পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ নাইজেরিয়া

176

চরম দরিদ্রতার সঙ্গে বসবাস করা মানুষের সংখ্যার দিকে দিয়ে ভারতকে ছাড়িয়ে গেছে নাইজেরিয়া। আফ্রিকার এই দেশের প্রায় অর্ধেক জনগণ, ৮.৭ লাখ মানুষ দিনে ১.৯০ মার্কিন ডলারের কম খরচে দিন যাপন করেন। শীর্ষ দশ দরিদ্র দেশের মদ্যে বাংলাদেশও রয়েছে।ওয়ার্ল্ড পভার্টি ক্লক বা দারিদ্র্য ঘড়ি ব্যবহার করে পাওয়া এই ফলাফল সংকলন করে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ব্রুকিংস ইনস্টিটিউট, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।ওই প্রতিবেদনে দেখা যায়, পৃথিবীর ৬৪.৩ কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্যের মাঝে বসবাস করছেন। এর তিন ভাগের দুই ভাগই আফ্রিকার বাসিন্দা। প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৮ সালের শেষ নাগাদ দরিদ্র মানুষের সংখ্যা বাড়বে এবং বাড়তেই থাকবে।আফ্রিকার সবচেয়ে বেশি তেল উৎপাদন হয় নাইজেরিয়ায়। তা সত্ত্বেও সেদেশে জীবনযাপনের মান নেহায়েতই নিম্ন। ২০১৬ সালের দিকে হঠাৎ তেলের দাম পড়ে যাওয়া ও উৎপাদন কমে যাওয়াতে দেশটি অর্থনৈতিক মন্দায় পড়ে যায়।বিগত কিছুদিনে তেলের দাম বাড়ায় সেই মন্দা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে নাইজেরিয়া। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলই (আইএমএফ) জানিয়েছে, দারিদ্র্য দূরীকরণ এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে তাদেরকে।নাইজেরিয়ায় একদিকে প্রতি মিনিটে ছয়জন মানুষ চরম দারিদ্রের দিকে পা বাড়াচ্ছে। অন্যদিকে ভারত দারিদ্র্য থেকে উঠে আসছে, দেখা যায় ওই প্রতিবেদনে। বর্তমানে ৭.১৫ কোটি বা ৫.৩ শতাংশ ভারতীয় দারিদ্র্য সীমার নিচে বাস করছেন।