার বছর আগে ভবনটি বানিয়েছেন।

জানতে চাইলে এসআই মিজানুর রহমান  বলেন, আমার বাড়ির সব তথ্য আয়কর রিটার্নে দেখানো আছে। কোনো কিছু গোপন করা হয়নি।’কথা শেষ না করেই তিনি ফোন কেটে দেন। সূত্র কালের কন্ঠ।