৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 179

মীনা উজ্জ্বলের কবিতা

“””ধ্রুবতারার চুম্বন”””
….মীনা উজ্জ্বল….

যে কথাগুলো– কথা হয়ে ওঠেনি সূর্যের দহনে
যে স্বপ্নগুলো– দেখা হয়নি ঘোমটা দেয়া ঘুমের আড়ালে
যে ব্যথাগুলো– জমে জমে ভরেনি আকাশের দেয়াল,
ভেবো না-
ভেবো না সে কথাগুলো, স্বপ্ন-ব্যথাগুলো
মিলিয়ে গেছে — শেষ নিশীথের ছায়ায়,
ধুতুরা’র বিষে
অতৃপ্ত প্রেতের ব্যকুল আর্তনাদে।

বাঁকা পথের মোড়ে মোড়ে উষ্ণতার কামনা
শুষ্ক উদ্ভ্রান্ত চোখে-মুখে উড়ে যাওয়া ধোঁয়া,
শিশিরের ভেজা মাঠে হেঁটে চলা অনুরাগ
উত্তুরে হাওয়ারা কী প্রবল বেগে ছুটছে!
দক্ষিন হতে ঐ শেষ দক্ষিনান্তে,
মেরুর শেষে।

সন্ন্যাসীর শঙ্খ ফুঁকে আকুল আহ্বান
দীঘির রূপালী চিতলে উতলা পথিক
নিভে থাকা শিখা’র ব্যকুলতা,
তোমরা আজ সব ভুলে গেছো,
তোমাদের নিবিষ্ট আত্মারা
আটকে গেছে কেন্দ্রে এঁটে বসা কম্পাসের
জ্যামিতিক জটিলতার।

আসলে কী–
সব কথা, কথা হয় না
সব ব্যথায় জল ঝরে না
সব স্বপ্নেরা রাজ্য গড়ে না,
কোনো এক ধ্রুবতারার নিমগ্ন চুম্বনে
কয়েদী প্রেমিকের প্রেমে
রয়ে যায়, বয়ে যায়
আর শুধুই সয়ে যায়
সয়ে যায় নিহারীকার রূপে।

দাপা আদর্শ স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঝাড় মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লার দাপা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আহসান হাবিবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রতি বছরের ন্যায় এবারো বিদ্যালয়ের অস্বচ্ছল ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি কম রাখার দাবি জানালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ দাবি প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা এই মিছিল বের করে এমন অভিযোগ বিক্ষোভকারীদের। এ সময় বিক্ষুদ্ধ জনতা প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন স্লোগান দেয়। রোববার সকালে এই বিক্ষোভ হয়। অপর দিকে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের নতুন কমিটি নিয়েও বিভক্তি সৃষ্টির অভিযোগ উঠেছে।
বিক্ষোভকারী একাধিক অভিভাবক জানান, প্রতি বছর তাদের সন্তানদের বিদ্যালয়ে ভর্তির সময় অস্বচ্ছল কিংবা প্রতিবন্ধি কোন শিক্ষার্থী থাকলে তাদের কাছ থেকে ভর্তি ফি কমিয়ে নেয়। কিন্তু এবার নতুন প্রধান শিক্ষাক আহসান হাবিব আসার পর থেকে কোন ছাড়া দিবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবন্ধি শিক্ষার্থীর অভিভাবক জানান, তার কাছ থেকে ভর্তির পুরো টাকা নিয়েছে। যদিও অসচ্ছল ও প্রতিবন্ধিদের সব ধরনের সুবিধা দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু প্রধান শিক্ষক কোন নিয়মের তোয়াক্কা করছে না। নাম প্রকাশে অনিচ্ছুক সদ্য নির্বাচিত অভিভাবক সদস্য জানান, বিদ্যালয়ের নতুন কমিটি গঠনের পর এই প্রধান শিক্ষক কমিটির অনুমোদন নিয়ে বিঘ্ন সৃষ্টি করেছে। এ নিয়েও অভিভাবকদের মধ্যে ক্ষোভ রয়েছে।
এব্যাপারে প্রধান শিক্ষক আহসান হাবিবের মুঠো ফোনে(০১৭১১৩৮১৮৮৮) যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। বিদ্যালয়ের ফান্ড শূণ্য থাকায় বিদ্যালয়ের স্বার্থে ভর্তি ফি না কমানোর সিদ্ধান্ত হয়েছে। তবে প্রতিবন্ধিদের ক্ষেত্রে আমাদের কোন বাধা নেই। কমিটির ব্যাপারে তিনি জানান, দুই পক্ষের বিরোধের কারণে এ জটিলতা দেখা দিয়েছে। এখানে আমার কোন হাত নেই।

চাঁদার দাবীতে সিদ্ধিরগঞ্জে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন ভাংচুর

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবীতে নির্মাণাধীন বিদ্যালয় ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের পশ্চিম জালকুড়ি ক্যানাল পাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দুইজনকে আটক করেছে। আটকরা হলো ফালান (২৪) এবং অলি (৪০)।
নাসিক ৯নং ওয়ার্ডের পশ্চিম জালকুড়ি এলাকার ডিএনডি অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা এস এম নরুল আমিন জানান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি এতোদিন একটি ভাড়া যায়গায় ছিলো। সম্প্রতি আমরা এটি আমাদের নিজ¯^ যায়গায় স্থানান্তর করার জন্য নতুন ভবন নির্মাণের কাজ শুরু করি। এর আগে ডিএনডি অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষ নিজ যায়গায় শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণের জন্য উক্ত জমি ক্রয় করে। তখন থেকেই সেলিম এবং তার সঙ্গীরা উক্ত জমির ওয়ারিশ দাবী করে আসছে। এ নিয়ে আদালতের সরনাপন্ন হলে জমির বিভিন্ন ডকুমেন্ট দেখে মহামান্য আদালত স্কুল কর্তৃপক্ষের পক্ষে রায় দেয়। তদুপরী সেলিম দীর্ঘদিন ধরে আমার কাছে ১০ লক্ষ্য টাকা চাঁদা দাবী করে আসছে। আমি চাঁদা দিতে অ¯ি^কৃতি জানাই। পরে শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় সেলিমের নেতৃত্বে ১৫/২০ সন্ত্রাসী বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন ভাংচুর করে। খবর পেয়ে এলাকাবাসীসহ আমি এবং কমিটির লোকজন ঘটনাস্থলে ছুটে আসি। এসময় আমাদের দেখে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগীতায় হামলায় অংশগ্রহণকারী দুজনকে আটক করা হয়। পরে সকালে সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে জালকুড়ির মোতালেবের ছেলে সেলিম (৩০), জসীম (৩৩), খোরশেদ (৩৬), মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩৫), জাকির হোসেনের ছেলে মো: শাকিল(২৮), জামির হোসেনের ছেলে মো: রনি (২৬), কুরবান আলীর ছেলে আতাউর (৩০) মাসদাইর এলাকার মৃত হায়দার আলীর ছেলে আওলাদ হোসেন (৩৫), তক্কার মাঠ এলাকার সার্ভেয়ার মনির হোসেনসহ ১৫/২০ জনের নামে একটি লিখিত অভিযোগ দেই। অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসীর হাতে আটক ফালান ও অলিকে পুলিশ থানায় নিয়ে আসে। এ বিষয়ে ডিএনডি অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচালক আর এ জামান গণমাধ্যম কর্মীদের জানান, ২০০৩ সালে আমরা একটি ভাড়া যায়গায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণ করি। ইতোমধ্যে আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করেছে। সম্প্রতি আমরা প্রতিষ্ঠানটিকে নিজেদের যায়গায় স্থানান্তর করার জন্য আমাদের ক্রয়কৃত যায়গায় ভবন নির্মাণের কাজ শুরু করি। কিন্তু এরই মধ্যে সেলিম আমাদের কাছ থেকে ১০ লক্ষ্য টাকা চাঁদা দাবী করে। আমরা চাঁদা দিতে অ¯ি^কৃতি জানালে সেলিম ও তার সন্ত্রাসী বাহীনি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন ভাংচুর করে। এ বিষয়ে আমরা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইব্রাহিম পাটোয়ারি জানায়, বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এলাকাবাসী দুই জনকে আটক করেছে। পরে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আমি অভিযুক্ত সেলিমের মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন করেছি। কিন্তু সে তার ফোনটি রিসিভ করেনি।  আমরা অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে গণমাধ্যম কর্মীরাও সেলিমের সাথে যোগাযোগের চেষ্টা করে বিফল হয়েছে। যোগাযোগের জন্য তার মোবাইলে বেশ কয়েকবার ফোন করলেও সে তা রিসিভ করেনি।

রূপগঞ্জে মাদক বিক্রেতাদের তান্ডব

রূপগঞ্জ প্রতিনিধিঃ মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা একই পরিবারের ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে ঘটে এ ঘটনা।
আহত মোঃ নূরুল ইসলাম জানান, চনপাড়া এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী কামাল, আবুল, বাঁশার, ইমরান, আরিফ, বাবু ও শফি দীর্ঘদিন ধরে চনপাড়া এলাকায় ইয়াবা ট্যাবলেট, মদ,গাজা,ফেনসিডিলের বিক্রি করে আসছে। নুরুল ইসলাম বিভিন্ন সময় তাদেরকে মাদক বিক্রি করতে বাঁধা দিয়ে আসছেন। মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় মাদক ব্যসায়ীরা ক্ষিপ্ত হয়ে রোববার সকালে দেশীয় অস্ত্র রামদা, হকস্টিক,লোহার রড নিয়ে তাদের বাড়িতে হামলা চায়। এ সময় তিনি তাদের বাঁধা দিলে হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে এলোপাথাড়ী ভাবে পিটাতে থাকে। তার ডাক চিৎকারে তার বারা আয়েত আলী,মা সামসুন্নাহার, ভাই আব্দুল হক এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

বক্তাবলীতে হত্যার আলামত নষ্ট করেছে ইট ভাটার মালিক

Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর এলাকায় অবস্থিত আশিক ব্রিকফিল্ডে দেলোয়ার হত্যাকান্ডের আলামত ধ্বংস করে ফেলেছে মালিক পক্ষ। পুলিশের একটি টিম শনিবার বিকেলে সেখানে গিয়ে হত্যাকান্ডের কোন আলামত পায়নি। আত্মগোপনে থেকে ইট ভাটার মালিক অলিউল্লহ একদিনের মধ্যে হত্যাকান্ডের আলমত ধ্বংস করে ফেলেছেন। ভেঙ্গে ফেলেছেন ছাপরা ঘর যে ঘরে দেলোয়ারকে খুন করা হয়েছে। আর ওই ঘরের মাটি কেটে মুছে ফেলেছে রক্ত। কিন্তু সেখানে গিয়ে পাওয়া গেছে মাদক সেবনের প্রচুর সরঞ্জাম, জুয়া খেলার তাশ। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পরে সেখান থেকে ইট ভাটার ম্যানেজার নজরুল ইসলাম (৪০) ও ইট ভাটার পার্শ্ববর্তী চা দোকানদার সুমনকে (২৫) আটক করেছে। 

ফতুল্লার বক্তাবলীতে ইট ভাটা শ্রমিক খুন

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইট ভাটায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর পালিয়ে গেছে ইট ভাটার মালিক ও বাকি শ্রমিকরা। শুক্রবার সকাল ৮টায় ফতুল্লার রাজাপুর গ্রামের আশিক ব্রিকফিল্ডে ঘটনার পর দুপুর ২টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত দেলোয়ার হোসেন বক্তাবলী ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত. আলম মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, ‘রাতে স্থানীয় পুলিশ সোর্স আলমগীর হোসেন ও সফি তার বড় ভাই দেলোয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে আসে। এরপর শুক্রবার দুপুর ১২টায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আশিক ব্রিকফিল্ডে এসে লাশ সনাক্ত করি।’ দেলোয়ারের দুই মেয়ে ও স্ত্রী আছে। সে ইট ভাটায় ট্রলার চালক হিসেবে কাজ করতেন।

এসআই ফজলুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত রয়েছে। লাশের পাশে ইয়াবা মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। ইট ভাটার মালিক ও শ্রমিক কাউকে পাওয়া যায়নি। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

শহর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ মিছিল বের করতে চাইলে জেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে জেলা বিএনপি নেতাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় চাষাঢ়া প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ নেতাকর্মীরা প্যারাডাইজ ক্যাবলের সামনে কালোপতাকা নিয়ে অবস্থান নেন। পরে বিপুলসংখ্যক পুলিশ লাঠি হাতে নেতাকর্মীদের ধাওয়া দিলে নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান।

এসময় একদল নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল না দৌড়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপির সভাপতির পক্ষে সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে মহানগর বিএনপি নেতাকর্মীরা একই স্থানে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে মূল সড়কে উঠতে না পেরে শহরের গলাচিপা রেললাইন, নন্দিপাড়া হয়ে দেওভোগ পর্যন্ত মিছিল করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।

একই সাথে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বেলা ১১টায় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি ও কালো পতাকা মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সেখানেও তার সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। জেলা বিএনপির সহসভাপতি আজাদ বিশ্বাস দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

অন্যদিকে সকাল ১০টায় শহরের সিরাজদৌল্লাহ রোড থেকে মিছিল বের করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। পরে শায়েস্তা খান রোডসহ শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে গলাচিপা মোড়ে জেলা স্কাউট ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে যুবদলের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ১৫৪ জনকে বিনা ভোটে নির্বাচিত করা ও ২৭০টি কেন্দ্রে একটি ভোট না পড়াই প্রমাণিত হয় এই সরকার অনির্বাচিত। গণতন্ত্র এখন কারাগারে বন্দী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ২০১৮ সালেই গণতন্ত্রকে বাকশাল মুক্ত করবো। খালেদা জিয়াই আগামী প্রধানমন্ত্রী।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার হোসেন আনু, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল রানা, সাগর প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রিপন, আলী নওসাদ তুষার, কাজী সোহাগ প্রমুখ।

আমরা ফুটপাত নয়, রাজপথের কর্মী -খোরশেদ

নিজস্ব প্রতিবেদকঃ ৫ জানুয়ারী’২০১৪ সালে বিনা ভোটের নির্বাচনের ৫ম বর্ষ উপলক্ষে ”গনতন্ত্র হত্য দিবস” পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। ”গনতন্ত্র হত্য দিবস” উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদল শুক্্রবার সকাল ১০টায় নগরীর প্রধান বানিজ্য কেন্দ্র ১নং রেল গেট থেকে কালো পতাকা হাতে মিছিল বের করে। কালো পতাকা মিছিলটি সিরাজদৌল্লাহ রোড,শায়েস্তা খান রোড হয়ে প্রধান সড়ক বিবি রোডের জেলা স্কাউট ভবনের সামনে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।

তরুণ সংঘের ডে নাইট ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লায় পোষ্ট অফিস রোডে ছাত্রলীগ নেতা সৈয়দ মো. শাওনের উদ্যোগে এবং তরুণ সংঘের আয়োজনে ডে নাইট ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।
৩১ ডিসেম্বর ছিল টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা সৈয়দ মো. শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক।

এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ফারুক চৌধূরী, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম এ সামাদ মতিন, কাজল সর্দার, শহিদুজ্জামান শহিদ, হাজী আমির হোসেন, তুষার আহম্মেদ মিঠু, জয়নাল সর্দার ও ঝন্টু মাহাজনসহ এলাকার গন্যমান্য মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

টূর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান স্বপন বলেন, কিশোর ও তরুণদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার মধ্যে থাকতে হবে। একমাত্র খেলাধুলাই পারে তরুণদের মাদকমুক্ত রাখতে। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, সৌরভ, সানি, হৃদয়, বাপ্পি, মিহাত, ইমন, মামুন, আলামিন, শুপাত, বাবুল প্রমুখ।

হকার ইস্যুতে নারায়ণগঞ্জ শহর উত্তাল

নিজস্ব প্রতিবেদকঃ শহরের হকার ইস্যুতে উত্তাল হচ্ছে নারায়ণগঞ্জ। ফুটপাত দখলে নিয়ে ব্যবসার করে আসা হকাররা চাচ্ছে তাদের পুর্নবাসন। নয়তো ফুটপাতে বসে ব্যবসা করার সুযোগ। অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দাবি, ফুটপাতে হকার বসতে দেয়া হবে না। আর এ দু’টি বিষয় নিয়েই পুরো শহরময় হকারদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।

এদিকে শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদের পর হরকারদের একটি অংশসাংসদ শামীম ওসমানের স্বরানাপন্ন হয়েছে। হকারদের জন্য কিছু করার আশ্বাস দিয়ে সাংসদ শামীম ওসমান ওসমান হকারদের মেয়র আইভীর সাথে দেখা করার পরামর্শ দেন এবং হকার নেতারা মেয়র আইভীর সাথেও দেখা করেন। তবে মেয়র আইভীর সাফ জবাব শহরে হকার বসতে দেয়া হবে না।

অন্যদিকে, শহরের হকারদের পুর্নবাসনের ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুশিয়ারী দিয়েছে হকার নেতারা। এ নিয়ে ইতোমধ্যে তারা হকারদের কেন্দ্রীয় সাথে যোগাযোগ করেছে বলে হকার নেতাদের একাধিক সূত্রে জানাগেছে।

তবে শহরবাসীর দাবি, শহরে হকারদের বসার নিদিষ্ট স্থান থাকলে হকাররা আর ফুটপাত দখলে নিয়ে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করতেন না। শহরের ফুটপাত হকারদের জন্য নয়, এটা পথচারীদের চলাচলের জন্য। শহরের ফুটপাত সব সময় হকার মুক্ত থাকার পক্ষে নগরবাসী।

এদিকে মঙ্গলবার নগরীতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে হকাররা। শহরের চাষাড়া শহীদ মিনারে সকাল সাড়ে ৯ টা থেকে অবস্থান এবং বিক্ষোভ মিছিল করে নারায়ণগঞ্জ হকার সংগ্রাম পরিষদ।

শহীদ মিনারে হকার সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশে আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা আবু নাঈম খান বিপ্লব, শ্রমিক সংহতি জেলার নেতা অঞ্জন দাশ, হকার্স লীগের সভাপতি আব্দুর রহিম মুন্সি, মহানগর হকার্স লীগের নেতা মোঃ আলী, মোঃ তাসলিম প্রমুখ।