৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 115

মুন্সীগঞ্জের বালুরচরে বাউল গ্রুপ ও মোল্লা গ্রুপের সংঘর্ষে আহত-১১,আটক-৪০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারো ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার সকাল ৭ টা থেকে বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি, ভাষানচর ও দোসরপাড়া গ্রামে বাউল গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে দফায় দফায় এই সংঘষের্র ঘটনা ঘটে। সিরাজদিখান থানা পুলিশ সকাল সাড়ে ৭টা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সকাল সাড়ে ১০ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা ও সিনিয়র এএসপি (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ লাইনের পুলিশ ও সিরাজদিখান এবং শ্রীনগর থানার শতাধিক পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ বাড়ি বাড়ি অভিযান চালিয়ে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে । অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে।

সংঘর্ষের সময় টেটাবিদ্ধ বেলাল বাউল ও কবীরসহ ১১ জন আহত হয়েছে। বেলালকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে ও আটক টেটাবিদ্ধ কবীরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। ২ টি দোকান ও কয়েকটি বাড়ি ভাংচুরসহ লুট পাট হয়েছে। দোসরপাড়া গ্রামে দেলোয়ারের বাড়ির ছাদ থেকে কয়েকটি ককটেল বিস্ফারণ করা হয়। এ ঘটঁনায় পুলিশ ৪০ জনকে আটক করেছে। প্রায় ২ হাজার টেটা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় মহিলারা জানান, সকালে নুরু বাউলের লোকজন মোল্লাকান্দি গ্রামে হামলা চালায় গরু লুট করে নিয়ে যায়। এবং গরুঘর আগুন দিয়ে জালিয়ে দেয়। এছাড়া তারা আরো জানান, ভাষান চর দোসর পাড়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এরপর মোল্লাকান্দি গ্রাম থেকে বাউল গ্রুপের আমির কসাইয়ের নেতৃত্বে একটি দল দোসরপাড়া ও ভাষানচর মীর বাড়িতে সংঘবদ্ধ হয়ে মোল্লাগ্রুপের সমর্থকদের বাড়িতে হামলা করে। শ্যামার দোকানসহ ২ টি দোকান ও এশটি বাড়ি ভাঙ্গচুর- লুটপাট করে। এ সময় মোল্লা গ্রুপের দেলোয়ারের বাড়ি থেকে ককটেল নিক্ষেপ করে। ৩/৪ টি ককটেলের শব্দ শোনা যায়।
মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যাল ও কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা জানায়, তাদের পরীক্ষা চলছে। কারো ২ টি কারো একটি পরীক্ষা হয়েছে কিন্তু আজ তারা পরীক্ষা দিতে যেতে পারেনি।
সিনিয়র এএসপি (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, পুলিশ মোতায়েন রয়েছে। সিরাজদিখান, শ্রীনগর থানা ও পুলিশ লাইনের পর্যাপ্ত পুলিশ ণিয়ন্ত্রণে কাজ করেছে। এ ঘটনায় আহত একজনকে আটক করে হাসপাতালে পাঠানো হয়েছে। আরো ৪০ জনকে আটক করা হয়েছে।

কেন তাবলীগ জামাতের এই সংঘর্ষ?

অনেকেই তাবলীগের নিজেদের মধ্যে সংঘর্ষের কারন জানতে চাইছেন, তাদের জন্য সংক্ষিপ্ত ভাবে সংঘর্ষের কারন বর্ননা করা হলঃ সংঘর্ষের মূল চরিত্র বা দায়ী অনেক টা ভারতের নিজামউদ্দিনের মাওলানা সা’দ ই। কেননা তিনি কুরআন ও হাদিস নিজের মনগড়া ব্যাখা প্রদান করছেন আর উনিই তার কথাকেই চূড়ান্ত বলে দাবি করছেন। তার বিরুদ্ধে সর্বপ্রথম স্বর তোলেন ভারতের দেওবন্দ মাদ্রাসা। তারপর আসতে আসতে সমগ্র ভারত-বাংলাদেশ-পাকিস্থান সহ বিশ্বের সকল ওলামায়ে কেরাম তার মিথ্যাচারের বিরুদ্ধ স্বর তোলেন আর এবং তাকে তাকে দাওয়াতে তবলীগের মুরব্বী থেকে বাজেয়াপ্ত করেন। কিন্তু মাওলানা সা’দ নিজেকে একা একাই মুরব্বী দাবি করছেন এবং তিনি ও তার অনুসারীরা এখন আলাদা ভাবে তাবলীগের মেহনত শুরু করেছেন। উনি সম্পূর্ন ওলামায়ে কেরামদের সমাজের বিরুদ্ধে চলছেন ও উল্টা-পাল্টা ফতোয়া দিচ্ছেন আর উনার অনুসারীরাই আজ কয়েকদিন যাবত টঙ্গীতে জোট হয়ে জোড় করছেন।। তাই আজ তাদের হটাতে আজ এ সংর্ঘষ।

এখন প্রশ্ন হচ্ছে, কাদের সাথে থাকব আমরা ?? সমস্ত ওলামায়ে কেরামদের সাথে নাকি একা একা নিজেকে জামাতের নেতা মনে করা সা’দ সাহেবের সাথে উলামায়ে কেরামকে এড়িয়ে চললে দ্বীনের কোন শাখাই শংকামুক্ত থাকবে না
।। আল্লামা উবায়দুল্লাহ ফারুক (হাফি.) ।।
[গত ১১ নভেম্বর শনিবার উত্তরা ১৪নং সেক্টর মসজিদে আয়েশা সংলগ্ন মাঠে মাওলানা সা’দ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ জামাতের চলমান সংকট থেকে উত্তরণের উপায় নির্ধারণে অনুষ্ঠিত ওলামায়ে কেরামের সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামিয়া মাদানিয়া বারিধারা’র মুহাদ্দিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক (হাফি.) যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, তার পুণর্বিবরণী উম্মাহ্ ২৪ডটকম-এর পাঠকদের জন্য নিম্নে পত্রস্থ করা হল]

* দ্বীনের সমস্ত শখা-প্রশাখার মাঝে কেবল ইলমে অহীর ধারক বাহকদেরকেই ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। অন্য কোন শাখার ধারক বাহককে বলা হয় নাই।المجاهدون ورثة الأنبياء অথবা الدعاة ورثة الأنبياء বলা হয় নাই। কেবল উলামায়ে কেরামের ক্ষেত্রেই বলা হয়েছে- العلماء ورثة الأنبياء

* উলামায়ে কেরাম হলেন সেনাবাহিনীর মত। সেনাবাহিনী থাকলে যেমন দেশ সুরক্ষিত থাকে। সেনাবাহিনী না থাকলে দেশ অরক্ষিত হয়ে যায়। অনুরূপ উলামায়ে কেরাম থাকলে দ্বীন সুরক্ষিত থাকবে। উলামায়ে কেরাম না থাকলে দ্বীন অরক্ষিত হয়ে যাবে। উলামায়ে কেরামের দিকনির্দেশনা মেনে চললে পীর সাহেবের পীরগিরীও ঠিক থাকবে। তাবলীগওয়ালাদের তাবলীগও ঠিক থাকবে। পক্ষান্তরে উলামায়ে কেরামকে যদি এড়িয়ে চললে দ্বীনের কোন শাখা বেদাত ও কুসংস্কার থেকে নিরাপদ থাকবে না।

* উলামায়ে কেরামের দিকনির্দেশনা মেনে না চললে পীর মুরিদরা যিকির করতে করতে জাহান্নামের দিকে অগ্রসর হবে। সমাজ সেবকরা সমাজসেবা করেও মুক্তি পাবেন না। তাবলীগীরা তাসবীহ পড়ে পড়েও নাজাত পাবে না।

* মুফতী আব্দুর রহমান (রাহ.) বলেন, আমি শায়খুল হাদীস যাকারিয়া (রাহ.)এর কাছে আরজ করলাম যে, আমি তাবলীগে সময় দিতে চাই। হযরত (রাহ.)বললেন- تعلیم سے لگے رہو۔ تبلیغ سے جوڑے رہو দরস ও তাদরীসের সাথে লেগে থাকো। আর তাবলীগের সাথে মিলে থাকো।

* আল্লামা নূর হোসাইন কাসেমী (হাফি.) ছাত্রদের উদ্দেশ্যে মাঝেমধ্যেই ওয়াহিদুয জামান (রাহ.)এর বাণী উল্লেখ করে থাকেন। তিনি বলতেন- تقسیم کار ہوگی نہ کہ تقسیم افکار অর্থাৎ- কাজের বিন্যাস হবে। কিন্তু চেতনার বিরোধ হবে না।

যেহেতু একক কোন ব্যক্তির পক্ষে দ্বীনের সকল শাখায় সামাল দেয়া কঠিন তাই কাজের বিন্যাসের জন্য দীনের কাজসমূহকে শাখায় শাখায় বিন্যস্ত করা হয়েছে। কতিপয় উলামায়ে কেরাম পীর মুরীদীর মাধ্যমে তাসাউফ চর্চা করছেন। সাধারণ মানুষদেরকে অহেতুক কাজ থেকে ফিরিয়ে মাওলার সাথে জুড়িয়ে দিচ্ছেন। কতিপয় দাওয়াত ও তাবলীগের মেহনত করে ধর্ম মুর্খদেরকে দ্বীনের পথে নিয়ে আসছেন। কালেমা, নামাজ জাতীয় প্রাথমিক কর্তব্য শিখিয়ে দিচ্ছেন। আবার আরো কতিপয় উলামায়ে কেরাম কুরআন ও হাদীসের উপর গভীর পান্ডিত্য অর্জন ও নিবীড় গবেষণা চালিয়ে যাচ্ছেন। অন্যান্য শাখার ব্যক্তিবর্গ কোথাও ঠেকে গেলে এ সকল উলামায়ে কেরাম যেন তাদেরকে কুরআন হাদীসের আলোকে সঠিক পথনির্দেশ করতে পারেন।

উলামায়ে কেরাম দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক শাখা তথা ইলমে ওয়াহীর দরস ও তাদরীসের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তাঁদের পক্ষে একই সময়ে অন্যান্য শাখাগুলোতে সমানতালে শ্রম দিয়ে যাওয়া স্বভাবতই অস্বম্ভব। কিন্তু একথা তাঁদের আলবৎ জানা আছে যে, তাবলীগ, সিয়াসত, তাসাউফ সবই আমাদের কাজ।

এজন্য আমরা তাবলীগের মুরব্বিদের কাছে কৃতজ্ঞ। তাঁরা যেভাবে জনসাধারণের দরজায় দরজায় গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। এটা মূলত আমাদেরই কাজ ছিল। কিন্তু আমাদের কাছে সেই সময় না থাকার কারণে আমরা এই মহান কাজে শরিক হতে পারছি না। অনুরূপ হক্কানী পীর সাহেবগণও প্রশংসার দাবি রাখেন। কেননা আমাদেরই দায়িত্ব ছিল সমাজ থেকে বেদাতী পীরদের ভণ্ডামি নস্যাৎ করা। সঠিক তাসাউফ চর্চার মাধ্যমে উনারা সেই গুরুদায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

এভাবে ইসলামের প্রতিটি শাখা প্রশাখাকে আলাদা আলাদাভাবে বিন্যস্ত করা হয়েছে। প্রত্যেক বিভাগে স্বতন্ত্র বিশেষজ্ঞ আছেন। তাঁরা সেই বিভাগকে সুচারুরূপে পরিচালনা করে আসছেন।

কিন্তু দ্বীনের কোন শাখায় যখনই কোন অসংগতি দেখা দেয় কিংবা কোন প্রকারের ভ্রান্তির অনুপ্রবেশ ঘটে তখন উলামায়ে কেরাম বসে থাকতে পারেননা। তাঁরা স্ব স্ব অবস্থান থেকে গর্জে ওঠেন। এটা তাঁদের মৌলিক দায়িত্বেরই অন্তর্ভুক্ত।

কালামে এলাহী আর কালামে রাসূল চর্চা করতে করতে আমাদের তবিয়ত এমন হয়ে গেছে যে, ইসলামের সুরক্ষিত প্রাসাদে কোন বাতিল পন্থিদের অশুভ দৃষ্টি পড়লে আমরা সেটা মেনে নিতে পারিনা। সাথে সাথে তা প্রতিহত করার জন্য যা কিছু করতে হয় সবকিছু করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই।

আমরা যেভাবে দ্বীনের অন্যান্য শাখার মাঝে ভ্রান্তি মেনে নিতে পারিনা। অনুরূপ তাবলীগ জামাতের মাঝেও যদি ভ্রান্তবাদীদের কুদৃষ্টি পড়ে তাহলে সেটাও আমরা কোনভাবেই বরদাশত করতে পারবো না। অন্যান্য শাখাগুলিকে শুদ্ধি করা যেমন আমাদের উপর ফরয তেমনি তাবলীগ জামাতকেও ভ্রান্তি থেকে রক্ষা করা আমাদের উপর ফরয।

চলমান ইস্যুতে আসা যাকঃ
আজ পর্যন্ত কখনোই উলামায়ে কেরাম তাবলীগ জামাত নিয়ে মাথা ঘামাননি। দাউদ হায়দার, সালমান রুশদীর, তসলিমা নাসরীন ও হিন্টসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। যারা রাজনীতিতে সক্রিয় তারা সরকারের ভুল পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন করেছেন। কিন্তু দাওয়াত ও তাবলীগের কোন বিষয় নিয়ে আমরা কখনো বসিনি। কারণ এ ব্যাপারে ফিকির করার জন্য আলাদা এক জামাত আছে। ইতিপূর্বে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার নামে মিস্টার আবুল আলা মওদুদী সাহেব কুরআনে কারীমের বিকৃত অনুবাদ, আপন ইচ্ছানুরূপ ব্যাখ্যা, আম্বিয়া আলাইহিমুস সালামের দোষত্রুটি ধরা, বুযুর্গানে দ্বীনের তাচ্ছিল্য করা আর নিজস্ব আঙ্গিকে মাসআলা বর্ণনা করার মাধ্যমে নতুন এক মতবাদ আবিষ্কার করেছিলেন। বাহ্যিক চাকচিক্য দেখে বড় বড় উলামায়ে কেরামও এই মতবাদে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন। তন্মধ্যে হযরত আবুল হাসান আলী নদভী (রাহ.), মাওলানা মনযূর নু’মানী (রাহ.) সহ প্রথম সারির বিশাল এক জামাত মওদুদী সাহেবের সাথে একাত্ম হয়েছিলেন। অতঃপর ’৪৭ এ যখন ভারত পাকিস্তান ভাগ হল। মওদুদী সাহেব লাহোর চলে গেলেন। ওখানে একটি অঞ্চলকে কেন্দ্র করে দারুল ইসলাম প্রতিষ্ঠা করলেন। যখন তিনি উন্মুক্তভাবে নিজের মতবাদ বাস্তবায়নের সুযোগ পেলেন। তখন ধীরেধীরে তাঁর ভ্রান্তিগুলো উলামায়ে কেরামের কাছে প্রকাশ পেতে শুরু করল। অবশেষে দেখা গেল জামাতে ইসলামি প্রতিষ্ঠার সময় ৮০ জন উলামায়ে কেরামের যে বিশাল জামাত তার সাথে সম্পৃক্ত ছিলেন তাদের সকলেই একে একে বেরিয়ে পড়েন। ইসলামী হুকুমতের নামে ভ্রান্ত মতবাদকে আমাদের আকাবির উলামায়ে কেরাম সহ্য করেননি। তাহলে দাওয়াত ও তাবলীগের নামে ইসলাম বিকৃতি আমরা কীভাবে সহ্য করতে পারি? যেভাবে পীরালীর মাধ্যমে নকশবন্দিয়া আর চিশতিয়ার নামে ভণ্ডামি চালিয়ে দেওয়া আমরা বরদাশত করতে পারি না। ঠিক সেভাবে দাওয়াত ও তাবলীগের নামে ভণ্ডামি আর ভ্রান্ত মতবাদ আমরা সহ্য করতে পারবো না। আমরা সেটাকে অবশ্যই প্রতিহত করবো।

আজ থেকে প্রায় দশ বছর পূর্বে মাওলানা সা’দ সাহেব সাহারানপুরে আলোচনায় উলামায়ে কেরামের বেতন নিয়ে পড়ানোর ব্যাপারে বললেন- এই টাকা বেশ্যাদের উপার্জনের সমতুল্য। তখন মাজাহিরুল উলূমের মজলিসে ইলমী বসে মাওলানা সালমান সাহেবের সভাপতিত্বে রেজুলেশন হইল যে, সা’দকে কখনো বয়ান করতে দেয়া যাবে না।

যেসময় সা’দ সাহেব তার মতাদর্শ প্রচার করা শুরু করলেন তখন লাগামহীনভাবে প্রত্যেকটি বয়ানে অপব্যাখ্যা শুরু করলেন। টঙ্গি ইজতেমায়ও তিনি অসংখ্য ভ্রান্তি প্রচার করেছেন। আমরা কাকরাইলে এর রিপোর্টও পেশ করেছি।

ধীরে ধীরে উনার ভ্রান্তি আক্বাইদের পর্যায়ে চলে গেছে। ইতিপূর্বে তিনি ব্যাখ্যায় ভুল করে আসছিলেন। কিন্তু এখন ব্যাপার এমন পর্যায়ে চলে গেছে যে, তিনি আক্বাইদের উপরও হস্তক্ষেপ করছেন। জমহুর মুফাসসিরীনে কেরামের বিপক্ষে গিয়ে নতুন মতবাদ কায়েম করতে চাচ্ছেন।

বহুকাল থেকে কওমী মাদরাসা আর দাওয়াত ও তাবলীগ নিয়ে পশ্চিমা বিশ্ব মাথা ঘামাচ্ছে। যে, এই দুই সিস্টেম যতদিন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত আছে ততদিন পর্যন্ত মুসলমানদেরকে বিভ্রান্ত করা সম্ভব নয়। এ নিয়ে চব্বিশ ঘন্টা তারা ফিকিরে আছে যে, কিভাবে এদের মাঝে অনৈক্য সৃষ্টি করা যায়। কিভাবে এদেরকে সমাজে কলঙ্কিত করা যায়। আল্লাহ তা’য়ালার শুকুর যে, মাওলানা সা’দ সাহেবের ব্যাপারটা ইতিপূর্বেই স্পষ্ট হয়ে গেছে যে, তিনি কোন এজেন্সির জন্য কাজ করছেন। এজন্যই তো হাজার বুঝানোর পরও বুঝতে চান না। বিজ্ঞ আপন লোকদের পর্যন্ত দূরে সরিয়ে দিচ্ছেন। ইসলাম বিরোধিতায় এত সংকল্পবদ্ধ কেন? দারুল উলূম দেওবন্দে কেবল সা’দ সাহেব সম্পর্কে গোটা বিশ্ব থেকে প্রশ্নের ঢের তৈরি হয়েছে। এরপর দারুল উলূম দেওবন্দের পক্ষ থেকে সা’দ সাহেবকে দেওবন্দে আসতে বলা হয়েছে। (আশচর্যের বিষয় যে, তিনি লাইফে কখনো দারুল উলূম দেওবন্দে যাননি। কত দুর্ভাগা হলে এমন হয়!!) এরপর যখন বারবার তলবের পরও তিনি আসতে অপারগাতা প্রকাশ করছিলেন তখন দেওবন্দের পক্ষ থেকে বলা হল- ঠিক আছে। আমরা আমাদের আমাদের জিম্মাদারি আদায় করে যাব।
একথা শুনে তিনি মাওলানা আহমদ লাট সাহেবকে দেওবন্দে পাঠিয়েছেন। দেওবন্দের মেহমানখানায় তাঁর সাথে মাওলানা আবুল কাসিম নু’মানী (মুহতামিমে দারুল উলূম), সাঈদ আহমদ পালনপুরী (শায়খুল হাদীস), আরশাদ মাদানী ও হাবীবুর রাহমান খায়রাবাদী (প্রধান মুফতি) সহ সিনিয়র সকল আসাতিযায়ে কেরামের সাথে বৈঠক হল। শুরুতেই দেওবন্দের পক্ষ থেকে সা’দ সাহেবের কিছু ব্যাপার উল্লেখ করা হল। আহমদ লাট সাহেব তখন প্রায় আধাঘণ্টার মত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন। শেষে বললেন, এসব তো আপনাদের পর্যন্ত যা পৌঁছেছে তা, আমাদের চোখের সামনে তো আরো কত কী ঘটে যাচ্ছে। অথচ আমরা কিছুই করতে পারছি না। এখনো মারকাযে ইবরাহীম দেওলা সাহেব, ইয়াকূব সাহেব সহ প্রবীণ মুরব্বিয়ানে কেরাম অবস্থান করছেন। আপনারা যদি হুকুম দেন মারকায ছেড়ে চলে যেতে তাহলে আমরা চলে যেতে প্রস্তুত। উনাকে কন্ট্রোল করা এখন আমাদের ক্ষমতার বাহিরে। এসকল কর্মকাণ্ড দেখে দেখে এখানে থাকার আর ইচ্ছা নেই। এটা শুধু আমার কথা নয়। বরং মুরব্বিয়ানে কেরামের বিরাট এক জামাত আছেন যাদের কথা হলঃ দেওবন্দ থেকে যদি থাকতে বলা হয় তাহলে থাকব। যদি বলা হয় চলে যেতে তাহলে চলে যাব। যাদের জীবনের বেশিরভাগ সময় নিজামুদ্দীনে কাটিয়েছেন। তাদের মাঝে এমনও লোক আছেন যারা পঞ্চাশ ষাট বছর যাবৎ দাওয়াত ও তাবলীগের ময়দানে কাজ করে আসছেন। যারা কেবল এনামুল হাসান সাহেব নন বরং মাওলানা ইউসুফ সাহেব (রাহ.)এর আমল এই কাজের সাথে লেগে আছেন। যারা মাওলানা সা’দের উস্তাদ এবং উনার বাবা মাওলানা হারুনেরও উস্তাদ। মাওলানা আহমদ লাট সাহেবের এই কথার পর দেওবন্দ থেকে তাঁকে বলা হল, আপনারা মারকাযেই থাকেন। কী হয় দেখা যাক। এদিকে মাওলানা সা’দ সাহেব চতুর্দিকে ছড়িয়ে দিলেন যে, যদি কথায় ভুল থেকে থাকে তাহলে আহমদ লাট সাহেব, ইবরাহীম দেওলা সাহেব সহ মারকাযের উলামায়ে কেরাম আমাকে সতর্ক করতেন। তাঁরা তো আমাকে কিছু বলছেননা। অথচ বাস্তবতা হল যে, উনাকে বারবার বলা হয়েছে। সতর্ক করা হয়েছে। এই পরিস্থিতিতে মুরব্বিয়ানে কেরাম যখন দেখলেন যে, উনার মতবাদসমূহ আমাদের নামে চালিয়ে দেয়া হচ্ছে তখন তারা নিজামুদ্দীন মারকায ত্যাগ করে চলে গেলেন।

গত বছর মক্কা মুকাররামায় সেখানকার মুরব্বিদের সাথে সাক্ষাৎ হল। তাঁরা উনার সামনে সমসাময়িক বিষয়গুলো উপস্থাপন করে সমাধানের উদ্দেশ্যে ইন্ডিয়া আসার আগ্রহ প্রকাশ করলে তিনি তাদেরকে সাধুবাদ জানান। কিছুদিন পর তাঁরা নিজামুদ্দীন মারকাযে এসে উপস্থিত হলেন। নামাজের পর তার সাথে সাক্ষাৎ করলে তিনি তাদের প্রতি অবজ্ঞা দেখালেন। তাঁরা যখন এ বিষয়ে কথা বাড়ালেন তখন তিনি বললেন-
یہ آپ کی بس کی بات نہی۔ یہ بہت اوپر کی بات ہے۔
তার সম্পর্কে আলোচনা আর দীর্ঘায়িত করবো না। অন্যান্য আলোচকবৃন্দ এ সম্পর্কে আলোচনা করবেন। এ পর্যায়ে তার কিছু মালফূযাত আপনাদের সামনে পেশ করছি। তার নাম বলার পর আপনারা “দামাত বারাকাতুহুম” বলবেন না। বলবেন “খারিবাত খুরাফাতুহু”। কিছু দিন পরে তো আপনারাই বলবেন। কিন্তু প্রথম প্রথম বুঝে না আসতে পারে এজন্য স্মরণ করে দিচ্ছি।

সা’দ সাহেবের বিভ্রান্তিকর উক্তি সমূহঃ
১. বিভিন্ন আয়াতের ব্যাখ্যা করার সময় তিনি বলে থাকেন, মুফাসসিরীনগণ এই আয়াতের এক তাফসীর করে থাকেন। আমি এই আয়াতের তাফসীর এভাবে করি, এটা শুনো, এটা সঠিক তাফসীর। মনোযোগ দিয়ে শুনো। মনোযোগ দিয়ে শুনো। (জমহুর মুফাসসিরীনদের বিপক্ষে গিয়ে নিজস্ব আঙ্গিকে কুরানের তাফসীর করতেন। যেটা সম্পূর্ণরূপে ভুল।)
২. ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম। কারো পকেটে ক্যামেরা বিশিষ্ট মোবাইল রেখে নামায পড়লে তার নামায শুদ্ধ হবে না।
৩. যেই উলামায়ে কেরাম ক্যামেরাওয়ালা মোবাইল রাখেন, তাঁরা উলামায়ে ছূ। বারবার কসম করে বলেন, তাঁরা হলেন উলামায়ে ছূ। এমন আলেমরা হল গাধা।
৪. মোবাইলে কুরআন শরীফ পড়া এবং শোনা, প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো। উনার শব্দ হলঃ পেসাবদানী ছে পানি পিনা হাঁয়’।
৫. কুরআন শরীফ শিখিয়ে যাঁরা বেতন গ্রহণ করেন, তাঁদের বেতন বেশ্যার উপার্জনের চেয়ে খারাপ। যেই ইমাম এবং শিক্ষকরা বেতন গ্রহণ করেন, তাদের আগে বেশ্যারা জান্নাতে প্রবেশ করবেন।
৬. মাদরাসাগুলোতে যাকাত না দেয়া হোক। মাদরাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না। সারা আলমের মাদরাসাগুলো যাকাত নিয়ে হারাম কাজ করতেছে।
৭. রাসূল (স.)এর পর কেবল তিনজনের বাই’আত পূর্ণতা পেয়েছেন, বাকী সকলের বাই’আত অপূর্ণ। তিন জন হলেন; শাহ ইসমাঈল শহীদ (রাহ.), মাওলানা ইলিয়াছ (রাহ.) ও মাওলানা ইউসূফ (রাহ.)।
৮. তিনি আজমগড়ের ইজতিমায় একাধিকবার সুন্নাতকে তিন প্রকার বর্ণনা করেছেন- ইবাদাতের সুন্নাত, দাওয়াতের সুন্নাত এবং আচার-আচরণের সুন্নাত। এটা তার নতুন উসুল।
৯. দাওয়াতের পথ নবীর পথ, তাছাউফের পথ নবীর পথ নয়।
১০. আযান হল-তাশকীল। নামায হল-তারগীব। আর নামাযের পরে আল্লাহর রাস্তায় বের হওয়া হল-তারতীব। তাশকীল অর্থ; প্লান, পরিকল্পনা। তারগীব অর্থ; উৎসাহ প্রদান। লক্ষণীয় যে, এই কথার মাধ্যমে তিনি নামাজকে এবাদতে মাকসূদা থেকে বের করে দিচ্ছেন। ঠিক যেন মওদুদী সাহেবের “তাফহীমাত এর উদ্ধৃতি। তারতীব অর্থ; কাজ বাস্তবায়ন।
১১. রাসূল (সা.) দাওয়াত ইলাল্লাহ’র কারণে ইশার নামায দেরীতে পড়ছেন। অর্থাৎ নামাযের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি।
১২. হযরত ইউসূফ (আ.) ‘উযকুরনী ইনদা রাব্বিক’ বলে গাইরুল্লাহ’র দিকে নযর দেয়ার কারণে অতিরিক্ত সাত বছর জেলখানায় থাকতে হয়েছে।
১৩. হযরত মুসা (আ.) দাওয়াত ছেড়ে দিয়ে কিতাব আনতে চলে গেছেন। দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারণে পাঁচলক্ষ সাতত্তর হাজার লোক মুরতাদ হয়ে গেল।
১৪. হযরত যাকারিয়া (আ.) আল্লাহকে বাদ দিয়ে গাছের কাছে আশ্রয় চাইলেন ফলে শাস্তি ভোগ করতে হল।
১৫. হযরত মূসা আ. থেকে এক বড় ভুল হয়েগেছে (এই ইবারতাটা হুবাহু মওদুদী সাহবের ইবারত)। এবং তিনি অপরাধ করে বসছেন। এই জন্য তিনি ক্বওমকে ছেড়ে আল্লাহর সান্বিধ্য লাভের জন্য নির্জনতা গ্রহণ করলেন।
১৬. আমাদের কাজের (তাবলিগী) সাথে লেগে থাকা এবং মাওলানা ইলিয়াছ ও মাওলানা ইউসূফ সাহেবের কিতাব পড়বে, অন্য কোন কিতাব পড়বে না।
১৭. হযরত মূসা (আ.) কর্তৃক একটি বড় ভুল হয়েছে যে, তিনি উম্মতকে ছেড়ে নির্জনতা অবলম্বন করেছেন।
১৮. হযরত মূসা (আ.) কর্তৃক হারুন আ. কে নিজের স্থলাভিষিক্ত বানানো উচিত হয়নি।
১৯. সকাল সকাল কুরআন শরীফ তেলাওয়াত করা এবং নফল নামায পড়ার একটা অর্থ বুঝে আসে কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করে কী অর্জন হয়? কিছুই হয় না।
২০. এ-তাবলীগই নবুওতের কাজ। এছাড়া দীনের যত কাজ আছে-দীনি ইলম শিখানো, দীনি ইলম শিখা, আত্মশুদ্ধি, কিতাবাদি রচনা করা; কোনটাই নবুওয়াতী কাজ না।
২১. মাদরাসার শিক্ষকগণ মাদরাসায় খিদমাত করার কারণে দুনিয়াবী ধ্যান্দায় জড়িয়ে পড়েছেন এই জন্য তাদের দীনের মেহনতে সময় দেয়া দরকার।
২২. কিয়ামতের দিন আল্লাহ তা’আলা বান্দাকে জিজ্ঞাস করবেন, তা’লীমে বসেছিলে কি না, গাশত করেছিলে কি না?
২৩. প্রত্যেক সাহাবী অপর সাহাবীর বিরুদ্ধাচরণ করছেন। অথচ আল্লাহ তা’য়ালা বলছেন-
و ألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا.
২৪. হিদায়েতের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো, তাহলে নবী পাঠাতেন না। অথচ রাসুল (সা.) বলছেন- من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له
২৫. আপনাদের কাছে সবচাইতে বড়গোনাহ চুরি-যেনা। এর চাইতে বড় গোনাহ হল, খুরুজ না হওয়া। তাই হযরত কা’ব ইবনে মালেকের সাথে পঞ্চাশ দিন পর্যন্ত কথা-বার্তা বন্ধ রাখা হয়। (ইস্তেদলালের নমুনা দেখেন।)
তিনি শিক্ষা জীবিনে ছিলেন লাগামহীন। বড় বাবার সন্তান হওয়ায় আসাতিযায়ে কেরাম তাকে শাসন করতেন না। এই সুযোগে তিনি দু’ একটা ঘন্টা করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন, আর বন্ধু-সহপাঠীদের নিয়ে আড্ডা ও গল্পগুজবে সময় পার করতেন।
২৬. কুরআন শরীফ বুঝে-শুনে তেলাওয়াত করা ওয়াজিব। না বোঝে তেলাওয়াত করলে ওয়াজিব তরকের গোনাহ হবে।

এমন আরো অনেক ভ্রান্তি রয়েছে। যা তিনি জায়গায় জায়গায় লাখো মানুষের সামনে বর্ণনা করেছেন।
হযরতজী এনামুল হাসান (রাহ.)এর ইনতেকালের পর লাগামহীন হয়ে পড়েন। এসব বিভ্রান্তিজনক কথার পর সাত আট বছর যাবত নিজামুদ্দীন, কাকরাইল, দেওবন্দ ও নদওয়াতুল উলামা’র উলামায়ে কেরাম তার পিছনে মেহনত করেও তাকে সঠিক আক্বিদায় ফিরিয়ে আনতে পারেননি। অবশেষে অক্ষম হয়ে তার বিরুদ্ধে চূড়ান্ত “ফতওয়া” দিয়েছেন। পরিশেষে আমি জানতে চাই, যে মাওলানার কাছ থেকে অহরহ ভ্রান্তিমূলক কথা প্রকাশ পাচ্ছে। যিনি প্রকাশ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন। এমন একজন ল্যাংড়া, লুলা মাওলানা যার কথাবার্তার ঠিক ঠিকানা নেই, এর পিছনে পাগলের মত ছুটছেন কেন? দাওয়াত ও তাবলীগে নিখুঁত কোন মানুষ নেই?? মুখের ব্যালেন্স ওয়ালা কোন বুজুর্গ নেই? যেখানে ইবরাহীম দেওলা সাহেব হাফিঃ ইয়াকুব সাহেব হাফিঃ আহমদ লাট সাহেব (হাফি.)এর মত উপমাতূল্য, বিশ্ববরেণ্য ব্যক্তি উপস্থিত আছেন, সেখানে ল্যাংড়া, লুলা এই মরা গরু টেনে বেড়াচ্ছেন কেন?

وآخر دعوانا أن الحمد لله رب العالمين
সংকলনে- কালীম মাহফুজ

তাবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত-১০০

রাজধানীর উত্তরায় তাবলীগ জামাতের সাদপন্থী ও যোবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০০ জন আহত হয়েছেন।শনিবার (১ ডিসেম্বর) সকাল ১০টার পর উত্তরা ১০ নম্বর সেক্টরে বিশ্বনবী (স.) দারুল উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একপক্ষ অপরপক্ষকে ঠেকাতে বিমানবন্দর সড়কের উভয়পাশে অবস্থান নেয়ায় ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুই পক্ষের এই অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরা, হাউজ বিল্ডিং, বিমানবন্দর, খিলক্ষেত ছাড়িয়ে গেছে যানজট।

এরপর যোবায়ের পক্ষ দারুল উলুম মাদ্রাসা অবস্থান নেয়। এ সময় অপর পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উলুম মাদ্রাসায় হামলা চালায়। এতে ওই মাদ্রাসায় অবস্থানরত যোবায়ের পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের ১০০ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ জানিয়েছে, শনিবার ভোর থেকে তাবলিগের এক পক্ষ সড়কের একপাশে অবস্থান নেয়। টঙ্গীর আব্দুল্লাহপুরেও অবস্থান নিয়েছে আরেক পক্ষ। এতে উত্তরাগামী সড়কে ধীরগতিতে যান চলাচল করছে। এ কারণে মহাখালী থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।এ বিষয়ে উত্তরা জোনের ট্রাফিকের সহকারী কমিশনার জুলফিকার জুয়েল গণমাধ্যমকে বলেন, ভোর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, রাজধানীর অদূরে টঙ্গিতে জোর অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে ফের বিবাদে জড়িয়েছে তাবলিগ জামাতের দুই গ্রুপ। এক গ্রুপ অপর গ্রুপকে ঠেকাতে শনিবার ভোর থেকে উত্তরার বিমানবন্দর সড়কের উভয় পাশে অবস্থান নিয়েছে। আমাদের ফোর্সরা কাজ করছেন। তাবলিগ জামাতের উভয় পক্ষের মুরুব্বিদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে।

জনরোষের শিকার কুয়াকাটার হাফিজুর রহমান হুজুর।

পাবনার চাটমোহরে হেলিকপ্টারে চড়ে জলসা করতে এসে চুক্তি অনুযায়ী ওয়াজ না করায় আয়োজক ও মুসল্লিদের জনরোষের মুখে পড়েছেন প্রধান বক্তা মাওলানা মো. হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা)।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের বালুচর মাঠে এ ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে তাকে ছাড়াই হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে ছেড়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাফিজুর রহমান সিদ্দিককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জলসা কমিটি ও স্থানীয়রা জানান, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট গুড়াখাড়া-চিরইল-সাড়োরা-ইঁচাখালী সম্মিলিত হাফিজিয়া মাদরাসা ও এতিম খানায় ইসলামী জলসার দিন ছিল বৃহস্পতিবার।

জলসার প্রধান বক্তা মাওলানা মো. হাফিজুর রহমান সিদ্দিককে (কুয়াকাটা) প্রায় এক বছর আগে ৫০ হাজার টাকা বায়না দেয়া হয়। চুক্তি ছিল জলসার দিন বাদ জোহর থেকে বাদ আসর পর্যন্ত ওয়াজ করবেন তিনি। সেই সঙ্গে হেলিকপ্টারে আসার জন্য ভাড়া বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা দিতে হবে।

চুক্তি অনুযায়ী, জলসা কমিটি হেলিকপ্টারের ভাড়া পরিশোধ করেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা থেকে একটি হেলিকপ্টারে চড়ে পৌর শহরের বালুচর মাঠে নামেন প্রধান বক্তা হাফিজুর রহমান সিদ্দিক।

এরপর আড়াইটার সময় জলসাস্থলে গিয়ে ওয়াজ শুরু করেন। প্রায় ৪০ মিনিট ওয়াজ করে মোনাজাত শেষে তড়িঘড়ি করে বালুচর মাঠে এসে হেলিকপ্টারে চড়ার সময় জলসা কমিটি ও মুসল্লিরা বাধা দিলে সেখানে উত্তেজনা শুরু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাফিজুর রহমান সিদ্দিককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর সন্ধ্যায় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে তাকে তুলে দেয় থানা পুলিশ।

জলসা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, আমরা প্রতি বছর চার গ্রামের মানুষ মিলে বড় জলসার আয়োজন করে থাকি। চুক্তি অনুযায়ী, তিনি (হাফিজুর রহমান সিদ্দিক) ওয়াজ না করে দ্রুতসময়ে চলে যাওয়ার সময় স্থানীয় মুসল্লিরা বাধা দেয় এবং ক্ষিপ্ত হয়। তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। কোনো বছরই কোনো বক্তা এমন করেননি। তিনি আমাদের অনেক ক্ষতি করেছেন।

এ ব্যাপারে প্রধানবক্তা হাফিজুর রহমান সিদ্দিকের সঙ্গে যোগাযোগের জন্য তার একান্ত সহকারী রফিকের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও রিসিভ করেননি।

এ ব্যাপারে চাটমোহর থানা পুলিশের ওসি সেখ মো. নাসীর উদ্দিন বলেন, ভুল বোঝাবুঝি থেকে জনরোষের সৃষ্টি হয়েছিল। পরে হাফিজুর রহমান সিদ্দিককে উদ্ধার করে চাটমোহর রেলস্টেশন থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট কেটে তুলে দেয়া হয়েছে। তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

যথাযথ মর্যাদায় বক্তাবলী গণহত্যা দিবস পালিত।

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগনার ১৯৭১ সালের ২৯ নভেম্বর পাকহানাদার বাহিনীর হাতে নিহত ১৩৯ জন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ নানা ধরনের কর্মসূচির পালন করা হয়েছে।

আর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কবরজিয়ারতসহ দোয়া কামনা করা হয়। গণহত্যা দিবস পালনে শহীদদের পরিবারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত বক্তাবলীর কানাইনগরস্থ’ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও লক্ষ্মীনগর গণকবরে কবরজিয়ারত ও দোয়া প্রার্থনা করেন।

এদিকে ২৯ নভেম্বর বক্তাবলী গণহত্যা দিবসে বক্তাবলী পরগনায় শোকের দিন হিসেবে পালন করা হয়। বক্তাবলী পরগনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বেশির শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করে এবং কালো ব্যাচ পরিধানের মাধ্যমে শোক দিবস হিসাবে পালন করা হয়।

বৃহস্পতিবার সকালেই বক্তাবলী গণহত্যা দিবস পালনে শহীদদের পরিবারের পক্ষ থেকে লক্ষ্মীনগর পূর্বপাড়া গণকবরে কবর জিয়ারত করা হয়। কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অবস্থিত শহীদদের স্মৃতিতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও শোক র‌্যালী করেন করেন কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন।

শ্রদ্ধা নিবেদন করেন সামাজিক সংগঠন এবি ফ্রেন্ডস এসোশিয়েশনের সাধারন সম্পাদক মাল আশরাফউদ্দিন নান্নু, সিনিয়র সহসভাপতি মীর মঈন আশরাফ জাবেদ, সহসভাপতি রাশেদুল হক রাসেল, যুগ্ম সাধারন সম্পাদক মো: শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমনসহ প্রমুখ।

এছাড়া বক্তাবলী পরগনার বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সামাজিক সংগঠন ওয়েল ফেয়ার ট্রাস্ট ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দুপুরে আমরা মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলার পক্ষ থেকে আলামিন প্রধান নুর আলম আকন ও রাসেলের নেতৃত্বে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। নারায়ণগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ হতে শওাগর এর নেতৃত্বে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোকিত বক্তাবলীর সভাপতি নাজির হোসেন, সাধারন সম্পাদক আবুল কালাম ও সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের নেতৃত্বে শোক র‌্যালী নিয়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী,বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, আলোকিত বক্তাবলীর সাবেক আহবায়ক মাশফিকুর রহমান শিশির, জেলা তাঁতীলীগ নেতা মনির হোসেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, ২৯ নভেম্বর বক্তাবলী পরগনার যেসকল ব্যক্তি শহীদ হয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আগামীতে ব্যাপক পরিসরে বক্তাবলী দিবস পালন করা হবে। এতে করে এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

যথাযথ মযার্দায় আলোকিত বক্তাবলীর উদ্যোগে বক্তাবলী গণহত্যা ও প্রতিরোধ দিবস পালন।

যথাযথ মযার্দায় আলোকিত বক্তাবলীর উদ্যোগে বক্তাবলী গণহত্যা ও প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

১৯৭১ সালের মহান স্বাধীনতা যোদ্ধে ২৯ নভেম্বর বক্তাবলী পরগনায় পাক হানাদার বাহিনী কতৃক নিহত ১৩৯ জন শহীদের স্মরণে বৃহস্পতিবার(২৯ নভেম্বর) সকাল ৯টায় আলোকিত বক্তাবলীর পক্ষ থেকে শোক র‍্যালী ও কানাইনগরস্থ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,আলোকিত বক্তাবলীর উপদেষ্টা ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত আলী,আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেন,সাধারণ সম্পাদক মো.আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক মো.বাদল হোসেন ববি,বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.কামরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো.বাবুল মিয়া,আলোকিত বক্তাবলীর সাবেক আহবায়ক মো.মাশফীকুর রহমান শিশির,‌সা‌বেক সহ‌যোগী নির্বাচন ক‌মিশনার মো.‌সোহরাব ভূইয়া,এবি ফ্রেন্ডসের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমন।


আরো উপস্থিত ছিলেন,মো.মনির হোসেন,মহ‌সিন খান,মো.জনি,মো.আক্তার,আরিফ, ইব্রা‌হিম,মো.সুজন,সাগর,আবু ছা‌লেহ,কামরুল, জুবা‌য়ের,লিখন,রিয়াদ,নয়ন,রতন,ক‌য়েকশত সাধারণ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্য‌ক্তিবর্গ।

বোয়েটকে জনির শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলাদেশ অন লাইন আওয়ামী টীম ( BOAT) নারায়নগঞ্জ জেলার নির্বাচিত বক্তাবলীর কৃতি সন্তানদের মাহাবুবুর রহমান জনির শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম (BOAT)নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন, সভাপতি রাশেদুল হক রাসেল,সহ সভাপতি বরকতউল্লাহ, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম সুমন,সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন ববি, আক্তার হোসেন ও ধর্ম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম সজীব নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান জনি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জে পাঁচটি আসনে আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টিরসহ ১৬ জন দলীয় প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার সকাল থেকে দুপুর পৌঁনে ২টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রাব্বী মিয়ার হাতে তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোমিন মিয়া।

নারায়ণগঞ্জ-১ আসন (রূপগঞ্জ) বিএনপি দলীয় মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান সাংসদ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, সিপিবি দলীয় প্রার্থী মঞ্জুরুল ইসলাম চন্দন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে সিপিবির জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা, আওয়ামী লীগ থেকে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনিত পার্থী শামীম ওসমান, বিএনপির প্রার্থী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাহ্ আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, বাসদের সেলিম মাহমুদ, সিপিবির ইকবাল হোসেন, জমিয়তে ইসলামীর দলীয় প্রার্থী মনির হোসেন কাশেমী মনোনয়নপত্র জমা দেন।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সাংসদ সেলিম ওসমান, বিএনপির প্রার্থী সাবেক সাংসদ মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, মহানগর যুবদলেরর আহ্বায়ক ও সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বাসদের আবু নাঈম খান বিপ্লব, সিপিবির মন্টু ঘোষ মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল করার সময় বিভিন্ন প্রার্থীর সঙ্গে তার নেতা-কর্মীরা ভিড় করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে।

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন শাহ আলম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সহ-সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শাহ আলমকে মনোনয়ন বোর্ড নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী হিসেবে চিঠি দিয়েছেন । সোমবার তাকে আনুষ্ঠানিক ভাবে চিঠি দিয়ে জানানো হয়।

বিএনপির ওই সূত্রটি জানায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপি নেতা শাহ আলমই হচ্ছেন বিএনপির প্রার্থী। তবে তার বিকল্প হিসেবে রাখা হয়েছে জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া নারায়ণগঞ্জ-১ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে মনোনয়ন চিঠি দিয়েছেন।

এছাড়া তালিকায় নারায়ণগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম/নাগরিক ঐক্যের উপদেষ্টা ও সাবেক এমপি এস এম আকরাম। বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের একাধিক সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস জানান, এ আসনে শাহ আলম গতবার নির্বাচন করে ভোটের মাধ্যমে বিজয়ী হলেও কৌশলগত কারণে ওনাকে পরাজিত করা হয়েছে।

ইতোমধ্যে শাহ আলমও একই দাবি বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলাম। ওই নির্বাচনে আমাকে জোর করে হারানো হয়েছিল। আমার জয় ছিনিয়ে নেয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী করা হয় পুরোদস্তুর ব্যবসায়ী শাহ আলমকে। ওই নির্বাচনে শাহ আলমের প্রতিপক্ষ ছিলো আওয়ামীলীগের প্রার্থী চিত্রনায়িকা সারাহ বেগম কবরী।

শাহ আলম নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সারাহ বেগম কবরীর কাছে মাত্র আড়াইশ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তবে বিএনপি মনে করে শাহআলমকে জোর করে হারানো হয়েছিল। নিজ দলের সর্বোচ্চ পর্যায়ে শাহ আলমের গ্রহণযোগ্যতা রয়েছে।

প্রসঙ্গত,আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ শামীম ওসমান। রোববার সকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর করা মনোনয়ন চিঠি হাতে পেয়েছেন শামীম ওসমান

আওয়ামীলীগের রনি বিএনপিতে যোগদানের পরই তারেকের শুভেচ্ছা।

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের পরপরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফোনের মাধ্যমে আওয়ামীলীগের সাবেক এমপি রনিকে শুভেচ্ছা জানিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে রনির বিএনপিতে যোগদানের ফলে পটুয়াখালী-৩ আসনে তাকে ধানের শীষের প্রার্থী করা হতে পারে।

এই আসন থেকে নানা আলোচনার জন্ম দিয়ে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু। রনির বিএনপিতে যোগদানে এই আসনে সিইসির ভাগিনার প্রতিদ্বন্দ্বী হতে পারেন রনি।

সোমবার সংবাদ সম্মেলনে রনি বলেন, আমি বিএনপিতে আসলাম এবং মৃত্যুর আগমুহুর্ত পর্যন্ত এখানে থাকবো।

তিনি বলেন, বাঙালী জাতীয়তাবাদ ত্যাগ করে বাংলাদেশী জাতীয়তাবাদে আসা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। সএর সাথে কেবল মাত্র নমিনেশন জড়িত নয়।

তিনি আরো বলেন, আমরা যারা রাজনীতি করি, তাদের সকলের মন এবং মস্তিস্কে নির্বাচন, নমিনেশন পাওয়া, এমপি পদ পাওয়া এরকম একটি স্বপ্ন থাকে। আমি যদি বলি এই স্বপ্নটি আমার মধ্যে নেই, এই স্বপ্ন ছাড়া এখনে এসেছি, এটি একটি ডাহা মিথ্যা কথা। আবার আমি কেবল স্বপ্নের জন্য এখানে এসেছি আর স্বপ্ন ভঙ্গ হলে থাকবো না এটাও ঠিক নয়। আমি এখানে এসেছি এবং মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি।

সোমবার দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এই আসন থেকে নানা আলোচনার জন্ম দিয়ে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু। রনির বিএনপিতে যোগদানে এই আসনে সিইসির ভাগিনার প্রতিদ্বন্দ্বী হতে পারেন রনি।

গোলাম মাওলা রনি তার ফেসবুকে লেখেন, ‘পুরুষের কান্নায় গলাচিপা দশমিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি লেখেন, ‘উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামবো। দেখা হবে সবার সঙ্গে এবং দেখা হবে বিজয়ে’।
তবে স্বতন্ত্র নাকি কোনো দলের ব্যানারে নির্বাচন করবেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি রনি। কেন না বিএনপি বা ঐক্যফ্রন্ট পটুয়াখালী-৩ আসনে কে প্রার্থী হচ্ছেন, তা এখনও চূড়ান্ত করেনি।

তবে বিএনপির একটি সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৩ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী দিতে পারে। সেক্ষেত্রে ঐক্যফ্রন্টের প্রার্থী রনিই হচ্ছেন কিনা সে বিষয়টিও স্পষ্ট হয়নি।

এ বিষয়ে গোলাম মওলা রনি বলেন, ‘আমি নির্বাচন করব। বিএনপি একটি বড় দল যদি তারা মনোনয়ন দেয়, তাহলে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চাই। না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নেব’।

২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মওলা রনি। পরে দলকে নিয়ে সমালোচনামূলক বক্তব্যের কারণে দলের ভেতরেই চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের নির্বাচনে দল থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হন রনি। বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণ থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলেও খুব একটা সুবিধা করতে পারেননি।