৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 211

বুলুসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন থানার বিস্ফারক আইনে দায়ের করা মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস ও শিরিন সুলতানা।

উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে পল্টন থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্দ্যেগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সকাল ১০-১১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি এড. আবুল কালামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এডঃআবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামার, সিনিয়নর সহ-সভাপতি এডঃ সাখাওয়াত হোসেন খান,সহ-সভাপতি এডঃ জাকির হোসেন,সহ-সভাপতি এড. সরকার হুমায়ূন কবীর, সহ -সাংগঠনিক আওলাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন শোখন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নেতা আবুল কাওসার আশা, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নেতা আকরাম প্রধান, এড. এম এইচ আনোয়ার প্রধান, ফারুক চৌধুরী, মোস্তাক আহমেদ, মহিলাদল নেত্রী রাশিদা জামাল, শ্রমিকদল নেতাা নজরুল ইসলাম, মনির মল্লিক, যুবদল নেতা মোস্তাকিম শিপলু, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন প্রমূখ।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানকে গোপলগঞ্জ আ’লীগ নেতাদের ফুলের শুভ্চ্ছো

নিজস্ব প্রতিবেদক: গত ২৫ ফেব্রুয়ারী শনিবার নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন জেলা পরিষদের সদস্যদের নিয়ে গোপালগঞ্জ টঙ্গীপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আনোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় গোপালগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি এবং মেয়র লিয়াকত হোসেন লেকু, গোপালগঞ্জ শহর যুবলীগ এর সাধারন সম্পাদক, জাহেদ মাহমিদ বাপ্পী,  বঙ্গবন্ধু কলেজের সাবেক ভি,পি উৎপল, সোহেল চৌধুরী, গোপালগঞ্জ জেলা যুবলীগের প্রচার সম্পাদক শিমুল চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় আরও ছিলেন চেয়াম্যান সাহেবের সহধর্মীনি সুলতানা রাজিয়া,এবংতাদের ছোট মেয়ে, এ,পি,স,ডাঃকামরু ইসলাম সরকার, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মাসুম আহমেদ সুমন, সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ রিপন,যুগ্ম সম্পাদক সোহেল মাহমুদ, সাংঠনিক সম্পাদক মোঃমুস্তাহিদ খান, সোনারঁগা থানা ছাএলীগ নেতা এবং জেলা পরিষদের সদস্য নূর আলম খান প্রমুখ।

সোনারগাঁয়ে ১০ ভুয়া ডিবি পুলিশ আটক

সোনারগাঁয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে ১০ ভুয়া পুলিশ (ডিবি) আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার দুপুরে ৬৫ লাখ টাকা ছিনতাই করবে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মো: আ: হক শিকদারের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা লিজা পাম্পের সামনে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করাকালে তাদেরকে আটক করা হয়। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
আটককৃতরা হলেন, ভোলা জেলা ও থানার তালুকদারচর এলাকার খালেক ব্যাপারীর ছেলে নূর ইসলাম (৩২), মানিকগঞ্জ জেলা ও থানার জয়বা এলাকা নুরুল ইসলামের ছেলে নুরুজ্জামান ওরফে মোক্তার (৪৫), কুমিল্লা জেলার মুরাদনগর থানার কামেলা এলাকার মোতালেব মিয়ার ছেলে কুদ্দুছ (৩০), নওগাঁ জেলার বদরগাছী থানার বালু ভরা এলাকার আব্দুল জলিলের ছেলে হেলাল (৩৬), গোপালগঞ্জ জেলার কোঠালিপাড়া থানার টাপুরিয়া এলাকার মৃত শেক মোশারফ হোসেনের ছেলে শেখ মোজাম্মেল হোসেন (৪৪), পাবনা জেলার বেড়া থানার বিজয়গঞ্জ এলাকার মৃত আ: মজিদের মনির হোসেন (৩৬), ফেনী জেলার সোনাগাজী থানার চরদবেশ এলাকার মৃত মজিবর রহমানের ছেলে এনামুল হক (৪০), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার দেহকোলা এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে মাসুদ করিম (৩২) ও টাংগাইল জেলা ও থানার বাতকুড়া এলাকার মৃত আ: রশিদ খানের ছেলে মিঠু খান (৫০)।
এসময় তাদের কাছ থেকে পুলিশ ও সাংবাদিক লেখা দুটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-২৫-৯০৬৮ ও ঢাকা মেট্টো চ-১১-৪৭৮৬), এক জোড়া হ্যান্ডকাপ, ‘ডিবি পুলিশ’ লেখা ৩টি পোশাক, পুলিশের ব্যবহৃত দুটি লাঠি, একটি ওয়াকিটকি ও একাধিক ভুয়া ওয়ারেন্ট উদ্ধার করা হয়।
এছাড়াও মিঠু খান নামে ‘ইত্তেফাক’ এর ভুয়া আইডি কার্ড ও হেলাল হোসেন নামে হিউম্যান রাইটসের একটি আইডি কার্ড উদ্ধার করা হয়।

বন্দরে ড্রেন ও রাস্তার দাবীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: বন্দরের হরিপুর এলাকার নাজিরগঞ্জ মহল্লার নারী-পুরুষরা রাস্তা ও ড্রেনের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছে। বুধবার সকাল ১১ টায় তারা মহল্লায় বেরিয়ে এসে বিক্ষোভ করে।
মহল্লাবাসী জানান, নির্বাচনের আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হরিপুরের নাজিরগঞ্জ মহল্লায় ড্রেন নির্মাণের জন্য মুরাদপুর প্যাকেজের সাথে ৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্ধ দেয়। ড্রেন নির্মাণ ঠিকাদার হরীপুরে ৫শ’ মিটার ড্রেনের পরিবর্তে মাত্র ২শ’ মিটারের মতো ড্রেন নির্মাণ করে কাজ বন্ধ করে দেয়। নাজিরগঞ্জ মহল্লায় ড্রেন না থাকায় সামন্য বৃষ্টিতে এলাকাবাসী কৃতিম জলাবদ্ধতার শিকার হন। এ মহল্লাবাসী প্রধান রাস্তায় বের হওয়ার মতো কোন রাস্তা নেই। কেউ মারা গেলে লাশও বের করার রাস্তা নেই। ড্রেনটি নির্মাণ হলে পয়নিস্কাশনসহ মানুষের যাতায়তের রাস্তা হবে। বর্তমানে বাহাউদ্দিন ভূইয়ার বাড়ি হতে আমিনুল ভূইয়ার বাড়ির পাশ দিয়ে আবুল মিয়ার বাড়ি সংলগ্ন দিয়ে সোজা অক্ষনদী খাল পর্যন্ত ড্রেন নির্মাণ হলে এ মহল্লাবাসীর সমস্য সমাধান হবে বলে তারা দাবি করে। এ মহল্লার প্রায় ২ শতাধিক পরিবার রাস্তা ও ড্রেন না থাকায় মানবেতর জীবন যাপন করছেন। তাই তারা সিটি করপোরেশনের মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যপারে ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনের আগেই এ মহল্লার ড্রেন নির্মাণের বরাদ্ধ সিটি করপোরেশন দেয়। বাহাউদ্দিন ভূইয়ার বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ হলে আমিনুল ও বজলুর রহমানের বাড়ির সীমানা নিয়ে বিরোধের কারণে কাজ এগোতে পারেনি।
এ ব্যপারে আমিনুল ইসলাম জানান, বাড়ির সীমানা বিরোধ মিটে গেলেও ড্রেন নির্মাণ ঠিকাদার জাকির কনস্ট্রাকশন কর্তৃপক্ষকে বার বার বললেও তারা কাজ ধরেনি। এ ব্যপারে বর্তমান কাউন্সিলর কামরুজ্জামান বাবুল জানান, আমার জানা মতে সিটি করপোরেশনের দেয়া বরাদ্ধ পর্যন্ত কাজ হয়েছে। নাজিরগঞ্জ মহল্লার ভিতর দিয়ে ড্রেন ও রাস্তা নির্মাণের প্রজেক্ট তৈরী করা হচ্ছে তা শিগ্রই জমা দেয়া হবে।

পরিবহন ধর্মঘটের ২য় দিনে ফতুল্লায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: পরিবহন শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিনে যানবাহন সংকটে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নারায়ণগঞ্জের স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবি ও সাধারন যাত্রীদের। নারায়ণগঞ্জের চাষাড়া ডন চেম্বার মোড়, পঞ্চবটি, সাইনবোর্ড, ফতুল্লা ও পাগলা এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ন ষ্ট্যান্ডে গাড়ি না পেয়ে যাত্রীদের মালামাল নিয়ে বসে থাকতে দেখা গেছে।
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীর সহ পাঁচজনের নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ বাতিলের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এই ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেন।  ঘোষণা অনুযায়ী গত মঙ্গলবার থেকে দেশের ১৭টি জেলায় একযোগে চলছে এ ভোগান্তির ধর্মঘট।
এদিকে ধর্মঘটের পাশাপাশি ফতুল্লার পঞ্চবটি এলাকায় সড়ক অবরোধ ও ট্রায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পরিবহন শ্রমিকরা। একই সাথে ইট ও পাথরসহ ট্রাক ও লড়ি দ্বারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় সাজা প্রাপ্ত বাস চালক  জামির হোসেনকে মুক্তির দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগাণ তুলে বিক্ষোভকারীরা।
বিক্ষোভের সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের তোপের মুখে পরেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে বড় পরিবহন ও বাস চলাচল বন্ধ থাকার সুযোগ লুফে নিচ্ছেন সিএনজি, ইজি বাইক, রিক্সা ও চালকরা। তুলনা মূলক ভাবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত হারে ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, চাষাড়া মোড় এলাকায় ঢাকা গামী বাসের অপেক্ষায় দীর্ঘক্ষন বসে আছেন মাহমুদা নামে মধ্য বয়ষ্ক এক নারী। তাঁর বাবা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি। কিন্তু গাড়ির অভাবে হাসপাতালে ভর্তি অসুস্থ্য বৃদ্ধ বাবাকে দেখতে যেতে পাড়ছেন না। শেষ পর্যন্ত উপায় না পেয়ে অতিরিক্ত ভাড়া গুনে সিএনজি যোগে ঢাকার হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হলেন তিনি।

রূপগঞ্জে স্কুল শিক্ষিকাকে অপহরনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমেনা আক্তার বিউটি (৩২) নামে এক স্কুল শিক্ষিকাকে অপহরন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতের ভাই মঞ্জুরুল হক বাদল জানান, তার বোন আমেনা আক্তার বিউটি স্থানীয় ভারত চন্দ্র কিন্ডার গার্ডেনে শিক্ষকতা করেন। একই এলাকার সুমন চন্দ্র দাস দীর্ঘ ধরে আমেনা আক্তার বিউটিকে স্কুলে আসা যাওয়ার সময় প্রেমের কুপ্রস্তাব দিয়ে আসছিলো। সুমন চন্দ্র দাসের প্রস্তাবে রাজি না হলে আমেনা আক্তার বিউটিকে উঠিয়ে নিয়ে যাবে বলে ভয়ভীতি প্রদান করে আসছিলো। প্রতিদিনের ন্যায় আমেনা আক্তার বিউটি স্কুল থেকে বাসায় আসার পথে সুমন চন্দ্র দাস ও তার সহযোগী মিরার চন্দ্র দাস, খোকন চন্দ্র দাস, কাতির্ক চন্দ্র দাস অজ্ঞাত ৪/৫ জন তার বোন আমেনা আক্তার বিউটিকে একটি মাইক্রো বাসে করে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে জানায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে লাটিপেটা

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মাসুদ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে লাঠিপেটা করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার মাঝিনা সুতিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের মা বাছিরুন বেগম জানান, একই এলাকার মনির হোসেনের সঙ্গে তাদের ধীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরেই মনির হোসেন, আলাউদ্দিন, লিয়াকত আলী, সজীব, সাইফুল, শফিকুলসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাছিরুন বেগমের বাড়িতে প্রবেশ করে ঘর-বাড়ি ভাংচুর করে। ভাংচুরে বাঁধা প্রদান করতে আসলে প্রতিপক্ষের লোকজন মাসুদকে লাঠিপেটা করে আহত করে। এক পর্যায়ে কোদাল দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

‘জঙ্গিবাদের পথ থেকে ফিরলে পুনর্বাসন’-সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি সদস্য যারা জঙ্গিবাদের পথ থেকে ফিরে আসবে তাদের আইনি সহায়তা প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে টেবিলে উত্থাপিত সরকার দলীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের মানুষ সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদকে ঘৃণা করে। দেশের সুষম উন্নয়ন ও নিরাপত্তার জন্য সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ হুমকি স্বরূপ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জঙ্গিবাদ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ভিত্তিতে কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করে। এজন্য জঙ্গি দমনে সারা বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল  হিসেবে বিবেচিত।’

জঙ্গিবাদ দমনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সাফল্যের কথা তুলে ধরে সংসদ নেতা বলেন, ‘জঙ্গি সংগঠনগুলোর অনলাইন ভিত্তিক প্রচারণার দিকে গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি আরো বৃদ্ধি করা হবে। জনগণের মধ্যে জঙ্গিবাদী মতাদর্শের র‌্যাডিক্যালাইজেশন যাতে না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড তাৎক্ষণিকভাবে মোকাবেলার জন্য একটি যুগোপযোগী স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘পূর্বের সরকারের সময় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন অবহেলিত ছিল। ফলে কর্মক্ষেত্রে তাদের নানাবিধ প্রতিবন্ধকতা ছিল। কিন্তু এখন তারা যাতে শিক্ষা শেষ করে কর্মক্ষেত্রে সম্মানের সাথে নিজেদের মেধাকে কাজে লাগাতে পারে সে দিকটিও সরকারের বিবেচনায় রয়েছে।’

সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যে সকল জঙ্গি সদস্য জঙ্গিবাদের পথ থেকে ফিরে আসবে তাদেরকে আইনি সহায়তা দেয়া হবে ও তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।‌’

চাষাঢ়ায় ‘ইষ্টিশনের গপ্প’ ফাস্টফুডে সন্ত্রাসী তাঈম বাহিনীর তান্ডব

স্টাফ রিপোর্টার: চাষাঢ়া প্লাটফরর্মের রেলওয়ে সুপার মাকের্টে চারবন্ধুর প্রতিষ্ঠান ‘ইষ্টিশনের গপ্প’ ফাস্টফুডে চাঁদার দাবিতে হামলা চালিয়েছে সন্ত্রাসী তাঈম বাহিনী। গত মঙ্গলবার  ও বুধবার কয়েক দফায় সন্ত্রাসীরা প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে চার বন্ধুকে মারধর ও প্রাণ নাশের হুমকী দেয়। সন্ত্রাসীদের ভয়ে চার বন্ধু প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ রয়েছে, সন্ত্রাসী তাঈম বাহিনী দীর্ঘদিন ধরে চাষাঢ়া রেলষ্টেশনে অবস্থান নিয়ে রেলে যাত্রীদের নানা ভাবে হয়রানী ও প্রতারনা করে আসছে। এই বাহিনী এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
অভিযোগে জানাযায়, চাষাঢ়া রেষ্টশন এলাকায় দীর্ঘদিন ধরে তাঈম, আপন,হৃদয়,রাসেল বাহিনী নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। এই বাহিনী ষ্টেশনে বিভিন্ন ধরনের মাদক বিক্রি ও সেবনসহ চাঁদাবাজী, ট্রেনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাই ও বøাকমেইলিং করে টাকা হাতিয়ে নেয়াসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। গত সোমবার সন্ত্রাসী তাঈম,হৃদয়, আপন,রাসেলসহ ১০/১২জন সন্ত্রাসী চাষাঢ়া রেলষ্টেশনে অবস্থিত ‘ইষ্টিশনের গপ্প’ ফাস্টফুডে গিয়ে চাঁদা দাবী করে। পরেরদিন মঙ্গলবার সন্ধ্যায় ফাস্টফুডে গিয়ে আবারো চাঁদা দাবি করে নানা ধরনের হুমকী দিলে প্রতিষ্ঠানের মালিক প্রমিত ও মমিন এর প্রতিবাদ জানালে তাদের মারধর করে। এ সময় ফাস্টফুডের ক্রেতা রাসেলকেও মারধর করে চলে যায়। গতকাল বুধবার দুপুরে সন্ত্রাসী তাঈম বাহিনী পূনরায় চাষাঢ়া রেলষ্টেশনে গিয়ে প্রতিষ্ঠানের মালিকদের মারধর ও প্রাণ নাশের হুমকী দেয়। এসময় সন্ত্রাসীদের ভয়ে প্রতিষ্ঠানের মালিকরা পালিয়ে যায়।