৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 151

শুক্রবার সাংবাদিক হাবিবুর রহমান বাদলের জন্মদিন

ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জের বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ নিউজ পেপারর্স অনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদলের জন্মদিন ১ জুন শুক্রবার। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাবিবুর রহমান বাদল ১৯৫৭ সালের ১ জুন নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোডে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মরহুম মোঃ ফকির চাঁন মিয়া ও মরহুমা সাহারা খাতুনের ৪ পুত্র, ৪ কন্যার মধ্যে হাবিবুর রহমান বাদল জৈষ্ঠপুত্র। তিনি গলাচিপা প্রাইমারী স্কুলে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন।

নারায়ণগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি পাস করার পর ১৯৭৬ সালে তিনি ঢাকা কলেজে পড়ার সময় খন্ডকালীন সাংবাদিকতা শুরু করেন। ৮২ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করার পর ১৯৮৩ সালে হাবিবুর রহমান বাদল দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

১৯৯৬ সালে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত প্রথম দৈনিক শীতলক্ষা তার সম্পাদনায় প্রকাশ লাভ করে। ২০০৩ সালের ১ জানুয়ারী হাবিবুর রহমান বাদলের সম্পাদনা ও প্রকাশনায় দৈনিক ডান্ডিবার্তা পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটে।

হাবিবুর রহমান বাদল ১৯৮৮ থেকে ১৯৯০ সাল ও ১৯৯২ সাল থেকে ১৯৯৪ সালে পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ১৯৯৮ সালে এবং ২০১১ সালে  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন। হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বর্তমান বহুতল ভবন নির্মাণ কমিটির সদস্য সচিব হিসেবে প্রেসক্লাব নির্মাণে অগ্রনী ভূমিকা পালন করেন। হাবিবুর রহমান বাদল ৩ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক।

এদিকে নারায়ণগঞ্জের প্রবীন এ পেশাদার সাংবাদিকের জন্মদিনে অনলাইন নিউজ পোর্টাল নিউজ প্রতিদিন ডটনেট’র নির্বাহী সম্পাদক আবদুর রহিম ও নারায়ণগঞ্জ সাহিত্য ফোরামের সভাপতি জাহাঙ্গীর ডালিমের পক্ষ থেকে শুভ ও দীর্ঘায়ু কামনা করছি।

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে-রুহুল আমীন

নিজস্ব প্রতিবেদকঃ “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম নিবার্চিত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক ” মন্তব্য করলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার।

ফতুল্লা প্রেস ক্লাব থেকে প.ম আজিজ বহিস্কার

প্রেস বিজ্ঞপ্তিঃ ক্লাবের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা প্রেস ক্লাবের সদস্য প,ম আজিজকে তিন মাসের জন্য বহিস্কার করা হয়েছে। বুধবার দুপুরে প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিনের সভাপতিত্বে জরুরী সাধারন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আবদুর রহিম, যুগ্ম সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, সাবেক সাধারন সম্পাদক এ আর মিলন, সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম লিটন, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, প্রচার সম্পাদক জি এ রাজু, কার্যকরী সদস্য সেলিম মুন্সি,মনির হোসেন, মাসুদ আলী প্রমুখ।

বক্তাবলী ইউপির পৌনে ৫ কোটি টাকার বাজেট ঘোষনা

ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২০১৮- ২০১৯ অর্থ বছরের ৪ কোটি ৮৭ লাখ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষনা করেছেন বক্তাবলী ইউপি চেয়ারম্যান হাজ্বী শওকত আলী।
মঙ্গলবার (২৯ মে) সকাল ১১ টায় ইউপি কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষনা কালে উপস্থিত ছিলেন,ইউপি সচিব নাজমুল হক সরকার, ইউপি মেম্বার আতাউর রহমান প্রধান, মনির হোসেন, আব্দুল জলিল, আকিল উদ্দিন, আমজাদ হোসেন, জাহাঙ্গীর মাস্টার, আব্দুল মতিন, ওমর ফারুক, রাসেল চৌধুরী, মহিলা মেম্বার হাজেরা বেগম, মরিয়ম আক্তার, কুলসুম বেগম, নুর মোহাম্মদ টিটু, সমাজসেবক মুক্তিযোদ্ধা মতিউর রহমান, নাসির উদ্দিন মাদবর, সদরউদ্দিন সদু মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঘোষিত বাজেটে প্রথম গুরুত্ব দেয়া হয় ভৌত অবকাঠামো ৪ কোটি ১ লাখ ৫৫ হাজার ৫শ টাকা,দ্বিতীয় গুরুত্ব দেয়া হয়েছে শিক্ষাখাতকে যার ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ ৫০ হাজার টাকা,তৃতীয় গুরুত্ব দেয়া হয়েছে স্বাস্থ্য খাতকে যার ব্যয় ধরা হয়েছে ১৮ লাখ ৫০ হাজার টাকা।
বাজেট ঘোষনার আগে ইউপি চেয়ারম্যান হাজ্বী শওকত আলী বলেন, উন্নয়নের রুপকার শামীম ওসমানের নির্দেশ উন্নয়ন করতে হবে। জনগনের চাহিদাকে গুরুত্ব দিয়ে বিশাল অংকের টাকার বাজেট দিচ্ছি। এককালের অবহেলিত বক্তাবলী আজ উন্নয়নের ক্ষেত্রে পরিপূর্নতা পাচ্ছে। শামীম ওসমানের সুদৃষ্টি ও অর্থ বরাদ্ধের কারনে বক্তাবলী উন্নয়নের মহাসড়কে পরিনত হয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় তা সম্ভব হয়েছে। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরে তিনি সবার সম্মুখে ৪ কোটি ৮৭ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকার বাজেট ঘোষনা করেন।

বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

মো. আবদুর রহিম/শেখ মো. সেলিমঃ বুড়িগঙ্গা নদীর পূর্ব পাশে তীর ঘেসে মুন্সিখোলা থেকে পঞ্চবটি পর্যন্ত গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে বিআইডব্লিটিএ। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম বানু শান্তি ও বিআইডব্লিটিএ’র যুগ্ম পরিচালক আরিফ হোসেন। এসময় ফতুল্লা ও শ্যামপুর থানা পুলিশ তাদের সহযোগীতা করেন। সারা দিনের অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ।

এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম বানু শান্তি ও বিআইডব্লিটিএ’র যুগ্ম পরিচালক আরিফ হোসেন বলেন, আমাদের এই উচ্ছেদ অভিযান টানা চারদিন চলবে। কারা এসব স্থাপনা নির্মাণ করেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তারা দু’জনই জানান, প্রভাবশালীব্যাক্তিরাই নদীর তীর ঘেষে গড়ে ওঠা ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত ওয়াকওয়ে নষ্ট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। যারা এসবের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উচ্ছেদ অভিযানে সহায়তা করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদের পিপিএম,ওসি (অপারেশন) মজিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য,শ্যামপুর ও ফতুল্লার একাধিক প্রভাবশালী ব্যাক্তি বুড়িগঙ্গা নদীর তীর দখল করে দীর্ঘদিন ধরে বালু,সিমেন্ট, ইট,কয়লা, পাথরের ব্যবসা করে আসছে। এর ফলে নদীর তীরে নির্মিত ওয়াকওয়ে নষ্ট হয়ে যায়।

সোনারগাঁয়ে বন্দুক যুদ্ধে টাওয়ার সুমন নিহত

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে টাওয়ার সুমন (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার বারদী ইউনিয়নের শান্তির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মজিদ নামে অপর এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত টাওয়ার সেলিম আড়াইহাজার উপজেলার বাসিন্দা।

খাতমে নবুওয়্যাত আক্বিদা বিশ্বাস না করলে মুসলমান থাকা যাবে না -পীর সাহেব জৌনপুরী

স্টাফ রিপোর্টার : তাহরিকে খাতমে নুবুওয়্যাতের আমির আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, দ্বীন ইসলামের দাওয়াতে আল্লাহ তায়ালা যুগে যুগে নবী ও রাসুলগণকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্ব শেষে আজ থেকে প্রায় দের হাজার বছর পূবে হযরত মুহাম্মাদ (সাঃ) উনাকে সর্বশ্রেষ্ঠ নাবী ও রাসূল হিসাবে প্রেরণ করে নুবুওয়্যাত ও রিাসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। যার পরে কোন নাবী কিংবা রাসূল কিয়ামত পর্যন্ত আসবে না। এ আকিদা বা বিশ্বাসকেই বলা হয় আকিদায়ে খাতমে নুবুওয়্যাত। এ আকিদায় যার বিশ্বাস থাকবে না নিঃসন্দেহে সে কাফেরে পরিনত হয়ে যাবে। তাকে যে কাফের মনে করবে না সেও কাফের হয়ে যাবে। কারণ ইসলামের মূল হল ইমান আর আক্বিদা। এ বিশ্বাসে সামান্যতম কুফর থাকলে কারও মুসলমান পরিচয় দেওয়ার সুযোগ নেই। খাতমে নুবুয়্যাতের আন্দোলনের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তে তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইফতার ও আলোচনা মাহফিলে সভাপতির বক্তবে তিনি একথা বলেন। ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওঃ এমদাদুল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওঃ এহসান উল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওঃ কারী ওবায়দুল্লাহ আব্বাসী জৌনপুরী, ড. ইছা শাহেদী, মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা শাহ মাসুদ।
পীর সাহেব বলেন ইসলামের সেনালী যুগে অর্থাৎ প্রায় দের হাজার বৎসর আগে দ্বীনের পক্ষে কাফের ও মুশরেকদের পরিচালিত সম্মিলিত যুদ্ধে ১০ বছরে ইসলামের পক্ষে ও বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন অথচ হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) মুসায়লামাতুল কাজ্জাবের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে এক দিনে ২৪০০ শত সাহাবী শাহাদাত বরণ করেছেন। যার মধ্যে ৭০০ শত সাহাবী কুরআনে হাফেজ ছিলেন। ভন্ড মুসায়লামা ও তার অনুসারীদের ধ্বংসের মাধ্যমে হযরত আবু বকর (রাঃ) সে সময় উম্মতকে আকিদায়ে খাতমে নুবুওয়্যাত বিরোধী চক্রান্ত থেকে রক্ষা করেছিলেন। যগে যুগে খাতমে নুবুয়্যাতের আকিদার বিপক্ষে মিথ্য নুবুওয়্যাতের দাবীদারদের উদ্ভব দেখা দিলে সে যুগের মুসলমানগণ তাদের ব্যাপারে এক মূহুর্তের জন্যেও আপোষ করেননি। সকল চক্রান্ত সহ তাদেরকেও নিমূল করেছেন ইসলামের মূল ভিত্তি আকিদায়ে খাতমে নুবুওয়্যাতের বিপক্ষে সবচেয়ে জঘন্য চক্রান্ত করেছে কুখ্যাত ইংরেজ বেনিয়ারা। কাদিয়ানের কুখ্যাত কাফের কাজ্জাব মির্জা গোলাম কাদিয়ানীর বিরুদ্ধে সমসাময়ীক আলেম ওলামাদের মেহনত ও প্রচার প্রচারণার কারনে ইংরেজদের মদদ পুষ্ট হয়েও মির্জা গোলাম কাদিয়ানীর সকল চক্রান্ত নস্যাৎ হয়ে যায়। কাদিয়ানীর কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানী কুখ্যাত কাফের ও লানত প্রাপ্ত হয়ে জাহান্নামের কুকুরে পরিণত হয়েছে। তারই অনুসারী কুখ্যাত কাদিয়ানীরা মার্কিন ইসরাইল ও ব্রিটেনের মদদে খাতমে নুবুওয়্যাতের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে। সরকার বিরোধী দল মিডিয়া সহ বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে। কাদিয়ানীরা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে ইতিমধ্যে তারা কাদিয়ানী কুফুরি মতবাদ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের মাঝে ছড়িয়ে দিতে আর.এফ.এল, প্রাণ পাবলিক স্কুল নামে ফ্রী শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করেছে। অথচ দেশের আলেম সমাজের এ বিষয়ে তেমন কোন দৃষ্টি নেই।
পীর সাহেব বলেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষনা দাবী আদায়ে ৫ মের আন্দোলনে শাপলা চত্তরে রক্ত ঝরেছে। হেফাজতের ১৩ দফা দাবীতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষনার দাবীটি মূল দাবী ছিল। কিন্তু হেফাজত নেতারা বর্তমানে কুখ্যাত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষনার দাবি কেন করছেনা, এ প্রশ্ন দেশ বাসীর। বিভিন্ন মিডিয়াতে ইসলাম বিরোধী শিক্ষা নীতিতে কুফর মতাদর্শ অনুপ্রবেশসহ ইসলাম ও মুসলমান বিরোধী সকল প্রকার কচ্রান্ত করে চলছে কুখ্যাত কাদিয়ানীরা।
অতএব, ১৪ কোটি মুসলমানদের প্রাণের দাবী ইসলাম ও মুসলমানদের সবচেয়ে বড় শত্রæ কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনা করে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করা সরকাররের ইমানী ও নৈতিক দ্বায়িত্ব।
তাহরিকে খাতমে নুবুওয়্যাতের পক্ষ থেকে পীর সাহেব জৌনপুরী হুজুরের ৩ দফা দাবির মধ্যে রয়েছে সরকারীভাবে কাদিয়ানীদের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও প্রচার প্রচারণা বই পুস্তক ইত্যাদি নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় শিক্ষানীতি ও পাঠ্য পুস্তকে যে সকল স্থানে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় রয়েছে তা অনতী বিলম্বে পরিবর্তন করতে হবে।

“কবিয়ালের সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল “

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ২৫ শে মে শুক্রবার অনুর মনন চত্ত্বরে “কবিয়াল সাহিত্য ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল “আয়োজন করা হয়েছে, কবিয়াল এর সম্পাদক কবি বাপ্পি সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-মোদির বৈঠক

ডেস্ক নিউজঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তি নিকেতনের বাংলাদেশ ভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকটি ছিল দুই সরকার প্রধানের একান্ত বৈঠক। এতে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। দুই দেশের সরকারের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। একটি সূত্র বলছে, তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন আলোচনায় গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতকে পাশে চায় বাংলাদেশ- এ বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে।

নারায়ণগঞ্জে গণতন্ত্রী পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃনারায়ণগঞ্জে গণতন্ত্রী পার্টির জেলা ও মহানগর শাখার ইফতার মাহফিলে ১৪ দলকে আরো শক্তিশালী করে মুক্তিযুদ্ধের ধারায় দেশকে এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের ও ১৪ দলের শরীক দলের নেতারা। শুক্রবার (২৫ মে) নগরীর কিল্লারপুলস্থ বিবি মরিয়ম উচ্চ বিদ্যালয়ে পার্টির ইফতার মাহফিলে বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। জেলা কমিটির সভাপতি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাহতাবউদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডা. শহীদুল্লাহ সিকদার। সভায় আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, প্রেসিডিয়াম সদস্য এড. ভুপেন্দ্র ভৌমিক দোলন, জেড এ ওয়াহেদ, রাইসুল হক মাসুক, সরাফত আলী হীরা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রোকন উদ্দিন, জাসদ নেতা মোসলেউদ্দিন, সংবাদ এর চীফ রিপোর্টার সালাম জুবায়ের। জেলা কমিটির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মুকুলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান কচি, ফরিদ আহমেদ, ওয়ার্কার্স পার্টি নেতা হীমাংশু সাহা প্রমুখ।