২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 229

গুলিস্তানে হকার-পুলিশ সংঘর্ষ

রাজধানীর গুলিস্তানে একটি পাতাল মার্কেটের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুইটার পর অভিযান শুরু হয়। তবে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আধঘণ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পল্টন থানার উপপরিদর্শক মো. বশিরুল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মতিঝিল বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু, সম্পাদক জুয়েল

শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদ দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গঠনতন্ত্রের বিধানবলে এ কমিটির অনুমোদন করেন।

এছাড়াও মোস্তাফিজুর রহমান সিনিয়র সহ-সভাপতি, গোলাম সারোয়ার সহ-সভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরাজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আলীকে সাংগঠনিক সম্পাদক করা হযেছে।

বর্নিল অায়োজনে ‘সময় নারায়ণগঞ্জ.কম’এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেছেন, ‘সাংবাদিকরা একটি দেশের রনাঙ্গনের সৈনিকের মতই গুরুত্বপূর্ন ও সাহসীক। সৈনিকরা যেমন দেশ রক্ষায় নিজের জীবন বাজী রেখে প্রত্যক্ষ ভাবে যুদ্ধ করে, ঠিক তেমনি সাংবাদিকরা সেই দেশের মানুষের অধিকার ও সত্য প্রতিষ্ঠার জন্যে অনেক সময় জীবনের ঝুকি নিয়ে সংবাদ প্রকাশ করে থাকে।’

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাব চত্তরে অনুষ্ঠিত অনলাইন নিউজ পোর্টাল “সময় নারায়ণগঞ্জ.কম” এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, সাংবাদিকদের কলম সর্বদা অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে লড়ে। জালিম ও অপরাধীদের জন্যে একজন প্রকৃত সাংবাদিক সর্বদাই মূর্তিমান আতঙ্ক। কেননা সাংবাদিকরা সামাজে অপরাধীদের কালো মুখোষ উন্মোচন করে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ থাকে। আর আমি বিশ্বাষ করি যে, সময় নারায়ণগঞ্জ.কম ঠিক তেমনই একটি অনলাইন নিউজ পোর্টাল। এখানে যারা সাংবাদিকতকার পেশায় নিয়োজিত রয়েছে, তারা সর্বদা ন্যায়ের পক্ষে থেকে মানুষের অধিকার আদায়ের লক্ষে কাজ করে। আমি আশা করবো আগামীতেও তারা যেকোন ধরণের অন্যায় অপরাধের বিরুদ্ধে লিখনির মাধ্যমে লড়বে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলি ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. শওকত আলী বলেন, ‘সাংবাদিকরা হলো জাতির বিবেক। তারা কখনই অন্যায়ের বিরুদ্ধে মাথা নিচু করে না। তাই সময় নারায়ণগঞ্জের প্রতিও আমার আহবান থাকবে যে, অপরাধী যেই হোক না কেন, তাদের সাথে কখনই আপোষ করা যাবে না। বিগত সময়ের মত ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি ও সময় নারায়ণগঞ্জ.কম এর উপদেষ্টা হাজী সৈয়দ ওবায়েদ উল্লাহ বলেন, হাটি-হাটি পা-পা করের আজ সময় নারায়ণগঞ্জের ১ বছর পূর্তি হলো। এই এক বছরের চলার পথে সময় নারায়ণগঞ্জ.কম সর্বদা অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পথে কাজ করে গেছে। কখনই অপরাধীদের সাথে আপোষ করেনি ভবিষ্যতেও করবে না। কেননা সময় নারায়ণগঞ্জ.কম সর্বদা অন্যায়ের বিরুদ্ধে থেকে সত্যের পক্ষে অবস্থান নিতে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আপনারা সকলেই সময় নারায়ণগঞ্জের পাশে থাকবেন।

অনুষ্ঠানে সময় নারায়ণগঞ্জের সম্পাদক মাহবুবুর রহমান খোকা, পরিচালক সহিদুল ইসলাম সহিদ ও প্রকাশক মো. আরিফ জয় সকল পাঠক ও শোভা-কাঙ্খিদের প্রতি প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি ও সময় নারায়ণগঞ্জ.কম এর উপদেষ্টা হাজী সৈয়দ ওবায়েদ উল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান অনু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী মো. ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরিফুল হক।

পরিবারের উপদেষ্টা মন্ডলীর সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. রাফিউল হাকিম।

প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ প্রতিনিধি মো. শুভ, স্টাফ রিপোর্টার মো. তানজিল আহমেদ তুষার, স্টাফ সিনিয়র ফটো সাংবাদিক মো. কাইয়ুম ও অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. তোতা মিয়া।

আলোচনা পর্বের পর কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে লালন গীতি পরিবেশন করা হয়।

যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্তা

জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব এলবার্ট পি কস্তাকে দেয়া হয়েছে। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব দেন।

আগে বর্তমান কমিটিতে সহ-সভাপতি ছিলেন কস্তা। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবকে স্বপদে বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়।

পাক-ভারত সীমান্তে গুলাগুলি, ৫ ভারতীয় সৈন্য নিহত

চলমান উত্তেজনার মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোলে ফের ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এতে ৫ ভারতীয় সৈন্য এবং পাকিস্তানের দুই বেসামরিক নাগরিক নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ডন অনলাইনের।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদফরের (আইএসপিআর) দাবি, ভারতীয় বাহিনীর উস্কানিমূলক গুলির জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। মঙ্গলবার রাতের ওই গুলি বিনিময়ে ৫ ভারতীয় সৈন্য নিহত এবং সীমান্তে তাদের চারটি সামরিক পোস্ট ধ্বংস হয়ে গেছে। ভিমবার সেক্টরে এ গুলি বিনিময়ের সত্যতা সেনাসূত্রও নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের হারপাল এবং ছুপরার সেক্টরে গুলিবর্ষণ করলে দুই পাকিস্তানি নাগরিক নিহত ও অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে।এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের ৬ বেসামরিক নাগরিক নিহত এবং ২১ জন আহতের ঘটনা ঘটল।

এদিকে, সীমান্তে যুদ্ধবিরতি লংঘন করার ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয়েছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় কর্তৃপক্ষকে কেন সীমান্তে বারবার যুদ্ধবিরতি লঙঘন হচ্ছে, তা তদন্ত এবং সেনাবাহিনীকে যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর উরিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সৈন্য নিহত হয়। এরপর ভারত পাকিস্তানকে এ হামলার জন্য দায়ী করে দেশটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনার দাবি করে।ভারতের এ দাবি পাকিস্তান নাকচ করে আসছে। এ নিয়ে দু’দেশের সীমান্তে প্রায়ই সৈন্যরা গুলি বিনিময় করছে।

মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী একটি মাজার সীলগালা করার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকায় প্রায় দুই শত বছর আগে গড়ে ওঠা ধর্মপ্রচারক মিরসাহেব এর মাজারটি সীলগালা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান।

বুধবার সকাল ১০টার সময় বর্তমানে দায়িত্বে থাকা মোতয়াল্লী হাজি মোঃ সফি উদ্দিন আহাম্মেদ এর কাছ থেকে চাবি নিয়ে মাজারটির মূল ফটকে তালা লাগিয়ে সীলগালা করার বিষয়টি স্বীকার করে ইউ এন ও বলেন, এখানে দুটি পক্ষের সংঘাতের সম্ভবনার কথা বিবেচনা করে এই কাজটি করেছেন তিনি।

এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে মাজার গেট এলাকায় ভক্ত অনুরাগীরা মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। মাজারের মোতয়াল্লী হাজ্বি সফি উদ্দিনের দাবি কমিটির ঝামেলার বিষয় উচ্চ আদালতে বিচারাধিন। এই ব্যাপারে জানার পরে ইউ এন ও মাজার সীলগালা করে দিয়ে আইন অবমাননা করেছেন।

প্রেস ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ বিএনপির কাজ- ওবায়দুল কাদের

ঘরে বসে প্রেস ব্রিফিংয়ের মধ্যে বিএনপির কাজ সীমাবদ্ধ। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সম্মেলনে গণতন্ত্র বা কোনো অর্জন নেই’- বিএনপির এমন অভিযোগের প্রতি-উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে এটা আগে প্রমাণ করুক। ‘নিজেদের দলে কোনো গণতন্ত্র নেই, তারা আবার গণতন্ত্রের কথা বলে। আওয়ামী লীগ সুশৃঙ্খল, বৃহৎ একটি দল।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে জনগণের চাওয়াই দলের কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, এক্ষেত্রে বিএনপির বক্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ বিএনপি হতাশাগ্রস্ত ও বিপর্যস্ত একটি দল।

এছাড়া আওয়ামী লীগের সম্মেলনে সম্পূর্ণ গণতন্ত্র মেনে নেতা নির্বাচিত করা হয়েছে বলেন তিনি।

দেওভোগে ১২’শ ইয়াবাসহ কথিত সাংবাদিকসহ তিনজন গ্রেপ্তার

শহরের দেওভোগ পাক্কা রোড এলাকা থেকে গতকাল মঙ্গলবার একজন কার্ডধারী কথিত সাংবাদিক সহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬শ পিছ ইয়াবা ট্যাবলেট। এছাড়া ওই সাংবাদিকের কাছ থেকে একটি মানবাধিকার সংস্থার কার্ডও পাওয়া গেছে। পুলিশ জানায় তাদেও স্বীকারোক্তি মতে আরো ৬’শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পাক্কা রোডস্থ জুয়েল এর ভাড়া নেওয়া বাসার দোতলায় মাদক (ইয়াবা) বিক্রয়ের সময় হাতে নাতে ৩জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো মোঃ আলমগীর কবির (৪০), মোঃ জুয়েল (৩৮) ও মোঃ সেন্টু (৪০)। এ তিনজনের মধ্যে আলমগীর কবির নিজেকে স্থানীয় পত্রিকা ‘দৈনিক রুদ্র বার্তার’ রিপোর্টার এবং একটি মানবাধিকার সংস্থা ‘সিপিআরএস (কনজুমার অ্যান্ড প্যাসেঞ্জার রাইট প্রটেক্ট সোসইটি)’ এর সদস্য মর্মে উল্লেখ করেন এবং আইডি কার্ড উপস্থাপন করেন।

হান্নান শাহ’র রাজনৈতিক জীবন জুড়েই ছিল শহীদ জিয়ার আদর্শ

বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য দুঃসময়ের কান্ডারী ব্রিঃ জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ স্মরনে বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠে সোমবার বাদ আসর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকবর আলী সুমন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মোঃ ওমর আলী।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা বিএনপি’র সহ-সভাপতি এম আকবর আলী,বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আল আমীন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুর আলী,সহ-সভাপতি মোহাম্মাদ মাহমুদ মেম্বার,ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি মোঃ মন্টু মেম্বার, ফতুল্লা থানা ছাত্রদল নেতা মোঃ শাহ জাহান, ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র নেতাগোলাম মোস্তফা অরুন ও বক্তাবলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড  বিএনপি’র সভাপতি মোঃ মোতালেব সর্দার।

প্রধাণ অতিথির বক্তব্যে আকবর আলী সুমন বলেন, প্রয়াত হান্নান শাহের রাজনৈতিক বর্নাঢ্য জীবন জুড়েই ছিল শহীদ জিয়ার আদর্শ। তিনি ইউনিয়ন নেতাকর্মীদের বলেন, আসুন আমরা একত্রিত হয়ে বিএনপিকে সুসংগঠিত করে দেশের সাধারণ মানুষের স¦ার্থে সুন্দরভাবে রাজনীতি করি।

আরো উপস্থিত ছিলেন,আঃ মান্নান, বারেক সর্দার, মান্নান মুন্সী,মোঃ ডালিম, আঃ হাই,তৈয়ব আলী, হাফেজ ঝন্টু,ছাত্রদল নেতা মাসুদ খাঁন, পিয়ার আলী,হোসেন আলী, রিমন, যুবদল নেতা আমান, মনির।

অনুষ্ঠানের প্রধাণ বক্তা বলেন,আমাদের রাজনৈতিক শিক্ষক ছিলেন ব্রিঃ জেনারেল (অবঃ) হান্নান শাহ। তার কাছ থেকে আমরা শহীদ জিয়ার আদর্শেও রাজনীতি শিখেছি। তিনি বেচে থাকলে আমরা আরও  শিখতাম। কিন্তু দুঃভাগ্য যে, তিনি সবাইকে কাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার আদর্শে অনুপ্রেরিত হয়ে আগামীতে রাজনীতির মাঠকে আমাদের আরোবেগবান করে তুলতে হবে।

সার্বিক সহযোগিতায় ছিলেন,বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র নেতা নেতা মোঃ কামাল হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা ইফতেখার আহম্মেদ রাজু,মোঃ মাহমুদল্লাহসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

ক্ষমতায় থেকেও আ’লীগ নির্যাতিত

ক্ষমতায় থেকেও আওয়ামীলীগের নেতা-কর্মীরা নির্যাতিত ও নিপিরিত বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. শাহ-নিজাম।

নারায়ণগঞ্জে আসন্ন ২৯ তারিখের জনসভা সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত এক কর্মী সভায় ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে ফতুল্লা থানা যুবলীগের কার্য্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় শাহ-নিজাম আরো বলেন, ‌‌শুধু তাই নয়, বাংলাদেশ আওয়ামীলীগের জন্ম এই নারায়ণগঞ্জের মাটিতে। কিন্তু এরপরও আমরা নারায়ণগঞ্জের আওয়ামীলীগের নেতা-কর্মীরা অবমূল্যায়ীত। মূলত নারায়ণগঞ্জে কবরীদের মত মানুষ আওয়ামীলীগের নেতৃত্ব দিয়ে ছিলেন বলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। কবরী আওয়ামীলীগের মধ্যেই একটি ‘সাব আওয়ামীলীগ’ সৃষ্টি করেছে। এই জন্যে আমি মনে করি যে, সাংগঠনিক ভাবে আমরা পরিপূর্ন শক্তিশালী নই। ফলে এখনও আমরা পুলিশের কাছে হয়রানীর শিকার হচ্ছি। তবে আমাদের জন্যে সু-দিন অপেক্ষা করছে। কেননা আমাদের নেতৃত্বে রয়েছে আলহাজ্ব একেএম শামীম ওসমান। আর এই সু’দিনের প্রাপ্তী অর্জন করতে হলে অবশ্যই শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে হবে। এর জন্যে আগামী ২৯ তারিখের জনসভাটি সফল করার জন্যে সকল নেতা-কর্মীদের উপস্থিতি কামনা করছি।

সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী কর্মীসভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, ‘নারায়ণগঞ্জ নিয়ে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জঙ্গিরা জনসভায় ব্যাঘাত ঘটাতে পারে। তাই আসন্ন ২৯ তারিখের জনসভা সফল করা আমাদের জন্যে চ্যালেঞ্জ। এই জন্যে বরাবরের মতই বিশাল মিছিলের মাধ্যমে সভায় যোগদান করে আমরা জনসভা সফল করে সেই চ্যালেঞ্জে জয়ী হতে চাই। আমরা প্রমান করতে চাই যে, জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের নেতৃত্বে ফতুল্লা থানা যুবলীগ অতিতে যেমন সক্রিয় ছিলো এখনও আছে এবং ভবিষ্যতেও সক্রিয় থাকবে। তাই আসন্ন ২৯ তারিখের জনসভায় ফতুল্লা থানা যুবলীগের মিছিলটি একটি স্মরনীয় মিছিলে পরিনত করার প্রত্যয় ব্যাক্ত করছি।’

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর, তরুন, ফয়সাল, আল-আমিন, পাপন, পাপ্পু সহ ফতুল্লা থানার দুর দুরান্ত থেকে সভায় যোগ দেয়া প্রায় শতাধীক নেতা-কর্মী।