৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 149

দেশ ও দেশের বাইরের সকল মুসলমানকে ঈদ মোবারক – আলহাজ্ব এম শওকত আলী

একমাস সিয়াম সাধনার পর সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন ॥

ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয় -এড. আল আমীন সিদ্দিকী

মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়।

ফতুল্লা প্রেস ক্লাবে বিজয় টিভির প্রতিষ্ঠা বাষির্কী পালন

নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারী টেলিভিশন বিজয় টিভির প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।

ফতুল্লা থানা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : বুধবার বাদ আসর ফতুল্লা থানা প্রেস ক্লাবের উদ্যোগে তাদের নিজ কার্যলয়ের মিলায়তনে দোয়া মাহফিল ও রোজাদার ব্যক্তিদের ইফতার করানো হয়।

ফতুল্লায় কিশোরী ধর্ষণ, গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ফতুল্লায় এক কিশোরীকে পথরোধ করে পরিত্যাক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এসময় পায়ে ধরে ভাই ডেকে আরো দুই বখাটের গণধর্ষণ থেকে রক্ষা পেলেন এক কিশোরী। মঙ্গলবার রাতে এঘটনায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ধর্ষকসহ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার নন্দলালপুর ভাবী বাজার এলাকার মৃত. রাজ্জাক মিয়ার ছেলে ধর্ষক স্বাধীন আহমেদ (২৫) ও তার বন্ধু তানভীর আহমেদ।

ধর্ষকের বন্ধু তানভীর আহমেদকে (২৫) গ্রেফতার করে থানায় নেয়ার পথে সাংবাদিকদের জানান, সম্রাট নামে এক যুবক তার কিশোরী বান্ধুবীকে নিয়ে ফতুল্লার নন্দলালপুর এলাকায় সড়ক দিয়ে ঘুরছিল। এসময় তাদের দুজনকে পথরোধ করে একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে স¤্রাটকে বাহিরে রেখে স্বাধীন (২৫) ওই কিশোরীকে নিয়ে প্রথমে ধর্ষণ করে। এরপর আমি ধর্ষণ করতে ওই কক্ষে প্রবেশ করলে ওই কিশোরী আমার পায়ে ধরে কান্নাকাটি করে ভাই বলে ডাকে। এতে কিশোরীকে গালাগালি করে বের হয়ে আসি। একই কারনে আমাদের বন্ধু শান্তও ধর্ষণ করেনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল বলেন, কিশোরীর অভিযোগ পেয়ে ধর্ষকসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা তারা স্বীকার করেছে। এঘটনায় আরো যারা জড়িত রয়েছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ফতুল্লায় হ্যাল্পিং হ্যান্ডের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক সংঘঠন হ্যাল্পিং হ্যান্ডের পক্ষ থেকে অসহায় সুবিধা বঞ্চিত এক হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী (খাদ্য) বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও মাহফুজুল আলম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ মঞ্জুর কাদের (পিপিএম)।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ¦ ফরিদ আহমেদ লিটন, দাপা বায়তুল হামদ জামে মসজিদের সভাপতি মোঃ শফিউদ্দিন, শেখ মোঃ আতাউল্লা, হ্যাল্পিং হ্যান্ডের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম, সাংবাদিক মাসুদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, হ্যাল্পিং হ্যান্ডের মত সংগঠন প্রতিটি এলাকায় যদি থাকত, তাহলে গরীব অসহায় মানুষ কখনো ঈদ আনন্দ থেকে বঞ্চিত হতো না। তিনি আরো বলেন, সবাইবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যেখানে মাদক ব্যবসা ও সেবন চলছে সেখানেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রয়োজনে পুলিশকে খবর দিয়ে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে হবে।
বিশেষ অতিথি আলহাজ¦ ফরিদ আহমেদ লিটন বলেন, সমাজকে মাদকমুক্ত করে একটি সুন্দর সমাজ গড়ে তুলে একটি দারিদ্রমুক্ত সমাজ গড়ার প্রত্যয় করছি।
প্রসঙ্গত হ্যাল্পিং হ্যান্ড শুরু থেকেই বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। এর মধ্যে গরীব শিক্ষাথীদের পড়াশুনার খরচ, মৃত ব্যক্তির দাফন-কাফনের ব্যবস্থা, অসহায় দরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদানসহ বিশেষ করে মাদক, ইভটিজিং এর বিরুদ্ধে সক্রিয় ভুমিকা পালন করে আসছে।

‘আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের সংক্ষিপ্ত পরিচিতি’

আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফ ইলমে শরিয়ত, তরিকত ও মা’রেফাত প্রচারের এক উজ্জ্বল মারকাজ । হাদীয়ে বাঙ্গাল শাহ কারামাত আলী জৈনপুরী (রহঃ) এর নাতী শাহ সুফি আল্লামা জহুরুদ্দীন আহমাদ আব্বাসী ওয়া সিদ্দিকী (রহঃ) দরবারটির প্রতিষ্ঠাতা । হাদীয়ে বাঙ্গাল শাহ কারামাত আলী জৈনপুরী (রহঃ) সুদীর্ঘ ৫০ বছর বাংলা, বিহার ও আসামে দ্বীনের দাওয়াত দিয়েছেন । যার ফলশ্রুতিতে ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী তাঁর হাতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছেন । তাঁর ইন্তেকালের পর থেকে তাঁর বংশের যোগ্য উত্তরসূরিগণ দেড় শতাধিক কাল পরও সারা বাংলায় ঘুরে ঘুরে মানুষকে ওয়াজ নসীহতের দ্বারা দ্বীনের সঠিক শিক্ষা দিয়ে হেদায়েতের কাজ করে যাচ্ছেন । হাদীয়ে বাঙ্গাল শাহ কারামাত আলী জৈনপুরী (রহঃ) এর উত্তরসূরি গণের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র শাহ সুফি আল্লামা জহুরুদ্দীন আহমাদ আব্বাসী (রহঃ) । যিনি ১৯৫১ সালে আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের জায়গা খরীদ করেন । আল্লামা জহুরুদ্দীন আহমাদ (রহঃ) ১৯৫২ সালে মুন্সিগঞ্জে ইন্তেকাল করেন । তাঁর জানাজার নামাজ পড়ান তাঁর তৃতীয় সন্তান তাঁরই মনোনীত পরবর্তী গদ্দিনাশীন আল্লামা শাহ সুফি সিদ্দিক আহমাদ আব্বাসী জৈনপুরী (রহঃ) । পিতার ইন্তেকালের পর তিনি স্থায়ীভাবে আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবারে বসবাস শুরু করেন । এবং এখান থেকেই তিনি সুদীর্ঘ ৫০ বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে ওয়াজ নসীহতের দ্বারা মানুষকে হেদায়েত করেছেন এবং বাহাছ-মুনাজারা ও ফতুয়া-ফারায়েজ এর মাধ্যমে সঠিক পথ ও মত মানুষকে দেখিয়েছেন । ১৯৯৭ সালের ২৩-শে ডিসেম্বর এ মহান মনিষী দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতবাসী হন । তাঁর জানাজার নামাজ পড়ান তাঁর একমাত্র সন্তান তাঁরই মনোনীত পরবর্তী গদ্দিনাশীন আল্লামা শাহ সুফি নিছার আহমাদ আব্বাসী ওয়া সিদ্দিকী (রহঃ) । ১৯৯৭ সালের ২৯শে ডিসেম্বর রোজ সোমবার দরবারের সকল খলিফা ও মুরিদগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তিনি আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের দায়িত্ব গ্রহণ করেন । বাংলাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠায় এ সিলসিলায় তিনি অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তি হিসেবে স্বীকৃত । সারাদেশে ওয়াজ নসীহতের দ্বারা অসংখ্য মানুষকে তিনি হেদায়েত করেছেন । ২০০৬ সালের ১৩ই মার্চ রোজ সোমবার এ মহান মনিষী দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতবাসী হন । তাঁর জানাজার নামাজ পড়ান তাঁর চতুর্থ সন্তান তাঁরই মনোনীত পরবর্তী গদ্দিনাশীন পীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী হুজুর । ২০০৬ সালের ১৭ই মার্চ রোজ শুক্রবার দরবারের সকল খলিফা ও মুরিদগণের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে উক্ত দরবারের দায়িত্ব গ্রহণ করেন । আলহামদুলিল্লাহ্‌ বর্তমানে তিনি তাঁর পূর্বসূরিগণের মূল যে কাজ ওয়াজ নসীহত করা, ফতুয়া ফারায়েজ দেওয়া ও তালীম তারবিয়তের মাধ্যমে আত্নশুদ্ধির কাজ তা উক্ত দরবারকে কেন্দ্র করে করে যাচ্ছেন । আলহামদুলিল্লাহ্‌ বর্তমানে এ দরবারের পরিচিতি, সুখ্যাতি ও প্রচার সারা দেশে ছড়িয়ে পড়েছে মাশাআল্লাহ । উত্তরোত্তর দরবারকে কেন্দ্র করে দ্বীনি খিদমত বেড়েই চলছে ।।

বর্তমান খেদমত সমূহঃ———
(১) আব্বাসী মঞ্জিল থেকেই বর্তমান গদ্দিনাশীন পীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী হুজুর সারা বাংলাদেশে সফর করে ওয়াজ নসীহতের মাধ্যমে হেদায়েতী কাজ করে যাচ্ছেন ।
(২) বাংলাদেশের সবচেয়ে দামী ও পরিচিত ইসলামী সংগঠন তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ ও তাঁর সহযোগী সংগঠন জামিয়াতুস শাবাব বাংলাদেশ উক্ত দরবারকে কেন্দ্র করেই পরিচিত হচ্ছে ।
(৩) সঠিক আকীদার যোগ্য আলেম তৈরির জন্যে উক্ত দরবারকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ দ্বীনি প্রতিষ্ঠান মক্তব থেকে ইফতা পর্যন্ত মাদ্রাসা পরিচালিত হচ্ছে ।
(৪) দরবার শরীফে নিয়মিত জিকির ও মিলাদ মাহফিলের মাধ্যমে তরিকতের সবক ও চর্চা করা হচ্ছে ।
উভয় সংগঠনের আমীর হিসেবে এবং মাদ্রাসার পরিচালক ও শাইখুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান গদ্দিনাশীন পীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী হুজুর ।।

শিক্ষা শান্তি প্রগতি শুধু মুখেই নয়, হৃদয়েও ধারণ করতে হবে-শিশির

জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মাশফীকুর রহমান শিশির বলেছেন, ছাত্রলীগ একটি আর্দশের প্রতীক। শিক্ষা শান্তি প্রগতি শুধু মুখেই উচ্চারণ নয়, হৃদয়েও ধারণ করতে হবে। কারণ ছাত্রলীগের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।

সোমবার (১১ জুন) সদর উপজেলার বক্তাবলীতে ইউনিয়ন ছাত্রলীগের দোয়া ও ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়নের লক্ষ্মীনগর তারু মার্কেটে ফয়সাল মাহমুদের এ ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. নাজির হোসেন, বক্তাবলী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ।

আব্দুল আজিজ বলেন, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ছিল অগ্রণী ভূমিকা। ছাত্রলীগ হচ্ছে রাজনীতি শেখার পাঠশালা। তাই ছাত্রলীগ কর্মীদের চরিত্র গঠন ও ভবিষ্যত সোপান এখান থেকেই তৈরি করতে হবে।

12--1নাজমুল আল হাসান সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মামুন, সজিব, রনি, মোঃ মিঠু, তামিম, সীমান্ত, মিলন, নাঈম, আরিফ, মিলন, মারুফ, তুহিন, মেহেদী, নাহিদ, সিহাব, শাকিল, রবিউল, আহাদ প্রমুখ।

বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে বক্তাবলি ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত ছেয়ারম্যান ও বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো:শওকত আলীর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহরিকে খাতমে নুবুওয়্যাতের আমির ও আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন পীর আল্লামা ড. মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো:আতাউর রহমান প্রধাণের সঞ্চালনার আরো উপস্থিত ছিলেন,বক্তাবলি ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি আলহাজ্ব মো:আফাজউদ্দিন ভূইয়া,বক্তাবলি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম কাজী মো:শহিদুল্লাহ,বক্তাবলি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো:আকিলউদ্দিন সিকদার,৮নং ওয়ার্ড সদস্য মো:জলিল গাজী,সমাজ সেবক মো:মোতালেব,মো:বারেক সর্দার,মো:আবুল হোসেন প্রধাণ,মো:মোতালেব সর্দার,মো: শাহজালাল কয়াল,মো:হাসেম কন্ট্রাকটার,মো: শফিক মাহমুদ,মো:আবু তালেব,মো: হাসান আলী,মো:আক্তার হোসেন,মো:তৈয়ব আলী ভুইয়া,আরব আরী ভূইয়া,আ:আজিজ কয়াল, মো: মহিউদ্দিন ভূইয়া,মো:মহিন,আ:কাদির,আব্দুস সালাম আবু,হাজী মো: কবির মীর,মো: জাহেদ আলী,আবুল খায়ের, মোজ্জামেল হোসেন (মোজাম),মো: আসাদ,আবুল কালাম মীর,মো:রনি,মো:সাইফুল,মেহেদী হাসান,মো:নোমান প্রধাণ,মাকসুদুর রহমান বন্টি,মো:জুয়েল ভূইয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোজাত করেন আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন পীর আল্লামা ড. মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

সংগ্রামী নেতারাই ঠাঁই পেয়েছে ছাত্রদলের কমিটিতে: জিয়া

নিউজ প্রতিদিন: বিগত সময়ে আনেদালনে মাঠে ছিল, যারা দলের নিবেদিত প্রাণ তাদের সমন্বয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা কাজের মূল্যায়ন করেছেন।এখানে কোন লবিং কাজ করেনি। যদি লবিংয়ের কমিটি হতো তাহলে মশিউর রহমান রনি কিংবা খাইরুল ইসলাম সজিবের মতো নেতারা শীর্ষ পদে আসতে পারতেন না। আমার বিশ্বাস অতীতের মতো নব গঠিত জেলা ছাত্রদল নেতারা আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে এবং দলের জন্য কাজ করবে। নব গঠিত জেলা ছাত্রদল কমিটি নিয়ে আলাপকালে এসব কথা বলেন ফতুল্লা থানা ছাত্রদল নেতা জিয়াউল উল হক জিয়া।

জেলা ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি মশিউর রহমান রনি খায়রুল ইসলাম সজিবসহ সকল নেতাদেও অভিনন্দন জানিয়ে তিনি বলেন,বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে নারায়ণগঞ্জে বিএনপির আন্দোলন মশিউর রহমার রনির নেতৃত্বে ছাত্রদল অগ্রনী ভুমিকা রেখেছিল। প্রতিটি সংগ্রামে ছাত্রদল যেভাবে রাজপথে থেকেছিল, তার প্রতিদান কেন্দ্রীয় নেতারা আমাদের দিয়েছেন। ছাত্রদল মূলদলের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। আশা করি অতীতের চেয়ে আরো শক্তিশালী হবে নব গঠিত ছাত্রদল। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না। আমাদের নেতা আলহাজ্ব শাহ আলমের নির্দেশনায় সম সময় মাঠে কাজ করে যাবো। দলের স্বার্থে যে কোন আন্দোলন সংগ্রামে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির সাথে ফতুল্লা থানা ছাত্রদল রাজপথে থাকবো।

ফতুল্লা থানা ছাত্রদলের পরিচিত মুখ জিয়াউল হক জিয়া বলেন, ‘আমাদের নেত্রী, আমাদেও মা সমতুল্য বেগম খালেদা জিয়াকে বর্তমান জালিম সরকার অন্যায় ভাবে জেলে রেখেছে। ছাত্রদলের সকল নেতাকর্মীরা মাকে জেল থেকে মুক্ত করতে নারায়ণগঞ্জের জেলা ছাত্রদল থেকেই কঠোর আন্দোলনের ডাক দেবো।

উল্লেখ্য, গত ৫ জুন মশিউর রহমান রনিকে সভাপতি ও খাইরুল ইসলাম সজিবকে সাধারণ সম্পাদক কওে ১২ সদস্যের জেলা ছাত্রদল কমিটি ঘোষনা করেছে কেন্দ্রীয় ছ্ত্রদল।